সর্বশেষ সংবাদ-
আটুলিয়া ও কাশিমাড়িতে তরমুজের বাম্পার ফলন।প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার সাতক্ষীরার এক যুবকসাতক্ষীরায় সময় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনাশ্যামনগরে প্রেমিকাকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রেমিকের আত্মহত্যাসাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভাফরিদপুরে দুর্ঘটনায় নিহত ১৩: পাঁচজনই এক পরিবারের সদস্যনিজস্ব অর্থায়নে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করলেন ডা: রাজুজরিমানা ব্যাতীত মোটরযান ও ড্রাইভিং লাইসেন্সের হালনাগাদ করার সময় বৃদ্ধিউপজেলা নির্বাচনে লড়তে পদত্যাগ করলেন খাজরা ইউপি চেয়ারম্যান ডালিমপুরাতন সাতক্ষীরায় ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল খেলা

কথাসাহিত্যিক শওকত আলী আর নেই

কথাসাহিত্যিক শওকত আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

শওকত আলী দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

শওকত আলী ১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে তিনি বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কর্মজীবন শুরু করেন সাংবাদিক হিসেবে। এর কিছুদিন পর শিক্ষকতায় যোগ দেন।

কথাসাহিত্যে অবদানের জন্য ১৯৯০ সালে একুশে পদক পান শওকত আলী। পরে বাংলা একাডেমি পুরস্কার, হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার, অজিত গুহ স্মৃতি সাহিত্য পুরস্কার পান।

শওকত আলীর উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে, পিঙ্গল আকাশ, প্রদোষে প্রাকৃতজন, অপেক্ষা, গন্তব্যে অতঃপর, ও উত্তরের খেপ। প্রদোষে প্রাকৃতজন উপন্যাস তাকে এনে দিয়েছিল বিশেষ খ্যাতি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অনীকের আত্মার মাগফিরাত কামনায় সরকারি শিশু পরিবারে উন্নত মানের খাবার পরিবেশন

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ ও এ করিম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপির একমাত্র পুত্র অনীক আজিজের আত্মার মাগফিরাত কামনায় বুধবার দুপুর ২টায় সাতক্ষীরা সরকারি শিশু পরিবারের এতিম বালকদের উন্নত মানের খাবার পরিবেশন করেন এড.মুস্তফা লুৎফুল্লা এমপি, তার সহর্ধমিনী নাসরীন খান লিপি ও মেয়ে অদিতি আদৃতা সৃষ্টি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চাম্পাফুল আ.প্র.চ. মাধ্যমিক বিদ্যাপীঠের ৯৪তম প্রতিষ্ঠা দিবস পালিত
আমিনুর, চাম্পাফুল প্রতিনিধিঃ কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাম্পাফুল আ. প্র.চ. মাধ্যমিক বিদ্যাপীঠের ৯৪ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রথম দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দীন হাসান। প্রথম দিন সকাল ৯টার সময় পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয় এবং পর্যায়ক্রমে অতিথিবৃন্দের আসন গ্রহণ, স্কাউট ও গার্লস গাইড কর্তৃক বিভিন্ন মহড়া প্রদর্শন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ২৪ জানুয়ারি ৯৫ তম প্রতিষ্ঠা দিবসের শুরু হয় পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে। ২য় দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ.ফ.ম.রুহুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস.এম.ছায়েদুর রহমান, জেলা সহকারি শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি নীলকণ্ঠ সোম, ম্যানেজিং কমিটির সভাপতি ও চাম্পাফুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মোজাম, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক আব্দুল হাকিম ও সহকারি শিক্ষক মণ্ডলী। সব শেষে ২০১৬ সালের বৃত্তি প্রাপ্ত, ২০১৭ সালের এস.এস.সি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ার জন্য পদকে ভুষিত করেন। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক উদয় ভাস্কর বন্দোপাধ্যায়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পর্যটনের নতুন গন্তব্য হয়ে উঠছে ‘দ্বীপের রানি’ খ্যাত ভোলার সর্বদক্ষিণের উপজেলা চরফ্যাশন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সমুদ্র ছুঁই ছুঁই এই এলাকায় নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে দৃষ্টিনন্দন স্থাপনা ‘জ্যাকব টাওয়ার’। প্যারিসের আইফেল টাওয়ারের আদলে নির্মিত উপমহাদেশের সর্বোচ্চ উচ্চতার এই ওয়াচ টাওয়ারটি গতকাল বুধবার বিকেলে উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

অত্যাধুনিক স্থাপত্যকলার নান্দনিক বৈভব নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ২২৫ ফুট উচ্চতার টাওয়ারটির উদ্বোধনের পর সুধী সমাবেশে রাষ্ট্রপতি বলেন, ‘জ্যাকব টাওয়ারটি বাংলাদেশের পর্যটনশিল্পে এক নতুন দিগন্তের সূচনা করেছে। পর্যটনশিল্পকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বেসরকারি সব উদ্যোক্তাকে এগিয়ে আসতে হবে।’ তিনি বলেন, ‘চরফ্যাশনের রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন অবকাঠামোসহ সার্বিক উন্নয়নের চিত্র দেখে আমি অভিভূত, আনন্দিত।’

চরফ্যাশন পৌরসভার এই টাওয়ার নির্মাণ প্রকল্প শুরু হয়েছিল ২০১৩ সালে। প্রায় ২০ কোটি টাকার এই প্রকল্পের মূল উদ্যোক্তা পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। টাওয়ারটির ডিজাইন করেছেন স্থপতি কামরুজ্জামান লিটন। গত বছর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নির্মাণাধীন প্রকল্পটি পরিদর্শন করে এর নামকরণ করেন ‘জ্যাকব টাওয়ার’।

ওয়াচ টাওয়ারটিতে রয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন বাইনোকুলার। এর সাহায্যে পর্যটকরা চরকুকরিমুকরি, তারুয়া সৈকত ও বঙ্গোপসাগরের একটি অংশসহ চারপাশের ১০০ বর্গকিলোমিটার এলাকা পর্যবেক্ষণ ও উপভোগ করতে পারবে। টাওয়ারে উঠতে জনপ্রতি প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

সরকারি টিবি হাই স্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবদুল হামিদ বলেন, ‘চরফ্যাশনের উন্নয়ন এবং প্রাকৃতিক সৌন্দর্যের কথা দীর্ঘদিন ধরে শুনে আসছি। আজ বাস্তবে দেখে আমি মুগ্ধ। আপনাদের ভোটে পর পর দুই দুইবার নির্বাচিত সংসদ সদস্য উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের নেতৃত্বে এই এলাকার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছে।’

রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে ওয়াচ টাওয়ারের মাধ্যমে পর্যটনশিল্পের পর্যাপ্ত বিকাশ ঘটেছে। সেই চিন্তাধারায় দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বাধুনিক ও সুউচ্চ জ্যাকব টাওয়ারের মাধ্যমে বাংলাদেশের পর্যটনশিল্পে এক নতুন ধারা যোগ হয়েছে। এই টাওয়ার দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে ইতিবাচক অবদান রাখবে।’ তিনি বলেন, ‘পর্যটনশিল্পের বিকাশ নিশ্চিত করতে পর্যটকের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়াতে হবে।’

রাষ্ট্রপতি আরো বলেন, ‘শিক্ষা একটি জাতির উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার। তাই দেশকে উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে নিতে হলে দেশের প্রতিটি নাগরিককে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। ২১ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য শিক্ষার গুণগত মান বাড়াতে হবে। সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।’

সমাবেশে বিশেষ অতিথি আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে চলছিল নির্যাতন। আমাকে ও জ্যাকবকে এলাকায় আসতে দেওয়া হয়নি। কায়কোবাদ হত্যা মামলায় আমাদেরকে আসামি করে জেলে নির্যাতন করা হয়েছে।’ তিনি বলেন, ‘ভোলার চারটি আসনের মধ্যে চরফ্যাশন-মনপুরা উপজেলায় জ্যাকব সবচেয়ে বেশি উন্নয়ন করেছে। চরফ্যাশন একদিন জেলা হবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আমার সার্বিক সহযোগিতা থাকবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সালমান খানকে বিয়ে করতে চান পপি

বলিউড সুপারস্টার সালমান খানকে বিয়ে করতে চান ঢালিউড নায়িকা পপি। বুধবার একুশে টিভির একটি অনুষ্ঠানে তিনি এ ইচ্ছা পোষণ করেন।

নাজিম জয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটির র‌্যাপিড প্রশ্নোত্তর পর্বে পপি বলেন, সালমান খানকে বিয়ে করতে চাই, তবে শাহরুখ খানকেও ভাল লাগে।

পপি অারও জানান, পর্দার বাইরে এখনও প্রেম করার সময় পাননি তিনি। তবে অভিনয় করতে করতে প্রেমের প্যাশন কিছুটা অনুভব করতে পারেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চলে গেলেন খেশরা আ.লীগের সেক্রেটারি লাভলু

তালা প্রতিনিধি: তালার খেশরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম লাভলু (৪৫) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার সকালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…..রাজেউন)। মরহুম তৌহিদুল ইসলাম সদালাপী, সৎ, বন্ধুসুলভ এবং ১০ নং খেশরা ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার দক্ষিন শাহাপুর গ্রামের আব্দুল মজিদ মাষ্টারের ছেলে।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, তৌহিদুল ইসলাম লাভলু রাজনীতির পাশাপাশি আশাশুনি উপজেলার গুনাকরকাটি আজিজিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। এছাড়া তার স্ত্রী আশাশুনি মহিলা কলেজে শিক্ষকতা করতেন। চাকরির সুবাদে লাভলু পরিবার নিয়ে আশাশুনি সদরে বসবাস করতেন। বুধবার সকাল সাড়ে ৮টি দিকে আশাশুনি বাসার পুকুরে গোছল শেষে রুমে ফেরার সময় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন এবং তৎক্ষনাৎ মৃত্যুবরন করেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় সহ তালার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি বৃদ্ধ পিতা, মাতা, স্ত্রী, ২ পুত্র, ভাই, বোন ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী এবং শুভাকাংখী রেখে গেছেন।
এদিন বিকালে মরুহম লাভলুর জানাযা নামাজ শেষে শাহাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে দাফন করা হয়। এর আগে মৃত্যুর সংবাদ পেয়ে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা আ.লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহা বিদ্যালয়ের অধক্ষ এনামুল ইসলাম, জেলা আ.লীগ নেতা প্রভাষক প্রণব ঘোষ বাবলু, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, কুমিরা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগ সভাপতি আজিজুর রহমান, তেঁতুলিয়া ইউনিয়ন আ.লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সরদার, তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি সরদার জাকির হোসেন, ইসলামকাটী ইউনিয়ন আ.লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, মাগুরা ইউনিয়ন আ.লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ, খলিশখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফ্ফর রহমান ও ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক সাংবাদিক সমীর কুমার দাশ, খেশরা ইউপি চেয়ারম্যান অধ্যাপক রাজিব হোসেন রাজু, সাবেক ইউপি চেয়ারম্যান এস. এম. লিয়াকত হোসেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান আািজজুর রহমান রাজু, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, কাজী নজরুল ইসলাম হিল্লোড়, আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এম. এম. ফজলুল হক, অধ্যাপক এম. এ গফ্ফার, জেলা সহকারী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুর রব পলাশ ও তালা উপজেলা ছাত্রলীগ সভাপতি সরদার মশিয়ার রহমান রহ রাজনৈতিক, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার সহ¯্রাাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে শিক্ষকের প্রহারে ছাত্র আহত

শ্যামনগর ব্যুরো: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ১৩২ নং কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুহুল কুদ্দুস দ্বিতীয় শ্রেণির ছাত্র সিয়াম হোসেন কে পিটিয়ে আহত করেছে। গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে স্কুল চলাকলীন সময়ে এঘটনা ঘটে। এঘটনায় সিয়ামের বাবা আঃ রউফ শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজজামানের নিকট অভিযোগ দিয়েছে। তিনি জানান, দুই ছাত্র গোলযোগ চলাকালীন ঘটনাস্থলে শিক্ষক কুদ্দুস আলী সিয়ামকে মারপিঠ করে আহত করে। ওই বিদ্যালয়েরে প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, বিষয়টি মিমাংসা করা হচ্ছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ে ক্লাস্টার অফিসার উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা সচীন্দ্রনাথ সত্যতা স্বীকার করে বলেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে অভিযুক্ত শিক্ষক রুহুল কুদ্দুস বলেন,আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে । উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল বাসার সত্যতা স্বীকার করে বলেন, সিয়ামকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নিয়ে মীমাংসার চেষ্টা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনির শীর্ষ সন্ত্রাসী রমজান বাহিনীর প্রধান রমজানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুরে শহরের পোষ্ট অফিস মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রমজান আলী মোড়ল (৩৬) আশাশুনি উপজেলার কাপসান্ডা গ্রামের সুন্দর আলী মোড়লের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ হাশেমী জানান, বিস্ফোরক, ডাকাতি, হত্যা প্রচেষ্টাসহ একাধিক মামলার আসামী রমজান আলী মোড়ল শহরের পোষ্ট অফিস মোড় এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুল ইসলাম শাহিন তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত রমজান আলী মোড়লের বিরুদ্ধে আশাশুনি থানায় বিস্ফোরক, ডাকাতি, হত্যা প্রচেষ্টাসহ ১৬ টি মামলা রয়েছে।
এদিকে, সন্ত্রাসী রমজানের গ্রেফতারে আশাশুনি উপজেলা ব্যাপী স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest