সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পাওয়ার ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে শরবত বিতরণসাতক্ষীরায় কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুজ্জামান বদু নির্বাচনী গণসংযোগসাতক্ষীরায় রাসায়নিক মিশ্রিত ৯ মেট্রিক টন গোবিন্দভোগ আম বিনষ্টসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভাসাতক্ষীরায় কায়পুত্র সম্প্রদায়ের ভ‚মি সংক্রান্ত বিষয়ে এ্যাডভোকেসি সভাবিএনপির কানাডা পশ্চিম শাখা শাখার সাধারণ সম্পাদক হলেন সাতক্ষীরার মুজিবর রহমানশ্যামনগর উপজেলায় নাগরিক প্লাটফর্মের সাথে যুব ফোরামের তথ্য বিনিময়সাতক্ষীরায় মরিচ্চাপ ফিস এন্ড ফিড এর উদ্বোধনশ্যামনগর উপজেলায় যুব ফোরামের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের অভিভাবক ও নির্বাহী কমিটির সদস্যদের সাথে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোস্তফা কামাল লস্কর এর এক মতবিনিময় সভা বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের দাতা সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোস্তফা কামাল লস্কর।

এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন পৌর মেয়র আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতি, ইঞ্জিনিয়ার ফারিয়া কামাল লস্কর, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন-অর-রশিদ, অভিভাবক সদস্য মোস্তফা মোস্তাক আহমেদ, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি ইম্মানুয়েল মোল্যা। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অভিভাবক আব্দুস সবুর, নুরনাহার, রেবেকা পারভিন, নূর জাহান প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় একটি মোনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় পুলিশি অভিযানে ফেন্সিডিলসহ ইলিয়াস আটক

কলারোয়া ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাত সাড়ে দিকে পৌরসদরের তুলশিডাঙ্গা ট্রাক স্ট্যান্ডের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফেন্সিডিল ব্যবসায়ী ইলিয়াস হোসেন (২৭)। সে উপজেলার লাঙ্গলঝাড়া কারিগর পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ জানতে পারেন যে, আটককৃত মাদক ব্যবসায়ী ইলিয়াস ফেন্সিডিল নিয়ে ওই এলাকায় অবস্থান করছে। পরে থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম ওই স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইলিয়াসকে ৫বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আটক করেন। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দেবনাথ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটক ফেন্সিডিল ব্যবসায়ী ইলিয়াসকে আসামি করে তার থানায় একটি মাদক মামলা নং (৪) ৬/৯/১৭ দায়ের করা হয় এবং আটক ইলিয়াসকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে মুঘল ইতিহাস বাদ, এসেছে হিন্দু শাসকদের কথা

ভারতের মহারাষ্ট্রের স্কুল পাঠ্যবই থেকে সরিয়ে দেওয়া হচ্ছে মুঘল সাম্রাজ্যের ইতিহাস।

ভারতের একটি বড় অংশে প্রায় তিনশ বছর রাজত্ব করেছিল মুঘল সাম্রাজ্য।

মুঘল সুলতানদের ইতিহাস সরিয়ে দিয়ে সেখানে নিয়ে আসা হচ্ছে হিন্দু শাসক ছত্রপতি শিবাজীর প্রতিষ্ঠিত সাম্রাজ্যের ইতিহাস।

এ নিয়েই সে রাজ্যে শুরু হয়েছে বিতর্ক।

ভারতের বেশীরভাগ সৌধ মুঘল আমলে তৈরি হয়েছিল। প্রায় তিনশো বছর রাজত্ব করা মুঘল সাম্রাজ্য দেশের ইতিহাসের একটা অতি গুরুত্বপূর্ণ অংশ।

কিন্তু মহারাষ্ট্রের অনেক স্কুল পড়ুয়াদের কাছে সেই ইতিহাসের কোনও গুরুত্ব নেই।

তাদের সিলেবাস থেকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে মুঘল আমলের ইতিহাস।

পরিবর্তে ইতিহাস বইগুলিতে ছত্রপতি শিবাজীকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে।

সপ্তদশ শতকে শিবাজী মুঘলদের পরাজিত করে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন।

সেই রাজত্ব মহারাষ্ট্র্রের সীমা ছাড়িয়ে আরও বেশ কিছু অঞ্চলে ছড়িয়ে পড়েছিল।

ছত্রপতি ছিলেন হিন্দু। আর মুঘলরা ছিলেন মুসলমান।

কিন্তু ইতিহাস পাঠ্যপুস্তক কমিটি বলছে, এই সিদ্ধান্তের পেছনে ধর্মীয় বা রাজনৈতিক কোনও কারণ নেই।

কমিটির চেয়ারম্যান সদানন্দ মোরে জানাচ্ছিলেন, “আমাদের ছাত্র-ছাত্রীরা মহারাষ্ট্রের বাসিন্দা। তাই মারাঠা ইতিহাসের সঙ্গে তাদের সরাসরি যোগ আছে। সমস্যাটা হল বইয়ে পৃষ্ঠা সংখ্যা সীমিত। তাই দুটো ইতিহাসই রাখা কঠিন, আবার মুঘল ইতিহাস রেখে মারাঠা ইতিহাস তো সরিয়ে দেওয়া যায় না!”

দক্ষিণ-পন্থী রাজনৈতিক দলগুলি মুঘলদের ‘মুসলিম আক্রমণকারী’ হিসাবে চিহ্নিত করে। তাদের কথায়, হিন্দুদের ওপরে অনেক অত্যাচার করেছে মুঘলরা।

বিজেপি ক্ষমতায় আসার পর থেকে এই বক্তব্য আরও জোরালো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, কিছু মুঘল শাসক ইসলামের প্রসারের চেষ্টা করেছেন ঠিকই কিন্তু বাকিরা সংখ্যাগরিষ্ঠ হিন্দু রাজত্বগুলির ওপরে শান্তিতেই কর্তৃত্ব করেছেন।

এদের কথায়, মুঘল সম্রাটদের শাসন ক্ষমতা বা দক্ষতার নিরিখেই তাদের বিচার করা উচিত, ধর্মের ওপর ভিত্তি করে নয়।

সূত্র : বিবিসি বাংলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ জেতা হলো না বাংলাদেশের

কিন্তু দ্বিতীয় ইনিংসে শুরু থেকে ব্যাটিং ধসের মুখোমুখি হয় বাংলাদেশ। মাঝে মুশফিকুর রহিম, সাব্বির রহমান ও মুমিনুল হকের প্রতিরোধ ছিল। তাতে খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। লিওন ৬ উইকেট নিয়ে বাংলাদেশের বিপর্যয়ে মূল অবদান রাখেন।

বেশিদূর অস্ট্রেলিয়াকে লিড নিতে না দিলেও দ্বিতীয় ইনিংসে লিওনকে নিয়ে ভয় ছিল বাংলাদেশি ব্যাটসম্যানদের, সেটাই সত্যি হলো। দুই ওপেনারের ব্যাট তো হাসেইনি। সাকিব আল হাসান ও নাসির হোসেনও ডুবেছেন হতাশায়। অসি স্পিনারের বোলিংয়ে প্রথম সেশনে ৪৩ রানের মধ্যে ৫ উইকেট হারায় বাংলাদেশ, যার তিনটিই ছিল লিওনের। এরপর সাব্বির ও মুশফিকের জুটিতে লিড নেয় স্বাগতিকরা।

বাংলাদেশের বিপর্যয়ের শুরু সৌম্য সরকারের বিদায়ে। পুরো সিরিজে নিজেকে মেলে ধরতে পারেননি এ ওপেনার। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ইনিংসে মাত্র ৯ রানে প্যাট কামিন্সের বলে রেনশর ক্যাচ হন সৌম্য। ১১ রানে স্বাগতিকদের উদ্বোধনী জুটি ভাঙে অসিরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তার সর্বোচ্চ রান ৩৩, চট্টগ্রামে প্রথম ইনিংসে। ঢাকা টেস্টে ৮ ও ১৫ রান করেছিলেন সৌম্য।

এরপর তামিম ৩৮ বল খেলে ১২ রানের বেশি করতে পারেননি। লিওনের স্টাম্পিংয়ের শিকার হন তিনি। দুটি চার রয়েছে এ ওপেনারের ইনিংসে। প্রথম ইনিংসে মাত্র ৯ রান করেছিলেন তামিম। কিছুক্ষণ পর ইমরুলকে ১৫ রানে শিকার বানান লিওন। এক্সট্রা কভারে সরাসরি ম্যাক্সওয়েলকে ক্যাচ দেন ইমরুল। আগের তিন ইনিংসে তার স্কোর ছিল ০, ২ ও ৪। সাকিবও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। মাত্র ২ রানে ওয়ার্নারকে ক্যাচ দেয় লিওনের শিকার তিনি। পরের ওভারে ও’কিফের বলে মাত্র ৫ রানে ফার্স্ট স্লিপে স্মিথকে ক্যাচ দেন নাসির।

সাব্বির-মুশফিক প্রতিরোধ গড়লেও এ জুটি ভাঙে লিওনের বলে। তাদের ব্যাটে ১১ রানের লিড নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ। ফিরে এসে আবার ব্যাটিং বিপর্যয়। দলকে ২৫ রানের লিড এনে দিয়ে লিওনের বলে স্টাম্পিংয়ের শিকার হন সাব্বির। ২৪ রান করেন তিনি। মুশফিকের সঙ্গে তার জুটিটি ছিল ৫৪ রানের।

মুমিনুলকে বেশি সময় দিতে পারেননি মুশফিক। তার সঙ্গে ৩২ রান যোগ করেন বাংলাদেশি অধিনায়ক। কামিন্সের বলে ওয়েডকে তিনি ক্যাচ দেন ইনিংস সেরা ৩১ রানে। এরপর আরেকবার লিওনের আঘাত, মুমিনুলকে ২৯ রানে কামিন্সের ক্যাচ বানান তিনি। ১৪৯ রানে ঘটে ৮ উইকেটের পতন।

প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়ার পর মুমিনুলকে ফিরিয়ে দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট পান লিওন। বছরের সবচেয়ে বেশি ৪৫তম উইকেটটি নিয়ে তিনি টপকে যান রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনকে। ওখানেই শেষ নয়। ২৯ বছর বয়সী এ স্পিনার ইনিংসে তার ষষ্ঠ উইকেট পান তাইজুলকে ৪ রানে বোল্ড করে। ৭১.২ ওভারে মোস্তাফিজকে ফেরান ও’কিফ। নিজের দ্বিতীয় উইকেটটি নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের ইতি টানেন এ স্পিনার। মাত্র ৮৫ রানের লিড পায় স্বাগতিকরা।

৩৩ ওভারে ১১ মেডেনসহ ৬০ রান দিয়ে ৬ উইকেট পেয়েছেন লিওন। ম্যাচে তার উইকেট ১৩টি। দুই ম্যাচে তার অর্জন ২২ উইকেট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৮০ বছরের মাকে কাঁধে নিয়ে ৬৫ কিলোমিটার হেঁটে বাংলাদেশে

চারপাশে শুধুই গোলাগুলি আর ভারী অস্ত্রের ঝনঝনানি। যত দূর দেখা যায় তত দূর কেবল আগুনের লেলিহান শিখা আর আকাশ অন্ধকার করা কালো ধোঁয়া। মিয়ারমারের সরকারি বাহিনীর হত্যাযজ্ঞ আর নির্যাতন থেকে প্রাণ বাঁচাতে যেদিকে পারছে প্রাণ হাতে নিয়ে পালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। কিন্তু রাখাইন রাজ্যের বলিবাজার গ্রামের জাফর আলমের বাড়িতে অসুস্থ মা: কী করবেন, কোথায় যাবেন, সেটাই তিনি ভেবে পাচ্ছিলেন না। কোনও উপায় না দেখে সব সহায় সম্পদ ফেলে মা আছিয়া খাতুনকে কাঁধে তুলে নিয়ে বাড়ি ছাড়েন জাফর। প্রাণের ভয়ে কয়েকদিন রাখাইন রাজ্যের এদিকে ওদিক ছুটে এক পর্যায়ে অন্যান্যদের সঙ্গে বাংলাদেশে প্রবেশের সুযোগ পান। এরপর মাকে কাঁধে নিয়ে ৬৫ কিলোমিটার পথ হেঁটে বাংলাদেশে প্রবেশ করেন তিনি।

নিজের মাকে বহন করে দেশ ছেড়ে আসার দুর্বিষহ এ অভিজ্ঞতার কথা বুধবার (৬ সেপ্টেম্বর) জানান জাফর আলম।

জাফরের বয়স ত্রিশের কাছাকাছি। বুধবার বিকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সামনে এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় তার। জাফর আলম জানান, তার মায়ের নাম আছিয়া খাতুন। বয়স ৮০ পেরিয়ে গেছে। অসুস্থতার কারণে কথা বলতে পারেন না খুব একটা। বৃদ্ধার দুই ছেলে ও পাঁচ মেয়ের মধ্যে জাফরই সবার ছোট।

মিয়ানমার থেকে বাংলাদেশে আসার ব্যাপারে জাফর বলেন, ‘বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নো-ম্যানস ল্যান্ড থেকে রাখাইন রাজ্যে অবস্থিত তার গ্রামের বাড়ি বলিবাজারের সঠিক দূরত্ব আমার জানা নেই। তবে লোকে মুখে শুনেছি সীমান্ত থেকে বলিবাজারের দূরুত্ব ৬০ থেকে ৬৫ কিলোমিটার হবে। পায়ে হেঁটে গেলে দু’দিন লাগে। আঁকা-বাঁকা পথ, বেশির ভাগ এলাকায় যানবাহন নেই। যতটুকু রাস্তায় যানবাহন চলাচল করতো, তাও এখন বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী। এছাড়াও পথে পথে চেকপোস্ট। এ কারণে বিকল্প পথ হিসেবে পাহাড়-জঙ্গল পাড়ি দিয়ে আসতে হয়েছে আমাদের। এজন্য সময় লেগেছে পাঁচ দিন।’

তিনি আরও বলেন, ‘এতো দিনের এই দৌড়ঝাঁপের কারণে আমার মা আরও অসুস্থ হয়ে পড়েন। অনাহারে অর্ধাহারে সঙ্গে থাকা অন্যান্যদের সহযোগিতায় কোনও মতে নো-ম্যানস ল্যান্ডে পৌঁছেছি। সেখানে একদিন অবস্থান নেওয়ার পর ৫ সেপ্টেম্বর কুতুপালং অনিবন্ধিত ক্যাম্পের বস্তিতে উঠি। তবে মায়ের অবস্থা খারাপ হওয়ায় তাকে আবারও কাঁধে নিয়ে কুতুপালং ক্যাম্পের ‘এমএসএফ’  হাসপাতালে আসি। এতো মানুষের ভিড়ে কবে ডাক্তারের দেখা পাবো জানি না।’

উল্লেখ্য, গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্টে হামলা চালায় সে দেশের একটি বিদ্রোহী গ্রুপ। এতে ১২ পুলিশ সদস্যসহ অনেক রোহিঙ্গা হতাহত হয়। এ ঘটনায় মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযানের নামে সাধারণ মানুষ ওপর হত্যা, ধর্ষণ, বাড়িঘরে আগুনসহ নানা ধরণের নির্যাতন অব্যাহত রেখেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এ কারণে প্রতিদিন পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছেন হাজার হাজার রোহিঙ্গা।

জাতিসংঘের তথ্যমতে এ পর্যন্ত এক লাখ ২০ হাজার মানুষের বাংলাদেশে অনুপ্রবেশ করার কথা বলা হলেও স্থানীয়দের দাবি এই সংখ্যা দুই লাখের ওপরে। এছাড়াও নাফ নদীর জল সীমানা থেকে শুরু করে স্থল সীমানা পার হয়ে নো-ম্যানস ল্যাণ্ডে অবস্থান নিয়েছে আরও হাজার হাজার রোহিঙ্গা। এর আগে গত বছরের ৯ অক্টোবরের পর মিয়ানমারের রাখাইন রাজ্যে একইভাবে হামলার ঘটনা ঘটে। সেসময় প্রাণ ভয়ে পালিয়ে আসে প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা। এরপর আন্তর্জাতিক মহল নানাভাবে চাপ সৃষ্টি করে মিয়ানমার সরকারের ওপর। কিন্তু তার কোনও তোয়াক্কা না করে রাখাইন রাজ্যে ফের সেনা মোতায়েন করলে সে দেশের সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিদ্রোহী গ্রুপ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের চিকিৎসকরা দৃষ্টান্ত স্থাপন করছেন: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বাংলাদেশের চিকিৎসকরা দৃষ্টান্ত স্থাপন করছেন। সীমিত সম্পদের মধ্যে থেকে বাংলাদেশের প্রবীণ ও তরুণ চিকিৎসকরা একের পর এক মেধার স্বাক্ষর রেখে যাচ্ছেন।’ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে মুক্তামনিকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

ঢামেক এর বার্ন ইউনিটের তৃতীয় তলায় কনফারেন্স রুমে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘মুক্তামনির হাতের অপারেশন সফলভাবে সম্পন্ন করেছেন দেশের চিকিৎসকরা। তারও আগে আবুল বাজানদার, জোড়া শিশু তোফা ও তহুরাকেও আলাদা করেছেন। আমি চিকিৎসকদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আমি আশা করছি মুক্তামনি সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক হাত নিয়ে বাড়ি যাবে।’

এর আগে তিনি মুক্তামনিকে দেখতে তার কেবিনে যান। মুক্তামনি স্বাস্থ্যমন্ত্রীকে জানায়, ‘আমি ভাল আছি।’

বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত মুক্তামনির খোঁজ-খবর রাখছেন।

ঢামেক এর বার্ন অ্যান্ড প্লাস্টিক সাজার্রি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘মুক্তামনির অপারেশনটি ছিল অত্যন্ত জটিল। আমরা অনেক কষ্ট করে তাকে আজকের এই অবস্থায় এনেছি। তার হাতের সব টিউমার অপসারণ করেছি। মুক্তামনি বর্তমানে স্টেবল থাকলেও সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে নাসিরউদ্দিন, ঢামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ, বার্ন ইউনিটের বর্তমান পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা.  আবুল কালাম আজাদ এবং মুক্তিমনির চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরা।

মুক্তামনির বাবা মো. ইব্রাহিম হোসেন মেয়ের চিকিৎসার দায়িত্ব নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কলারোয়া ডেস্ক : কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুরের দিকে ক্লাবের অফিসে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে সাংবাদিক ও সুধীজনেরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক ও সাতক্ষীরার প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- ‘সাংবাদিকদের সুষ্ঠু, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সর্বদাই নির্ভয়ে, নির্ভিক, নির্লোভ ও সৎ হতে হবে। তবেই একজন সংবাদকর্মী হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সম্ভব।’
তিনি প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্লাবের সদস্যদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরি পলাশ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, বিশিষ্ট ব্যাংকার কাজী আসাদুজ্জামান ও কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডা.শফিকুল ইসলাম।
এসময় সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের মহাপরিচালক কামরুল ইসলাম সাজু, শিক্ষক উৎপল কুমার সাহা, ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহ.সভাপতি জাকির হোসেন, আইয়বু আলী প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের কর্মকর্তা আরিফুল হক চৌধুরী ও আব্দুল আজিজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশের অগ্রগতি ও শান্তি প্রতিষ্ঠায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে- জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে জেলা সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহর জমঈয়তে আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদে জমঈয়ত শুব্বানে আহলে হাদীস জেলা শাখার পরিচালক মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘আপনারা যারা বিজ্ঞ ব্যক্তি তারা ইসলামের সঠিক ব্যাখ্যা সমাজ ও জাতির সামনে তুলে ধরুন। যেন কোন মানুষ ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিপথে পরিচালিত করতে না পারে। যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সমাজ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর করতে হবে। ইসলাম শান্তির ধর্ম। দেশের অগ্রগতি ও শান্তি প্রতিষ্ঠাই যুব সমাজকে এগিয়ে আসতে হবে।’
সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করেন জেলা জমঈয়তে আহলে হাদীস জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মাওলানা এ.এস.এম ওবায়দুল্লাহ গযন্ফর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শুব্বান কেন্দ্রীয় কমিটির সদস্য প্রভাষক তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমঈয়তে আহলে হাদীস জেলা শাখার উপদেষ্টা আলহাজ¦ মো. সফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. আমিনুর রহমান, সহ-সভাপতি প্রফেসর গাজী আবুল কাশেম, ড. মো. রবিউল ইসলাম, সেক্রেটারী প্রভাষক মাওলানা শাহাদাৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের, উপজেলা সেক্রেটারী মাওলানা তৌফিকুর রহমান, জেলা জমঈয়তে আহলে হাদীস জেলা শাখার আহবায়ক হাফেজ আসাদুল্লাহ আল-গালিব ও যুগ্ম আহবায়ক হাফেজ শরীফ হুসাইন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest