সর্বশেষ সংবাদ-
জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের ত্রি-বার্ষিকী নির্বাচনসাতক্ষীরায় শীর্ষ সন্ত্রাসী মাদক চোরাচালানের হোতাসহ তিনজন গ্রেফতারনাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভদৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা  দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়

কলারোয়া উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

কলারোয়া ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় আগামী নভেম্বর মাসে জেলা ছাত্রলীগের সন্মেলনকে কেন্দ্র করে এবং ছাত্রলীগের সংগঠনকে গতিশীল ও বেগবান করার লক্ষ্যে উপজেলা ছাত্রলীগের জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যার পর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ছাত্রলীগের সভাপতি তরুণ চেয়ারম্যান শেখ ইমরান হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ এহসান হাবিব অয়ন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রাহী ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমরান বাহার বুলবুল, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শাওন, ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য সুমন আহম্মেদ, সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সভাপতি রমজান আলী রাতুল, সাধারণ সম্পাদক আছাফুর রহমান শাওন, পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রাসেল, সাবেক সাধারণ সম্পাদক আজাদ হোসেন, সহ-সভাপতি এসএম আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক শেখ আবু বক্কর ছিদ্দিক জনি, যুগ্ন সাধারণ সম্পাদক জিএম তুষার, শাকিল খান জর্জ, ছাত্রলীগ নেতা শামসুজ্জামান টিটু, আবুল কাশেম, ইলিয়াস হোসাইন, মোস্তাক আহম্মেদসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রমুখ। সমগ্র বর্ধিত সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মারুফ আহম্মেদ জনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র ভগিরাথ আটক

আসাদুজ্জামান : বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ হওয়ার পর অবশেষে সাতক্ষীরার আশাশুনির পল্লীতে ১৩ বছর বয়সের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে ধর্ষক কলেজ ছাত্র ভগিরাথ মন্ডলকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামের বিধান চন্দ্র মন্ডল ওরফে বিধির ছেলে। সোমবার দুপুরে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ধর্ষিতার বাবা বিশ্বনাথ মন্ডল বাদী হয়ে গত ১২ অক্টোবর আশাশুনি থানায় ধর্ষক ভগিরাথ মন্ডলকে প্রধান আসামী করে ৭ জনের নামে একটি মামলা করেন। মামলা নং-৬।
স্থানীয় বাসিন্দা ভুপল মিস্ত্রী, সুফল মন্ডল, কমলেশ সরকারসহ মামলার এজাহার সূত্রে জানা যায়, আশাশুনি সরকারি কলেজের ছাত্র লম্পট ভগিরাথ মন্ডল তার প্রতিবেশী ৮ম শ্রেণিতে পড়–য়া স্কুল ছাত্রীক (১৩) দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিতো। মেয়েটি কোন ভাবে রাজি না হলে সে প্রতিবেশী রবেনের স্ত্রী সাবিত্রিকে ব্যবহার করে তাকে রাজি করানোর জন্য। সাবিত্রি মেয়েটিকে ফুঁসলিয়ে নিয়ে যায় ভগিরাথের বাড়িতে। সেখানে তাকে কযেক দফায ধর্ষন করে ভগিরাথ। আর এ কাজে তাকে আরো সহযোগিতা করে একই স্কুলের দশম শ্রেনির ছাত্র ধিরাজ মন্ডল, অলজ মন্ডল, চিরঞ্জীত মন্ডল ও কলেজ ছাত্র সুব্রত মন্ডল। মেয়েটি বর্তমানে ৬ মাসের অন্তঃসত্তা হয়ে পড়েছে।
এদিকে, এ সংক্রান্ত পত্র পত্রিকায় নিউজ হওয়ায় বিষয়টি নিয়ে গ্রামের মাতব্বররা শালিসি বৈঠকে ১ লাখ টাকার ক্ষতিপুরন ও অবৈধ গর্ভপাত করানোর জন্য কয়েকদফা চেষ্টা করে ব্যর্থ হন।
এ ঘটনায় লম্পট ভগিরাথ মন্ডলসহ সকল আসামীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান শাহিন এ ঘটনার সত্যতা নিশ্চি করে জানান, এ মামলার বাকী আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সিলভার জুবলি মডেল স্কুলে প্রকৃতি ও পুষ্টির গল্পের আসর

প্রেস বিজ্ঞপ্তি : ‘কুলফি শাক শরীরে রক্ত তৈরী করে, ফোলা রোগ উপশম করে। গাদোমনি শাক রক্ত আমাশয় দূর করে। বউটুনি শাকে রয়েছে আয়রণ। কলার থোড় হাই প্রেসার রোধে কাজ করে। গিমি শাক ক্রিমি রোগের প্রতিষেধক। বেলে শাক কোষ্টকাঠিন্য দূর করে। ডুমুর ডায়বেটিসের প্রতিষেধক। মালঞ্চশাক ক্ষত সারতে কাজ করে। কচুর পাতা চোখের জন্য ভাল আর পিপুল সর্দি-কাশি দূর করে।’
এছাড়াও রয়েছে অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ ব্রাহ্মি, কলমি, দস্তা কচু, হেলাঞ্চ, সাঞ্চি, বেতশাক, কলার মুচা, শাপলা, ঘ্যাটকল, কাটানটিসহ নানা প্রজাতির অচাষকৃত শাক লতা-পাতা।
সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা শহরের সুপ্রাচীন সিলভার জুবলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আন্তর্জাতিক খাদ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রকৃতি ও পুষ্টির গল্পের আসরে এসব শাক লতা-পাতার ওষুধি ও খাদ্যগুণ মুগ্ধ হয়ে শুনছিল শিক্ষার্থীরা।
বারসিক ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড স্ট্যাডিজ এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম ‘এসো প্রকৃতিকে জানি, পুষ্টির গল্প শুনি’ শীর্ষক এই গল্পের আসরের আয়োজন করে।
এতে প্রকৃতিতে প্রাপ্ত এসব শাক লতা-পাতার গুণাগুণ তুলে ধরে পুষ্টির ফেরিওয়ালা খ্যাত যুব উদ্যোক্তা রুহুল কুদ্দুস ও বাবর আলী।
এ সময় তারা শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রকৃতিতে প্রাপ্ত অচাষকৃত এসব শাক লতা-পাতার গুরুত্ব তুলে ধরে বাড়ির পতিত জমিতে সংরক্ষণ ও নিয়ম অনুযায়ী ব্যবহার করে রোগ মুক্তি বা পুষ্টির চাহিদা পূরণের আহবান জানান।
এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলভার জুবলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী।
আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক তফুরা খাতুন, সহকারী শিক্ষক ফাতেমা খাতুন, সহকারী শিক্ষক আফরোজা ফাতেমা, সহকারী শিক্ষক সুমিত্রা রানী, সহকারী শিক্ষক সুপর্ণা রানী, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, প্রচার সম্পাদক নূরুল হুদা, গবেষণা প্রতিষ্ঠান বারসিকের যুব সংগঠক ফজলুল হক, কমিউনিটি ফ্যাসিলেটর মাহিদা মিজান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকার মুখে বলছে উন্নয়ন হয়েছে, তবে উন্নয়ন হয়েছে খুন, গুম ও ধর্ষণের- সাতক্ষীরায় আফরোজা আব্বাস

আসাদুজ্জামান : সরকার মুখে শুধু বলছেন উন্নয়ন হয়েছে, তবে উন্নয়ন হয়েছে খুন, গুম ও ধর্ষনের। এই সরকার স্বৈরচারী এরশাদ সরকারকেও হার মানিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সাতক্ষীরা জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী মিসেস আফরোজা আব্বাস। তিনি আরো বলেন, এই সরকারের আমলে আমাদের কথা বলা অধিকার নেই, নিরাপত্তা নেই, আমরা ঘরের বাইরে যেতে পারিনা, নিরাপদে ব্যবসাও করতে পারিনা।
সোমবার দুপুরে শহরের কাটিয়া আমতলা এলাকার নিরিবিলি কমিউিনিটি সেন্টারে উক্ত কর্মী সম্মেলনটি অনুষ্ঠিত হয়। জাতয়িতাবাদী মহিলা দল সাতক্ষীরা জেলা শাখার সভানেত্রী হোসনে আরা আহমেদের সভাপতিত্বে উক্ত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ, সাংগঠনিক সম্পাদিকা ও সাবেক এমপি হেলেন জেরিন খান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ শহিদুল আলম, কাজী আলাউদ্দীন, জেলা বিএনপির সভাপতি রহমততুল্লাহ পলাশ, সাধারন সম্পাদক শেখ তরিকুল হাসান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মহিলা দলের সাধারন সম্পাদিকা ফরিদা আক্তার বিউটি।
কর্মী সম্মেলনে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা ও সাবেক এমপি হেলেন জেরিন খান বলেন, ষোড়শ সংশোধনী বাতিল করায় আওয়ামীলীগের বিরাট আঘাত লেগেছে। আর সেই আঘাতের কারনে প্রধান বিচারপতিকে এতো নির্যাতন সহ্য করতে হয়েছে এবং দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা সংকট বিশ্বের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়: আইওএম

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং বলেছেন, রোহিঙ্গা সংকট বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়। বিশ্ব সম্প্রদায়ের উচিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো।

সোমবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং, বালুখালী ও নাইক্ষংছড়ির ঘুমধুম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লক ঘুরে দেখার সময় ত্রাণ বিতরণ করার পাশাপাশি নির্যাতিত রোহিঙ্গাদের দুর্দশার কথা শোনেন আইওএম মহাপরিচালক।

সকাল ১১ টার দিকে তিনি কক্সবাজার পৌঁছেন। কুতুপালং অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে সেখান থেকে উখিয়ার বালুখালী অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প ও বান্দরবানের ঘুমধুম সীমান্ত পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনে রোহিঙ্গাদের জন্য স্বাস্থ্য সেবা কেন্দ্র, স্যানিটেশন, আশ্রয় কেন্দ্র, শিশু বন্ধু কেন্দ্র, পরামর্শ কেন্দ্র, ত্রাণ বিতরণ ও পুষ্টি কার্যক্রমসহ বিভিন্ন কর্মকাণ্ড দেখেন উইলিয়াম ল্যাসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বের কনিষ্ঠতম রাষ্ট্রনায়ক পেতে যাচ্ছে অস্ট্রিয়া

অস্ট্রিয়ায় ১৫ অক্টোবরের সাধারণ নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে ধারণা করা হচ্ছে, রক্ষণশীল পিপল’স পার্টির ৩১ বছর বয়সী নেতা সেবাস্টিয়ান কার্জ জয় পেতে যাচ্ছেন। চূড়ান্ত ফলাফলে বিজয়ী হলে শুধু অস্ট্রিয়া নয়, বরং বিশ্বের কনিষ্ঠতম রাষ্ট্রনায়ক হবেন সেবাস্টিয়ান কার্জ।

বিবিসি জানায়, কার্জের পিপল’স পার্টির ৩১ শতাংশেরও বেশি ভোট পেয়ে বিজয়ী হওয়ার কথা রয়েছে। তবে দ্বিতীয় স্থানে প্রতিদ্বন্দ্বী সোশ্যাল ডেমোক্র্যাটস পার্টি, না ডানপন্থি ফ্রিডম পার্টি থাকবে, তা এখন পর্যন্ত পরিষ্কার নয়।

সংখ্যাগরিষ্ঠতা থেকে কিছুটা পিছিয়ে থাকা কার্জের দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে অভিবাসন বিরোধী ফ্রিডম পার্টির সঙ্গে জোট বাঁধতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভোট গণনায় পাওয়া অনানুষ্ঠানিক ফল প্রকাশের পর সমর্থকদের উদ্দেশ্যে কার্জ বলেন: দেশে এখন পরিবর্তন আনার সময় এসেছে। আজ এই দেশকে বদলে দেয়ার দৃঢ় একটি সুযোগ এসেছে আমাদের কাছে। যাদের জন্য এটা সম্ভব হয়েছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই।

এসময় আনন্দ প্রকাশ করে কার্জ জানান: রাষ্ট্রনায়ক হিসেবে অস্ট্রিয়ার হয়ে কাজ করার অপেক্ষায় রয়েছেন তিনি।

এই নির্বাচনের আগ পর্যন্ত সেবাস্টিয়ান কার্জ ইউরোপের সর্বকনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০১৩ সালে এ পদে মাত্র ২৭ বছর বয়সে যোগ দেন তিনি। চলতি বছরের মে মাসে তাকে পিপল’স পার্টির নেতা হিসেবে নির্বাচন করা হয়।

কার্জের রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছিল দলটির যুব শাখার সদস্য হওয়ার মধ্য দিয়ে। অল্প সময়ের মধ্যে ওই শাখার চেয়ারম্যানও হন তিনি। তারপর ভিয়েনার সিটি কাউন্সিলের সদস্য নির্বাচিত হন।

কার্জকে উপাধি দেয়া হয়েছে ‘ওয়ান্ডারউজ্জি’ (পানির ওপর হাঁটতে পারে যে)। এছাড়া তাকে ফ্রান্স ও কানাডার তরুণ রাষ্ট্রনায়ক ইম্যানুয়েল মাক্রোঁ ও জাস্টিন ট্রুডোর সঙ্গে তুলনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার টেন্ডারবাজির অভিযোগ সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের বিরুদ্ধে!

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সিভিল সার্জন অফিসে আউট সোর্সিং এর মাধ্যমে জনবল সরবরাহের টেন্ডারে চরম অনিয়মের অভিযোগ উঠেছে খোদ সিভিল সার্জনের বিরুদ্ধে। সিভিল সার্জন মোটা অংকের অর্থের বিনিময়ে একটি বিশেষ কোম্পানিকে টেন্ডার পাইয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। আর এ কাজে সিভিল সার্জনের যোগ্য সহযোগী হচ্ছেন তার হিসাব রক্ষক আনোয়ার হোসেন।

টেন্ডার জমা দেওয়া কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকরা জানান, ২০১৭-১৮ অর্থ বৎসরের জন্য সিএস / সাত/শা- ২/২০১৭-১৮/ ২৩০৩/১৫ স্মারকে ২৯ সেপ্টেম্বর’ ১৭ তারিখে আউট সোর্সিং এর মাধ্যমে জনবল সরবারহের জন্য টেন্ডার আহ্বান করে বিজ্ঞপ্তি প্রদান করে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে ১২ অক্টোবর দুপুর ১২টা তার মধ্যে সিডিউল বিক্রয় এবং ১৫ অক্টোবর সকাল ১০ থেকে দুপুর ১২টার মধ্যে সিডিউল জমা এবং ওই দিন সাড়ে ১২টায় টেন্ডার দরদাতাদের সামনে দরপত্র বক্স খোলা হবে। কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে সিডিউল বিক্রিয়ের কথা থাকলেও সিডিউল বিক্রিয় করা হয়েছে বিক্রিয়ের শেষ দিন ১২ অক্টোবর’ ১৭। এছাড়া ১৫ অক্টোবর বেলা সাড়ে ১২টায় দরদাতাদের উপস্থিতিতে দরপত্র উন্মুক্ত করে দরদাতাদের দরপ্রস্তাব জানানোর কথা থাকলেও সে নিয়ম মানা হয়নি এবং কোন রকম সিলগালা ছাড়াই উক্ত দরপত্র অফিস হেফাজতে নেয় কর্তৃপক্ষ। যা সম্পূর্ণ নিয়ম বর্হিভূত ও গোপনীয়তার পরিপন্থী। সেসময় সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে বলা হয়েছে এখন জানালে ঝামেলা আছে। আগামী ২৫ তারিখে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এটি জানানো হবে।
ঠিকাদারদের অবিযোগÑ সিভিল সার্জন তার পছন্দের কোম্পানির কাছ থেকে মোটা অংকের আর্থিক সুবিধা নিয়েছেন। যে কারণে অন্য দরতাদাতের রেট দেখে তার পছন্দের কোম্পানিকে টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য এধরনের নিয়ম বর্হিভূত কাজ করেছেন। আর এ কাজে তাকে সহযোগিতা করেছেন সিভিল সার্জন অফিসের হিসাব রক্ষক আনোয়ার হোসেন। ইতোপূর্বে গত রোজার ঈদের কয়েকদিন আগে বিশেষ একটি কোম্পানিকে টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য অন্যান্য কোম্পানিকে সিডিউল দেননি কর্তৃপক্ষ। পরবর্তীতে অন্যান্য কোম্পানির বিক্ষোভের কারণে উক্ত টেন্ডার বাতিল হয়। ১৯ অক্টোবর এ বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হচ্ছে।

টেন্ডার দাতা পিমা এসোসিয়েট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন জানান, “আমরা ঢাকাসহ বিভিন্ন জেলায় টেন্ডার জমা দিয়ে থাকি। বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়ের পর দরপত্র উন্মুক্ত করে সকল দরদাতাদের সামনে দর প্রস্তাব জানাতে হবে। কিন্তু সাতক্ষীরা সিভিল সার্জন অফিস তার ব্যতিক্রম করেছেন। যেটি সম্পূর্ণ নিয়ম বর্হিভূত। আমি তাদের অপসারণ এবং স্বচ্ছ টেন্ডার দাবি করছি।

সিভিল সার্জন ডা: তৌহিদুর রহমান ও তার প্রতিষ্ঠিত দুর্নীতিবাজ হিসাবরক্ষক আনোয়ারের অপসারণ এবং উক্ত টেন্ডারটি স্বচ্ছপ্রক্রিয়ায় অনুষ্ঠিত করার আহ্বান জানান দরদাতারা।
এঘটনায় সিভিল সার্জন ডা: তৌহিদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “দূরে অবস্থান করে এধরনের কথা বললে হবে না। সব কিছুই নিয়ম অনুযায়ী হয়েছে। সীল গালাও করা হয়েছে এবং সকলের সামনে দরপ্রস্তাব জানানো হয়েছে।” সকলের সামনে দরপ্রস্তাব জানানো হলে কেউ কেন কিছই জানেন নাÑ এমন প্রশ্নের তিনি কোন উত্তর দিতে পারেননি। অন্যদিকে ঠিকাদাররা বলছেন তারা বারবার যথাসময়ে দর প্রস্তাব জানানোর অনুরোধ জানালেও তাতে কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। তাদের মতে এটা সিভিল সার্জনের নির্লজ্জ মিথ্যাচারিতা ছাড়া কিছুই নয়। তারা বলছেন তারা এখনও জানেন না ঠিকাদাররা ক কি দরপ্রস্তাব করেছেন। অথচ সিভিল সার্জন বলছেন তারা প্রকাশ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বউ নিয়ে বিপাকে মোশাররফ করিম!

মোশাররফ করিম একজন জনপ্রিয় বাংলাদেশী অভিনেতা। তিনি অনেক নাটকে অভিনয় করেছেন। নাটকের পাশাপাশি তিনি বেশ কিছু চলচ্চিত্রেও কাজ করেন। তার অভিনীত প্রথম নাটক অতিথি। আর তার প্রথম অভিনীত চলচ্চিত্র জয়যাত্রা। ২০১৫ সালে সিকান্দার বক্স এখন নিজ গ্রামে নাটকে অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার, এ তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পীর পুরস্কার অর্জন করেন। ২০১৫ সালে তিনি পর্তুগালের আভাঙ্কা চলচ্চিত্র উৎসবের ১৯ তম আসরে জালালের গল্প চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন। সম্প্রতি ‘শুকনো পাতার নূপুর’ ধারাবাহিক নাটকের হেলাল চরিত্রে অভিনয় করতে দেখা গেছে এ জনপ্রিয় অভিনেতাকে।

গ্রামের সহজ সরল ছেলে হেলাল। পরিবারের পছন্দেই বিয়ে করেন। কিন্তু বিয়ের বছরখানে পরই কথা ওঠে বউ নিয়ে। কারণ বউয়ের সন্তান হয় না। তাই মায়ের মর্জি রাখতেই আবার বিয়ে করেন হেলাল। হেলালের দ্বিতীয় বউয়ের কি সন্তান হবে? আর না হলেই বা কী করবে হেলাল?

আর এরই ধারাবাহিকতায়, দুই বউ নিয়ে বিপাকে পড়তে হয় এই জনপ্রিয় অভিনেতাকে।

মোশাররফ করিমের দুই বউয়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর ও মন্দিরা চক্রবর্তীকে। তবে নাটকের নাম আপাতত শুকনো পাতার নূপুর হলেও এ নাম পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন নির্মাতা।

নাটকটিতে আরও অভিনয় করেছেন, মামুনুর রশিদ, শামিমা তুষ্টি, জয়রাজ, শহিদ আলমগীর, হিমি হাফিজ, রিমু রোজা খন্দকার, আফরোজা হোসাইন, তানিন তানতা, এস এম মহসিন, বৈদ্য নাথ সাহাসহ আরও অনেকেই। ধারাবাহিক নাটকটি শিগগিরই প্রচার হবে বলে জানান নির্মাতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest