সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা‌র গণমাধ্যমকর্মীদের নিয়ে‌ পিআইবির দুই দিনের নির্বাচনকালীন প্রশিক্ষণসাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতাসাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

ইয়াবায় দেশ ছেয়ে গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক : ইয়াবায় দেশ ছেয়ে গেছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, মিয়ানমার থেকে ইয়াবা এসে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। কিন্তু ঠেকানো কঠিন হয়ে পড়েছে।
বুধবার জাতীয় সংসদে রুস্তম আলী ফরাজীর এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আনীত মনোযোগ আকর্ষণের নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
রুস্তম আলী ফরাজী বলেন, দেশ মাদকের আগ্রাসনে জর্জরিত। প্রতিটি শহর, গ্রাম, এমনকি বাড়িতেও বিভিন্ন ধরনের মাদক পৌঁছে যাচ্ছে। ফলে স্কুল কলেজের শিক্ষার্থীরা অতি সহজে মাদকাসক্ত হয়ে পড়ছে।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণে অনেক ব্যবস্থা নেয়ার পরও বান্দরবানের একটা দুর্গম এলাকায় নজরদারি করতে পারি না। সে কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে সীমানা সড়ক তৈরির চেষ্টা করছি। মিয়ানমারের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। মাদক নিয়ন্ত্রণ অধিদফতর মিয়ানমারের সঙ্গে আলোচনা করছে যাতে ইয়াবা না আসে, কিন্তু এখনো চুক্তিতে যেতে পারিনি।
‘টেকনাফে মৎসজীবীদের নাফ নদীতে চলাচল না করতে বলা হয়েছে। কোস্ট গার্ডকে সতর্ক করা হয়েছে। আধুনিক স্পিড বোড ও জাহাজ ব্যবহার করা হচ্ছে। বর্ডার দিয়ে যাতে মাদক না আসে সে জন্য নজরদারি বাড়ানো হয়েছে’।
তিনি বলেন, এর পরেও ভয়াবহতা অনেক, এটা এখন একটা সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এখন ঘুরে দাঁড়াতে হবে জনসাধারণকে। আমরা সব শিক্ষা প্রতিষ্ঠানকে বলেছি এ বিষয়ে যাতে শিক্ষার্থীদের বলে। এছাড়া মসজিদের খুতবায় এ বিষয়ে বলার জন্য বলা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছি। জেলখানায় নজরদারি বাড়ানো হয়েছে। বর্ডার লাইন সিল করছি। তবে সাধারণ জনগণ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক সবাইকে এগিয়ে আসতে হবে। বাবা-মাকে সচেতন হতে হবে। তাহলে ঐশীর মতো আর কোনো সন্তান নিজের বাবা-মাকে হত্যা করতে পারবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় সিডরে নিহত ৭ ব্যক্তির পরিবারের খোঁজ রাখে না কেউ

কৃষ্ণ দাস, তালা : ২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের ওপর দিয়ে বয়ে গিয়েছিল প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর। লন্ডভন্ড করে দিয়েছিল দেশের দক্ষিণ উপকূলীয় জনপদ। এর আঘাতে নিশ্চিহ্ন হয়েছে গ্রামের পর গ্রাম। গৃহহারা হয়েছে খেটে খাওয়া মানুষ। সমুদ্রে মাছধরারত বহু জেলের আর স্বজনদের কাছে ফেরা হয়নি। ১০ বছর আগে ঘটে যাওয়া ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের আঘাতে সাতক্ষীরার তালা উপজেলার ৭ জন লোক নিহত হয়, আহত হয় শতাধিক লোক।
দুবলারচর ও আলোরকোল নামক স্থানে মাছ ধরতে গিয়ে নিহত হয় তালা উপজেলার মালোপাড়ার গৌর হালদার (৪৮), অজিত হালদার (৪৩) এবং বাউখোলা গ্রামের বাসিন্দা গোবিন্দ বিশ্বাস (৫৮)। এছাড়া উপজেলার জাতপুর গ্রামের নূর বেগম (৬০), জালালপুরের ফেলি বিবি (৫৮), টিকারামপুর গ্রামের হাসান গাজী (৫০) এবং মাগুরা বাজারে অজ্ঞাত ব্যক্তি (২৫) নিহত হয় সিডরের রাতে। নিহত পরিবারগুলোর অনেকেই না খেয়ে ঋণের বোঝা মাথায় নিয়ে কোন মতে দিন কাটাচ্ছে। তাদের খোঁজ এখন কেউ রাখে না।
সিডরে নিহত তালা সদরের মালোপাড়া অজিত হালদারের বাড়িতে গেলে তার স্ত্রী রিতা হালদার জানায়, “এই দিনে দানব সিডর তার সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অজিত হালদারকে কেড়ে নেয়। ঐ সময় সরকারি ও বেসরকারিভাবে নগদ টাকা এবং সাহায্য পেলেও এখন তাদের খোঁজ-খবর কেউ নেয় না। দুই ছেলে ও এক মেয়ে নিয়ে তিন বেলা দুমুঠো ভাতও জোটেনা। বর্তমানে আমি অন্যের বাসায় ঝিয়ের কাজ করে কোন মতে সংসার চালাচ্ছি। আমার বৃদ্ধা মা উর্মিলা অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় বাড়িতে পড়ে আছে। একমাত্র মেয়ে সুপ্রিয়া হালদারের বিয়ে দেয়া হলেও সংসার চালাতে সে স্বামীর সাথে ইটের ভাটায় কাজ করে। কলেজে পড়–য়া বড় ছেলে বিপ্লব হালদারের পড়াশুনার খরচ যোগাতে হিমশিম খেতে হচ্ছে। প্রায় ১০ বছরের শিশুপুত্র কৃষ্ণ হালদারকে টাকার কারণে চিকিৎসা করাতে পারছি না। সে বর্তমানে প্রাইমারী স্কুলে ২য় শ্রেণির ছাত্র। এছাড়া আমার স্বামীর রেখে যাওয়া ২০ হাজার টাকা ঋণের বোঝা এখনও শোধ করতে পারিনি। এখন আমাদের খোঁজ কেউ নেয় না !”
এদিকে সিডরে নিহত একই গ্রামের গৌর হালদারের স্ত্রী আরতি হালদার জানান, তিন ছেলে ও এক মেয়ে নিয়ে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাঁর স্বামীর প্রায় ২ লক্ষ টাকা ধার-দেনা শোধ করার জন্য আমার তিন ছেলে আবারও সাগরে মাছ ধরতে গেছে। বর্তমানে তাদের সংসার চালানো খুবই দুরুহ হয়ে পড়েছে। ঐ সময় অনেক সহায়তা পেলেও বর্তমানে তাদের খোঁজ কেউ রাখে না বলে তিনি জানান। সিডরে নিহত উপজেলার বাউখোলা গ্রামের গোবিন্দ বিশ্বাসের স্ত্রী আরতি বিশ্বাস জানান, তিন ছেলে ও দুই মেয়ে নিয়ে সংসার চালাতে খুবই হিমশিম খেতে হচ্ছে। তাছাড়া মহাজনের কাছ থেকে চড়া সুদে নেওয়া লক্ষাধিক টাকা এখনও পরিশোধ করতে পারিনি। ঘূর্ণিঝড় সিডর তাঁর স্বামীকে কেড়ে নেওয়ার পাশাপাশি আমার সংসার তছনছ করে দিয়েছে। আমরা এখন সবকিছু হারিয়ে পথে বসেছি। একই রকম আক্ষেপ করেন সিডরের আঘাতে নিহত অন্যান্য পরিবারগুলো। কিছু পরিবার সরকারের পক্ষ থেকে ভিজিএফ এবং বিধবা ভাতার কার্ড পেলেও অনেকের ভাগ্যে তাও জোটেনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে নবান্ন উৎসব উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে বঙ্গাব্দ ১৪২৪ সনের পহেলা অগ্রহায়ণ নবান্ন উৎসব উপলক্ষে বার্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজন সকাল সাড়ে ১০ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা ইঞ্জিনিয়ার আকতার হোসেন, সমবায় অফিসার জি এম আনছারুল আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিবুল হাসান, এসআই দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক কামরুন নাহার কচি, প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তরুণলীগের সাতক্ষীরা পৌর কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি : বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনায় অগ্রগতির প্রতিক, গণতন্ত্রের মানষকন্যা, দেশরতœ, তৃতীয়বারের নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অক্লান্ত পরিশ্রমে তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ নির্মানে দেশের সকল তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এবং আওয়ামী তরুণ লীগ সাতক্ষীরা জেলা শাখার সকল কর্মসূচি বাস্তবায়নের প্রত্যাশায় আওয়ামী তরুণলীগ সাতক্ষীরা জেলা আহবায়ক মো: মমিন উল্লাহ মোহন, যুগ্ম আহবায়ক মাছুম বিল্লাহ, বিদ্যুৎ বিশ্বাস ও অনিক মাহমুদ (বাবলু)সহ সকল সদস্যদের উপস্থিতিতে সাতক্ষীরা পৌর কমিটি ঘোষণা করা হয়। আশিকুর রহমান আহবায়ক ও যুগ্ম আহবায়ক: ১. আবু বক্কর ছিদ্দিক ২. শেখ ওয়েছিউর রহমান(ওসি) ৩. শেখ নূরুজ্জামান সুমন, বাকিদের সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট পৌর কমিটি ঘোষণা করা হয়। যাহা সময়ের সাক্ষ্য হিসাবে বহন করবে আওয়ামী রাজনীতিতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে ইউএনও কাপ ফুটবল টুর্ণামেন্টের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ মাঠে বেলুন ফেসটুন ও কবুতর উড়িয়ে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১২ ইউনিয়নের ১২টি দল নিয়ে গঠিত প্রথম দিনের খেলা কুশুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ও ধলবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে ২-২ গোলে ড্র হয়। সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহীমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাছুম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদ রনজু, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, দক্ষিণশ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশান্ত সরকার, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু প্রমুখ। খেলাটি পরিচালনা করেন আব্দুর রাশেদ, সহকারী ছিলেন মাছুম, সেলিম ও বাচ্চু। টুর্নামেন্টের ২য় খেলা আগামি শুক্রবার রতনপুর ইউনিয়ন ও মৌতলা ইউনিয়নের মধ্যে উপজেলা পরিষদ মাঠে এবং সাদপুর ফুটবল মাঠে কৃষ্ণনগর ইউনিয়ন ও তারালী ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হবে। এদিকে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টকে আর্কষণীয় করতে উপজেলা পরিষদ মাঠে বিশাল আকৃতির নৌকা মঞ্চ তৈরি করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। কমিটিতে সাইফুল করিম সাবুকে সভাপতি, সহ সভাপতি-বিকাশ কুমার দাশ, তামিম আহম্মেদ সোহাগ, আজিজুল ইসলাম, রেজাউল করিম, লিয়াকত আলী, আজিজুল হক, মনিরুজ্জামান, আবুল হোসেন খোকন, আব্দুল কাদের কাদু, শাহজালাল, মনজুরুল ইসলাম মিঠু, রবিউল ইসলাম রবি, মোস্তফা কামাল, শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ন সাধারণ সম্পাদক-আবদুল্লাহ সরদার, শাহাঙ্গীর হোসেন শাহিন, রমজান আলী, আব্দুর রাজ্জাক, জাহিদুর রহমান, আব্দুর রাজ্জাক আকন, সহ সাধারণ সম্পাদক-আরশাদ আলী, আব্দুস সবুর, গাউস আলী, আব্দুস সালাম, শফিকুর রহমান শফি। সাংগঠনিক সম্পাদক – জহর আলী, সামছুল আলম, শহিদুল ইসলাম কালু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে দুদকের গণশুনানীতে বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

শ্যামনগর প্রতিনিধি : জানবো জানাবো, দুর্নীতি রুখবো- এ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে, ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় শ্যামনগর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর ৭২ তম গনশুনানী উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলার বিভিন্ন প্রান্তের মানুষ সরকারি বিভিন্ন দপ্তরের সেবা পেতে নানা হয়রানি ও দুর্নীতির বিস্তর অভিযোগ করেন।
বুধ্বার সকাল ৯ টায় উপজেলা চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি দুদক এর কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে গনশুনানী মঞ্চে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আশেক-ই-এলাহী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন, ড. নাসির উদ্দীন আহমেদ, কমিশনার, দুর্নীতি দমন কমিশন, ঢাকা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আবুল কাশেম মোঃ মহিউদ্দীন, জেলা প্রশাসক সাতক্ষীরা, মোঃ মনিরুজ্জামান পরিচালক দুদক, মোঃ আবুল হোসেন পরিচালক দুদক খুলনা, মোঃ কামরুজজামান উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামনগর, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মহসিন উল মুলক, প্রেসক্লাব সভাপতি আকবর কবীর ও সেক্রেটারি জাহিদ সুমন। গনশুনানী অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন। উপজেলার ১২ টি ইউনিয়ন থেকে বিভিন্ন পেশাজীবী মানুষ, শ্যামনগর ভূমি অফিস, জরিপ অফিস, সাব রেজিস্ট্রি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ সমিতি, হিসাব রক্ষণ অফিস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস, সমাজ সেবা অফিস, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। প্রধান অতিথি সাধারণ মানুষের অভিযোগগুলি জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চলে গেলেন সকলের প্রিয় অমল স্যার

এম. বেলাল হোসাইন : চলে গেলেন সাতক্ষীরার অত্যন্ত সমৃদ্ধ ও সুপরিচিত সকলের প্রিয় শিক্ষাগুরু অধ্যাপক অমল কুমার রাহা (অমল স্যার)। মঙ্গলবার বেলা ১১টায় খুলনার গাজী মেডিকেল ও হাসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। অধ্যাপক অমল কুমার রাহা (অমল স্যার) শহরের কাটিয়া সরকার পাড়া এলাকার মৃত রবীন্দ্র নাথ রাহা’র পুত্র। তিনি আলীপুর হাইস্কুলে শিক্ষকতা জীবনে শুরু করে সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজ এবং পরবর্তীতে কালিগঞ্জ কলেজ থেকে শিক্ষকতা জীবন শেষ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৭) বছর। এ দীর্ঘ শিক্ষকতা জীবনে তার রয়েছে অসংখ্যা ছাত্র-ছাত্রী। তার মৃত্যুতে ছাত্র-ছাত্রীসহ সকলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest