কলারোয়া ডেস্ক : কলারোয়া আনন্দ মিছিল-সমাবেশ করেছে যুবলীগ। সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান জামিনে মুক্তি পাওয়ায় ওই আনন্দ মিছিল বের হয়।
২৬ এপ্রিল বৃহষ্পতিবার বিকেলে মিছিলটি কলারোয়া পৌরসদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রুপালী ব্যাংকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্যে উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা বলেন- ‘২৬ মার্চ সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক মান্নান ভাইয়ের নামে একটি কুচক্রী মহল মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেই খ্যান্ত হননি, মান্নান ভাই যাতে দ্রুত কারাগার থেকে জামিনে মুক্তি না পান সেজন্য জোর চেষ্টা চালিয়ে গিয়েছেন। তবে সত্যের জয় অবশ্যই আছে।’ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বন্ধ হয়ে গেল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
বন্ধ হয়ে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। পরিবর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্ধারিত সময়ে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অর্থাৎ অস্ট্রেলিয়ায় ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে পূর্ব নির্ধারিত সূচিতেই। পরবর্তী বছরও হবে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর থেকে দুই বছর পরপর হবে এই প্রতিযোগিতা। বৃহস্পতিবার কলকাতায় আইসিসির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
জগমোহন ডালমিয়ার হাতে চালু চ্যাম্পিয়নস ট্রফিকে বাঁচিয়ে রাখতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-বিসিসিআই কর্মকর্তারা। অপরদিকে ৫০ ওভারের বদলে ২০ ওভারের ক্রিকেট চালু করতে বারবার প্রস্তাব দিচ্ছিল আইসিসি।
বৃহস্পতিবার চার দিনের বৈঠক শেষে আইসিসির পক্ষ জানানো হয়েছে, চ্যাম্পিয়নস ট্রফি চূড়ান্তভাবে বন্ধের সিদ্ধান্ত হয়েছে। ফলে ২০২১ সালে ভারতে যে টুর্নামেন্ট হওয়ার কথা ছিল তা আর হচ্ছে না। পরিবর্তে সেখানে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে পূর্ব নির্ধারিত সূচি মেনেই। অর্থাৎ ২০২০ ও ২১ সালে পর পর দু’বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২৩ সালে।
ক্রিকেটকে জনপ্রিয় করার লক্ষ্যে টি-টোয়েন্টিতে আস্থা রাখার কথা জানায় আইসিসি। ফলে বাড়ানো হচ্ছে টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা।
সবশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে শেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। তারাই এখন এই টুর্নামেন্টের ইতিহাসে সবশেষ চ্যাম্পিয়ন হয়ে থাকল।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টার্গেট নিয়ে এগিয়ে গেলে সফলকাম হওয়া যাবে- পুলিশ সুপার সাজ্জাদুর রহমান

নিজস্ব প্রতিবেদক: মাদক, ইভটিজিং, বাল্যবিবাহকে লাল কার্ড এবং সত্যবাদিতা, মানবতা ও দেশ প্রেমকে সবুজ কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শেখ নুরুল হকের সভাপতিত্বে শিক্ষার্থীদের শপথ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান। এসময় তিনি বলেন, ‘মেয়েরা যদি প্রতিজ্ঞা করে স্লোগান দেয় যে তারা কোন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে বিয়ে করবে না বলে তাহলে দ্রুত মাদক সমাজ থেকে হারিয়ে যাবে। রুটিন মাফিক না চললে যেমন জীবন চলেনা তেমনি টার্গেট না নিয়ে এগিয়ে গেলে সফলকাম হওয়া যাবেনা। তাই নিজেরা সচেতন হতে হবে। অন্যদের সচেতন করতে হবে এবং প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ^াস সুদেব কুমার, অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জী, আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি, ৭১ টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি বরুণ ব্যাণার্জী, সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আমিনুর রহমান উল্লাস, আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আল-আমিন প্রমুখ। এসময় আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বিভিন্ন প্রশ্ন করেন অতিথিবৃন্দের কাছে। অনুষ্ঠানে ছেলেদের ২১ ও মেয়েদের ১৮ বছর পূর্বে বিবাহ বন্ধনে না হতে, শিক্ষার্থীদের সকল প্রকার মাদক সেবন না করার ও সব সময় সত্য কথা বলার শপথ পাঠ করান প্রধান অতিথি সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান এবং শিক্ষার্থীদের হাতে রুটিন কার্ড তুলে দেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ সংসদে অযোগ্য
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে সংসদে অযোগ্য ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। এর সঙ্গে, সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠানের তার কাজ করার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে এখবর জানা গেছে।
নির্বাচনে নমিনেশন পাওয়ার কাগজপত্রে বৈদেশিক চাকরি ও বেতনের পূর্ণাঙ্গ বিবরণ না দেয়ায় খাজা আসিফের বিরুদ্ধে আদালতে পিটিশন দেয় ইমরান খানের তৈহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি। পিটিআই এর নেতা ওসমান ধরের দাখিলকৃত অভিযোগটি এ মাসের শুরুতে আমলে নেয় দেশটির সর্বোচ্চ আদালত।
তবে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ওই আন্তর্জাতিক প্রতিষ্ঠানটিতে পূর্ণকালীন কাজ করতেন না, প্রতিষ্ঠানটির প্রেরিত এমন একটি চিঠি আদালতে দাখিল করেন খাজা আসিফ।
উল্লেখ্য,  ১৯৪৯ সালে জন্ম নেয়া এ রাজনীতিবিদ ১৯৯১ সালের পর নির্বাচনে শিয়ালকোট আসন থেকে টানা পাশ করে আসছেন। গতবছর তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। হিন্দুস্তান টাইমস।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্লাড ক্যান্সার আক্রান্ত শিশু শাকিলকে সবার সহযোগিতাই বাঁচাতে পারে

তালা প্রতিনিধি: সকলের ভালবাসা আর একটু আর্থিক সহযোগীতা পেলে হয়তো বেঁচে যাবে তালার হরিশ্চন্দ্রকাঠি গ্রামের ছোট্ট শিশু শাকিল মোল্যা (৬)। হতদরিদ্র ও ভূমিহীন পরিবারের সন্তান শাকিল মোল্যা দূরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। অর্থের অভাবে বিনা চিকিৎসায় সে দিন দিন মৃত্যুর দিকে ধাপিত হচ্ছে! কিন্তু অসহায় পিতা-মাতা একমাত্র পুত্র সন্তানের মৃত্যু যাত্রা চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করতে পারছেনা! সম্প্রতি বিভিন্ন গনমাধ্যমে শিশু শাকিল মোল্যার চিকিৎসা সহায়তা করার জন্য হতভাগ্য পিতা-মাতার করুন আকুতির সংবাদ প্রকাশিত হলে সমাজের দানশীল ও দয়াবান বহু মানুষ তাকে আর্থিক সহায়তা করেছেন। কিন্তুচিকিৎসা প্রয়োজনীয় খরজ এখনও যোগাড় হয়নি। যে কারনে অসহায় পিতা-মাতা আবারও সমাজের দানশীল ব্যক্তিদের শরনাপন্ন হয়েছেন।
শাকিল মোল্যার হতভাগ্য পিতা সাহিদ মোল্যা জানান, তার একমাত্র পুত্র শাকিল বিগত ২মাস আগ থেকে অধিক অসুস্থ্য হতে থাকে। সে সময় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ একটি ক্লিনিকে চিকিৎসা করানোকালে পরীক্ষা-নিরীক্ষা করলে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। এঘটনার পর শাকিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মহাখালী ক্যান্সার হাসপাতাল থেকে চিকিৎসা করানো হয়। শাকিল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধিন চিকিৎসারত থাকলেও তার সুস্থ্যতা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারন, তার পরিপূর্ন সুস্থ্য হতে প্রায় ৬ লক্ষ টাকা দরকার। কিন্তু দরিদ্র পিতা-মাতার পক্ষে এতো টাকা যোগাড় করা সম্ভব না। ফলে বিনা চিকিৎসায় দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে ফুটফুটে সন্তানটি! অথচ কলিজার টুকরো শাকিল মোল্যার মৃত্যু দেখতে চাইনা হতভাগ্য পিতা, মাতা সহ পরম ভালবাসার ৩টি বোন। এজন্য তারা সমাজের দয়াবান ও দানশীল ব্যক্তিদের নিকট সাহায্য এবং সহযোগীতা কামনা করেছেন।
এব্যপারে সংশ্লিষ্ঠ খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম. আজিজুর রহমান জানান, ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু শাকিল মোল্যার পিতা-মাতা হতদরিদ্র, ভূমিহীন এবং দিনমজুর কৃষক। যে কারনে শাকিলকে চিকিৎসা করানোর জন্য ইতোমধ্যে তার পিতা সাহিদ মোল্যা ভিটি বাড়ির জমি বিক্রি করে এখন পরিবার নিয়ে অন্যের বাড়িতে বসবাস করছে। এছাড়া তাকে ব্যপক ঋনগ্রস্থও হতে হয়েছে। তিনি জানান, ফুটফুটে শিশু শাকিলকে চিকিৎসার জন্য স্থানীয়ভাবে সাহায্য সহযোগীতা করা হয়েছে। কিন্তু প্রয়োজনের তুলনায় তা খুবই কম। এজন্য তিনি সমাজের দানশীল ব্যক্তিদের সহযোগীতা কামনা করেছেন। এতে নিষ্পাপ শিশু শাকিল মোল্যা সুস্থ্য হয়ে পিতা-মাতার কোলে ফিরে আসবে বলে সকলের বিশ্বাস। শাকিল মোল্যাকে সাহায্য করতে তার পিতা সাহিদ মোল্যার ব্যবহৃত মোবাইল ফোন নং : ০১৯৮৮ ৭৭৭৫৭১ (বিকাশ একাউন্ট) এ’ যোগাযোগ করার জন্য সকলের নিকট বিনিত অনুরোধ জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘আসামি হওয়ায় পাসপোর্ট পাবেন না তারেক’

আসামি হওয়ায় দেশের আইন অনুযায়ী আবেদন করলেও লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন পাসপোর্ট পাবেন না বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজওয়ান। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বর্তমানে বাংলাদেশের কোনো পাসপোর্ট নেই। ফলে দেশে ফিরতে তাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পাসপোর্ট অধিদপ্তরের আগারগাঁও ডিআইপি সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি বলেন, তারেক রহমানের এখন কোনো পাসপোর্ট নেই। তার কাছে যে পাসপোর্ট ছিল সেটি ২০১৪ সালে উনি জমা দিয়েছেন। এর পর নতুন করে পাসপোর্টের জন্য আর কোনো আবেদন তিনি করেননি। পাসপোর্ট ছাড়াই তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন। তবে কীভাবে সেখানে অবস্থান করছেন সেটি যুক্তরাজ্যের সরকার জানেন।

আবেদন করলে তারেক পাসপোর্ট পাবেন কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন করে আবেদন করেছেন কিনা এ তথ্য আমার কাছে নেই। তবে আবেদন করলেও আইন অনুযায়ী তিনি নতুন পাসপোর্ট পাবেন না। আইনে রয়েছে, আবেদনকারী দরখাস্ত পেশের তারিখ থেকে আগের পাঁচ বছরের ভিতরে যেকোনো সময় বাংলাদেশের যেকোনো আদালত দ্বারা নৈতিক স্খলনজনিত কারণে সাজাপ্রাপ্ত অথবা ন্যূনতম দুই বছরের দণ্ডপ্রাপ্ত হলে তিনি পাসপোর্ট পাবেন না।

মহাপরিচালক আরও বলেন, তারেক রহমান ২০০৮ সালে বাংলাদেশ ত্যাগ করেন। তখন তার পাসপোর্ট ছিল হাতে লেখা, মেশিন রিডেবল পাসপোর্ট ছিল না। ২০১০ সালে মেয়াদ শেষ হওয়ার পর ২০১৪ সালে তিনি ওই পাসপোর্ট সারেন্ডার করেন। এখন নতুন পাসপোর্ট নিতে হলে তার ন্যাশনাল আইডি কার্ড লাগবে। ন্যাশনাল আইডি কার্ড তার নেই। এটি নিতে হলে অবশ্যই দেশে আসতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাজীপুর-খুলনা সিটি নির্বাচনে সেনাবাহিনী থাকছে না

আসন্ন খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে আগারাগাঁওস্থ নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে দুপুরে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ এ কথা জানান। বেলা ১১টায় নির্বাচন কমিশনের সাথে দুই সিটির মেয়র নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলাবাহিনীর সাথে বৈঠকে বসে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সচিব জানান, নির্বাচন অস্থিতিশীল হতে পারে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন গুজব না ছড়ায় সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

এছাড়াও প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থাকবে। আর এসব কিছুই তদারকি করবে বিভাগীয় সমন্বয় কমিটি। এসময় এসপি হারুন সম্পর্কে এক প্রশ্নের জবাবে সচিব জানান, প্রশাসনের কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কমিশন ব্যবস্থা নেবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তিনদিনের সফরে অস্ট্রেলিয়া পথে প্রধানমন্ত্রী

তিনদিনের সরকারি সফরে অস্ট্রেলিয়ার সিডনি পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিডনিতে অনুষ্ঠেয় গ্লোবাল সামিট অন ওমেন সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সিডনির উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। আগামীকাল শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর সিডনি পৌঁছানোর কথা রয়েছে।

এবারের সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক এবং কসোভোর সাবেক প্রেসিডেন্ট এ্যাতিফেত জাহজাগারকে মর্যাদাপূর্ণ গ্লোবাল ওমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ দেয়া হবে। বিশ্বব্যাপী নারী নেতাদের ব্যবসা এবং অর্থনৈতিক বিষয়াবলী-সংক্রান্ত এটি বাৎসরিক সম্মেলন। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সূত্রে জানা গেছে, শুক্রবার সিডনির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) তারা এই এওয়ার্ড গ্রহণ করবেন। শেখ হাসিনাকে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেয়া হচ্ছে।

সিডনিতে অবস্থানকালে তিনি অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সৌজন্য সাক্ষাৎ করবেন। অস্ট্রেলিয়া সফরকালে প্রধানমন্ত্রী ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং ২৮ এপ্রিল হোটেল সোফিটেলে একটি পাবলিক ফাংশনে যোগ দেবেন। আগামী ২৯ এপ্রিল দেশের উদ্দেশে অস্ট্রেলিয়া ত্যাগ করবেন তিনি। পরের দিন তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল, চিফ হুইপ আ স ম ফিরোজ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলম প্রমুখ। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest