সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জলবায়ু সুবিচারের দাবিতে পদযাত্রা : উপকূল উন্নয়ন বোর্ড গঠনের দাবিসাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ভূমিহীন সমিতির কঠোর হুশিয়ারীসাতক্ষীরায় শিশু-যুব ও স্টেকহোল্ডারদের কর্মশালাশ্যামনগরে অস্ত্র-গুলিসহ আটক সুন্দরবনের ত্রাস সাইফুলসাতক্ষীরায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসাতক্ষীরায় বিএনপি নেতা চিশতি’র মনোনয়নের দাবিতে সড়ক অবরোধগ্রীন কোয়ালিশন সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটি গঠনগণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব

শ্যামনগরে নিরাপদ খাদ্য দিবস পালিত

শ্যামনগর ব্যুরো : সাতক্ষীরার শ্যামনগরে যথাযথভাবে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০১৮ পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োাজনে এ উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানের শুরুতে একটি র‌্যালি শ্যামনগর উপজেলা প্রশাসন চত্বর থেকে শুরু হয়ে শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের আংশিজনের বৈঠকখানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সকলকে উপজেলা নির্বাহী অফিসার খাদ্যে ভেজাল প্রতিরোধ বিষয়ক শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানটিতে শ্যামনগর উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্য সচিব বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের অফিস সুপার প্রভাষ কুমার তরফদার, ফ্রেন্ডশিপ সাতক্ষীরা জেলা সমন্বয়কারী উপজেলা এনজিও সমন্বয় কমিটির আহবায়ক আকতারুজ্জামান শিকদার,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ন-আহবায়ক মোঃ আবু সাইদ, নকিপুর হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হোসেন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, ফিয়ার উপজেলা সমন্বয়কারি রুপন, উপজেলা টেকনিশিয়ান রাশেদ ইসলাম সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা বৃন্দ, বাজার ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুধহাটায় বাবলা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট; সেমিফাইনালে কুল্যা স্পোর্টিং জয়ী

বুধহাটা প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটায় মাদককে না বলুন খেলাকে হ্যাঁ বলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ দলীয় বাবলা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় বুধহাটা বি.বি.এম কলেজিয়েট স্কুল মাঠে কুল্যা টাইগার স্পোর্টিং ক্লাব ও বাঁকা প্রগতি ক্রিকেট একাদশ মধ্যে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টসে জিতে প্রথমে কুল্যা টাইগার স্পোর্টিং ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬০ রান করেন। জবাবে বাঁকা প্রগতি ক্রিকেট একাদশ নির্ধারিত ২৫ ওভারে ২১৪ রান করে। ফলে কুল্যা টাইগার স্পোর্টিং ক্রিকেট একাদশ ৪৬ রানে জয়লাভ করে। খেলায় ম্যান অব-দ্যা ম্যাচের পুরস্কার গ্রহণ করেন কুল্যা ক্রিকেট একাদশের মিঠুন। খেলাটি পরিচালনা করেন মুন্না হোসেন, সানি আহমেদ। বুধহাটা ইউনিয়ন শ্রমিকলীগ ও যুবলীগের আয়োজনে সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জি: আ ব ম মোছাদ্দেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা এজদান আলী, শ্রমিকলীগ সভাপতি হাতেম আলী, কাইয়ুম হোসেন ডালিম, তুহিন আহমেদ, আব্দুল আজিজ, অজয় পাইন, রুবেল হোসেন প্রমুখ। খেলার সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন সমাজ সেবক সাদ্দাম হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে এক মহিলাকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: ঘর সংস্কার কে কেন্দ্র করে এক মহিলা কে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে আশাশুনি উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
আহতের স্বামী মোঃ আমিরুল ইসলাম জানায়, তার ভোগদখলীয় গোলপাতার ছাউনির পুরাতন ঘর ভেঙে টিনের ছাউনি দিয়ে নতুন ঘর সংস্কার করছিলাম। এসময় একই গ্রামের মৃত হাকিম সরদারের পুত্র স. ম সেলিম রেজা সেলিম ও শাহীন এবং প্রতিবেশী হাশেম আলী সহ ৭/৮ ব্যক্তিরা শাবল, কুড়াল ও দা দিয়ে নবনির্মিত ঘরের টিন ও প্রয়োজনীয় আসবাবপত্র ভাংচুর করতে থাকে।
এসময় আমি বাড়িতে না থাকায় আমার স্ত্রী মারুফা খাতুন (৩২) নিরুপায় হয়ে প্রতিকার চাইতে আশাশুনি থানায় যাচ্ছিলো কিন্তু আশাশুনি বাজারে পৌছানো মাত্রই উল্লেখিত ব্যক্তিরা দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে তার পথরোধ করে এবং তার মাথায় লাঠি দিয়ে স্বজোরে আঘাত করতে থাকে। একপর্যায়ে সে মাঠিতে পড়ে গেলেও তারা মারুফাকে শারীরিকভাবে নির্যাতন ও শীলতাহানী করে। এসময় আসামীরা মারুফার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়।
স্থানীয়রা মারুফাকে উদ্ধার করে প্রথমে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে বিকালের দিকে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশংকা বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এব্যাপারে আশাশুনি থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদককে সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি: দৈনিক আজকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক ও ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় পত্রিকা অফিসে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি মীর মোস্তফা আলী, সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন, অর্থ সম্পাদক সেলিম হোসেন, নির্বাহী সদস্য আব্দুর রহিম, খন্দকার আনিসুর রহমান, সদস্য শিমুলসহ সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রিকশাচালক শাহরুখ, আর যাত্রী ক্যাটরিনা-আনুশকা!‌

অভিনয় ছেড়ে এবার রিকশা টানলেন শাহরুখ। তবে এটা সত্যি নয়। কিন্তু শুক্রবার সত্যিই রিকশা টানলেন শাহরুখ। আর তার যাত্রী হলেন ক্যাটরিনা কাইফ এবং আনুশকা শর্মা।

শুক্রবার সকালে পরিচালক আনন্দ এল রাই’র আগামী ছবি ‘‌‌জিরো’ ছবির সেটে শ্যুটিং’র ফাঁকে এভাবেই মজায় মাতলেন ছবির তিন মূল চরিত্র।

সাদা শার্ট আর নীল ডেনিমে তিন অভিনেতা-অভিনেত্রীকেই লাগছিল চনমনে। ইনস্টাগ্রামে রিকশা সফরের ছবি পোস্ট করে শাহরুখ লিখেছেন, সেরা স্মৃতিগুলি পাগলামি ভরা আইডিয়া থেকেই মাথায় আসে।

এবছরই ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ‘‌‌জিরো’‌র। ছবিতে শাহরুখ এক বামনের ভূমিকায় অভিনয় করছেন। ক্যাটরিনা এক মদ্যপ, স্ট্রাগলিং অভিনেত্রী এবং আনুশকা এক ব্যর্থ বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় জামাতের আমির ওসমান গনিসহ ৭ নেতাকর্মী আটক

জাহাঙ্গীর আলম লিটন: কলারোয়ায় ২০দলীয় জোটের নেতাকর্মীরা আগামী ৮ ফেব্রয়ারী খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টার সময় ককটেল, ম্যাচ, কাঁঠের লাঠি, রামদাসহ ৭ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার ভোর রাতে পুলিশের বিশেষ অভিযানে সিংহলাল আদর্শ দাখিল মাদ্রাসা থেকে নাশকতার সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- কলারোয়া উপজেলার মানিকনগর গ্রামের নাছিম উদ্দিনের ছেলে ও উপজেলা জামায়াতের আমির মাওলানা ওসমান গণি (৪৪), পাইকপাড়া গ্রামের নূরু আলী মোড়লের ছেলে বিল্লাল হোসেন (৩৮), গোয়ালচাতর গ্রামের মৃত জহির সরদারের ছেলে আব্দুল মান্নান (৩৯), দলুইপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে ইমামুল ইসলাম (৫০), বোয়ালিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে মোবারেক আলী (৫৫), সোনাবাড়ীয়া গ্রামের ইয়াছিন সরদারের ছেলে বাকি বিল্লাহ (৩২) ও পৌর সদরের মুরারীকাটি গ্রামের মান্নান মিস্ত্রির ছেলে সাইদুল ইসলাম (৩০) কে আটক করে।

কলারোয়া থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম, এসআই পিন্টু লাল দাস ও সোলাইমান আক্কাসের নেতৃত্বে ওই রাতে পুলিশের একটি টহলদল অভিযান চালিয়ে নাশকতা কর্মকান্ডে লিপ্ত থাকার সময় হাতে নাতে ককটেল, ম্যাচ, কাঁঠের লাঠি, রামদা উদ্ধারসহ এজাহার নামধারী ৭ জন ব্যক্তিকে আটক করেন। এঘটনায় কলারোয়া থানায় একটি নাশকতা মামলা নং-৩(২)১৮ দায়ের হয়েছে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিচারপতি ওয়াহ্‌হাব মিঞার পদত্যাগ

পদত্যাগ করেছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞা। আজ শুক্রবার তিনি পদত্যাগপত্রটি বঙ্গভবনে পাঠিয়ে দেন।

সংশ্লিষ্ট দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। বঙ্গভবনের কর্মকর্তারা তাঁর পাঠানো পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন।

আজ শুক্রবার দুপুরে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান সৈয়দ মাহমুদ হোসেন। কাল শনিবার তিনি ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন।

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ছুটিতে যাওয়া এবং পরবর্তী সময়ে পদত্যাগের পর ওয়াহ্‌হাব মিঞা দায়িত্বরত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

চলতি বছরের ১০ নভেম্বর আবদুল ওয়াহ্‌হাব মিঞার অবসরে যাওয়ার কথা ছিল।

সূত্র: প্রথম আলো

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে নিরাপদ খাদ্য দিবস পালিত

শ্যামনগর ব্যুুুুরোঃ সাতক্ষীরার শ্যামনগরে যথাযথভাবে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০১৮ পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষ্যে র‍্যালী, আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানের শুরুতে একটি র‍্যালী শ্যামনগর উপজেলা প্রশাসন চত্বর থেকে শুরু হয়ে শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের আংশিজনের বৈঠকখানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সকলকে উপজেলা নির্বাহী অফিসার খাদ্যে ভেজাল প্রতিরোধ বিষয়ক শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানটিতে শ্যামনগর উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্য সচিব বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরূজজামান। এ সময় আরো উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের অফিস সুপার প্রভাষ কুমার তরপদার, ফ্রেন্ডশিপ সাতক্ষীরা জেলা সমন্বয়কাকারী উপজেলা এনজিও সমন্বয় কমিটির আহবায়ক আকতারুজ্জামান শিকদার,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ন-আহবায়ক মোঃ আবু সাইদ, নকিপুর হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হোসেন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, ফিয়ার উপজেলা   সমন্বয়কারি রুপন, উপজেলা   টেকনিশিয়ান  রাশেদ ইসলাম সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা বৃন্দ, বাজার ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest