সর্বশেষ সংবাদ-
বিএনপির কণ্ঠে স্বৈরাচারের সুর শুনতে পাচ্ছি– সাতক্ষীরায় গোলাম পরওয়ারজাতীয় নিরাপদ সড়ক দিবসে সাতক্ষীরায় বিআরটির রোড শোতালায় বালু বিক্রয় নিয়ে সংঘর্ষে আহত ৪ : ভুক্তভোগী পরিবারের অভিযোগলাবণ্যবতী খালের উপর কাঠের ব্রিজটি যেন মৃত্যুর ফাঁদসাতক্ষীরা-২ আসনে এবি পার্টির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জি এম শাকিলবর্ণিল সাজে সাতক্ষীরায় লেকভিউ রাগবি সেভেনস ট্রফি’র উদ্বোধনপিআর পদ্ধতির দাবিতে সাতক্ষীরায় সেমিনারশ্যামনগরে আজাবা শাকের মেলা ও রান্না প্রতিযোগিতাসংকটের মুহূর্তে জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠা কালবেলার সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবেসাতক্ষীরায় শ্রমিক নেতা মনিকে আটকের প্রতিবাদে মানববন্ধন

গরমে স্বস্তি দেয় মাঠা!

ঢাকার মাঠার আছে এক স্বর্ণালি ইতিহাস। এজন্য একবার ঢুঁ মেরে আসতে পারেন পুরান ঢাকায়। কারণ খাঁটি মাঠা ও ঐতিহ্যের স্বাদ একসঙ্গে পেতে পুরান ঢাকায় যাওয়ার বিকল্প নেই।

তবে এই গরমের সময় মাঠা নিয়ে পথে ঘাটে বসে থাকতে দেখা যায়, অনেক বিক্রেতাকে। বিশেষ করে সকালের দিকে এই পানীয় সহজলভ্য। তবে এখন তো প্যাকেটজাত মাঠা রয়েছে, তাই যে কোন সময় পান করা যায়। তবে সকালের সেই মাঠার স্বাদ অন্যরকম। তবে ঘরে বসেই আপনি তৈরি করে নিতে পারেন এই মাঠা।

উপকরণ:

টক দই- ১ লিটার
পানি- ১ লিটার
চিনি- ৬/৭ চামচ
লবন- সামান্য
পেস্তা বাদাম বাটা- ২ চামচ
গন্ধরাজ লেবুর রস- ২ চামচ

তৈরিকরণ পদ্ধতি:

টক দই কিছুটা পানি দিয়ে একটু পাতলা করে নিন, এবার ডাল ঘুটনি দিয়ে বেশ ভালো মত ঘুটতে হবে। কিছুক্ষণ পরে দেখবেন উপরে ক্রিম ভেসে উঠবে, সেগুলো তুলে ফেলুন। এবার একবার এইভাবে ক্রিমটা তুলে ফেলুন। এবার ওই ক্রিম তোলা টক দই তে বাকি পানি, চিনি, লবন, পেস্তা বাদাম বাটা, লেবুর রস মিশিয়ে নিয়ে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন মাঠা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ থেকে সারা দেশে খোলা বাজারে চাল ও আটা বিক্রি

গতকাল রবিবার (৪ মার্চ) থেকে সারা দেশে খোলা বাজারে চাল ও আটা বিক্রির কার্যক্রম (ওএমএস) শুরুর কথা থাকলেও তা আজ সোমবার থেকে শুরু করা হবে। গত বছরের ডিসেম্বরে ওএমএস কার্যক্রম বন্ধের পর সম্প্রতি আবারও নতুন করে খোলা বাজারে সিদ্ধ চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বৃহস্পতিবার (১ মার্চ) নতুন করে খোলা বাজারে সিদ্ধ চাল বিক্রির ঘোষণা দেন। খাদ্যমন্ত্রী জানিয়েছিলেন, ৪ মার্চ থেকে শুরু হয়ে বোরো ধান সংগ্রহ পর্যন্ত খোলা বাজারে চাল বিক্রি অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চালের দাম অসহনীয় পর্যায়ে চলে যাওয়ার পর সরকার গত বছরের ১৭ সেপ্টেম্বর থেকে ৩০ টাকা কেজি দরে আতপ চাল এবং ১৭ টাকা কেজি দরে আটা বিক্রি শুরু করে। আতপ চাল জনপ্রিয় না হওয়ায় ডিসেম্বর পর্যন্ত বিক্রি কার্যক্রম চালিয়ে নেয় খাদ্য মন্ত্রণালয়। এবারও একই দামে সিদ্ধ চাল ও আটা বিক্রি করা হবে।

অতিরিক্ত মহাপরিচালক আরও জানান, ‘এবার সিদ্ধ চাল বিক্রি করা হবে ৩০ টাকা কেজি দরে। আর আটা বিক্রি হবে ১৭ টাকা কেজি দরে। রাজধানীর প্রতি ডিলারকে বিক্রির জন্য দুই টন চাল ও দুই টন আটা দেওয়া হচ্ছে। রাজধানীর বাইরে প্রতি ডিলারকে এক মেট্রিক টন চাল ও এক মেট্রিক টন আটা বিক্রির জন্য দেওয়া হচ্ছে। সারা দেশে ৬৩৭ জন ডিলার এ কার্যক্রম চালাবেন।

উল্লেখ্য, ১ মার্চ থেকে অতি দরিদ্র ৫০ লাখ পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি করে ওএমএস’র চাল দেওয়ার কার্যক্রম শুরু করেছে সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উর্বশীর চাহিদা মেটাতে প্রযোজকরা…

উর্বশী রাউতেলা অভিনীত হেট স্টোরি-৪ কেমন চলবে কেউ জানে না। তবে এই ছবির পর নায়িকার আরও একটি ছবি মুক্তি পাবে। আর সেই ছবির নাম ভানুপ্রিয়া। কিন্তু উর্বশী রাউতেলা এখন থেকেই নিজেকে বলিউডের সর্বেসর্বা ভাবতে শুরু করে দিয়েছেন। আর তা না হলে সেটে ও সেটের বাইরে তার চাহিদা মেটাতে গিয়ে প্রযোজকদের এমন তিক্ত অভিজ্ঞতা হবে কেন?

ভানুপ্রিয়া ছবির সঙ্গে যুক্ত একজনের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, উর্বশী নাকি খাবারের জন্য প্রতিদিন হাজার হাজার টাকা চাইছেন এবং সাথে শ্যুটিং চলাকালীন লম্বা লম্বা ব্রেক নিচ্ছেন।

জানা গিয়েছে, যে মুহূর্তে উর্বশী শ্যুটিংয়ের জন্য বাড়ি থেকে রওনা দিয়ে গাড়িতে উঠছেন, ঠিক সেই মুহূর্তে তার সহকারীরা প্রযোজকদের ফোন করে জানিয়ে দিচ্ছেন, সেদিন কী কী খাবেন তারা। আর তা নামিদামি হোটেল থেকেই আনাতে হচ্ছে।

শুধু যে নিজে খাচ্ছেন তাই নয়। সময়ে সময়ে বাবা মাকেও ফোন করে নিচ্ছেন উর্বশী। জানতে চাইছেন, সেদিন তাদের কী কী খাওয়ার ইচ্ছে। খাবার এলেই নিজে কিছুটা খেয়ে প্যাক করে পাঠিয়ে দিচ্ছেন বাড়িতে। প্রতিদিন এ জন্য প্রযোজক সংস্থার ৫ হাজার টাকার বিল হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

শুধু তাই নয়, উর্বশী নাকি প্রতিদিন শ্যুটিং চলাকালীন ঘণ্টা দেড়েকের বিরতি নিচ্ছেন। তার কারণ আর কিছু নয়, ভ্যানিটি ভ্যানে বসে ভাবতে হচ্ছে তাকে, সেদিন আর কী কী খাবেন। ছবির কর্মী, প্রযোজক সকলে তার ব্যবহারে অত্যন্ত বিরক্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাফর ইকবালের ওপর হামলা, মোবাইলে ব্যস্ত ২ পুলিশ প্রত্যাহার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক ও জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের নিরাপত্তার দায়িত্বে থাকা ওই দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ আবদুল ওয়াহাব মিয়া। তবে প্রত্যাহার করা দুই পুলিশ সদস্যের নাম জানাননি তিনি।

শনিবার শাবিপ্রবির মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সময়ে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা হয়। হামলাকারী ফয়জুর রহমান মঞ্চে জাফর ইকবালের পেছনে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় সেখানে তাঁর নিরাপত্তায় তিন পুলিশ সদস্যও দায়িত্বে ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেয়ে, দায়িত্বরত তিনজনের মধ্যে দুই পুলিশ সদস্য মুঠোফোন নিয়ে ব্যস্ত।

হামলার পরই সেখানে উপস্থিত থাকা শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে পুলিশ সদস্যদের দায়িত্ব অবহেলার অভিযোগ ওঠে।

এর পরিপ্রেক্ষিতে রোববার রাতে জাফর ইকবালের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তুরস্কের হামলায় সিরিয়ার ৩৬ সেনা নিহত

সিরিয়ার আফরিনে তুরস্কের বিমান হামলায় দেশটির সরকারপন্থী অন্তত ৩৬ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

শনিবার সংস্থাটি জানায়, সিরিয়ার উত্তরাঞ্চলের কাফর জিনা ক্যাম্পে চালানো বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। আফরিনে চলমান তুর্কি অভিযানে মূলত কুর্দিদের সহযোগিতা করার লক্ষ্যে দুই সপ্তাহ আগে আফরিনে প্রবেশ করে সরকারপন্থী সেনারা।

বলা হচ্ছে, জানুয়ারি থেকে শুরু হওয়া অভিযানে এই ৩৬ সেনা নিহতের বিষয়টি সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা।

এর আগে গত বৃহস্পতিবারও তুর্কি সেনা ও কুর্দিদের মধ্যকার হামলা-পাল্টা হামলায় আট তুর্কি সেনা নিহত হয়। আহত হয় ১৩ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসির ৬০০তম গোল, অ্যাতলেতিকোকে হারালো বার্সা

ফাইনালের আমেজ ছড়াচ্ছিল ন্যু ক্যাম্পে বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদের লড়াই। যেখানে পয়েন্টের ব্যবধান কেবল ৫, সেখানে শীর্ষ দুই দলের প্রতিদ্বন্দ্বিতার আগে তো এমন উত্তেজনা থাকাটা স্বাভাবিক। তবে লিওনেল মেসি গড়ে দিলেন পার্থক্য, কাতালানরা জিতলো ১-০ গোলে। তার চমৎকার ফ্রিকিক গোলে অ্যাতলেতিকোকে ৮ পয়েন্ট পেছনে ফেলে লা লিগার শীর্ষস্থান ধরে রাখলো বার্সেলোনা।

২৭ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে এক নম্বরে কাতালান জায়ান্টরা। ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অ্যাতলেতিকো। এই জয়ে লা লিগা শিরোপার লড়াইয়ে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলছে এরনেস্তো ভালভারদের শিষ্যরা।

বড় ম্যাচে রক্ষণ সামলাতে হয় কীভাবে, সেটা ভালোই জানেন দিয়েগো সিমিওনি। তাই শুরু থেকে বাধা পেতে হয়েছে মেসি-সুয়ারেসদের। যদিও ২১ মিনিটে চমৎকার দক্ষতা দেখিয়ে তিন ডিফেন্ডারকে কাটিয়ে অ্যাতলেতিকোর ডিবক্সে ঢুকে যান আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু তার মাটি কামড়ানো দুর্বল শট সহজে রুখে দেন ওবলাক।

বার্সার আক্রমণভাগ ঠেকাতে পারলেও ২৫ মিনিটে ডিবক্সের বাইরে মেসিকে ফাউল করার মাশুল দিতে হয়েছে মাদ্রিদের ক্লাবকে। আর্জেন্টাইন তারকাকে পার্টে ফাউল করলে ফ্রিকিকের বাঁশি বাজান রেফারি। বাঁপায়ের অসাধারণ শটে প্রতিপক্ষের রক্ষণ দেয়ালের ওপর দিয়ে জালে জড়ান মেসি। ওবলাক বলে হাত লাগালেও পারেননি তাকে গোলবঞ্চিত করতে। এমন চোখ ধাঁধানো গোলে মেসিকে হাততালি দিয়ে অভিনন্দন জানান অ্যাতলেতিকোর অধিনায়ক দিয়েগো গদিন।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই গোলে স্পর্শ করেন মাইলফলক। এটি ছিল তার ক্যারিয়ারের ৬০০তম গোল। আর্জেন্টিনার জার্সিতে ৬১ গোল করা মেসির এটি ছিল ক্লাবের জার্সিতে ৫৩৯তম। ৭৪৭ ম্যাচে এই কৃতিত্ব গড়লেন তিনি।

৩৪ মিনিটে সুয়ারেস ও ফিলিপ কৌতিনিয়োর সমন্বয়ে ব্যবধান দ্বিগুণ করতে পারতো বার্সা। কিন্তু ব্রাজিলিয়ান তারকার শট দুর্বল হওয়ায় ওবলাকের বাধা পেরোতে ব্যর্থ হয়। এর তিন মিনিট আগে মেসিকে হলুদ কার্ড দেখালে ক্ষোভে ফেটে পড়ে ন্যু ক্যাম্প।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে সব চেষ্টা করেছিল অ্যাতলেতিকো। কিন্তু পায়নি তারা গোলের দেখা। দিয়েগো কস্তা ও আন্তোয়ান গ্রিয়েজমানের আক্রমণভাগের সময় কেটেছে নিষ্প্রভ। ৮৬ মিনিটে কস্তার পাস থেকে গামেইরো গোল করলেও অফসাইডে তা বাতিল হয়ে যায়। তার ৯ মিনিট আগে সুয়ারেসের গোলটিও একই কারণে বাতিল হয়। ইএসপিএনএফসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বলাডাঙ্গায় বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত

প্রভাষক শওকত আলী বাবু, ঝাউডাঙ্গা : সদর উপজেলার বলাডাঙ্গা ছয়ঘরিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ৪৫তম বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে মাদ্রাসা কমিটি আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি।  এসময় উপস্থিত ছিলেন, তুজলপুর জি.সি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. আমিনুল ইসলাম, মাধবকাটি বাজার কমিটির সভাপতি আ’লীগ নেতা মো. আবুল খায়ের বিশ্বাস, ঝাউডাঙ্গা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটু, ঝাউডাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মো. শরিফুজ্জামান ময়না, সাবেক সেনা সদস্য শহিদুল ইসলাম প্রমুখ।

উক্ত মাহফিলে প্রধান বক্তা ছিলেন হাফেজ মাওলানা মাসউদুর রহমান, বিশেষ বক্তা ছিলেন যশোর টাউন আহলে হাদীস জামে মসজিদের খতিব মাওলানা মুত্তালিব বিন ইমান, বলাডাঙ্গা ছয়ঘরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কুদ্দুস, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বলাডাঙ্গা ছয়ঘরিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মো. হাবিবুল্লাহ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী বাংলাদেশের বিপ্লব

বিপ্লব কুমার দেব। ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ত্রিপুরা রাজ্যের সভাপতি।

বিপ্লবের আসল পরিচয় তিনি বাংলাদেশি বাবা-মায়ের সন্তান। তার দাদার বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মেঘদাইর গ্রামে।

সালের ৭ জানুয়ারি তিনি ভারতের কেন্দ্রীয় সরকারে থাকা দলটির ত্রিপুরা রাজ্যের সর্বকনিষ্ঠ সভাপতি নির্বাচিত হন। গত ১৮ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। বিধানসভার ৬০ আসনের মধ্যে তার তরুণ নেতৃত্বে বিজেপি ৪৩ আসনে জয়লাভ করে। এ ছাড়া তিনিও ত্রিপুরার বনমালিপুর আসন থেকে নির্বাচিত হয়েছেন। বিজেপির কেন্দ্রীয় কমিটি বুধবার ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কচুয়ার মেঘদাইর গ্রামের ঐতিহ্যবাহী ‘মাস্টার বাড়ি’র কবিরাজ গোবিন্দ চন্দ্র দেবের নাতি বিপ্লব কুমার দেব। কবিরাজ গোবিন্দ চন্দ্র দেবের ৪ ছেলে।

তারা হলেন, হারাধন চন্দ্র দেব, হিরুধন চন্দ্র দেব, প্রাণধন চন্দ্র দেব এবং মধুসূদন চন্দ্র দেব। গোবিন্দ চন্দ্র দেবের দ্বিতীয় ছেলে হিরুধন চন্দ্র দেবের সন্তান হলেন বিপ্লব কুমার দেব। বিপ্লব কুমার দেবের বাবা-মা ছাড়া অন্যরা কচুয়া এবং মেঘদাইরে বসবাস করেন। তবে তার মেজ চাচা কবিরাজ প্রাণধন দেব কচুয়ার পরিচিত মুখ। তিনি কচুয়া উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি। থানা পুলিশিং কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন। কচুয়া সদরেই তিনি সপরিবারে বসবাস করেন। কবিরাজ গোবিন্দ চন্দ্র দেবের পারিবারিক সব অনুষ্ঠানেই তাদের আসা-যাওয়া রয়েছে। ত্রিপুরার রাজ্য সভাপতি হওয়ার কিছুদিন আগে চাচাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে আসেন বিপ্লব। সঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে আসেন তিনি। এর আগে গত বছর বিজেপির প্রতিনিধি দলের প্রধান হয়ে বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলে অংশ নেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারযোগে কচুয়া গিয়েছিলেন ত্রিপুরার হবু এ মুখ্যমন্ত্রী। ওই সময় কচুয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিপ্লব কুমার দেবের বাবা-মা ত্রিপুরা পাড়ি জমান। দেশ ছেড়ে ভারতের পাড়ি জমানোর কয়েক মাসের মাথায় ত্রিপুরাতেই মা মিনা রানী দেবের ঘর আলো করে জন্ম নেন বিপ্লব কুমার দেব।

মানিক সরকারের পদত্যাগ : ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন মানিক সরকার (৬৯)। রবিবার দুপুরের দিকে রাজভবনে গিয়ে রাজ্যটির রাজ্যপাল তথাগত রায়ের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। রাজ্যপাল তার পদত্যাগপত্র গ্রহণ করেন। তবে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কেউ শপথ গ্রহণ না করা পর্যন্ত মানিক সরকারকেই রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানোর কথা বলা হয়েছে। পদত্যাগপত্র জমা দেওয়ার পরই মানিক সরকার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘আমি রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি এবং তিনি আমাকে নতুন মুখ্যমন্ত্রী না আসা পর্যন্ত দায়িত্ব সামলানোর কথা বলেছেন। ’ মানিক সরকার আরও বলেন, ‘শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করার জন্য আমি সব সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। ’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest