বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও কলকাতার চিত্রনায়ক ওম। এরই মধ্যে ছবির সিক্যুয়েন্সের শুটিং শেষ হয়েছে। আগামী ১৫ ডিসেম্বের থেকে ছবির গানের শুটিং হবে মুম্বাই ও থাইল্যান্ডে। মার্চ মাসে ছবিটি মুক্তির লক্ষ্য নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন ছবির পরিচালক সৈকত নাসির।
এ বিষয়ে পরিচালক সৈকত নাসির বলেন, ‘আমি এরই মধ্যে ছবির শুটিং শেষ করেছি। আমি যা চেয়েছিলাম তা ক্যামেরায় ধারণ করতে পেরেছি।
একজন পরিচালক হিসেবে আমি দর্শকদের কথা দিতে পারি যে ভালো একটি ছবি উপহার দিতে পারব। এই ছবিতে আমি স্বাধীনভাবে কাজ করতে পেরেছি। আমি মনে করি একটি ভালো চলচ্চিত্র নির্মাণ করতে পরিচালকের স্বাধীনতা জরুরি।’
কবে সেন্সরে জমা দেবেন ছবিÑ এ কথা জানতে চাইলে পরিচালক বলেন, ‘আগামী মাসে ছবির চারটি গানের শুটিং করব। আগামী ১৫ ডিসেম্বর থেকে ছবির গানের শুটিং শুরু করব। প্রথমে চারদিন বম্বেতে একটি গান করব। তারপর বাকি তিনটা গান করব থাইল্যান্ডে। বম্বেতে সুন্দর অনেক লোকেশন আছে যেখানে শুটিং করতে চাই। আর থাইল্যান্ডে আমাদের দেশের অনেক ছবির গানের শুটিং হয়। আমি চেষ্টা করছি নতুন কিছু লোকেশনে শুটিং করতে যেন দর্শক ভালো কিছু দেখতে পায়। সেখান থেকে ফিরে আগামী বছরের শুরুতে ছবিটি সেন্সরে জমা দিতে পারব বলে আশা করি।’
নাসির আরো বলেন, ‘আসলে আমাদের দেশের অনেক দর্শকই আছে যারা দেশের বাইরে বেড়াতে যেতে পারেন না। তারা সিনেমার গানে বিদেশের লোকেশন দেখতে চান। বিশেষ করে তাদের মাথায় রেখেই দেশের বাইরে শুটিং করব।’
গানের সাথে কোরিওগ্রাফি করবেন মুম্বাইয়ের কোরিওগ্রাফার বাবা যাদব। সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন

ভিন্ন স্বাদের সংবাদ: রাজনীতিবিদ, মন্ত্রী, বড় বড় ব্যবসায়ী বা ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়ি, সর্বত্র নিরাপত্তাকর্মী রেখে চলাফেরার কথা শোনা যায়। নিরাপত্তার জন্য জেড প্লাস নিরাপত্তাব্যবস্থার কথাও শোনা যায়। কিন্তু বুলেটপ্রুফ শৌচাগারের কথা হয়তো শোনা যায় না। ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী বুলেটপ্রুফ শৌচাগার বানিয়েছেন। তিনি আবারও ওই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীও।
স্বাস্থ্য ও জীবন: পেঁয়াজ শুধু খাবারের স্বাদই বাড়ায় না, দৈনন্দিন জীবনের নানা কাজেও পেঁয়াজ বেশ কার্যকর। এমনকি সৌন্দর্যচর্চায় অবদানের পাশাপাশি পেঁয়াজ ঘরোয়া নানা সমস্যারও সমাধান করে। ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার দেওয়া তালিকাটি একবার দেখে নিতে পারেন।
বিনোদন ডেস্ক: বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় জায়গা পেয়েছেন বলিউডের আলোচিত গ্ল্যামার গার্ল নায়িকা সানি লিওন। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ তালিকা প্রকাশ করেছে।
ভিন্ন স্বাদের সংবাদ: এ যুগেও ভ্যাম্পায়ার রয়েছে কি? প্রশ্নটা অনেকের মনেই থাকতে পারে। এর পুরোপুরি উত্তর না মিললেও এই ঘটনাটা পড়ার পরে কিছুটা কৌতূহল তো মিটবেই। অস্ট্রেলিয়ার এই মহিলা রক্ত পান করেন। হলই বা সেটা নিজের, রক্তই তো! আর যিনি রক্ত পান করেন, তাঁকে কি আর মানুষের দলে ফেলা যায়?
স্পোর্টস ডেস্ক: বিপিএল-এর চট্টগ্রাম পর্ব শেষে ব্যাটসম্যানদের শীর্ষ তালিকাতে জায়গা করে নিয়েছেন সব বাংলাদেশি তারকা। অন্যদিকে বোলারদের তালিকায় যৌথভাবে আছেন চিটাগং ভাইকিংসের স্পিনার মোহাম্মদ নবী ও ঢাকা ডায়নামাইটসের পেসার মোহাম্মদ শহীদ।
স্পোর্টস ডেস্ক: ১ বল ৩ রান। বুলাওয়ের স্পোর্টস ক্লাবে এই সমীকরণ মেলাতে পারলেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত হতো ওয়েস্ট ইন্ডিজের। ৩০০ রানের বেশি তাড়া করে প্রথম জয়টাও তুলে নিতে পারত ক্যারিবীয়রা। কিন্তু পারলেন না জেসন হোল্ডার। আসলে হতে দিলেন না নুয়ান প্রদীপ। মাথা ঠা-া রেখে ১৪৪ কিলোমিটার গতির এক ইয়র্কার দিলেন শ্রীলঙ্কান পেসার। হোল্ডার কোনোরকমে বলটাকে শুধু একস্ট্রা কাভারে ঠেলে নিতে পারলেন ১ রান। ফল, জিম্বাবুয়ের সঙ্গে আগের ম্যাচে টাই করা ক্যারিবীয়রা হারল ১ রানে। আর ফাইনালে উঠে গেল শ্রীলঙ্কা। পরশু জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ ফিরতি ম্যাচেই নির্ধারিত হবে ২৭ তারিখের ফাইনালের দ্বিতীয় দল।
স্বাস্থ্য ও জীবন: শীতের সময় আবহাওয়া থাকে শুষ্ক। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ব্যাপকভাবে কমে যায়। এতে ত্বক হয়ে যায় রুক্ষ, খসখসে। ঠোঁটের বারোটা বাজে সবার আগে। এ সময় অনেকেরই ঠোঁট ফাটে, কথা বলা ও হাসির ক্ষেত্রে যা বিড়ম্বনা সৃষ্টি করে।