সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধনতারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণদেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভামহেশ্বরকাটি বাজারে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

আশাশুনিতে কালিগঞ্জের ইয়াবা সম্রাট ফারুক আটক

আশাশুনি ব্যুরো: আশাশুনি থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে কালীগঞ্জের ইয়াবা সম্রাট ওমর ফারুক গাজীকে আটক করা হয়েছে। এসময় তার কাছে থাকা একটি মোটরসাইকেলসহ ১৭০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নয়ন চৌধুরী ও সঞ্জীব কুমার সমদ্দার সঙ্গীয় ফোর্স নিয়ে শোভনালী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা চালান। অভিযানে সাতক্ষীরার কালীগঞ্জ থানার চাঁদখালী গ্রামের আবুবক্কর সিদ্দিক গাজীর পুত্র এলাকার চিহ্নিত ইয়াবা সম্রাট ওমর ফারুক গাজী শোভনালী ব্রীজে সংলগ্ন এলাকা থেকে আটক হয়। তার কাছ থেকে পুলিশ ১৭০ পিচ ইয়াবা ও তার মাদক বহনকারী ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করেছে। এব্যাপারে এসআই নয়ন চৌধুরী বাদী হয়ে আটক ওমর ফারুকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রনে আইনে ০৩(০৬)১৮নং একটি মামলা দায়ের করেছেন। এছাড়া ও তার বিরুদ্ধে আশাশুনি থানায় আরও তিন মামলা রয়েছে বলে জানিয়েছে থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা আহছানিয়া মিশনের নির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা আহছানিয়া মিশনের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির দায়িত্বভার প্রদান করা হয়েছে। রোববার বিকালে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করেন। দায়িত্বভার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সম্পাদক চৌধুরী আমজাদ হোসেন, সদস্য এনামুল হক প্রমুখ।
দায়িত্বভার প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, ¯্রষ্টার ইবাদত ও সৃষ্টের সেবার উদ্দেশ্য নিয়ে সকলকের পীর কেঁবলার আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে। খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের মাধ্যমে ¯্রষ্টার এবাদত ও সৃষ্টির সেবা মূলমন্ত্র নিয়ে প্রত্যেককে নিজের ক্ষুদ্রতা উপলব্ধি করতে উপদেশ দেন। মিশন প্রতিষ্ঠাতার প্রত্যাশা, স্বপ্ন ও আদর্শের আলোকে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠীর অবস্থানগত পরিবর্তনে জনকল্যাণমুখী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানবসেবায় নিরলসভাবে কাজ করবে এ প্রত্যাশা করেন তিনি। ঈর্ষা, দ্বেষ, অহংকার, হিংসাবৃত্তিকে দমন করিয়া রুহের শক্তি প্রসার করাই মিশনের উদ্দেশ্য। সমাজে শান্তি সৃষ্টি করা মিশনের অন্যতম লক্ষ্য। সাধারণ মানুষ চায় দৃষ্টান্ত। মানুষ চায় আদর্শ। আফসোসের সুরে এ উচ্চারণ হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা সারা জীবনের লালিত আদর্শ ও দর্শনকে কাজে পরিণত করার প্রত্যয়ে তিনি স্থাপন করেছিলেন ‘আহ্ছানিয়া মিশন’। সুতরাং নব-নির্বাচিত কমিটির কর্মকর্তাদের আহ্ছানিয়া মিশনের মূল উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।’
এ সময় উপস্থিত ছিলেন কাজী মুহম্মদ অলিউল্লাহ, মো. ফজলুর রহমান, নব নির্বাচিত সহ-সভাপতি কাজী মনিরুজ্জামান মুকুল, শেখ মামুনার রশিদ, গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, যুগ্ম সম্পাদক মনোয়েম খান চৌধুরী, সহ সম্পাদক মো. আব্দুর রহমান, কোষাধ্যক্ষ আবুল কাশেম, সদস্য মো. আব্দুল খালকে, মো. আব্দুল হামিদ, শেখ আবুল কালাম, জিএম মাহাবুবর রহমান, মীর আমজাদ হোসনে, আব্দুর রাজ্জাক, এড. শেখ সিরাজুল ইসলাম, ডা. একরামুল হক, আব্দুল আলিম, হাফিজুল আল মাহমুদ, মাহমুদুল হক, হাববিুর রহমান রনি, আজহারুল ইসলাম, শেখ আলমগীর হাসান, আহছান কবির, জুলফিকার হায়দার, সৈয়দ মাহমুদ পাপা প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় স্কুল ফুটবল; সিলেটের সাথে ড্র করে সেমিফাইনালে সাতক্ষীরা

নিজস্ব প্রতিবেদক: প্রাণ মিল্ক জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০১৭-১৮ এর বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের খেলায় সিলেট জেলা ফুটবল দলের সাথে ১-১ গোলে ড্র করেছে সাতক্ষীরা জেলা ফুটবল দল। রবিবার ঢাকা কমলাপুর মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখো মুখি হয় সাতক্ষীরা জেলা দল বনাম সিলেট জেলা ফুটবল দল। খেলার প্রথমােের্ধর খেলায় সাতক্ষীরা জেলা দলের ১০ নং জার্সি পরিহীত খেলোয়াড় আলামিন ১টি গোল করে দলকে এগিয়ে নেয়। পরে সিলেট জেলা ১টি গোল করে খেলায় সমতা আনে। দ্বিতীয়ার্ধের খেলায় তুমুল প্রতিদ্বদ্বিতা করে কোন দল গোলের দেখা পায়নি। সেই সুবাধে সাতক্ষীরা জেলা দল ১-১ গোলে ড্র করে সেমিফাইনালে খেলার সুযোগ লাভ করে। সাতক্ষীরা জেলা দলের ১০ নং জার্সি পরিহীত খেলোয়াড় আলামিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। আগামী ০৫ জুন ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনাল খেলায় অংশ নেবে। সাতক্ষীরা জেলার পক্ষে জি-ফুল বাড়ি দরগা শরিফ আলিম মাদ্রাসার ছাত্ররা ভালো খেলা উপহার দিয়ে ক্রীড়াঙ্গণে জেলার সাফল্য ও সুনাম ধরে রাখায় জেলা ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সেক্রেটারির বিরুদ্ধে আ. লীগ নেতাদের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগ কালিগঞ্জ কলেজ শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদের বিরুদ্ধে নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ উঠেছে। ধলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল কুমার মুখার্জী ও সাধারণ সম্পাদক নাজমুস সাদাত রাজা জানান, কিছুদিন পূর্বে বাংলাদেশ ছাত্রলীগ কালিগঞ্জ সরকারি কলেজ শাখার একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়। ওই কমিটির সাধারণ সম্পাদক মনোনীত হন ধলবাড়িয়া ইউনিয়নের আশরাফ আলীর ছেলে আবু সাঈদ (১৯)। কিন্তু তার পরিবার আওয়ামী লীগ ও স্বাধীনতা বিরোধী ও আবু সাঈদ ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী জামাত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর আদালত কর্তৃক ফাঁসির রায়ের পরে সে এলাকায় নাশকতা, ত্রাস ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে ছিল। বর্তমানে ছাত্রলীগের মত একটি পবিত্র সংগঠনে থেকেও সে মেধাশূন্য, মাদকাসক্ত ও মেয়েদের উত্যক্তকারী বখাটে। সাধারণ সম্পাদক পদে নিযুক্ত হয়ে এলাকায় চাঁদাবাজি, মাদক বিক্রিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে সে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করছে বলে তারা জানান। আবু সাঈদের এই অপকর্মের হাত থেকে রক্ষা পেতে ছাত্রলীগের জেলা কমিটিসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকার সর্বস্তরের মানুষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মাদক বিরোধী অভিযানে আটক-৭৫, অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার

আসাদুজ্জামান: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০ মাদক ব্যবসায়ীসহ ৭৫ জনকে আটক করা হয়েছে।
শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পযর্ন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে একটি ওয়ানশুটার গান, এক রাউন্ড গুলিসহ বেশ কিছু মাদক দ্রব্য।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৫ জন, কলারোয়া থানা থেকে ৮ জন, তালা থানা ৩ জন, কালিগঞ্জ থানা ১০ জন, শ্যামনগর থানা ৭ জন, আশাশুনি থানা ৫ জন, দেবহাটা থানা ৩৫ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৭-ই রমজান শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, ০৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান, উপ-পরিচালক স্থানীয় সরকার সাতক্ষীরা শাহ্ আবদুল সাদী, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, ডা. মোখলেছুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. এস. এম হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, সাবেক মন্ত্রী ডা. আফতাবুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, কলারোয়া উপজেলা চেয়ারম্যান শেখ ফিরোজ আহমেদ স্বপন, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অহেদুজ্জামান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জী, দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরী, দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, আসাদুজ্জামান অসলে, পৌর ৪ নং ওয়ার্ড আ. লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, জেলা তাঁতীলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান নাসিম প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদ, শহিদ জাতীয় চার নেতা, শহিদ মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে সকল শহিদের রূহের মাগফেরাত কামনা করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিরেই ব্রাজিলের জয়ের নায়ক নেইমার

খেলার খবর: নেইমার খেলবেন তো? রোববার ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে এমন প্রশ্ন ঘিরে ছিল ব্রাজিলিয়ান সমর্থকদের মনে। নেইমার শেষঅবধি খেললেন। শুধু খেললেনই না, দারুণ এক গোল করে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলকে এনে দিলেন অসাধারণ জয়ও। সেইসঙ্গে তাকে ঘিরে সেলেসাওদের বিশ্বকাপ স্বপ্নের পালে দিলেন জোর হাওয়া।

রোববার ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নেইমারের পাশাপাশি গোল পেয়েছেন সেলেসাওদের লিভারপুল মিডফিল্ডার ফিরমিনো।

প্রীতি ম্যাচ বলেই নেইমারকে শুরুর একাদশে রেখে ঝুঁকি নিতে চাননি ব্রাজিল কোচ টিটে। তাতে অ্যানফিল্ডে প্রথমার্ধে ম্যাচের লাগামটা অনেকখানি ছিল ক্রোয়েটদের হাতেও। ১২ মিনিটে দেজান লভ্রেনের বুলেট গতির হেড অল্পের জন্য খুঁজে পায়নি জাল। তিন মিনিট বাদে আন্দ্রে কামারিচের ২৫ গজ দূর থেকে নেয়া জোরাল শট ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফার্নানদিনহোকে বদলে নেইমারকে মাঠে নামান টিটে। তাতে খেলার ধার বাড়ে সেলেসাওদের। ৫২ মিনিটের মাথায় মার্সেলোর দূরপাল্লার এক শট অল্পের জন্য হয় লক্ষ্যচ্যুত। মাঝে অবশ্য গোলের ভালো এক সুযোগ হাতছাড়া করেছে ক্রোয়েশিয়াও। ৫৯ মিনিটে কামারিচের ক্রসে আন্তে রেবিচের হেড ফিরিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক।

চোটের কারণে মাঠের খেলায় তিনমাসের লম্বা বিরতি ছিল বলেই হয়ত শুরুতে অস্বস্তিতে ছিলেন নেইমার। সময় যেতে যেতে সেই অস্বস্তি কাটিয়ে স্বরূপে ধরা দেন বিশ্বের সর্বোচ্চ দামি ফুটবলার। ৬৯ মিনিটে দেখান পায়ের জাদু। উইলিয়ানের পাসে ক্রোয়েটদের তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে পেনাল্টি বক্সের বাইরে থেকে দর্শনীয় শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড। দীর্ঘ বিরতির পর ফিরে তিনি যে ফিট, সেটিও জানান দিলেন ওই গোলে।

ম্যাচের শেষ মিনিটে কাসেমিরোর পাসে ক্রোয়েট গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে ব্রাজিলের সহজ জয় নিশ্চিত করেন ফিরমিনো।

১০ জুন অস্ট্রিয়ার বিপক্ষে শেষ অনুশীলন ম্যাচ খেলে রাশিয়ার উদ্দেশ্যে উড়াল দেবে টিটের দল। ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ মিশন। গ্রুপ ‘ই’ থেকে সেলেসাওদের বাকী প্রতিপক্ষ কোস্টারিকা ও সার্বিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানের কাছে আবার হারলো বাংলাদেশ

খেলার খবর: দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে ৪৫ রানে হেরেছে বাংলাদেশ। রাশিদ খান, মুজিবুর রহমান ও মোহাম্মদ নাবির স্পিন ঘূর্ণির কাছে অসহায়ের মতো আত্মসমর্পণ করেছেন সাকিবরা। ফলে মাত্র ১৬৮ রানের টার্গেটও লড়াই করে তাড়া করতে পারল না বাংলাদেশ। প্রথম বলেই আফগানিস্তানকে ব্রেক থ্রো এনে দেন মুজিবুর রহমান। রানের খাতা খোলার আগেই সাজঘরে তামিম। এরপর সাকিবকে ক্যাচে পরিণত করেন মোহাম্মদ নাবি। লিটন দাসও কাবু হয়েছেন নাবির স্পিনেই।

আর রাশিদ খান তো তার চমক দেখিয়েই চলেছেন। বল হাতে নিয়েই মুশফিককে বোল্ড করলেন। পরের বলেই তুলে নিলেন সাব্বিরের উইকেটও। নিজের দ্বিতীয় ওভারে উইকেট শূন্য থাকলেও তৃতীয় ওভারে ফিরিয়েছন মোসাদ্দেককে। ততক্ষণে বাংলাদেশের পরাজয়টা শুধুমাত্র সময়ের ব্যবধান হয়েই থাকল। আফগানদের এমন স্পিন ঘূর্ণিতেই কাবু হয়েছে টাইগাররা।

তবে শেষ দিকে ঝলক দেখিয়েছেন শাপুর জাদরান। ১৮তম ওভারে একে একে তুলে নেন আবুল হাসান রাজু, মাহমুদুল্লাহ ও রুবেল হোসেনের উইকেট। সবমিলিয়ে ১২২ রান তুলতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন লিটন দাস। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে মাহমুদুল্লাহর ব্যাট থেকে। মুশফিক ২০, সাকিব ১৫ ও মোসাদ্দেক ১৪ রান করেন।

এর আগে দেরাদুনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় আফগানিস্তান। দুই ওপেনারের দারুণ শুরুর পর মিডল অর্ডারে সামিউল্লাহ শেনওয়ারি ও শফিকুল্লাহ করলেন ঝড়ো ব্যাটিং। তাতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে আফগানদের স্কোর দাঁড়ায় ১৬৭ রান। দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও ওসমান গনি ৮.৩ ওভারে ৬২ রান যোগ করেন। রুবেল হোসেন শেষ পর্যন্ত জুটি ভাঙেন। ২৬ রান করা গনিকে ফেরান পরিষ্কার বোল্ড করেন। ভয়ঙ্কর হয়ে ওঠার আভাস দেওয়া শাহজাদকে ফেরান সাকিব। ৪০ রান করেন এই ওপেনার। এরপর মাহমুদউল্লাহর জোড়া আঘাতে চাপ সৃষ্টি করে বাংলাদেশ। ১৪তম ওভারে বল করতে এসে তুলে নেন নাজিবুল্লাহ জাদরান (২) ও মোহাম্মদ নবীকে (০)। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করে আফগানরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest