সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়তিতাস বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভাঝিনাইদহের জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধনশীতের ছুটিতে ঘুরে আসুন দেবহাটার রূপসী ম্যানগ্রোভপ্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা -অগ্নি সংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনবিইউপিএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিলেন জালালপুর ইউপি চেয়ারম্যান

শীর্ষ রোহিঙ্গা নেতাকে গলাকেটে হত্যা

দেশের খবর: কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্পে শীর্ষস্থানীয় রোহিঙ্গা নেতা আরিফ উল্লাহকে (৪৮) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ জুন) রাত আটটার দিকে বালুখালী ১১ নং ক্যাম্পের সি ব্লকে এ ঘটনা ঘটে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাই লাও মার্মা পরিবর্তন ডটকমকে জানান, খবর পেয়ে ক্যাম্প থেকে রোহিঙ্গা নেতা ও হেড মাঝি আরিফ উল্লাহর লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ধারণা করছে, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার চাই লাউ মার্মা।

এদিকে, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে। পরে সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

খেলার খবর: সোমবার (১৮ জুন) সর্বশেষ ম্যাচে ফেভারিট ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই গোল হজম করে তিউনিশিয়া। এর কিছুক্ষণ পর ম্যাচের ৩৪ মিনিটে বেন ইউসুফকে নিজেদের বক্সে ইংল্যান্ড ফুটবলার কাইলে ওয়াকার ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান।

আর সেখান থেকে গোল করে সমতায় ফেরে তিউনিশিয়া।

বিরতির পর দুই দলই জোর চেষ্টা চালায় গোল করার। তবে শেষ মুহূর্তে গোল করে ম্যাচের মোর ঘুরিয়ে দেয় ইংল্যান্ড। ম্যাচের ৯০ মিনিটের মাথায় গোল করে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

ইংল্যান্ড একাদশ:
জর্ডান পিকফোর্ড, কাইলে ওয়াকার, জন স্টোন্স, হ্যারি মাগিরে, জেসে লিংগার্ড, জর্ডান হেন্ডারসন, হ্যারি কেন, রহিম স্টারলিং, কিয়েরান ট্রিপ্পিয়ার, অ্যাশলি ইয়ং, ডেলে আলি।

তিউনিসিয়া একাদশ:
মোয়েজ হাসেন, সিয়াম বেন ইউসেফ, ইয়াসিনে মেরিয়াহ, ফাখরেদ্দিন বেন ইউসেফ, আনিস বাদ্রি, ওয়াহবি খাজরি, দাইলান ব্রন, আলি মালুল, ফেরজানি সাসি, ইলিয়াস সিকিরি, নিয়াম স্লিতি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় জামাইয়ের চড়ে শ্বশুরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ায় নিজ বাড়িতে জামাইয়ের হাতে খুন হয়েছেন শ্বশুর আবুল কাশেম (৭২)। সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম কুশোডাঙ্গা ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের মৃত করিম গাজীর ছেলে। ঘাতক জামাই আব্দুল জলিল (৪০) হেলাতলা ইউনিয়নের উত্তর দিগং গ্রামের আব্দুল হামিদ বিশ্বাসের ছেলে।

কলারোয়া থানা পুলিশ ও নিহতের স্ত্রী রোজিনা বেগম জানান, দশ বছর পূর্বে দিগং গ্রামের জলিলের সাথে তার কন্যা রেশমা বেগমের বিবাহ হয়। বিবাহের পর থেকেই সে রেশমাকে বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে। ইতোমধ্যে তাদের ঘরে দুই সন্তান জন্ম নেয়। রেশমাকে বিবাহের পূর্বে সে আরো একটি বিবাহ করে এবং সে ঘরে তার আরও দুই সন্তান রয়েছে। পারিবারিক অশান্তির কারণে রেশমা ঈদের কয়েকদিন পূর্বে পিত্রালয়ে চলে আসে। ঈদের দুইদিন পরে সোমবার জামাই জলিল রেশমাকে নিয়ে যাওয়ার জন্য শ্বশুরালয়ে আসলে শ্বশুর আবুল কাশেমের সাথে তার কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে সে শ্বশুরকে সজোরে চড় মারলে বয়োবৃদ্ধ শ্বশুর আবুল কাশেম পাশের দেয়ালে আঁছড়ে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঘটনার পর পরই ঘাতক জামাই পালানোর চেষ্টা করলে তার শাশুড়ির ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে।ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার কলারোয়া থানায় এসেছেন। রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাড়ির আঙিনায় ফুটবে পদ্ম

লাইফস্টাইল ডেস্ক: চমৎকার পদ্ম যদি ফোটে থাকে বাড়ির আঙিনায়, তবে কেমন হয়? জেনে নিন কীভাবে লাগাবেন পদ্ম।
পদ্ম বীজের খোল খুবই শক্ত হয়। অঙ্কুরোদগম করতে চাইলে আগে হাতুড়ি দিয়ে আঘাত করে সামান্য ফাটিয়ে নিন বীজ। এমনভাবে আঘাত করবেন যেন ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত না হয়। ৮/১০টি পদ্ম বীজ এভাবে ফাটিয়ে নিন। দুই গ্লাসে পরিষ্কার পানি নিন। প্রতিটি গ্লাসে ৪ থেকে ৫টি বীজ দিয়ে দিন। আলো-বাতাস চলাচল করে এমন স্থানে রাখুন গ্লাস দুটো। সরাসরি যেন রোদের তাপ না পড়ে সেদিকে লক্ষ রাখবেন। ৪/৫ দিন এভাবে রেখে দিন। প্রতিদিন পানি বদলে দেবেন। ৪ দিন পর দেখবেন বীজ থেকে পাতা উঁকি দিচ্ছে। ৬ দিন পর অনেকটাই বেড়ে উঠবে গাছ। এবার চারা অন্য পাত্রে লাগিয়ে দিন। চারা লাগানোর জন্য ছোট একটি মাটির ছড়ানো পাত্র নিন। পাত্রের নিচে যেন কোনও ছিদ্র না থাকে। ৮০ ভাগ মাটির সঙ্গে ২০ ভাগ জৈব সার মিশিয়ে নিন। টবে মাটি দিয়ে পানি দিন। ১ ইঞ্চি গর্ত করে পদ্ম বীজগুলো লাগান। বালি দিয়ে গর্তগুলো ভরাট করে দিন। এক লেয়ারের বালি ছড়িয়ে দিন উপরে। একটি বড় মাটির টবে পানি দিয়ে গাছসহ ছোট পাত্রটি রাখুন। বড় পাত্রটি পানিতে একদম টইটম্বুর করে দেবেন যেন ছোট পাত্রটি ডুবে থাকে। সামান্য রোদ দরকার হবে গাছ বাড়ার জন্য। এভাবে ধীরে ধীরে বাড়বে পাতা। ফুটবে ফুল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আর্জেন্টিনাকে হারিয়েছিল বাংলাদেশ !

ভিন্ন স্বাদের খবর: ২৪শে মার্চ ১৯৯৭, কুয়ালালামপুরে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল। সেদিন দাপুটে জয়ই পায় টাইগাররা। বিষয়টি অনেকে জানেন না। যারা জানেন না তাদের কাছে আর্জেন্টিনাকে হারানোর দাবি করলে নির্ঘাত পাগলই ভাববে। তবে বিষয়টি মিথ্যে নয়, একেবারেই সত্যি! সেই জয়টি ছিল বাংলাদেশ ক্রিকেটের ঐতিহাসিক অর্জনের শুরু। হ্যাঁ পাঠক, আইসিসি’র চ্যাম্পিয়ান ট্রফিতে সে আসরে বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছিল প্রথমবারের মত।

সেই আসরে প্রথম ম্যাচটিই ছিল আর্জেন্টিনা জাতীয় দলের বিপক্ষে। টসে জিতে আকরাম খানের দল ফিল্ডিংয়ে পাঠিয়েছিল আর্জেন্টিনার অধিনায়ক গিলার্মো কিরস্কবাম। তারা আগে ব্যাট করতে নেমে ১৩৮ রানেই গুটিয়ে গিয়েছিল। জবাব দিতে নেমে পাঁচ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। শুরু হয়েছে গ্রেটেস্ট শো অন আর্থ ‘ফুটবল বিশ্বকাপ’। যেখানে অন্যতম ফেবারিট দল আর্জেন্টিনা । আর আসর সামনে রেখে সেদিনের স্মৃতিচারণ করেছেন মিনহাজুল আবেদিন নান্নু, আতাহার আলী খানরা। তাদের কথকোপকথনের মূল অংশ তুলে ধরা হলো-

ক্রিকেট বলেই হারিয়েছিলাম আর্জেন্টিনাকে- আকরাম খান

বিশ্বকাপ এলেই আর্জেন্টিনার বিপক্ষে সেই ম্যাচের কথা দারুণ মনে পড়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানের। ব্রাজিল সমর্থক হিসেবে মনে মনে ভীষণ আনন্দও লাগে কারণ তারা সেই দিন হারিয়েছিলেন ফুটবলের পরাশক্তি আর্জেন্টিনাকে। সেই ম্যাচের স্মৃতি নিয়ে আকরাম খান বলেন, ‘আমার মনে আছে সেটি ছিল আইসিসি ট্রফিতে আমাদের প্রথম ম্যাচ। আগেই শুনেছিলাম আর্জেন্টিনার বিপক্ষে খেলা। তাই একটু অদ্ভুত লাগছিল। কারণ ওরা ফুটবলেতো বিশ্বসেরা। ক্রিকেটে কেমন হবে তা নিয়ে একটু দ্বিধা ছিল। ওরা সেই সময় মাঠে ওয়ার্মআপ করতো ফুটবল খেলে। ম্যাচের আগে নিজেদের মধ্যে ওদের ক্রিকেটাররা যে ফুটবল খেলছিল তা দেখেই আমরা মুগ্ধ। ম্যাচটি আমরা জিতেছি। ম্যাচ শেষে বলেছিলাম ‘আর্জেন্টিনার বিপক্ষে ক্রিকেট ম্যাচ বলেই জিততে পেরেছি। ওদের ক্রিকেটাররাই যে সুন্দর ফুটবল খেলে জাতীয় দলতো পরের বিষয় ওদের সঙ্গেই জিততে পারতাম না।’ ব্রাজিলের দারুণ ভক্ত আকরাম খান এবার মাঠে বসেই দেখবেন রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। তিনি বলেন, ‘আমি তো ফুটবলের দারুণ ভক্ত। এবার রাশিয়াতে বসেই দুটি ম্যাচ দেখবো। আশা করি প্রিয় দল ব্রাজিলই বিশ্বকাপ জিতবে।’

ভীষণ অদ্ভুত লেগেছিল- নাঈমুর রহমান দুর্জয়

বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় বুঝতেন আর্জেন্টিনা মানেই ফুটবল দল। তাই তিনি যখন আর্জেন্টির বিপক্ষে খেলার কথা শুনলেন নিজের কাছেই একটু অদ্ভুত মনে হয়েছে। তবে ক্রিকেটে নিজেদেরই এগিয়ে রেখেছিলেন। ব্রাজিল সমর্থক বলে আর্জেন্টিনার বিপক্ষে সেই জিততে পেরে দারুণ ভাল লেগেছিল তার। তিনি বলেন, ‘এটিতো সত্যি যে আর্জেন্টি ফুটবলে অন্যতম সেরা দল। তাই ওরা ক্রিকেট খেলছে ভেবে তেমন কোন ভয়ের চিন্তা আসেনি। বরং একটু অদ্ভুত লেগেছিল। আমরা জানতাম জিতবো তাই হয়েছে। আমার কাছে এখানো ভালো লাগেই ম্যাচে আমি ম্যাচসেরা হয়েছিলাম।

ওরা ক্রিকেটও খেলে, ভাবতেই ভালো লাগে- আতহার আলী খান

একবার নয় দুইবার ক্রিকেটে আার্জেন্টিনার মুখোমুখি হয়েছিলেন জাতীয় দলের অন্যতম ব্যাটসটম্যান আতহার আলী খান। বর্তমানে তিনি ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবেই বেশি পরিচিত। ফুটবলেরও দারুণ ভক্ত তিনি। তাই আজ থেকে শুরু হওয়া বিশ্বকাপে চোখ। তার আগে আর্জেন্টিনার সেই ম্যাচের স্মৃতি স্মরণ করে বলেন, ‘আমি ১৯৯৬ ও আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিলাম। এরপর ১৯৯৭ এ খেলি। আর্জেন্টিনা ক্রিকেট খেলে এটা অবশ্য আমরা খুব কম লোকই জানতাম। কিন্তু খেলতে গিয়ে ভালোই লেগেছে। ওদের প্রতি দারুণ সম্মান এসেছে যে এত বড় ফুটবল জাতি হয়েও ক্রিকেটে মনোযোগ আছে। আর আইসিসি’র চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাতো এত সহজ নয়। যদিও আমি ব্রাজিলের সবসময়ের সমর্থক তবে ক্রিকেট খেলে বলে আর্জেন্টিনাকেও ভালো লেগেছিল সেই সময়।

আর্জেন্টিনা ক্রিকেট খেলে জানতামই না- হাসিবুল হোসেন শান্ত

ফুটবলে ব্রাজিলের দারুণ ভক্ত জাতীয় দলের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। তাই আর্জেন্টিনা নিয়ে খুব একটা খোঁজ খবর রাখেন না। তাদের চিনেন চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবেও। কিন্তু ক্রিকেটে শান্ত আর্জেন্টিনাকেও পেয়েছিলেন প্রতিপক্ষ হিসেবে। সেই স্মৃতি নিয়ে তিনি বলেন, ‘আমিতো জানতামই না যে আর্জেন্টিনা ক্রিকেট খেলে। সেটি ছিল আইসিসিতে আমাদের আসরে প্রথম ম্যাচ। যখন শুনলাম আর্জেন্টিনা ধরেই নিয়েছিলাম জিতবো, তাই হয়েছে।’ অন্যদিকে জাতীয় দলের এ পেসারের প্রিয় দল ব্রাজিল হলেও তিনি আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসির দারুণ ভক্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেয়েকে রক্ষা করতে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

দেশের খবর: মুন্সীগঞ্জে স্বামীর (৪০) পুরুষাঙ্গ কেটে দেয়ায় স্ত্রীকে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শনিবার শ্রীনগর উপজেলার বাড়ৈইখানী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ওই দম্পতির মেয়ে ঈদ উপলক্ষে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে। এ সময় লম্পট বাবা মেয়েকে কু-প্রস্তাব দেয়। মেয়ে তার মাকে বিষয়টি জানালে মা রাতেই মেয়েকে পার্শ্ববর্তী এক চাচার ঘরে ঘুমাতে দিয়ে আসে।

কিন্তু মেয়েকে অন্যের বাড়িতে দিয়ে আসায় স্ত্রীকে মারধর করে এবং মেয়েকে নিয়ে আসতে বলে স্বামী। মেয়ের প্রতি লালশায় ক্ষিপ্ত হয়ে রাতে সেমাইয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খাইয়ে দেন স্ত্রী। পরে ঘুমিয়ে গেলে স্ত্রী তার হাত-পা বেঁধে ব্লেড দিয়ে স্বামীর যৌনাঙ্গ কেটে দেন। এতে ওই ব্যক্তির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অপরদিকে স্ত্রীকে পুলিশের কাছে তুলে দেয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর হোসেন জানান, ওই নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে নেই মোস্তাফিজ-তাসকিন-সাব্বির

খেলার খবর: ঈদের আগেই আলোচনা ছিল তুঙ্গে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করা হতে পারে। তবে অজানা কারণে, ঈদের আগে আর টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়নি। অবশেষে ঈদের পর প্রথম কর্মদিবসেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাগো নিউজের পাঠকরা আগেই জেনে গিয়েছিলেন, ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকছেন না কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আরও জেনেছিলেন, স্কোয়াডে জায়গা মিলতে পারে ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর। সেটাই সঠিক হলো। ১৫ সদস্যের দলে নাম নেই মোস্তাফিজের। ইনজুরির কারণে প্রথম টেস্ট খেলতে পারছেন না তিনি। দলে নেয়া হয়েছে তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে।

শুধু মোস্তাফিজই নয়, দলে জায়গা পেলেন না পেসার তাসকিন আহমেদও। নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্ম দেয়া এবং টানা অফ ফর্মের কারণে দল থেকে বাদ দেয়া হয়েছে ব্যাটসম্যান সাব্বির রহমান। এমনকি স্ট্যান্ডবাই হিসেবে যে ৫ জনকে রাখা হয়েছে সেখানেও নাম নেই সাব্বিরের। বাদ দেয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। যদিও স্ট্যান্ডবাইতে রয়েছেন তিনি।

১৫ সদস্যের টেস্ট দলে নতুন মুখ আবু জায়েদ চৌধুরী রাহী। এর আগে টে-টোয়েন্টি খেলেছেন বিপিএলে দুর্দান্ত খেলা এই পেসার। আফগানিস্তানের বিপক্ষে বিপর্যকর সিরিজেও ভালো বোলিং করেছিলেন রাহী। তারই পুরস্কার পেলেন তিনি, টেস্ট দলে ডাক পেয়ে। দলে ফেরানো হয়েছে পেসার কামরুল ইসলাম রাব্বী এবং শফিউল ইসলামকেও।

রুবেল হোসেনের সঙ্গে আবু জায়েদ রাহী, কামরুল ইসলাম রাব্বি এবং শফিউল ইসলাম- এই চারজনকে দিয়ে সাজানো হয়েছে পেস ডিপার্টমেন্ট। স্পিন ডিপার্টমেন্টে রয়েছেন তাইজুল ইসলাম মেহেদী হাসান মিরাজ।

যথারীতি সাকিব আল হাসান অধিনায়ক। রয়েছেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুমিনুল হক। উইকেটরক্ষক হিসেবে রয়েছেন তিনজন। মুশফিকুর রহীমের সঙ্গে লিটন দাস এবং নুরুল হাসান সোহান।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০ জুন নতুন কোচ স্টিভ রোডসের কাছে রিপোর্ট করবেন টেস্ট দলের খেলোয়াড়রা। দু’দিন নতুন কোচের অধীনে অনুশীলন করবে বাংলাদেশ দল। এরপর ২৩ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা। সফরে দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ দল। ৪ জুলাই অ্যান্টিগার স্যর ভিভ রিচার্ডস স্টেডিয়ামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ১২ জুলাই জ্যামাইকার কিংস্টনের স্যাবাইনা পার্কে দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল

সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ চৌধুরী রাহী, নাজমুল হোসেন শান্ত এবং শফিউল ইসলাম।

স্ট্যান্ডবাই : ইয়াসিন আরাফাত, আবু হায়দার রনি, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত এবং মোস্তাফিজুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌম্য-সাব্বির এখন বাংলাদেশ ‘এ’ দলে!

খেলার খবর: সন্ধ্যার দিকেই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে রাখা হয়নি দলের নিয়মিত কয়েকজন সদস্যকে। ইনজুরির কারণে এমনিতেই থাকার কথা নয় মোস্তাফিজুর রহমানের। তাকে রাখা হয়নি ওয়েস্ট ইন্ডিজগামী দলে। বাদ দেয়া হয়েছে অফ ফমে থাকা সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত। যদিও সৈকতকে রাখা হয়েছিল স্ট্যান্ডবাই দলে। সাব্বির আর সৌম্য সরকারকে স্ট্যান্ডবাইতেও রাখা হয়নি।

রাতের দিকেই ভিন্ন একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করে বিসিবি। যেখানে উল্লেখযোগ্য দিক হলো, ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে একের পর এক সেঞ্চুরি করা এবং দারুণ ধারাবাহিক ব্যাটসম্যান তুষার ইমরানকে রাখা হলো ‘এ’ দলে। তাকে লঙ্গার ভার্সনের দলে ফেরানোর যে দাবি চারদিক থেকে উঠছিল, তার প্রথম ধাপ হিসেবে নির্বাচকরা অন্তর্ভূক্ত করে নিলেন ‘এ’ দলে।

এছাড়া ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাদ পড়া সাব্বির রহমান, সৌম্য সরকার এবং মোসাদ্দেক হোসেন সৈকতকে রাখা হলো ‘এ’ দলে। তাসকিন আহমেদকে ‘এ’ দলেও রাখা হলো না।

২৬ জুন থেকে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে কক্সবাজারে শুরু হবে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম চারদিনের ম্যাচ। ওই ম্যাচের জন্যই ১৫ সদস্যের ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চারদিনের তিনটি প্রথম শ্রেণির এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলার জন্যই ২৩ জুন বাংলাদেশে এসে পৌঁছাবে শ্রীলঙ্কা ‘এ’ দল। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেটে। শুরু হবে জুলাইর ১৭ তারিখ থেকে। ২২ জুন বাংলাদেশ ‘এ’ দলের কক্সবাজারে অনুশীলন শুরু করার কথা রয়েছে।

১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল
সাদমান ইসলাম, সৌম্য সরকার, মিজানুর রহমান, আফিফ হোসেন, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন, নাঈম হাসান, রিশাদ আহমেদ, সাইফ হাসান, জাকির হোসেন, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি এবং মোসাদ্দেক হোসেন সৈকত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest