ভারতের সঙ্গে ৪০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে বাংলাদেশের। আর অাসামের সঙ্গে সীমান্ত রয়েছে ২৬৩ কিলোমিটার।
২০১৯ সালের মার্চ মাসের মধ্যে এর পুরোটাই সিল করার কথা ছিল। কিন্তু তার আগেই ওই সীমান্ত সিল করার কাজ সম্পন্ন করা হবে বলে ঠিক হয়েছে।
‘অবৈধ অনুপ্রবেশ সমস্য দ্রুত মেটানোর লক্ষ্যে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দিল্লিতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও অাসামের মুখ্যমন্ত্রীর মধ্যকার বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে।
অাসাম রাজ্য সরকারের এক কর্মকর্তা জানান সীমান্ত বরাবর বেশিরভাগ অঞ্চলেই কাঁটাতারের বেড়া লাগানো হয়েছে। কিন্তু করিমগঞ্জ-কাছাড় এবং মানকাচর-দক্ষিণ সালমারা’র মধ্যবর্তী এলাকা যথেষ্ট দুর্গম। এই অঞ্চলটি পাহাড়ি এলাকা ও এখানে গভীর খাদ রয়েছে এবং সেই কারণেই অন্য এলাকার চেয়ে এই নির্দিষ্ট অঞ্চলে কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে সময় বেশি লাগছে।

কিন্তু একের পর এক এধরনের নগ্নতা ও জুয়ার আসর বসাচ্ছে একই চক্র। মোটা অংকের আর্থিক লেনদেনের কারণে স্থানীয় জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্তারা চুপ থাকে। এরই ধারাবাহিকতায় আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের পিরুজপুর নতুন চর আর্দশ গ্রামের মাঠে চলছে চরম অশ্লীল নগ্ন নৃত্য ও প্রকাশ্য রমরমা জুয়ার আসর। আমাদের নিজস্ব প্রতিবেদক বশির আহমেদ সরেজমিন গিয়ে দেখতে পেয়েছেন অর্ধনগ্ন বিকৃত নৃত্য ও প্রকাশ্য জুয়ার বোর্ড বসেছে সেখানে। আর্দশ গ্রামের মাঠ দখল করে চলছে এসব অপকর্ম। আর দেখেও না দেখার ভান করছেন সংশ্লিষ্ট সকলেই। গত তিন দিন ধরে চলছে এসব রমরমা অবৈধ বেলেল্লাপনা। আশাশুনি উপজেলায় অশ্লীল নৃত্য ও জুয়া এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যাদের দায়িত্ব এগুলোর আয়োজনকারীদের আইনের আওতায় আনা তাদের অনেককেই গভীর রাতে এসব নগ্নতা উপভোগ করতেও দেখা যায়।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার খাজরা ইউনিয়নের পিরুজপুর আর্দশ গ্রামের মাঠে যাত্রা শো এর নাম করে ১০০ থেকে ৫০০টাকা টিকিটের বিনিময়ে দর্শকদেরকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। কিন্তু ভিতরে প্রবেশ করে দেখা গেছে স্টেজে চলছে কয়েকজন স্থুলকায় তরুণীর অশ্লীল পোশাকে নগ্ন নৃত্য। এভাবে প্রতিদিন চলছে সারা রাতব্যাপী একটি শো। আর স্টেজের পাশেই সাজানো হয়েছে রমরমা জুয়ার আসর। নগ্ন নৃত্য পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে পাতানো জুয়ার আসরের ফাঁদে পকেট কেটে হাতিয়ে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা। এদিকে স্থানীয়রা জানাচ্ছেন, শুধু উৎসবের আড়ালে নয় উপজেলার কয়েকটি ইউনিয়নে প্রতিদিনই গোপনে বসছে জুয়ার আসর। এসকল আসরে সবকিছু হারিয়ে নিঃশ্ব হচ্ছে সাধারণ মানুষ আর লাভবান হচ্ছে বোর্ড মালিক ও আয়োজকরা। স্টেজে চলছে নগ্ন নৃত্য আর স্টেজের পিছনে দেহব্যবসার মত জঘন্য কারবার চলছে এমনটি অবশ্য দাবি মেলা মাঠের অনেকেরই।
