
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশের শিশু চিকিৎসার পথিকৃৎ ও জাতীয় অধ্যাপক ডা. এম আর খান গত ৫ নভেম্বর বিকেলে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। জেলাবাসী সাতক্ষীরার এই কৃতি সন্তানের স্মরণে নাগরিক শোকসভার আয়োজন করতে যাচ্ছে। এ উপলক্ষে আগামিকাল সোমবার সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের সাতক্ষীরা শাখার রসুলপুরস্থ মিলনায়তনে প্রাক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। সভায় সুশীল সমাজ, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাজির হওয়ার অনুরোধ করা হলো।



য়িত্ব পালন করে চলেছি। রাজনৈতিক অঙ্গন ছাড়াও সাংবাদিক হিসাবে পাইকগাছায় আমার একটা সুনাম ছিল। যে কারণে আমি ১৯৯৭ সালে পাইকগাছার সাংবাদিক সমিতির সভাপতি ও ৯৯ সালে পাইকগাছা প্রেসক্লাসে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। ২০০৪ সালে আমার নেতৃত্বে পাইকগাছা মহিলা যুবলীগ প্রতিষ্ঠিত হয়েছে। সর্বশেষ আমি ২০১৪ সালে কেন্দ্রীয় ছাত্র-যুব ঐক্য পরিষদের সদস্য নির্বাচিত হই। আমি আশা করি, ভোটারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে জেলা পর্ষদে পাঠাবে। আমি নির্বাচিত হতে পারলে আমার ওয়ার্ডকে ক্ষুদা ও দারিদ্রমুক্ত ওয়ার্ডে পরিনত করবো ইনশাল্লাহ।
