সর্বশেষ সংবাদ-
ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাতালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছায় উদ্ধারসাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাসাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময়৯০ দশক ছাত্রদল প্লাটফর্ম এর সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটি গঠনসাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান চেয়ারম্যান আলিমের

বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) যুগিখালী ইউনিয়ন কমিটি গঠন

১৩ এপ্রিল শুক্রবার মানিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়(যুগিখালী) চত্বরে বাংলাদেশ ছাত্রলীগ(জাসদ) যুগিখালী ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ আসনের জাসদ মনোনীত ও ১৪ দলীয় মনোনয়ন প্রত্যাশী, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ- সম্পাদক, সাতক্ষীরা জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুগিখালী ইউনিয়ন সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আফসার আলী, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফ কামাল, তালা উপজেলা জাসদের সভাপতি এস এম আব্দুল আলিম, জেলা ছাত্রলীগ সভাপতি অনুপন কুমার অনুপ প্রমুখ। ছাত্র সমাবেশে যুগিখালী ইউনিয়নের বিপুল সংখ্যক ছাত্রদের উপস্থিতিতে ও সকলের সম্মতিতে মোঃ নাহিদ হাসান কে সভাপতি, মোঃ আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক ও মোঃ রাজু গাজী, মোঃ আবিদ হাসান, ইমরান হোসেন, নাজমুল হোসেন, রুবেল হোসেন জনি, মোঃ মামুন হোসেন, সোহান হোসেন ও শরিফুল ইসলামকে সদস্য নির্বাচিত করে যুগিখালী ইউনিয়ন শাখা কমিটি গঠিত হয়। শিক্ষা,শান্তি, প্রগতিকে মুল মন্ত্র এবং এক দেশ এক শিক্ষা ব্যবস্থা চালু, ডাকসুসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন, শিক্ষার বাণিজ্যিকীকরণ ও পাঠ্যসুচিতে সাম্প্রদায়িকীকরণ বন্ধের আহ্বান জানিয়ে দেশের সকল সচেতন ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই— আসাদুজ্জামান বাবু

নিজস্ব প্রতিবেদক : আলহাজ্ব আসাদুজ্জামান বাবুর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ব্রহ্মরাজপুর বড় খামার ইউ.সি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রহ্মরাজপুর ইউপির ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হুমায়ন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উঠান বৈঠকে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সদর-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। ব্রহ্মরাজপুর ইউপির ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুসের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু নিলিপ কুমার মল্লিক, সাধারণ সম্পাদক নুর ইসলাম মগরেব, সাংগঠনিক সম্পাদক অজিহার রহমান, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অর্পন গাইন অপু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কোরবান আলী, ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আঃ রশিদ সরদার, সাধারণ সম্পাদক শেখ সালাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন রাজু। এসময় উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাহেব আলী, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আদর আলী, আলহাজ্ব আঃ জব্বার, প্রফেসর আঃ মান্নান, সাবেক মেম্বর সামছুর রহমান, গয়েছউদ্দীন সরদার, আঃ সুবর সরদার, আঃ জব্বার, লোকমান সরদার, আঃ রহিম, ডালিম হোসেন সহ এলাকারা গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান বাবু বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। বর্তমানে শেখ হাসিনা সরকার রাস্তাঘাট, শতভাগ বিদ্যুৎ, বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া বিশ্বের আর কোনো দেশে নেই। বিধবা ভাতা, বয়স্কভাতা, নারীদের সকল সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের দরবারে বাংলাদেশ আজ মাথা উচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু এখন দৃশ্যমান। অনেকেই বলেছিল কোথায় পদ্মা সেতু, কোথায় কি? বর্তমানে পদ্মা দৃশ্যমান যা খুব দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হবে। এছাড়া ঘরে ঘরে বিদ্যুৎ, চাকুরিসহ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক সকল সুযোগ সুবিধা আজ বাংলাদেশের মানুষ ভোগ করছে। বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় এফ সি শপিং কমপ্লেক্স’র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : উন্নত সেবা দেওয়ার প্রত্যয়ে এবং কেনাকাটায় আরও একধাপ এগিয়ে নেওয়ার লক্ষ্যে সাতক্ষীরায় এফ সি শপিং কমপ্লেক্স’র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় রসুলপুরস্থ শিশু হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে শপিং কমপ্লেক্সের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ ইফতেখার হোসেন। এফ.সি শপিং কমপ্লেক্সের পরিচালক মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন, দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মাহসীন হোসেন বাবলু, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সফিক-উদ-দৌলা সাগর, কাউন্সিলর ফারহা দিবা খান সাথী,সাতক্ষীরা চক্ষু হাসপাতালের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পৌর কৃষকলীগের যুগ্ম সম্পাদক শাহ আনারুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, বিশিষ্ট সংগীত শিল্পী আবু আফফান রোজ বাবু। সার্বিক সহযোগিতায় ছিলেন শেখ মনিরুজ্জামান। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতার বাজারে পণ্য ক্রয়ের ক্ষেত্রে কমপ্লেক্সটিকে অবশ্যই ন্যার্য্য মূল্যের দিকে খেয়াল রাখতে হবে। সাথে সাথে পণ্যের গুনগত মানটাও হতে হবে যুগোপযোগি। সেবার ক্ষেত্রে সদা প্রস্তুত থাকতে হবে। তাহলে এগিয়ে যাবে প্রতিষ্ঠানটি। এসময় বক্তারা প্রতিষ্ঠানটির উত্তোরত্তর সাফল্য কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় তীব্র পানি সঙ্কট নিরসনের দাবিতে মানববন্ধন করবে নাগরিক আন্দোলন মঞ্চ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌর এলাকায় তীব্র পানি সঙ্কট নিরসন, মানসম্মত ড্রেনেজ ব্যবস্থা ও মশা নিধনের দাবিতে সাতক্ষীরা পৌরসভার সামনে মানববন্ধন করবে নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরা।
শুক্রবার সকাল ১০টায় শহরের মুনজিতপুরে নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার এক সভায় এসকল কর্মসূচি গ্রহণ করা হয়। সংগঠনের আহ্বায়ক অ্যাড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বিশিষ্ট সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সংগঠনের যুগ্ম-আহবায়ক সুধাংশু সরকার, শেখ ওবায়দুস সুলতান বাবলু, নিত্যানন্দ সরকার, মশিউর রহমান পলাশ, স্বপন কুমার শীল, হাফিজুর রহমান মাসুম, মো. মনির হোসেন, আশরাফ কামাল প্রমুখ।
সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব আলী নূর খান বাবুল।

সভায় নাগরিক আন্দোলন মঞ্চ যেসকল কর্মসূচি ঘোষণা করেছে তা হলো:
আগামী রবিবার ১৫ এপ্রিল সাতক্ষীরার বিভিন্ন বধ্যভূমি ও গণকবর সংরক্ষণ এবং সাতক্ষীরা পৌরসভার রইচপুরে উদ্ধারকৃত ৩০০বিঘা জমি সাতক্ষীরায় সরকারি(পাবলিক) বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সংরক্ষণের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
আগামী বুধবার, ১৮ এপ্রিল সাতক্ষীরা পৌর এলাকায় সুপেয় পানির তীব্র সঙ্কট দূর করা, জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ ও মানসম্মত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা এবং মশার উপদ্রব থেকে পৌরবাসীকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পৌরসভার সামনে সকাল ০৯:০০টায় সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
আগামী বুধবার, ১৮ এপ্রিল সন্ধ্যায় বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দাদের সাথে মতবিনিময় করা হবে।
এ সকল কর্মসূচিতে অংশ নেয়ার জন্য সাতক্ষীরার সর্বসাধারণকে নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাল্টিক সাগরে রাশিয়ার হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
রাশিয়ার একটি হেলিকপ্টার বাল্টিক সাগরে বিধ্বস্ত হয়ে কমপক্ষে দুই পাইলট নিহত হয়েছে।
শুক্রবার রাশিয়ার সেনাবিহনী এই তথ্য নিশ্চিত করেছে বলে দেশটির সংবাদ মাধ্যম স্পুটনিক জানিয়েছে। খবর সিনহুয়ার।
দুই পাইলটের মৃতদেহ উদ্বারে ইতোমধ্যেই অভিযান শুরু হয়েছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জামায়াত-শিবিরের দুই কর্মীসহ আটক ৫৪

আসাদুজ্জামান: সাতক্ষীরায় পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের দুই কর্মীসহ ৫৪ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পযর্ন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় সাড়ে চার’শ পিচ ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য। এ সময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১১ জন, কলারোয়া থানা থেকে ৯ জন, তালা থানা ৬ জন, কালিগঞ্জ থানা ৮ জন, শ্যামনগর থানা ৪ জন, আশাশুনি থানা ৬ জন, দেবহাটা থানা ৭ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুই বাসের চাপায় হাত হারানো রাজীবের অবস্থা আশঙ্কাজনক

গত ৩ এপ্রিল দুই বাসের চাপায় হাত হারানো কলেজছাত্র রাজীব হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। লাইফ সাপোর্টে নেওয়ার পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।

তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক মো. শামসুজ্জামান শুক্রবার গণমাধ্যমকে বলেন, ‘এ অবস্থায় কিছুই বলা যাচ্ছে না।’

রাজীবকে রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে, ৩০ নম্বর বেডে। নাকে-মুখে নল লাগানো, কোনো নড়াচড়া নেই, শরীরটা পড়ে আছে অচেতন।

বেডের পাশে দাঁড়ানো রাজীবের ছোট ভাই মোহাম্মদ আবদুল্লাহর অসহায় চোখে বোবা কান্না।

আবদুল্লাহ বলেন, ‘কাল রাত থেকে অনেক জ্বর। ডাক্তার বলেছে এই স্টেজ থেকে সব রোগী ফিরে আসে না।’

রাজীবের মেজো ভাই মেহেদী হাসান বলেন, আগের দিনের চেয়ে রাজীবের অবস্থা শুক্রবার আরও খারাপ হয়েছে।

ঢাকার সরকারি তিতুমীর কলেজের স্নাতকের ছাত্র রাজীব গত ৩ এপ্রিল রাজধানীতে বিআরটিসি ও স্বজন পরিবহনের রেষারেষিতে হাত হারান। দুই বাসের চাপায় তার ডান কনুইয়ের উপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনায় রাজীবের মাথার সামনে-পেছনের হাড় ভেঙে যাওয়া ছাড়াও মস্তিষ্কের সামনের দিকে আঘাত লাগে। প্রথমে পান্থপথের শমরিতা হাসপাতালে নেওয়া হলেও সেখান থেকে পরে তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তার চিকিৎসার জন্য গঠন করা হয় মেডিকেল বোর্ড।

ওই বোর্ডের প্রধান অর্থপেডিক্স বিভাগের অধ্যাপক ডা. শামসুজ্জামান বলেন, ‘রাজীবের অবস্থার উন্নতি হয়নি। শরীরের সবকিছু ঠিক আছে, কিন্তু ব্রেইন রেসপন্স করছে না। এ অবস্থায় কিছুই বলা যাচ্ছে না। যদি ব্রেইন কাম ব্যাক করে তাহলে হয়ত রাজীব সুস্থ হবে।’

পটুয়াখালীর বাউফল উপজেলার বাঁশবাড়ি গ্রামের রাজীব তৃতীয় শ্রেণিতে পড়ার সময় মা এবং অষ্টম শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারান। ঢাকার মতিঝিলে খালার বাসায় থেকে এসএসসি ও এইচএসসি পাস করে ভর্তি হন স্নাতকে।

পড়ালেখার ফাঁকে একটি কম্পিউটারের দোকানে কাজ করে নিজের আর ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পড়ুয়া দুই ভাইয়ের খরচ চালানোর সংগ্রাম করে আসছিলেন এই তরুণ।

রাজীবের খালা খাদিজা বেগম লিপি বলেন, ‘বড় হয়ে যেন নিজের পায়ে দাঁড়াইতে পারে, যাতে মানুষের উপর ভরসা করতে না হয়, সেইজন্য সরকারি চাকরির চিন্তা করত।’

সেই রাজীবকে এখন বাঁচিয়ে রাখা হয়েছে যন্ত্রের সহায়তায়, কৃত্রিমভাবে।

খাদিজা বলেন, ‘ওর স্বপ্ন ছিল বড়, কিন্তু এখন মানুষটার জীবনেরই কোনো ভরসা নাই। ডাক্তার বলছে… কোনো মিরাকল যদি হয়, তাহলেই বাঁচবে।’

রাজীবের চিকিৎসার খরচ কীভাবে যোগানো হচ্ছে জানতে চাইলে খাদিজা বেগম জানান, ওষুধপত্রের খরচ তারা নিজেরাই দিচ্ছেন।

আগামী সোমবার বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই চালকের জামিন শুনানির তারিখ থাকার কথা জানিয়ে রাজীবের খালা বলেন, ‘আমাদের ছেলে যদি সুস্থ থাকত, তাহলে ড্রাইভার ছাড়া পেলেও কিছু বলতাম না আমরা। কিন্তু আমাদের ছেলেই তো ভালো নাই, আমরা চাই ড্রাইভারের যেন কঠিন শাস্তি হয়। যাতে আর কোনো পরিবার ধ্বংস না হয়।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার সন্তান ডা. শাহীনের এমআরসিপি ডিগ্রি লাভ

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরার কৃতি সন্তান ডা. মো. আহছানুল কবীর (শাহীন) লন্ডনের “রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স” থেকে এমআরসিপি ডিগ্রী অর্জন করেছেন। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামের মো. ইব্রাহিম খলিল ও মোছা. অহিদা বেগমের কনিষ্ঠ পুত্র। তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল থেকে এমবিবিএস সম্পন্ন করে ৩০তম বিসিএস এর মাধ্যমে সরকারি চাকরীতে যোগদান করেন। ডা. শাহীন বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হৃদরোগ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণরত। তিনি সকলের দোয়া প্রার্থী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest