সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার চারটি আসনই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে – হাবিবুল ইসলামসাতক্ষীরা সদরের দত্তবাগ টাইগার ক্লাবের নাইট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনজাতীয় সংহতি দিবস,এই দিনে বিভাজন নয়, ঐক্যের আহবান -কাজী আলাউদ্দিনসাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিলতরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো গ্রীন ইনোভেশন ফেয়ারExplorez les avis des utilisateurs sur gtbet et rejoignez la communautéΕξερευνήστε τις καλύτερες στρατηγικές καζίνο στο gtbet για μεγαλύτερα κέρδηCome registrarsi su Nixbet e iniziare a vincere in pochi passiদেবহাটায় কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে খেলাধুলার আয়োজনগণমানুষের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান নলতা হাসপাতাল হুমকির মুখে :রক্ষার দাবি

জহোঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, প্রক্টরসহ আহত ৪০

কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে বিক্ষোভের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে প্রক্টরসহ অন্তত ৪০ জন আহত হন।

আজ সোমবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে এ ঘটনা ঘটে।

পুলিশের ছোড়া টিয়ারশেলে প্রক্টর সিকদার মো. জুলকারনাইন অজ্ঞান হয়ে পড়েন। এ ঘটনায় একজন সহকারী প্রক্টরও রবার বুলটের আঘাতে আহত হয়েছেন।

প্রক্টর মো. জুলকারনাইন বলেন, তিনি শিক্ষার্থীদের রাস্তা থেকে ফেরানোর জন্য হ্যান্ড মাইকে আহ্বান জানাচ্ছিলেন। এ সময় হঠাৎ সংঘর্ষ শুরু হলে তিনি আহত হন। পরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’ এ ধরনের স্লোগান দিতে থাকেন। মহাসড়ক অবরোধের কারণে দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা পুলিশের দিকে ইট পাটকেল মারতে থাকে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়বাদী শিক্ষক ফোরাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের অভিযানে বিএনপি-জামায়াত নেতা-কর্মীসহ আটক ৬৮

আসাদুজ্জামান: সাতক্ষীরায় পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের দুই নেতা-কর্মীসহ ৬৮ জন আটক করা হয়েছে।
বোরবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পযর্ন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য। পরে বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ১৪টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২০ জন, কলারোয়া থানা থেকে ৬ জন, তালা থানা ৬ জন, কালিগঞ্জ থানা ১১ জন, শ্যামনগর থানা ১০ জন, আশাশুনি থানা ৭ জন, দেবহাটা থানা ৪ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ ছাত্রলীগের আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি: বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল হওয়ায় কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় আনন্দ র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশে মিলিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগের সভাপতিত্বে র‌্যালি শেষে সমাবেশে বক্তব্য রাখেন সদর কুশুলিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক ও সাবেক ছাত্রলীগ নেতা কাজী সাইফুল্লাহ। উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মীর মেহদেী হাসানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন সদর কুশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মীর আবু বক্কর সিদ্দিক,যুগ্ন সাধারণ সম্পাদক আবু রায়হান,শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী মুহিত,কুশুলিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী রাহিত হাসান,সাধারণ সম্পাদক কাজী ইমন,ছাত্রনেতা নাইম হোসেন,সাকিব আল হাসান , কাজী জীম, কাজী সোহান,মেহেদেী হাসান ও আকাশ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তার হাতেই বাংলাদেশ নিরাপদ। তিনি যতবার ক্ষমতায় এসেছে বাংলাদেশে ততবার ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই এই উন্নয়ন অব্যহত রাখতে আবারও নৌকার বিজয় নিশ্চিত করার জন্য সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান। এছাড়াও উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটে র‌্যালি ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা আ.লীগের সভা অনুষ্ঠিত, ১৬ এপ্রিল সাতক্ষীরায় প্রতিনিধি সভা

প্রেস বিজ্ঞপ্তি: সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবি, সাবেক এমপি ফজলুল হক, এড. এস এম হায়দার, অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, আলহাজ্ব ফিরোজ আহমেদ, এড. ওসমান গণি, এস এম শওকত হোসেন, ফিরোজ আহমেদ স্বপন, আমিনুল ইসলাম লাল্টু, শাহাজান আলী, আতাউল হক দোলন, শাহাদৎ হোসেন, মনোয়ারা ফারুক, কোহিনুর ইসলাম, মমতাজুন নাহার ও ডা: মুনসুর আহমেদ প্রমুখ। সভায় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ ৮টি উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দ, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণ জেলা পরিষদের সদস্যগণ, দলীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকগণ এবং জেলার অঙ্গসহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকগণের সমন্বয়ে প্রায় ২ হাজার ৬শত জন প্রতিনিধিদের উপস্থিতিতে আগামী ১৬ এপ্রিল ২০১৮ সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ও নির্বাহী সদস্য এস এম কামাল হোসেন প্রতিনিধি সভায় উপস্থিত থাকবেন। সভায় অপর এক প্রস্তাবে পৌর আওয়ামীলীগের গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনাসভায় যে সমস্ত ব্যক্তি মঞ্চে হামলা চালিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও যুবলীগের নেতৃবৃন্দকে আহত করে মঞ্চ ভাংচুর করেছে তাদের বিষয়ে পরবর্তী সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলতে যাচ্ছেন ২০ শিক্ষার্থী

সরকারের আহ্বানে সাড়া দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলতে যাচ্ছেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ২০ সদস্যের প্রতিনিধি দল।

সোমবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটার আগে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক হাসান আল মামুন সাংবাদিকদের এ কথা জানানা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাবসা ইউপিতে অর্ধকোটি টাকার দুর্নীতি ॥ দুদকের হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক :
ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পের নামে অর্থ উত্তোলন করে অর্ধকোটি টাকা আত্মসাথের অভিযোগ রয়েছে বিএনপির নেতা চেয়ারম্যান আব্দুল আলিমের বিরুদ্ধে। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে বিভিন্ন পত্রপত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসেন চেয়ারম্যান আব্দুল আলিম। আত্মসাথকৃত টাকা জায়েজ করতে মরিয়া তিনি। ইতোমধ্যে নিম্নমানের ইট বালু দিয়ে তড়িঘড়ি করে বিনেরপোতা হাট বাজার ঢালাই সম্পন্ন করেছেন। যদিও ইউনিয়ন পরিষদের সদস্য এবং স্থানীয়রা যেনতেন ভাবে হাটবাজার ঢালাইয়ের প্রতিবাদ করেছিলেন। কিন্তু কৌশলী চেয়ারম্যান আলিম উর্দ্ধতন মহলকে ম্যানেজ করে রাতারাতি গোপনে ঢালাই সম্পন্ন করেছেন। এ কাজ সম্পন্ন করে তিনি হাটবাজারের জন্য বরাদ্ধ হওয়ায় ১২ লক্ষ ১৫ হাজার ৮৮৮ টাকা জায়েজ করার চেষ্টা করছেন বলে স্থানীয় সূত্রে জানাগেছে। ১২লক্ষ টাকা বরাদ্দ হলেও সেখানে কাজ করা হয়েছে সর্বউচ্চ ৩ থেকে ৪ লক্ষ টাকার। কিছু দিন যেতে না যেতেই হাট বাজার আবারো পূর্বের অবস্থা ফিরে যাবে বলে মনে করেন বাজারের সাধারণ ব্যবসায়ীরা।
এদিকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য ৪৬% হিসাবে ৩৭ লক্ষ ২৮ হাজার ৭২৩ টাকা ১৩ জুন ২৩২৪০৭৪ নং চেকে উত্তোলন করেন ইউপি চেয়াম্যান আব্দুল আলিম ও ইউপি সচিব আব্দুর রাজ্জাক। অথচ সরেজমিনে গিয়ে দেখাগেছে উক্ত টাকার কোন প্রকল্পই বাস্তবে রূপ পায়নি। বিভিন্ন ভূয়া প্রকল্প, একই কাজ বার বার দেখিয়ে এবং ভুয়া রেজুলেশন করে পুরো টাকাটাই ইউপি চেয়ারম্যান ইউপি সচিব আব্দুর রাজ্জাকের সহযোগিতায় পকেটস্থ করেছেন বলে ইউনিয়ন পরিষদ সূত্রে জানাগেছে।
তবে অভিযোগ উঠার পর চেয়ারম্যান ইউনিয়নের খেলারডাঙ্গী, রাজনগর ও খেজুরডাঙ্গী এলাকার রাস্তা সংস্কারে উক্ত টাকা খরচ করেছেন বলে দাবি করেন। অথচ তথ্যানুসন্ধানে জানাগেছে উক্ত রাস্তা সংস্কারের কাজ করা হয়েছে এলজিএসপি-২ এর অর্থ দিয়ে। এছাড়া ওই আত্মসাথ কৃত অর্থ জায়েজ করতে উক্ত রাস্তাগুলোতে ঘষামাজার কাজ করার আয়োজন করছেন বলে এলাকাবাসীর দাবি।
ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সূত্রে জানাগেছে, আলিম চেয়ারম্যান এতটায় হীন মানসিকার মানুষ যে তিনি তার চাচাতো ভাইয়ের জমি জবর দখল করে নিতেও দিধাবোধ করেন নি। তিনি শুধু নিতে জানেন কাউকে দেওয়ার মতো মানুষিকতা তার নেই। কেউ প্রতিবাদ করলে তাকে ভিটেছাড়া করতেও তিনি এতটুকু কার্পন্য করেন না। যার উজ্জল দৃষ্টান্ত তারই ইউনিয়নের সংখ্যালঘু নিতাই মুহুরীকে স্ব পরিবারে উচ্ছেদ করে ভারতে পাঠিয়ে দেয়। এ ঘটনায় ভূমিহীন নেতা সাইফুল্লাহ লস্কর নেতাই মহুরির পক্ষ নিয়ে কথা বলায় তাকেও নির্মমখাকে জীবন দিতে হয়েছে ওই চেয়ারম্যান আলীমসহ তার সহযোগীদের হাতে। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের রুমে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ছবি থাকায় চেয়ারম্যান সেই রুমে বসে কোনো দিন মিটিং করেন না। তাছাড়া অত্র ইউনিয়নের বিভিন্ন সরকারি সম্পত্তি ভিন্ন ভিন্ন নামে অবৈধভাবে দখল নিয়ে ভোগ করছেন। ইউনিয়নের গাঁ ঘেষা বেতনা নদীর চারের মাটি বিক্রি করেও লক্ষ লক্ষ টাকা আত্মসাথ করছেন তিনি। এতে করে বর্ষা মৌসুমে নদীর ভেড়ীবাধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সৃষ্টি হতে পারে স্থায়ী জলাবদ্ধতাও।
উল্লেখ্য : লাবসা ইউনিয়নের আওতাধীন বিনেরপোতা হাট ইজারা হতে ৪৬ % পান ইউনিয়ন পরিষদ। এতে করে ইউনিয়ন পরিষদের কোষাগারে প্রতিবছর একটি বড় অংকের অর্থ জমা হয়। তবে চলতি বাংলা ১৪২৪ সালে বিগত দিনের সকল রেকর্ড ভেঙে ভ্যাট ট্যাক্স দিয়ে প্রায় ১ কোটি টাকায় ইজারা দেওয়া হয়। উপজেলা পরিষদের নিয়ম অনুযায়ী মোট টাকার ৪৬% লাবসা ইউপিতে দেওয়া হয়। সে অনুযায়ী এবার বিনেরপোতা হাট থেকে ৩৭ লক্ষ ২৮ হাজার ৭২৩ টাকা। যা ইউনিয়ন পরিষদের আর্থিক বিধি বিধান অনুযায়ী ব্যয় করার কথা থাকলেও সেখানে এ নিয়মের কোন তোয়াক্কা করা হয়নি। বিভিন্ন ভূয়া প্রকল্প দেখিয়ে, একই কাজ বার বার দেখিয়ে এবং ভুয়া রেজুলেশন করে গত ১৩ জুন ২৩২৪০৭৪ নং চেকে উক্ত ৩৭ লক্ষ ২৮ হাজার ৭২৩ টাকা উত্তোলন করেন ইউপি চেয়াম্যান আব্দুল আলিম ও ইউপি সচিব আব্দুর রাজ্জাক। এঘটনায় দুর্নীতিবাজ ইউপি চেয়ারম্যান আলিমের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে মানববন্ধন,বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসকসহ উর্দ্ধতন মহলে লিখিত অভিযোগ দায়ের করা হয়। কিন্তু অজানা কারণে চেয়ারম্যানের বিরুদ্ধে দৃশ্যমান কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি ইউনিয়নবাসীর।
অন্যদিতে গত ২৬ ফেব্র“য়ারি সাতক্ষীরা স্থানীয় সরকারের উপ-পরিচালক আব্দুল লতিফ খান তদন্ত করার জন্য ইউনিয়ন পরিষদে যান। কিন্তু সেখানে ইউপি সদস্যবৃন্দ চেয়ারম্যান কর্তৃক ৪৯ লক্ষ টাকা দুর্নীতির বিষয়ে অবগত করালে তিনি নিজেদের মধ্যে সমন্বয়ের কথা বললে মেম্বরসহ স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে অবশ্যই এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের আশ্বাসে শান্ত হন তারা। সেসময় তিনি বলেন, আমার অফিসিয়াল নিয়মে জেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ পরির্দশন করতে হয়। সে রুটিন মাফিক আমি লাবসা ইউনিয়ন পরিষদ পরিদর্শনে এসেছিলাম। এসময় ডিডি এলজির সামনে ইউপি সদস্যরা উক্ত অর্ধকোটি টাকার কাজের বিষয়ে কিছুই জানে না বলে লিখিত দেন।
অপরদিকে ইউপি চেয়ারম্যানের লুটপাটের ঘটনায় প্যানেল চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবু বাদী হয়ে সাতক্ষীরা সিনিয়র স্পেশাল জজ আদালতে একটি মামলা দায়ের করেন। যার পিটিশন- ১/২০১৮, স্মারক নং- ২৩৭৭, তাং- ১৮ মার্চ২০১৮। উক্ত আদালত মামলাটির তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য দুর্নীতিদন দমন কমিশনকে নির্দেশ দেন। ওই বিএনপি নেতা দুর্নীতিবাজ চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে দুর্নীতিদমন কমিশন(দুদক)সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ইউনিয়নবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার বৈকারী সীমান্তে ১২ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

নিজস্ব প্রতিবেদক : ভারতে পাচারকালে সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে ১২ পিস স্বর্ণের বারসহ হাফিজুর রহমান (৪৫) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। রোববার রাত ৯ টার দিকে সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক হাফিজুর রহমান বৈকারী গ্রামের রিয়াজ উদ্দিন সরদারের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল সরকার মো.মোস্তাফিজুর রহমান জানান, ভারতে স্বর্ণেও একটি চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১২ পিস স্বর্ণের বারসহ হাফিজুর রহমান হাতে নাতে আটক করা হয়। তিনি আারো জানান, জবদকৃত স্বর্ণের ওজন ১২৮ গ্রাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আন্দোলন দেখেছি কিন্তু এমন তাণ্ডব দেখিনি : ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে রবিবার দিবাগত রাত ২টার দিকে আগুন ধরিয়ে দিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। এতে ভিসি’র বাসভবনের কিছুই অবশিষ্ট ছিল না। সব কিছুই তছনছ করে দেওয়া হয়েছে। এ দৃশ দেখে নির্বাক হয়ে গেছেন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, হামলাকারীরা ছাত্র হতে পারে না। তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, মুখোশধারী-বহিরাগত। আর কারা হামলা করেছে, তা আপনারা জানেন, দেখেছেন।

তিনি আরো বলেন, অনেক আন্দোলন দেখেছি। কিন্তু এমন তাণ্ডব দেখিনি। হত্যার পরিকল্পনাই ছিল হয়ত। নইলে বেডরুমে ঘুমন্ত মানুষগুলোর ওপরে এভাবে হামলা হতে পারে না। ওরা কিছুই আর অবশিষ্ট রাখেনি। ঘরে পা রাখারও উপায় নেই।

তিনি বলেন, কোটা সংস্কার সম্পূর্ণ সরকারের এখতিয়ার। আমরা এখানে কিই-বা করতে পারি। এই ঘটনার দুঃখ জানানোর ভাষা নেই।

এদিকে মধ্যরাতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে টিএসসির ভেতরে ঢুকিয়ে দিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। পরে র‌্যাব এবং পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest