সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা‌র গণমাধ্যমকর্মীদের নিয়ে‌ পিআইবির দুই দিনের নির্বাচনকালীন প্রশিক্ষণসাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতাসাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

দর্শক সাড়া পাচ্ছে ‘হালদা’

নদী ও নারীর গল্প ‘হালদা’। শুক্রবার (০১ ডিসেম্বর) দেশব্যাপী ছবিটি মুক্তি পেয়েছে। তৌকীর আহমেদ পরিচালিত ছবিটি প্রথম দিনেই দর্শক সাড়া পেয়েছে।

রাজধানীর বলাকা সিনেমা হলের ম্যানেজার আক্তার জানান, প্রথম দিনে আমাদের হলে ‘হালদা’ বেশ ভালো চলেছে। সাধারণত বিষয়ভিত্তিক ছবির দর্শক কম থাকে। কিন্তু সেদিক থেকে ‘হালদা’ ভালো দর্শক টানছে। ছবিটাও ভালো। আশা করছি সামনের দিনে টিকিট বিক্রির সংখ্যা বাড়বে।

এদিন ৮১টি সিনেমা হলে ‘হালদা’ মুক্তি পেয়েছে। দেশের সব নামিদামি হলগুলো রয়েছে ছবিটির দখলে। তালিকায় রয়েছে মতিঝিলের ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল। হলটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বাংলানিউজকে বলেন, ‘আমাদের হলে ছবিটি মোটামুটি চলছে। তবে এ ধরনের ছবির ক্ষেত্রে প্রথম দিনের টিকিট বিক্রির উপর বাস্তব চিত্র পাওয়া যায় না। ছবির আবেদন থাকলে দু’দিনের টিকিট বিক্রি বাড়বে’।

এদিকে ছবিটির পরিবেশনা প্রতিষ্ঠান দি অভি কথাচিত্রের কর্ণধার বলেন, ‘সারাদেশের বিভিন্ন হল থেকে ভালো সাড়া পাচ্ছি। যেসব হলে কম টিকিট বিক্রির আশঙ্কা করেছিলাম, সেসব হলেও ‘হালদা’ প্রথমদিন ভালো ব্যবসা করেছে। ছবিটি হলে দর্শক আনতে সক্ষম হচ্ছে, এটাই আমাদের সার্থকতা’।

দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকে ঘিরে ছবিটি নির্মিত হয়েছে। এই নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় ও নদী তীরবর্তী মানুষের জীবনের প্রবাহ ও জটিলতা তুলে ধরা হয়েছে ছবির গল্পে।

অভিনয় করেছেন-জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা ও ফজলুর রহমান বাবু। আছেন-দিলারা জামান, শাহেদ আলী ও রুনা খান। সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। ৩০ ডিসেম্বর সিনেপ্লেক্সে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ারে সবার প্রশংসা কুড়ায় ‘হালদা’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা মাঝে বিরাজে ঈশ্বর: পোপ ফ্রান্সিস

সেই সঙ্গে তিনি আহ্বান জানিয়েছে, শরণার্থী, নিপীড়িত সংখ্যালু, দরিদ্র আর বিপদগ্রস্ত মানুষকে বিশ্ব যেন ভুলে না যায়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার ঢাকার সেন্ট মেরিস ক্যাথেড্রালে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তিনটি পরিবারের ১৬ জন সদস্যের সঙ্গে কথা বলে, তাদের দুর্দশার কথা নিজের কানে শুনে আবেগময় এক সন্ধ্যা কাটে পোপের।

পোপ বলেন, “আজ ঈশ্বরের যে উপস্থিতি, তা বিরাজমান রোহিঙ্গা রূপেও।”

রোমান ক্যাথলিকদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিস এশিয়া সফরে এসেছেন এমন এক সময়ে, যখন মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর ব্যাপক দমন-পীড়নের মুখে সোয়া ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

সেনাবাহিনী কীভাবে নির্বিচারে মানুষ মারছে, ধর্ষণ, লুটপাট করছে, সেই বিবরণ পাওয়া যাচ্ছে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কথায়। ওই অভিযানকে জাতিসংঘ বর্ণনা করেছে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে।

বিভিন্ন সময়ে শরণার্থীদের অধিকারের প্রশ্নে এবং তাদের দুর্দশা লাঘবে সরব হওয়া পোপ ফ্রান্সিস মিয়ানমার সফরে রোহিঙ্গাদের বিষয়েও তার দৃঢ় অবস্থান তুলে ধরবেন বলে অধিকার সংগঠনগুলোর প্রত্যাশা ছিল।

মিয়ানমারে দেওয়া ভাষণে পোপ সম্প্রীতির ডাক দিয়ে প্রতিটি জাতিগোষ্ঠীকে সম্মান দেখানোর আহ্বান জানালেও ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ না করায় বিষয়টি সংবাদের শিরোনাম হয়।

বৃহস্পতিবার মিয়ানমার থেকে বাংলাদেশে পৌঁছে বঙ্গভবনে মন্ত্রিপরিষদের সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কূটনীতিকদের সঙ্গে এক অনুষ্ঠানে শরণার্থী সঙ্কট নিয়ে কথা বলেন পোপ।

মিয়ানমার থেকে আসা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় তিনি বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন এবং এ সঙ্কট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। কিন্তু এ বক্তৃতাতেও তিনি রোহিঙ্গা শব্দটি এড়িয়ে যান।

বাংলাদেশ সফরে পোপ যে রোহিঙ্গাদেরও সাক্ষাৎ দেবেন, তা আগেই জানানো হয়েছিল। সে অনুযায়ী কক্সবাজারের কুতুপালং ও বালুখালী ক্যাম্প থেকে রোহিঙ্গাদের তিনটি পরিবারকে নিয়ে আসা হয়েছিল ঢাকায়। শুক্রবার বিকালে কাকরাইলের অনুষ্ঠানে তাদের সঙ্গে দেখা হয় পোপের।

রয়টার্স লিখেছে, সর্বধর্মীয় সম্প্রীতি সভার শেষভাগে ওই তিন রোহিঙ্গা পরিবারের ১২ পুরুষ আর চার নারী সদস্য যখন দোভাষীর মাধ্যমে তাদের নিদারুণ অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন, পোপের মুখে তখন খেলা করছিল বিষাদের ছায়া।

পোপ তাদের বলেন, “যারা তোমাদের ওপর পীড়ন চালিয়েছে, যারা তোমাদের আঘাত করেছে, তাদের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। তোমাদের মহৎ হৃদয়ের কাছে আমার আবেদন, আমাদের ক্ষমা কর।”

বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় আশি হাজার ভক্তের অংশগ্রহণে এক প্রার্থনাসভায় পৌরহিত্য করেন পোপ। সেখানে তিনি যিশুর বাণীর আলোকে সবাইকে শান্তি ও সম্প্রতির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় ভ্যাটিকান দূতাবাসে গিয়ে পোপের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় প্রায় ২০ মিনিট একান্তে কথা হয় তাদের মধ্যে।

এরপর বিকালে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রালে যান পোপ ফ্রান্সিস। তিনি ক্যাথিড্রাল পরিদর্শন করেন এবং পরে বাংলাদেশের বিশপদের সঙ্গে বিশেষ সভা করেন।

পরে বিকাল ৫টার পর রিকশায় চড়িয়ে তাকে নিয়ে যাওয়া হয় আর্চবিশপ হাউজের মাঠে বিশাল তাবুর নিচে আয়োজিত ‘সম্প্রীতি ও শান্তি’ শীর্ষক আন্তঃধর্মীয় ও আত্মমাণ্ডলিক সমাবেশ।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, শোলাকিয়ার ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ, আইনজীবী ড. কামাল হোসেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়েল উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, কলামনিস্ট আবুল মকসুদসহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা।

রাজধানীর তেজগাঁও রেলওয়ে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক এবং হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের মিলিয়ে এ অনুষ্ঠানে উপস্থিত ছিল পাঁচ হাজারের বেশি মানুষ।

পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফর উপলক্ষে গঠিত মিডিয়া কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রীতি ও শান্তি সমাবেশে স্বাগত বক্তব্য দেন ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও। পোপের বক্তৃতার আগে ছিল বিভিন্ন নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা।

পোপ ফ্রান্সিস তার বক্তৃতায় বলেন, ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের একটি মৌলিক নীতি, এই প্রতিশ্রুতি অতিসূক্ষ্ম, তবুও শক্তভাবে তা তাদের প্রত্যাখান করে- যারা বিভেদ সৃষ্টিতে ইন্ধন যোগায় এবং ধর্মের নামে সন্ত্রাস সৃষ্টি করে।

“প্রতিবেশীর মঙ্গল করার ধর্মীয় চেতনা উৎসারিত হয় আমাদের উন্মুক্ত হৃদয় হতে যা প্রবাহিত হয়ে বাইরের দিকে বিশাল নদীর মতো, সিক্ত করে শুষ্ক ভূমি, নির্বাপিত করে ঘৃণার নিষ্ফলা পতিত ভূমি,  ধ্বংস  করে দুর্নীতি, মুক্ত করে দরিদ্রতা থেকে। সহিংসতা আমাদের মানব জীবনের কতই ক্ষতি করে, পরিবারকে ভেঙে দেয় এবং সৃষ্টিকে করে বিকৃত, বিবর্ণ।

বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় সেই মুক্ত হৃদয়ের পথ বেছে নিয়েছে মন্তব্য করে পোপ বলেন, বিশ্বে এখন সেই মুক্ত হৃদয়ের স্পন্দন শক্তিশালীভাবে দরকার।

“রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতি মোকাবিলা করার জন্য, ধ্বংসাত্মক ধর্মীয়ও মতবাদ প্রত্যাখান করার জন্য, দরিদ্রদের প্রয়োজনের দিকে চোখ বন্ধ করে না রাখতে, শরণার্থীদের আশ্রয় দিতে, সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করতে এবং যারা সমাজে অত্যন্ত দুর্বল ও ভঙ্গুর তাদের যত্ন নিতে আমাদের সেই হৃদয় স্পন্দন প্রয়োজন।”

সফরের শেষ দিন শনিবার সকালে তেজগাঁওয়ে মাদার টেরিজা হাউজ পরিদর্শনে যাবেন পোপ। এরপর তেজগাঁও হলি রোজারিও চার্চে খ্রিস্টান যাজক, ধর্মগুরু ও ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে চার্চের কবরস্থান পরিদর্শন করবেন। দুপুরের পর ঢাকায় নটরডেম কলেজে তরুণদের সঙ্গে মতবিনিময়ও করবেন।

সফরের ইতি টেনে বিকাল ৫টায় শাহজালাল বিমানবন্দর ছাড়বেন ক্যাথলিক ধর্মগুরু। তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বলিউড অভিনেত্রীদের মধ্যে সবার ওপরে সানি লিওন

প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া রাই বচ্চনদেরও পেছনে ফেলে দিলেন সানি লিওন। ইন্টারনেট জগতে জনপ্রিয়তা যে আকাশছোঁয়া, সেই প্রমাণ মিলল ফের।

সম্প্রতি ইয়াহু একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে বলিউড অভিনেত্রীদের মধ্যে গুগলে সবচেয়ে বেশি কার খোঁজ করেছে ভক্তরা, সেই বিষয়ে তালিকা তৈরি করা হয়েছে। আর সেখানে প্রথম নামটাই সানি লিওনের।

প্রথম দশের তালিকায় সানির পিছনে আছেন প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুর, মমতা কুলকার্নি, দীশা পাটানি, কাব্যা মাধবন, এশা গুপ্তা।

পুরুষদের তালিকায় আছেন‌ বিনোদ খান্না, কপিল শর্মা, দিলীপ, জাস্টিন বিবার, সুনীল গ্রোভার, কমল হাসান, রজনীকান্ত, সলমন খান, ঋষি কাপুর, অমিতাভ বচ্চন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৭

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাতজন নিহত ও ২০ জন আহত হয়েছে। আজ শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে শহরের বেদগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি কাঠবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন এবং হাসপাতালে আনার পথে আরো পাঁচজন মারা যান।

ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু মারা যায়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানিয়েছেন, আহতদের গোপালগঞ্জ আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, হতাহতদের বাড়ি পিরোজপুর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

দুর্ঘটনার পরপর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বকাপে ব্রাজিল ‘সহজ’ আর কঠিন গ্রুপে আর্জেন্টিনা

স্টেট ক্রেমলিনে প্যালেস কনসার্ট হলে হয়ে গেলো রাশিয়া বিশ্বকাপের ড্র। আগামী বছরের জুনে ফুটবল মহাযজ্ঞে কে কার মুখোমুখি হবে সেটা জানা হয়ে গেলো আনুষ্ঠানিকভাবে। যেখানে রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল পড়েছে গ্রুপ ই-তে আর আর্জেন্টিনা পড়েছে গ্রুপ অব ডেথ বলে পরিচিত ডি গ্রুপে।  ব্রাজিলের গ্রুপ সঙ্গী সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া।  অপরদিকে আর্জেন্টিনার গ্রুপ সঙ্গী ইউরোপের দ্বীপ রাষ্ট্র আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও আফ্রিকার দেশ নাইজেরিয়া।  গত বছর ইউরোতে এই আইসল্যান্ডই প্রথমবার খেলে সবাইকে চমকে দিয়েছিল।  শেষ ষোলোতে হারিয়েছিল ইংল্যান্ডকে।  সেই ধারায় এবার তারা প্রথমবার জায়গা পেলো বিশ্বকাপে।

স্বাগত ভাষণ জানিয়ে অনুষ্ঠানের সূচনায় ছিলেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তাদের ভাষণের পর ছিল মিউজিক্যাল পারফরম্যান্স। এরপরেই শুরু অনুষ্ঠানের মূল অংশ।

সাবেক সোভিয়েত কিংবদন্তি ৯১ বছর বয়সী নিকিতা সিমোনিয়ান শুরুতে পট থেকে তোলেন আয়োজক রাশিয়ার নাম।  আর উদ্বোধনী ম্যাচে এই রাশিয়ার মুখোমুখি হবে সৌদি আরব।  ড্রতে সহযোগিতা করতে ছিলেন লঁরা ব্লাঁ, গর্ডন ব্যাংকস, কাফু, ফ্যাবিও ক্যানাভারো, ডিয়েগো ম্যারাডোনা, কার্লোস পুয়োল, দিয়েগো ফোরলান। প্রত্যেকটা গ্রুপে দল সাজানোর ভারটা পালন করেন এই ৮ জন। চারটি পাত্র থেকে দল নিয়ে সাজানো হয়েছে এই গ্রুপ।

এছাড়া ড্র মঞ্চে বিশ্বকাপের কাঙ্ক্ষিত ট্রফি নিয়ে হাজির হন জার্মানিকে বিশ্বকাপ জেতানো তারকা মিরোস্লাভ ক্লোসা।  এরপরেই শুরু হয় ড্রয়ের আনুষ্ঠানিকতা।

এক নজরে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ-

‘এ’ গ্রুপ- রাশিয়া, সৌদি আরব, মিশর, উরুগুয়ে

‘বি’- পর্তুগাল, স্পেন, মরোক্কো, ইরান

‘সি’- ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্ক,

‘ডি’- আর্জেন্টিনা, আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া

‘ই’- ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া

‘এফ’- জার্মানি, মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া

‘জি’- বেলজিয়াম, পানামা, তিউনিশয়া, ইংল্যান্ড,

‘এইচ’-পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া, জাপান

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোজার দুর্গন্ধ ছড়ানোয় ভারতে গ্রেফতার ১!

যাত্রীবাহী বাসে মোজার দুর্গন্ধ ছড়ানোয় ভারতে একজনকে গ্রেফতার করা হয়েছে। মোজার দুর্গন্ধকে কেন্দ্র করে বাসের এক যাত্রীর সাথে ঐ ব্যক্তির তর্ক শুরু হলে বাসের অন্য যাত্রীরাও যোগ দেন সেই ঝগড়ায়। পরে যাত্রীরা পাবলিক নুইসেন্স বা ‘জনগণের মধ্যে অসুবিধা’ ঘটানোর জন্য তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। ২৭ বছর বয়সী অভিযুক্ত ওই ব্যক্তির নাম প্রকাশ কুমার।

জানা যায়, রাজধানী দিল্লিগামী একটি বাসে প্রকাশ কুমার তার পায়ের জুতা-মোজা খুলে ফেলার পর মোজা থেকে দুর্গন্ধ বের হয়। আর গন্ধ এতোটই তীব্র ছিলো যে অন্য যাত্রীরা তাকে তার মোজা জোড়া ব্যাগের ভেতরে রাখতে অথবা বাসের বাইরে ছুঁড়ে ফেলতে বলেন। কিন্তু তিনি সেটা করতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য-বিনিময় শুরু হয়।

তখন যাত্রীরা বাসের চালককে উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচলের একটি পুলিশ স্টেশনে বাসটিকে নিয়ে যেতে বাধ্য করেন এবং ওই পুলিশ স্টেশনেই মোজার মালিকের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেন।

কিন্তু প্রকাশ কুমার বলেছেন, তার মোজা থেকে কোন দুর্গন্ধ বরে হচ্ছিলো না। যাত্রীরা কোন কারণ ছাড়াই তার সাথে তর্ক করছিলো।

এদিকে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কুমারকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে ‘অক্ষি’র দাপটে নিহত ৮, নিখোঁজ ৯০

ভারতের তামিলনাড়ু ও কেরালা রাজ্যে ঘূর্ণিঝড় ‘অক্ষি’র দাপটে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এ ছাড়া বঙ্গোপসাগরে নিখোঁজ রয়েছেন অন্তত ৯০ জেলে।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, আজ শুক্রবার সকালে ঘূর্ণিঝড়টি আরব সাগরে লাক্ষাদ্বীপের ১৬০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। সেটি ধীরে ধীরে দ্বীপটির দিকে এগোচ্ছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি ১৩০ কিলোমিটার গতিতে বয়ে চলেছে।

এদিকে ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ু ও কেরালায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। তামিলনাড়ুর চেন্নাইতে বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ। একই সঙ্গে রাজ্যটির কন্যাকুমারী, তুতিকোরিন, কাঞ্চিপুরম, ভিল্লিপুরম, মাদুরাই, খেনি ও ত্রিভারুরের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে শহরগুলোর বাসিন্দাদের। এ ছাড়া সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

এরই মধ্যে নিখোঁজ জেলেদের উদ্ধারে নেমেছে ভারতের নৌবাহিনী। বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল। উদ্ধারকাজের জন্য তিনটি জাহাজ ও দুটি বিমান তৈরি রাখা হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী।

সর্বশেষ খবরে জানা যায়, অক্ষির দাপটে উপড়ে গেছে দুই রাজ্যের পাঁচ শতাধিক গাছ। তছনছ হয়েছে উপকূলবর্তী এলাকা। এ ছাড়া নৌবাহিনীর প্রকৌশল বিভাগের একটি জাহাজসহ জেলেদের ৫০টি নৌকারও কোনো খোঁজ মিলছে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানের কলেজে বোরকা পরে তালেবানের হামলা, নিহত ৯

পাকিস্তানের পেশোয়ার শহরের একটি কলেজে জঙ্গিগোষ্ঠী তালেবানের কয়েকজন বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে নয়জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় আজ শুক্রবার সকালে এগ্রিকালচার ইনস্টিটিউট নামে ওই কলেজে হামলা চালানো হয়। হামলাকারীরা বোরকা পরা অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের মধ্যে কলেজের আট শিক্ষার্থী ও একজন প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে এক হামলাকারীও নিহত হয়।

পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, কয়েকজন হামলাকারী একটি রিকশায় করে কলেজটিতে যায়। সেখানে তারা এক নিরাপত্তারক্ষীকে গুলি করে। পরে কলেজের ভেতরে প্রবেশ করে মূল হামলাটি চালায়।

হামলার পরপরই তালেবানের পক্ষ থেকে দায় স্বীকার করা হয়েছে। জঙ্গিগোষ্ঠীটির মুখপাত্র মুহাম্মদ খোরাসানি জানান, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে।

এ বিষয়ে উত্তর-পশ্চিম পেশোয়ারের পুলিশপ্রধান তাহির খান জানান, হামলার পরপর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘিরে ফেলেন। তাঁদের সঙ্গে হামলাকারীদের গুলিবিনিময় হয়। এ সময় একটি বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।

এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে তালেবান বন্দুকধারীরা পেশোয়ারের একটি সেনাবাহিনী পরিচালিত স্কুলে হামলা চালায়। ওই হামলায় ১৩৪ শিশু নিহত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest