সর্বশেষ সংবাদ-
ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাতালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছায় উদ্ধারসাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাসাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময়৯০ দশক ছাত্রদল প্লাটফর্ম এর সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটি গঠনসাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান চেয়ারম্যান আলিমের

মাত্র ৪ দিনে ওজন কমানোর আশ্চর্যজনক পানীয়!

স্বাস্থ্য ডেস্ক: স্বাস্থ্য আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। আমরা জানি, আমাদের ব্যস্ত জীবনে অনেক সময় ডায়েট মেনে চলা সম্ভব হয় না। আমরা আমাদের নিত্যদিনের খাবার খুব কমই শিডিউল অনুযায়ী খেয়ে থাকি। যার ফলে আমাদের শরীরে চর্বি ও ক্যালোরি জমে এবং শরীরের স্থূলতা বৃদ্ধি পায়।

স্থূলতা বা অতিরিক্ত ওজনের ফলে কোলেস্টেরল এর সমস্যা, উচ্চ রক্তচাপ এবং হার্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। যাইহোক, নিজের শরীরের বাড়তি ওজন কমাতে কিছু মজাদার পানীয় খেয়ে দেখতে পারেন। এতে আপনি অবশ্যই উপকৃত হবেন। নীচে ঐ সকল পানীয়ের প্রস্তুতি বর্ণনা করা হল-

১. আদা ও শসার পানীয়:

# উপকরণ:

১. ৮ গ্লাস পানি
২. আদা থেত করা ১ চামচ
৩. ১টি তাজা শসা
৪. মাঝারি আকারের একটি লেবু
৫. ১২টি পুদিনা পাতা

# প্রস্তুতকরণ:

শসার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরায় কেটে নিন। এবার লেবুকেও টুকরা করে কেটে রাখুন। এবার, পানি ও পাতার সাথে সকল উপকরণকে একসাথে মিশিয়ে রাতভর রেখে দিন। সকালে এর সাথে অল্প পরিমাণে পানি মিশিয়ে পান করুন। এভাবে চারদিন পর্যন্ত এই পানীয় পান করুন।

# উপকারিতা:

এই পানীয় পান করার ফলে আপনার শরীর থেকে অবাঞ্ছিত বিষক্রিয়াজনিত ব্যথা দূর করে। অনিদ্রা দূর করে, হজম উন্নত করে এবং কর্মশক্তি বৃদ্ধি করে। এছাড়াও, সারাদিন আপনাকে রিফ্রেশ রাখতে সাহায্য করে।

২. দারুচিনি এবং মধুর পানীয়:

# উপকরণ:

১. এক গ্লাস পানি
২. এক চা চামচ মধু
৩. আধা চামচ দারুচিনি গুঁড়া
৪. তাজা লেবু

# প্রস্তুতকরণ:

এক গ্লাস পানিতে মধু ও দারুচিনি যোগ করুন। পানি যেন গরম বা ঠাণ্ডা না হয়। স্বাভাবিক তাপমাত্রার পানি নিয়ে তাতে মধু ও দারুচিনি মিশিয়ে নিন। গরম পানিতে মেশালে এর পুষ্টি উপাদান হারিয়ে যাবে। এরপর লেবুর রস মিশিয়ে নিন।

# উপকারিতা:

প্রতিদিন সকালে খালি পেটে এই পানীয়টি পান করতে হবে। এই পানীয় শরীরের ফ্যাট বার্ন প্রক্রিয়া ত্বরান্বিত করে। এতে সারাদিন ক্ষতিকর চর্বি শরীরে জমা হতে পারে না।

৩. তাজা উদ্ভিজ্জ রস:

# উপকরণ:

১. টমেটো
২. গাজর
৩. বীট-পালং
৪. আদা

# প্রস্তুতকরণ:

সবগুল সবজি একত্রে নিয়ে ব্লেন্ড করুন। আপনি আপনার পছন্দমত সবজিও ব্যবহার করতে পারেন। তবে লক্ষ্য রাখবেন, সবজিতে যেন বেশি ক্যালোরি না থাকে। এরপর এতে আদা মিশিয়ে নিন। ভাল ফলাফলের জন্য এই পানীয়টি প্রতিদিন পান করুন।

# উপকারিতা:

এই গতিশীল উদ্ভিজ্জ রস ওজন কমানোর জন্য একটি উদ্দীপক হিসেবে কাজ করে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি এবং ডায়েটারি ফাইবার আপনার শরীরের সরবরাহ করবে।

আপনার অবশ্যই মনে রাখা উচিৎ, এই পানীয় মাত্র চারদিনেই আপনার চর্বি কমাবে শুধুমাত্র তখনই, যখন আপনি একটি স্বাস্থ্যকর ডায়েট পালন করবেন। আপনার শরীরকে সক্রিয় রাখলে এবং খাদ্য তালিকা সঠিক রাখলেই আপনি আপনার শরীরের ওজনের পার্থক্য লক্ষ্য করতে পারবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২৫ ঘণ্টায় একদিন!

বিজ্ঞান ও প্রযুক্তি: আমাদের সবারই জানা ২৪ ঘণ্টায় ১ দিন। যদি এমন হয় ২৫ ঘণ্টায় ১ দিন। বিষয়টি আপনার আমার জন্য বিস্ময়ের কারণ হলেও সত্যিই আগামী দিনগুলোতে এমনটা হতে চলেছে।

বাড়ছে দিনের মাপ! আর ২৪ ঘণ্টায় নয়, ১ দিন হবে ২৫ ঘণ্টায়। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। খবর ইয়াহু নিউজ। মাঝে মাঝে আমরা বলে ফেলি দিন কেন এত ছোট।
তাদের জন্য এমন সংবাদ নিশ্চিয় সুখকর। অনেকেই সংসার, অফিস, বন্ধুবান্ধব- সব কাজ করে নিজের জন্য আর হাতে সময় থাকে না। কখনও তো সারাদিনে পুরোটা কাজ শেষ করা সম্ভব হয় না। কিন্তু ভবিষ্যতে তার কিছুটা সমাধান হয়তো মিলতে চলেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কলাম্বিয়া ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব উইসকনসিন ম্যাডিসন’র গবেষকরা এমন তথ্য জানিয়েছেন। গবেষকরা বলছেন, ১০০ কোটি বছর আগে পৃথিবীতে দিনের মাপ ছিল ১৮ ঘণ্টা। ক্রমে সেই মাপ বেড়ে পৌঁছেছে ২৪ ঘণ্টায়। আর আগামীতে হতে চলেছে ২৫ ঘণ্টায়। ভূবিজ্ঞানীরা মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় এই বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে এমন সিদ্ধান্তে পৌঁছেছেন। ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসে প্রকাশিত হওয়া মাত্রই সারা বিশ্বে চাঞ্চল্য ফেলে দিয়েছে এই গবেষণা।

এ নিয়ে ইউনিভার্সিটি অব উইসকনসিন ম্যাডিসন’র ভূবিজ্ঞানের অধ্যাপক স্টিফেন মেয়ার্স বলেন, সময় যতই গড়াচ্ছে চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। তাতেই প্রভাবিত হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি। নিজের চারদিকে একবার ঘুরতে বেশি সময় নিচ্ছে পৃথিবী। যার ফলে দিন আরও লম্বা হয়ে যাচ্ছে। তিনি বলেন, ভবিষ্যতে ২৫ ঘণ্টাতেই ১ দিন হতে চলেছে। বাড়ছে পৃথিবী ও চাঁদের দূরত্ব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশি ডলি টরন্টো জয় করলেন

ভিন্ন স্বাদের সংবাদ: বাংলাদেশি মেয়ে ডলি বেগম ওন্টারিও প্রদেশের টরন্টো এলাকার একটি আসন থেকে এমপিপি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৭ জুন) এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

ডলি প্রগ্রেসিভ কনসারভেটিভ পার্টির গ্রে এলিয়েসকে ৫ হাজার ভোটের ব্যবধানে হারান। তার প্রাপ্ত ভোট ১৫৫৪৩। নির্বাচনে তার এই জয়কে স্থানীয় অনেকে দেখছেন বাংলাদেশি মেয়ের টরন্টো বিজয় হিসেবে।

ইতোপূর্বে কোনো বাঙালি টরন্টো, এমনকি কানাডার কোনো নির্বাচনে জিততে পারেননি। ডলি বেগম প্রথমবারের মতো প্রভিন্সিয়াল পার্লামেন্ট নির্বাচনে জিতে শুধু কানাডায় নয় সারা বিশ্বের বাঙালিদের জন্য ইতিহাস সৃষ্টি করেছেন।

ডলির জন্ম বাংলাদেশের মৌলভিবাজার জেলায়। ১১ বছর বয়সে বাবা-মায়ের সাথে তিনি কানাডায় যান। সাথে ছিল ছোট ভাই। অল্প বয়সে কানাডায় এসে ডলি মুখোমুখি হন কঠিন বাস্তবতার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবা পতিত হন মারাত্মক এক সড়ক দুর্ঘটনায়। তার বাবাকে হাসপাতালে কাটাতে হয় অনেক বছর।

পিতার স্বপ্ন পূরণ করেছেন ডলি। ২০১২ সালে তিনি টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। আর ২০১৫ সালে উন্নয়ন প্রশাসনে মাস্টার্স করেন টরন্টো ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে। পড়ালেখা শেষ করার পর সিটি অব টরন্টোতে প্রায় দশ মাস কাজ করেন। গত এপ্রিল পর্যন্ত রিচার্স এনালিস্ট হিসেবে কাজ করেছেন দ্য সোসাইটি অব এনার্জি প্রফেশনাল্স এ।

ডলি নির্বাচনে দাঁড়ানোর পর কানাডায় বসবাসরত বাঙালিদের অকুণ্ঠ সমর্থন পান। তাকে নিয়ে কবিতা লিখেছেন হোসেইন সুমন নামক কানাডা প্রবাসী এক বাঙালি।

ভোটারদের উদ্দেশ্য করে ডলি বলেন, ‘আমি আপনাদেরই একজন, আপনাদেরই মতো জীবনযুদ্ধের প্রতি পদে হাজারো বাধাবিপত্তি আর অসাম্যের হয়ে লড়াই করা একজন। তাই আমি নির্বাচিত হওয়া হবে আমাদের মতো হাজারো মানুষের নিজেদের বিজয়।’

ডলির বিজয়ে আনন্দিত কানাডা প্রবাসী বাঙালিরা। তার দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সমর্থকরা। সাথে সারা বিশ্বের বাঙালিরাও। প্রথমবারের মতো কোনো বাঙালি কানাডার একটি প্রাদেশিক পরিষদের নির্বাচনে মেম্বার অব প্রভিন্সিয়াল পার্লামেন্ট নির্বাচিত হওয়া রূপক অর্থে টরন্টো বিজয়ই বলা যায়। সূত্র : নতুন দেশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ব্রাজিল!

খেলার খবর: ২০১৮ ফুটবল বিশ্বকাপ এবার অনুষ্ঠিত হচ্ছে রাশিয়ায়। ১৪ জুন থেকে ১৫ জুলাইয়ের এই আসরে অংশ নেবে ৩২টি দেশ। ১৯৩০ সালে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপের এটি ২১তম আসর। স্বাগতিক রাশিয়া ছাড়াও এতে অংশ নেবে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানির মতো ফুটবলের বড় দলগুলো।

তবে এবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল বনাম স্পেন। আর স্পেনকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপ জিতবে ব্রাজিল। এমনই একটি সমীক্ষা প্রকাশ করেছে আমেরিকার একটি সংস্থা। অবশ্য ব্যাপারটাকে সমীক্ষা বললে ভুলই হবে। অনেক গবেষণা ও পরীক্ষার পরই তারা এমন একটা ভবিষ্যদ্বাণী করেছে।

আমেরিকার সেই সংস্থাটির নাম গ্রেসনোট। আর তারা রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটা দলের শক্তি দুর্বলতা নিয়ে পরীক্ষা চালিয়েছে।

এই পরীক্ষার ক্ষেত্রে তারা যে প্রযুক্তি ব্যবহার করেছে তার নাম ইলো সিস্টেম। এই প্রযুক্তিতে সাধারণত দাবা বা ওই জাতীয় খেলার সঙ্গে যুক্ত খেলোয়াড়ের স্কিল টেস্ট হয়। হালফিলে অবশ্য আমেরিকার বেসবল ফুটবল দলগুলোর স্কিল টেস্টের ক্ষেত্রেও এই ইলো সিস্টেম ব্যবহার করা হয়।

গ্রেসনোট সংস্থাটির হয়ে এই গবেষণার দায়িত্বে থাকা সাইমন গ্লিভ দাবি করেছেন, অন্য দলগুলোর থেকে ব্রাজিলের এবার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২১ শতাংশ বেশি। প্রতিটা দলের স্কিল হিসাবে ব্রাজিলকে গ্রসনোট একশোর মধ্যে ৯০ নম্বর দিয়েছে। আর স্পেনকে ৭৬। একইসঙ্গে জার্মানিকে তারা দিয়েছে ৭৯। আর্জেন্টিনা ৮২। উরুগুয়ে ও কলম্বিয়াকে ৭৭ নম্বর দিয়েছে তারা।

জার্মানি বা আর্জেন্টিনার দলগুলো নম্বরের দিক থেকে স্পেনের চেয়ে বেশি পেলেও গ্রেসনোট তাদের ফাইনালিস্ট বলে ধরছে না। তাদের যুক্তি, বিশ্বকাপ জিততে যে এক্স ফ্যাক্টর প্রয়োজন সেটা এবারের স্পেন দলে অনেক বেশি রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুবলী আউট অপু ইন

বুবলী আউট অপু ইন

কর্তৃক Daily Satkhira

বিনোদন ডেস্ক: আসছে ঈদে মুক্তির তালিকায় ছিলো শাকিব খান ও বুবলী অভিনীত ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ও ‘সুপার হিরো’ চলচ্চিত্র দুইটি। কিন্তু হুট করেই মুক্তির মিছিল থেকে সরে গেলো চলতি বছরের আলোচিত ছবি ‘সুপার হিরো’। অন্যদিকে ঈদে মুক্তির মিছিলে যুক্ত হলো শাকিব খান ও অপু বিশ্বাস জুটির ছবি ‘পাংকু জামাই’।

সুপার হিরো ছবিটি পরিচালনা করেছেন কিস্তিমাৎ খ্যাত নির্মাতা আশিকুর রহমান। ‘সুপার হিরো’ থ্রিলারধর্মী ছবিটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। জানা গেছে ‘সুপার হিরো’ ছবির অধিকাংশ শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায় কিন্তু বিদেশে শুটিং করার জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতি নেয়নি ছবির প্রযোজনা সংস্থা। বিষয়টি স্বীকার করে প্রযোজক তাপসী ফারুক সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ে ক্ষমা প্রার্থনা করে চিঠি দিয়েছিলেন। মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করবে বলে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) শাহিন আরা বেগম। যদিও এখনো মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানা যায়নি।

অন্যদিকে ঈদে মুক্তির প্রস্তুতি নিচ্ছে শাকিব-অপু জুটির ‘পাংকু জামাই’। সোমবার (৪ জুন) ছবিটি সেন্সরের ছাড়পত্র পেয়েছে। হয়েছে প্রশংসিত। ‘পাংকু জামাই’ ছবিটির শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালের জানুয়ারিতে। ওই সময় টানা শুটিংয়ে ছবির বেশিরভাগ কাজও সম্পূর্ণ হয়েছিল। এরপর হঠাৎ অপু বিশ্বাস পর্দার অন্তরালে চলে যাওয়ায় থেমে ছিল ছবির কাজ, শাকিবও ব্যস্ত ছিলেন অন্য ছবির শুটিংয়ে। প্রায় আট মাস নিরুদ্দেশ থাকার পর আড়াল ভেঙে গেল বছর ফিরে আসলে গত ৭ অক্টোবর ফের এই ছবির শুটিং করেন অপু। এফডিসি ও পূবাইলে তিনদিন শুটিং করে অপু তার অংশের কাজ শেষ করেন।

ছবিটি মুক্তি নিয়ে ছবির প্রজোযক মোজাম্মেল সরকার জানান, ‘শাকিব-অপু জুটি দীর্ঘ পর্দায় অনুপস্থিত। সেজন্য দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে ‘পাঙ্কু জামাই’ ঈদের সময় মুক্তি দেওয়ার চিন্তা করা হয়েছে। কারণ সিনেমাটি মুক্তির এটিই ভালো সময় মনে করেছি।’

রোমান্টিক কমেডি গল্পের এই ছবিতে শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পুষ্পিতা পপি, এটিএম শামসুজ্জামান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সারা জীবন কংগ্রেসের নুন খেয়ে শেষ বয়সে বিজেপির গুণগান

আন্তর্জাতিক ডেস্ক: প্রণব মুখার্জি। কংগ্রেসের নীতিনির্ধারক ও ভারতের সাবেক রাষ্ট্রপতি। মাত্র কয়েক ঘণ্টার নোটিশে ভারতের ৫৪৩ লোকসভা কেন্দ্রে দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ সেরে ফেলতে পারতেন তিনি।

এ রকমই রাজনৈতিক ক্ষমতা ছিল তার। অথচ বুধবার কানপুরে ২৪ ঘণ্টা কাটানোর পরও কোনো নেতা কর্মী কংগ্রেস রাজনীতির এ প্রাণপুরুষের সঙ্গে সাক্ষাৎ করেননি। একমাত্র কারণ হলো বিজেপি ঘনিষ্টতা। রাজনৈতিক জীবনের শুরু থেকেই বিজেপির বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

সারা জীবন কংগ্রেসের নুন খেয়েছেন। আর আজ শেষ বয়সে সেই প্রণবের মুখে বিজেপির গুণগান। বৃহস্পতিবার বিজেপির মিত্রগোষ্ঠী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রতিষ্ঠাতা প্রয়াত কেবি হেগদেওয়ারকে ‘ভারতের শ্রেষ্ঠ সন্তান’ বলে প্রশংসায় ভাসিয়েছেন প্রণব মুখার্জি। আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়া।

আলোচনা-সমালোচনার পর অবশেষে বৃহস্পতিবার বিকালে আরএসএস সদর দফতরে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এক উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেন। যদিও তার আরএসএস দফতরে যাওয়াকে কখনোই মেনে নিতে পারেনি কংগ্রেস। কংগ্রেস আর তার পরিবারের আপত্তি সত্ত্বেও তিনি শেষ অবধি এ অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন।

প্রণবের এমন ব্যবহারে বেশ ক্ষুব্ধ হয়েছেন কংগ্রেসের সাবেক নেত্রী সোনিয়া গান্ধী। সম্মান বজায় রেখে এক টুইট বার্তায় তিনি বলেন, প্রণব দার কাছে আমি এমনটা প্রত্যাশা করিনি। আরএসএস সভায় যোগ দেয়ার নিন্দা জানিয়ে সোনিয়া দলের নেতাকর্মীদের প্রণবের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহ্বান জানান।

বুধবার নাগপুর বিমানবন্দরে প্রণবকে স্বাগত জানান আরএসএস নেতা মোহন ভাগবত। বৃহস্পতিবার আরএসএস প্রতিষ্ঠাতা কেবি হেগদেওয়ার মোমোরিয়াল কমপ্লেক্স এলাকা পরিদর্শন করেন প্রণব।

সেখানকার পরিদর্শক বুকে তিনি লিখে আসেন- ‘প্রতিষ্ঠাতা (হেগদেওয়ার) ভারত মাতার এক শ্রেষ্ঠ সন্তান। ভারতের শ্রেষ্ঠ এ সন্তানকে শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি।’ হেগদেওয়ারের মোমোরিয়াল পরিদর্শনের আগে তার বাসভবনে যান প্রণব।

সেখানে থেকে মধুকর ভবনে পৌঁছান সাবেক রাষ্ট্রপতি। সেখানে প্রণববাবুর জন্য চা-চক্র আয়োজিত হয়। চা-চক্রের ফাঁকে সঙ্ঘের শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রণবকে আলাপ করিয়ে দেন সংঘপ্রধান মোহন ভাগবত।

মধুকর ভবনে থেকে হেগদেওয়ার স্মারকে যান প্রণব। সেখান থেকে সরাসরি রেশিম বাগ ময়দানে অনুষ্ঠানমঞ্চে আসেন তিনি। তার সঙ্গে মঞ্চে ছিলেন মোহন ভাগবতসহ সঙ্ঘের আরও কয়েকজন শীর্ষ নেতা। প্রথা ভেঙে অনুষ্ঠানে প্রণবের আগেই ভাষণ দেন মোহন।

বেশ কিছুদিন ধরে প্রণব মুখার্জি আরএসএসের আমন্ত্রণ স্বীকার করার পর থেকে রাজনৈতিক মহলে বিরাট আলোড়নের সৃষ্টি হয়েছে। আরএসএসের প্রশিক্ষণরত সহস্রাধিক স্বেচ্ছাসেবকের উদ্দেশে বার্ষিক এ সভার আয়োজন করা হয়েছে।

কংগ্রেস নেতা শর্মিষ্ঠা মুখার্জি জানিয়েছেন, আরএসএসের পক্ষ থেকে প্রণব মুখার্জি বক্তব্য রাখবেন- এমন আশা আরএসএসও করে না, এটাকে তিনি বিজেপির একটা ঘৃণ্য চাল বলেই অভিহিত করেছেন।

শ্রীমতি মুখার্জি টুইট করে বলেন, ‘ভাষণটা সবাই ভুলে যাবে, সবার মনে থেকে যাবে ছবিটা।’ তার মতে, নাগপুরে গিয়ে প্রণব মুখার্জি কী বক্তব্য রাখলেন, সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, আরএসএসের সভায় প্রণব অংশগ্রহণ করেছেন, সেটাই বড় বিষয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করের আওতায় আসছে গুগল, ফেসবুক ও ইউটিউব

ন্যাশনাল ডেস্ক: জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রস্তাব করেছেন। ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ’ প্রত্যয়ে নিয়ে এবার ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। আর এবারের বাজেটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ভিডিও আদান-প্রদানের ওয়েবসাইট ইউটিউব এবং সর্ববৃহৎ অনুসন্ধান ইঞ্জিন গুগল করের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে এ প্রতিষ্ঠানগুলোকে আয়ের ৩৫ শতাংশ উৎস কর দিতে হবে।

আজ বাজেট অধিবেশনে বলা হয় ‘ভার্চুয়াল ও ডিজিটাল খাত যেমন- ফেসবুক, গুগল, ইউটিউব ইত্যাদির বাংলাদেশে অর্জিত আয়ের উপর করারোপণের জন্য আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে প্রয়োজনীয় আইনী বিধান সংযোজনের প্রস্তাব করা হলো।’

বাজেট প্রস্তাবে বলা হয়েছে, ভার্চুয়াল ও ডিজিটাল লেনদেনের মাধ্যমে অনেক বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশে প্রচুর আয় করছে, কিন্তু তাদের কাছ থেকে আমরা তেমন একটা কর পাচ্ছি না। ভার্চুয়াল ও ডিজিটাল লেনদেনের বিষয়টি তুলনামূলক নতুন বিধায় এসব লেনদেনকে করের আওতায় আনার মতো পর্যাপ্ত বিধান এতদিন আমাদের কর আইনে ছিল না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বরেকর্ড গড়ে আফ্রিদি-ক্যালিসের পাশে সাকিব

খেলার খবর: আফগানিস্তানের বিপক্ষে খুব বাজে একটা সিরিজ যাচ্ছে সাকিব আল হাসানের। ব্যাট হাতে চরম ব্যর্থ। বল হাতেও আলো ছড়াতে পারেননি। চরম সমালোচিত হয়েছেন অধিনায়ক হিসেবেও। ইতিমধ্যেই সিরিজ হেরে আজ বৃহস্পতিবার হোয়াইটওয়াশ এড়ানোর জন্য লড়ছে তার দল। এমন ম্যাচেই এক উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এক বিরল রেকর্ড অর্জন করলেন বিশ্বসেরা অল-রাউন্ডার।

চতুর্থ ওভারে এসে নিজের প্রথম উইকেট পেলেন সাকিব আল হাসান। সেটা তাকে নিয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচশ উইকেটের মাইলফলকে। সাকিবকে লং অন দিয়ে উড়াতে চেয়েছিলেন নাজিবুল্লাহ জাদরান। বাঁহাতি ব্যাটসম্যান সীমানা পার করতে পারেননি। লং অনে উড়তে থাকা বলটিকে তালুবন্দি করেন মাহমুদ উল্লাহ।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অল-রাউন্ডার জ্যাক ক্যালিস ও পাকিস্তানি অল-রাউন্ডার শহিদ আফ্রিদির পর তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব। তবে ক্যালিস ও আফ্রিদির চেয়ে অনেক কম ম্যাচ লেগেছে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের। এমন রেকর্ড গড়ার ম্যাচে নিশ্চয়ই দলকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতে দেবেন না বিশ্বসেরা অল-রাউন্ডার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest