সর্বশেষ সংবাদ-
আলিপুরে জামায়াতের নির্বাচনী পথ সভাআমাকে নমিনি করার পরে নেতাকর্মীরা ভোটের মাঠে ঝাপিয়ে পড়েছে: কাজী আলাউদ্দীনদেবহাটায় ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নে মানববন্ধনসাতক্ষীরায় জলবায়ু সুবিচারের দাবিতে পদযাত্রা : উপকূল উন্নয়ন বোর্ড গঠনের দাবিসাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ভূমিহীন সমিতির কঠোর হুশিয়ারীসাতক্ষীরায় শিশু-যুব ও স্টেকহোল্ডারদের কর্মশালাশ্যামনগরে অস্ত্র-গুলিসহ আটক সুন্দরবনের ত্রাস সাইফুলসাতক্ষীরায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসাতক্ষীরায় বিএনপি নেতা চিশতি’র মনোনয়নের দাবিতে সড়ক অবরোধগ্রীন কোয়ালিশন সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটি গঠন

চলন্ত ট্রেনে ভারতীয় অভিনেত্রীকে শ্লীলতাহানি

চলন্ত ট্রেনের মধ্যে ভারতীয় এক অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে।

জি নিউজের খবর, মালয়লাম অভিনেত্রী সানুসার ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালার তিরুবনন্তপুরম থেকে মাভেলি এক্সপ্রেসে উঠেন। এরপরই এক ব্যক্তি তাকে উত্যক্ত করতে শুরু করে। থ্রিসুর স্টেশনে গিয়ে বিষয়টি চরম আকার নেয়। এক পর্যায়ে ওই ব্যক্তির হাত চেপে ধরেন তিনি। পরে টিকিট পরীক্ষককে ডেকে ওই ব্যক্তিকে ধরিয়ে দেওয়া হয়।

অভিনেত্রী জানিয়েছেন, ঘটনার সময় একাধিকবার তিনি সহযাত্রীদের সাহায্য চেয়েছিলেন। কিন্তু, কেউই তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি বলেও আক্ষেপ মালয়লাম অভিনেত্রীর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীই হলেন সাইমনের ‘চন্দ্রাবতী’

গেল বছরের শেষের দিলে আন্তর জ্বালা ছবি দিয়ে বেশ আলোচনায় ছিলেন নায়িকা পরীমণি। সেই রেশ কাটতে না কাটতেই নতুন বছরের শুরু দিকে আলোচোনায় আছেন ‘স্বপ্নজাল’ ছবি নিয়ে। ছবিটি নতুন প্রিভিউ কমিটি দেখার পর সম্মতি জানালেই তা মুক্তি পাবে।

তবে মজার বিষয় হলো স্বপ্নজাল ছবিটি মুক্তির আগেই নতুন বছরের শুরুতেই ‘ওপারে চন্দ্রাবতী’ শিরোনামের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন হালের এই জনপ্রিয় নায়িকা।

নির্মাতা রফিক শিকদারের পরিচালনায় ‘ওপারে চন্দ্রাবতী’ নামে একটি সিনেমা নির্মাণ হতে চলেছে। এই সিনেমায় নায়কের ভূমিকায় সাইমনকে দেখা যাবে তবে কে নায়িকা হচ্ছেন তা নিয়ে চলচ্ছিল নানা আলোচনা।অবশেষে পরী হলেন সেই ‘চন্দ্রাবতী’ ।

বৃহস্পতিবার রাতে ‘ওপারে চন্দ্রাবতী’ সিনেমায় চুক্তিবদ্ধ হন পরীমণি।

‘ভোলা তো যায় না তা‌রে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে নিজের নাম লেখান রফিক শিকদার। এর পরে ‘হৃদয় জুড়ে’ নির্মাণ করেন তিনি। নির্মাণাধীন এই সিনেমায় নিরবের বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার প্রিয়াঙ্কা সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবশেষে আরও একটি বড় জুটি ভাঙল

০ রানে প্রথম উইকেট পতনের পর ধনাঞ্জয়া-কুশলের ৩০৮ রানের বিশাল দ্বিতীয় উইকেট জুটি। তৃতীয় উইকেটে রোশান সিলভা আর কুশলের ১০৭ রানের জুটি। চতুর্থ উইকেটেও ১৩৫ রানের জুটি গড়লেন মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা রোশান এবং লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল। শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের বলে লিটন দাসের গ্লাভসবন্দি হলে থামলেন রোশান। ক্যারিয়ারের প্রথমবার তিন অংকে পৌঁছা এই ব্যাটসম্যান ২৩০ বলে ৬ চার ১ ছক্কায় ১০৯ রান করেন।এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৫৫৪। বাংলাদেশের চেয়ে তারা ৪১ রানে এগিয়ে। হাতে আছে ৬ উইকেট। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে তৃতীয় সেঞ্চুরির পর ক্যারিয়ারের ১৬তম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক দিনেশ চান্দিমালও।৩ উইকেটে ৫০৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। প্রথম সেশনেই আগের দিন ৮৭ রানে অপরাজিত থাকা রোশান সিলভা ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই তরুণ তিন অংকে পৌঁছতে ১৯৭ বলে হাঁকান ৬ চার এবং ১ ছক্কা। অবশ্য ব্যক্তিগত ১ রানেই ফিরতে পারতেন রোশান। উইকেটকিপার লিটন দাসের সৌজন্যে নিশ্চিত স্টাম্পিং থেকে বেঁচে যান তিনি।এর আগে ম্যাচের তৃতীয় দিনে ২২৯ বলে ২১ বাউন্ডারি আর ১ ওভার বাউন্ডারিতে ১৭৩ রানের অতিমানবীয় ইনিংস উপহার দেন ধনাঞ্জয়া ডি সিলভা। আর ৩২৭ বলে ২২ চার ২ ছক্কায় ১৯৬ রানের একটি অনন্য ইনিংস খেলে সেঞ্চুরি বঞ্চিত হন ওপেনার কুশল মেন্ডিস। এই দুজনের ৩০৮ রানের বিশাল দ্বিতীয় উইকেট জুটিতে রান উৎসবে মেতে ওঠে লঙ্কানরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলা নববর্ষে ‘একটি সিনেমার গল্প’

চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ সম্প্রতি আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে। জানা যায়, সেন্সর বোর্ডের সদস্যরা আরিফিন শুভ-ঋতুপর্ণা অভিনীত এ ছবি দেখার পর ভূয়সী প্রশংসা করেন।

এদিকে পরিচালক আলমগীর জানান, ১৩ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে।
শুভ বলেন, ‘আলমগীর স্যার এদেশের একজন কিংবদন্তি অভিনেতা। চলচ্চিত্রটি নির্মাণের সময় তিনি আমাকে আপন করে নিয়ে অভিনয় করিয়েছেন। এমন একজন ব্যক্তিত্বের নির্দেশনায় কাজ করার জন্য সৌভাগ্য থাকতে হয়। আমি চলচ্চিত্রটি নিয়ে খুবই আশাবাদী। সবাইকে নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম।’
এদিকে প্রথম ছবি মুক্তির আগেই রঞ্জনের নির্দেশনায় ‘আহারে’ নামে কলকাতার একটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছে এই জুটি।
শুভ অভিনীত সর্বশেষ আলোচিত চলচ্চিত্র দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’।

অন্যদিকে ‘একটি সিনেমার গল্প’ দিয়ে দীর্ঘ বিরতির পর বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা আলমগীর আবার চলচ্চিত্র নির্মাণে ফিরেছেন। নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা এর আগে পাঁচটি চলচ্চিত্র নির্মাণ করেছেন- নিষ্পাপ, নির্মম, বৌমা, মায়ের দোয়া ও মায়ের আশীর্বাদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএন‌পির নির্বাহী ক‌মি‌টি সভা, আসতে শুরু করেছে নেতাকর্মীরা

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) অনু‌ষ্ঠিত হ‌চ্ছে বিএন‌পির কেন্দ্রীয় নির্বাহী ক‌মি‌টি সভা। ৫০২ সদ‌স্যের নতুন কেন্দ্রীয় ক‌মি‌টি গঠ‌নের প্রায় দুই বছর পর প্রথম বা‌রের ম‌ত এ সভা অনু‌ষ্ঠিত হ‌চ্ছে।

জানা গেছে, কেন্দ্রীয় নেতা‌দের পাশাপা‌শি সাংগঠ‌নিক ৭৮ জেলার সভাপ‌তি/আহ্বায়ক, অঙ্গ সহ‌যোগী সংগঠ‌নের সভাপ‌তি, সাধারণ সম্পাদক সহ ৬৯৪ এ সভায় অংশ নি‌চ্ছেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সা‌ড়ে ১০ টা থে‌কে সারা দিনব্যাপী এ সভার আনুষ্ঠা‌নিকতা চল‌বে।

সভা‌কে ঘি‌রে সকাল ৮ টা থে‌কে রাজধানীর লা মে‌রি‌ডিয়ান হো‌টে‌লের গ্র্যান্ডবল রু‌মে প্রস্তু‌তি চল‌ছে। হো‌টে‌লে প্র‌বেশকা‌লে খা‌লেদা জিয়ার ব্য‌ক্তিগত সি‌কিউ‌রি‌টি ফোর্স (সিএসএফ) সহ আগত সকল‌কে নিরাপত্তার স্বা‌র্থে দেহ তল্লাশি করা হ‌চ্ছে।

কার্য‌নির্বাহী সভার প্রথম সেশ‌নে স্বাগত বক্ত‌ব্যে দে‌বেন বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখা‌নে তি‌নি শোক প্রস্তাব ও সাংগঠ‌নিক প্র‌তি‌বেদন তু‌লে ধর‌বেন। এরপর উদ্বোধনী বক্ত‌ব্য দে‌বেন বিএনপি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়া। পরবর্তী‌তে খা‌নিকটা বিরতির পর মূলত নির্বাহী ক‌মি‌টির সভা শুরু হ‌বে।
এদিকে সকাল থে‌কে লা মে‌রি‌ডিয়ান হো‌টে‌লের ল‌বি‌তে সভার নিবন্ধন প্র‌ক্রিয়া প‌রিচালনা কর‌ছেন বিএন‌পির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মো: মু‌নির হো‌সেন।

প্রসঙ্গত, ২০১৬ সা‌লে ১৯ মার্চ বিএন‌পির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল অনু‌ষ্ঠিত হয়। দলীয় গঠনত‌ন্ত্রে তখন পাশ করা হয় প্র‌তি‌ তিন মাস কিংবা ছয় মাস অন্তর অন্তর কার্য‌নির্বাহী ক‌মি‌টির সভা অনু‌ষ্ঠিত হ‌বে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমেরিকা ও ইসরাইলের স্বার্থ রক্ষা করছে সৌদি আরব

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুলমালিক আল-হুথি অভিযোগ করেছেন, তার দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষা করছে।

তিনি শুক্রবার (২ পেব্রুয়ারি) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ অভিযোগ করেন। ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল মুসলিম বিশ্বের প্রধান সমস্যা ফিলিস্তিনি সংকট থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখার যে চেষ্টা করছে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে সে প্রচেষ্টায় সহযোগিতা করছে রিয়াদ ও আবু ধাবি।

আব্দুলমালিক আল-হুথি বলেন, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করে রিয়াদ ও আবুধাবি মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন ও তেল আবিবের স্বার্থ কতখানি রক্ষা করছে।

এডেনে সংযুক্ত আমিরাতের সমর্থনপুষ্ট বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা
আরব আমিরাতের সমর্থনপুষ্ট বিচ্ছিন্নতাবাদীরা গত ২৮ জানুয়ারি এডেনে হামলা চালায়। তারা ব্যাপক সংঘর্ষের মাধ্যমে ইয়েমেনের পদত্যাগকারী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত সেনাদের নিয়ন্ত্রণে থাকা বেশ কিছু সামরিক স্থাপনা দখল করে নেয়। এক পর্যায়ে তারা শহরের প্রেসিডেন্ট প্রাসাদেরও নিয়ন্ত্রণ গ্রহণ করে।

২০১৫ সালের মার্চ মাসে ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সৌদি আরব যে ভয়াবহ আগ্রাসন শুরু করে তাতে সংযুক্ত আরব আমিরাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইয়েমেনের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণকারী হুথি যোদ্ধাদের দমন ও হাদি সরকারকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যে দেশটিতে সৌদি আগ্রাসন চলছে।

অবশ্য প্রায় তিন বছরের আগ্রাসনে ইয়েমেনের নিরীহ জনগণের ওপর গণহত্যা চালানো ছাড়া আর কোনো সুফল পায়নি সৌদি নেতৃত্বাধীন কথিত সামরিক জোট। আব্দুলমালিক আল-হুথি তার ভাষণে আরো বলেন, এডেন শহরে উত্তেজনা ইয়েমেনের স্বাধীনচেতা জনগণের স্বার্থ রক্ষা করবে না। সূত্র: পার্সটুডে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাষ্ট্রে ফের শাটডাউনের শঙ্কা

যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের ভবিষ্যৎ নিয়ে দেশটির বড় দুই দলের মতবিরোধের জেরে দেশজুড়ে শাটডাউনের এক মাসের মধ্যেই নতুন করে অচলাবস্থার আশঙ্কা করা হচ্ছে। সর্বশেষ গত জানুয়ারিতে প্রায় তিন দিনের শাটডাউন চলার পর ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা এ নিয়ে সমঝোতা উপনীত হয়। তবে এখনও পর্যন্ত তরুণ অভিবাসীদের সুরক্ষায় ওবামা প্রশাসন ঘোষিত ‘ড্রিমার কর্মসূচি’ পরিচালনা নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। এ নিয়ে উল্লেযোগ্য কোনও অগ্রগতিও পরিলক্ষিত হয়নি। শনিবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

সাত লাখ ড্রিমার বা তরুণ অভিবাসীর বিষয়ে সরকারের অবস্থান নিয়ে এ সপ্তাহেও একমত হতে পারেনি ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টি ও বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির নেতারা। এ সংক্রান্ত একটি চুক্তিকে সামনে রেখে দুই দলের মতবিরোধের বিষয়টি আবারও সামনে আসছে।

এ চুক্তি নিয়ে বড় দুই দল একমত হতে না পারলে বা তাদের মধ্যকার আলোচনায় অগ্রগতি না হলে আগামী সপ্তাহেই আরেকটি শাটডাউনের আশঙ্কা করা হচ্ছে। শাটডাউনের বিষয়টি এখনও নিশ্চিত না হলেও অস্বস্তিতে রয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত তরুণ অভিবাসীরা। সামগ্রিক পরিস্থিতিতে ছোটবেলায় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো ড্রিমারদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

ওবামা প্রশাসনের ড্রিমার কর্মসূচির মেয়াদ শেষ হবে ২০১৮ সালের ৫ মার্চ। এই সময়সীমা শেষ হওয়ার আগেই এ ব্যাপারে করণীয় নির্ধারণের আহ্বান জানিয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

শুক্রবার ভার্জিনিয়ায় এক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা একটি চুক্তি করতে চাই। তবে ডেমোক্র্যাটরা এটিকে ভোট পাওয়ার জন্য রাজনীতির হাতিয়ারে পরিণত করতে চাইছে। তাদের এমন দৃষ্টিভঙ্গি নিয়ে আমি সত্যিই খুশি নই।

শৈশবে বাবা-মায়ের সঙ্গে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো অভিবাসীদের কাজের অনুমতি দিতে ‘ড্রিমার’ কর্মসূচি ঘোষণা করেছিল ওবামা প্রশাসন। এর আওতায় কয়েক লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো থেকে বিরত ছিল হোয়াইট হাউস। তাদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজের অনুমতি দেওয়া হয়েছিল। এর মাধ্যমে মূলত তরুণ অনিবন্ধিত অভিবাসীদের সুরক্ষা দিতে চেয়েছিল ওবামা প্রশাসন।

ড্রিমারদের বেশিরভাগই ল্যাটিন আমেরিকার দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। তবে এদের মধ্যে ৪৯০ জন বাংলাদেশিও রয়েছেন। এ ইস্যুতে সর্বশেষ প্রায় তিন দিন শাটডাউন চলার পর অভিবাসন নিয়ে সিনেটে ডেমোক্র্যাট দলের নেতা চাক স্কুমার ও রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককনেলের মধ্যে একটি সমঝোতা হয়। এরপর সরকারের জন্য তিন সপ্তাহের তহবিল বরাদ্দের ব্যাপারে সিনেটে ভোটাভুটি হয়।

গত জানুয়ারির শাটডাউনের সময় জরুরি নয় এমন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাময়িক ছুটি বা অস্থায়ী  বিনা বেতনের ছুটিতে পাঠানো হয়েছিল। প্রায় ৮ লাখ মানুষ বেকার হয়ে পড়েছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শফি হুজুরের কাছে দোয়া নিতে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ আহমদ শফীর সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার বিকেলে তিনি মাদরাসা ক্যাম্পাসে পৌঁছান৷

এ সময় মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মুফতি জসিমুদ্দীন, মাওলানা আনাস মাদানীসহ মাদরাসার শিক্ষকবৃন্দ৷ গাড়ি থেকে নেমে প্রথমেই স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসার নির্মাণাধীন ‘বেনায়ে ফুজলায়ে দারুল উলুম’ নামক ভবনের কাজ পরিদর্শন করেন৷

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আল্লামা আহমদ শফীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। তিনি আমিরে হেফাজতের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।

আলাপকালে আল্লামা আহমদ শফী বলেন, প্রধানমন্ত্রী কওমি মাদরাসার মূল্যায়নে দাওরায়ে হাদিসের সনদের মান ঘোষণা করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার নিকট আমার আবেদন হলো- আগামী সংসদ অধিবেশনে কওমি মাদরাসার সনদের স্বীকৃতির বিষয়টি উত্থাপন করে আইন হিসেবে পাস করা হোক।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি তা বাস্তবায়নে যথাসাধ্য চেষ্টা অব্যাহত রাখব।

আহমদ শফী মন্ত্রীকে আরও বলেন, আপনি যে বলেছেন কওমি মাদরাসায় কোনো জঙ্গি নেই, তা অত্যন্ত বাস্তবসম্মত কথা। মূলত যারা আমাদেরকে জঙ্গি বলে তারাই জঙ্গি।

হেফাজতে আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাটির দারুল হাদিস পরিদর্শন শেষে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাংবাদিকদের বলেন, এই মাদরাসায় এসে আমি যথেষ্ট অভিভূত হয়েছি। এখানে না এলে আমি কখনো বুঝতে পারতাম না যে, এই মাদরাসায় এতগুলো ডিপার্মেন্ট রয়েছে। কওমি মাদরাসার ছাত্রদের বাংলায় কথা বলার ধরণ দেখলে আমার আশ্চর্য লাগে যে এখানে পড়ালেখা করে কীভাবে তারা এত সুন্দর বাংলা লেখতে ও বলতে পারে!

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হুজুর অসুস্থ ছিলেন শুনে হুজুরকে দেখতে ও হুজুরের থেকে দোয়া নেয়ার ইচ্ছে ছিল। সে উদ্দেশ্যে উনার সঙ্গে দেখা করতে এসেছি। তার কাছে দেশের জন্য দোয়া চেয়েছি। তিনি দেশের জন্য দোয়া করেছেন। তিনি সবার জন্য মন খুলে, প্রাণ খুলে দোয়া করেছেন।

খালেদা জিয়ার বিচারের রায়কে কেন্দ্র করে হেফাজতকে কোনো বার্তা দিতে এসেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার রায়কে ঘিরে কিছুই হবে না। আইনমত তার বিচার হচ্ছে। দেশের মানুষ অনেক শান্তিকামী, দেশের মানুষ ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করে না। কাজেই আমরা মনে করি খালেদা জিয়ার বিচারের রায়কে কেন্দ্র করে কোনো কিছুই হবে না।

সামনের নির্বাচনকে কেন্দ্র করে হেফাজতের সঙ্গে রাজনৈতিক কোনো আলাপ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজনৈতিক কোনো আলাপ নয়, শুধু হুজুরের কাছ থেকে দোয়া নিতে এসেছি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন, জেলা প্রশাসক জিল্লুর রহমানসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি জসীমুদ্দীন, মাওলানা আনাস মাদানী, মাওলানা মীর ইদরীস, মাওলানা নূরুল ইসলাম জাদিদ, মাওলানা ইয়াহয়া, মাওলানা আহমাদ দীদার, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা শোয়াইব, মাওলানা হুমায়ুন কবীর ও মাওলানা সরওয়ার কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest