সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে জনসভা- গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুতালা–কলারোয়ার উন্নয়নে ঐক্যের ডাক হাবিবুল ইসলাম হাবিবেরআদালত চত্বরে কেরোসিন ঢেলে মাটি চাপা দেওয়া হলো জব্দকৃত হরিণের মাংসসাংবাদিক আকরামুলের উপর হামলা : সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দাপাইকগাছায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের উদ্যোগে দশ গ্রামের দুস্থদের মাঝে তিন সহস্রাধিক কম্বল বিতরণবিএনপি থেকে ডা: শহীদুল আলম বহিস্কারসংগ্রামের গল্পে ঢাবি জয় দিহানেরতালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপসাতক্ষীরায় ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার : ৪টি আসনে প্রতিদ্বন্দ্বী ১৮সাতক্ষীরায় খাদ্য মোড়কে ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং প্রবিধানমালা চূড়ান্ত করার দাবিতে স্মারকলিপি

‘অনুপ্রবেশ ঠেকাতে’ বাংলাদেশ-আসাম সীমান্ত দ্রুত বন্ধ করছে ভারত

ভারতের সঙ্গে ৪০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে বাংলাদেশের। আর অাসামের সঙ্গে সীমান্ত রয়েছে ২৬৩ কিলোমিটার।
২০১৯ সালের মার্চ মাসের মধ্যে এর পুরোটাই সিল করার কথা ছিল। কিন্তু তার আগেই ওই সীমান্ত সিল করার কাজ সম্পন্ন করা হবে বলে ঠিক হয়েছে।

‘অবৈধ অনুপ্রবেশ সমস্য দ্রুত মেটানোর লক্ষ্যে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দিল্লিতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও অাসামের মুখ্যমন্ত্রীর মধ্যকার বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে।

অাসাম রাজ্য সরকারের এক কর্মকর্তা জানান সীমান্ত বরাবর বেশিরভাগ অঞ্চলেই কাঁটাতারের বেড়া লাগানো হয়েছে। কিন্তু করিমগঞ্জ-কাছাড় এবং মানকাচর-দক্ষিণ সালমারা’র মধ্যবর্তী এলাকা যথেষ্ট দুর্গম। এই অঞ্চলটি পাহাড়ি এলাকা ও এখানে গভীর খাদ রয়েছে এবং সেই কারণেই অন্য এলাকার চেয়ে এই নির্দিষ্ট অঞ্চলে কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে সময় বেশি লাগছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি যেন নগ্ন নৃত্য ও প্রকাশ্য জুয়ার স্বর্গরাজ্য, নেপথ্যে থাকে পুলিশ !

ডেস্ক রিপোর্ট : আশাশুনি উপজেলার এক জায়গায় বন্ধ হলে আরেক জায়গায় ঠিকই শুরু হয়ে যায় নগ্ন নৃত্য ও প্রকাশ্য জুয়ার আসর। আর অপসংস্কৃতির আসর বসাতে নেপথ্যে মদদ দেয় পুলিশ! আর পুলিশের সাথে পরিচালকদের যোগাযোগের দায়িত্ব পালন করে একজন পতিত সাংবাদিক! পেশাদার সাংবাদিক না হলেও পেশাদার দালাল এই সাংবাদিকের সাথে পুলিশের সখ্যতা সবাই জানে। সাতক্ষীরার সাধারণ দরিদ্র খেটে খাওয়া মানুষের সংসারে অশান্তি সৃষ্টি করা এবং গ্রামীণ এলাকার পরিবেশ নষ্ট করার মূল হোতাদের দোসর এই চক্রটি সম্প্রতি কাদাকাটি ও শ্রীউলা ইউনিয়নে পরপর দুটি জুয়া ও নগ্ন নৃত্যের আসর বসায়। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এগুলো বন্ধের নির্দেশ দেন সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন।
কিন্তু একের পর এক এধরনের নগ্নতা ও জুয়ার আসর বসাচ্ছে একই চক্র। মোটা অংকের আর্থিক লেনদেনের কারণে স্থানীয় জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্তারা চুপ থাকে। এরই ধারাবাহিকতায় আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের পিরুজপুর নতুন চর আর্দশ গ্রামের মাঠে চলছে চরম অশ্লীল নগ্ন নৃত্য ও প্রকাশ্য রমরমা জুয়ার আসর। আমাদের নিজস্ব প্রতিবেদক বশির আহমেদ সরেজমিন গিয়ে দেখতে পেয়েছেন অর্ধনগ্ন বিকৃত নৃত্য ও প্রকাশ্য জুয়ার বোর্ড বসেছে সেখানে। আর্দশ গ্রামের মাঠ দখল করে চলছে এসব অপকর্ম। আর দেখেও না দেখার ভান করছেন সংশ্লিষ্ট সকলেই। গত তিন দিন ধরে চলছে এসব রমরমা অবৈধ বেলেল্লাপনা। আশাশুনি উপজেলায় অশ্লীল নৃত্য ও জুয়া এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যাদের দায়িত্ব এগুলোর আয়োজনকারীদের আইনের আওতায় আনা তাদের অনেককেই গভীর রাতে এসব নগ্নতা উপভোগ করতেও দেখা যায়।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার খাজরা ইউনিয়নের পিরুজপুর আর্দশ গ্রামের মাঠে যাত্রা শো এর নাম করে ১০০ থেকে ৫০০টাকা টিকিটের বিনিময়ে দর্শকদেরকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। কিন্তু ভিতরে প্রবেশ করে দেখা গেছে স্টেজে চলছে কয়েকজন স্থুলকায় তরুণীর অশ্লীল পোশাকে নগ্ন নৃত্য। এভাবে প্রতিদিন চলছে সারা রাতব্যাপী একটি শো। আর স্টেজের পাশেই সাজানো হয়েছে রমরমা জুয়ার আসর। নগ্ন নৃত্য পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে পাতানো জুয়ার আসরের ফাঁদে পকেট কেটে হাতিয়ে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা। এদিকে স্থানীয়রা জানাচ্ছেন, শুধু উৎসবের আড়ালে নয় উপজেলার কয়েকটি ইউনিয়নে প্রতিদিনই গোপনে বসছে জুয়ার আসর। এসকল আসরে সবকিছু হারিয়ে নিঃশ্ব হচ্ছে সাধারণ মানুষ আর লাভবান হচ্ছে বোর্ড মালিক ও আয়োজকরা। স্টেজে চলছে নগ্ন নৃত্য আর স্টেজের পিছনে দেহব্যবসার মত জঘন্য কারবার চলছে এমনটি অবশ্য দাবি মেলা মাঠের অনেকেরই।
এদিকে স্থানীয়রা জানাচ্ছেন, জুয়া ও নগ্ন নৃত্যের জমজমাট আসর পরিচালনা করছেন উপজেলার শ্রীউলা ইউনিয়নের শহিদুল ইসলাম ও আশাশুনি সদরের রজব আলী। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায় সব দিক ম্যানেজ করেই চলছে এসকল অবৈধ কারবার। উপজেলার সচেতন মহলের দাবি দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনে যে অস্থিরতা নেমে এসেছে সেখানে পরিবারের খাদ্য যোগাতে উপার্জনের অর্থ শেষ হয়ে যাওয়া দরিদ্র মানুষের সামান্য রোজগারের অর্থও চলে যাচ্ছে জুয়া ও অশ্লীলতায়। বেড়ে যাচ্ছে পারিবারিক অশান্তি। অসহায় সাধারণ মানুষ বাধ্য হয়েই জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাইসহ নানাবিধ অপকর্মের সাথে। অবনতি হচ্ছে উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির।
এই দুষ্ট চক্র যেন এভবে কথিত প্যন্ডেলের নামে নগ্ন নৃত্য ও জুয়ার আসর সাজিয়ে দরিদ্র মানুসের কষ্টে অর্জিত অর্থ পকেট কেটে খালী করতে না পারে সেদিকে জেলা প্রশাসনের সজাগ দৃষ্টি কামনা করেছেন উপজেলার সচেতন মহল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুদকের মামলায় সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানসহ ৯ মেম্বরের জামিন না মঞ্জুর

আসাদুজ্জামান : চাল বিতরণে অনিয়মের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইনসহ নয় সদস্যের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের বিচারক রাজীব রায় রায় চৌধূরী তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জামিন বাতিলকৃতরা হলেন, চম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ইউপি সদস্য গোলাম কাইয়ুম, আব্দুর রশিদ গাইন, মো. আবু বক্কর গাইন, মো আব্দুস সাত্তার খান, মো. আবু বক্কর, ঠাকুর দাস সরকার, সংরক্ষিত মহিলা সদস্য রাধা রানী অধিকারী, রাফেজা খাতুন ও শ্যামলী রানী সরকার।
এর আগে, খাদ্যশস্য নীতিমালা অনুসরন না করে ক্ষমতার অপব্যবহার করে হতদরিদ্র জনগনকে বাদ রেখে ৪৬ জন আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিকে তালিকাভুক্ত করে ১০টাকা কেজি চাল বিতরনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারি পরিচালক রাজ কুমার সাহা বাদি তাদের বিরুদ্ধে চলতি বছরের ১৪ই জুন কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতকল্পে সরকারি বিতরণ ব্যবস্থার আওতায় পল্লী অঞ্চলের হত দরিদ্র জনসাধারণকে স্বল্পমূল্যে খাদ্য সহায়তা দেওয়ার জন্য সরকার কর্তৃক খাদ্যশস্য বিতরণ নীতিমালা, ২০১৬ প্রণয়ন করা হয়। এরই আলোকে ২০১৬-২০১৭ অর্থ বছরে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন তনং চম্পাফুল ইউনিয়নে হত দরিদ্রদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ১০টাকা কেজি দরে মাসিক ৩০কেজি হারে (পরিবার প্রতি) চাল বিতরন নীতিমালার আওতায় ওই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ এক হাজার ২৫৩ জন হত দরিদ্রের নামের তালিকা উপজেলা পরিষদে জমা দেন। ইউপি চেয়ারম্যান, ছয়জন ইউপি সদস্য ও তিনজন সংরক্ষিত নারী ইউপি সদস্য পরস্পর যোগসাজসে নিয়মবহির্ভূতভাবে ব্যবসায়ী, চাকুরিজীবী, ধনী এমন ৪৬জন আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিকে তালিকাভূক্ত করে ৪১ হাজার ৪০০ টাকা মূল্যের চার হাজার ১৪০ কেজি চাল আত্মসাৎ করেন। যা দন্ডবিধি ৪০৯/৪২০/১০৯ তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। গত বছরের ২৪ সেপ্টেম্বর থেকে ৬ নভেম্বরের মধ্যে এসব অপরাধ সংগঠিত হয় বলে মামলায় উল্লেখ করা হয়।
উক্ত মামলায় আসামীরা দীর্ঘ দিন উচ্চ আদালতের জামিনে ছিলেন। এর পর তাদের জামিনের মেয়াদ শেষ হলে আজ তারা সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জামিন চাইলে আদালতের বিচারক রাজীব রায় চৌধুরী তাদের জামিন বাতিল করেন। এ মামলায় আসামী পক্ষের আইনজীবি ছিলেন, এড. এ.এস.এম আশরাফুল আলম। অপরদিকে, রাষ্ট্র পক্ষের আইনজীবি ছিলেন, দুদক পিপি এড. মোস্তফা আসাদুজ্জামান দিলু।
সাতক্ষীরা জজ কোর্টের পিপি ও জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড. ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যেভাবে খাবারের ফরমালিন পুরোপুরি দূর করা যায়

ফরমালিনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সংক্রমিত হতে না দেয়া। অধিকাংশ ব্যাকটেরিয়া এবং ছত্রাককে মেরে ফেলতে পারে।
রং তৈরি, বস্ত্রখাতে কাপড় কুঞ্চিত হতে না দেয়া, সংরক্ষণ, বিস্ফোরণ এবং পলিমার তৈরিতে এটি ব্যবহৃত হয়। তবে ফরমালিন মানব স্বাস্থ্যের জন্যে অত্যন্ত ক্ষতিকারক পদার্থ হিসেবে বিবেচিত হয়েছে। যদিও আজকাল ফরমালিন ছাড়া খাবারজাতীয় কোনো কিছু পাওয়া এককথায় অসম্ভব হয়ে পড়ছে। ফলে ফরমালিনযুক্ত খাবার খেয়ে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। তবে একেবারে সহজ কিছু উপায় অবলম্বন করে খাদ্য থেকে ফরমালিন পুরোপুরি দূর করা যায়।

অনেকেরই ধারণা, ১৫ থেকে ২০ মিনিট বিশুদ্ধ পানিতে ডুবিয়ে রাখলে খাদ্যদ্রব্য থেকে ফরমালিন দূর হয় বা কমে যায়। অাসলে কমলেও তা অতটা কার্যকর নয়। তার চেয়ে বরং কাঁচা অবস্থায় খাবার থেকে ফরমালিন অপসারণ করতে চাইলে পানির কল ছেড়ে তার নিচে ১০ থেকে ১৫ মিনিট রাখতে হবে। কারণ কাঁচাসবজি ও ফলের ত্বকে অসংখ্য ছোট ছোট ছিদ্র রয়েছে।
অার পানিতে ডুবিয়ে রাখলে ফরমালিন আরো ভালোভাবে খাবারে মিশে যেতে পারে। তাই পানির কল ছেড়ে তার নিচে নির্দিষ্ট খাবার দ্রব্য বা ফলটি রেখে দিন।

ভিনেগার বা লেবুর রসে ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রেখেও ফরমালিন দূর করা যায়। আগুনের তাপে ফরমালিন অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই রান্নার আগে ফরমালিন কমানোর পদ্ধতি ব্যবহার করে রান্না করলে খাবার পুরোপুরি ফরমালিন মুক্ত করা সম্ভব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পানামা পেপারস কেলেঙ্কারি মামলার জেরে পদচ্যুত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার দুর্নীতির দুই মামলায় ইসলামাবাদের দুর্নীতিবিরোধী জাতীয় জবাবদিহিতা আদালত এ পরোয়ানা জারি করেন।
খবর এএফপি।

নওয়াজ শরিফের বিরুদ্ধে দুর্নীতির দুই মামলায় জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে মামলার পরবর্তী শুনানির জন্য জবাবদিহিতা আদালত ৩ নভেম্বর দিন ধার্য করেছেন বলে জানান নওয়াজের অন্যতম আইনজীবী জাফির খান।

নওয়াজের আইনজীবীরা জানান, ক্যান্সারে আক্রান্ত অসুস্থ স্ত্রীকে দেখতে চলতি মাসের শুরুতে লন্ডন যান নওয়াজ শরিফ। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন।

গত ২৮ জুলাই পানামা পেপারস কেলেঙ্কারি মামলার রায়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষণা করেন। এরপর তিনি পদত্যাগ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়নে গতি পায় : প্রধানমন্ত্রী

সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়নে গতি পায় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফ্লাইওভার ব্যবহারে যত্নবান হবেন। ট্রাফিক রুল মেনে চলবেন।
জাতীয় সম্পদ মনে রেখে সেটা ব্যবহার করবেন।

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর মৌচাক-মগবাজার ফ্লাইওভার উদ্বোধনের আগে তিনি এ আহ্বান জানান। এসময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও সৌদি আরব দূতাবাসের ইসলামী বিভাগের প্রধান সাদ আল খাতানি।

আর মৌচাক এলাকায় বানানো অনুষ্ঠান মঞ্চে ছিলেন পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওসমান গনি, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী প্রমুখ।

প্রধানমন্ত্রী আরও বলেন, আর্থিক ক্ষমতা থাকলে মানুষ গাড়ি কিনছে। ফলে যানজট বাড়ছে। মগবাজার-মৌচাক ফ্লাইওভার যানজট নিরসনে ভূমিকা রাখবে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, দৈনিক ৫০ হাজার যানবাহন এই ফ্লাইওভার ব্যবহার করতে পারবে। নিচের সড়ক আগের মতোই ব্যবহার করা যাবে।
ফলে যানজট থেকে নগরবাসী মুক্ত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একতরফা ও একদলীয় শাসন চলছে দেশে, গণতন্ত্র নির্বাসিত : খালেদা

বর্তমানে দেশে একতরফা ও একদলীয় শাসন চলছে মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশের সব নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করার মাধ্যমে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছে।

বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

খালেদা জিয়া আরও বলেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, এখন সংসদের কোনো কার্যকর বিরোধী দলও নেই।

মামলার বিষয়ে আদালতে বিএনপি চেয়ারপার্সন বলেন, আলোচ্য মামলাটি দায়ের ও এর সকল কার্যক্রম ও পরিণতি ফোজদারি আইনকানুন ও বিচারের মধ্যেই সীমিত নয়। সবকিছু ব্যাখা না করলে মামলাটির সব খুটিনাটি বিষয় তুলে ধরা সম্ভব নয়। আমার বক্তব্য শুনবেন এবং সময় দেবেন, যাতে আমি পুরো পটভূমি তুলে ধরতে পারি।

এদিকে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার কার্যক্রম স্থগিত চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের বিষয়ে আগামী সোমবার আদেশ দেবে আপিল বিভাগ।

এর আগে, আত্মপক্ষ সমর্থনে বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে বকশিবাজারে আলিয়া মাদ্রসা মাঠে ঢাকার ৫ম বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে হাজির হন খালেদা জিয়া। একই আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগের মামলারও বিচারকার্য চলছে।

জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগ ২০০৮ সালে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে রমনা থানায় আরও একটি মামলা করে দুদক। এই মামলার অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

অন্যদিকে, ২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অপর আসামিরা হলেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ ছামিদুল ইসলামের আদালত। মানহানির মামলায় আজ সকালে আদালত এ পরোয়ানা জারি করে।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে গণজাগরণ মঞ্চের মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘আপত্তিকর স্লোগান’ দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলার অন্য আসামি গণজাগরণ মঞ্চের মিছিলে নেতৃত্ব দেওয়া সনাতন উল্লাস আদালতে হাজির ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest