সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে শহীদের স্মরণে দুঃস্থদের মাঝে জামায়াতের খাবার বিতরণদেবহাটায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে থানায় মামলাস্বৈরাচার ঠেকিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার এনসিপিরসাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় ভ্যান চালকের মৃত্যুকোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদেররাষ্ট্রপতির ক্ষমার আগে ভুক্তভোগী ও পরিবারের মতামত নেওয়ার প্রস্তাবতালায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিতভোমরায় জামায়াতের হুইল চেয়ার বিতরণসাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ইটাগাছা এলাকা পরির্দশনে সদর ইউএনও

শ্রদ্ধা-ভালবাসায় স্টিফেন হকিংয়ের শেষকৃত্য সম্পন্ন

ব্রিটিশ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের শেষকৃত্য অনুষ্ঠানে শনিবার ক্যামব্রিজের সড়কে শুভাকাঙ্ক্ষীদের ঢল নামে। প্রিয় বিজ্ঞানীর প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য তারা জড়ো হন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের চার্চের বাইরে। সেখানে হকিংয়ের কফিন পৌঁছানোর পর অভিবাদন জানাতে সবাই হাততালি দেন। চার্চে শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগে সাদা পদ্ম ও ‘পোলার স্টার’ খ্যাত সাদা গোলাপ ঢাকা কফিনটি নেওয়া হয় তার কর্মস্থল ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে।

৭৬ বছর বয়সী বিজ্ঞানীর শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সন্তান রবার্ট, লুসি ও টিমথি। এছাড়া নাট্যকার অ্যালান বেনিট, ব্যবসায়ী এলোন মুস্ক ও মডেল লিলি কোলেও এতে যোগ দেন। ২০১৪ সালে মুক্তি পাওয়া হকিংয়ের জীবনী নিয়ে নির্মিত ‘দ্য থিওরি অব এভরেথিং’ সিনেমায় প্রফেসর হকিংয়ের ভূমিকায় অভিনয়কারী এডি রেডমাইন অনুষ্ঠানে শোকবাক্য পাঠ করেন। তার স্ত্রীর ভূমিকায় অভিনয়কারী ফেলেসিটি জোনস এতে যোগ দেন।

হকিংয়ের এ ব্রিফ হিস্ট্রি অব টাইম থেকে নেওয়া কিছু উক্তি ও একটি কবিতা এবং মহাশূন্যে ধারণকৃত শব্দ অবলম্বনে বিশেষ তার জন্য একটি সংগীত রচনা করা হয়। অনুষ্ঠানে সেটিকে থিম-মিউজিক হিসেবে বাজানো হয়। হকিংয়ের বন্ধু ও নভোচারী রয়্যাল মার্টিন রিস অনুষ্ঠানে প্লেটোর ‘অ্যাপোলজি ফোরটি’ বইয়ের ‘দ্য ডেথ অব সক্রেটিস’ পাঠ করেন। সেখানে মৃত্যুর পরও জ্ঞানচর্চা অব্যাহত রাখার কথা বলা আছে।

এই মাসের শুরুত এক স্মৃতিচারণায় রিস বলেছিলেন, মোটর নিউরন রোগে আক্রান্ত হওয়ার পর জীবনের বেশিরভাগ সময়ই হুইল চেয়ারে আবদ্ধ থাকা হকিংয়ের সুউচ্চ বুদ্ধিমত্তা ও অধ্যাবসায় তাকে সাধারণ মানুষের সঙ্গে মনে জায়গা করে দিয়েছে।  তিনি বলেন, ‘কেন তিনি এমন ধ্রুব চিত্র হয়ে উঠলেন? কারণ মহাকাশ ঘুরে বেড়ানো একটি বন্দি মনের ধারণা মানুষের কল্পনাকে ধরতে পেরেছিল।’

বিজ্ঞানের অ্যাখ্যানে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। তার সবচেয়ে বিক্রিত বইয়ের মাধ্যমে বিশ্বের লাখ লাখ মানুষের মহাকাশ ধারণার দিগন্ত উন্মোচন করেছে। সব বাধা অতিক্রম করার এমন অদ্বিতীয় উদাহরণ বিশ্বের আরও অনেক মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছে। তিনি ছিলেন ইচ্ছাশক্তি ও সংকল্পের চমৎকার প্রকাশ।

স্টিফেন  হকিং কৃষ্ণ গহ্বর এবং আপেক্ষিকতা তত্ত্ব নিয়ে তার কাজের জন্য বিশ্বজুড়ে পরিচিত। বিরল ধারার মোটর নিউরনের সঙ্গে লড়তে থাকা স্টিফেন হকিং হয়ে উঠেছিলেন তার কালের সবচেয়ে পরিচিত আর সম্মানিত বিজ্ঞানী। রসবোধসম্পন্ন মানুষ হিসেবে হয়ে উঠেছিলেন বিজ্ঞানের জনপ্রিয় শুভেচ্ছাদূত। নিজের কাজের প্রতি সাধারণ মানুষ যেন সংলগ্নবোধ করতে পারেন তার প্রতি সবসময় নজর রেখেছেন তিনি। ১৯৮৮ সালে তার এ ব্রিফ হিস্ট্রি অব টাইম বই প্রকাশের পর বিশ্বজুড়ে পরিচিতি পান।

১৯৪২ সালের ৮ জানুয়ারি ইংল্যান্ডের অক্সফোর্ডে জন্ম নেওয়া হকিং গত ১৪ মার্চ মারা যান।  মৃত্যুর পর হকিংয়ের সন্তান লুসি, রবার্ট ও টিমের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের প্রিয় বাবা আজ পৃথিবী ছেড়ে যাওয়ায় আমরা গভীরভাবে মর্মাহত। একজন মহান বিজ্ঞানী ছিলেন তিনি। ছিলেন অসাধারণ একজন মানুষ। তার কাজ আর গ্রহণযোগ্যতা অটুট থাকবে বহু বছর। সাহস আর দৃঢ়তার পাশাপাশি তার মেধা আর রসবোধ বিশ্বজুড়ে মানুষকে প্রেরণা দিয়েছে।’

আগামী জুন মাসে হকিংয়ের দেহভস্ম ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে প্রোথিত করা হবে। সেখানে আইজ্যাক নিউটন ও চার্লস ডারউইনসহ বিভিন্ন মহান বিজ্ঞানীদের দেহভস্মও রয়েছে।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আওয়ামী লীগে দলীয় কোন্দল-গ্রুপিং অনুসন্ধানে কমিটি

সারাদেশে দলীয় কোন্দল-গ্রুপিং এবং কি কারণে নির্বাচনে দলীয় প্রার্থীরা পরাজিত হচ্ছেন তা অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় আলোচনার পর এ কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহর নেতৃত্বে এ কমিটিতে রয়েছেন- যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও মো. আব্দুর রহমান।

সভায় উপস্থিত একাধিক নেতা জানান, দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ দলীয় কোন্দলের প্রসঙ্গ টেনে সভায় বক্তব্য উত্থাপন করেন। এরপর পুরো বৈঠকে দলের বিভিন্ন স্তরে কোন্দল নিরসনের বিষয় নিয়েই আলোচনা করেন প্রায় সব কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে সম্প্রতি অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনেও কোন্দলের কারণে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পরাজিত হয়েছে বলে দাবি করা হয়। একই সঙ্গে নেতাদের বক্তব্যে উঠে আসে স্থানীয় সরকার নির্বাচন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পরাজয়ের বিভিন্ন দিক।
পরে অনুসন্ধান কমিটিকে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে পরাজয়ের কারণ অনুসন্ধান করে দলীয় প্রধানের নিকট প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন দলীয় প্রধান শেখ হাসিনা।

নেতাদের বক্তব্য শুনে দলের ও নৌকার বিরুদ্ধে বিভিন্ন এলাকায় যেসব নেতা ও এমপি অবস্থান নিয়েছে তাদেরকে ভবিষ্যতে নৌকা প্রতীক দেয়া হবে না বলে হুঁশিয়ারি করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহকে প্রধান করে চার যুগ্ম সাধারণ সম্পাদকের সমন্বয়ে গঠিত কমিটিকে সারাদেশে দলের গ্রুপিংয়ে জড়িতদের চিহ্নিত ও তাদের বিষয়ে বিস্তারিত তুলে ধরে দ্রুত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন আওয়ামী লীগ প্রধান।

একই সঙ্গে সারাদেশের এ সকল কোন্দল-গ্রুপিং নিরসনে কাজ করার পাশাপাশি মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া বার কাউন্সিল নির্বাচন তদারকি করার নির্দেশ দেয়া হয় কমিটিকে। অপর দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পরাজয়ের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব দেয়া হয়।

এদিকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা প্রদানের বিষয়ে আলোচনার সূত্রপাত করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান। পরে একে একে এ প্রসঙ্গে আলোচনায় যোগ দেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, এস এম কামাল হোসেনসহ সভায় উপস্থিত অধিকাংশ নেতারা।

সভায় উপস্থিত ওই নেতারা জানান, কোন তারিখে সংবর্ধনা দেয়া হবে তা নির্ধারণ হয়নি। কারণ আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি সরকারি সফরে লন্ডন, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে অবস্থান করবেন। তবে আগামী ১৭ মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের দিন এ সংবর্ধনা আয়োজনা করা হতে পারে বলেও সভায় আলোচনা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নৌকায় ভোট চাওয়া রাজনৈতিক অধিকার : প্রধানমন্ত্রী

নির্বাচন সামনে রেখে মানুষের কাছে ভোট চাইতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নৌকায় ভোট চাওয়া আমাদের রাজনৈতিক অধিকার।

শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কার্যনির্বাহী সংসদের শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের সমালোচনার লোকের অভাব নেই। এক শ্রেণির লোক আছে যাদের কাজই হলো সমালোচনা করা। যারা অহেতুক সমালোচনা করে তারা আমাদের উন্নয়ন সহ্য করতে পারে না। তাদের কথায় কান দিলে চলবে না। যারা উন্নয়ন চায় না, উন্নয়ন তাদের চোখে পড়বে না।

তিনি বলেন, সমালোচনা নিয়ে না ভেবে দেশকে ভালোবেসে দেশের উন্নয়নে আমাদের এগিয়ে যেতে হবে। উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বিএনপি নিজেদের আখের গুছিয়েছে। তাদের লক্ষ্য হলো কীভাবে নিজেরা অর্থ-সম্পদের মালিক হওয়া যায়। নিজেদের আখের গুছানো নিয়ে ব্যস্ত থাকার কারণেই তারা মানুষের ও দেশের উন্নয়ন করতে পারেনি। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে দেশ পিছিয়ে গেছে।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় গিয়ে লক্ষ্য ঠিক রেখে বাস্তবসম্মত পরিকল্পনা নিয়েছি বলেই আজ উন্নয়ন সাধারণ মানুষের চোখে পড়ছে। আর দেশের উন্নয়ন করেছি বলেই জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চাচ্ছি। যাদের চোখ নষ্ট তারা উন্নয়ন দেখছে না।

সরকারের বিরুদ্ধে কথা বলার লোকের অভাব নেই। সেদিকে নজর না দিয়ে দেশের উন্নয়নে কাজ করার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেষ পর্যন্ত মে মাসে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন হচ্ছে

আগামী মে মাসেই হতে যাচ্ছে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। সভায় উপস্থিত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, মে মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে ছাত্রলীগের সম্মেলন করতে বলেছেন আওয়ামী লীগ প্রধান।

সভা সূত্র জানায়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান ছাত্রলীগের সম্মেলন প্রসঙ্গে কথা তোলেন।

তিনি বলেন, ছাত্র সংগঠনের সম্মেলন হলে সংগঠন গতিশীল হয়, নতুন নেতৃত্ব উঠে আসে। তাই ছাত্রলীগের সম্মেলন যথা সময়ে হওয়া উচিত।

এ প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, সম্মেলন মে মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহেই যেন করা হয়। এ সময় মে মাসের ১১ তারিখ ছাত্রলীগের সম্মেলন করা যায় কি-না এমন আলোচনাও হয়।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের সম্মেলন, ছাত্রলীগকেই তারিখ নির্ধারণ করতে দিলে ভালো হয়।

ছাত্রলীগ নেতাদের সঙ্গে আলোচনা করে তারিখ নির্ধারণ করার নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, রোজার আগেই যেন সম্মেলন হয়। কারণ মে মাসের ১৭ তারিখে রোজা শুরু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ল কলেজে নব নির্বাচিত সাধারণ সম্পাদককে সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ল কলেজে শিক্ষার্থীদের পক্ষ থেকে আইনজীবী সমিতির পক্ষ থেকে নব নির্বাচিত সাধারণ সম্পাদক রেজওয়ান উল্লাহ সবুজকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ল কলেজের অধ্যক্ষ এড. এস এম হায়দার, এড. অরুন কুমার ব্যানার্জি, জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এড. ইউনূস আলী, ল কলেজের প্রভাষক ও সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক এড. রেজওয়ান উল্লাহ সবুজ, এড. হোসনে আরা, এড. সিরাজুল ইসলাম, এড. নাজমুন নাহার ঝুমুর, এড. লাকী ইয়াসমিন, ল স্টুডেন্টস ফোরামের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক কাজী সাহাবউদ্দীন সাজু, রফিকুল ইসলাম, প্রথম বর্ষের শিক্ষার্থী বিপ্লব হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, ল স্টুডেন্টস ফোরামের সহ সভাপতি জান্নাতুন নাহার, অর্থ সম্পাদক নূর আলী, জি এম সালাউদ্দীন সাকিল, ইয়াছিন আলী, সুরঞ্জন কুমার, পাপিয়া সুলতানা, রুমা, শাওরিন, অসীম হায়দার, ইকতিয়ার উদ্দীন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ার বোয়ালিয়ায় জমি দখল চেষ্টার অভিযাগ!

নিজস্ব প্রতিবেদক : কলারোয়ায় বোয়ালিয়া গ্রামে অবৈধভাবে জমি দখল করার চেষ্টার অভিযোগ স্থানীয় লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে। এব্যাপারে কলারোয়া থানায় লিখিত অভিযোগ করেছে ভূক্তগোী। অভিযোগে বলা হয়েছে চিহ্নিত সন্ত্রাসী, লাঠিয়াল বাহিনী ও স্থানীয় চাঁদাবাজ রেজাউল করিম,পিং-বাকের মোল্লার ও তার বাহিনী খন্দাকার মোশতাক হোসেন, পিং-মৃত খন্দকার আতিয়ার রহমান, আজহারুর ইসলাম বুলু, পিং-মৃত রহমাতুল্লা মোলার কারনে অতিষ্ট এলাকা বাসি। শুক্রবার সকাল ৯টায় উপজেলার বোয়ালিয়া গ্রামের খন্দকার আবু তাহের, পিং খন্দকার সামছুর রহমানের স্বত্ব দখলীয় সম্পত্তিতে রেজাউল ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অবৈধভাবে জমি দখল করার যড়যন্ত্র করে। তখন আবু তাহের প্রতিবাদ করলে রেজাউল করিম সহ তার চাঁদাবাজী ও সন্ত্রাসী বাহিনী তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ কিল, ঘুসি মেরে জখম করে। এ ব্যাপারে কলারোয়া থানায় খন্দকার আবু তাহের বাদি হয়ে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিবরণে জানা যায়, কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত বাকের মোল্লার ছেলে রেজাউল করিম ও বুলু বাহিনী এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তারা দীর্ঘদিন ধরে ওই আবু তাহের এর জমি অবৈধভাবে দখল করার পাঁয়তারা করে আসছিল। এক পর্যায়ে গত শুক্রবার সকাল ৯টার দিকে সন্ত্রাসী রেজাউল করিমসহ মোস্তাক আহমেদ ও আজহারুল ইসলাম বুলু আবু তাহের এর দলিলকৃত সম্পত্তি অবৈধভাবে দখল করতে যায়। এসময় আবু তাহের ও তার স্ত্রীর বাধার মুখে তারা আবু তাহেরকে কিল,ঘুষি মেরে পালিয়ে যায়।এসময় আবু তাহেরের স্ত্রীর শ্লীলতাহানীর ঘটনা ঘটায় বুলু, রেজাউল মুহুরি ও তার বাহিনী। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন বলে জানান। তিনি এ বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনসহ জেলা প্রশাসকের সু- দৃষ্টি কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মান্নানের মুক্তির দাবিতে সদর উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানের মুক্তি এবং অন্যান্য নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে আলীপুর চেকপোস্ট এলাকায় উক্ত অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে সদর উপজেলা যুবলীগের মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলামসহ সদর উপজেলা যুবলীগের সকল ইউনিয়নও ওয়ার্ড যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, আওয়ামী যুবলীগ সাতক্ষীরা জেলা শাখার সুযোগ্য সফল আহবায়ক মোঃ আব্দুল মান্নানের নি:শর্ত মুক্তি দাবি করেন। এছাড়া অবিলম্বে মান্নানসহ অন্যান্য নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান অন্যথায় তীব্র আন্দোলনের ঘোষণা দেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলঙ্কিত অতীত নিয়ে সানি লিওনের কান্না

সানি লিওনের নাম শোনেননি এমন মানুষের সংখ্যা কিন্তু নিতান্তই কম। বিভিন্ন সময়ে আলোচিত কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনাম হয়েছেন সাবেক এ পর্নোতারকা। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসাটা একটু অন্যরকম। না কোনো রোমান্স বা অভিনয়ে নয়, বাস্তবেই কেঁদে বুক ভাসিয়েছেন সানি লিওন।

তার আবেদনময়ী বহু ছবি প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। সানিকে হাসতে দেখেছেন, রোমান্স করতে দেখেছেন; কিন্তু কখনও কি কাঁদতে দেখেছেন?

সম্প্রতি তার এক সাক্ষাৎকার নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আলোচিত ওই সাক্ষাৎকারে তার অতীত জীবন নিয়ে কথা তুললে কেঁদে ফেলেন তিনি।

সানি লিওনের বায়োপিক নির্মিত হচ্ছে। আর সেই সিনেমার শুটিংয়ে অভিনয় করতে গিয়ে আবেগে কেঁদে ফেললেন তিনি। পুরনো সেসব দিনের কথা মনে করে শুটিংয়ের একপর্যায়ে সানি হাউমাউ করে কেঁদে ফেলেন।

সানি জানিয়েছেন, শুটিংয়ের সময় এমন বহু সময় গেছে যখন তিনি অভিনয় করতে গিয়ে আবেগে ভেসে গেছেন। শুটিংয়ের প্রথম দিকে তিনি বেশ উচ্ছ্বসিত ছিলেন। তবে যত শুটিং এগিয়েছে, ততই পুরনো অনেক কথা মনে পড়েছে। আর সে জন্যই তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।

এ অভিনেত্রী জানিয়েছেন, তিনি যখন নিজের কাজের কথা তার বাবাকে জানান, আর তার বাবা সেটি শুনে ভেঙে পড়েন। এ দৃশ্য শুট করার সময় নিজের আবেগ ধরে রাখতে পারেননি সানি। শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়েছিলেন।

ওই সময় শুটিং সেটে উপস্থিত ছিলেন স্বামী ড্যানিয়েল। তিনিই সানিকে সান্ত্বনা দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest