মুক্তামণি বাড়ি ফিরছে আজ

বিরল রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন মুক্তামণি প্রায় ছয়মাস আজ শুক্রবার বাড়ি ফিরছে।

বৃহস্পতিবার ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুয়ায়ী মুক্তামণিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শুক্রবার সে তার পরিবারের সঙ্গে বাড়ি যাবে।

মুক্তামণির চিকিৎসা এখনও সম্পন্ন হয়নি জানিয়ে সামন্ত লাল বলেন, তাকে (মুক্তামনি) আমরা ফলোআপে রেখেছি। তাকে আবার হাসপাতালে আসতে হবে। হেমানজিওমা রোগে আক্রান্ত মুক্তামণির আর অস্ত্রোপচার দরকার নেই। মুক্তামণি পারিবারের সদস্যরা বাড়ি যেতে চাইছে তাই তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বাড়ি যেতে পেরে ভীষণ ভালো লাগছে বলে জানিয়েছে মুক্তামণি।

গত ১১ জুলাই মুক্তামণিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান প্রফেসর আবুল ‍কালাম আজাদের নেতৃত্বে ৮ সদস্যের টিম মুক্তামণির চিকিৎসা করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রংপুর আবার এরশাদের

রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে সরফুদ্দিন আহমেদ ঝন্টুর কাছে পরাজিত হয়েছিলেন মোস্তাফিজার রহমান মোস্তফা। এবার সেই ঝন্টুকে সিটির দ্বিতীয় নির্বাচনেই বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে নগরপিতার চেয়ারে বসতে যাচ্ছেন মোস্তফা।

বিপুল ভোটে এবারের রংপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। লাঙল প্রতীক নিয়ে ১,৬০, ৪৮৯ ভোট পেয়েছেন তিনি। রিটার্নিং কর্মকর্তা বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহমেদ পেয়েছেন ৬২, ৪০০ ভোট। আর বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ৩৫,১৩৬ ভোট।

উল্লেখ্য, ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন থেকে রংপুর জাতীয় পার্টির দুর্গে পরিণত হয়। প্রার্থীর চেয়ে লাঙ্গল প্রতীকই ছিল অন্য প্রার্থীর কাছে বড় ফ্যাক্টর। নব্বই দশকের পর থেকে রংপুর পৌরসভায় যারাই চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তারা হয় জাতীয় পার্টির প্রার্থী না হয় এরশাদের সমর্থন নিয়ে বিজয়ী হয়েছিলেন। ১৯৯৩ সালে সরফুদ্দিন আহমেদ ঝন্টুও জাতীয় পার্টির প্রার্থী হয়ে রংপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পরে ঝন্টু আওয়ামী লীগে যোগ দিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় পার্টির প্রার্থীর কাছে পরাজিত হন।

তবে রংপুর পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর ২০১২ সালের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান ও একেএম আবদুর রউফ মানিক মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করায় আওয়ামী লীগের ঝন্টু বিপুল ভোটে বিজয়ী হন। ২৮ হাজার ৫৫৪ ভোটে পরাজিত হন মোস্তফা। এবার সে পরাজয়ের প্রতিশোধ নিলেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতের বিপক্ষে ৩-০ তে জিতল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে লিগ পর্বের শেষ ম্যাচে ভারতকে ৩-০তে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। ভারতকে আজ দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে গোল তিনটি করেছে আনুচিং মারমা, শামসুন্নাহার ও মনিকা চাকমা।

বয়সভিত্তিক মেয়েদের ফুটবলে ভারতের বিপক্ষে হ্যাটট্রিক জয় পেল বাংলাদেশ। ২০১৫ সালে তাজিকিস্তানে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে ভারতকে ৩-১ গোলে আর ফাইনালে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

২৪ ডিসেম্বর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলের ফাইনাল। ফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। নেপাল ও ভুটান টানা দুই ম্যাচ হেরে ফাইনালের আশা শেষ করে ফেলেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরের মোমিনুলের বিদেশ যাওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হলো

নিজস্ব প্রতিবেদক: ভালোভাবে বেঁচে থাকা, পরিবারের মুখে হাসি ফুটাতে সকলকে ছেড়ে মানুষ পাড়ি জমায় বিদেশে কাজের সন্ধানে। কিন্তু কিচু কিছু সময় স্বপ্ন হয়ে যায় দুঃস্বপ্ন। এমনই এক দুঃস্বপ্ন কুরে কুরে খাচ্ছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের হতভাগ্য যুবক মোমিনুল ইসলামের। ভাগ্য বদলের জন্য ২০১২ সালে বৈধভাবে লিবিয়াতে পাড়ি জমান মোমিনুল ইসলাম। ২০১৭ সালের ৪ আগষ্ট লিবিয়া থেকে অপহরণ হন মোমিনুল। দীর্ঘ ৬ মাস আটক রেখে তার উপর চালানো হয় অমানুসিক নির্যাতন। আর নির্যাতনের সেই ভিডিও ফুটেজ ইন্টারনেটে পাঠিয়ে বাড়ির মানুষদের কাছে মুক্তিপণ দাবি করা হয়। লিবিয়ার সেনাবাহিনী মোমিনুলকে উদ্ধার করে দেশে পাঠালেও মোমিনুর হারিয়েছে চলাফেরা করার শক্তি। চোঁখে মুখে ভয়ের ছাপ আর নির্যাতনের চিহ্ন তার সমস্ত শরীরে।
মোমিনুল ইসলাম বলেন, আমাকে লিবিয়া থেকে অপহরণ করেছিলো। বাঙ্গালী চারজন আর লিবিয়ার দুইজন। মোট ৬ জন। লিবিয়ার ত্রিপলি থেকে ধরে ছাপারতা আরেকটা প্রদেশ নিয়ে যায়। সেখানে খুব নির্যাতন করতো। আগুন দিয়ে পোড়াতো, প্লাস্টিক গলিয়ে আমার শরীরে ফেলতো, হাতে পায়ে পেটাতো। এসব ভিডিও ধারণ করে বাড়িতে পাঠিয়ে দিতো ইন্টারনেটের মাধ্যমে। এরপর চাঁদা দাবি করে দশ লাখ। বাড়ির সর্বস্ব বিক্রি করে ৮ লাখ টাকা দেয় আমার পরিবার। পরবর্তীতে আরো ৫০ লাখ টাকা দাবি করে।
মোমিনুল ইসলাম আরো বলেন, “অপহরণের সাথে জড়িত টাঙ্গাইল জেলার সরোয়ার ডুবাইল গ্রামের সরোয়ার, বাগবাড়ী গ্রামের আমজাদ আলী, সিলেট জেলার ফজলুল করিম সেই সাথে লিবিয়ার তিনজন। নির্যাতনের কথা কি বলবো দিনে তিনবার পেটাতো আর একবার অল্প খেতে দিতো আর শুধু টাকা চাইতো। নির্যাতনের চিহ্ন আমার শরীরে দেখুন।”
মোমিনুলের বাবা আব্দুল আজিজ সরদার বলেন, এ ঘটনায় সাতক্ষীরার শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি ও একটি মানি লন্ডারিং মামলা করি। পরবর্তীতে মামলাটি সিআইডি হেড কোয়ার্টার তদন্ত করে। পরবর্তীতে লিবিয়ার সেনাবাহিনী মুক্তিপণের টাকাসহ দুই লিবিয় ও এক বাংলাদেশীকে আটক করে মোমিনুল ইসলামকে উদ্ধার করে বাংলাদেশে পাঠায়। ১৩ ডিসেম্বর বুধবার মোমিনুল বাড়িতে ফিরলেও হারিয়েছে চলাফেরা করার শক্তি, উঠে দাঁড়াতে পারে না এখন। লিবিয়ায় আটক দুই লিবিয়ার অপহরণকারীকে ২০ বছর করে কারাদ- ও সিলেটের ফজলুল করিমকে ১৫ বছর কারাদণ্ড প্রদান করেছে সে দেশের সেনাবাহিনী। আর সরোয়ার লিবিয়ায় পলাতক রয়েছে। ছেলের এমন ঘটনার বিচার দাবি করে মোমিনুলের বাবা আজিজুল ইসলাম আরো বলেন, “আমি সরকারের কাছে বিচার চাই। আমার ছেলেরে পঙ্গু করে দেছে আমি এর বিচার চাই।”
স্থানীয় কাশিমাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আব্দুর রউফ বলেন, “বৈধ পথে বিদেশ গিয়ে অপহরণের শিকার হয় মোমিনুল। নির্যাতনের চিহ্ন তার সমস্ত শরীরে। বাংলাদেশি ও লিবিয়ার দুইদল সন্ত্রাসী তাকে আটক করে মুক্তিপণ নিয়েছে। জীবিত উদ্ধার হয়ে মোমিনুল দেশে ফিরেছে এটা ভাগ্যের ব্যাপার। যারা বিদেশে কাজ করে তারা যেন নিরাপদে কাজ করতে পারে এমন যেন নির্যাতনের স্বীকার না হয় প্রধানমন্ত্রীর কাছে এটা আমাদের দাবি। ”
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপপ্রাপ্ত কর্মকর্র্তা সৈয়দ আব্দুল মান্নান বলেন, “লিবিয়ায় মোমিনুল অপহরণ হওয়ার পর তার বাবা আমার কাছে এসেছিলেন আইনি সহায়তা পাওয়ার জন্য। আমি পরামর্শ প্রদান করি। তিনি একটি সাধারণ ডায়েরি করেন। তাছাড়া টাঙ্গাইলের এক মহিলাকে ৮ লাখ টাকাও দেয়। সে মহিলাও আটক হয়েছে। এরপর মানি লন্ডারিং একটা মামলা হয়। মামলাটি সিআইডি তদন্ত করছেন। ইতোমধ্যে মোমিনুল লিবিয়া থেকে উদ্ধার হয়েছে। তিনি বর্তমানে বাড়িতে রয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ধুলিহর প্রতিনিধি : সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ৭নং ওয়ার্ড ইউপি সদস্য লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল ও সদর উপজেলা ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক স,ম জালাল উদ্দীন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম, সহকারী শিক্ষক বাবলুর রহমান, আজহারুল ইসলাম, ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই এমদাদুল হক, বিডিএফ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আরশাদ আলী, মোঃ মোনতাজ আলী, শিক্ষক শংকর কুমার সাধু, অম্বিকা রাণী মন্ডল, শাহাজান আলী, ইন্দ্রজিৎ দাস প্রমূখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রত্যেক শেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া ১২ জন আদর্শ ছাত্র-ছাত্রী ও বিদ্যালয়ে উপস্থিতির হার শতভাগ এমন ১৭ জন ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের, বিদ্যালয়ের সার্বিক সহযোগিতা করায় আরও ৫ জন ছাত্র এবং কোন নৈমিত্তিক ছুটি ভোগ না করে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হওয়ায় শিক্ষকদের মধ্যে অম্বিকা রানী মন্ডলকে বিশেষ পুরষ্কার প্রদান করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আছাদুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাবসায় কালিমন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি : মাগুরা পূর্বপাড়া সার্বজনীন কালিমন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সুরেস পান্ডের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং লাবসা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বর আলহাজ্ব মো. আব্দুল হান্নান, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মো. আবুল হোসেন খোকন, লাবসা ইউপি ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ তৌহিদুজ্জামান তোতা, সাবেক সিবিএনেতা ও সদর উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শওকাত আলী, ইউনিয়ন আওয়ামীগের যুগ্ম সম্পাদক মো. রহমত আলী।
এসময় আরও ইপস্থিত ছিলেন কিরোন চক্রবর্তী, নিতাই ব্যানার্জী, মন্দিরের সাধারণ সম্পাদক ভৈরব কর্মকার কোষাধ্যক্ষ দেবেন্দ্র কর্মকার। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন পুরোহীত দ্বীনবন্ধু চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্দীর কমিটির সভাপতি পবিত্র ব্যানার্জী। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ধর্ম যার যার উৎসব সবার। দেশে সকল শ্রেণি পেশার মানুষ ঐক্যদ্ধভাবে বসবাস করে চলেছে। এসময় তিনি দেশের উন্নয়নে আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে জয় করে উন্নয়নের ধারা অব্যাত রাখার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রংপুরে নৌাকা-ধানের শীষ কেউই টিকল না লাঙলের সামনে

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনের ১৯৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৩টি কেন্দ্রের ফলাফলে মেয়র পদে লাঙল প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি ৮৩টি কেন্দ্রের ফলাফলে ৬৭ হাজার ২১৮ ভোট পেয়েছেন।

নির্বাচন কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বেসরকারিভাবে ঘোষিত ৪৭টি কেন্দ্রের ফল অনুযায়ী লাঙল প্রতীকের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ৬৭ হাজার ২১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের সরফুদ্দিন আহমেদ ঝন্টু পেয়েছেন ২৬ হাজার ৪৭৮ ভোট। বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ১৩ হাজার ৮৯৬ ভোট।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীভাবে রসিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখন গণনা চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার পৌষের সন্ধ্যায় শিশির ভেজা মনোরম পরিবেশে তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। ফিতা কেটে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আবু আহমেদ, মোজাফ্ফর গার্ডেন এন্ড রিসোর্ট’র চেয়ারম্যান খায়রুল মোজাফ্ফর মন্টু, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সাতক্ষীরা প্রমী মটরস্ এর ম্যানেজিং ডিরেক্টর শেখ আব্দুস সোবহান খোকন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক তানজিম কালাম তমাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, এনটিভির জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরী প্রমুখ। সাতক্ষীরায় নিরিবিলি নান্দনিক মুক্ত পরিবেশে মানুষিক প্রশান্তির অভিজাত রুচিশীল মানুষের খাদ্য ও বিনোদনের দাহিদা মেটাতে যাত্রা শুরু করল তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নান, অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, জেল সুপার আবু জাহেদ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আব্দুল মজিদ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যান্যার্জি, দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি আনিছুর রহিম, দৈনিক আজকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান মাসুম, ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, বাংলাভিশন টিভি’র জেলা প্রতিনিধি আসাদুজ্জামানসহ জেলার উচ্চ পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তা ও ভিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest