নিজস্ব প্রতিবেদক: শ্যামনগর উপজেলা সদরের নকিপুর বাজারে ওয়েল্ডিং কারখানায় কর্মরত অবস্থায় বিদ্যুৎ স্পৃষ্টে ওসমান আলী (২৮) নামের এক মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওসমান আলী উপজেলার যাদবপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। রোববার দুপুরে এই মৃত্যুর ঘটনাটি ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনিসুর রহমান তাকে মৃত ঘোষনা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।