সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধনতারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণদেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভামহেশ্বরকাটি বাজারে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

কালিগঞ্জে মৎস্যজীবীকে মারপিটের অভিযোগ

আরাফাত আলী : কালিগঞ্জে এক মৎস্যজীবীর নিকট থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী চক্রের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী মৎস্যজীবি আশাশুনি উপজেলার নাছিমাবাদ গ্রামের হযরত আলীর ছেলে হাসানুর ইসলাম (১৯) জানান, তিনি তার বাড়ি সংলগ্ন গোয়ালঘেষিয়া নদীতে মাছ ও খাচা পেতে কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন। দীর্ঘ যাবত কালিগঞ্জের কালিকাপুরস্ত গোয়ালঘেষিয়া নদীতে কাঁকড়া ধরতে গেলে কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের দলু মোড়লের ছেলে চিহিৃত মাদকসেবী একাধিকবার জেলখাটা আসামি শাহিন মোড়ল (৩০) ও ইউসুফ শেখের ছেলে রাজগুল (৫০) মাসোহারা দাবি করে তাকে নানাভাবে হয়রানি করছে। চাঁদা না দিলে ওই নদীতে মাছ কিংবা কাঁকড়া শিকার করতে দেবে না বলে হুমকিধামকি দিতে থাকে। দরিদ্র ওই মৎস্যজীবী টাকা দিতে অপারগতা প্রকাশ করায় গত শনিবার সকাল ১০ টার দিকে কালিকাপুর এলকায় গোয়ালঘেষিয়া নদীতে গেলে বেধড়ক মারপিট করে ২ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এখন থেকে প্রতিমাসে ২ হাজার টাকা হারে দিতে হবে মর্মে ওই দুর্বৃত্তরা জোরপূর্বক সাদা কাগজে সাক্ষর করিয়ে নিয়েছে বলে তিনি জানিয়েছেন।
এব্যাপারে জানতে চাইলে কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেন বলেন, মৎস্যজীবি হাসানুর ইসলামের নিকট চাঁদা দাবি বা মারপিট করে জোরপূর্বক টাকা ছিনিয়ে নেয়ার বিষয়টি আমার জানা নেই। তবে শাহিন মোড়ল একজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। এজন্য তার নামে মামলা হয়েছে এবং সে কয়েকবার ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত হয়ে জেল খেটেছে। তার অপর সহযোগী রাজগুলও একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তারা এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজিসহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্রিকেটে সেরা অঘটন, এক নম্বর ইংল্যান্ডকে হারাল ১১তম স্কটল্যান্ড

খেলার খবর: ক্রিকেটে অঘটন অনেক হয়েছে। কিন্তু রবিবার যে অঘটনটা ঘটেছে, সেটা অতীতের সব অঘটনকে ছাড়িয়েছে। কারণ একদিনের ক্রিকেটে এক নম্বর দলকে হারিয়ে দিয়েছে ১১তম দল।

সাধারণত দুর্বল দলরা বোলিং-এর মধ্যে দিয়েই শক্তিশালী দলকে হারায়। কিন্তু রবিবার স্কটল্যান্ড তাদের ব্যাটিং-এর শক্তিতে হারিয়েছে ইংল্যান্ডকে।

এডিনবার্গের মাঠে রবিবার প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩৭১-এর বিশাল স্কোর খাড়া করে স্কটল্যান্ড। ৯৪ বলে অপরাজিত ১৪০ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন কালুম ম্যাকলিওড। ইংল্যান্ডের বোলাররা তার ব্যাটিং বিক্রমের সামনে ফিকে হয়ে যান। এত স্কোর তাড়া করে জেতা কার্যত অসম্ভব। তবুও ইংল্যান্ড চেষ্টা করেছিল। তাই তো স্কটল্যান্ডের জয় ব্যবধান ছ’রান। অবশ্য পুরো ৫০ ওভার খেললে ইংল্যান্ড নাও হারতে পারত। কারণ ৪৯ তম ওভারের পঞ্চম বলেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংসে।

ইংল্যান্ডে হয়ে সর্বোচ্চ রান করেন জনি বেয়ারস্টো। ৫৯ বলে ১০৫ করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমাকে জাপার সাবেক মন্ত্রী বললে ব্যবস্থা নেব: অর্থমন্ত্রী

দেশের খবর: জাতীয় পার্টির (জাপা) কেউ অর্থমন্ত্রীকে তাদের দলের ‘সাবেক মন্ত্রী’ বলে সম্বোধন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, ‘আমি কোনোদিন জাতীয় পার্টির সদস্য ছিলাম না, মন্ত্রীও ছিলাম না। জেনারেল এরশাদের সামরিক সরকারের মন্ত্রী ছিলাম। এটা আমার অনুরোধ হবে, জাতীয় পার্টির সদস্যরা এটা ভবিষ্যতে মনে রাখবেন। যদি মনে না রাখেন তাহলে আমি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করবো।’
সোমবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সমাপনী আলোচনায় অর্থমন্ত্রী এ হুশিয়ারি দেন।

এর আগে জাতীয় পার্টির এমপি সেলিম উদ্দিন তার বক্তব্যে অর্থমন্ত্রীকে জাতীয় পার্টির সাবেক মন্ত্রী বলে সম্বোধন করেন।

এতে ক্ষোভ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, ‘প্রথমেই আমার কিছু বলা উচিৎ। কয়েকবারই বলেছি সেটা জাতীয় পার্টির সদস্যরা সব সময় অস্বীকার করে যান। আজকেও অস্বীকার করেছেন। মি. সেলিম সাহেবও সেটা বলেছেন। আমি কোনো দিন জাতীয় পার্টির সদস্যও ছিলাম না, কোনো দিন জাতীয় পার্টির মন্ত্রীও ছিলাম না। অনেকবার এটা বলেছি। জেনারেল এরশাদ যখন তার সামরিক সরকারে ছিল সেই সময় মন্ত্রী ছিলাম। জাতীয় পার্টির তখন জন্মও হয়নি। জাতীয় পার্টির জন্ম হওয়ার আগেই আমি সেই সরকার থেকে পদত্যাগ করে চলে যাই।’

‘আশা করি, তারা মনে রাখবেন। যদি মনে না রাখেন, তবে আমি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।’

উল্লেখ্য, গত বছরও সংসদে সম্পূরক বাজেটের আলোচনায় অর্থমন্ত্রী মুহিত বলেছিলেন, ‘আমি জাতীয় পার্টির সদস্যও ছিলাম না, মন্ত্রী তো দূরের কথা। এইচ এম এরশাদ ১৯৮২ সালে ঘোষণা করলেন যে, তিনি অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকার গঠন করেছেন। এর দুবছর পর তিনি পার্টি গঠন করেন। পার্টির ব্যাপারে সিদ্ধান্ত চাইলে আমি পদত্যাগের কথা জানিয়ে দেই এবং পরে পদত্যাগ করি। এটা সবার জানা উচিত। ইতিহাসে আমি বোধ হয় একমাত্র মন্ত্রী, অনুষ্ঠান করে আমাকে বিদায় দেওয়া হয়। এ জন্য ধন্যবাদ এরশাদ সাহেবকে। উনি সজ্জন ব্যক্তি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদা জিয়ার চিকিৎসা বিএসএমএমইউতেই হবে

দেশের খবর: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালেই চিকিৎসা করানো হবে।

তিনি রাজি থাকলে মঙ্গলবার সকালে তাকে নাজিমুদ্দির রোডের পুরাতন কারাগার থেকে শাহবাগের বিএসএমএমইউ হাসপাতালে আনা হবে।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন এ কথা জানিয়েছেন।

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে ঢাকার বেসরকারি ইউনাইটেড হাসপাতাল বা লন্ডনে পাঠানোর দাবির মধ্যেই এ সিদ্ধান্তের কথা জানালেন কারা মহাপরিদর্শক।

সোমবার দুপুরে কারা অধিদফতরে সৈয়দ ইফতেখার সাংবাদিকদের বলেন, আমরা উনাকে (খালেদা জিয়া) আগামীকাল সকালে বিএসএমএমইউতে নিয়ে যাব। বিএসএমএমইউ তৈরি রাখতে বলেছি। তবে উনি যদি রাজি থাকেন। উনার রাজি হওয়ার একটা বিষয় আছে।

খালেদা জিয়ার বেসরকারি হাসপাতালে চিকিৎসার বিষয়ে কারা মহাপরিদর্শক বলেন, জেল কোড অনুযায়ী সরকারি অর্থ খরচ করে বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ নেই।

তিনি আরও বলেন, বিএসএমএমইউ চিকিৎসা সেবা প্রদানকারী সর্বোচ্চ সরকারি প্রতিষ্ঠান। যদি সেখানে তার চিকিৎসার বিষয়ে কোনো সুযোগ-সুবিধার অভাব থাকে, তাহলে বেসরকারি হাসপাতালে নেয়ার প্রশ্ন আসে।

গত শনিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা দেখে এসে বলেছিলেন- গত ৫ জুন বিএনপি নেত্রীর ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছিল বলে তারা ধারণা করছেন। সে কারণে তিনি পড়ে গিয়েছিলেন।

এরপর রোববার দুপুরেই খালেদা জিয়াকে বিএসএমএমইউতে পরীক্ষা করানোর উদ্যোগের কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে তিনি বলেন, ঠিক কখন খালেদা জিয়াকে পরীক্ষার জন্য নেয়া হবে, তা আইজি প্রিজন্স নির্ধারণ করবেন।

এরপর আজ আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানালেন, খালেদা জিয়াকে মঙ্গলবার বিএসএমএমইউতেই চিকিৎসা করানো হবে।

তবে রোববারই এক সংবাদ সম্মেলন করে বিএসএমইউতে খালেদা জিয়ার চিকিৎসার বিরোধিতা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, পিজিতে (বিএসএমএমইউ) উনার যে চিকিৎসা, সেই চিকিৎসার ব্যাপারে খালেদা জিয়া সন্তুষ্ট নন। সেখানে তার যথাযথ চিকিৎসা হবে না, সেখানে তিনি চিকিৎসা করাতে চান না, সেখানে তিনি চিকিৎসা নেবেন না। আমরা মনে করি, পিজিতে তার যথাযথ চিকিৎসা হবে না।

এদিকে রোববার সন্ধ্যায় এক ইফতার মাহফিলে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠানোর দাবি জানান।

তিনি বলেন, ‘আজ (রোববার) পত্রিকায় দেখলাম, খালেদা জিয়ার চিকিৎসকেরা বলেছেন, তিনি (খালেদা) সাত মিনিট অজ্ঞান ছিলেন। এ কথা সঠিক হয়ে থাকলে তার নিশ্চয়ই টিআইএ হয়েছিল। অর্থাৎ তার সাময়িকভাবে মস্তিষ্কে রক্ত চলাচল কমে গিয়েছিল। এ ধরনের রোগীর ভবিষ্যতে ব্রেন স্ট্রোক বা প্যারালাইসিস হওয়ার আশঙ্কা বেশি থাকে। সেহেতু ভালো চিকিৎসার জন্য নিউরোলজিক্যাল সেন্টারে তার চিকিৎসা হওয়া উচিত।’

বদরুদ্দোজা চৌধুরী আরো বলেন, ‘যেহেতু খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা ছিলেন, সুতরাং অন্য বিবেচনা বাদ দিয়ে শুধু রাজনৈতিক ও সামাজিক বিবেচনায় তার সঠিক চিকিৎসা হওয়া উচিত।’

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।পুরাতন এই কারাগারে একমাত্র বন্দি হিসেবে খালেদা জিয়াকে প্রথমে জেল সুপারের পরিত্যক্ত কক্ষে রাখা হয়েছিল। পরে তাকে নিয়ে যাওয়া হয় মহিলা ওয়ার্ডে।

বন্দি জীবনে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়ছেন বলে বিএনপির পক্ষ থেকে বারবার দাবি করার পর গত এপ্রিলের শুরুতে তাকে বিভিন্ন পরীক্ষা করাতে বিএসএমএমইউতে আনা হয়েছিল।

তবে প্রয়োজনীয় পরীক্ষা শেষে ওই দিনই তাকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে ফেরত নেয়া হয়।

এরপর এপ্রিল ও মে মাসে একাধিকবার বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, কারাগারে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

দলটি তাকে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে বা বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার জন্য দাবি জানায়। এরমধ্যেই গত ৫ জুন খালেদা জিয়ার কারাগারে ‘মাইল্ড স্ট্রোক’ করার খবর আসে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বকাপে আর্জেন্টিনার খুঁটিনাটি

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। পুরো ফুটবল বিশ্বের চোখ এখন লিওনেল মেসির দিকে। এরই মধ্যে চূড়ান্ত স্কোয়াড নিয়ে ইতিমধ্যেই রাশিয়ায় পা দিয়েছে টিম আর্জেন্টিনা। এক ঝলকে দেখে নেওয়া যাক দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন তথা গতবারের রানার্স আর্জেন্টিনার যাবতীয় তথ্য।

আর্জেন্টিনা (গ্রুপ-ডি)
ফিফা ব়্যাংকিং: ৫ (৭ জুন, ২০১৮ প্রকাশিত তালিকা অনুযায়ী)
বিশ্বকাপ খেলছে: ১৭ বার
প্রথম বিশ্বকাপ: ১৯৩০ (রানার্স)
শেষ বিশ্বকাপ: ২০১৪ (রানার্স)
সেমিফাইনালে উঠেছে: ৫ বার
ফাইনালে উঠেছে: ৫ বার
চ্যাম্পিয়ন হয়েছে: ২ বার
সেরা ফল: চ্যাম্পিয়ন (১৯৭৮ ও ১৯৮৬)
পরিসংখ্যান: ম্যাচ-৭৭, জয়-৪২, ড্র-১৪, হার-২১, গোল করেছে-১৩১, গোল হজম করেছে-৮৪

কোচ: জর্জ সাম্পাওলি
তারকা ফুটবলার: লিওনেল মেসি

আর্জেন্টিনা স্কোয়াড: গোলকিপার: নাহুয়েল গুজমান (টাইগ্রেস ইউএএনএল), উইলফ্রেডো কাবালেরো (চেলসি), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)৷

ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মার্কাডো (সেভিয়া এফসি), ক্রিশ্চিয়ান আনসালদি (তোরিনো এফসি), নিকোলাস ওতামেনদি (ম্যানচেস্টার সিটি), ফেডেরিকো ফাজিও (এএস রোমা), মার্কোস রোজো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস ত্যাগলিয়াফিকো (এএফসি আজাক্স), মার্কোস অ্যাকুনা (স্পোর্টিং সিপি), জাভিয়ের মাসচেরানো (হেবেই চাইনা ফর্চুন এফসি), এডুয়ার্দো স্যাভিও (এসএল বেনফিকা)৷

মিডফিল্ডার: লুকাস বিগলিয়া (এসি মিলান), এভার ব্যানেগা (সেভিয়া এফসি), গিওভানি লো সেলসো (প্যারিস সাঁ জা), এনজো পেরেজ (রিভার প্লেট), অ্যাঞ্জেল ডি মারিয়া (প্যারিস সাঁ জা), ম্যাক্সিমিনিয়ানো মেজা (সিএ ইন্ডেপেন্ডেন্তে), ক্রিশ্চিয়ান প্যাভন (বোকা জুনিয়র্স)৷

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), পাউলো দিবালা (জুভেন্টাস), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), গঞ্জালো হিগুয়েন (জুভেন্টাস)৷

গ্রুপে প্রতিপক্ষ: আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ভাইজিকে ধর্ষণের দায়ে চাচার যাবজ্জীবন কারাদণ্ড

আসাদুজ্জামান: সাতক্ষীরায় স্কুল ছাত্রী ভাইজিকে ধর্ষণের দায়ে চাচা জিয়াউর রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ্বন্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামী জিয়াউর রহমান সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ তলুইগাছা গ্রামের মৃত রাহাতুল্লাহ সরদারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৮ অক্টোবর বেলা দেড়টার দিকে আসামি জিয়াউর রহমান তার আপন ভাইজি সদর উপজেলার ভবানীপুর হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে কৎবেল খাওয়ানোর নাম করে বাড়ির পাশে পারিবারিক কবর স্থানে নিয়ে যায়। সেখানে একটি ভাঙ্গা কবরের মধ্যে ফেলে তাকে সে ধর্ষণ করে। এসময় সেখানে থাকা একটি কুকুর ঘেউ ঘেউ করে ডাকতে থাকলে স্থানীয়রা সেখানে যাওয়ার আগেই ধর্ষক জিয়াউর রহমান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এঘটনার দুই দিন পর ৩০ অক্টোবর মেয়েটির মা (জাহানারা খাতুন) বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় আসামী জিয়াউর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা সদও থানার এসআই আসাদুজ্জামান বিষয়টি অধিকতর তদন্ত শেষে ২০১০ সালের ২ মার্চ আদালতে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

দীর্ঘ পর্যালোচনা শেষে এ মামলায় ৪ জন স্বাক্ষীরা সাক্ষ্য পর্যালোচনা করে আসামি জিয়াউর রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।
এ মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, এ রায়ের সময় আসামি জিয়াউর রহমান পলাতক ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ইদ ও ইদ পরবর্তী নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সোমবার সকালে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর ২০১৮ উদযাপন ও ঈদ পরবর্তী নিরাপত্তা সংক্রান্তে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান-এঁর সভাপতিত্বে বিশেষ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী মইনউদ্দিন, সাতক্ষীরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মেহেদী ইমরান সিদ্দিকী, তালা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অপু সারোয়ার, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মোঃ ইয়াসীন আলী, জেলা বিশেষ শাখার ডিআইও-১।

সভায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জসহ সকল থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।

এসময় পুলিশ সুপার, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ও ঈদ পরবর্তী সময়ে কোন দুষ্কৃতিকারী চক্র যাতে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে লক্ষে সকলকে সর্তকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকাস্থ সাতক্ষীরাবাসীর সৌজন্য‌ে ডা. রুহুল হক এমপির ইফতার অনুষ্ঠিত

নিজস্ব  প্রতিবেদক : ঢাকাস্ত সাতক্ষীরাবাসীদের উপলক্ষে ঢাকা শ্যামলীর হিলটাউন কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৪ রমজান ১০ মে রবিবার বিকালে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি’র আয়োজনে এবং নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ তারিকুল ইসলামরে সার্বিক তত্ত্বাবধানে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।

এসময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন-দেশ থেকে সন্ত্রাস, মাদক নির্মুল করতে হবে। পবিত্র মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে এক অপরের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরী করতে হবে। আমি আপনাদের মাঝে খাদেম হয়ে থাকতে চাই। আর দেশে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ধারা বজায় রাখতে পূর্বের ন্যায় আগামীতেও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি উদাত্ব আহবান জানান প্রধান অতিথি।

উক্ত ইফতার মাহফিলে আরোও উপস্থিত ছিলেন- সমাজকল্যান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবু মাসুদ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক এ.কে.এম মুজিবর রহমান, ডাঃ জাহাঙ্গীর আলম, ডাঃ কাজল কুমার কর্মকার, ডাঃ কামরুজ্জামানসহ ঢাকাস্থ সাতক্ষীরাবাসী।
অনুষ্ঠানে প্রধান অতিথি রোজার তাৎপর্য তুলে ধরে আরো বলেন-রোজা আমাদের সংযম শিক্ষা দেয়। রোজার মাস থেকে সবাইকে শিক্ষা নিয়ে জীবন গঠন করা উচিৎ। রোজার পুরষ্কার স্বয়ং আল্লাহ দিবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest