সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কবির হোসেনের যোগদাননূরনগর ইউনিয়নবাসীর জন্য সমাজসেবক লিটনের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালুসারসা বাহরুল উলুম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ  মৃত্যুঞ্জয় কুমার ও আবু তাহেরের নেতৃত্বে প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার কমিটি ঘোষণাখালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় তাঁতীদলের দোয়াসাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলসাতক্ষীরা-০১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আ’লীগ নেতা মুজিবের মনোনয়ন জমাসাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের ফলাফল প্রকাশExploring the Flavorful Journey of Ground Beef Enchiladasজেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ছোটকলাগাছিয়া পশুরখাল এলাকায় র‌্যাব-৮ এর অভিযানে  ৫টি অস্ত্র ও গুলিসহ বনদস্যু জোনাব বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে এ সময় উদ্ধার করা হয়েছে, তিনটি একনলা বন্দুক, দুইটি সার্টার গান ও ১৬ রাউন্ড গুলি। সোমবার ভোরে র‌্যাব-৮ এর সদস্যরা তাদের আটকের পর বেলা ১২ টার দিকে শ্যামনগর থানায় হস্তান্তর করে। আটককৃত বনদস্যুরা হল, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের আলহাজ্ব শামছুর মোড়লের ছেলে আব্দুর রহিম মোড়ল (৩৩) ও খুলনা জেলার পাইকগাছা উপজেলার রামনগর গ্রামের মমিন মোড়লের ছেলে অজিহার মোড়ল (২৪)। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় র‌্যাব-৮ এর ডি,এ,ডি লিয়াকত হোসেন বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি আরো জানান, আটককৃত বনদস্যুদের আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সখিপুর প্রতিনিধি: দেবাহাটায় খামার যান্ত্রিক করণের লক্ষে চক-মাহম্মুদআলীপুরে আধুনিকযন্ত্রের সাহায্যে ভুট্টার বীজ বপনে মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সখিপুরের চক-মাহম্মুদআলীপুরে গ্রামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় বীরমুক্তিযোদ্ধা এটিএম জামাত আলির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকতা সাহজাহান আলী, উপ-সহকারি কৃষিকর্মকর্তা ইব্রাহিম খলিল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপ-সহকারি কৃষিকর্মকর্তা মোহাম্মাদালী। এসময় আধুনিক উন্নত প্রযুক্তি ব্যবহারে চাষের ফলন বাড়ানোর পাশাপাশি কৃষকদের উদ্বদ্ধ করার কথা বলা হয়। তাছাড়া কৃষকদের আগ্রহ অনুযায়ী এই উন্নত প্রযুক্তি সরকারি ভাবে কম খরচে প্রদান করার হবে জানান কর্মকর্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়া থানা থেকে ০৬ জন, তালা থানা ০২ জন, কালিগঞ্জ থানা ০৩ জন, শ্যামনগর থানা ০৪ জন, আশাশুনি থানা ০২ জন, দেবহাটা থানা ০২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ০১ জনকে আটক করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ বঙ্গের বিশিষ্ট আলেম মুফতি নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। তিনি সাতক্ষীরা আলিয়া কামিলা মাদ্রাসার সহকারী মুফতি ছিলেন। মুন্সিপাড়া কলেজ রোড সংলগ্ন একটি বাড়িতে তিনি পরিবার নিয়ে থাকতে। তার পৈত্রিক নিবাস আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রিপুর গ্রামে। ২১ বছর ধরে তিনি সুনামের সাথে প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন। তিনি দুই কন্য ও এক সন্তানের জনক। মৃত্যকালে তার বয়স হয়ে ছিল ৪৭ বছর। সোমবার সকালে কর্মস্থালে আসার পথে শাররীক অসুস্থ্যতা বোধ করলে পারিবারিক ভাবে তাকে2-large স্থানীয় একটি চিকিৎসালয়ে ভর্তি করানো হয়। সেখান থেকে অবস্থার অবন্নতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। চিকিৎসক জানান,হার্ডএ্যার্টাক করার কারণে তার মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে দুপুর দুইটার দিকে মরহুমের কর্মস্থল সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এক হৃদয় বিদারক পরিবেশের মধ্য দিয়ে প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন,প্রতিষ্ঠানটির হেড ,মুফতি আখতারুজ্জামান। এর আগে জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন,মরহুমের একমাত্র ছেলে,ছাব্বির আহম্মদ, অধ্যক্ষ মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান, প্রতিষ্ঠানটির গর্ভঃসদস্য জেলা ওলামা লীগের সভাপতি নাজমুল হাসান বকুল,মুহাদ্দিস সিরাজুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মরহুমের দ্বিতীয় নামাজের জানাযা অনুষ্ঠিত হয় বিকাল ৪টায় তার গ্রামের বাড়িতে। পরে বাবা মায়ের পাশে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্মন্ন করা হয়। বাংলাদেশ মসজিদ মিশনের সাতক্ষীরা জেলা কমিটির সেক্রেটারী মাওলানা মুস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠানটির কর্মরত শিক্ষকবৃন্দ মরহুমের মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃত্তি দিয়েছে। এক শোক বর্তায়  প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান জানান,তার মৃত্যুতে জাতি একজন আলেম কে হারাল। প্রতিষ্ঠানটি একজন বিজ্ঞশিক্ষক হারালো। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। একই সাথে শোক সন্তাপ্ত পরিবারের প্রতি জানায় গভীর সমবেদনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

unnamed-3অনলাইন ডেস্ক: একটি পা দিয়েই চলছে রাসেল মৃধার জীবন সংগ্রাম। শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি। তাই অভাব অনটনের সংসারে শারীরিক প্রতিবন্ধী ছেলেকে পড়ালেখা করাতে হাল ছাড়েনি রাসেলের বাবা-মা। লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ আর মনের জোরে এবার বাম পায়ে কলম ধরেই ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে শারীরিক প্রতিবন্ধী রাসেল মৃধা। সে সিংড়া পৌর এলাকার শোলাকুড়া মহল্লার কৃষক আবদুুর রহিম মৃধার ছেলে।

সরেজমিনে দেখা যায়, সোমবার সিংড়া দমদমা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিশেষ কৌশলে বেঞ্চের ওপর খাতা রেখে সেখানে বসেই বাম পায়ের দুই আঙুলের ফাঁকে কলম রেখে অন্য সবার সঙ্গে বাংলা পরীক্ষা দিচ্ছে সে। রাসেল মৃধা সিংড়া পৌর এলাকার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসার ৫ম শ্রেনীর ছাত্র। জন্ম থেকেই সে শারীরিক প্রতিবন্ধী।
শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাজমুল হক বলেন, রাসেল ছাত্র হিসেবে মেধাবী। ইসলামী সংগীতেও রয়েছে তার ব্যাপক প্রতিভা। প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা তার জন্য অনেক আন্তরিক। সাধ্যমত প্রতিষ্ঠান থেকে রাসেলকে সহযোগিতা করা হয়। ভবিষ্যতে তার জন্য পড়াশুনার বিষয়ে যতটুকু সম্ভব সুবিধা দেয়া হবে।

পড়ামোনার প্রতি প্রবল আগ্রহের ব্যাপারে জানতে চাইলে অদম্য রাসেল জানায়, সে পড়ালেখা করে অনেক জীবনে অনেক বড় হতে চায়। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সে সরকারি চাকরি করবে। বাবা মায়ের অভাব অনটন দূর করবে।

রাসেলের পিতা কৃষক আবদুুর রহিম মৃধার জানান, সে পা দিয়ে লিখে এবং শুকনা খাবার খায়। সে স্বাভাবিকভাবে কথা শুনতে ও বলতে পারে। রাসেল প্রতিবন্ধী হিসেবে তিন মাস পরপর ১৫শ টাকা প্রতিবন্ধী ভাতা পায়। স্থানীয় সাংসদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি রাসেলের চলাচলের জন্য একটি হুইল চেয়ার দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়া থানা থেকে ০৬ জন, তালা থানা ০২ জন, কালিগঞ্জ থানা ০৩ জন, শ্যামনগর থানা ০৪ জন, আশাশুনি থানা ০২ জন, দেবহাটা থানা ০২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ০১ জনকে আটক করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক: বলুন তো, চুলের খুশকি দূর করতে কোন তেল বেশি কার্যকর? আমন্ড অয়েল, জোজোবা অয়েল, অলিভ অয়েল নাকি ক্যাস্টর অয়েল? রূপবিশেষজ্ঞদের মতে, ক্যাস্টর অয়েল শুধু খুশকিই দূর করেই না, কার্যকর উপায়ে পুনরায় খুশকি ফিরে আসা রোধ করে। কারণ, এটি মাথার তালুতে খুশকি সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং এতে থাকা ওমেগা-৯ ফ্যাটি এসিড প্রাকৃতিকভাবে চুলের আর্দ্রতা ধরে রাখে। ক্যাস্টর অয়েলে আরো রয়েছে মিনারেলস, ওমেগা-৬ ফ্যাটি এসিড, ভিটামিন ই, যা চুল ও মাথার ত্বকের জন্য বেশ উপকারী। কীভাবে এই তেল ব্যবহার করবেন, এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে অনলাইন বিউটি সাইট ‘স্টাইল ক্রেজ ডটকম’-এ। চলুন, একনজর দেখে আসি। যেভাবে ব্যবহার করবেন : ক্যাস্টর অয়েল সরাসরি চুলে ব্যবহার করতে পারেন। এ ছাড়া এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন হালকা স্বাস্থ্যকর জোজোবা অয়েল কিংবা অলিভ অয়েল। কুসুম গরম করে তেল মালিশ করলে তালুর রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং খুশকি দূর করে। সারা রাত এভাবে রেখে দিন কিংবা গোসলের আগে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ভালো ফল খুব দ্রুতই বুঝতে পারবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিনোদন ডেস্ক: ২০১২ সালে মুক্তি পাওয়া মধুর ভান্ডারকারের ‘হিরোইন’ ছবিতে কাজ করার কথা ছিল ঐশ্বরিয়া রাই ব্চ্চনের। কিন্তু সে সময় ঐশ্বরিয়া গর্ভবতী হয়ে পড়ায় অনুরোধ করেছিলেন ছবিটির কাজ পিছিয়ে দিতে। কিন্তু সে সুযোগ ছিল না। তাই নারীপ্রধান ওই ছবিতে ঐশ্বরিয়ার বদলে নেওয়া হয় কারিনা কাপুর খানকে।গর্ভবতী হওয়ার পর বলিউডের প্রায় সব নায়িকাই স্বেচ্ছা নির্বাসনে চলে যান। থাকতে চান ক্যামেরা থেকে বহু দূরে। মা হওয়ার আগে ও পরে শরীরে যে পরিবর্তন আসে সেটা নিয়েই তাঁরা চিন্তিত থাকেন। তবে এদিক থেকে একেবারেই আলাদা কারিনা কাপুর খান। বলা যায় তিনি এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।স্বেচ্ছা নির্বাসন তো দূরের কথা একেবারে আগের মতোই কাজ চালিয়ে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। আর এ ব্যাপারে কারিনার যুক্তি হলো, তিনি যেহেতু একজন কর্মজীবী নারী তাই তাকে তাঁর কাজ চালিয়ে যেতে হবে। মাতৃত্ব একজন নারীর জীবনে অবশ্যই নতুন ও গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা, কিন্তু তার জন্য কাজ থেকে দূরে থাকার পক্ষপাতী নন তিনি।সম্প্রতি কারিনাকে দেখা গেল গর্ভবতী অবস্থায় ফটোশুটে অংশ নিতে। একটি ম্যাগাজিনের প্রচ্ছদের ছবি তোলার জন্য ফটোশুটে অংশ নেন কারিনা। এ সময় তিনি সাদা রঙের একটি গাউন পরেছিলেন। আর সেই ছবিই শেয়ার দেওয়া হয়েছে টুইটারে তার বিভিন্ন ফ্যানক্লাবের অ্যাকাউন্ট থেকে।এর আগে লাক্স গোল্ডেন রোজ অ্যাওয়ার্ডসের রেড কার্পেটেও পাওয়া গিয়েছিল কারিনাকে। গর্ভবতী অবস্থাতেই অংশ নিয়েছেন মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে আরেকটি ম্যাগাজিনের ফটোশুটে।গত ১৭ জুন মুক্তি পেয়েছিল কারিনা অভিনীত ছবি ‘উড়তা পাঞ্জাব’। আগামী বছর কারিনা অভিনীত ‘গোলমাল ৪’ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest