সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনাশ্যামনগরে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনা-সংঘর্ষ : ১৪৪ ধারা জারিসাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মুল হোতা আলিমুদ্দীন গাজি গ্রেপ্তারদেবহাটায় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনাজিয়াউর রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় তাঁতীদলের দোয়াজেলা জে এস ডির শোকনওয়াবেঁকীতে রাতের আধারে বাচ্চাসহ গরু জবাই : ৭ হাজার টাকা জরিমানাশ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভসাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা

fredoom-figher-medium
আসাদুজ্জামান: বঙ্গবন্ধুর ডাকে একাত্তরের রণাঙ্গণে যারা অস্ত্রহাতে নিয়ে পাক সেনাদের পরাজিত করেছিলেন। যাদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে, সেই সব বীর সেনাদের কেউ কেউ স্বাধীনতার ৪৪ বছর পার হলেও আজও মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। পাননি মুক্তিযোদ্ধা হিসেবে সরকারিভাবে স্বীকৃতি বা অন্যান্য সুযোগ সুবিধা। এমনই একজন সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার মৃত নেছার উদ্দীন মোড়লের ছেলে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। বাইসাইকেল যোগে পথে পথে ভাজা বিক্রি করে পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে এখন অত্যন্ত কষ্টে জীবন কাটে এই বীর সৈনিকের। মহান স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের সনদপত্র থাকার পরও মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হওয়ার জন্য বিভিন্ন দপ্তরে দপ্তরে ধর্না দিচ্ছেন তিনি। মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জানান, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে স্বশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি। সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বিভিন্ন রণক্ষেত্রে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাকডাঙ্গা সম্মুখযুদ্ধ। কমান্ডার শহিদুল ইসলামের নেতৃত্বে পাকবাহিনীর বিপক্ষে তিনি সেখানে যুদ্ধে অংশ নিয়েছিলেন। সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নেয়ার ফলে মুক্তিযোদ্ধা হিসেবে তৎকালীন সময়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৯ম সেক্টরের সর্বাধিনায়ক মেজর জলিলের তিনি নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন। মুক্তিযুদ্ধে নিজের ব্যবহৃত অস্ত্র জমা দেয়ার সনদপত্র থাকলেও সেটি তিনি হারিয়ে ফেলেছেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ঘটনা বর্ণনাকালে তিনি সাংবাদিকদের কাছে তার সহযোদ্ধা তিনজনের সনদপত্রসহ মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত সুপারিশকৃত বিভিন্ন কাগজপত্র দেখান। তিনি আরো জানান, তালিকাভুক্ত হওয়ার জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়সহ বিভিন্ন উর্দ্ধতন দপ্তরে এবং সাবেক ও বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডারদের কাছে বার বার ধর্না দিয়েও কোনো লাভ হয়নি। অবহেলিত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, আমাকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তার সাথে যুদ্ধকালীন সময়ের তিন জন মুক্তযোদ্ধা সুপারিশও করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশি¬ষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন একাত্তরের এই বীর যোদ্ধা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়া লঞ্চঘাট এলাকার বেঁড়িবাধটি এখনও সংস্কার করা সম্ভব হয়নি। স্থানীয় ১০ হাজার লোক বাধটি সংস্কারে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে, জোয়ারের প্রবল চাপে সেখানে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত ৬টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিতে তলিয়ে গেছে হাজার হাজার বিঘা মৎস্য ঘের, পুকুর ও ফসলি জমি। পানি আটকা হয়ে পড়েছে তিন হাজার পরিবার। প্লাবিত গ্রাম গুলো হল, কুড়িকাউনিয়া, কল্যাণপুর, শ্রীপুর, সনাতনকাটি, প্রতাপনগর ও তালতলা। এর আগে সোমবার ভোররাতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া গ্রামের ৭/২ পোল্ডার সংলগ্ন এলাকায় কপোতাক্ষের প্রায় দেড়’শ ফুট বেঁড়িবাধ নদীগর্ভে বিলীন হয়।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেনসহ স্থানীয়রা জানান, আগে থেকেই বাধটি ঝুঁকিপূর্ণ ছিল। প্রবল জোয়ারের চপে হঠাৎ করেই মঙ্গলবার ভোর রাতে বাঁধটি নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে গতকাল সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়ে, পানিতে তলিয়ে গেছে হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি।
তারা আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রায় ১০ হাজার মানুষ স্বেচ্ছায় বেড়িবাধটি সংস্কার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বেড়িবাধটি সংস্কার করা না গেলে নতুন নতুন এলাকা প্লাবিত হবে।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ফারুক হোসেন জানান, কুড়িকাউনিয়া লঞ্চঘাট এলাকার বেঁড়িবাধটি সংস্কার করার জন্য ভিতর দিয়ে একটি ৩০০ মিটারের রিংবাধ দেয়া হচ্ছে। সেখানে ঠিকাদার ও স্থানীয় লোকসহ ১০ হাজার মানুষ কাজ করছেন। ইতিমধ্যে অর্ধেক কাজ শেষ হওয়ার পর জোয়ার এসে যাওয়ায় আর কাজ করা সম্ভব হয়নি। বুধবার বাকী অংশের কাজ শেষ করা হবে বলে তিনি আরো জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

mohin-mulk-large

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন উল-মুলক কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে সাতক্ষীরা থানায় ১৩ জানুয়ারী ২০১৪ সালের ১৪৩/৭৪৭/৪৪৮/৪৩৫/৪৩৬/৪২৭/১১৪ সিসি (জিআর মামলা নং-৩০/১৪) ধারা মতে বিজ্ঞ আদালত কর্তৃক মামলা গৃহীত হওয়ায় ১৮ সেপ্টেম্বর সিনিয়র সহকারি সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপজেলা পরিষদ (সংশোধনী) আইন ২০১১ ধারা সংশোধিত এর ১৩ খ (১) ধারা অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়। ইতি পূর্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান মাওঃ আব্দুল বারীকেও বরখাস্ত করা হলে মহসিন উল-মুলক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1-medium
নিজস্ব প্রতিবেদক : যৌথ টহল ও  কড়া নজরদারির মধ্যে বিজিবি ও বিএসএফ সীমান্তের দুই দেশীয় অপরাধ তৎপরতা দমনে একযোগে কাজ করে যাচ্ছে। তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ ও সম্প্রীতি বজায় রেখে তারা চোরাচালান, মানব পাচার, অনুপ্রবেশসহ  সীমান্তের  নানা সমস্যা দুরীকরন অব্যাহত রেখেছে। সোমবার সাতক্ষীরা সীমান্তের পদ্মশাখরায় দুই দেশের সীমানা বিভাজনকারী নদী ইছামতিতে বিজিবি ও বিএসএফএর যৌথ টহল শেষে বিকেলে ভারতীয় ও বাংলাদেশী সাংবাদিক ও স্থানীয়দের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল ইকবাল হোসেন। এ সময় সেখানে আরও বক্তব্য রাখেন, বিজিবির ১৭ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এনামুল আরিফ সুমন, ৩৮ ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল, ২১ ব্যাটালিয়নের মেজর শহীদ প্রমুখ। সেক্টর কমান্ডার আরো বলেন, এই সীমান্তের দুই পারে বাংলাদেশ ও ভারতের মানুষ তাদের মধ্যে সম্প্রীতি বজায় রেখে বসবাস করছেন। তাদের সহায়তার কারণে সাতক্ষীরার এই সীমান্তের দৃশ্যমান চোরাচালান শুন্যের কোঠায় নেমে এসেছে। সাতক্ষীরার শাখরা সীমান্তের হাড়দ্দহায় বাংলাদেশের এক নম্বর পিলারের পাশে আয়োজিত এ মত বিনিময় সভায় দিল্লী থেকে আসা ১৬ জন ভারতীয় সাংবাদিক এবং ঢাকা, খুলনা ও সাতক্ষীরার ১৯ জন সাংবাদিক অংশ নেন। তারা বিজিবি ও বিএসএফএর যৌথ টহলও পরিদর্শন করেন।  বিজিবি কর্মকর্তারা তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।  পরে দুই দেশের সাংবাদিকরা সীমান্তের হাড়দ্দহা ও ভারতের পানিতর গ্রামের মানুষের বাড়িঘরের ভৌগলিক অবস্থা পরিদর্শন করেন। যুগ যুগ ধরে ১ নম্বর পিলারের ধারে বসবাসকারী দুই দেশের মানুষ শান্তিতে রয়েছেন বলে তারা  জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1-medium

নিজস্ব প্রতিবেদক :শহিদ রিমুর ২৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রমৈত্রী ও যুবমৈত্রী সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শোক র‌্যালি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় এ উপলক্ষে পোস্ট অফিস মোড়স্থ শহিদ রিমু চত্বরে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রমৈত্রীর সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি পলাশ দাশ। জেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীরের সঞ্চালনায় স্মরণ সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য এড. ফাহিমুল হক কিসলু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, ছাত্রমৈত্রীর হিরন্ময় মন্ডল, ধ্র“ব সরকার, সুব্রত কুমার শুভ,সৃষ্টি, ফিরোজ বিশ্বাস, অনিক আজিজ প্রমুখ। এসময় বক্তারা বলেন, জামায়াত-শিবির সন্ত্রাসী দল। তারা মানুষ হত্যা করে ধর্মের নামে রাজনীতি করে। ওই সন্ত্রাসী জামায়াত শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্রমৈত্রী নেতা রিমুকে নির্মমভাবে হত্যা করে। এরপর সারা দেশে ওই জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি ওঠে। আজ ও স্বাধীনতা বিরোধীদের বিচার হচ্ছে। ইতোপূর্বে কয়েকজন নেতাকে ফাঁসির দাড়িতে ঝুলতেও হয়েছে। অবিলম্বে ওই সন্ত্রাসী জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে তাদের বিতাড়িত করতে ছাত্রমৈত্রী ও যুবমৈত্রীর নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। পরে একটি শোক র‌্যালি পোস্ট অফিস মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেটে গিয়ে শেষ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

wwww2222কে এম রেজাউল করিম: দেবহাটা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসমি গ্রেফতার হয়েছে। রবিবার রাতে দেবহাটা থানার এএসআই মাজরিহা হোসেন বিশেষ অভিযানে তাদেরকে আটক করেন। আটককৃত আসামি উপজেলার নাংলা গ্রামের দিনালীর পুত্র মুনছুর আলী ও খাসখামার এলাকার মনিরুদ্দীনের পুত্র আব্দুর রশিদ মোড়ল। মুনছুর আলী ২ বছর সাজাপ্রাপ্ত আসামি। যার নামে খুলনা বাটিয়াঘাটা থানায় ২৬৭/১৩ মামলা রয়েছে। অপর আসামি আব্দুর রশিদ মোড়লের নামে সাতক্ষীরা সদর থানায় সিআর ৫৩৪/১৩ মামলা রয়েছে। আটককৃতদের সোমবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

fb_img_1474252216775ব্রহ্মরাজপুর প্রতিনিধিঃ- ধুলিহর বেড়বাড়ি গ্রামের রবিউল ইসলামের একমাত্র পুত্র ইসমাইল হোসেন(১৭) গত ১৭ সেপ্টেম্বর  ফেনী জেলার এক ইট ভাটার চিমনি তৈরীর সময় দূর্ঘটনা বশত ইটের লাইন ভেঙ্গে মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঐ রাতেই তার লাশ ব্রহ্মরাজপুর ইউনিয়নের ওমরাপাড়া গ্রামে তার নানার বাড়িতে আনা হয়।১৮ সেপ্টেম্বর  সকাল ১১ টায় উমরাপাড়া পূর্বপাড়া শাহী জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।নামাজ শেষে  আলিপুর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের মেম্বর লাকী,০৯ নং ইউনয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম ও ০৬ নং ওয়ার্ডের মেম্বর মোঃ রেজাউল করিম মিঠুর উপস্থিতিতে ইট ভাটার সর্দার আর্থিক সহায়তা হিসেবে নগদ ১ লক্ষ টাকা নিহত ইসমাইলের পিতা ও মাতার হাতে তুলে দেন।এ সময় উমরাপাড়া শাহী জামে মসজিদের ইমাম মোঃ আব্দুল জলিল সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।পরে নিহত ইসমাইলকে তার নানার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

img_20160918_220502

নিজস্ব প্রতিবেদক ঃ সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক পঞ্চম শ্রণির এক ছাত্রকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে বিদ্যালয়ের কোচিং ক্লাসের সময় প্রধান শিক্ষক মো. আনছার আলী এ ঘটনাটি ঘটান। এ ঘটনায় আহত স্কুল ছাত্র আব্দুর রহমান পিয়ালের (১২) বাবা শহরের উত্তর কাটিয়া গ্রামের আল মামুন মুন্না বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় রাত ১০টার দিকে একটি অভিযোগ দায়ের করেন।  রোববার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবে উপস্থিত হয়ে আহত স্কুল ছাত্র পিয়াল ও তার বাবাসহ স্বজনরা জানান, পিয়াল অন্যান্য দিনের মত কোচিং ক্লাসে ক্লাস করতে যায়। ক্লাসে সহপাটিদের সাথে খেলা করার সময় একটু ধস্তা ধস্তি হয়। এ সময় প্রধান শিক্ষক আনছার আলী পিয়ালকে তার রুমে ডেকে বেধড়ক মারপিট করে। এঘটনায় পিয়ালের বাবা বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে উত্তর কাটিয়া দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলীর সাথে মোবাইলে কথা হলে তিনি তাকে মারপিটের কথা স্বীকার করেই বলেন, ছেলেটা খুব ঝামেলা করে বলে তাকে একটু মেরেছি। এতে আবার দোষ কিসের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest