সর্বশেষ সংবাদ-
দেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভাতালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সাংবাদিক সম্মেলনপুজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: সাতক্ষীরার পুলিশ সুপারজলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভা

প্রধানমন্ত্রীর সম্মানে সশস্ত্র বাহিনীর ইফতার

ন্যাশনাল ডেস্ক: ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনার সম্মানে মঙ্গলবার এই ইফতারের আয়োজন করে সশস্ত্র বাহিনী।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে ইফতারের আয়োজন করা হয়।

এ উপলক্ষে প্রধানমন্ত্রী সেনামালঞ্চে এসে উপস্থিত হলে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নিজামউদ্দিন আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেঃ জেনারেল মোঃ মাহফুজুর রহমান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল হামিদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ ইফতারে অংশ নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুশখালী, বাঁশদহা ও বৈকারী আ. লীগের একাংশের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের কুশখালী, বাঁশদহা ও বৈকারী ইউনিয়ন আ. লীগের একাংশের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১২ রমজান ভাঁদড়া ফুটবল মাঠে কুশখালী ইউনিয়ন আ. লীগের সভাপতি ইউছুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মোর্শেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. আব্দুর রশিদ, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, এমপি পুত্র মীর তানজীর আহমেদ, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এড. তামিম আহম্মেদ সোহাগ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, আগরদাড়ি ইউনিয়ন আ. লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, কুশখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল. বাঁশদহা ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভাদড়া জামে মসজিদের ইমাম আজগার আলী। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদ, শহিদ জাতীয় চার নেতা, শহিদ মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে সকল শহিদের রূহের মাগফেরাত কামনা করা এবং মীর মোস্তাক আহমেদ রবিকে দলীয় মনোনয়ন নিয়ে আবারো এমপি হিসেবে পাওয়ার জন্য বিশেষ দোয়া করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দাঁতভাঙ্গা কলেজের অধ্যক্ষ জাহিরুল আলম ও প্রভাষক ইমামুল হক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সবাইকে কাঁদিয়ে চলে গেলেন শ্রীলেখা মিত্র!

বিনোদন ডেস্ক: ‘অসুস্থ হয়ে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন নায়িকা শ্রীলেখা মিত্র’-মঙ্গলবার সকালে ফেসবুকে এ রকম একটা পোস্ট দেখে চোখ কপালে উঠেছিল নেটিজেনদের। বিস্ময়ের বিষয় হলো এই পোস্টটি আবার দিয়েছেন স্বয়ং শ্রীলেখা মিত্রই। হতভম্ব না হয়ে কি উপায় ছিল নেটিজেনদের।

ভারতীয় গণমাধ্যম এবেলার খবর, আসলে যাবতীয় বিভ্রান্তির সূত্রপাত একটি ইউটিউব চ্যানেলের খবর ঘিরে। যেখানে শ্রীলেখার হাসপাতালে ভর্তি হওয়ার খবর এমনভাবে প্রকাশিত হয়েছে, যা দেখলে অভিনেত্রীর ‘মৃত্যু সংবাদ’ বলেই মনে হওয়া স্বাভাবিক। এমন খবর ছড়িয়ে পড়তে সময়ও লাগেনি। যা পৌঁছে যায় শ্রীলেখার কাছেও।
পরিবর্তীতে এবালাকে শ্রীলেখা বলেন, ‘এমন সুররিয়াল এক্সপিরিয়েন্স বাবার জম্মে হয়নি।সকাল বেলায় চা খেতে খেতে নিজেরই মৃত্যুর খবর পড়ছি। যাঁরা কখনো ফোন করেন না, তাঁরাও ফোন করছেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীর ডি-লিট ডিগ্রি প্রাপ্তিতে সাতক্ষীরা কলেজে ছাত্রলীগের আনন্দ মিছিল

প্রেস বিজ্ঞপ্তি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলে কাজী বিশ্ববিদ্যালয়ে সম্মানজনক ডি-লিড ডিগ্রিতে ভূষিত হওয়ায় সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত আনন্দ মিছিল গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসের গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী শাহেদ পারভেজ ইমন। সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় মিছিল ও জনসভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান, সরকারি কলেজ শাখার সহ-সভাপতি কাজী সাদিকুজ্জামান দ্বীপ, যুগ্ম সম্পাদক শেখ ফয়সাল ইসলাম অপু, সাংগঠনিক সম্পাদক শেখ নাঈম হাসান, নাঈম সরোয়ার প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় পুলিশের উপর আক্রমণের অভিযোগে পিতা-পুত্র গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ার সরসকাটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাজরিহা হোসাইনের উপর আক্রমণ করার অভিযোগে পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২৯ মে) দুপুর ১টার দিকে উপজেলার সরসকাটি বাজারে ডিসিআর ভুক্ত জমিতে নির্মিত দোকানঘরের তালাভাঙ্গা কেন্দ্র করে দু’পক্ষের উত্তেজনা থামাতে গিয়ে পুলিশে উপর এ আক্রমণের ঘটনা ঘটে। গ্রেপ্তার জয়নগর ইউনিয়নের ইউপি সদস্য রেজাউল ইসলাম (৪০) ক্ষেত্রপাড়া গ্রামের আছির উদ্দীনের ছেলে ও রেজাউলের পুত্র মেহেদি হাসান (২০)।
এঘটনায় আহত এসআই মাজরিহা বাদি হয়ে কলারোয়া থানায় একটি মামলা (নং-৫১, তাং-২৯/৫/১৮ইং) দায়ের করেছেন।
আহত পুলিশ কর্মকর্তা মাজরিহা জানান- ‘সরসকাটি বাজারে ডিসিআরভূক্ত জমিতে নির্মানকৃত একটি দোকানঘর নিয়ে ক্ষেত্রপাড়া গ্রামের রামকৃষ্ণ সাহা ও ইউপি সদস্য রেজাউল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে রেজাউল ও তার পুত্র মেহেদি ওই দোকান জোরপূর্বক দখল করার উদ্দেশ্যে তালা ভাঙতে গেলে রামকৃষ্ণের ভাই প্রদীপ সাহা বাধা প্রদান করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি আমি উর্দ্ধতন কর্মকর্তার মাধ্যমে জানতে পেরে সৃষ্ট উত্তেজনা থামাতে গেলে রেজাউল ও তার পুত্র আমার উপর চড়াও হয়। এক পর্যায়ে সরকারি দায়িত্ব বাধা প্রদান করে তাদের কাছে থাকা হাতুড়ি দিয়ে আমার উপর আক্রমন করে। এতে আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলটি আঘাতপ্রাপ্ত হয়। পরে সঙ্গীয় পুলিশের সহায়তায় তাৎক্ষণিকভাবে রেজাউল ও তার পুত্র মেহেদিকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করি। সেসময় তাদের নিকট থেকে ২টি লোহার হাতুড়ি ও ১টি লোহার ছেনি জব্দ করা হয়।’
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান- ‘এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএমএ’র ইফতার মাহফিলে সাবেক স্বাস্থ্য মন্ত্রী রুহুল হক এমপি

ডেস্ক রিপোর্ট : মঙ্গলবার বেইলি রোডের অফিসার্স ক্লাবে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাবেক এমপি ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর সভাপতি ডা: মোস্তফা জালাল মহিউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি বলেছেন, বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থায় অভাবনীয় উন্নতি হয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সবার কাছে চিকিৎসা সেবা পৌছে দেওয়া হয়েছে। যেটি একটি রোল মডেল বিশ্ব দরবারে। জননেত্রী শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ এম ডি জি পুরষ্কার, সাউথ সাউথ পুরস্কার সহ অসংখ্য পদকে ভূষিত হয়েছে।
সভায় বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানাসহ কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় এক বিচারকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে গৃহপরিচারিকার সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার আমলি আদালত ১ এর বিচারক হারুন অর রশিদের বিরুদ্ধে তার গ্রামের বাড়ির কাজের মেয়ের সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। তাকে একাধিকবার ধর্ষনের অভিযোগ করে কাজের মেয়েটি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কথা তুলে ধরেছেন। এ বিষয়ে প্রতিবাদ করায় বিচারক হারুন অর রশিদ প্রভাব খাটিয়ে মেয়েটির বাবা ও ভাইয়ের নামে চাঁদাবাজির মামলা করিয়ে তাদেরকে জেল খাটাচ্ছেন। এমন কি তার সহযোগীদের দিয়ে মেয়েটির বাড়ি ভাংচুর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
তবে এসব বিষয়ে জানতে চাইলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ টেলিফোনে বলেন ‘ ওই নামের কোনো মেয়েকে আমি চিনি না। তার অভিযোগও সত্য নয়’। এরপরই তিনি ফোন কেটে দেন।
মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে কাজের মেয়ে (মুক্তা খাতুন) জানান সাতক্ষীরার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশীদ ও তার বাড়ি একই গ্রাম খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনায়। সেই সুবাদে গত তিন বছর যাবত তিনি তার বাড়িতে কাজের মেয়ে হিসাবে মাসিক ৫০০ টাকা বেতনে কাজ করে আসছেন। তিনি জানান হারুন অর রশীদ তার চাকুরিস্থল থেকে প্রতি সপ্তাহে একবার করে বাড়ি আসতেন। বাড়িতে এসে সুযোগ বুঝে তিনি তার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। তিনি বলেন এর প্রতিবাদ করে কাজ করতে না চাইলে তিনি হুমকি দিয়ে বলেন বিষয়টি কাউকে জানালে তার পরিবারকে জেল খাটাবেন তিনি। এই হুমকির কয়েক দিনের মাথায় হারুন অর রশীদ তার আত্মীয় তালা উপজেলার আলাদিপুর গ্রামের সাজ্জাত হোসেনকে দিয়ে তারই আদালতে একটি মামলা করান। এই মামলায় আসামি করা হয় কাজের মেয়ের বাবা আবুবকর মোড়ল, ভাই শরিফুল ইসলাম ও বোন ইরানী পারভিনকে। গত ১৯ এপ্রিল তাদের বিরুদ্ধে সাতক্ষীরায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদের আদালতে এক লাখ টাকা চাঁদা দাবির মামলা করা হয়। এই মামলায় আবুবকর ও তার ছেলে শরিফুল এখনও জেলে রয়েছেন। আজ বুধবার মামলার ধার্য দিন বলে জানান তিনি।
কাজের মেয়ে ও তার মা ফরিদা বেগম সংবাদ সম্মেলনে আরও বলেন নানাভাবে প্রতিবাদ করতে থাকায় হারুন অর রশিদ তার সহযোগীদের দিয়ে তাদের বাড়িঘর ভেঙ্গেচুরে দিয়েছেন। এর পর থেকে তারা ভাঙ্গা ঘরের ওপর কাগজের ছাউনি দিয়ে কোনো মতে বাস করছেন। প্রায় একমাস যাবত হারুন অর রশিদের ভয়ে তারা বিনিদ্র রাত কাটাচ্ছেন। প্রতিরাতে তাদের বাড়ির পাশে উচ্ছৃংখল যুবকরা আড্ডা দিয়ে আতংক সৃষ্টি করছে। এমনকি হারুন অর রশিদ এখন কাজের মেয়েটির বোন ঢাকায় অধ্যয়নরত ইরানী পারভিনকে খুঁজছেন পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরও বলেন হারুন অর রশিদ এর আগে আরও দুটি বিয়ে করেছেন। বনিবনা না হওয়ায় তাদের একজনের সাথে মামলা চলছে হারুন অর রশিদের।
সংবাদ সম্মেলনের পর সাতক্ষীরা প্রেসক্লাব থেকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদের কাছে তার ০১৯১৪১৩৩৯৫২ নম্বরে ফোন করা হয়। তিনি সরাসরি বলেন অভিযোগকারীকে তিনি চেনেন না। তার অভিযোগও মিথ্যা’। এরপরই তিনি ফোন কেটে দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ‘ফেন্সিডিলসহ’ যুবক আটক

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটা পুলিশ ১০ বোতল ফেন্সিডিলসহ ১ এক যুবককে আটক করেছে বলে জানিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেনের নির্দেশনা মোতাবেক এসআই রাজিব কুমার রায় ও এএসআই শামীম হোসেনসহ একদল পুলিশ ফোর্স উপজেলার কুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বাপ্পী হোসেন (২২) কে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করেন। তাদের বিরুদ্ধে এসআই রাজিব কুমার বাদি হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ২৩। আটককৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest