সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে জনসভা- গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুতালা–কলারোয়ার উন্নয়নে ঐক্যের ডাক হাবিবুল ইসলাম হাবিবেরআদালত চত্বরে কেরোসিন ঢেলে মাটি চাপা দেওয়া হলো জব্দকৃত হরিণের মাংসসাংবাদিক আকরামুলের উপর হামলা : সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দাপাইকগাছায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের উদ্যোগে দশ গ্রামের দুস্থদের মাঝে তিন সহস্রাধিক কম্বল বিতরণবিএনপি থেকে ডা: শহীদুল আলম বহিস্কারসংগ্রামের গল্পে ঢাবি জয় দিহানেরতালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপসাতক্ষীরায় ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার : ৪টি আসনে প্রতিদ্বন্দ্বী ১৮সাতক্ষীরায় খাদ্য মোড়কে ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং প্রবিধানমালা চূড়ান্ত করার দাবিতে স্মারকলিপি

সদর উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আহবায়ক কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি:
সাতক্ষীরা সদর উপজেলা শাখা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ আহবায়ক কমিটি পুনারায় ঘোষনা করা হয়েছে। ৮ মার্চ বিকেলে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ সাতক্ষীরা জেলা শাখা কার্যালয়ে কমিটি ঘোষণা করা হয়। সদর উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জাহাঙ্গীর আলম আহবায়ক, সেলিম হোসেন কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি এড. আল মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে সদর উপজেলা ছাত্রলীগের সৌজন্য সাক্ষাৎ

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার দুপুরে সদর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বি শাওনের নেতৃত্বে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বি শাওন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন এবং দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ী এদেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক মুক্ত ডিজিটাল সাতক্ষীরা গড়তে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে অগ্রণী ভূমিকা পালন করবে। যে কারণে সাতক্ষীরা পুলিশ সুপারের সার্বিক সহযোগিতা কামনা করেন। পুলিশ সুপার সাজ্জাদুর রহমান দিক নির্দেশনা মূলক সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হল বাল্যবিয়ে

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল এক কিশোরী।
শনিবার উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কচুখালী গ্রামের আনোয়ার হোসেন কাগুচীর বাড়িতে উপস্থিত হয়ে তিনি এই বাল্যবিয়ে বন্ধ করেন।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজজামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও জেলা প্রশাসক ইফতেখার হোসেনের নির্দেশে তিনি অন্যান্য সহকর্মীদের নিয়ে মুন্সিগঞ্জ ইউনিয়নের কচুখালী গ্রামের আনোয়ার হোসেন কাগুচীর বাড়িতে যান।
ুএ সময় অষ্টম শ্রেণিতে পড়–য়া কিশোরীর বাল্যবিয়ের প্রস্তুতির বিষয়টি সত্য হওয়ায় মেয়ের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেব না মর্মে অভিভাবকদের নিকট থেকে মুচলেকা নিয়ে সর্তক করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় মুক্তিযোদ্ধাদের সভা

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনির আয়োজনে আগামী ২৬ মার্চ, মুক্তিযোদ্ধা যাদুঘর নির্মাণ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানের কাজ তদারকী করাসহ বিভিন্ন বিষয়ে শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। সভায় অন্যান্যের মধ্যে প্রাক্তন উপজেলা কমান্ডার জামশেদ আলম, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাৎ নফর বিশ^াস, মুক্তিযোদ্ধা সংসদের দপ্তর কমান্ডার আব্দুর রউফ, দেবহাটা সদর ইউনিয়ন কমান্ডার কাজী ইদ্রিস আলী, সখিপুর ইউনিয়ন কমান্ডার আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা সাবুর আলী, সখিপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি হারুন-অর রশিদ সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে পালনে করনীয় নির্ধারণ, উপজেলার পারুলিয়া শহীদ কাশেম পার্কে মুক্তিযোদ্ধা যাদুঘর নির্মান করা, উপজেলা সদরে নির্মানাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানের কাজ তদারকী করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় সকল মুক্তিযোদ্ধাবৃন্দ মুক্তিযোদ্ধাদের কল্যানে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে যেন মুক্তিযোদ্ধাদের কল্যানের কাজ প্রসারিত করা হয় সেদিকে সুনজর দিতে সরকারের দৃষ্টি আকর্ষন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় চাঞ্চল্যকর ইউপি চেয়ারম্যান হত্যা চেষ্টার ক্লু উদঘাটন

কে.এম রেজাউল করিম : দেবহাটার চাঞ্চল্যকর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন হত্যা চেষ্টা মামলার ক্লু উদঘাটন হয়েছে। এই মামলার পরিকল্পনাকারী, শ্যুটার ও কারা কারা এর সাথে সম্পৃক্ত সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে। দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন জানান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দক্ষ রাজনৈতিক কর্মী উপজেলার সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন ২ জানুয়ারী মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মটরসাইকেল যোগে পারুলিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকগজ দুরে সখিপুর টেলিফোন অফিসের কিছুদূর আগে পৌঁছালে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা মোটর সাইকেলযোগে এসে রতনের মোটর সাইকেলের গতিরোধ করে তাকে পরপর ৩টি গুলি করে। এতে রতনের বুকের ডানপাশে পাজড়ের নিচে গুলিবিদ্ধ হয়। ঘটনার কিছুক্ষন পরেই সেখানে পুলিশ পৌছে ঘটনাস্থল থেকে গুলির খোসা ও একজোড়া সেন্ডেল উদ্ধার করে। পরবর্তীতে ঘটনাটিকে চাঞ্চল্যকর হিসেবে পুলিশের পক্ষ থেকে অপরাধীদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা করা হয়। ঘটনার পরে ০৮-০১-১৭ ইং তারিখে রতনের মা মিনা বেগম (৬৫) বাদী হয়ে দেবহাটা থানায় ধারা- ৩৪১/৩২৬/৩০৭/৩৪ দঃ বিঃ ধারায় মামলা দায়ের করেন। মামলায় এজাহারভুক্ত হিসেবে ৩ জনের নাম উল্লেখ এবং এছাড়া অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামী করা হয়। যার মামলা নং- ০২। পুলিশ ঐ মামলার এজাহারভুক্ত আসামী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুজ্জামান সাদ্দামকে আটক করে এবং সন্দিদ্ধ আসামী হিসেবে সাতক্ষীরার পাটকেলঘাটার মঙ্গলানন্দকাটি গ্রামের শেখ আব্দুল হকের ছেলে শেখ আব্দুল গফুর (২৪) ও তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের আব্দুর রাজ্জাক মোড়লের ছেলে শিমুল মোড়ল (২০) এবং কালীগঞ্জের একজনকে গ্রেফতার করে। ওসি কাজী কামাল জানান, মামলাটির তদন্ত পুলিশ গুরুত্ব দিয়ে করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার উপজেলার সখিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত আব্দুল বারী সরদারের ছেলে ওলিউল্লাহ (২৫) কে আটক করা হয়। ওলিউল্লাহ জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এই মামলার পরিকল্পনাকারী, শ্যুটার ও কারা কারা এর সাথে সম্পৃক্ত সে বিষয়ে বিস্তারিত জানিয়েছে। তার স্বীকারোক্তি মোতাবেক শ্যুটার বাইরে থেকে ভাড়া করা ছিল। সেজন্য ওলিউল্লাহকে নিয়ে ওসি সহ পুলিশ ২ দিন বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান চালায়। ওসি জানান, এই মামলার বিস্তারিত তথ্য জানা গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছেনা। তবে অতি দ্রুতই এই মামলাটির সমাধান করা হবে বলে ওসি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিদাহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন টাইগার দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বৃষ্টির কারণে ম্যাচে নির্ধারিত সময়ে টস হতে পারেনি। ১৫ মিনিট বিলম্বে টস হয়। ম্যাচে বাংলাদেশ অপরিবর্তিত দল নিয়েই মাঠে নেমেছে।

দুপুর আড়াইটা থেকেই কলম্বোয় বৃষ্টি শুরু হয়। আবহাওয়া রিপোর্টে আগে থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না। বলা যায়, আচমকাই বৃষ্টি নামে। তবে স্বস্তির খবর আসে বিকেল চারটায়। জানা যায়, বৃষ্টি থেমে গেছে।

তবে আকাশে ঘনকালো মেঘ ছিল। আবারও বৃষ্টি নামার তাই সম্ভাবনা ছিল। বৃষ্টি নেমেছেও। এই বৃষ্টি চলেছে সাতটা পর্যন্ত। ফলে ১৫ মিনিট দেরি করে ৭টা ১৫ মিনিটে টস হয়েছে।

প্রসঙ্গতঃ নিজেদের প্রথম ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় রোহিত শর্মার ভারতের কাছে ৬ উইকেটে হেরে যায় বাংলাদেশ। আজকের ম্যাচটি টাইগারদের জন্য বলতে গেলে বাঁচা-মরার লড়াই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেয়ারস্টো ঝড়ে সিরিজ ইংল্যান্ডের

নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনার জনি বেয়ারস্টোর বিধ্বংসী ব্যাটিংয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে সফরকারী ইংল্যান্ড। শনিবার বেয়ারস্টোর ৬০ বলে ১০৪ রানের সুবাদে ক্রাইস্টচার্চে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে কিউইদের ৭ উইকেটে হারায় ইংলিশরা। ফলে পাঁচ ম্যাচ সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিলো ইয়োইন মরগানের দল। এই নিয়ে টানা ষষ্ঠ ওয়ানডে সিরিজ জিতলো ইংল্যান্ড।

সিরিজ নির্ধারণী ম্যাচের দিন সকালে বড় ধরনের ধাক্কা খায় নিউজিল্যান্ড। আগের ম্যাচে ১৮১ রানের মহাকাব্যিক ইনিংস খেলা রস টেইলর ইনজুরির কারণে একাদশে সুযোগ পাননি। তাই টেইলরকে ছাড়াই খেলতে নামে নিউজিল্যান্ড। ইনিংসের তৃতীয় বলেই মারকুটে ওপেনার কলিন মুনরোকে হারায় স্বাগতিকরা। ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের বলে আউট হয়ে শূন্য হাতে ফিরেন মুনরো।

শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার আগেই দলীয় ২৬ রানে দ্বিতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড। পেসার মার্ক উডের শিকার হয়ে ১৪ রানে থামেন অধিনায়ক কেন উইলিয়ামসন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ফলে ৯৩ রানের মধ্যে ষষ্ঠ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কিউইরা। আউট হওয়া অন্য চার ব্যাটসম্যান হলেন- মার্টিন গাপটিল ৪৭, উইকেটরক্ষক টম লাথাম ১০, টেইলরের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া মার্ক চাপম্যান শূন্য ও কলিন ডি গ্র্যান্ডহোম ৬ রান করেন।

সপ্তম উইকেটে জুটি বেধে ইংল্যান্ডের বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলেন হেনরি নিকোলস ও অলরাউন্ডার মিচেল স্যান্টনার। এতে নিকোলস-স্যান্টনারের দৃঢ়তায় দল পায় ৮৪ রান। ফলে সম্মানজনক স্কোর পাবার সুযোগ পায় নিউজিল্যান্ড। নিকোলস ও স্যান্টনার দু’জনই স্বাদ নেন হাফ-সেঞ্চুরির।

নিকোলস ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ হাফ-সেঞ্চুরি তুলে ৫৫ রানে থামেন। দলীয় ২১৩ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হন স্যান্টনার। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে ৪টি চার ও ২টি ছক্কায় ৭১ বলে ৬৭ রান করেন তিনি। তার বিদায়ের ১০ রান পরই স্কোরবোর্ডে ২২৩ রান জমা করে অলআউট হয় নিউজিল্যান্ড। ইংল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নেন ওকস ও আদিল রশিদ।

জয়ের জন্য ২২৪ রানের লক্ষ্যে দুর্দান্ত শুরু করে ইংল্যান্ড। ১২২ বল মোকাবেলায় ১৫৫ রান যোগ করে ইংলিশদের উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার বেয়ারস্টো ও অ্যালেক্স হেলস। এর মধ্যে ১০৪ রানই ছিলো বেয়ারস্টোর। মাত্র ৫৮ বলে সেঞ্চুরির স্বাদ নেন তিনি। ইংল্যান্ডের পক্ষে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। শেষ পর্যন্ত ৯টি চার ও ৬টি ছক্কায় ৬০ বলে ১০৬ রান করেন আগের ম্যাচে ১৩৮ রান করা বেয়ারস্টো।

ম্যাচের সেরা বেয়ারস্টোর বিদায়ের পর আরও দু’উইকেট হারায় ইংল্যান্ড। কিন্তু তাতে কোনো ক্ষতি হয়নি তাদের। ১০৪ বল হাতে রেখে জয়ের বন্দরে ঠিকই পৌঁছে যায় ইংলিশরা। হেলস ৬১, অধিনায়ক ইয়োইন মরগান ৮ রান করে আউট হলেও জো রুট ২৩ ও বেন স্টোকস ২৮ রান করে অপরাজিত থাকেন। সিরিজ সেরা হয়েছেন ইংল্যান্ডের ওকস।

ওয়ানডে সিরিজ শেষে এবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। অকল্যান্ডে আগামী ২২ মার্চ থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ৩০ মার্চ।

সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড : ২২৩/১০, ৪৯.৫ ওভার (স্যান্টনার ৬৭, নিকোলস ৫৫, ওকস ৩/৩২)।
ইংল্যান্ড : ২২৯/৩, ৩২.৪ ওভার (বেয়ারস্টো ১০৪, হেলস ৬১, স্যান্টনার ১/৪৪)।
ফল : ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)।
সিরিজ সেরা : ক্রিস ওকস (ইংল্যান্ড)।
সিরিজ : পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতলো ইংল্যান্ড।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এ কোন জায়েদ খান!

এ কোন জায়েদ খান!

কর্তৃক Daily Satkhira

গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় জায়েদ খান ও পরীমণি অভিনীত ছবি ‘অন্তর জ্বালা’। এটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছিল। আবারও জুটি বেঁধে অভিনয় করতে চলেছেন তারা। পরীমণির প্রযোজনায় ‘ক্ষত’ শিরোনামে নতুন এই ছবিটির মহরত হয়ে গেল শুক্রবার। এদিন ‘ক্ষত’ ছবির যে পোস্টার প্রকাশ করা হয়েছে তা দেখে চেনার উপায় নেই পরীমণির পাশের মানুষটি কে। নায়ক হিসেবে জায়েদ খানের নাম ঘোষণা করা হলেও তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে না দেখলে কেউ বুঝতেই পারবেন না তিনিই জায়েদ খান। ছবিতে একেবারে ভিন্ন লুকে দেখা যাবে এই ঢালিউড অভিনেতাকে। ঠিক যেন অনেকটা বলিউডের মি. পারফেকশন খ্যাত অভিনেতা আমির খানের ‘গজনী’ ছবির স্টাইলে। তাই তো ‘ক্ষত’র পোস্টার প্রকাশ হতেই ছবিটি নিয়ে আশার বাণী শোনাচ্ছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, ‘ক্ষত’ ছবির মধ্য দিয়ে প্রথমবার প্রযোজনার খাতায় নাম লেখালেন পরী। প্রোডাকশন হাউজের নাম দিয়েছেন সোনার তরী। যদিও এর আগে ‘মহুয়া সুন্দরী’ ছবিতে লগ্নিকারী প্রযোজক হিসেবে নাম ছিল তারও। কিন্তু প্রত্যক্ষভাবে এবারই প্রযোজনায় জড়ালেন তিনি। আর এ ব্যানার থেকে প্রথম ছবি নির্মিত হতে যাচ্ছে শামীম আহমেদ রনির হাত ধরে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest