সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সদর থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কাটিয়াস্থ হালিমা খাতুন শিশু সদন প্রাঙ্গণে সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দীন আহম্মেদ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রাহমাতুল্লাহ পলাশ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএপি’র সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক এড. কামরুজ্জামান ভুট্র। জেলা তাঁতী দলের সভাপতি রফিকুল আলম বাবু, পৌর বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সভাপতি আবুল হাসান হাদী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জেলা জিয়া পরিষদের আহবায়ক অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিলন শিকদার, অধ্যাপক মহিবুল্লাহ, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আব্দুল আলিম, আইনজীবী পরিষদের এড. এ.বি.এম সেলিম, আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহরিয়ার জামান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আব্দুস সেলিম, মাহমুদুল হক, মো. আইয়ুব হোসেনসহ বিএনপি ও তার অংগ ও সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হিমু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বোনের মামলায় ভাই জেলে!

নিজস্ব প্রতিবেদক : আপন বোনের মামলায় ভাইকে কারাগারে প্রেরণ করল আদালত। এমনই ঘটনা ঘটেছে সাতক্ষীরা শহরে। আসামী গোপালগঞ্জ জেলার কোয়াডাঙ্গা এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে ও জেলা যুবদলের যুগ্ম সম্পাদক বিএম জোবায়ের হোসেন (৪২)। মামলা সূত্রে জানা যায়, গোপালগঞ্জ জেলার কোয়াডাঙ্গা এলাকার মরিয়ম জামেলার স্বামী সরকারি চাকরির কারণে তারা পরিবার নিয়ে সাতক্ষীরা শহরের মুনজিতপুরে বসবাস করেন। তার ভাই বিএম জোবায়ের হোসেন কে কয়েক বছর আগে ৫লক্ষ টাকা ধার দেয়। বিনিময়ে ভাই জোবায়ের একটি চেক প্রদান করে। কিন্তু তার ভাই জোবায়ের হোসেন টাকা নিয়ে বছরের পর বছর তালবাহানা করতে থাকে। এভাবেই কেটে যায় কয়েক বছর। এক পর্যায়ে বোন মরিয়ম জামেলা বাদী হয়ে ভাই জোবায়ের হোসেনকে আসামী করে আদালতে একটি মামলা করেন। যার নং এসসি২২৩/১২। গত মঙ্গলবার জোবায়ের হোসেন জেলা যুগ্ম ও দায়রা জজ আদালতে হাজির হলে তার জামিন মঞ্জুর না করে বিচারক তাকে কারাগারে পাঠায়। এসময় জোবায়ের হোসেনের পরিবার জানায়, তার বিরুদ্ধে গোপালগঞ্জ আদালতে কয়েকটি মামলা রয়েছে। এছাড়া তার মা ও ভাই বাদী হয়ে পৃথক মামলা করেছে। সে একজন প্রতারক বলে জানা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় যুবলীগ সভাপতিকে লাঞ্ছিতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটুক্তি এবং কলারোয়া উপজেলা যুবলীগ সভাপতিকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরের দিকে পৌর সদরের আলিয়া মাদরাসা মোড়ে ওই ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগও করা হয়েছে।
অভিযোগসূত্রে জানা গেছে- উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা মোটরসাইকেলযোগে কাজীরহাটে যাওয়ার সময় আলিয়া মাদরাসা মোড়ে পৌছালে জামায়াত-বিএনপির কয়েকজন নেতাকর্মী তাকে পথরোধ করে। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। সেসময় সাহাজাদা তার প্রতিবাদ করলে তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে ও কাছে থাকা টাকা-স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ওই ঘটনায় বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতার নাম উল্লেখ করে কলারোয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে সাংবাদিকদের সাথে অগ্রগতি’র মতবিনিময়

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : ইন্টারনেটের অপব্যবহার ও ট্যুরিজমের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে অগ্রগতি সংস্থার আয়োজনে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা অফিসার্স ক্লাবে
কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসান। অগ্রগতি সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর মোজারুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, দৈনিক পত্রদূত’র কৃষ্ণনগর ইউনিয়ন প্রতিনিধি সহকারী শিক্ষক আফজাল হোসেন প্রমুখ।অগ্রগতি সংস্থা’র বাস্তবায়নে এবং টেরেডেস হোমস নেদারল্যান্ড এবং আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় প্রকল্প সংক্রান্ত মতবিনিময় সভায় প্রকল্প পরিচিতি তুলে ধরেন অগ্রগতি সংস্থা’র প্রজেক্ট কো-অর্ডিনেটর দেবব্রত অধিকারী। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অনলাইন প্রেসক্লাবের সভাপতি আরাফাত আলী, সহ-সভাপতি জিএম মামুন, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নারায়ন চন্দ্র চক্রবর্তী রাজিব, সিনিয়র সাংবাদিক প্রভাষক মনিরুজ্জামান মহাসীন, কাজী আল মামুন, আব্দুল করিম মামুন হাসান, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সাংবাদিক ইলাদেবী মল্লিক, সাজেদুল হক সাজু, আশেক মেহেদী, আব্দুল মাজেদ, জামাল উদ্দীন, অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার শরিফুল ইসলাম, কমিউিনিটি লিয়াজো অফিসার মিজানুর রহমান, কাউন্সিলর লতিকা রাণী ঘোষ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় আবু রায়হানসহ তিন আ ’লীগ নেতার স্বরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বিগত ২০১৩ সালে বিএনপি-জামায়াত জোটের হরতাল অবরোধের সহিংসতায় দেবহাটা উপজেলায় ৩টি তাজা প্রাণকে নির্মম ভাবে হত্যা করা হয়। আর এতে শহীদ হন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন বাকুম এবং সখিপুর ইউনিয়নের ৪নং ¬ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ। তাদের ৪র্থ তম মৃত্যুবার্ষিকীতে আতœার মাগফেরাত কামনা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মঙ্গলবার পারুলিয়া বাসস্টান্ডস্থ শহীদ আবু রায়হান চত্বরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুনসুর আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এড ওসমান গনি(পিপি), উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন, জেলা যুদ্ধহত মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মাবুদ গাজী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসাদের ডেপুটি কমান্ডর আলহাজ্ব ইয়াসিন আলী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামসেদ আলম, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা জাসদের সভাপতি আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক আনারুল হক ও আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বাবু বিজয় ঘোষ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুর আমিনসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্বরণসভায় বক্তরা বলেন, ৭১ এর পরাজীত শক্তি দেশকে ধ্বংসলীলায় পরিণত করতে ২০১৩ সালে জামায়াত-শিবির বাহিনী সারাদেশ ব্যাপী অগ্নিসংযোগ, মানুষ হত্যা করে ক্ষমতায় আসতে চেয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ জানুয়ারী নির্বাচনে জয়লাভ করে কঠোর হস্তে দমন করে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে স্বক্ষম হয়েছে। সাথে সাথে উন্নয়নের জোয়ার বয়ে চলেছে। কিন্তু বর্তমানে ১৩ সালের সেই অপশক্তি পুনরায় মাথা চাড়া দিতে যাচ্ছে। তাই দেশব্যাপী আওয়ামীলীগের নেতা কর্র্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকার জয় আনতে হবে। যারা সে সময়ে আওয়ামীলীগ নেতাকর্মীদের হত্যা করেছেন তাদের কে অতি দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করা হলে সহিংসতায় শহীদদের আতœা শান্তি পাবে। তাই পুলিশ প্রশাসনকে হত্যার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের ধরতে অনুরোধ জানান বক্তরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘অকারণে খোলামেলা পোশাক পরাতে চেয়েছিল’

জেরিন খান অভিনীত ‘আকসার-২’ সিনেমাটি গত ১৭ নভেম্বর মুক্তি পেয়েছে। এ ছবির প্রচারণায় দিল্লি গিয়েছিলেন নায়িকা।
কিন্তু সেখানে জনতার ভিড়ে নিজেকে রক্ষা করতে পারেনি তিনি। অজ্ঞাত পরিচয়ের একদল ব্যক্তিদের হাতে শ্লীলতাহানির মতো পরিস্থিতির শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন জেরিন।

তবে প্রযোজকের পক্ষ থেকে এই দাবি পুরোপুরিই অস্বীকার করা হয়েছে। উল্টো তার বিরুদ্ধে মেজার হারানোর অভিযোগ তুলেছেন প্রযোজকরা। এর পাল্টা জবাব দিয়েছেন জেরিন খানও।

নায়িকার দাবি, ‘‘ছবির প্রতিটি ফ্রেমে আমাকে খোলামেলা পোশাক পরাতে চেয়েছিলেন ওঁরা। আমি তো এর বিরুদ্ধে প্রশ্ন তুলবই! অতিরিক্ত মশলা ছবিতে কেন যোগ করা হচ্ছিল? নিজেদের বানানো ছবিটি নিয়ে কি ওঁরা আত্মবিশ্বাসী ছিলেন না? সব সময়েই ওঁরা চাইতেন আমি বেশি এক্সপোজ করি। ’’

শুধু পোশাক নয়, ছবিতে অকারণেই চুম্বনের দৃশ্য রাখা হয়েছিল বলেও অভিযোগ তুলেছেন জেরিন খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপনে সাতক্ষীরায় আনন্দ শোভাযাত্রা ২৫ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্য’ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রার” এ অর্ন্তভুক্তির মাধ্যমে” বিশ^ প্রামাণ্য ঐতিহ্যের’ র” স্বীকৃতি লাভ করায় এ অসামান্য অর্জনকে যথাযোগ্যভাবে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কে. এম আরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল হান্নান, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ এস. এম আফজাল হোসেন, আব্দুল করিম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মহসিন হোসেন বাবলু, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, সাবেক দপ্তর সম্পাদক আজিবর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সরকারি পলিটেকনিক ইনস্টিটিটিউটের অধ্যক্ষ জি.এম আজিজুর রহমান, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, সদর সহকারী কমিশনার (ভুমি) সাদিয়া আফরিন, সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আসফিয়া সিরাত, সাতক্ষীরা টিএন্ডটি’র কর্মকর্তা ইঞ্জিনিয়ার শোকর আনা, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, জেলা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক হেনরী সরদার, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন, জেলা স্কাউটস্ সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, শিক্ষক এমদাদুল হক, তৈয়েব হাসান বাবু, কণ্ঠশিল্পী মনজুরুল হক, আবু আফফান রোজ বাবু, শামীমা পারভীন রতœা, ইঞ্জিনিয়ার কবির উদ্দিন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান প্রমুখ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্য’ ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রার” এ অর্ন্তভুক্তির মাধ্যমে” বিশ^ প্রামাণ্য ঐতিহ্যের’ র” স্বীকৃতি লাভ করায় এ অসামান্য অর্জনকে যথাযোগ্যভাবে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভায় ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আসামি ২৫ নভেম্বর শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সর্বস্তরের জনগণ, বাংলাদেশ পুলিশ, আনসার, বর্ডার গার্ড বাহিনীর বর্ণাঢ্য বাদক দল ও শিশু কিশোরদের সমন্বয়ে আনন্দ শোভাযাত্রা বের হয়ে যাবে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক, ঐদিন একই স্থানে বেলা ১১টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় চলচ্চিত্র প্রদর্শন (ওরা ১১জন), ২৫ নভেম্বর সকল শিক্ষা প্রতিষ্ঠান সমুহে ৭ই মার্চের ভাষণের উপর রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন, বিভিন্ন টেলিভিশন, বেতার এবং দৈনিক পত্রিকা সমুহে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠান বিভিন্ন টেলিভিশন ও বেতারে সম্প্রচার এবং প্রিন্ট মিডিয়ায় ক্রোড়পত্র প্রকাশ এবং স্থানীয় স্যাটালাইট চ্যানেলে সরাসরি প্রচারসহ সুষ্ঠভাবে উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভূমিহীন সলেমান হত্যায় ওহাব আলীকে প্রধান আসামি করে ১৫ জনের নামে মামলা, আটক ১

আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনির কৈখালিতে ভূমিহীন ও আওয়মীলীগ নেতা সলেমান গাজীকে জবাই করে হত্যার ঘটনায় অপর এক ভুমিহীন নেতা ওহাব আলী পেয়াদাকে প্রধান আসামী করে ১৫ জনের নামে থানায় মামলা দায়ের হয়েছে। নিহতের ভাই সামিউল্লাহ বাদী হয়ে সোমবার রাতে আশাশুনি থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন। এ ঘটনায় পুলিশ এজাহার নামীয় আসামী আমিরুল ইসলামকে গ্রেফতার করেছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদুল ইসলাম শাহীন জানান, নিহতের ভাই সামিউল্লাহ বাদি হয়ে ওহাব আলী পেয়াদাকে প্রধান আসামী করে ১৫ জনের নাম উল্লেখ কর একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ এজাহার নামীয় আসামী আমিরুলকে গেফতার করছে। বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, এর আগে রোববার রাতে সলেমান গাজি তার ভাগিনা আবু সালেক ও চাচাতো ভাই আবদুর রশীদের সাথে বাড়ির পার্শ্ববর্তী একটি দোকানে ক্যারাম খেলছিলেন। রাত ৯ টার দিকে তারা বাড়ি ফিরলে এরপর তার কাছে একটি টেলিফোন আসে। এ সময় তিনি আবার বাড়ি থেকে বাইরে চলে আসেন। সকালে কৈখালি পানির ট্যাঙ্কির কাছে বেড়িবাঁধের ধারে তার জবাইকৃত লাশ পাওয়া যায়। নিহত সলেমান গাজি শোভনালী ইউনিয়নের ঝায়ামারী গ্রামের মৃত মোকছেদ আলী গাজীর ছেলে। তিনি সেখানকার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest