সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ভূমিহীন সমিতির কঠোর হুশিয়ারীসাতক্ষীরায় শিশু-যুব ও স্টেকহোল্ডারদের কর্মশালাশ্যামনগরে অস্ত্র-গুলিসহ আটক সুন্দরবনের ত্রাস সাইফুলসাতক্ষীরায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসাতক্ষীরায় বিএনপি নেতা চিশতি’র মনোনয়নের দাবিতে সড়ক অবরোধগ্রীন কোয়ালিশন সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটি গঠনগণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি

মাশরাফির ‘ডাবল হ্যাটট্রিক’!

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে মাশরাফি বিন মুর্তজা যেন নিজের তুখোড় তারুণ্যে ফিরে গেছেন। কিন্তু আজ যা করলেন, তা স্রেফ অবিশ্বাস্য—অগ্রণী ব্যাংকের বিপক্ষে টানা ৪ বলে নিয়েছেন ৪ উইকেট! মানে ‘ডাবল হ্যাটট্রিক’! স্বীকৃত ক্রিকেটে এমন ঘটনা রোজ ঘটে না।

আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২৯০ রান তুলেছিল আবাহনী। জবাবে জয়ের জন্য শেষ ওভারে ১৩ রান দরকার ছিল অগ্রণী ব্যাংকের। আবাহনীর হয়ে শেষ ওভারটি করতে এসে প্রথম বলে ১ রান দেন মাশরাফি। এরপর টানা ৪ বলে তুলে নেন ধীমান ঘোষ, আবদুর রাজ্জাক, শফিউল ইসলাম ও ফজলে রাব্বিকে। মাশরাফির এই বিধ্বংসী বোলিংয়ে ২৭৯ রানে গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক। আবাহনীর ১১ রানের এই জয়ে মাশরাফির অবদান ৪৪ রানে ৬ উইকেট! ‘লিস্ট এ’ ক্রিকেটে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে চার বলে চার উইকেট নিলেন মাশরাফি।

আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে ওয়ানডেতে ‘ডাবল হ্যাটট্রিক’ করেছিলেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। মাশরাফি ঘরোয়া ক্রিকেটে হলেও সেই একই সংস্করণে গড়লেন একই কীর্তি। ঢাকা প্রিমিয়ার লিগ ‘লিস্ট এ’ তালিকাভুক্ত আসর। এ মানের আসরে এর আগে ৪ বলে ৪ উইকেট নেওয়ার কীর্তি ছিল শুধু পাঁচজনের—অ্যালান ওয়ার্ড, শন পোলক, ভ্যাসবার্ট ড্রেকস, ডেভিড পাইন ও গ্রাহাম নেপিয়ারের। ‘লিস্ট এ’ তালিকায় বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক এই ‘ফোর উইকেটস ইন ফোর বলস’ তালিকার সর্বশেষ সংযুক্তি। অবশ্য মালিঙ্গার কৃতিত্বটি আন্তর্জাতিক ওয়ানডের পাশাপাশি লিস্ট এতেও গণ্য হবে।

তবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে শুধু ৪ বলে ৪ উইকেট নয়, কীর্তি রয়েছে এক ওভারে ৫ উইকেট নেওয়ারও! প্রায় ৫ বছর আগে বিজয় দিবস টি-টোয়েন্টি টুর্নামেন্টে ইউসিবি-বিসিবির হয়ে এক ওভারে ৫ উইকেট নিয়েছিলেন পেসার আল আমিন। আবাহনীর বিপক্ষে সেই ম্যাচে প্রথম বলে এক উইকেট নেওয়ার পর দ্বিতীয় বলে দিয়েছিলেন ২ রান। এরপর টানা ৪ বলে নিয়েছেন ৪ উইকেট! মজার ব্যাপার হলো, সেটাও ছিল আবাহনীর ইনিংসের শেষ ওভার!

ফতুল্লায় আজ মাশরাফিও একই কীর্তি গড়লেন অগ্রণী ব্যাংকের ইনিংসে শেষ ওভারে। ওই এক ওভারেই পাল্টেছে ম্যাচের চাকা। এর আগে কিন্তু জয়ের পথেই ছিল অগ্রণী ব্যাংক।

আবাহনীর তিন শ ছুঁই-ছুঁই স্কোর তাড়া করতে নেমে অগ্রণীর ওপেনার শাহরিয়ার নাফীস আগের ম্যাচে ৯৯ রানে আউট হওয়ার আক্ষেপ কাটান সেঞ্চুরি (১২১) করে। জয়ের জন্য শেষ তিন ওভারে ৩৩ রান দরকার ছিল অগ্রণীর। ৪৮তম ওভারে ৮ রান দিয়ে প্রতিপক্ষকে আরেকটু চাপে ফেলেন মাশরাফি। পরের ওভারে আরিফুল হাসান দিয়েছেন ১২ রান। এতে জয়ের জন্য শেষ ওভারে ১৩ রানের লক্ষ্য পায় অগ্রণী ব্যাংক। মাশরাফি এসে প্রথম বলে ১ রান দেওয়ার পর বাকিটা ইতিহাস!

তাঁর ৪ বলে ৪টি আউটই সতীর্থের ক্যাচে। দ্বিতীয় বলে ফিরেছেন ধীমান ঘোষ, বদলি ফিল্ডার জয়রাজ শেখকে ক্যাচ দিয়ে। পরের বলে রাজ্জাক ক্যাচ দিয়েছেন নাজমুল হাসান শান্তকে। এরপর শফিউল ইসলামকে সাইফ হাসানের তালুবন্দী করে মাশরাফি তুলে নেন হ্যাটট্রিক। পঞ্চম বলে ফজলে রাব্বি উইকেটের পেছনে ক্যাচ দিলে ২৭৯ রানে গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক। তখনো মাশরাফির হাতে ১ বল বাকি। অগ্রণীর উইকেট থাকলে ওই বলটার ভাগ্যে কী ঘটত, তা অনুমান করে নেওয়া যায়!

অনুমান তো আরও একটি ব্যাপারে করা যায়? এবারের প্রিমিয়ার লিগ যেন মাশরাফির ফেলে আসা তারুণ্যকে পেছন ফিরে দেখার ‘নস্টালজিক’ আসর। এ পর্যন্ত ৮ ম্যাচে নিয়েছেন ২৫ উইকেট! মোহামেডানের অনিকের সঙ্গে ৫ উইকেট ব্যবধানে এগিয়ে মাশরাফিই সর্বোচ্চ উইকেট শিকারি। এই ৮ ম্যাচের মধ্যে মাশরাফি শুধু ২ ম্যাচে কোনো উইকেট পাননি। তা ছাড়া ৩টি ও ৪টি করে উইকেট নিয়েছেন ২টি করে ম্যাচে। আর এক ম্যাচে নিয়েছেন ৫ উইকেট এবং আজ নিলেন ৬ উইকেট!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিয়ের মতো ডিভোর্সও ‘পার্ট অব লাইফ’: সারিকা

বিয়ের মতো ডিভোর্সও জীবনের অংশ বলে মনে করেন অভিনেত্রী সারিকা। সোমবার রাতে বেসরকারি রেডিও স্টেশন জাগো এমএম-এর লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি একথা বলেন।

সারিকা বলেন, আমার জীবনে ডিভোর্সের বিষয়ে যখন সবকিছু ফাইনাল হয়ে গেল, অনেকেই আমাকে সমবেদনা জানাচ্ছিল। কিন্তু কেন? আমার কি ক্যান্সার হয়েছে? বিয়ে যেমন পার্ট অব লাইফ, ডিভোর্সও পার্ট অব লাইফ। এখানে দুঃখের কিছু নেই, সুখেরও কিছু নেই।

নিজের জীবনে কোনো হা হুতাশ নেই দাবি করে অভিনেত্রী বলেন, আমি ভুল থেকে শিখি। আমি মানুষজকে বিশ্বাস করি, কেউ বিশ্বাস ভাঙলে আঘাত পেতাম। এখন সেটায় আমি মানসিকভাবে প্রস্তুত থাকি। কেউ যদি আঘাত করেও তাতে আমি যেন আহত নাই এমন চিন্তা মাথায় থাকে।

কাজের জায়গা একদমই প্রফেশনাল বলে জানান সারিকা। তিনি বলেন, এখানে ব্যক্তিগত কোনো বিষয় আসে না। আমার শত্রুর সাথেও যদি কাজের ক্ষেত্রে দাঁড়াতে হয়, আমার সমস্যা নেই। কাজের জায়গাটা হলো আমার হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশন থাকবে। সেখানে আমি এক পারসেন্ট কম করবো না। কাজের প্রতি আমার রেসপেক্ট রইবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রস্তুতি ম্যাচে টাইগারদের দারুণ জয়

নিদাহাস ট্রফির মিশন দুর্দান্তভাবে শুরু করলো বাংলাদেশ। মঙ্গলবার শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে টাইগাররা জিতেছে বড় ব্যবধানে, ৪২ রানে। আগামী বৃহস্পতিবার প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার আগে এই জয় বাংলাদেশকে উজ্জীবিত করবেই।

কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে আগে ব্যাট করে ২০ ওভারে ১৮৭ রানের বড় সংগ্রহ দাঁড় করেছে বাংলাদেশ। সর্বোচ্চ ৬৫ রান এসেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। সাবেক টেস্ট অধিনায়কের ৪৪ বলের ইনিংস সাজানো তিনটি ছক্কা ও ছয়টি চারে।

দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান মাহমুদউল্লাহর। টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়কের ২৭ বলের ইনিংসে ছিল তিনটি ছক্কা ও দুটি চার।

লিটন দাসও খেলেছেন ঝড়ো ইনিংস। ১৮ বলে তিনটি ছক্কা ও ছয়টি চারে ৪০ রান করেছেন তিনি। এছাড়া আরিফুল হক ১৫ আর নুরুল হাসান ১২ রান করে অপরাজিত ছিলেন। তবে ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার। কোনও রান না করে সাজঘরে ফিরেছেন এই বাঁহাতি ওপেনার। দেশসেরা ওপেনার তামিম ইকবাল এ ম্যাচে খেলেননি।

জবাবে ৮ উইকেটে ১৪৫ রানে থেমে যায় স্বাগতিক দলের ইনিংস। দুই পেসার তাসকিন আহমেদ ও রুবেল হোসেন দারুণ বোলিং করেছেন। দুজনেরই শিকার দুই উইকেট, রুবেলের খরচ ১৯ আর তাসকিনের ১৬ রান। একটি করে উইকেট নিয়েছেন সৌম্য, আবু হায়দার, নাজমুল ইসলাম ও মেহেদী হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় গৌড়মন্ডল পরিক্রমা বৈষ্ণব সম্মেলন অনুষ্ঠিত

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ২দিন ব্যাপি গৌড়মন্ডল পরিক্রমা বৈষ্ণব সম্মেলন-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে পুরাতন সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজ মাঠে শ্রী শ্রী রাধাশ্যাম সুন্দর মন্দির ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজনে শ্রী শ্রী রাধাশ্যাম সুন্দর মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ পরমপুরুষ কৃষ্ণদাস ব্রক্ষচারী’র সভাপতিতেত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা হিন্দু বৈদ্ধ্য-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ^জিৎ সাধু, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, মহিলা কাউন্সিলর ফারহা দিবা খান সাথি, অনিমা রাণী মন্ডল, বিশ^নাথ ঘোষ, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, প্রমুখ। বাংলাদেশসহ বিশে^র ৪০টি দেশের কৃষ্ণ ভক্তরা ২দিন ব্যাপি গৌড়মন্ডল পরিক্রমা বৈষ্ণব সম্মেলনে অংশ নেয়। এসময় বহি-বিশ^ থেকে আগত অতিথি কৃষ্ণ ভক্তরা বলেন, গৌড়মন্ডল পরিক্রমা বৈষ্ণব সম্মেলন-২০১৮ বাংলাদেশের অন্য জেলায় হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে অন্য জেলায় না করে সাতক্ষীরা জেলায় কলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে বিভিন্ন দিবস পালন

জাতীয় পাট দিবস পালিত
শ্যামনগর ব্যুরোঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য পাটর‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। বর্ণাঢ্য পাট র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শ্যামনগর উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সদস্য সচিব ও বারসিক কর্মকর্তা গাজী আল ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত
মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে শিক্ষা মেলা, র‌্যালী, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের ও শিক্ষকদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ‘মান সম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগর উপজেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে সকাল ১০ টায় জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের নেতৃত্বে এক বর্ণঢ্য র‌্যালী শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে আলোচনা মঞ্চে সমাবেত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজজামানের সভাপতিত্বে শিক্ষা সপ্তাহ মেলা উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সুজন সরকার। উদ্বোধন শেষে অতিথিগণ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক প্রাথমিক শিক্ষকদের অংশ গ্রহনে মেলায় উপস্থাপিত উপকরণ পরিদর্শন করেন। বিকালে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের এবং মেলায় অংশ গ্রহনকারীদের পুরষ্কৃত করা হয়।

আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে মানববন্ধন
‘সময় এখন নারীর উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম ও শহরে কর্মজীবন ধারা’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগর উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও ওসিসি এর যৌথ আয়োজনে বারসিক, ফ্রেন্ডশীপ, ও ডেরা সহ কয়েকটি বে-সরকারি সংস্থা এর সহযোগীতায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক আনিসুর রহমান মল্লিক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের ব্যবস্থাপনায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। বালিকা বধু নয়, শিশুর কোল শিশু নয়, বাল্য বিবাহ বন্ধ কর করতে হবে এ সকল স্লোগানে মানব বন্ধন চলাকালীন বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান, জাতীয় মহিলা সংস্থার উপজেলা শাখার চেয়ারম্যান অধ্যাপিকা শাহানা হামিদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিজিবি সদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরায় বিজিবি সদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিজিবি ক্যাম্পের পাশের ভাড়া বাড়িতে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবি’র মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। নিহত পাপিয়া খাতুন (৩০) স্বামী হাসানুজ্জামান হাসান সাতক্ষীরায় বিজিবিতে কর্মরত আছেন। তাদের গ্রামের বাড়ি জয়পুরহাট জেলায়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে কোন কিছু বুঝে উঠার আগেই বিজিবি ক্যাম্পের ঐ বাড়ি থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। এ সময় ক্যাম্পের বিজিবি সদস্যরা গিয়ে হাসানুজ্জামানের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহত পাপিয়ার দুই জন মেয়ে আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেনাপোল সীমান্তে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় আটক ৪১

মো. রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় বেনাপোল সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ৪১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবেএসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
মঙ্গলবার সকালে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ২১ জন পুরুষ, ১৭ জন নারী ও ৩ শিশু রয়েছে। এদের বাড়ি নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা ও ঢাকায়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে অবৈধভাবে বেশ কিছু নারী-শিশু বাংলাদেশে প্রবেশ করছে, এমন সময় বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।
২১ বিজিবি পুটখালী ক্যাম্পের সুবেদার ওমর ফারুক জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় রতন হত্যা চেষ্টার আসামী আটক

দেবহাটা ব্যুরো : দেবহাটা রতন হত্যা চেষ্টা মামলার ১ সন্ধিগ্ধ আসামী ও উপজেলার টাউনশ্রীপুরে মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করার ১ জন আসামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঐ আসামীদেরকে দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন আটক করেন। পুলিশ জানায়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দক্ষ রাজনৈতিক কর্মী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন ২ জানুয়ারী মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মটরসাইকেল যোগে পারুলিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকগজ দুরে সখিপুর টেলিফোন অফিসের কিছুদূর আগে পৌঁছালে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে গতিরোধ করে পরপর ৩টি গুলি ছোড়ে। এতে তিনি বুকের ডানপাশে পাজড়ের নিচে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় রতনের মা বাদী হয়ে দেবহাটা থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলার আসামী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুজ্জামান সাদ্দামকে আটক করে। মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি সকালে দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন ঐ মামলার সন্দিদ্ধ আসামী হিসেবে উপজেলার সখিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত আব্দুল বারী সরদারের ছেলে ওলিউল্লাহ (২৫) কে আটক করেন। এছাড়া ওসি কাজী কামাল হোসেন উপজেলার টাউনশ্রীপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা জামালউদ্দীনকে লাঞ্চিত করার মামলায় টাউনশ্রীপুর গ্রামের মোন্তেজ মিস্ত্রীর ছেলে মোসলেম আলী (৪০) কে আটক করেন। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest