সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়তিতাস বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভাঝিনাইদহের জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধনশীতের ছুটিতে ঘুরে আসুন দেবহাটার রূপসী ম্যানগ্রোভপ্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা -অগ্নি সংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনবিইউপিএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিলেন জালালপুর ইউপি চেয়ারম্যান

মাদকবিরোধী অভিযান চলবে- গণভবনে প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক: মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধের নামে ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ড’ ঘটছে অভিযোগ করে তা বন্ধের দাবি উঠলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে সমাজবিরোধী উপাদান থেকে মুক্ত করতে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বুধবার (৬ জুন) সন্ধ্যায় সারা দেশের আইনজীবীদের সম্মানে গণভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে গত ৪ মে মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে গুলিতে ১৫০ জনের মতো নিহত হয়েছে বলে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র জানিয়েছে। প্রতিপক্ষ রাজনৈতিক শিবির ও মানবাধিকারকর্মীরা শুরু থেকেই এভাবে প্রাণহানির প্রতিবাদ জানিয়ে আসছেন।

ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। বাংলাদেশের মানুষের জীবনের সব ধরনের শান্তি-নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার। দেশে অবিচার ও অন্যায়ের কোনো স্থান নেই।’

‘আমি বিশ্বাস করি, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে যে কোনো অবস্থা মোকাবিলা করা, আর যে কোনো নির্বাচনে বিজয়ী হওয়া খুব কঠিন কাজ না।’

‘যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার সরকার সম্পন্ন করেছে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর পরই বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করেছিলেন। কিন্তু পরবর্তীতে জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে তা বন্ধ করে দিয়েছিলেন।’

‘বাংলাদেশকে এখন উন্নয়নের রোলমডেল হিসেবে বিবেচনা করা হয়’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধিশালী ও শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে চাই আমরা।’

‘যখনই আওয়ামী লীগ সরকার গঠন করেছে তখনই এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হতে শুরু করেছে। আমাদের সরকারের নীতি আদর্শই হচ্ছে জনগণের সেবা করা।’

তিনি আরও জানান, ‘কানাডায় অনুষ্ঠিতব্য সম্মেলনে অংশগ্রহণের জন্য জি-৭ গ্রুপের দেশগুলো আমাদের আমন্ত্রণ জানিয়েছে। আমি কাল সেখানে যাচ্ছি। তারা বাংলাদেশের অবস্থা সম্পর্কে জানতে চায়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির পেছনে কী জাদু আছে, তা তারা জানতে চায়।’

২০০৭ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে তাকে গ্রেফতার করার পর আইনজীবীসহ যারা প্রতিবাদ জানিয়েছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। বলেন, ‘সেই সময় আপনাদের যে সমর্থন পেয়েছি সেটাই ছিল আমার শক্তি। আমি এদেশে আসার পর থেকে মানুষের ভাগ্য পরিবর্তন ও গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম করেছি।’
‘আল্লাহর রহমতে আমি এটুকু বলতে পারি, সকল বাধা অতিক্রম করে আবার দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে আমরা যে নির্বাচন জয়ী হয়েছিলাম এর ফলে দেশের উন্নতি হয়েছে।’

ইফতারের আগে অনুষ্ঠানস্থলে আসেন প্রধানমন্ত্রী। বিভিন্ন টেবিল ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতারের আগে দেশ ও জাতির অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- আইনমন্ত্রী আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, ব্যারিস্টার ইউসুফ হোসেন হুমায়ূন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, আইন সম্পাদক শ ম রেজাউল করিম, সাবেক বিচারপতি মেসবাহ উদ্দিন, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, ব্যারিস্টার ফজলে নূর তাপস প্রমুখ।

এর আগে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ বার কাউন্সিল, ঢাকা জেলা বার অ্যাসোসিয়েশন, রাজশাহী জেলা বার অ্যাসোসিয়েশন, সিলেট জেলা বার অ্যাসোসিয়েশন, গাজীপুর জেলা বার অ্যাসোসিয়েশন, দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশন, শরীয়তপুর জেলা বার অ্যাসোসিয়েশন ও লালমনিরহাট জেলা বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতারা প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। সূত্র: ইউএনবি, বাসস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আরফাত আলী: কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল বুধবার ৬ জুন বিকেলে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসান, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান প্রমুখ। রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু’র সার্বিক ব্যবস্থাপনায় ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, ভাড়াশিমলা ইউপি’র সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল খালেক, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, শ্যামনগর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম কামরুজ্জামান, দেবহাটা প্রেসক্লাবের সদস্যসচিব আর কে বাপ্পা, সোহরাওয়ার্দী পার্ককমিটির সদস্যসচিব এড. জাফরুল্যাহ ইব্রাহিম, দৈনিক পত্রদূত’র দেবহাটা প্রতিনিধি আকতার হোসেন ডাবলু, দৈনিক খুলনাঞ্চলের দেবহাটা প্রতিনিধি কেএম রেজাউল করিম, আজকের সাতক্ষীরার দেবহাটা প্রতিনিধি আরাফাত হোসেন লিটন, চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনি প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. আয়ূব আলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার কলকাতার ছবিতে ববি

বিনোদন ডেস্ক: সম্প্রতি মুক্তি পায় ঢালিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী ববির বিজলী ছবিটি। এর মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজনার খাতায় নাম লেখান এই লস্যময়ী।

এবার কলকাতার ছবিতে দেখা যাবে তাকে। ‘রক্তমুখী নীলা’ নামে নির্মিতব্য এ ছবিটি পরিচালনা করবেন টলিউডের জয়দ্বীপ মুখার্জি। এতে ববির বিপরীতে রয়েছেন সব্যসাচী মিশরা। আর সঙ্গীত পরিচালনা করবেন বলিউডের প্রখ্যাত সঙ্গীত পরিচালক রাকেশ রোশান।

খবরটি নিশ্চিত করে ববি বলেন, সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছি এ ছবিতে। অমলাদিত্য ফিল্মসের ব্যানারে নির্মিত হবে এ ছবিটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবো আমি।

এদিকে, ঈদের পর ববি অভিনীত নোলক এবং বেপরোয়া ছবির শ্যুটিং আবারও শুরু হবে বলে জানা গেছে। ইতোমধ্যে ছবি দুটির বেশির ভাগ অংশের শ্যুটিং সম্পন্ন হয়েছে।

নোলকে শাকিব খানের বিপরীতে এবং বেপরোয়ায় রোশানের বিপরীতে রয়েছেন ববি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরের পাতাখালির প্রতিবন্ধী বিধবার জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : শ্যামনগরের পাতাখালি গ্রামের মৃত মাস্টার মসিউর রহমানের প্রতিবন্ধী বিধবা মেয়ে রাবিয়া ও তার ভাই নুরুল্লাহ গাজি বিভিন্ন দাগে পৈতৃক মোট ১২ বিঘা জমির মধ্যে ভোগ দখলে রয়েছে। কিছুদিন আগে তাদের মূল দলিলটি হারিয়ে যায়। এই সুযোগে ওই এলাকার চিহ্নিত ডাকাত আমজাদ গাজির ছেলে তাজমিনুর রহমান, বাবলুর রহমান, সিদ্দিকুর রহমান, বনদস্যু মফিজ উদ্দিন গাজির ছেলে বক্কার গাজি, ও ইব্রাহিম গাজির ছেলে গিয়াসউদ্দিন গায়ের জোরে ওই ১২ বিঘা জমির চার বিঘা দখল করে নিয়েছে। সেখানে তারা মাছ চাষ করতে থাকে। পরে মূল দলিল খুঁজে পেলেও তারা জমি ছাড়ছে না। স্থানীয় বিচার সালিশ ও শ্যামনগরের এমপির বিচারের রায় পক্ষে থাকলেও তারা ভোগ দখল থেকে সরে আসেনি।
বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সং¦াদ সম্মেলন করে এ কথা বলেন রাবিয়া খাতুন।
সংবাদ সম্মেলনে রাবিয়া বলেন গত ২৬ মে ওই জমিতে আমরা গেলে ডাকাত আমজাদের ছেলে তাজমিনুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তার ভাই নুরুল্লাহ, তার ছেলে আবু সিদ্দিক, মহিবুল্লাহ গাজি, আহসানউল্লাহ,রজব আলি, মহিদুল্লাহ, শাহিনুর গাজি, জাহাঙ্গির, আবু হানিফা, আবু বক্কর, শাহাবুদ্দিন ও আল মামুনসহ অনেককে কুপিয়ে আহত করে। এদের মধ্যে মহিবুল্লাহ ও আবু সিদ্দিকের অবস্থা আশংকাজনক। আহতদের শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়।
সংবাদ সম্মেলনে রাবিয়া বলেন এ ঘটনায় তার ভাই নুরুল্লাহ গাজি ১৮ জনের নাম উল্লেখ করে শ্যামনগর থানায় একটি মামলা করেন। পরে প্রতিপক্ষের আবু বক্কর গাজি একটি পাল্টা মামলা করে। এর পর থেকে তাজমিনুরসহ দার সগযোগীরা নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমাদের খুন জখম করে এলাকা ছাড়া করবে বলে বারবার হুমকি দিচ্ছে।
রাবিয়া খাতুন বলেন আমাদের পৈতৃক সম্পত্তি ফিরে পেতে চাই। হামলাকারী ও দখলকারী ডাকাত ও বনদস্যুদের বিচার দাবি করে তিনি সাতক্ষীরা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবের অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার উপাচার্য এবং আই বি এ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বারি, সহ-সভাপতি আব্দুল ওয়াজেদ কচি, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলাম, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শেখ সাহিদ উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপি, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, বাংলা ভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান, দৈনিক ভোরের ডাকের সাতক্ষীরা প্রতিনিধি মোহাম্মাদ আলী সুজন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর তাঁতীলীগের সভাপতি সাদিয়া সহ ৩ জন আজীবন বহিস্কার

বাংলাদেশ তাঁতীলীগ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি নুর জাহান সাদিয়া, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন ও ৪নং ওয়ার্ড তাতীলীগের সভাপতি হেলাল উদ্দিনকে আজীবন সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। বুধবার সাতক্ষীরা জেলা তাঁতালীগের আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক যৌথ পত্রে গত ১৭মে ১৮ তারিখে মাননীয় প্রধামন্ত্রী মানবতার জননী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের র‌্যালি জালিয়াতি ও৬ মে’ ১৮ তারিখে বিভিন্ন পত্রপত্রিকায় তাঁতীলীগের নামে চাঁদাবাজি ভূমিদখলসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থেকে পৌর তাঁতীলীগের বিলুপ্ত কমিটি এসব কর্মকান্ড করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করায় আজীবন তাঁতীলীগের সংগঠন থেকে তাদের বহিস্কার করা হয়। সেই সাথে সাথে এধরনের কর্মকান্ডে যারা জড়িত আছে তাদের আইন প্রয়োগকারী সংস্থার নিকট ধরিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি ডাবলু ॥ সম্পাদক মুকুল

সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একপত্রে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলুকে সভাপতিকে সভাপতি, আসাদুর রহমান আসাদ কে সিনিয়র সহ-সভাপতি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মুকুলকে সাধারণ সম্পাদক, আলী শাহীনকে যুগ্ম সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহাদুজ্জামান আর্জেদ কে সাংগঠনিক সম্পাদক করে ৫সদস্য বিশিষ্ট জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা মুজিব সেনা পরিষদ’র ইফতার

২০ রমজান ৬জুন মুজিব সেনা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে খান এ কবির ময়নার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহম্মেদ। সম্মানিত আলোচক হিসাবে আলোচনা করেন, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা তরুণলীগের যুগ্ম আহবায়ক বিদ্যুৎ বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান টিটু, পৌর সভাপতি নাসির উদ্দিন বুলবুল, সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন, সদর থানা সভাপতি মোঃ এমদাদুল হক, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা শেখ আসাদুল আলম রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মুজিবসেনা পরিষদের জেলা সভাপতি মোঃ আজিজুর রহমান বাবলু। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, শামীম রেজা ডিউক। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest