আরাফাত হোসেন লিটন : মায়েরা যথাযথ ভূমিকা পালন করলে ছেলেমেয়েরা অবশ্যই শিক্ষিত হবে। ছেলেমেয়েদের সুশিক্ষিত করতে পারলে পরিবার, সমাজ এবং দেশ এগিয়ে যাবে। মায়েদের সম্মান জানাতেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে। মায়েদের সম্মান জানানো আমাদের সবার কর্তব্য। মায়েরা আমাদের লালন-পালন থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাই তাঁদের সম্মান জানাতে এই আয়োজন করা হয়েছে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বাষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দেবহাটার ঘোনাপাড়ায় ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা ও মা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি। বৃহস্পতিবার সকাল ১০টায় ঘোনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ঘোনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদুল হক লাভলুর সভাপতিত্বে ও সহ-সভাপতি আলমগীর হোসেন সাহেব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি, উপজেলা আওয়ামীলগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সহ-সভাপতি নাজমুস শাহাদাৎ নফর বিশ্বাস, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, ঘোনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, সহ-সভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সামসুর রহমান, সাধারণ সম্পাদক মাবুদ গাজী, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মমিন গাজী, সাধারণ সম্পাদক আকবর আলী, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শ্যাম মোল্যা, ইউনিয়ন যুবলীগের সভাপতি সুধান বর, শ্রমিকলীগের সভাপতি ইশারাত, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের আশরাফুল ইসলাম, বেল্লাল, সাগর প্রমুখ।

মোজাইক শ্রমিক ইউনিয়নের অংশগ্রহণ : ইমারত নির্মাণ টাইলস মোজাইক শ্রমিক ইউনিয়ন জেলা ওয়ার্কার্স পার্টির সন্ত্রাস বিরোধী দিবসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সারা শহর প্রদক্ষিণ করে এবং পাকাপোল সড়কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি রবিউল ইসলাম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি এড ফাহিমুল হক কিসলু। বিশেষ অতিথি হিসাবে জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য শিক্ষক স্বপন কুমার শীল। বক্তব্য রাখেন, হাকিম সরদার, সুজন গাজী, লোকমান, নাজির উদ্দীন, জিয়া, মনিরুল, গোলাম রসুল, ওজিয়ার, জামাল, শেখ বাবু, মুন্নাসহ প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, ১৭ আগস্ট ১৯৯২ সালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সংগ্রামি সভাপতি কমরেড রাশেদ খান মেনন কে সন্ত্রাসী কর্তৃক হত্যার চেষ্টা করা হয়। সন্ত্রাসী এখনও বিচার হয়নি। সন্ত্রাসীদের খুজে বের করে বিচার করতে হবে। দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। এছাড়া বক্তারা আরও বলেন, আলীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বর রফিকুল ইসলাম কর্তৃক ষড়যন্ত্রমূলকভাবে টাইলস মোজাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুল ইসলামকে পুলিশ কে দিয়ে মিথ্যা মামলায় গ্রেফতার করানো হয়েছে। ইতোপূর্বে মেম্বর রফিকুল টাইলস ও মোজাইক শ্রমিক মনিরুল, জিয়াদ, শিক্ষক জাহিদ হাসানকে জামায়াত বানিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল। মেম্বর রফিকুল ইসলামের গ্রেফতার এবং শ্রমিক আক্তারুলকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান বক্তারা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু।
