সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভাতালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সাংবাদিক সম্মেলন

মাদকবিরোধী অভিযানে ১০ দিনে গ্রেফতার ৯০২০, নিহত ৯৯

ন্যাশনাল ডেস্ক: মাদকবিরোধী অভিযানে গত ১০ দিনে পুলিশ নয় হাজার ২০ জনকে গ্রেফতার করেছে। মাদক বেচাকেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ সদর দফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে। এ সময়ে ‘বন্দুকযুদ্ধে’ কতজন নিহত হয়েছে তা উল্লেখ করা হয়নি। তবে সারাদেশ থেকে পাঠানো খবর অনুযায়ী মঙ্গলবার (২৯ মে) পর্যন্ত পুলিশ ও র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৯৯ ব্যক্তি নিহত হয়েছে।

পুলিশ সদর দফতরের বিবৃতিতে বলা হয়, পহেলা রোজা থেকে ১০ রোজা পর্যন্ত মাদক বেচাকেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯০২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে সাত হাজার ২৬টি। প্রায় সাড়ে ৪১ কোটি টাকার ১৭ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। দুই হাজার ২৮৬ কেজি গাঁজা, দেশি মদ ৫৫ হাজার লিটার, ২৩ কেজি হেরোইন, ১৬ হাজার ফেনসিডিল ও বিদেশি বিয়ারের ক্যান এক হাজার ২১০টি উদ্ধার করা হয়। এছাড়া, মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল ও বেশকিছু আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।

পুলিশ সদর দফতরের জনসংযোগ শাখার এআইজি সহেলী ফেরদৌস বলেন, ‘সারাদেশে অভিযানের সময় ‘বন্দুকযুদ্ধে’ মারা যাওয়ার তথ্য আমরা দিচ্ছি না। এটা সংশ্লিষ্ট ইউনিটের কাজ। স্থানীয় পর্যায় থেকেই এ তথ্য জানানো হচ্ছে।

অন্যদিকে, সোমবার (২৮ মে) র‌্যাবের সদর দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ মে মাদকের বিরুদ্ধে সারাদেশে ২৫টি অভিযান চালানো হয়েছে। র‌্যাব এসব অভিযানের সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৪ জনকে গ্রেফতার করে। গত ৪ মে থেকে ২৮ মে পর্যন্ত মাদকবিরোধী ৭০১টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে মোট ৭৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, মাদকবিরোধী মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেফতার করা হয় তিন হাজার ২০২ জনকে। অভিযান চলার সময় র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ে মারা গেছে ২৪ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিলেট, রাজশাহী ও বরিশাল সিটিতে নির্বাচন ৩০ জুলাই

ন্যাশনাল ডেস্ক: সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ জুলাই এই তিন সিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এক সভায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, আগামী ২৮ জুন থেকে মনোনয়ন দাখিল শুরু হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ২ জুলাই আর প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৯ জুলাই।

সিইসি আরো জানান, একই তারিখে ৫ টি পৌরসভা, ৫ টি উপজেলা ও বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন মাশরাফি !

খেলার খবর: আগামী জাতীয় নির্বাচনে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইল থেকে ভোটে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামল।

আজ মঙ্গলবার একনেক সভা পরবর্তী ব্রিফিং এ সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তবে মাশরাফি কোন সংসদীয় আসন থেকে এবং কোন দল থেকে অংশ নেবেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি পরিকল্পনামন্ত্রী।

পরে পরিকল্পনামন্ত্রী আরো বলেন, আমি সব জানি। কিন্তু এখন বলব না। রোজার দিন, তাই মিথ্যা বলতে পারব না। এ বিষয়ে এখন আর কিছুই বলব না।

তবে মাশরাফি এবছর ভোট করতে তিনি চাইবেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, আমিও তো খেলার সঙ্গে রয়েছি, নির্বাচনও করেছি।

পরিকল্পনামন্ত্রীর বক্তব্যের বিষয়ে মাশরাফির তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। সমাজকল্যাণে নামলেও নির্বাচনে অংশ নেওয়া কিংবা না নেওয়ার বিষয়ে সবসময় নীরব থেকেছেন এই ক্রিকেটার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতের বজ্রপাতে ৪০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় বজ্রপাতে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। এই তিন প্রদেশে গতকাল সোমবার বিকেলের পর বজ্রপাতে এসব প্রাণহানির ঘটনা ঘটে।

দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, বিহারের বিভিন্ন এলাকায় বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্টে অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ৮ জন বজ্রপাতে ও ৮ জন বিদ্যুৎস্পৃষ্টে। একই কারণে ১২ জনের মৃত্যু ও কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায়। এছাড়া উত্তর প্রদেশের কয়েকটি এলাকায় আরো অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। প্রদেশের মুখ্য সচিব (তথ্য) অভিনাশ অস্তি এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে বজ্রপাতে কানপুর ২ ও রাই বারালিতে আরো একজনের মৃত্যু হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে অভিনাশ অস্তি আরো বলেন, লোকজনকে প্রয়োজনীয় সাহায্য দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

এ ছাড়াও সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা, সদর উপজেলার মাসিক রাজস্ব সভা, সদর উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, সদর উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা ও সদর উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভাসহ পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. নকিবুল হাসান, সদর উপজেলা প্রকৌশলী শফিউল আজম, সদর উপজেলা জনস্বাস্থ্য সহকারি মনিরুজ্জামান, পৌর কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, বল্লী ইউপি চেয়াম্যান মো. বজলুর রহমান, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, ফিংড়ি ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, কুশখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ব্রক্ষ্মরাজপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, বাঁশদহ ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, আলিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোয়ারা খাতুনসহ সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কমিটির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর নুরনগরে চিংড়ীতে অপদ্রব পুশ বিরোধী অভিযান

পলাশ দেবনাথ, নুরনগর থেকে: গতকাল সকাল ১০টায় শ্যামনগর উপজেলার নুরনগর ইউপি চেয়ারম্যান এর উদ্যেগে বাগদা চিংড়ীতে অপদ্রব পুশ বিরোধী অভিযান চালানো হয়েছে। কিছু অসাধু ব্যাবসায়ীরা নিজেদের সার্থে দক্ষিন বঙ্গের সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ীর সুনাম নষ্ট করছে, এই ধরনের অপদ্রব পুশ করে। নুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদ নিজ এই অভিযান চালিয়েছেন। এসময় সাথে ছিলেন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশরা এবং ইউপি সদস্যগন সহ নুরনগরে কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা । শ্যামনগর উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা সুজন সরকার এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর এর নির্দেশে এই অভিযান চালানো হয়। গত ২৬শে মে উক্ত কর্মকর্তাগন নুরনগরে পুশ বিরোধী অভিযান চালান। এবং বিভিন্ন মৎস্য আড়ৎকে আর্থিক জরিমানা করেন। এসময় নুরনগর ইউপি চেয়ারম্যানের কাছে এই লাগাতার অভিযান চালানোর কথা বলে যান। তারই লক্ষ্যে এই অভিযান চলছে। অভিযান চলা কালিন সময়ে নুরনগরের মৎস্য আড়ৎ গুলোতে বাগদা চিংড়ীতে কোন প্রকার অপদ্রব পুশ করতে না পারে সে দিকে সংশ্লিষ্ট সকলকে সকৃয় থাকার আহবান জানিয়েছেন তারা। কর্মকর্তারা আরও জানিয়েছেন নুরনগরের কোন আড়ৎ মালিক পুশ করছে, এমন প্রমান যদি মেলে তাহলে তার লাইসেন্স বাতিল করা হবে। এ বিষয় কর্মকর্তাগন সাংবাদিকদের বলেন শ্যামনগর উপজেলা চিংড়ী মাছে পুশ বন্ধের জন্য কার্যক্রম হাতে নিয়েছি, শ্যামনগর উপজেলায় পুশ বন্ধ করে ছাড়বো ইনশাল্লাহ। পুশ বিরোধী অভিযান চলাকালিন সময়ে মৎস্য আড়ৎ গুলো থেকে বাগদা চিংড়ীতে অপদ্রব পুশ করার ময়দার বস্তা, ময়দা জালানো হাড়ী, সিরিন্স সহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করে যেসব ফলের রস

স্বাস্থ্য ডেস্ক: কিডনি আমাদের শরীর থেকে প্রস্রাবের সঙ্গে বর্জ্য পদার্থ নিষ্কাশন করে। কখনো লবনের সঙ্গে বিভিন্ন খনিজ পদার্থ মিশে কিডনিতে একধরনের কঠিন পদার্থের জন্ম দেয়, যাকে আমরা কিডনির পাথর বলি। আর লেবু বা লেবু জাতীয় ফল যেমন মাল্টা, কমলা ইত্যাদির রস কিডনিতে পাথর হওয়া থেকে আমাদের শরীরকে প্রতিরোধ করে।

লেবুর রসে hydroxycitrate (HCA) থাকে, যা আমাদের শরীরের ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল গলিয়ে দিতে সাহায্য করে। এই ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টালের কারণেই মূলত কিডনিতে পাথর হয়।

ইউনিভার্সিটি অব হাউজটনের অধ্যাপক জেফ্রি রিমার জানিয়েছেন, মিনারেল জমে শক্ত হয়ে আমাদের কিডনিতে জমে যায়। একেই আমরা কিডনির পাথর বলে থাকি। উচ্চরক্তচাপ, ডায়াবিটিস, ওবেসিটি থেকে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বাড়ে। যে কোনও লেবুর রস এই জমাট বাঁধা ক্যালসিয়াম গলিয়ে দিতে সাহায্য করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩৮ ও ৩৯তম বিসিএসের পরীক্ষার দিন নির্ধারণ

ন্যাশনাল ডেস্ক: ৩৮তম ও ৩৯তম বিসিএসের পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার সকালে পিএসসির বিশেষ বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত।

সিদ্ধান্ত অনুযায়ী ৩ আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ও ৮ আগস্ট ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে।

পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বলেন, ‘৩৮তম ও ৩৯তম বিসিএসের পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। আমরা ৩ আগস্ট ৩৯তম বিসিএসের পরীক্ষা নেব ও ৮ আগস্ট ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। ৮ থেকে ১৩ আগস্ট এই বিসিএসের কম্পোলসারি বিষয়ের পরীক্ষা হবে। এ ছাড়া সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। পাশাপাশি ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের জন্য আমরা কাজ করছি।’ তবে কবে এই ফল প্রকাশ করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

৩৯তম বিসিএস চিকিৎসক নিয়োগের জন্য বিশেষ বিসিএস। পিএসসি সূত্র জানায়, ৩৯তম বিশেষ বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হয় গত ১০ এপ্রিল, শেষ হয় ৩০ এপ্রিল।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নেসারউদ্দিন (ক্যাডার) প্রথম আলোকে বলেন, মোট ৩৯ হাজার ৯৫৪ জন প্রার্থী আবেদন করেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ৩৯তম বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে। সব মিলে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নেওয়া হবে এই বিসিএসে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারিতে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। এতে ২০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এই বিসিএসে লিখিত পরীক্ষা হবে না। এ ছাড়া ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।

মেডিকেল সায়েন্স বা ডেন্টাল সায়েন্স বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এ ছাড়া বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে মোট ২০০ নম্বরের দুই ঘণ্টার লিখিত পরীক্ষা হবে। প্রতি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে শূন্য দশমিক ৫০ নম্বর। লিখিত পরীক্ষায় পাস নম্বর পিএসসি নির্ধারণ করবে। মৌখিক পরীক্ষার পাস নম্বর ধরা হয়েছে ৫০। লিখিত পরীক্ষা শুধু ঢাকায় হবে।

এদিকে গত ২৮ ফেব্রুয়ারি ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে ১৬ হাজার ২৮৬ জন উত্তীর্ণ হন। তাঁরা এখন লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

গত বছরের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এ ফল প্রকাশ করা হয়। বিসিএসের আবেদনের ক্ষেত্রে ৩৮তম বিসিএসে রেকর্ড সৃষ্টি হয়। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন। এর আগে ৩৭তম বিসিএসে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী।

পিএসসি সূত্র জানায়, ৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে। পিএসসি সূত্রে জানা গেছে, প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest