সর্বশেষ সংবাদ-
কলারোয়ায় মিনি স্টেডিয়াম ও বাইপাস সড়ক নির্মাণের প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবেরসাতক্ষীরার ৩২৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারশ্যামনগরে জনসভা- গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুতালা–কলারোয়ার উন্নয়নে ঐক্যের ডাক হাবিবুল ইসলাম হাবিবেরআদালত চত্বরে কেরোসিন ঢেলে মাটি চাপা দেওয়া হলো জব্দকৃত হরিণের মাংসসাংবাদিক আকরামুলের উপর হামলা : সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দাপাইকগাছায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের উদ্যোগে দশ গ্রামের দুস্থদের মাঝে তিন সহস্রাধিক কম্বল বিতরণবিএনপি থেকে ডা: শহীদুল আলম বহিস্কারসংগ্রামের গল্পে ঢাবি জয় দিহানেরতালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ

কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরায় জেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষ্যে জেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিস সাতক্ষীরার আয়োজনে সিভিল সার্জন সভাকক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: তৌহিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, ডা: মো: আব্দুল গফুর। কৃমি নিয়ন্ত্রণ উপলক্ষ্যে স্বাস্থ্যবার্তা পাওয়া পয়েন্ট প্রেজেন্টেশন করেন সিভিল সার্জন অফিসের এমও সিএস ডা: আরিফুরজ্জামান। উপস্থিত ছিলেন জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দীন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহীনুর খাতুন। উলে¬খ্য কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ-১৭ উপলক্ষ্যে প্রথম দফায় ৪ থেকে ৯ নভেম্বর এবং ২য় দফায় ১৬ থেকে ২৩ নভেম্বর জেলায় মোট ২৩২১ টি স্কুলে ৪ লক্ষ ৭৮ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে কৃমি নাশক ঔষধ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিবাহিত হওয়ায় বুধহাটায় ছাত্রলীগ নেতার পদত্যাগ

আশাশুনি ব্যুরো : বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য-নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ দায়িত্বরত সকল বিবাহিত ছাত্রলীগ নেতা/কর্মীদের পদত্যাগের নির্দেশ দেন। উক্ত নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগ আশাশুনি উপজেলার ২নং বুধহাটা ইউনিয়ন শাখার ছাত্রলীগ সেক্রেটারী মোঃ সামছুর রহমান (রাজু) ইতি পূর্বে বিবাহিত জীবনে পদার্পণ করায় তিনি উক্ত পদ হতে পদত্যাগ করেছেন। বাংলাদেশ ছাত্রলীগ ২নং বুধহাটা ইউনিয়ন শাখার প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ গত ইং ১আগষ্ঠ’১৭ তিনি উপজেলা ছাত্রলীগ সভাপতি/সেক্রেটারি বরাবর পদত্যাগ পত্রটি জমা দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা-১ আসনে নুরুল ইসলামের গণসংযোগ

পাটকেলঘাটা প্রতিনিধি : সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের মহাজোট থেকে মনোনয়ন প্রত্যাশী তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম তালা-কলারোয়ার বিভিন্ন এলাকার কালীমন্দির পরিদর্শন ও শ্যামাপূজা উপলক্ষে গণসংযোগ সহ মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত তালা-কলারোয়ার জয়নগর, জালালাবাদ, যুগীখালি, কয়লা, নাঙ্গলঝাড়া, চন্দরপুর, সোনাবাড়িয়া, কেড়াগাছি, কলারোয়া পৌর এলাকা, ধানদিয়া, নগরঘাটা, সরুলিয়া, পাটকেলঘাটার বিভিন্ন স্থানে গণ সংযোগ ও পূজা সুষ্ঠ ও নিবিঘেœ পালনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, নাঈলঝাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কালাম, জালালাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি কাজী শাহাজাদা, তালা উপজেলার ১২টি ইউনিয়নের সভাপতি সহ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতাকর্মীরা। এসময় প্রায় ২৫০টি মোটর সাইকেল, ২টি মাইক্রোবাস ও ২টি প্রাইভেট কার নিয়ে শেখ নুরুল ইসলাম বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৪৪ বছর পর সম্পত্তি ফিরে পেল বড়দল ইউপি

বড়দল প্রতিনিধি: দীর্ঘ ৪৪ বছর পর নিজ সম্পত্তি দখলে নিয়ে পরিষদের উপকার্যালয়ের সাইনবোর্ড তুললো আশাশুনির ৫নং বড়দল ইউনিয়ন পরিষদ কতৃপক্ষ। বুধবার সকালে আশাশুনি থানা পুলিশ, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, জিএম আব্দুল গনি, সাবুদ আলী গাজী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ পরিষদের সকল গ্রামপুলিশের উপস্থিতিতে পরিষদের উপকার্যালয়ের সাইনবোর্ডটি আনুষ্ঠানিকভাবে স্থাপন করা হয়েছে। বর্তমানে উক্ত সম্পত্তিতে অবৈধ্য দখলদারের নিকট হতে ভাড়া নিয়ে গোয়ালডাংগা গ্রামের ভাংড়ি ব্যবসায়ী আব্দুস সামাদ, ব্যবসায়ী মিজানুর রহমান ও চা বিক্রেতা হারুন সরদার ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন। প্রাপ্ত তথ্যে জানাগেছে, তৎকালীন চেয়ারম্যান কেয়ারগাতি গ্রামের আশরাফ উদ্দীন মকবুল পরিষদের কার্যক্রমের সুবিধার জন্য গোয়ালডাংগা বাজারের আশে-পাশে কোন একটি স্থান সংগ্রহের চিন্তা ভাবনার কথা সকলকে জানান । তখন গোয়ালডাংগা গ্রামের মৃত: আমিন উদ্দীন গাজীর স্ত্রী আয়ফুল বিবি চাম্পাখালী মৌজায় গোয়ালডাংগা বাজারের ত্রিমুখি সংযোগ সড়কের পূর্বপাশে তার নামীয় ১০শতক জমি দান করতে সম্মত হন। সে মোতাবেক তিনি ১৯৬৪ সালে ৪২৫ নং খতিয়ানে ৭০/৭২১ নং দাগে তার ১০ শতক সম্পত্তি পরিষদের নামে দানপত্র করে দেন। এরপর কিছুদিন সেখানে পরিষদের কার্যক্রম চলে। ১৯৭৩ সালে মাদিয়া গ্রামের জাসদ নেতা কার্ত্তিক চন্দ্র মন্ডল পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে পরিষদ বড়দল বাজারে স্থানান্ত্রিত হয়। সেই থেকে পরিষদের জমিও ধিরে-ধিরে দাতাদের দখলে চলে যায়। আয়ফুল বিবির পুত্র খানজাহান আলী গাজী উক্ত সম্পত্তিতে তার নির্মিত ৩টি দোকান উল্লেখিত ৩ ব্যবসায়ীর নিকট ভাড়া দেন। বর্তমানে আব্দুল আলিম পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি উক্ত জমিটি উদ্ধারে তৎপর হন। ২৮ আগস্ট-২০১৭ উপজেলা খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভায় তিনি এ ব্যাপারে প্রস্তাব করলে উপজেলা নির্বাহি কর্মকর্তা সুষমা সুলতানা তহশীলদার দিয়ে ১২ সেপ্টেম্বর উক্ত জমির সীমানা নির্ধারন করেন। বুধবার উক্ত সম্পত্তিটি সাইনবোর্ড লাগিয়ে প্রায় ৪৪ বছর পর আনুষ্ঠানিকভাবে পরিষদের হেফাজতে নেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিট

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে এক ব্যাক্তিকে গাছের সাথে দড়ি দিয়ে হাত পা বেধে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৮ টার সময় নির্যাতনের ও মারধরের শিকার ব্যাক্তি হলেন উপজেলার দুদলী ইউনিয়নের মৃত মোরশেদ আলীর ছেলে বাবর আলী (৪৫)। নির্যতন কারীরা হলেন একই এলাকার মৃত গহর আলী তরফদারের ছেলে রফিকুল ইসলাম (৪৮)এবং তার সহযোগী রউফ তরফদারের ছেলে বাবু তরফদার (৪০), বিলাত তরফদারের ছেলে হবি তরফদার, শফি তরফদার সহ ১০ থেকে ১৫ জন তাকে মধ্যযুগীয় কায়দায় আম গাছের সাথে বেধে মারধর করে । প্রত্যক্ষ দর্শী সুত্রে জানা যায় বাবর আলী ও রফিকুল গংয়ের সাথে কৃষি আবাদ জমির সিমানা নিয়ে দীর্ঘদীন বিরোধ চলছিল বৃহস্পতিবার সকালে বাবর আলী জমির সিমানায় বেড়া দিতে যেয়ে দুই পক্ষের মধ্য বাক বিতন্ডতা শুরু হয় । এক পর্যয়ে বাবর আলীকে তার স্ত্রী সামনে থেকে ধরে নিয়ে আম গাছের সাথে দড়ি দিয়ে দুই হাত পা বেধে তার উপর মারধর ও অমানুষিক নির্যাতন চালায়। এসময় বাবরের স্ত্রীর চিৎকারে স্থানিয়রা এসে গুরুতর অসুস্থ অবস্থায় গাছের সাথে বাধা বাবরকে উদ্ধার করে। স্থানিয়রা বিষয়টি থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হককে জানালে তিনি থানার সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান ও ফয়সাল হোসেনকে ঘটনা স্থলে পাঠিয়ে দেন। এসময় পুলিশ ঘটনার সত্যতা পাওয়ায় ঘটনা স্থল থেকে রফিকুল ও বাবুকে আটক করে থানায় নিয়ে আসে এবং বাবর আলীকে অসুস্থ অবস্থায় কালিগঞ্জ সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ বিষয়ে বাবর আলী বলেন আমাকে গাছের সাথে বেধে তারা বেধরক মারপিট করেছে বলে সাংবাদিকদের জানান। এবিষয়ে কালিগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক মিজানুর রহমান জানান পরিস্থিতি সামাল দিতে ওই মুহুর্তে দুইজনকে থানায় নিয়ে এসে ছিলাম নির্যাতনের শিকার ব্যাক্তি থানায় অভিযোগ না দিয়ে স্থানীয় ভাবে মিমাংসা করবে বলে জানিয়েছে এজন্য দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে। নির্যাতনের শিকার বাবর আলীর চাচাত ভাই মুজিবর রহমান বলেন, বিষয়টি আমরা নিজেরা মীমাংসা করে নিয়েছি এ নিয়ে সাংবাদিকদের লেখালেখি না করার জন্য অনুরোধ জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রত্যেক নেতাকর্মীকে কাজ করতে হবে-দেবহাটায় ডা. রুহুল হক

দেবহাটায় ব্যুরো : দেবহাটায় উপজেলা শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নেতাকর্মীদের স্বতষ্ফূর্ত অংশগ্রহণে উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার পারুলিয়া বাসস্টান্ডস্থ শহিদ আবু রায়হান চত্বরে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক (এমপি)। এ সময় তিনি বলেন, “প্রত্যেক নেতাকর্মীকে এক হয়ে কাজ করতে হবে। যাতে করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে করা যায়।”
অনুষ্ঠানের উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আবু তাহেরের সভাপতিত্বে সদস্য সচিব রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবু। প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক। বিশেষ বক্তা ছিলেন জেলা শ্রমিকলীগের সিনিয়র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরদার। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গণি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ন-সাধারণ সম্পাদক আনারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য আলহাজ্ব আল ফেরদাউন আলফা, ৭নং ওয়ার্ড সদস্য এস,এম আসাদুর রহমান সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, কালিগঞ্জ উপজেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর, দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর গাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংবাদ প্রকাশের পর পাকাপোলের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক : অনলাইন নিউজপোর্টাল ডেইলি সাতক্ষীরা’য় প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে শহরের পাকাপুলের দু’ধার দখল করে রাখা দোকানপাট উচ্ছেদ শুরু করেছে সাতক্ষীরা পৌরসভা। বৃহস্পতিবার দুপুরে পৌর কর্তৃপক্ষ পাকাপুলের ধারে অবৈধ দখলদার এক ব্যবসায়ীর দোকান উচ্ছেদ করে দেয়।

পাকাপুল মোড়ের ফল ব্যবসায়ীরা জানান, তারা দীর্ঘদিন ধরে ব্রিজের নিচে রাস্তার ধারে ফল বিক্রিয় করে আসছেন। কিন্তু সম্প্রতি মুনজিতের হেকমত নামের এক ব্যক্তি পাকাপুলে পাশ দখল করে প্রথমে পান সিগারেট বিক্রি শুরু করে। ধীরে ধীরে সেখানে দু’টি ফলের দোকান ভাড়া বসাই এবং তাদের কাছ থেকে দৈনিক ২০০ টাকা হারে ভাড়া উত্তোলন শুরু করে। এতে করে পাকাপুলের উপরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এঘটনায় গত ১৫ অক্টোবর দৈনিক আজকের সাতক্ষীরা ও ডেইলি সাতক্ষীরায় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে নড়েচড়ে বসে পৌর কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করা হয়।
এবিষয়ে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী বলেন, আসলে রাস্তা বা পাকাপুল দখল করে যারা ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে এ অভিযান চলবে। জনগণের চলাচলে বাধাগ্রস্ত করে এধরনের কোন দোকানপাট পরিচালনা করতে দেওয়া হবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ার জলাবদ্ধ নিরসন কার্যক্রম পরিদর্শনে ইউএনও

কলারোয়া ডেস্ক : কলারোয়ার জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়ায় কৃত্রিম কারণে সৃষ্ট জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন। ক্ষেত্রপাড়া খালের মুখ বেঁধে মাছ চাষ করার ফলে পার্শ¦বর্তী গাজনা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে পানি উঠে যায়। যার ফলে ওই বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থীকে পাশের খোলা স্থানে পাঠদান চলছিলো। এমনই পরিস্থিতিতে আবদ্ধ জল নিরসনের উদ্যোগ নেয়া হয়। বৃহষ্পতিবার সকালে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে যান ইউএনও মনিরা পারভীন। সেখানে তিনি ক্ষেত্রপাড়া খালের ভেড়িবাধে গিয়ে মাছ চাষীদের সাথে জলাবদ্ধতা সমাধানের বিষয়ে আলোচনা কওে আগামি ৫দিনের মধ্যে ভেঁড়িবাধ ভেঙ্গে পানি অপসারণ করার নির্দেশ প্রদান করেন বলে জানা গেছে। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, কৃষি কর্মকর্তা মহাসীন আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এএসএম আতিকুজ্জামান, সমবায় কর্মকর্তা নওশের আলী, স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, অবসরপ্রাপ্ত শিক্ষক দাউদ আলী, চাষী আব্দুল গফ্ফার, রেজাউল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ।
এদিকে, ধানদিয়া আশ্রয়ণ প্রকল্পে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণের সাথে আশ্রয়ণবাসীর বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। সেসময় ইউএনও মনিরা পারভীনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসাররা উপস্থিত ছিলেন।
এদিকে, একই দিন উপজেলার হেলাতলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন ইউএনও মনিরা পারভীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest