য়মনসিংহে সহকর্মী কেবিন ক্রু নিয়ে হোটেলে রাত কাটাতে গিয়ে স্ত্রীর হাতে ধরা পড়েছেন বেসরকারি এক বিমানের কর্মকর্তা।
এ ঘটনায় স্ত্রী মিরাজ্জুম মনিরা নিরা বাদী হয়ে সোমবার কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পরে ফয়সালকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
অভিযুক্ত ওই ব্যক্তির নাম মীর ফয়সাল আহমেদ (৩০)। তিনি বেসরকারি বিমান কোম্পানি নভো এয়ারের কাস্টমার সার্ভিসে বিভাগে কর্মরত আছেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি কামরুল ইসলাম জানান, মীর ফয়সাল আহমেদ তার ঘনিষ্ঠ বান্ধবী নভো এয়ারের কেবিন ক্রু সোনিয়াকে নিয়ে শনিবার দুপুরে ময়মনসিংহের শহরতলী ঢোলাদিয়া এলাকার হোটেল সিলভার ক্যাসলে উঠেন।
বিষয়টি ফয়সালের স্ত্রী মিরাজ্জুম মনিরা নিরা জানতে পেরে পরের দিন আত্মীয়-স্বজনসহ হোটেলে এসে তাদের হাতেনাতে ধরে ফেলেন। এ সময় ফয়সাল ক্ষিপ্ত হয়ে তার শাশুড়ির সামনে স্ত্রীকে মারধর করেন।
বিষয়টি কোতোয়ালি মডেল পুলিশকে অবহিত করা হলে পুলিশ ফয়সাল এবং তার বান্ধবী সোনিয়াকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় স্ত্রী মিরাজ্জুম মনিরা নিরা বাদী হয়ে সোমবার কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পরে ফয়সালকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সোনিয়াকে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে বলেও জানান ওসি।

নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পৌর ৬নং ওয়ার্ড যুবলীগের পক্ষ থেকে খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওয়ার্ডের কুখরালী এলাকায় এ খাদ্য বিতরণ করা হয়। অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য বিতরণের উদ্বোধন করেন, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান। এছাড়া উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক, তুহিনুর রহমান, ৬নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক হাসিব সরকার, শেখ সাব্বির আহমেদ, রাজু, ফজর আলী, রানা, জাহাঙ্গীর, বিল্লাল, আকাশ, সিকন, আরিজুল, যুব নেতা শাহিনুর রহমান বিপ্লব।
নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলের পক্ষ থেকে চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে স্কুল চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করে স্কুলের পরিচালক ও অধ্যক্ষ শেখ আমিনুর রহমান কাজল। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট চিত্র শিল্পী এম এ জলিল, কাউন্সিলর ফারহা দিবা খান সাথী।
নিজস্ব প্রতিবেদক : ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী ১৫ আগষ্ঠ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের উদ্যোগে দোয়া অনুষ্ঠান ও বিনামূল্যে ডায়াবেটিস চেকআপ, রোগী দেখা ক্যাম্প ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল চত্বরে এ দোয়া অনুষ্ঠান ও বিনামূল্যে ডায়াবেটিস চেকআপ, রোগী দেখা ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. হামিদুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন বঙ্গবন্ধু, শিশু রাসেলসহ তার পরিবারকে যারা নির্মম ভাবে হত্যা করেছিল ইতিহাস তাদের কখনও ক্ষমা করবেনা। বিশেষ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা, চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. শাহাজান আলী, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম, প্রশাসনিক কর্মকর্তা মো. আনোওয়ারুল হুসাইন, আরএমও ডা.রুহুল আমিন,মেডিকেল অফিসার ডা. সিরাতুন তাসকিরা বাধন,আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম মাছুম, আব্দুর রশিদ,মার্কেটিং অফিসার আবু হেনা মোস্থফা কামাল প্রমুখ। উল্লেখ্য ক্যাম্পে ৮৫ জন রোগীকে ফ্রি ডায়াবেটিস পরিক্ষা ও চিকিৎসা পত্র প্রদান করা হয়। চিকিৎসা প্রদান করেন ডা. দেবী প্রসাদ নয়ন, ডা. মো. খায়রুল বাসার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. তৌহিদুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মার্কেটিং অফিসার মো. রাশেদুল ইসলাম।
