সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার চারটি আসনই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে – হাবিবুল ইসলামসাতক্ষীরা সদরের দত্তবাগ টাইগার ক্লাবের নাইট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনজাতীয় সংহতি দিবস,এই দিনে বিভাজন নয়, ঐক্যের আহবান -কাজী আলাউদ্দিনসাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিলতরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো গ্রীন ইনোভেশন ফেয়ারExplorez les avis des utilisateurs sur gtbet et rejoignez la communautéΕξερευνήστε τις καλύτερες στρατηγικές καζίνο στο gtbet για μεγαλύτερα κέρδηCome registrarsi su Nixbet e iniziare a vincere in pochi passiদেবহাটায় কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে খেলাধুলার আয়োজনগণমানুষের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান নলতা হাসপাতাল হুমকির মুখে :রক্ষার দাবি

প্রেস বিজ্ঞপ্তি: সারা বাংলাদেশের ন্যায় সাতক্ষীরাতেও প্রাথমিক শিক্ষক সমিতি (প্যানেল) এর পক্ষ থেকে অবশিষ্ট প্যানেল শিক্ষকদের দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে নিয়োগ বঞ্চিত প্যানেল শিক্ষকদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন মারুফ হোসেন, আব্দুল হামিদ, নুরল ইসলাম, মাহমুদ, শাহাদাত হোসেন, শিরিন আক্তার, রেবেকা সুলতানা, শাহানারা, জেসমিন নাহার, মমতাজ, মমতাবালাসহ শতাধিক শিক্ষকবৃন্দ। মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে নতুন বই। অথচ উচ্চ আদালতের রায় এবং প্রধানমন্ত্রীর নির্দেশের পরে কিছু সংখ্যক প্যানেল শিক্ষকদের নিয়োগ দেওয়া হলেও বাকীদের নিয়োগ দেওয়া হচ্ছে না। গত ৬ই জুন, ২৮ আগষ্ট ও ৮ সেপ্টেম্বর ২০১৬ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের আদেশের পর সারা বাংলাদেশে ২৩ হাজার ৮৭৯ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এখনও নিয়োগ পেতে বাকী আছে ৮ হাজার ২৩৫ জন। তার মধ্যে শুধুমাত্র সাতক্ষীরা জেলায় বাকী আছে প্রায় ৫ শ জন শিক্ষক। এসকল শিক্ষকদের যাতে দ্রুত নিয়োগ দেওয়া হয় সে ব্যাপারে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন। বক্তারা আরো বলেন, এখনও আমাদের নিয়োগ কোন কারনে দেওয়া হচ্ছেনা তা আমরা জানিনা। আমাদের চাকরীর বয়স সীমা প্রায় শেষ। আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। মানবন্ধন শেষে শিক্ষকবৃন্দ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর স্মারকলীপি দেন। তাঁর পক্ষে স্মারকলীপি গ্রহণ করেন মনিটরিং অফিসার দীপক কুমার বিশ্বাস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বুধবার সকাল ১১ টায় দেবহাটা উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল মাবুদ গাজী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সাবেক শিক্ষক ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ গোলাম বারী, বীর মুক্তিযোদ্ধা এজাহার আলী, উপজেলা কমান্ডের কোষাধ্যক্ষ সাবুর আলী, সখিপুর ইউনিয়ন কমান্ডার আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা শামছুর রহমান সহ সকল মুক্তিযোদ্ধাবৃন্দ। সভায় নৌ কমান্ডার খলিলুর রহমান কর্র্তৃক অবৈধভাবে ও বিভিন্ন অবৈধ সুবিধা গ্রহণ করে অমুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করায় নিন্দা জানানো হয়। সভায় জানানো হয়, পারুলিয়া গ্রামের বারী শেখ একজন পাকিস্তানীদের দালাল ছিলেন। এছাড়া পারুলিয়ার সুন্নত মোড়ল খলিলুর রহমানের আত্মীয় হওয়ায় মুক্তিযোদ্ধা না হয়েও তাদেরকে তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া ভাতশালা দিলিপ ও জালাল বিশ^াসের ছেলে আব্দুল জলিলকে নৌ কমান্ডের তালিকাভুক্ত করেছেন খলিলুর রহমান। সভায় এসকল ভূয়া মুক্তিযোদ্ধাদেরকে বাদ দেওয়ার আহবান জানানো হয় এবং সাথে সাথে মহান বিজয় দিবস পালনে গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট: দেবহাটার পারুলিয়ায় শহিদ আবু রায়হান স্মৃতি ক্রিকেট লীগের ১৩তম দিনে ১৮৩ রান করে তিবর পাড়াকে হারিয়ে ২০৪ রানে মোল্যাপাড়া জয়লাভ করেছে। খেলায় মোল্যাপাড়া একাদশের আব্দুল আলিম ম্যান অফ দ্যা ম্যাচ হন। খেলাটির মিডিয়া পার্টনার “দৈনিক আজকের সাতক্ষীরা”।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি: ৪র্থ দিনের মত দেবহাটায় সাব-রেজিস্ট্রি অফিসের কর্মরত এক্সট্রা মোহরার (নকল নবীশ) দের কলম বিরতি চলছে। জমি-জমা সংক্রান্ত বিষয়ে আসা সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। উল্লেখ্য যে, গত ৪ ডিসেম্বর থেকে বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে এ কলম বিরতি শুরু হয়ে ৪র্থ দিন মঙ্গলবার কলম বিরতিতে অনেকটা কর্মচাঞ্চল্য হারায় সখিপুর সাব-রেজিস্ট্রি অফিস। উপজেলার রামনাথপুর এলাকা থেকে আসা ফারুক হোসেন জানান, রেজিস্ট্রি অফিসের নকল নবীশদের কলম বিরতির কারনে জমি কাগজপত্রের কাজ করতে এসে কাজ করতে না পেরে ফিরে যেতে হল। আমার বাড়ি থেকে যাওয়া আসায় প্রায় একশত টাকার বেশি পড়ে যায়। যদি এভাবে চলতে থাকে তাহলে আমরা সাধারণ মানুষ খুব সমস্যায় পড়বে। বিরতি পালন কালে সখিপুর সাব-রেস্ট্রি অফিসের সম্মুখে এক্সট্রা মোহরার সম্পাদক মাধবী রানী মন্ডল বলেন, আমাদের চাকরি স্থায়ীকরণ ও বিগত ১১ মাসের বকেয়া পরিশোধের দাবিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এ কলম বিরতি চলছে। যতদিন পযন্ত এই দাবি বাস্তবায়ন না হবে আমাদের কলম বিরতি চলতে থাকবে। এদিকে, নকল নবীশদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কলম বিরতি চললে সাধারণ মানুষ অনেক ক্ষয়-ক্ষতির সম্মুখিন হবে বলে ভূক্তভুগিরা জানিয়েছেন। তাই অতিদ্রুত তাদেরকে স্থায়ী করণ এবং বকেয়া পরিশোধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সকলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভ্রাম্যমাণ প্রতিনিধি কালিগঞ্জ: বুধবার সকাল ১০ টায় দুদলী আল-আমিন হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের অয়োজন করা হয়। উক্ত অনষ্ঠানে কালিগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যপক জিএম মঈন উদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান জি এম মাহতাব উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌতলা প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক মোঃ নরিম উদ্দীন,দুদলী গাজীপাড়া মসজিদের সহ-সভাপতি জিএম সাকির আহমেদ এবং জিএম আব্দুল জলিল। নুরানী বিভাগের প্রথম স্থান ও দ্বিতীয় স্থান অধিকারি ছাত্র-ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠানের পরিচালনা করেন জি এম সফিকুল ইসলাম ও জি এম আবু হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিনোদন ডেস্ক: ভালোবাসা দিবসে ‘সুইটহার্ট’ ছবিটি মুক্তির মধ্য দিয়ে মিমের বছর শুরু হয়েছিল। বিজয় দিবসে মুক্তি পাচ্ছে মিমের আরেক ছবি ‘আমি তোমার হতে চাই’। এ দিক থেকে বছরের শুরুটা মিমের জন্য ছিল ভালোবাসার আর শেষটা বিজয়ের।‘সুইটহার্ট’ ও ‘আমি তোমার হতে চাই’ ছবি দুটিতেই কাকতালীয়ভাবে মিমের নায়ক বাপ্পি। পরের ছবিটি নিয়ে মাঝে জটিলতা তৈরি হয়েছিল। নায়ক বাপ্পির মামলার প্রেক্ষিতে ছবিটির মুক্তি নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। সেসব জটিলতা পেরিয়ে অবশেষে ছবি মুক্তির জন্য প্রযোজক-পরিচালক বেছে নিয়েছেন বিজয় দিবসকে। এই দিনে ছবি মুক্তি পাওয়াটা নায়িকা মিমের জন্য বাড়তি আনন্দের। ছবি-মুক্তি উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একটি অভিজাত ক্লাবে আয়োজন করা হয়েছে একটি অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। কক্সবাজারে বেশ কদিন ‘দাগ’ ছবির শুটিং শেষে গতকাল মঙ্গলবার ঢাকায় ফিরেছেন বিদ্যা সিনহা মিম। তারেক শিকদার পরিচালিত ওই ছবিতে তাঁর নায়ক বাপ্পি। নতুন ছবি মুক্তি প্রসঙ্গে মিম বলেন, ‘ছবিটি নিয়ে আমরা এখন বিভিন্ন জায়গায় যাচ্ছি, প্রেক্ষাগৃহে আসার আহ্বান জানাচ্ছি। গল্প, গান এবং সবকিছু মিলিয়ে বিজয় দিবসে মুক্তি পেতে যাওয়া এ ছবিটি আমাদের সবার মাঝে বিজয়ের আনন্দ ছড়িয়ে দিতে পারবে।’ বাপ্পি ও মিম ছাড়া ‘আমি তোমার হতে চাই’ ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সানজু জন, দীপালি আক্তার, রাখি সাওয়ান্ত প্রমুখ। ছবির গানে বাংলাদেশের শিল্পীদের মধ্যে কণ্ঠ দিয়েছেন মমতাজ, হাবিব ওয়াহিদ, কোনাল, তাহসিন, আহমেদ হুমায়ূন এবং ভারতের অ্যাশ কিং, শত্রুজিৎ দাশগুপ্ত ও রৌশনি দে প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আর্ন্তজাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় বুধবার ভোরে ৬ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। ধ্বংসস্তূপের ভেতর এখনো বহু মানুষ আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। পিদি জায়া জেলার সহকারী প্রধান মুলাদি এএফপিকে বলেন, ‘বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে।’দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভোরে তীব্র ঝাঁকুনিতে স্থানীয়দের ঘুম ভাঙে। ভূমিকম্পে বহু ভবন ভেঙে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ধ্বংসস্তূপ, ভেঙে পড়া বিদ্যুতের খুঁটি ও রাস্তায় ক্ষতিগ্রস্ত মানুষকে জড়ো হতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, আচেহ প্রদেশের উত্তর-পূর্ব সীমান্ত থেকে ১৭ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। মূল কম্পনের পরে অন্তত পাঁচটি পরবর্তী কম্পন অনুভূত হয়েছে। তবে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিনোদন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই ছোট ও বড় পর্দা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন আলোচিত মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। গত বছরের জুলাই মাসে ঢাকাই ছবি ‘ধূমকেতু’র একটি আইটেম গানে নেচেছিলেন তিনি। সেই গানের ভিডিও সম্প্রতি প্রকাশ করা হয়েছে ইউটিউবে। এই ছবিই কি হ্যাপির শেষ ছবি হবে, না আরো ছবিতে অভিনয় করবেন তিনি? এই প্রশ্নের উত্তর দিলেন পরিচালক হাসান। তিনি জানান, ভালো কাজ পেলে হ্যাপির ফেরার সম্ভাবনা আছে।শাফিক হাসান এনটিভি অনলাইনকে বলেন, ‘হ্যাপি এই আইটেম গানে ভালো কাজ করেছে। তার মধ্যে অভিনয় প্রতিভা আছে। আমি মনে করি, ভালো কাজ পেলে সে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারবে।’ হাসান যোগ করেন, ‘ভালো কাজ পেলে হ্যাপি চলচ্চিত্রে ফিরবে। তার এখনও কাজ করার ইচ্ছা আছে। কিন্তু কাজ করার মতো ছবি আগেও পায়নি, এখনো পাচ্ছে না। সে আমাকে বলেছে, ভালো কাজ হলে ডাকার জন্য।’হ্যাপির বিষয়ে হাসান আরো বলেন, ‘তাকে আমি পারিবারিকভাবে চিনি। অনেক রুচিশীল একটি মেয়ে। যেকোনো গল্পে সে কাজ করবে না। দর্শক আমাদের এই গান দেখলেও কিছুটা বুঝবেন। আমরা কিন্তু তাকে খারাপভাবে উপস্থাপন করিনি। সব মিলিয়ে বলব, এ ধরনের শিল্পীদের চলচ্চিত্রে প্রয়োজন।’শফিক হাসান পরিচালিত ‘ধূমকেতু’ ছবিটি মুক্তি পাবে ৯ ডিসেম্বর। আইটেম গানটিতে হ্যাপি ছাড়াও দেখা যাবে ছবির নায়ক শাকিব খান ও নায়িকা পরী মণিকে। ছবির সংগীত পরিচালনা করেছেন আহম্মেদ হুমায়ুন। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, কিশোর, খেয়া, পিংকি ও ভারতের জোজো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest