সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক’কে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নত করতে কর্মশালাআশাশুনিতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু দেবহাটায় ব্রেকিং দ্যা সাইলেন্সের সুরক্ষা প্রদান প্রকল্পের অবহিতকরণ সভাআনুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট সভাসাতক্ষীরা শহরের রহমতপুর ক‌লোনী‌তে বারসিকের স্বাস্থ্য সেবা ক্যাম্পসাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে উপজেলা পর্যায়ে রেফারেন্স পাথওয়ে নেটওয়ার্ক সক্রিয়করণ সভাসাতক্ষীরায় দলিল লেখক সমিতির নির্বাচনখলিষাখালী ভ‚মিহীন জনপদে অগ্নিসংযোগ ও বোমা নিক্ষেপ করে ত্রাস সৃষ্টি করার প্রতিবাদে সম্মেলনসাতক্ষীরার কুমিরার দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরুআশাশুনিতে নিরাপদে বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশ চলছে

23
নিজস্ব প্রতিবেদক : ভোমরায় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোমরা স্থল বন্দর এলাকায় বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ফেডারেশন ভোমরা স্থল বন্দর শাখার আয়োজনে বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ফেডারেশন ভোমরা স্থল বন্দর শাখার সভাপতি মীর মহিতুল আলম (মহি’র) সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় সাংসদ রবি তার বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ১৫-ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় জাতীয় ৪ নেতাকে জেল খানায় হত্যা। ১৫-ই আগস্টের হত্যাকান্ডের পর ৩ মাসের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ.এইচ.এম কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যান্তরে নির্মমভাবে হত্যা করে। স্বাধীনতা বিরোধীরা চেয়েছিল বাংলাদেশকে মেধা শুন্য করতে। এই জাতীয় চার নেতাকে হত্যা করে বাংলাদেশকে ১শ’ বছর পিছিয়ে দেওয়া হয়েছে। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, মো. মিজানুর রহমান, আজিবুর রহমান আলিম, মোনাজাত আলী, ইউপি সদস্য আঃ গনি প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

20161103_102657-copy
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় আকিজ মটরস্ এর বাণিজ্যিক যানবাহন বিক্রয়ের জন্য প্রমী মটরস্ এর শো-রুম ও রোড শো এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের তুফান কোম্পানী চত্বরে বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মো. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিতি হিসেবে ফিতা কেটে প্রমী মটরস্ এর শো-রুমের উদ্বোধন করেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, আকিজ মটরস্ এর হেড অফ সেলস্ এন্ড মার্কেটিং আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ভি.আই.পি ট্র্যাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাঙ্গীর হোসেন সাহীন, মাওঃ ইউসুফ আলী, কৃষকলীগ নেতা নুর আহমেদ লাল্টু, মাষ্টার মফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রমী মটরস্ এর স্বত্তাধিকারী আব্দুস সোবহান খোকন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

sam_2851-copy
নিজস্ব প্রতিবেদক :“ শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে বঙ্গবন্ধু স্টাডি কর্ণার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এম হাসান সরোওয়ার্দী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বঙ্গবন্ধু স্টাডি কর্ণারের উদ্বোধন করেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকীসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। সরকারি মহিলা কলেজে বঙ্গবন্ধু স্টাডি কর্ণারে জাতির জনককে নিয়ে লেখা অসংখ্য বই সংগ্রহ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

dsc05899-large
নিজস্ব প্রতিবেদক: ৩ নভেম্বর সাতক্ষীরায় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় মুক্তিযোদ্ধা সংসদ ভবনে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতা জেলা স্মৃতি সংসদের আয়োজনে এ দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সৈয়দ জয়নুল আবেদিন জসি। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মুখার্জী, সংগঠনের সাধারণ সম্পাদক ডা: মুনসুর আহমেদ, সহ-সভাপতি শেখ আলমগীর হোসেন আলম, উপস্থিত ছিলেন, শেখ জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক সৈয়দ সাহিদ হাসান রেবু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জি এম নূরুল হক প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর চার নেতাকে সরকারে যোগ দেয়ার প্রস্তাব দেয় সে সময়ের ক্ষমতা দখলকারী মুশতাক আহমেদ। কিন্তু চারজন সে প্রস্তাব প্রত্যাখ্যান করার পর তাদেরকে আটক করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি করা হয়। ওই ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী ও মোহাম্মদ কামারুজ্জামানকে হত্যা করে সেনাবাহিনীর বিপথগামী কয়েকজন সদস্য। কিন্তু যে উদ্দেশ্যে তারা নেতাদের হত্যা করেছিল। তাদের সে উদ্দেশ্যে সফল হয়নি। আর তা কখনো হবে না। পরে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

14958873_1813094985634224_521405675_n
নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জ পূর্বনারায়নপুর গ্রামের চালতেতলা সার্বজনীন দুর্গাপূজা মন্দিরে ৫দিন ব্যাপী শ্যামাকালী পূজা শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। নান্দনিক ডেকারেশন, সকল মানুষের অংশগ্রহণ, প্রতিমা শৈলী সব কিছু মিলিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও ব্যাপক উৎসহ উদ্দীপনার মধ্য দিয়ে চালতেতলা এলাকাবাসী শ্যামাকালী পূজা উৎযাপন করেছে বলে জানা যায়। পূজার প্রথম দিন তারা যথারীতি ধর্মীয়চেতনায় মাকে সারারাত্রব্যাপী পূজা-অর্চনার মধ্য দিয়ে বরণ করে নেন। সকালে শত শত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করে সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ কমিটি। রাত্রে সঙ্গীত সন্ধ্যার আয়োজন বিভিন্ন প্রান্ত থেকে সংস্কৃতিপ্রেমি মানুষের উপচে পড়া ভীড় চোখে পড়ার মতো। পরদিন রাত্রে “ড্যান্স বাংলা ড্যান্স” এর আয়োজন করা হয় সেটিও সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে তারা দিনটি উদ্যাপন করে। পূজার চতুর্থ দিনে ধর্মীয় যাত্রা “কালো মেয়ের রাঙা চরণ” যা সকল মানুষকে চোখের জলে সিক্ত করেছে। সবকিছু মিলিয়ে গতকাল শত শত ভক্তদের উপস্থিতিতে অত্র এলাকার সকল মানুষ সম্মিলিতভাবে শ্যামাকালী মাকে বিসার্জন দিয়েছে। পুলক কুমার ঘোষের নেতৃত্বে অত্র এলাকার যুবক সম্প্রদায়সহ চালতেতলার সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এ ধরনের অনুষ্ঠান করা সম্ভাব হয়েছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার ৭ নং আলিপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ছোট এর ছেলে শুভ (২৬) কে ৭০পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে ডিবি পুলিশ। বুধবার রাত ১১টার দিকে শহরের স্টেডিয়াম সংলগ্ন ব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় আরো একজন তাদের ব্যবহৃত মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। সাতক্ষীরা ডিবি পুলিশের এসআই লুৎফর রহমান জানান, তাদের কাছে পূর্ব থেকেই খবর ছিল শহরের মিল বাজার এলাকা থেকে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তি মোটর সাইকেল যোগে সীমান্ত এলাকার দিকে যাবে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ এসআই লুৎফর রহমান স্টেডিয়ামের সামনে ব্রীজ এলাকায় নানাভঙ্গিতে অবস্থান নেয়। রাত ১১টার দিকে একটি হিরোহোন্ডা মোটরসাইকেলসহ দুই ব্যক্তি উক্ত স্থানে আসলে তাদেরকে দাড়ানোর সংকেত দিলে পরিস্থিতি বুঝে মোটরসাইকেল ফেলে একজন পালিয়ে যায়। এসময় অপর ব্যক্তিকে আটক করে তল্লাসী শেষে ৭০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তি চেয়ারম্যানের ছেলে শুভ বলে জানিয়েছেন পুলিশ। এসআই লুৎফর রহমান আরও জানান, এব্যাপারে তিনি নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আটক মোটর সাইকেলের মালিকানা যাচাইয়ের কাজ চলছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ অব্যহত আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1478088310স্পোর্টস ডেস্ক: কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শিনা চৌহান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে উপস্থাপনা করে আলোচনায় উঠে আসেন। বিপিএলের দ্বিতীয় আসরেও শিনা চৌহান উপস্থাপনা করেছিলেন। তৃতীয় আসরে অনুপস্থিত থাকলেও এবারের চতুর্থ আসরে আবারও বিপিএল উপস্থাপনা করতে যাচ্ছেন শিনা চৌহান। এমনটিই জানিয়েছেন চ্যানেল নাইনের অনুষ্ঠান-প্রধান তানভীর খান।

আগামী ৪ নভেম্বর থেকে বিপিএলের চতুর্থ আসর শুরু হবে। শিনা চৌহান ছাড়াও এ আসরে উপস্থাপনা করবেন দেশের জনপ্রিয় উপস্থাপক আমব্রিন। বিপিএলের তৃতীয় আসরেও আমব্রিন উপস্থাপন করেছিলেন। তখন তাঁর সঙ্গে উপস্থাপনায় ছিলেন কলকাতার আরেক জনপ্রিয় উপস্থাপক পামেলা। এবার আর পামেলা থাকছেন না।

এদিকে শিনা চৌহানের টানা পাঁচ বছর বিপিএলে উপস্থাপনা করার কথা ছিল। চ্যানেল নাইনের সঙ্গে সেই চুক্তিও করেছিলেন তিনি। কিন্তু চুক্তির কিছু শর্ত পালন না করায় বিপিএলের তৃতীয় আসর থেকে বাদ পরেছিলেন শিনা। আবারও অনেক যাচাই-বাছাই করার পর শিনাকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চ্যানেল নাইন কর্তৃপক্ষ।

২০১৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘পিঁপড়াবিদ্যা’ চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন শিনা চৌহান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

kaderন্যাশনাল ডেস্ক: বর্তমান সরকারের মন্ত্রিসভা পুনর্গঠনের সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার নারায়ণগঞ্জে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, ‘সরকারের প্রায় তিন বছর হতে চলেছে। দুই বছর আগে মন্ত্রিপরিষদে পুনর্গঠন করেছিলেন প্রধানমন্ত্রী। এটি তাঁর এখতিয়ারভুক্ত।’ মন্ত্রী বলেন, ‘এটা কখন হবে, কী করবেন- এটা চূড়ান্তভাবে প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে হবে, সম্ভাবনা তো আছে।’
নারায়ণগঞ্জে দ্বিতীয় সাউথ এশিয়ান ইউনিফায়েড ক্রিকেট উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ সময় তিনি আরো জানান, সরকার থেকে দলকে আলাদা করার পদক্ষেপ নেওয়া হয়েছে, যা ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ১২ জানুয়ারি আওয়ামী লীগ টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে। এরপর ২০১৫ সালের ১৪ জুলাই মন্ত্রিপরিষদ পুনর্গঠন করেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের পর যে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে, সেখানে নারায়ণগঞ্জের কোনো প্রতিনিধি নেই- এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক বলেন, কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি, নেতৃত্ব এগুলো অঞ্চল ভিত্তিতে বিবেচিত হয় না।
এ সময় সরকার থেকে দলকে আলাদা করার বিষয়টি তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, ‘একজনকে হয়তো কেন্দ্রীয় কমিটিতে দিচ্ছি, আরেকজনকে হয়তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেব। এভাবে আমরা ভাগ করে ফেলছি। কারণ একজনে নানা দায়িত্ব যদি পালন করে, তাহলে কাজগুলো গুলিয়ে ফেলে। এতে করে কোনো কাজই ভালোভাবে হয় না। কাজেই সরকার থেকে দলীয় কর্মকা-কে বিচ্ছিন্ন করার একটি প্রয়াস আছে। এটি আমাদের নেত্রী শেখ হাসিনা নিয়েছেন। সেই আলোকেই আমাদের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছে।’
গত ২৭ অক্টোবর রাজধানীর গুলিস্তানে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদের সময় পিস্তল হাতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে দেখা যায়।
এ ছাড়া মঙ্গলবার চট্টগ্রামের আগ্রাবাদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কাউন্সিলর এইচ এম সোহেল ও ছাত্রলীগ থেকে বহিষ্কৃত সাবেক কেন্দ্রীয় নেতা সাইফুল আলম লিমনের পক্ষের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এরা দুজনই সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সমর্থক বলে জানা গেছে।
এ দুটি ঘটনার উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে অ্যাকশন শুরু হয়ে গেছে। সরকার বসে নেই। ঢাকার ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রামের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য। যারাই এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকবে, কাউকেই ছাড় দেওয়া হবে না।’
দুর্নীতির অভিযোগে সংসদ সদস্য আবদুর রহমান বদির কারাদ-, খুনের মামলায় টাঙ্গাইলের সংসদ সদস্য আমানুর রহমান রানা কারাগারে, অন্তত তিনজন মন্ত্রী দুদকের মামলায় বিচারের সম্মুখীন উল্লেখ করে সেতুমন্ত্রী আরো বলেন, ‘এখানে সরকারি দল, বিরোধী দল হিসেবে এটা দেখা হবে না। দেখা হবে অপরাধী, অপকর্মকারী হিসেবে। প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেবেন না।’
এই মুহূর্তে জাতীয় নির্বাচনের কোনো চাপ নেই বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি আরো বলেন, সরকার ভালোভাবে দেশ চালাচ্ছে। নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest