সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে জনসভা- গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুতালা–কলারোয়ার উন্নয়নে ঐক্যের ডাক হাবিবুল ইসলাম হাবিবেরআদালত চত্বরে কেরোসিন ঢেলে মাটি চাপা দেওয়া হলো জব্দকৃত হরিণের মাংসসাংবাদিক আকরামুলের উপর হামলা : সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দাপাইকগাছায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের উদ্যোগে দশ গ্রামের দুস্থদের মাঝে তিন সহস্রাধিক কম্বল বিতরণবিএনপি থেকে ডা: শহীদুল আলম বহিস্কারসংগ্রামের গল্পে ঢাবি জয় দিহানেরতালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপসাতক্ষীরায় ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার : ৪টি আসনে প্রতিদ্বন্দ্বী ১৮সাতক্ষীরায় খাদ্য মোড়কে ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং প্রবিধানমালা চূড়ান্ত করার দাবিতে স্মারকলিপি

দুদকের মামলা: পিপিএম পদকপ্রাপ্ত সেই এসপি প্রত্যাহার

দুর্নীতির অভিযোগে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহাকে প্রত্যাহার করা হয়েছে। গত ২২ অক্টোবর তাঁকে প্রত্যাহার করে ঢাকায় পুলিশ সদর দপ্তরে ডেকে পাঠানো হয়।

ফরিদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামাল পাশা আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

এদিকে, আজ রাজধানীর বংশাল থানায় এসপি সুভাষ চন্দ্র সাহা ও তাঁর স্ত্রী রীনা চৌধুরীর বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ বাদী হয়ে মামলাটি করেন।

ফরিদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, ‘গত ২২ তারিখে তাঁকে (সুভাষ চন্দ্র সাহা) ঢাকায় পুলিশ সদর দপ্তরে ডেকে পাঠানো হয়। তিনি ওই দিনই ফরিদপুর পুলিশ সুপার হিসেবে আমাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন।’

এর আগে গত বছরের ৫ নভেম্বর ফরিদপুরের এসপি হিসেবে যোগ দেন সুভাষ চন্দ্র সাহা। চলতি বছরের পুলিশ সপ্তাহে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পান তিনি।

ওয়ান ব্যাংকে সুভাষ চন্দ্র ও তাঁর স্ত্রীর নামে ১৯টি এফডিআরে প্রায় সাড়ে আট কোটি টাকা পাওয়ায় গত ১১ সেপ্টেম্বর তাঁদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলার অনুমোদন দেয় কমিশন।

মামলার আরজিতে বলা হয়, দুদকের অনুসন্ধানে ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ও তাঁর স্ত্রী রীনা চৌধুরীর যৌথ নামে আট কোটি ৩৬ লাখ ৯ হাজার ৩৬৭ টাকার এফডিআর পাওয়া যায়। যা ওয়ান ব্যাংকের রাজধানীর বংশাল শাখা ও এলিফ্যান্ট রোড শাখা এবং যশোরের ওয়ান ব্যাংক শাখায় গচ্ছিত ছিল। কিন্তু পুলিশ সুপার ওই অর্থের কথা দুদকে দাখিল করা সম্পদ বিবরণী কিংবা আয়কর নথিতে উপস্থাপন না করে গোপন করেন। দুদকের অনুসন্ধানেও ওই আয়ের যথাযথ উৎস খুঁজে পাওয়া যায়নি।

গচ্ছিত অর্থের মধ্যে ওয়ান ব্যাংকের বংশাল শাখার ছয়টি এফডিআরে দুই কোটি ৮১ লাখ ১৪ হাজার ৪৬৭ টাকা, এলিফ্যান্ট রোড শাখায় একটি এফডিআরে ২১ লাখ ৪৪ হাজার ৪২ টাকা এবং যশোরের ওয়ান ব্যাংক শাখায় ১২টি এফডিআরে পাঁচ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ৮৫৮ টাকা পাওয়া যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাতৃ মৃত্যুহার কমাতে সংসদের শপথ কক্ষে মতবিনিময় সভা

তোষিকে কাইফু : জাতীয় সংসদের শপথ কক্ষে আজ মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবলায় ও ইউএনএফপি এর আয়োজনে “রিডিউসিং ম্যাটেরনাল মরটিলিটি” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের চিপ হুইপ জনাব আ. স. ম ফিরোজ এমপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এ্যাড: সানজিদা খানম এমপি, মিসেস রেবেকা খানম এমপি, ইউএনএফপি এর প্রতিনিধি মি. লোরি ক্যাটো, সিনিয়র সচিব ডা. আব্দুর রব হাওলাদার, অতিরিক্ত সচিব গোলাম কিবরিয়া ও এসপিসিপিডি এর প্রকল্প পরিচালক এম কে কামাল বিল্লাহ প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন- বাংলাদেশে মাতৃমৃত্যুর হার উল্লেখযোগ্য পরিমানে কমেছে। গত কয়েক বছরে বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কমেছে প্রায় ৭০ শতাংশ। বিভিন্ন জরিপে বলা হয়েছে সন্তান জন্মদানের হার কমে যাওয়াসহ কয়েকটি কারণে এই সাফল্য অর্জিত হয়েছে। তিনি বলেন, সন্তান জন্মদানের সময় এবং সন্তান জন্মের ছয় সপ্তাহের মধ্যে মায়ের মুত্যু হলে সেটা ‘মাতৃমৃত্যু’ হিসেবে গণ্য হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ

সফরকারী আয়ারল্যান্ড ‘এ’ দলকে ৮ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দল। মঙ্গলবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাওয়া এ জয়ে সিরিজের তৃতীয় ম্যাচ শেষে ২-০তে লিড নিল নাজমুল হোসেন শান্তর দল।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তবে দ্বিতীয় ম্যাচে আইরিশদের ৩ উইকেটে হারায় বাংলাদেশ।

এর আগে, টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৫.৪ ওভারে অলআউট হওয়ার আগে সফরকারীরা তোলে মাত্র ১০৩ রান। জবাবে, ব্যাটিংয়ে নেমে ২৩ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

আয়ারল্যান্ডের দলপতি বালবিরনি ৯০ বলে তিনটি চার আর একটি ছক্কার সাহায্যে করেন ৫২ রান। আর গেটকাকে করেন ২৩ রান। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের দেখা পাননি। বাংলাদেশের আবু হায়দার রনি তিনটি, সাঞ্জামুল ইসলাম দুটি, তানভীর হায়দার দুটি উইকেট পান।
একটি করে উইকেট নেন আল আমিন, সুভাষিশ রায় এবং আবুল হাসান রাজু।

১০৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনার এনামুল হক বিজয় ২৩ বলে একটি চার আর দুটি ছক্কায় ২০ রান করে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার সাদমান ইসলাম ২৪ রান করেন। তিন নম্বরে নামা দলপতি নাজমুল হোসেন শান্ত ৩৮ বলে সাতটি চারের সাহায্যে ৪১ রান করে অপরাজিত থাকেন। আল আমিন অপরাজিত থাকেন ১৪ রান করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাবমেরিন কেবল মেরামত শুরু

শুরু হয়েছে প্রথম সাবমেরিন ক্যাবল মেরামত। কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে ১১৫ কিলোমিটার দূরে একটানা তিন দিন রিপিটার স্থাপনের কাজ চলবে। মেরামত চলাকালীন, ব্যান্ডউইথ ঘাটতি মোকাবেলায় বিদেশি কোম্পানি কোজেন্ট থেকে এক মাসের জন্য ৪০ জিবিপিএস ব্যান্ডউইথ আমদানি করেছে বিএসসিসিএল।

গত ১২ বছরের মধ্যে প্রথমবারের মতো বন্ধ করা হলো দেশের প্রথম সাবমেরিন ক্যাবল। মেরামতের কাজ চলায়, তিন দিন প্রথম সাবমেরিন ক্যাবলের সেবা পাওয়া যাবে না।

এই সময়ে ইন্টারনেট ব্যবস্থায় ব্যান্ডউইথের কিছুটা ঘাটতি থাকবে। এতে ২৪ থেকে ২৬ অক্টোবর কিছুটা ধীরগতির ইন্টারনেট সেবা নিতে হবে। তবে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল দিয়ে ইন্টারনেট ব্যবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা করছে বিএসসিসিএল। ব্যান্ডউইথ ঘাটতিতে বিপর্যয়ের আশঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা।

বর্তমানে দেশে ইন্টারনেট ব্যান্ডউইথের দৈনিক চাহিদা ৪৭০ জিবিপিএস। এরমধ্যে দু’টি সাবমেরিন ক্যাবল থেকে ২৭০ জিবিপিএস, আর বাকী ২০০ জিবিপিএস আইটিসি কোম্পানির মাধ্যমে আমদানি করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খেলা শুরু! ফরিদপুরের এসপি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন ডেস্ক : দেশে কিছু অসাধু পুলিশ কর্মকর্তার জন্য সমস্ত পুলিশ বিভাগের বদনাম হয়। এতে করে সৎ কর্মকর্তারাও হতাশায় ভোগেন। কিছু পুলিশ কর্মকর্তার দুর্নীতি নিয়ে অভিযোগের কোন কমতি নেই। নামে-বেনামে এরা কোটি কোটি টাকার বাড়ি-গাড়ি সম্পত্তি করেন(কিছুদিন আগে প্রথম আলোর এক্সক্লুসিভ প্রতিবেদনে দেখা গেছে বগুড়ায় অসংখ্য পুলিশ কর্মকর্তার বিপুল সম্পত্তি কেনার চিত্র)। সরকারি চাকুরিরত অবস্থায় তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে শত শত লোককে আপ্যায়ন করেন। যেন বহুজাতিক কোম্পানির বার্ষিক জেনারেল মিটিং! জনগণের চোখের সামনেই এসব হয়। কেউ কেউ ১৮/২০টা করে গরু জবাই করে ভূরিভোজ করান। কিন্তু জনগণের জানার উপায় থাকে না এত অর্থ কোথা থেকে আসে! শুধু চায়ের দোকানে-টেবিলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। সেই ঝড়ে আবার বাতাস দেন এসব অনুষ্ঠানে ভূরিভোজ করে আসাদের অনেকে! কিন্তু অবৈধ সম্পদের খোঁজ যাদের নেয়ার কথা সেই দুর্নীতি দমন কমিশন কদাচিৎ এসব ক্ষেত্রে তাদের ভূমিকা রাখে। কিন্তু ইদানীং এর ব্যতিক্রম শুরু হয়েছে। আগে যেসব জায়গায় কোন হাত দেয়া হত না- সেসব জায়গায় হাত দিতে শুরু করেছে বর্তমান দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই ধারাবাহিকতায় সাড়ে আট কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করায় ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা ও তার স্ত্রী রীনা চৌধুরীরর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বংশাল থানায় দুদক সমন্মিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আবদুল ওয়াদুদ বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলার নম্বর ৩৭।

দুদক কর্মকর্তারা ভাষ্য মতে, ওয়ান ব্যাংক বংশাল শাখার ছয়টি হিসাবে সুভাষ চন্দ্র সাহা ও তার স্ত্রী রীনা চৌধুরীর যৌথ নামে দুই কোটি ৮১ লাখ চৌদ্দ হাজার ৪৬৬ টাকার, এলিফ্যান্ট রোড শাখার একটি এফডিআর-এ ২১ লাখ ৪৪ হাজার ৪২ টাকা এবং ওয়ান ব্যাংকের যশোর শাখায় বারোটি এফডিআর-এর ৫ কোটি ৩৩ লাখ টাকা অবৈধ অর্থ রয়েছে।

দুদকের জিজ্ঞাসাবাদে এসপি ও তার স্ত্রী এসব অর্থের বৈধ কোনো পন্থা না দেখাতে পারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

এখন দেখার অপেক্ষা দুদক এর এ ধরনের প্রচেষ্টা কতদূর স্বার্থক হয়। তবে জনগণের প্রত্যাশা দুদক এর এই অভিযান অব্যাহত থাকবে এবং দেশে দুর্নীতির প্রকোপ কমবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গোপনে ইসরায়েল সফরে সৌদি যুবরাজ!

ইসরায়েল সফর করেছেন সৌদি আরবের যুবরাজ আমির মোহাম্মদ বিন সালমান। তবে তাঁর এ সফর ছিল গোপন। চলতি বছর সেপ্টেম্বরে তিনি এই গোপন সফরে যান।

স্থানীয় সময় গত শুক্রবার বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের রেডিও চ্যানেল ‘হিব্রু’ জানিয়েছে, গত ৭ সেপ্টেম্বর সৌদি রাজপরিবারের এক শীর্ষস্থানীয় ব্যক্তি গোপনে রাজধানী তেলআবিব ভ্রমণে যান। সেখানে তিনি আঞ্চলিক শান্তির বিষয়ে আলোচনা করেন। পরে ইসরায়েলি প্রশাসনের পক্ষে থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই শীর্ষস্থানীয় ব্যক্তি যে সৌদি যুবরাজ, তা নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের এক কর্মকর্তা এএফপিকে জানান, ইসরায়েলের বিভিন্ন শীর্ষস্থানীয় কর্মকর্তা ছাড়াও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও দেখা করেন মোহাম্মদ বিন সালমান।

এ ছাড়া সৌদি যুবরাজের ইসরায়েল সফরের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন অনেকেই। তাঁদের মধ্যে সাংবাদিক অ্যারিয়েল কাহানা টুইটারে লিখেন, ‘বিন সালমান এক প্রতিনিধিদলের সঙ্গে ইসরায়েল সফরে যান এবং আলোচনা করেন।’

এ ছাড়া মুজতাহিদ নামের একজন সৌদি ব্লগার লিখেন, ‘নোগা টার্নোপোলস্কি নামের একজন সাংবাদিক সৌদি যুবরাজের ইসরায়েল ভ্রমণের বিষয়টি নিশ্চিত করেছেন। নোগা দীর্ঘদিন ধরেই ইসরায়েল সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা থানা পরিদর্শন করলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একরামুল হাবীব

কে এম রেজাউল করিম : পুলিশ জনগণের বন্ধু, অপরাধীদের দুশমন। সমাজে শান্তি প্রতিষ্ঠা পুলিশের কাজ। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ দমনে পুলিশ কঠোর হয়ে কাজ করছে। মাদক নির্মূলে মাদকের সাথে সংশ্লিষ্ট ক্রেতা, বিক্রেতা ও সহযোগিতাকারীদের কাউকে ছাড় দেওয়া যাবে না। কারণ মানুষ সমাজের চরম দুশমন। মাদকের ছোবলে যুবক সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সমাজে অপরাধ বেড়ে চলেছে। তাছাড়া সরকারের নির্দেশ মাদককে জিরো টলারেন্সে আনতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। যদি মাদকের সাথে পুলিশের কোন সদস্য সংযুক্ত থাকে তাহলে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমরা তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিব। তাছাড়া পুলিশ সদর দপ্তর, খুলনা রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারের কার্যালয় সাতক্ষীরা থেকে মাদক নির্মূলে কঠোর থেকে আরো কঠোর ব্যবস্থা গ্রহণের কথা ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় দেবহাটা থানা পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. একরামুল হাবীব এসব কথা বলেন। এসময় সমাজ থেকে অপরাধ নির্মূল করতে এবং অপরাধীদের দমন করতে যেয়ে নিরীহ কাউকে হয়রানী বা মিথ্যা মামলায় ফাঁসানো না হয় সে দিকে ওসিকে খেয়াল রাখার নির্দেশ দেন তিনি।
মতবিনিময় পূর্বে দেবহাটা থানার চলমান বিভিন্ন মামলার অগ্রগতি, মাদক, জঙ্গী, সন্ত্রাস দমন ও দায়েরকৃত বিভিন্ন মামলা, অভিযোগ ইত্যাদি বিষয়ে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি নথিপত্র পর্যবেক্ষণ করেন। একই সাথে অফিসার ইনচার্জ(ওসি)সহ সকলকে সমাজের শান্তি প্রতিষ্ঠায় কাজ করার জন্য নির্দেশ দেন। তিনি দেবহাটা থানার কর্মকান্ডর বিষয়ে জানতে কর্মরত এসআই, এএসআই, পুলিশ সদস্যদের সাথে পৃথক পৃথক ভাবে আলোচনা করে দেশ সেবাই কাজ করার নির্দেন প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম, কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মির্জা সালাউদ্দীন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী কামাল হোসেন, ইন্সপেক্টর(তদন্ত) শরিফুল ইসলাম, সেকেন্ড অফিসার ইয়ামিন আলী, এসআই উজ্বল দত্ত, আল-আমিন, মাজরিহা হোসাইন, হাবিবুর রহমান, আব্দুল কাদের, আব্দুস সামাদ, এমাইদুল ইসলাম, আব্দুল গনি, এএসআই আল-আমিন, কায়সার, আবুল কালাম, মাসুদ হোসেন, শামিম আহম্মেদ, আলাউদ্দীন, আমজাদ হোসেন, পিএসআই ফরিদ হোসেন ও প্রীতিশ কুমার প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমারের বিরুদ্ধে অবরোধ আরোপ করছে যুক্তরাষ্ট্র

রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত জাতিগত নিধনের প্রতিবাদে মিয়ানমারের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। রাখাইনের ঘটনায় উদ্বেগ জানিয়ে দেশটির পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে অবরোধের ঘোষণা দেওয়া হয়। রাখাইনে রোহিঙ্গা নিপীড়নের সঙ্গে জড়িতদের শাস্তি হওয়া উচিত বলেও মন্তব্য করা হয় ওই বিবৃতিতে।

এই ঘটনায় ইতোমধ্যে মিয়ানমারের সামরিক নেতাদের ওপর এরইমধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা এখন সামরিক সহায়তা তুলে নেওয়ার কথা ভাবছে। পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার নরেট বিবৃতিতে বলেন, ‘আমরা রাখাইনের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। হত্যাযজ্ঞে জড়িতদের শাস্তি হওয়া উচিত।’ বিবৃতিতে বলা হয়, এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ও দায়ী যেকোনও সরকারি ও বেসামরিক ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে।

পররাষ্ট্র দফতরের বিবৃতির সূত্রে গার্ডিয়ান জানিয়েছে, এই হত্যাযজ্ঞে জড়িত নির্দিষ্ট কিছু ব্যক্তির ওপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞাও জারি করতে পারে তারা। হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ও দায়ী যে কোনও সরকারি ও বেসামরিক ব্যক্তিকে আইনের আওতায় আনার কথাও জানানো হয় এতে।

বিবৃতিতে সহিংসতার শিকার এলাকাগুলোতে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, আন্তর্জাতিক সংস্থা ও সংবাদমাধ্যমকে প্রবেশের অনুমতি দেওয়ার তাগিদ দেওয়া হয়। নরেট বলেন, মিয়ানমার সরকার ও তাদের সশস্ত্র বাহিনীকে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে ব্যবস্থা নিতে হবে, মানবিক সহায়তা দিতে সংস্থাগুলোকে অনুমোদন দিতে হবে এবং যারা পালিয়ে গেছে তাদের ফিরিয়ে আনতে হবে।’

আসছে মাসেই আশিয়ান সম্মেলনে অংশ নিতে মিয়ানমার সফর করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এরমধ্যেই নিষেধাজ্ঞার ঘোষণা এলো পররাষ্ট্র দফতর থেকে। রোহিঙ্গা ইস্যুতে এখন পর্যন্ত এটাই ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় পদক্ষেপ। সমালোচকরা অভিযোগ তুলছিলেন, রোহিঙ্গা সংকটে ট্রাম্প শক্তিশালী কোনও ভূমিকা নিচ্ছিলেন না।

রোহিঙ্গাদের ওপর নিধনযজ্ঞ চালানোয় মিয়ানমারের সেনাবাহিনীর কাছ থেকে সামরিক সহায়তা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এর আগে গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছিলেন রোহিঙ্গাদের দুর্দশার জন্য মিয়ামারের সেনাবাহিনীকে দায়ী মনে করে যুক্তরাষ্ট্র।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest