সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধনতারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণদেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভামহেশ্বরকাটি বাজারে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

ভেদাভেদ নয় সবাইকে নিয়ে মিলনের রাজনীতিতে বিশ্বাসী আমি- ডা. রুহুল হক এমপি

আশাশুনি ব্যুরো: কোন ভেদা ভেদ নয় সবাইকে নিয়ে মিলনের রাজনীতিতে বিশ্বাসী আমি। সকলকে একসাথে মিলে মিশে কাজ করে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আহবান জানিয়ে তিনি আরো বলেন, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করেছি। এখানে যে পরিমান উন্নয়ন হয়েছে তা বলে শেষ করা যাবে না। এমনি ভাবে সারা দেশে উন্নয়নের জোয়ার বয়ে গেছে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনা জন্যে। উন্নয়ন করতে হলে শেখ হাসিনার বিকল্প নাই। সোমবার বিকালে আশাশুনি মডেল হাইস্কুল চত্বরে উপজেলা আ’লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা বলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সাংসদ, জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি প্রফেসর ডাঃ আ ফ ম রুহুল হক । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম। সাংবাদিক অসীম চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জী, পুলিশ পরিদশর্ক (ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ছোট, মোজাম্মেল হক, আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম, আব্দুল আলিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, স্বেচাছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলী, যুব মহিলালীগ সভানেত্রী সীমা পারভীন, সৈনিকলীগ সভাপতি আলমগীর হোসেন, সম্পাদক আবুল কাসেম খোকা, তাঁতীলীগ সভাপতি সেলিম রেজা সেলিম, বাস্তহারালীগ সভাপতি মোক্তার হোসেন, সম্পাদক মিজানুর রহমান, সাবেক ছাত্রলীগ সম্পাদক মনিরুজ্জামান বিপুল সহ এ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, বাজার জামে মসজিদের ইমাম প্রভাষক হাফেজ বাকী বিল্লাহ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইফোন পেলেন সালমা-রুমানারা

খেলার খবর: এশিয়া কাপের অসাধ্য সাধন করে বাংলাদেশে ফিরেছে বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বে শক্তিশালী পাকিস্তান ও ভারতকে হারানোর পর রুদ্ধশ্বাস ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের এশিয়া কাপ জয় করে বাংলাদেশের নারীরা। এটাই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের কোন ফাইনালে প্রথম জয়।

স্বভাবতই সালমাদের কীর্তিতে উল্লাসে ভাসছে পুরো বাংলাদেশ। তাই দেশে ফিরেই বাংলাদেশের মেয়েদের জন্য এক সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সেই অনুষ্ঠানে বাংলাদেশ নারী দলের প্রত্যেক সদস্যকে আইফোন উপহার দেয় বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর প্রতিষ্ঠান মোবাইল কোম্পানি রবি।

এর আগে বিসিবির পক্ষ থেকে নারী ক্রিকেট দলকে ২ কোটি টাকা আর্থিক পুরস্কার এবং প্রত্যেক খেলোয়াড়কে ১০ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় বিসিবি। তাছাড়া মেয়েদের মাসিক বেতন ৩০ হাজার থেকে বেড়ে ৫০ হাজার টাকা করার ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির ওসি মোস্তাফিজুর জেলার সেরা ওসি নির্বাচিত

আশাশুনি ব্যুরো: সাতক্ষীরা জেলার সেরা ওসি নির্বাচিত হয়েছেন আশাশুনি থানার ওসি মোহাঃ মোস্তাফিজুর রহমান। একই সাথে এ থানার এক এসআই নয়ন চৌধুরী ও দুই এএসআই জহুরুল ইসলাম, আসলাম শিকদার সেরা চৌক্কশ পুলিশ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।
গতকাল সকালে জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন থানার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ কর্তৃক মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ড দমন ও আদালতের ওয়ারেন্ট তামিল করে সাজা প্রাপ্ত আসামী সহ অন্যান্য আসামী গ্রেপ্তার করা সহ পুলিশের সেবা জনগণের দোড় গোড়ায় পৌছে দেওয়ায় পুলিশের এসব কর্মকান্ড প্রশংসিত হওয়ায় সার্বিক দিক বিবেচনা করে জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান আশাশুনি থানার চৌকস ও সুদক্ষ অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করেন ও একই সাথে এসআই নয়ন চৌধুুরী ও দুই এএসআই জহুরুল ইসলাম, আসলাম শিকদারকে জেলার শ্রেষ্ঠ চৌক্কশ পুলিশ কর্মকর্তা হিসাবে নির্বাচিত করেন। সভায় জেলা পুলিশ সুপার জেলার শ্রেষ্ঠ ওসি আশাশুনি থানার ওসি মোস্তাফিজুর রহমানের হাতে সম্মামনা ক্রেস্ট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা সহ জেলার ৮টি থানার সকল অফিসারবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সন্ত্রাসীদের গুলিতে পত্রিকা সম্পাদক ও সিপিবি নেতা বাচ্চু নিহত

দেশের খবর: মুন্সীগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে বিশাকা প্রকাশনীর স্বত্বাধিকারী, সাংবাদিক, কবি ও ব্লগার শাজাহান বাচ্চু (৬০) নিহত হয়েছেন।

নিহত শাজাহান বাচ্চু জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, একজন সাংবাদিক, কবি, ব্লগার, সংগঠক, ঢাকার বাংলাবাজারে বিশাকা প্রকাশনীর স্বত্বাধিকারী ও সাপ্তাহিক আমাদের বিক্রমপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পূর্ব কাকালদি গ্রামের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

এ ঘটনায় সিরাজদিখান থানার ওসি (প্রশাসন) আবুল কালাম ও পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব কাকালদি (মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কের) তিন রাস্তার মোড়ে আনোয়ার হোসেনের ফার্মেসির সামনে বসে কথা বলতে ছিলেন শাজাহান বাচ্চু।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২টি মোটরসাইকেলে চারজন লোক এসে তাকে ধরে রাস্তায় নিয়ে আসে। লোকজনকে সরে যেতে বলে এবং একটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। শাজাহান বাচ্চুকে রাস্তায় এনে তার বুকের ডান পাশে একটি গুলি করে। এ সময় সিরাজদিখান থানার এএসআই মাসুম ওই রাস্তা দিয়ে মুন্সীগঞ্জ থেকে থানার দিকে যাচ্ছিলেন।

এএসআই মাসুম জানান, ঘটনাস্থলে পৌঁছানোর আগে একটি বিকট আওয়াজ পান, সামনে এসে দেখেন একটি লোক পড়ে আছে প্রথমে ভাবছিলেন বিদ্যুতের তারে সমস্যা হয়েছে কিনা। পাশের রাস্তা থেকে তাকে উদ্দেশ করে বলছে, শালাকে গুলি কর। এমন সময় একজন ব্যাগ থেকে একটি ককটেল ছুড়ে তার দিকে সে দৌড়ে পিছিয়ে যায়। সে পিস্তল বের করতেই আরেকজন তাকে উদ্দেশ করে গুলি ছোড়ে। সে বসে গুলি করার চেষ্টা করলে বিপরীত রাস্তায় সন্ত্রাসীরা দৌড়ে দুই মোটরসাইকেলে চারজন কেটে পড়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সোমবার ২৫ রমজান দোয়া অন্ষ্ঠুান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মো. মুস্তাফিজুর রহমান (শাহনওয়াজ), ডেইলী সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সুমনা ফাউন্ডেশনের পরিচালক এএসএম মাকসুদ খান, বিশিষ্ট ব্যবসায়ী মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল ট্রেডের বিভাগীয় প্রধানগণ, প্রশিক্ষকগণ এবং সকল স্তরের সহায়ক কর্মচারীবৃন্দ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন অটোমোবাইল ট্রেডের বিভাগীয় প্রধান মো. মেহেদী হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মুছাব্বেরুজ্জামান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নারী ক্রিকেট দলকে ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা

খেলার খবর: দেশের ক্রিকেটের ইতিহাস গড়া সাফল্য এনে দেয়া নারী ক্রিকেট দলের জন্য ভূরি ভূরি পুরস্কার অপেক্ষা করছে তা অনুমান করা গিয়েছিল আগেই। সোমবার বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়া কাপের ট্রফি নিয়ে দেশে ফেরার পর জানা গেল পুরস্কারের অঙ্কটাও।

প্রাথমিকভাবে বিসিবির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছিল, নারী ক্রিকেট দলের প্রত্যেক খেলোয়াড়কে তিন থেকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেবে বিসিবি। সোমবার সন্ধ্যায় দ্বিগুণ হয়ে গেল এই পুরস্কার। সালমা-রোমানারা প্রত্যেকে পাবেন ১০ লাখ টাকা করে এবং পুরো দলের জন্য থাকছে ২ কোটি টাকার অর্থ পুরস্কার।

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক ইফতার পার্টি ও দোয়া মাহফিলে এ খবর জানান বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। স্কোয়াডের ১৫ জন খেলোয়াড়ের জন্য থাকছে ১০ লাখ করে মোট দেড় কোটি টাকা। এছাড়া বাকি ৫০ লাখ টাকা দেয়া হবে দলের সঙ্গে থাকা ৮ জন কোচিং স্টাফ ও টুর্নামেন্টজুড়ে উজ্জ্বল পারফরম্যান্স করা খেলোয়াড়দের।

উজ্জ্বল পারফরম্যান্স করে বাড়তি বোনাস পাওয়া খেলোয়াড়দের মধ্যে সবার উপরেই থাকবেন দলের সহ-অধিনায়ক এবং সেরা অলরাউন্ডার রোমানা আহমেদ। টুর্নামেন্টজুড়েই অলরাউন্ড নৈপুণ্য দেখানো রোমানা ফাইনাল ম্যাচে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। এছাড়া ফাহিমা খাতুন, নাহিদা আকতার, শামীমা সুলতানারাও দুর্দান্ত পারফর্ম করে অবদান রেখেছেন বাংলাদেশের প্রথম কোন বহুজাতিক শিরোপা জয়ে।

সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫ টা ৫০ মিনিটে বাংলাদেশে অবতরণ করার কথা ছিল নারী দলের। তবে ফ্লাইট বিলম্বের কারণে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে বাংলাদেশে নামে সালমা খাতুনের দল। ফলে বিসিবির আনুষ্ঠানিক ইফতারে থাকতে পারেননি তারা। পরে সাড়ে ৭টা নাগাদ সোনারগাঁও হোটেলে উপস্থিত হন বাংলাদেশের শিরোপা জয়ী রত্নরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ভিজিডির চাউল বিতরণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয় পরিষদে প্রধান মন্ত্রীর ঈদ উপহার সরুপ হতদরিদ্র পরিবারের মধ্যে ১০ কেজি করে চাউল বিতরণ করেছে।সোমবার সকাল ৮ টার দিকে মথুরেশপুর ইউনিয়নের ১,২ও ৩ নম্বার ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওহেদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার ও ট্যাগ অফিসার মথুরেশপুর ইউপি মিরাজুল আশরেকিন, প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন সোহেল,মথুরেশপুর ইউপি সদস্য শওকত হোসেন,মনিরুজ্জামান মনো, আব্দুস ছালাম,শেখ মিজানুর,কালিগঞ্জ থানার ডিএসবি আলফাজ হোসেন সহ সকল ইউপি সদস্য,ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে একই পরিবারের ৫ জনকে অজ্ঞান করে চুরি

আরাফাত আলী : কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান গ্রামে খাদ্যদ্রব্যের সাথে চেতনানাশক মিশিয়ে ও স্প্রে করে একই পরিবারের ৫ জনকে অজ্ঞান করে দূধর্ষ চুরি করেছে দুর্বৃত্তরা ।ঘটনাটি ঘটেছে গত রবিবার দিবাগত রাতে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আমিয়ান গ্রামের সুদাম ঘোষের ছেলে ডাক্তার মিলন কুমার ঘোষ (৪৮) জানান, রবিবার রাত ১০ টার দিকে তিনি, তার ছেলে মনিষ ঘোষ (১৩) ও তার বাবা সুদাম ঘোষ (৮৬) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান। একাদশী ব্রত পালন করার কারণে তার মা উষা রাণী ঘোষ (৭৫) ও স্ত্রী মালঞ্চী ঘোষ (৪০) খাবার না খেয়ে ঘুমিয়ে যান। এক পর্যায়ে সোমবার সকাল সাড়ে ৫ টার দিকে মালঞ্চী ঘোষ ঘুম থেকে উঠে ঘরের আলমারি ভাঙা ও জিনিসপত্র তছনছ অবস্থায় দেখতে পান। এসময় পরিবারের অন্য সদস্যদের অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীদের সহায়তায় তাদের দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মালঞ্চী ঘোষ জানান, খাবারের সাথে চেতনানাশক ও স্প্রে ব্যবহার করায় অজ্ঞান হয়ে যান পরিবারের সদস্যরা। সেই সুযোগে দুর্বৃত্তরা তার শয়নকক্ষের স্টীলের আলমারি ভেঙে ১১ ভরি স্বর্ণালংকার, ২ টি এন্ড্রয়েডসহ ৪ টি মোবাইল, ৪০ হাজার টাকা ও প্রয়োজনীয় কিছু কাগজপত্র নিয়ে গেছে বলে তিনি জানান।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসান জানান, চেতনানাশক প্রয়োগের ফলে তারা জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েছে। তবে তারা এখন শংকামুক্ত।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনও থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। করে নগদ টাকাসহ ৬ লক্ষাধিক টাকার মালপত্র চুরি থাকার কারণে অল্পক্ষণের মধ্যে তারা জ্ঞান হারিয়ে ফেলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest