সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়তিতাস বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভাঝিনাইদহের জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধনশীতের ছুটিতে ঘুরে আসুন দেবহাটার রূপসী ম্যানগ্রোভপ্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা -অগ্নি সংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনবিইউপিএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিলেন জালালপুর ইউপি চেয়ারম্যান

সাতক্ষীরা সদর উপজেলা ও কলারোয়া উপজেলা তরুণলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

সাতক্ষীরা সদর উপজেলা ও কলারোয়া উপজেলা তরুণলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশে বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা তরুণলীগের যুগ্ম আহবায়ক বিদ্যুৎ বিশ্বাস ও যুগ্ম আহবায়ক অনিক মাহমুদ বাবলু স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে মোঃ মনিরুজ্জামান (মামুন) কে সভাপতি, মোঃ মনিরুল ইসলাম (ফুল বাবু) কে সাধারণ সম্পাদক ও মোঃ মোশাররফ হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী তরুণ লীগ এবং এস এম আশরাফুজ্জামান (রিপন) কে সভাপতি ও উজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কলারোয়া উপজেলা আওয়ামী তরুণ লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শুক্রবার সাতক্ষীরা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্যপরিষদের সভা

১৫ জুন’১৮ শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্যপরিষদ সাতক্ষীরা জেলা কমিটির গুরুত্বপূর্ণসভা জেলা মন্দির সমিতির হলরুমে(পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি) অনুষ্ঠিত হবে। উক্ত গুরুত্বপূর্ণ সভায় জেলা কমিটির সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফাঁসি থেকে মুক্তি পেল সেই গাভী!

ভিন্ন স্বাদের খবর: আইন অমান্য করায় সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত গাভী পেনকাকে অব্যাহতি দেয়া হয়েছে। ইইউ’র সীমান্ত পেরিয়ে গাভীটি সার্বিয়ায় ঢুকে পড়ায় আইন অনুযায়ী পেনকা নামের গাভীটির মৃত্যুদণ্ড কার্যকরের দাবি করেছিলেন বুলগেরিয়ার কর্মকর্তারা।

পেনকার বিরুদ্ধে অভিযোগ ছিল বুলগেরিয়ার কোপিলোভৎস গ্রামের কাছে সে দলছুট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বহির্ভূত দেশ সার্বিয়ায় চলে যায়।

এদিকে পশুটির মৃত্যুদণ্ডের কথা বলায় প্রতিবাদ শুরু করে পশু অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলো।

তিনি পাঁচ বছর বয়সী গাভীটি রক্ষার জন্য গণসমর্থনের আয়োজন করে একটি অনলাইন পিটিশন দায়ের করে। পরে গাভীর মালিক ইভান হারালামপিয়েভের সঙ্গে যোগাযোগ করে সার্বিয়া থেকে ফেরত পাঠানো হয়।

এরই পেক্ষিতে সীমান্ত অতিক্রমের কারণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইন অমান্য করা সেই গর্ভবতী গাভী পেনকাকে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

ইউরোপীয় কমিশনের গাইডলাইনে বলা হয়, ইউরোপীয় কমিশনভুক্ত দেশে গরু বা জন্তু-জানোয়ার নিয়ে ঢোকার সময় ইইউ অনুমোদিত সীমান্ত পর্যবেক্ষণ ফাঁড়িতে কাগজপত্র দেখাতে হবে। গরুর সুস্থতার প্রমাণও দেখাতে হয়। রয়টার্স

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানের টেস্ট যাত্রা শুরু

খেলার খবর: ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট যাত্রা শুরু করেছে আফগানিস্তান। আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ের নাম্বার ওয়ান দলের বিপক্ষেই আজ সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের। গত বছর টেস্ট মর্যাদা পাওয়া আফগানদের ঐতিহাসিক ম্যাচ খেলতে আমন্ত্রণ জানায় ভারত।

ক্রিকেটে পা রাখার পর থেকেই ধীরে ধীরে উন্নতি করেছে আফগানিস্তান। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে রশিদ খানদের উন্নতি নজর কাড়ার মতো। সম্প্রতি টেস্ট খেলুড়ে দল বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে পরাজিত করেছে আফগানিস্তান।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে আফগানদের উন্নতি চোখে পড়ার মতো হলেও টেস্টের আভিজাত্যের ফরম্যাটে তাদের পথচলা কতটা সহজ হবে তা সময়ই বলে দেবে। যদিও আফগানিস্তানের ঐতিহাসিক টেস্টে দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে নামছে ভারত। তার পরও নবাগত আফগানিস্তানের সামনে ফেভারিট ভারতই।

এই রিপোর্ট লেখা পর্যন্ত টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারত ১ উইকেট হারিয়ে ২৬৪ রান করে। ৯৯ রান নিয়ে ব্যাট করছেন মুরালি বিজয় অপর প্রান্তে ৪৪ রান নিয়ে আছেন লোকেশ রাহুল।

আউট হয়েছেন শেখর ধাওয়ান। তিনি করেছেন ১০৭ রান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বকাপে প্রথম নারী রেফারি

খেলার খবর: ১৯৩০ সাল। এ বছরেই বসেছিল ফুটবল বিশ্বকাপের প্রথম আসর। দেখতে দেখতে ৮৮ বছর বয়স পূর্ণ হতে যাচ্ছে। এখন পর্যন্ত বিশ্বকাপের আসর বসেছে ২০টি। আর ২১তম আসরটি এবার বসছে রাশিয়ায়। বিশ্বকাপে প্রতিবারই কোন না কোন নতুন কিছুর সাক্ষী হয় ফুটবল বিশ্ব। এবারও তেমনই নতুন এক কিছুর সাক্ষী হবে বিশ্বকাপ। তা হলো-

প্রথমবারের মত রাশিয়া বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে নারী রেফারি। ব্রাজিলের ফার্নান্দা কলম্বো উলিয়ানা প্রথম নারী হিসেবে বিশ্বকাপে লাইন্সম্যানের দায়িত্বে থাকবেন। ব্রাজিলের দক্ষিণের শহর সান্তা ক্যাটারিনাতে জন্ম উলিয়ানার। ২০১৭ তে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে প্রথমবারের মতো সুইজারল্যান্ডের নারী এসথার স্টাউব্লি রেফারির দায়িত্ব পালন করেছেন। তবে সিনিয়র পর্যায়ের বিশ্বকাপে রেফারির দায়িত্ব পালন করা প্রথম নারী হতে যাচ্ছেন ২৫ বছর বয়সী উইলিয়ানাই।

তিনি মাঠের বাইরে মডেলিংও করেন। এছাড়া সহকারী রেফারি হিসেবে দীর্ঘদিন ব্রাজিলের প্রথম বিভাগের ফুটবলে দায়িত্ব পালন করেছেন।

উইলিয়ানা জানিয়েছেন, রেফারি হিসেবে এতদূর পথ আসাটা সহজ ছিল না। এ বিষয়ে তিনি বলেন, এখানে আসাটা খুবই কঠিন ছিল। আমি সবসময়ই ফুটবল ভালোবেসেছি। শারীরিক শিক্ষার কোর্স করার সময় খুব একটা ভাল খেলতাম না। তাই আমাকে যখন রেফারিংয়ের কোর্সের কথা বলা হল, খুব খুশি হয়েছিলাম।

২০১৪ তে ব্রাজিলের ক্লাব ক্রুজেইরো এবং অ্যাটলেটিকো মিনেইরোর ম্যাচে একটি ভুল অফসাইডের সিদ্ধান্ত দিয়ে উইলিয়ানা আলোচনায় আসেন। ক্রুজেইরো ২-১ গোলে হারার পর ক্লাবটির ম্যানেজার বলেছিলেন, তার রেফারিং বাদ দিয়ে পুরুষদের ম্যাগাজিনে ছবির জন্য নগ্ন হওয়া উচিত।

ব্রাজিলের ফুটবল ফেডারেশন উইলিয়ানাকে দুই সপ্তাহের জন্য বরখাস্ত করে এবং মানোন্নয়নের জন্য কোর্স করায়। ক্যারিয়ার জুড়েই এমন লিঙ্গ বৈষম্যমূলক ও যৌন সংবেদনশীল মন্তব্যের শিকার হয়েছেন উইলিয়ানা। তবে নিজের কঠোর পরিশ্রম দিয়ে ঠিকই সবাইকে বাধ্য করেন তার প্রশংসা করতে।

উইলিয়ানা বলেন, নিজের যোগ্যতার বলেই তিনি এসেছেন বিশ্বকাপে এতো বড় দায়িত্ব নিয়ে, ‘আমার সবসময়ই পড়াশোনা করতে হয়েছে, প্রস্তুতি নিতে হয়েছে। যদি এগুলো ভাল না হত তবে এখানে আসতে পারতাম না। কারণ আমরা সবাই পেশাদার।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বলিউড তারকাদের জমজমাট ইফতার

বিনোদন সংবাদ: বলিউড স্টাররাও ইফতার পার্টিতে অংশ নেন। হ্যাঁ, এমনটাই দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরে। ভারতের জনপ্রিয় রাজনীতিবিদ বাবা সিদ্দিকী কয়েক বছর আগে থেকে রমজান মাসে বিশাল ইফতার পার্টির আয়োজন করে আসছেন। যখন সালমান খান ও শাহরুখ খানের মাঝে ঠাণ্ডা লড়াই চলছিল। তখন এই বাবা সিদ্দিকীর উদ্যোগে, তার ইফতার পার্টিতেই তাদের এক হতে দেখা গেছে গত বছর।

এবারের ইফতার পার্টিতেও যথারীতি হাজির ছিলেন সালমান খান। শার্ট, প্যান্ট ও জুতা সব কালো ছিল তার। ইফতার পার্টিতে সালমানের কথিত প্রেমিকা রোমানিয়ার মেয়ে লিলুয়া ভান্তার ক্রিম ও মেরুন কম্বিনেশনের পোশাক পরে আসেন। শাহরুখ শ্যুটিংয়ের কাজে আমেরিকায় থাকায় যেতে পারেননি। তবে ইফতার পার্টিতে অনিল কাপুর, রিতেশ দেশমুখ, ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্দেজ, হুমা কোরেশি, শিল্পা শেঠিরা হাজির হয়েছিলেন।
সালমান খানের বিপরীতে আসন্ন রেস থ্রি ছবির নায়িকা জ্যাকলিন ফার্নান্দেজ মাহিমা মাহাজনের ডিজাইন করা হলদেটে আনারকলি গাউন পরে আসেন।আর আনজুল ভান্ডারির ডিজাইন করা ধূসর রংয়ের আনারকলি গাউন পরে আসেন ক্যাটরিনা কাইফ। কপালে ছিলো চোট্ট এক টিপ। কানে পরেছিলেন রূপার ঝুমকা। শিল্পা শেঠি পরে আসেন সিমার দুগালের ডিজাইন করা মিডনাইট ব্লু কালারের পোশাক। সোনালী কাজ করা পোশাকের সাথে মানিয়ে তার হাতে দেখা যায় সোনালী ক্লাচ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভীনের ছেলের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার

দেশের খবর: রাজধানীর খিলগাঁওয়ে রেললাইন থেকে একাত্তরে শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদের (৫২) দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুন) সকালে খিলগাঁওয়ের বাগিচা মসজিদ সংলগ্ন রেললাইনে তার মরদেহ পাওয়া যায়।
ঘটনাস্থল থেকে সুমন জাহিদের মরদেহ উদ্ধার করে রেলওয়ে হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক বলেন, ‘সুমন জাহিদের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।’
ময়নাতদন্তের জন্য সুমন জাহিদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি একটি ব্যাংকে চাকরি করতেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘিয়ের ১০ উপকারিতা

খেলার খবর: খাবার রান্না করতে তেলের বিকল্প নেই। তবে বিশেষ কিছু খাবার যেমন কাচ্চি বিরিয়ানীসহ আরো অন্যান্য খাবার তৈরিতে ঘিয়ের প্রয়োজন হয়। শুধু প্রয়োজনে পড়ে বলেই আমরা সাধারণত ঢি ব্যবহার করে থাকি। তবে ঘিয়ের বহু উপকারিতা রয়েছে যা হয়তো আমরা অনেকেই জানি না। নিচে ঘিয়ের কয়েকটি উপকারিতা নিয়ে আলোচনা করা হলো :

১. স্ফুটনাঙ্ক- ঘি-এর স্ফুটনাঙ্ক খুব বেশি। ২৫০ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ঘি গরম করা যায়। অধিকাংশ তেলই এই তাপমাত্রায় গরম করলে ক্ষতিকারক হয়ে যায়।

২. নষ্ট হয় না- ঘি সহজে নষ্ট হয় না। প্রায় ১০০ বছর পর্যন্ত ঠিক থাকে ঘি।

৩. স্বাদ- সুন্দর গন্ধ ও স্বাদ অথচ অধিকাংশ দুগ্ধজাত দ্রব্যের মতো ঘি থেকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা নেই।

৪. ভিটামিন- ভিটামিন এ ও ই থাকায় ঘি পুষ্টিগুণে ভরপুর।

৫. কনজুগেটেড লিনোলেক অ্যাসিড- এই অ্যান্টিঅক্সিড্যান্টের অ্যান্টি-ভাইরাল গুণ রয়েছে। যা ক্ষত সারাতে সাহায্য করে। ডেলিভারির পর নতুন মায়েদের ঘি খাওয়ানো হয় এই কারণেই।

৬. ওজন ও এনার্জি- ঘিয়ের মধ্যে থাকা মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড খুব এনার্জি বাড়ায়। অধিকাংশ অ্যাথলিট দৌড়নোর আগে ঘি খান। এর ফলে ওজনও কমে।

৭. হজম ক্ষমতা- ঘিয়ের মধ্যে রয়েছে বাটাইরিক অ্যাসিড। এই অ্যাসিড হজম ক্ষমতা বাড়ায়।

৮. রোগ প্রতিরোধ- বাটইরিক অ্যাসিড শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৯. খিদে বাড়ায়- হজম ক্ষমতা বাড়ানোর কারণে ঘি খিদে বাড়ায়।

১০. পজিটিভ ফুড- বহু প্রাচীন কাল থেকেই ঘি পজিটিভ ফুড হিসেবে পরিচিত। আধুনিক গবেষণাও বলছে ঘি খেলে পজিটিভিটি বাড়ে। কনশাসনেস উন্নত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest