সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সাবেক পিপি লতিফের ৪ দিন : ছেলে রাসেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুরসাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প সমাপনীতালায় আলাউদ্দিন নামে এক ব্যক্তির লাশ উদ্ধারআশাশুনিতে আশা ব্রিক্সের লেলিহান শিখায় জনজীবন বিপর্যস্তসাতক্ষীরায় উন্নয়ন কাজে নিরব চাঁদাবাজী: পুলিশ পাহারায় কাজ শেষ করলো ঠিকাদারস্বাধীনতা বিরোধীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় গণস্বাক্ষরদেবহাটায় হতদরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ বিতরনসাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস পালনতালায় সেতু আবুলসহ ৩ জন আটকসাউথ-এশিয়ান পিপলস ডায়ালগে জলবায়ু সংকট মোকাবিলায় এগ্রোইকোলজির গুরুত্বারোপ

শিক্ষকদের সাথে ডা. রুহুল হক এমপির মতবিনিময়

তোষিকে কাইফু/তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফ টাউনপাড়ায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্জ ডাঃ আফম রুহুল হক’র নিজস্ববাসভবনে বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকাল ৪টায় দেবহাটা,কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার স্কুল,কলেজ ও মাদরাসার শিক্ষক/শিক্ষিকাদের সাথে জাতীয় শোক দিবস উপলক্ষে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি তারিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্জ ডাঃ আফম রুহুল হক। নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তোফায়েল আহমেদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সখিপুর খানবাহাদুর আহ্ছানউল্লাহ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম,সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ আবুল কালাম,দেবহাটা কলেজের অধ্যক্ষ মোঃ আনিছুজ্জামান,বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ড.শিহাব উদ্দিন,হাজি জালাল উদ্দিন আদর্শ কলেজের অধ্যক্ষ জি.এম কামরুজ্জামান শাহিন,নলতা আহ্ছানিয়া মিশন ডিগ্রী কলেজের বাংলা প্রভাষক মোমেনা খনম,প্রভাষক মানষ চক্রবর্তী,আশাশুনি মহিলা কলেজের বাংলা প্রভাষক মৌ হাসান বাবলু,আশাশুনি সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজের মোঃ আরিফ বিল্লাহ, ইন্দ্রনগর হুসাইনাবাদ সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম,নলতা আহ্ছানিয়া দারুল উলুম আলিম মাদ্রাসার মাওঃ মোঃ রফিকুল ইসলামসহ আশাশুনি,দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আওয়ামীল সরকারের আমলে দেশের শিক্ষার মান অনেক এগিয়ে গেছে। শিক্ষা একটি জাতীয় উন্নয়নের মূল চালিকা শক্তি। শিক্ষার সঙ্গে সঙ্গে দেশের অর্থনৈতিক একটি গভীর সম্পর্ক রয়েছে। শিক্ষা সম্প্রসারণ ও তার মান উন্নয়ন এক কথা নয়। স্বাধীনতার পূর্বকালে স্বল্প সংখ্যক লোকের শিক্ষার সুযোগ ছিলো। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সার্বজনীন শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেন। বর্তমান সরকার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বছররের প্রথমেই পাঠ্যপুস্তক তুলে দিচ্ছেন। এর ধারাবাহিকতা ধরে রাখতে হলে আওয়ামীলীগ সরকারকে আবারও নির্বাচিত করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধুলিহর ভূমি অফিসে বৃক্ষ রোপণ করলেন জেলা প্রশাসক

ধুলিহর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন ভূমি অফিসে বৃহস্পতিবার বিকালে বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। এ সময় তিনি ভূমি অফিস চত্বরে একটি হিমসাগর আম গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেবাশীষ চৌধূরী, ধুলিহর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মোকলেস আলী, উপ-সহকারী ভূমিকর্তা মোঃ বদরুল আহছান প্রমূখ। জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন ভূমি অফিস সহ চত্বরের সকল জায়গা ঘুরে দেখে অভিভূত হন ও ভূমি অফিসের বর্তমান কার্যক্রমে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন। ধুলিহর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে পর্যায়ক্রমে ২০০টি আম, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির চারা রোপনের মাধ্যমে সামাজিন বনায়ন গড়ে তোলা হবে বলে জানা গেছে। ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মোকলেস আলীর ঐকান্তিক প্রচেষ্টায় এই বৃক্ষরোপন কার্যক্রম শুরু হয়েছে। উল্লেখ্য, ধুলিহর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে ২টি পুকুর সহ ৩ একর ২৩ শতক জমি রয়েছে। বর্তমান ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মোকলেস আলী যোগদানের পর হতে একের পর এক উন্নয়নমূলক কর্মসূচী গ্রহন করায় ভূমি অফিসের চিত্র একেবারেই পাল্টে গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মালালা

আন্তর্জাতিক ডেস্ক : নোবেল জয়ী পাকিস্তানি নারী শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফ জাইকে উচ্চ শিক্ষা লাভের সুযোগ দিল ব্রিটেনের খ্যাতনামা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন মালালা।
বার্মিংহামে বসবাসরত মালালা বৃহস্পতিবার এক টুইটে নিজেই এই সুখবর জানান।

তিনি দর্শন, রাজনীতি ও অর্থনীতি নিয়ে লেডি মার্গারেট হলে পড়বেন। এ হলেই পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট বেনজির ভুট্টো পড়তেন।
নারী শিক্ষার জন্য সচেতনতা তৈরি করতে প্রচার চালিয়ে আসা মালালা ২০১২ সালে পাকিস্তানে তালেবান সন্ত্রাসীদের গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছিলেন।
ওই ঘটনার পরই মালালা বিশ্বব্যাপী পরিচিতি পান।

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে মালালা পরিবারসহ বার্মিংহামেই থাকতে শুরু করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুস্বাদু তালের বড়া

চলছে পাকা তালের মৌসুম। দেশি এই ফলটি যেমন মিষ্টি তেমনই এর সুঘ্রাণ। তাল বিভিন্ন উপায়ে খাওয়া যায়। তাল দিয়ে তৈরি করা যায় বিভিন্ন রকম সুস্বাদু পিঠা। তেমনই একটি পিঠা তালের বড়া। চলুন রেসিপি জেনে নেই।

উপকরণ: তালের পাল্প ১ কাপ, চালের গুঁড়া ২ কাপ, নারিকেল ৩ টেবিল চামচ (কোড়ানো), চাঁপাকলা ২ টা, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, বেকিং পাউডার সিকি চা চামচ, পানি পরিমাণমতো, ভাজার জন্য তেল পরিমাণমতো, চিনি পরিমাণমতো।

প্রণালি: তাল চিপে রস বের করে একটা পাতলা কাপড়ে রেখে বেঁধে ঝুলিয়ে রাখুন ৫-৬ ঘণ্টা। এবার ভাজার জন্য তেল বাদে অন্য সব উপকরণ একসাথে ভালো করে মেখে আধা ঘণ্টা ঢেকে রাখুন। তারপর কড়াইতে তেল দিয়ে গরম হলে মাখানো মিশ্রণ থেকে বড়ার আকারে ৭-৮ করে দিয়ে ডুবো তেলে সোনালি করে ভেজে নিন। সবগুলো বড়া ভাজা হয়ে গেলে পরিবেশন পাত্রে ঢেলে গরম গরম পরিবেশন করুণ মজাদার তালের বড়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইমরান এইচ সরকারকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ

ন্যাশনাল ডেস্ক : রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে পিটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জাতীয় জাদুঘরের সামনে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করছিলেন ইমরান এইচ সরকারসহ গণজাগরণ মঞ্চের কর্মীরা। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে এসে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

এসময় জিয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমনের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতাকর্মী হকিস্টিক ও লাঠিসোটা দিয়ে ইমরানসহ বেশ কয়েকজনকে পিটিয়ে রক্তাক্ত করে।

এ প্রসঙ্গে ইমরান এইচ সরকার বলেন, কতিপয় দুষ্কৃতকারী হঠাৎ আমাদের ওপর হামলা চালায়। তারা বলে কিসের বন্যা দেশে কোনো বন্যা নেই। এই বলে পাথর ও লাঠিসোটা নিয়ে হামলা শুরু করে। আমিসহ আমাদের পাঁচ কর্মী আহত হয়। আমরা মামলা করব। বর্তমানে শাহবাগ থানায় আছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তামণিকে কেবিনে স্থানান্তর; শারীরিক অবস্থার উন্নতি হয়েছে

ডেস্ক : রক্তনালির টিউমারে আক্রান্ত মুক্তামণিকে ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে কেবিনে আনা হয়।
মুক্তার বাবা ইব্রাহীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমার মেয়ে ভালো আছে। বেশ হাসিখুশিতে আছে সে। দুপুরে তাকে কেবিনে আনা হয়েছে। এখন আমরা তার পাশে থাকতে পারব। ডাক্তারও বলেছেন, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

এর আগে গত শনিবার মুক্তার হাতে অস্ত্রোপচার হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসকরা গতকাল বুধবার ক্ষতস্থানে ড্রেসিং করেন। তার শারীরিক অবস্থা এখন ভালো। চিকিৎসকরা আশা করছেন, আগামী সপ্তাহের শুরুর দিকে মুক্তামণির ক্ষতস্থানে দ্বিতীয় পর্যায়ে অস্ত্রোপচার (স্কিন গ্রাফটিং) করা হতে পারে।
উল্লেখ্য, গত শনিবার ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, সার্জারি ও অ্যানেসথেসিয়াসহ এক দল বিশেষজ্ঞ চিকিৎসক মুক্তামণির ডান হাতে অস্ত্রোপচার করে তিন কেজি অতিরিক্ত মাংস (টিউমার) অপসারণ করেন।
এর আগে গত ১১ জুলাই মুক্তামণিকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কন্যার জন্ম দিল ভারতের দশ বছরের ধর্ষিতা বালিকা

ভারতে দশ বছর বয়সী এক ধর্ষিতা বালিকা – যাকে দেশের সুপ্রিম কোর্ট কিছুদিন আগে গর্ভপাতের অনুমতি দেয়নি – সে বৃহস্পতিবার সকালে একটি শিশুকন্যার জন্ম দিয়েছে।

ওই নাবালিকাকে গত সাত মাস ধরে তারই অত্যন্ত নিকটাত্মীয় একজন চাচা বহুবার ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ। ধর্ষণকারী ওই ব্যক্তিকে এখন গ্রেফতার করা হয়েছে।

কিন্তু দেশের আদালত মেয়েটিকে এই যুক্তিতে গর্ভপাতের অনুমতি দেয়নি যে সে গর্ভাবস্থার একেবারে অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং ডাক্তারদের এক প্যানেলের রায় ছিল ওই অবস্থায় গর্ভপাতের চেষ্টা ‘খুব বিপজ্জনক’ হবে।

এই পরিস্থিতিতে এদিন সকালে সিজারিয়ান সেকশন করিয়ে চন্ডীগড়ের এক সরকারি হাসপাতালে ওই ধর্ষিতা বালিকার সন্তানের জন্ম দেওয়ানো হয়।

২.৫ কিলোগ্রাম (সাড়ে পাঁচ পাউন্ড) ওজনের সদ্যোজাত শিশুটি ও তার মা – দুজনেই শারীরিকভাবে সুস্থ আছে বলে হাসপাতালের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন।

তবে মেয়েটি এখনও জানে না সে একটি সন্তানের জন্ম দিয়েছে।

গর্ভাবস্থার সময় তাকে বলা হয়েছিল তার পেট ফুলে উঠেছে কারণ তার পেটে একটি বড় আকারের পাথর তৈরি হয়েছে।

ধর্ষিতা মেয়েটি যে গর্ভবতী হয়ে পড়েছে সেটা জানাই গিয়েছিল মাত্র সপ্তাহ পাঁচেক আগে – যখন পেটব্যথা হচ্ছে বলায় তার বাবা-মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যান।

ভারতে শিশুদের কল্যাণে কাজ করেন যে অ্যাক্টিভিস্টরা, তারা অনেকেই এই ধর্ষিতা মেয়েটির সঙ্গে কথা বলেছেন।

এরা বলছেন যদিও ওই মেয়েটি খুব মেধাবী, কিন্তু সে আসলে মনে মনে এখনও একেবারে একটি নিষ্পাপ শিশুই রয়ে গেছে। তার সঙ্গে যে কী ঘটে গেছে, সে ঘুণাক্ষরেও তা বুঝতে পারেনি।

ধর্ষিতা মেয়েটির বাবা-মা আগাগোড়াই বলে এসেছেন, তাদের কন্যার গর্ভে যে সন্তান এসেছে তার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই, তারা কোনও সম্পর্ক চানও না।

ফলে সদ্যোজাত ওই সন্তানটিকে পরে দত্তক হিসেবে কোনও দম্পতিকে দেওয়া হবে বলেই স্থির হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিবাদ সভা

মাহফিজুল ইসলাম আককাজ : কেন্দ্রীয় ঘোষিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবানে ষোড়শ সংশোধনী রায়ের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এ্যাড. এস.এম হায়দার। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক, জজকোর্টের পিপি এ্যাড ওসমান গণির সঞ্চালনায় বক্তব্য রাখেন এ্যাড. তৌহিদুর রহমান শাহীন, এ্যাড. আব্দুল লতিফ, এ্যাড. জি.এম ওকালত হোসেন, এ্যাড. তামিম আহমেদ সোহাগ, এ্যাড. সাইফুজ্জামান জিকো, এ্যাড. ওমর ফারুক, এ্যাড. শহিদুল ইসলাম পিন্টু, সম্ভু কুমার সিংহ প্রমুখ। এসময় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest