সর্বশেষ সংবাদ-
ভারতীয় পর্ন ভিডিওতে সাংবাদিকের ছবি জুড়ে ব্লাকমেইল করে চাঁদা দাবিকালিগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে দূধর্ষ ডাকাতিজুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এতিমদের মাঝে খাবার বিতরণভোমরার ইউপি চেয়ারম্যানকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলেন ইউনিয়নবাসীআশাশুনিতে শহীদের স্মরণে দুঃস্থদের মাঝে জামায়াতের খাবার বিতরণদেবহাটায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে থানায় মামলাস্বৈরাচার ঠেকিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার এনসিপিরসাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় ভ্যান চালকের মৃত্যুকোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদের

রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে নিরাপত্তা পরিষদের বিবৃতি

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নৃশংসতা ও জাতিগত নিধন বন্ধের জোর দাবি জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

সোমবার এক বিবৃতিতে মিয়ানমার সরকারের কাছে এই দাবি জানায় নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো।

বিবৃতিতে রোহিঙ্গা সংকটের অবসান চেয়ে বেশ কিছু প্রস্তাবও দেওয়া হয়েছে।

চলতি বছরের আগস্টে রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতার ফলে ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালাতে বাধ্য হয়েছে। এই সহিংসতার তীব্র সমালোচনার পাশাপাশি এদের দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের এই বিবৃতিতে সম্মতি রয়েছে চীনেরও। শুরু থেকেই মিয়ানমারকে নানা বিষয়ে সমর্থন দিয়ে আসা চীন অবশ্য এখনো দেশটির ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে ভেটো দেওয়ার অবস্থান থেকে সরে আসেনি।

ওই বিবৃতিতে মিয়ানমার পরিস্থিতি জানাতে একজন বিশেষ উপদেষ্টা নিয়োগের জন্য নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানানো হয়েছে। ওই উপদেষ্টা আগামী ৩০ দিনের মধ্যে মহাসচিবের কাছে বিস্তারিত প্রতিবেদন পেশ করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিলেটে পাহাড়ধসে নিহত ৪, নিখোঁজ ২

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথরকোয়ারিতে পাহাড়ধসে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো দুজন।

আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ জানান, বাংলা টিলা নামের পাহাড়ে ধস হয়েছে। দুর্গম এই এলাকাটিতে এরই মধ্যে পুলিশ পৌঁছেছে।

ওসি আরো জানান, নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্যান্সার প্রতিরোধে অলিভ অয়েল

প্রতিদিনের খাবারে ব্যবহার করেন অলিভ অয়েল? যদি না করেন, তাহলে এখন থেকেই অভ্যাস করে ফেলুন। কারণ প্রতিদিনের খাবারে যদি অলিভ অয়েল ব্যবহার করেন, তাহলে হার্ট যেমন ভাল থাকবে তেমনি বিভিন্ন অসুখও ধারপাশে ঘেষবে না আপনার।

সম্প্রতি এক ডায়েটিশিয়ান জানিয়েছন, প্রতিদিনের খাবারে যদি আপনি অলিভ অয়েল ব্যবহার করেন, তাহলে হৃদয় যেমন সুস্থ থাকবে তেমনি শরীরে কোলেস্টেরল-এর মাত্রাও থাকবে স্বাভাবিক। সেই সঙ্গে হার্টের বিভিন্ন রোগ থেকেও দূরে থাকবেন আপনি। পাশাপাশি অলিভ অয়েল রান্নায় ব্যবহার করলে শরীরের অতিরিক্ত মেদ থেকে রেহাই পাবেন আপনি। সেই সঙ্গে অলিভ অয়েল শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ভাল কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে।

সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে, অ্যালঝাইমার প্রতিরোধেও সাহায্য করে অলিভ অয়েল। সেই সঙ্গে ক্যান্সার প্রতিরোধেও যেমন কাজে দেয় অলিভ অয়েল, তেমনি পাকস্থলির জ্বালা কমাতেও অনেক সময় সাহায্য করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌদি আরবের আরও এক যুবরাজের মৃত্যু

কয়েক ঘণ্টার ব্যবধানে সৌদি আরবের আরও এক যুবরাজের মৃত্যু হয়েছে। মৃত সেই যুবরাজ হলেন আব্দুল আজিজ বিন ফাহাদের (৪৪)।
আব্দুল আজিজ সাবেক বাদশা ফাহাদের বড় সন্তান ছিলেন।

ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর সাবেক স্পেশাল এজেন্ট আলী এইচ. সৌফান টুইটের মাধ্যমে আজিজের মৃত্যুর বিষয়টি জানান। তবে সৌফান তার সেই টুইটে কিভাবে আজিজের মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছুই লেখেননি।

এর আগে, সৌদি যুবরাজ মানসুর বিন মুকরিন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। রবিবার দেশটির আসির প্রদেশের দক্ষিণে ইয়েমেনের সীমান্ত সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুখ্যমন্ত্রীর নগ্ন ব্যঙ্গচিত্র এঁকে জেলে কার্টুনিস্ট!

ভারতের তামিলনাডুর রাজ্যের মুখ্যমন্ত্রী পালানিস্বামীকে ব্যঙ্গ করে কার্টুন এঁকে জেলে গেছেন এক কার্টুনিস্ট। তবে তাকে গ্রেফতার করার চব্বিশ ঘন্টা পর জামিন দেওয়া হয়েছে।

তবে তামিলনাডু সরকার বলছে মতপ্রকাশের স্বাধীনতার একটা সীমা থাকে এবং ওই ব্যক্তি তা লঙ্ঘন করেছিলেন। অন্যদিকে জি বালা নামে ওই কার্টুনিস্টের মুক্তির দাবিতে রাজ্য জুড়ে প্রতিবাদে সরব হন সাংবাদিকরা।

ভারতে সাম্প্রতিককালে রাজনীতিবিদ বা নেতা-মন্ত্রীদের নিয়ে ক্যারিকেচার করার জেরে অনেককেই এর আগে আটক হতে হয়েছে, তামিলনাডুর এই ঘটনা তাতে সর্বশেষ সংযোজন।

জানা যায়, রবিবার সকালে তিরুনেলভেলির পুলিশ এসে চেন্নাইয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় ওই ফ্রিল্যান্স কার্টুনিস্টকে। তার অপরাধ, তিনি নিজের ফেসবুক পেজে এমন একটি কার্টুন পোস্ট করেছিলেন, যাতে দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী, নেল্লাই জেলার পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক নগ্ন শরীরে একতাড়া নোট দিয়ে কেবল নিজেদের গোপনাঙ্গটুকু ঢাকছেন – আর তাদের সামনে আগুনে জ্বলছে একটি শিশু।

কয়েকদিন আগে জেলা প্রশাসনের দফতরে সুদখোরদের অত্যাচারে জর্জরিত এক পরিবার যেভাবে নিজেদের শরীরে আগুন দিয়েছিল, সেই ঘটনার সূত্র ধরেই তিনি এঁকেছিলেন ওই কার্টুন।

দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের সভাপতি এস ভেঙ্কটনারায়ণ বলছিলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী ও আমলারা যেভাবে বালাকে গ্রেফতার করেছেন আমি তার তীব্র নিন্দা জানাই। এদের সমালোচনা করার সম্পূর্ণ অধিকার ওই কার্টুনিস্টের আছে, কারণ একটি দুর্দশাগ্রস্ত তামিল পরিবার যখন তাদের কাছে বারবার সাহায্যের জন্য আবেদন করেছিল এবং শেষে অসহায়ভাবে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছিল – তখন তারা কিচ্ছু করেননি। ”

“রাজনীতিবিদ ও আমলাদের চামড়া যদি এতই পাতলা হয় যে তারা নিজেদের ব্যর্থতার কোনও সমালোচনাও সহ্য করতে পারবেন না তাহলে তাদের তো এই পেশায় আসাই উচিত নয়।

এই ঘটনায় কার্টুনিস্ট বালার বিরুদ্ধে মামলা আনা হয়েছে ভারতীয় দন্ডবিধির ৫০১ ধারায় – যাতে কোনও অবমাননাকর ছবি ছাপা বা খোদাই করা অপরাধ – এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারায়, যাতে কোনও অশ্লীল বিষয়বস্তু ইলেকট্রনিক্যালি প্রকাশ করা দন্ডনীয়।

এদিন তিরুনেলভেলি জেলা আদালত জি বালাকে জামিন দিলেও রাজ্য সরকার অবশ্য দাবি করেছে তাদের পদক্ষেপে কোনও ভুল ছিল না।

তামিলনাডুর আইনমন্ত্রী সি ভি ষণ্মুগম বলেন, “সব কিছুরই তো একটা সীমা থাকবে, না কি? যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং একজন জেলা প্রশাসক ও পুলিশ-প্রধানকে অত্যন্ত কুরুচিকর ভঙ্গীতে উপস্থাপন করা হয়েছে – সেটা তো সবাই আপনারা দেখেছেন। ”

“তিনি জামিন পেয়েছেন ভাল কথা, দেশের আইনি প্রক্রিয়ায় জামিন পাওয়ার অধিকার তার আছে। কিন্তু আমি বলব, সংবাদমাধ্যমের স্বাধীনতাকে যদিও আমরা মর্যাদা দিই – সেই স্বাধীনতারও কিন্তু একটা মাত্রা আছে। ”

জামিন পাওয়ার পর জি বালা নিজে জানিয়েছেন, তিনি কোনও খুন বা ডাকাতি কিছুই করেননি – শুধু সরকারের ব্যর্থতার সমালোচনা করেছেন মাত্র, আর নিজের আঁকা কার্টুনের মাধ্যমে সেটা তিনি চালিয়েও যাবেন।

কিন্তু ভারতে সংবাদকর্মীরা অনেকেই বলছেন, দেশের বিভিন্ন রাজ্যে যেভাবে সোশ্যাল মিডিয়াতে সরকারের কাজকর্ম নিয়ে হাসিঠাট্টা বা ব্যঙ্গ-বিদ্রূপের বিরুদ্ধেও যেভাবে প্রশাসন কড়া ব্যবস্থা নিতে শুরু করেছে তাতে তাদের কাজ ক্রমশ আরও কঠিন হয়ে উঠছে। সূত্র: বিবিসি বাংলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘মৌসুমী আপু যা বলেছেন সেটা একেবারেই ভিত্তিহীন’

শিল্পীদের স্বার্থ রক্ষায় চলচ্চিত্র শিল্পী সমিতি ব্যর্থ দাবি করে চিত্রনায়িকা মৌসুমীর দেওয়া বক্তব্যের জবাব দিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। বলেছেন, মৌসুমী আপু আমাদের শ্রদ্ধাভাজন।
তিনি সমিতির কার্যকরী কমিটির সদস্যও নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে সমিতি থেকে পদত্যাগ করেন। আমরা চেষ্টা করেছি তাকে ফিরিয়ে আনতে। কিন্তু তিনি আসেননি। এখন তিনি যা বলছেন সেটা একেবারেই ভিত্তিহীন। আমরা সবাইকে নিয়ে সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা সবাই জানেন এবং দেখছেনও। সুতরাং এসব অবান্তর কথা বলা যুক্তিযুক্ত নয়।

প্রসঙ্গত, সম্প্রতি নিজের জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত জাজ মাল্টিমিডিয়ার একটি অনুষ্ঠানে এ নায়িকা শিল্পী সমিতির নেতারা দায়িত্ব পালনে ব্যর্থ দাবি করে বলেন, ‘শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পীদের স্বার্থ রক্ষা করা। এই সমিতি এটা না করে সমস্যা পাশ কাটিয়ে ফুল দেয়া ও চামচামিতে ব্যস্ত। সবার আগে দরকার শিল্পীর স্বার্থ রক্ষা করা। সমিতি সেটি করছে না। ’

তিনি আরও বলেন, কোনো শিল্পী ভুল করলে তাকে সঠিক পথ দেখানো উচিত সমিতির। তাকে নিয়ে সিনিয়রদের সঙ্গে বসে আলাপ করে সঠিক পথ দেখানো যেতে পারে। কিন্ত সাম্প্রতিক সমস্যাগুলোতে সুন্দর সমাধানের কোনো ব্যবস্থা করেনি শিল্পী সমিতি। যে শিল্পীর কাজ নেই তার কাজের পরিবেশ নিশ্চিত করার ব্যবস্থা করা হচ্ছে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩ কাঠা জমি পাচ্ছেন মিরাজ

ইংল্যান্ডের বিপক্ষে গত বছর ঘরের মাঠে মিরাজের নৈপুণ্যে টেস্ট জিতেছিল বাংলাদেশ। সেই ঐতিহাসিক জয়ের পর উপহার হিসেবে মিরাজকে বাড়ি করে দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেই ঘোষণা অনুযায়ী খুলনায় বাড়ি করার জন্য ৩ কাঠা জমি বরাদ্দ পাচ্ছেন মিরাজ।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত জমির বরাদ্দ প্রক্রিয়া শেষ হয়েছে। খুলনা মহানগরীর মুজগুন্নি আবাসিক এলাকায় (মুজগুন্নী প্রধান সড়ক) প্লট নং-এম-৪৪, জমির পরিমাণ ৩ দশমিক ৭ কাঠা জমি পাচ্ছেন তরুণ এ অলরাউন্ডার। বিপিএল শেষে খুলনায় ফিরলেই তার কাছে এ জমি ও দলিল হস্তান্তর করা হবে।

জমি পাওয়া প্রসঙ্গে মিরাজের বাবা জালাল হোসেন জানান, আমার ছেলের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত জমি প্রস্তুত হয়েছে। জমির দলিলও তার নামে প্রস্তুত। বিপিএল শেষে খুলনায় এলেই তার হাতে তা হস্তান্তর করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ’র (কেডিএ) প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম বলেন, মিরাজের জমি বরাদ্দ গেলো সপ্তাহে হয়েছে। ১০০১ টাকা প্রতীকি মূল্য রেখে জমিটি তার নামে বরাদ্দ দেয়া হয়েছে।
বিপিএল খেলা শেষে মিরাজ ১০ দিনের ছুটিতে বাড়ি আসবেন। এসময় তার নামে জমি রেজিস্ট্রি হবে। একইসঙ্গে জমির দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। দলিল হস্তান্তরের পর তাকে বাড়ির নকশা করার প্রস্তাব করা হবে। সে প্রস্তাবনা অনুমোদন সাপেক্ষে এস্টিমেট করা হবে। তারপর ভবন নির্মানের কাজ শুরু হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাহাবীদের নিয়ে সিনেমা তৈরি করবেন অনন্ত জলিল

চিত্রনায়ক অনন্ত জলিল জানিয়েছেন, সহসাই তিনি চলচ্চিত্র ছেড়ে দিচ্ছেন না। বরং একই সাথে ধর্ম চর্চা এবং চলচ্চিত্র নিয়ে কাজ চালিয়ে যেতে চান। অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘বাংলাদেশ নাইট’ অনুষ্ঠানে এসব কথা বলেন অনন্ত জলিল।

ধর্ম চর্চা ও প্রচারে মনোনিবেশ করে সম্প্রতি আলোচিত এই চিত্রনায়ক জানান, তিনি সাহাবীদের জীবনী নিয়ে শিগগিরই একটি সিনেমা তৈরি করবেন। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের কাছ থেকে দূরে যেতে চাই না। এবং ইসলামি ভাবধারায়ও চলতে চাই। তাই আমার পরিকল্পনা হলো সাহাবী নিয়ে একটি ফিল্ম আপনাদেরকে উপহার দেব। এটা ইতিহাস হয়ে থাকবে।’

বাংলাদেশের অবহেলিত শিশুদের সাহায্যের লক্ষ্যে তৃতীয়বারের মতো ‘বাংলাদেশ নাইট’ কনসার্টের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লিসেন ফর’। অনুষ্ঠানে নিজের জনপিয় সব ডায়ালগ আর অভিনয়ের মঞ্চায়নে দর্শক মাতিয়ে তোলেন নায়ক অনন্ত জলিল।

এদিকে একই অনুষ্ঠানে এক বছর পর মঞ্চে উঠে গান গাইলেন ‘অর্থহীন’ ব্যান্ডের ‘বেজবাবা’ সুমন। ক্যান্সারের সাথে প্রতিনিয়ত বেঁচে থাকার যুদ্ধে লিপ্ত লড়াকু এ সৈনিক মাতালেন সিডনি প্রবাসী বাংলাদেশিদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest