সর্বশেষ সংবাদ-
চতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভা

সেরা করদাতার তালিকায় রুনা লায়লা ও শাওন

বিভিন্ন পেশাজীবীদের মধ্য থেকে সেরা করদাতাদের চিহ্নিত করে গত সোমবার গেজেট প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতাদের উৎসাহিত করতে সুনির্দিষ্টভাবে সেরা করদাতা চিহ্নিত করে তাদের ট্যাক্সকার্ড দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।
প্রতি ক্যাটাগরিতে তিনজনকে দেওয়া হবে কার্ড।

২০১৬-১৭ কর বর্ষে গায়ক-গায়িকা বিভাগে সেরা করদাতা হয়েছেন রুনা লায়লা, অভিনয়শিল্পী বিভাগে আছেন অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন। তারা পাচ্ছেন ট্যাক্সকার্ড।

এ ব্যাপারে শাওন তার ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেন। জানা যায়, ট্যাক্সকার্ডের প্রয়োজনীয় কাগজপত্রের জন্য সম্প্রতি তার বাসায় এসেছেন কয়েকজন কর্মকর্তা। এদিকে শাওনের পরের অবস্থানে আছেন অভিনেতা শাকিব খান ও জাহিদ হাসান।

আগের বছর একই বিভাগে শীর্ষ অবস্থানে ছিলেন সুবর্ণা মুস্তাফা, আফজাল হোসেন ও পীযূষ বন্দ্যোপাধ্যায়। গায়ক-গায়িকাদের মধ্যে রুনা লায়লার পরের অবস্থানে রয়েছেন এস ডি রুবেল ও রেজওয়ানা চৌধুরী বন্যা। আগেরবার রেজওয়ানা চৌধুরী বন্যা, সুবীর নন্দী ও শাহিন সামাদ সেরা করদাতা হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার র‌্যাম্পকন্যা অপু বিশ্বাস

নববধূর সাজে সম্প্রতি র‌্যাম্পে হেঁটেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানের প্রেমস কালেকশনের ব্রাইডাল শো’র মঞ্চে র‌্যাম্পের স্টপার হিসেবে হাটেন অপু।

জানা যায়, প্রেমস ওয়েডিং কালেকশনের শোতে সন্ধ্যা থেকে আয়োজন শুরু হলেও অপু মঞ্চে উঠেন রাত সাড়ে ১০ টার পর। এ সময় অপুর সঙ্গে ছিলেন প্রেমস কালেকশনের কর্নধার প্রেম মুখার্জী। মাথায় টিকলি, নাকে নোলক, হাতে মেহেদী আর শরীরের আড়াগোড়া ঢাকা বিলাসবহুল ভ্যালভেট কাপড়ের গাউনে সেজে সবার মাঝে মুগ্ধতার আলো ছড়ান অপু

র‌্যাম্পে হেঁটে যে খুব ভালো লেগেছে তা অপুর হাস্যেজ্জল চেহারা দেখেই বোঝা গিয়েছিল। অপু ছাড়াও র‌্যাম্পে হেঁটেছেন চিত্রনায়ক নিরব, মডেল অভিনেত্রী ঈশানা খান, হিরা, শবনম ফারিয়া, বৃষ্টি ইসলাম, তৃণ, হুমাইরা খান ফারিন, দোয়েলসহ দেশের প্রথম সারির অনেক মডেল।

উল্লেখ্য, গত আগস্টে ভারতীয় ফ্যাশন হাউজ প্রেমস কালেকশন ঢাকার গুলশানে নতুন শাখা চালু করেছে। সে সময় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্না সেন ও বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌস শো-রুমটি উদ্ধোধন করেন। তখন বিভিন্ন পোশাকের ফ্যাশন হলেও বৃহস্পতিবার ছিল ব্রাইডাল কালেকশনের শো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অক্টোবর বিপ্লবের শতবার্ষিকীতে কাল সাতক্ষীরায় ওয়ার্কার্স পার্টির আলোচনা সভা ও লাল পতাকা মিছিল

নিজস্ব প্রতিনিধি : অক্টোবর বিপ্লব শতবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল (৪ নভেম্বর) শনিবার দুপুর ২টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও লালপতাকা মিছিলের আয়োজন করা হয়েছে।
ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য ও জেলা সভাপতি সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।
জেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল এক বিবৃতিতে সামাজিক ন্যায্যতা, সমতা, প্রতিষ্ঠা, অসম্প্রদায়িক ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার প্রত্যয়ে উক্ত শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সাতক্ষীরা বাসির প্রতি আহ্বাহন জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন দুবলার চরের ঐতিহ্যবাহী রাস উৎসবে চলছে ব্যতিক্রমধর্মী প্রচারাভিযান

আসাদুজ্জামান : সুন্দরবন উপকূলীয় প্রাণ বৈচিত্র্য সুরক্ষায় দুবলার চরের ঐতিহ্যবাহী রাস উৎসবে চলছে ব্যতিক্রমধর্মী প্রচারাভিযান।
শুক্রবার সকাল থেকে দুবলার চরে ‘সুন্দরবন উপকূলীয় প্রাণ বৈচিত্র্য সুরক্ষায় নবীন-প্রবীণ সংহতি’ শীর্ষক এই প্রচারাভিযান চালাচ্ছে সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, সাতক্ষীরা শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম, গবেষণা প্রতিষ্ঠান বারসিক, শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কেন্দ্র, সামাজিক বন বিভাগ, কৃষি বিভাগ, স্থানীয় সরকারসহ ২২টি জনসংগঠন।
এ সময় ‘সুন্দরবনে বর্জ্য না ফেলি, সুন্দরবনের পরিবেশ ভাল রাখি,’ ‘সুন্দরবন আমাদের বাচিয়ে রাখে’, ‘সুন্দরবনে লাউড স্পিকার না বাজায়’,সহ নানা স্লোগান সম্বলিত লিফলেট বিতরণ করে সংগঠনের সদস্যরা।
ব্যতিক্রমধর্মী এই প্রচারাভিযান সম্পর্কে সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলন জানান, উপকূলীয় প্রাণবৈচিত্র্য সুরক্ষায় বরাবরই মায়ের মতো ভূমিকা পালন করে সুন্দরবন। কিন্তু মনুষ্যসৃষ্ট নানা কারণে সুন্দরবন উপকূলীয় প্রাণবৈচিত্র্য এখন বিপদাপন্ন। তাই আমাদের এই প্রচারাভিযান।
সাতক্ষীরা শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান ও প্রচার সম্পাদক নুরুল হুদা জানান, রাস উৎসব গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে দুবলার চরের রাস মেলায় আগমন ঘটে হাজার হাজার মানুষের। মানুষ জেনে না জেনে সুন্দরবন উপকূলীয় প্রাণ বৈচিত্র্যের জন্য ক্ষতিকর অনেক কাজ করে ফেলে। এসব নেতিবাচক কাজ থেকে বিরত রাখতে আমাদের সামান্য প্রচেষ্টা।
গবেষক পাভেল পার্থ জানান, সুন্দরবন সুরক্ষায় এটি একটি ব্যতিক্রমধর্মী প্রচারাভিযান এবং সাতক্ষীরার ২২টি জনসংগঠনের এই উদ্যোগ সুন্দরবন সুরক্ষায় নবীন-প্রবীণের সংহতি প্রকাশ করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৬৩

আসাদুজ্জামান : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ আভিযানে ৬৩ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২৭ জন, কলারোয়া থানা ৫ জন, তালা থানা ৫ জন, কালিগঞ্জ থানা ৩ জন, শ্যামনগর থানা ৭ জন, আশাশুনি থানা ৪ জন, দেবহাটা থানা ৮ পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করেছে ।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার সীমান্তে স্বর্ণের বারসহ দুই চোরাকারবারী আটক

আসাদুজ্জামান : ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরার লক্ষিদাঁড়ি সীমান্ত থেকে ৪ পিচ স্বর্ণের বারসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
শুক্রবার সকালে সদর উপজেলার ভোমরা স্থল বন্দর সংলগ্ন লক্ষিদাঁড়ি সীমান্ত উক্ত স্বর্ণসহ দুই চোরাকারবারীকে আটক করা হয়।।
আটক স্বর্ণ চোরাকারবারীরা হলেন, সদর উপজেলার লক্ষিদাড়ি গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী রোকেয়া খাতুন (৩৩) ও লক্ষ্মীপুর জেলার রামগড় উপজেলার বলরা গ্রামের জাকির হোসেনের ছেলে আব্দুল মান্নান (২৭)।
বিজিবির ভোমরা বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার নুরুল হক জানান, ভোমরা স্থল বন্দর সংলগ্ন লক্ষিদাঁড়ি সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে চার পিচ স্বর্ণের বারসহ উক্ত দুই চোরাকারবারীকে হাতেনাতে আটক করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিপিএলে থাকছেন না বাবর আযমসহ চার পাকিস্তানি ক্রিকেটার

আগামী ৪ নভেম্বর থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসর। এতে খেলার জন্য চারজন পাকিস্তানি ক্রিকেটারকে খেলার অনুমতি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এই চার ক্রিকেটার হচ্ছেন বাবর আযম, ইমাদ ওয়াসিম, উসমান শেনওয়ারি ও রুম্মান রইস। এ চারজনই ভুগছেন ইনজুরি সমস্যায়। পুরোপুরি সেরে উঠতে আরও বেশ খানিকটা সময় লাগবে তাদের। তাতেও নামতে পারবেন না মাঠে।

খেলার অনুমতি পেতে হলে পিসিবির কাছে জমা দিতে হবে মেডিকেল ক্লিয়ারেন্স। চলতি বছর আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত সময় যাচ্ছে পাকিস্তানের। ফলে দলটি রয়েছে টানা ক্রিকেটের মধ্যে। এর কারণে অনেক ক্রিকেটারই ইনজুরির শিকার হচ্ছেন।

এই চার ক্রিকেটার ছাড়াও আরও আট ক্রিকেটারকে আপাতত ক্রিকেট থেকে দূরে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে পিসিবির তরফ থেকে।
তারা হলেন অধিনায়ক সরফরাজ আহমেদ, হাসান আলী, মোহাম্মদ আমির, শাদাব খান, শোয়েব মালিক, ফাহিম আশরাফ, মোহাম্মদ হাফিজ আর ফাখর জামান।

আগামী ১১ নভেম্বর থেকে মাঠে গড়াবে পাকিস্তান ন্যাশনাল টি-২০ কাপ। ওই আসর শুরুর আগ পর্যন্ত বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাবি শিক্ষককে লাথি মারলেন প্রক্টর, নাক ফাটালেন আরেক সহকর্মী

হাতাহাতি ও বাকবিতণ্ডায় আবারও পণ্ড হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ ও বাম সমর্থিত শিক্ষকদের নীল দলের সাধারণ সভা। এতে আহত হয়েছেন দুই শিক্ষক।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সভায় এক শিক্ষকের বক্তব্যের মধ্যে অন্য শিক্ষকের তীর্যক মন্তব্য নিয়ে ঘটনার সূত্রপাত। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কোনো ধরনের আলোচনা বা সদ্ধিান্ত ছাড়াই সভা শেষ হয়।

এ ব্যাপারে নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল আজিজ বলেন, এ ধরনের ঘটনা আমি জীবনেও দেখিনি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অনুরোধ জানিয়েছি।

সভায় উপস্থিত নীল দলের কয়েকজন শিক্ষক জানান, বিকেল ৪টায় শুরু হওয়া এই সভায় প্রথম থেকেই সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকপন্থি এবং বর্তমান উপাচার্য আখতারুজ্জামানপন্থি শিক্ষকরা একপক্ষ আরেকপক্ষকে কটাক্ষ করে বক্তব্য দিতে থাকেন।

এসময় অধ্যাপক আ খ ম জামাল উদ্দিন জামাল উদ্দিন বক্তব্যে সাবেক উপাচার্য সম্পর্কে তার আগের বক্তাদের কটাক্ষমূলক বক্তব্যের প্রতিবাদ জানান। তার পরে বক্তব্য দিতে গিয়ে প্রক্টর গোলাম রব্বানী ফের আরেফিন সিদ্দিক ও জামাল উদ্দিনকে নিয়ে কথা বললে জামাল উদ্দিন তার প্রতিবাদ করেন। তখন তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

এ ব্যাপারে অধ্যাপক আ খ ম জামাল উদ্দিন বলেন, ‘বক্তব্যে প্রক্টর আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছিল। এ সময় আমি তাকে বলি, আপনি একজন প্রক্টর হিসেবে আমাকে এভাবে ব্যক্তিগত আক্রমণ করতে পারেন না। তখন তিনি আমাকে আঘাত করেন। এরপর শাহ মাসুম এবং সীতেশ চন্দ্র বাছার আমাকে কিলঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। ‘

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘আমি যখন বক্তব্য দিচ্ছিলাম তখন জামাল উদ্দিন সামনে বসা চেয়ার থেকে উঠে এসে আমার বুকে ধাক্কা দেয়। এ সময় তার আক্রমণাত্মক আচরণ দেখে অন্য শিক্ষকরা আমাকে রক্ষা করার জন্য ঘিরে ফেলে। জামাল এ সময় ওই শিক্ষকদের ধাক্কা দিয়ে সরিয়ে আমার কাছে আসতে চান। ঘটনার আকস্মিকতায় আমি হতবিহব্বল হয়ে যাই। একটু পর জামালকে দেখি এক কোণায় ফ্লোরে বসে আছে। তখন আমি গিয়ে তাকে উঠিয়ে নিয়ে চেয়ারে বসাই। এসময় আমি অন্যদের অনুরোধ করি তাকে কিছু না বলার জন্য। ‘

এর আগে ৭ মে সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে নীল দলের প্যানেল চূড়ান্ত করতে টিএসসি ক্যাফেটেরিয়ায় ডাকা সভায়ও দফায় দফায় হট্টগোল ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে। তবে সেবার হাতাহাতির ঘটনা ঘটেনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest