সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে দুই দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধনদেবহাটার বিস্তীর্ণ মাঠে এখন সরিষা ফুলের হলুদের সমারোহসাতক্ষীরায় ৪ সংসদীয় আসনের ১০ জনের মনোনয়নপত্র বাতিলসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির ক্যালেন্ডারের মোড়ক উন্মোচনদেবহাটায় পুলিশ সদস্যের অবসরজনিত বিদায়ী সংবর্ধনাদেবহাটায় এক যুবককে জোরপূর্বক তুলে নিয়ে অমানুষিক নির্যাতনসাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কবির হোসেনের যোগদাননূরনগর ইউনিয়নবাসীর জন্য সমাজসেবক লিটনের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালুসারসা বাহরুল উলুম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ  মৃত্যুঞ্জয় কুমার ও আবু তাহেরের নেতৃত্বে প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার কমিটি ঘোষণা

পাইকগাছা ব্যুরো : পাইকগাছায় ঔষধ ব্যবসায়ীরা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। দেখার কেহ নেই?। কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা। জানাগেছে, জীবন রক্ষাকারী ঔষধ বিক্রয়কারীরা স্বাস্থ্য সেবার লক্ষ্য নিয়ে ব্যবসা শুরু করলেও বৈধ কাগজপত্র রয়েছে হাতেগোনা কয়েকজন ব্যবসায়ীর। ১০ ইউনিয়ন ও ১টি পৌরসভার হাট বাজার গুলোতে যত্রতত্র ঔষধের দোকান (ফার্মেসী) গড়ে উঠলেও অধিকাংশ ব্যবসায়ীদের ড্রাগ লাইসেন্স, হাল সনের ট্রেড লাইসেন্স, ফার্মাসিস্ট প্রশিক্ষণ সনদ নাই বলে সুত্র জানিয়েছে। আবার দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালিত করলেও কর্তৃপক্ষ তদারকী না করার কারণে অনেকের লাইসেন্স থাকলেও সময়মত নবায়ন করছে না। অনেক দোকানদারের সাথে কথা বলে জানা গেছে অন্যের নিকট থেকে লাইসেন্স ক্রয় করলেও নিয়মমাফিক মোকাম ও মালিকের নাম পরিবর্তন হয়নি। এমনকি ঔষধের দোকানে প্রশিক্ষণপ্রাপ্ত ফার্মাসিস্ট থাকা বাধ্যতা মূলক হলেও অনেক দোকানে ফার্মাসিস্ট নাই। যার কারণে সরকার হারাচ্ছে লাখ টাকার রাজস্ব। জরুরিভাবে ডাক্তার ও ক্লিনিক মালিকদের কিছু ঔষধ থাকার সুযোগ থাকলেও কিছু কিছু গ্রাম্য ডাক্তার এবং ক্লিনিক মালিকরা এসব নিয়ম কানুন উপেক্ষা করে দেদারসে অনিয়মতান্ত্রিকভাবে ঔষধের ব্যবসা পরিচালনা করছেন। এ সকল গ্রাম্য ডাক্তাররা সরকার নিষিদ্ধ কোম্পানীর এবং নিম্নমানের ঔষধ কম দামে ক্রয় করে প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) করে প্রকাশ্যে বাজার মূল্যে বিক্রয় করছেন অভিযোগ রয়েছে। যাহা ঐ ডাক্তারের ঘরে ছাড়া পাওয়া দূরহ। এ বিষয়ে বাংলাদেশ কেমিস্ট সমিতি পাইকগাছা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, বাজারে কয়েকজন ব্যবসায়ীর ড্রাগ লাইসেন্স, ফার্মাসিস্ট প্রশিক্ষণ সনদ, লাইসেন্স নবায়ন ও ক্রয়কৃত লাইসেন্স এর নাম পরিবর্তন করা নাই বলে শুনেছি তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির মাধ্যমে সঠিক তথ্য পাওয়া যাবে। এ বিষয়ে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পাইকগাছা শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন বলেন, যদি কোন ডাক্তার বিচ্ছিন্নভবে নকল, ভেজাল, নিষিদ্ধ ঔষধ বিক্রি করে তার দ্বায়-দায়িত্ব তাকে নিতে হবে, সমিতি তার দায়িত্ব বহন করবে না। সঠিক তথ্য নির্ণয়ের জন্য এবং বৈধ ব্যবসার স্বার্থে অতিশীঘ্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

p
মাহফুজুর রহমান: গত ২০ নভেম্বর ৫ম শ্রেণির সমাপনী পরিক্ষার প্রথম দিন সকালে হঠাৎ মারা যান বাক্ প্রতিবন্ধী স্বপ্না পারভীনের মাতা বিলকিছ বেগম। মায়ের এই আকস্মিক মৃত্যুতে স্বপ্না মুষড়ে পড়লেও নিজেকে সামলে নিয়ে সিদ্ধান্ত নেয় পরিক্ষায় অংশ নেওয়ার এবং প্রথম দিনের ইংরেজি পরীক্ষা ভালই হয়েছে বলে জানায় সে। স্বপ্না ২৬ নং যতীন্দ্রগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। তার সমাপনী পরিক্ষার রোল নং- ম-২৯৫৯, কেন্দ্র- বনশ্রী শিক্ষা নিতেকন (মা:বি:), উপজেলা- শ্যামনগর, সে মরাগাং গ্রামের নূর ইসলাম শেখের তিন কন্যার মধ্যে কনিষ্ঠ। মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম মোড়ল জানান, তার মাতা বিলকিছ বেগম মারা যাওয়ার ১২ দিন পূর্বে ২টি জমজ পুত্র সন্তান জন্ম দিয়েছেন। লেখাপড়ার প্রতি স্বপ্না পারভীনের এই আগ্রহ অন্যদেরকেও অনুপ্রাণিত করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

3
নিজস্ব প্রতিবেদক : আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরা পৌরসভা, আলিপুর, ধুরিহর, ব্রক্ষ্মরাজপুর, লাবসা ও ফিংড়ী ইউনিয়ন নিয়ে গঠিত ৫নং ওয়ার্ড নির্বাচনী এলাকার সদস্য পদে সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজানের নির্বাচনী গণসংযোগ ও বিশাল মোটরসাইকেল র‌্যালি বের হয়। সোমবার বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র‌্যালীটি বের হয়ে পৌরসভা, আলিপুর, ধুলিহর, ব্রক্ষ্মরাজপুর, লাবসা ও ফিংড়ী ইউনিয়ন প্রদক্ষিণ শেষে আবার শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। নির্বাচনী গণসংযোগকালে ৫নং ওয়ার্ড নির্বাচনী এলাকার সদস্য পদপ্রার্থী সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান ভোটারদের সাথে কুশল বিনিময়, দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন মারুফ, পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু, যুগ্ন আহবায়ক তুহিনুর রহমান তুহিন,সদর উপজেলা যুবলীগের সহ- সভাপতি জাহিদ হাসান, জয়েন্ট সেক্রেটারী মঈনুল ইসলামসহ যুবলীগের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

reza
প্রেস বিজ্ঞপ্তি: সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক হিসাবে দায়িত্ব পেয়েছেন শাদমান সাকিফ রেজা। সোমবার সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন ও সাধারণ সম্পাদক  এহসান হাবিব অয়ন স্বাক্ষরিত এক বিবৃতি সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে শাদমান সাকিফ রেজাকে ২য় বছরের জন্য মনোনীয়ত করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা তালা উপজেলার গাছা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী কাম চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ প্রদানে ব্যাপক অনিয়ম ও দূনিতির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। আবেদনে বলা হয় অত্র স্কুল কমিটির সদস্যরা কোন রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে বিদ্যালয়ের সভাপতির ছেলেকে নিয়োগ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ইতিমধ্যে তারা প্রার্থীর কাছ থেকে ৫-৬ লাখ টাকা নিয়ে দফারফা করছে। নিয়োগ বন্ধ ও মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য। গাছা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অবিভাবক সদস্য বিকাশ চন্দ্র সরকার জানান, সম্প্রতি বিদ্যালয়ের এক অফিস সহকারী কাম চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ প্রদানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৭ জন প্রার্থী উক্ত পদের জন্য আবেদন করেন। বিস্বস্থ সুত্রে জানতে পারলাম আবেদন কারীদের মধ্যে অমর কুমার মন্ডল, পিতা- সুশান্ত কুমার মন্ডল, গ্রাম-বাগডাঙ্গা, উপজেলা-তালা, জেলা-সাতক্ষীরা তাকে ওই পদে নিয়োগ প্রদান করা হবে। নিয়োগ প্রদান করতে নিয়োগ বোর্ডের দায়িত্বশীল ব্যক্তিরা ৫-৬ লাখ টাকা আর্থিক লেনদেন করেছেন এমন খবর স্থানীয়ভাবে প্রচার হয়েছে। যাকে নিয়োগ দেয়ার জন্য চুড়ান্ত করা হচ্ছে সেই অমর কুমার মন্ডলের বাবা গাছা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে ২৩/১১/২০১৬ তারিখে তালা বি দে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ প্রদানের জন্য পাতানো একটি নিয়োগ বোর্ড করার সিদ্ধান্ত করা হয়েছে। আর্থিক সুবিধা নিয়ে বিশেষ ব্যক্তিকে নিয়োগ দেয়া হলে আইন শৃংখলা অবনতি হতে পারে। একই সাথে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যহত হবে এবং  বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্যদের মধ্যে বিরোধ সৃষ্টি হতে পারে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রথিন্দ্রের সাথে কথা যোগাযোগ করলে তিনি বলেন, অর্থ নিয়ে নিয়োগের কোন বিষয় আমার জানা নেই। তবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ঐক্যমত পোষন করেছেন যিনি পরীক্ষায় প্রথম হবেন তাকে নিয়োগ দেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক:  তালা উপজেলার বিভিন্নস্থানে অটো রিক্সা, টেম্পু, মিশুক, বেবী ট্যাক্সি ও ট্যাক্সিকার মালিক সমিতির সদস্যদের মারপিট, হয়রানী, নির্যাতন, হত্যার হুমকি ও চাঁদাবাজিসহ সেখানে গাড়ি ঢুকতে না দেয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সাতক্ষীরা জেলা অটো রিক্সা মালিক সমিতির সভাপতি মাছুম বিল্লাহ এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা অটো রিক্সা মালিক সমিতির সহ-সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক গাউস আলী সরদার, অটো রিক্সা সমবায় সমিতির সাধারণ সম্পাদক জোহর আলী, জাহিদ হোসেন প্রমুখ। মানববন্ধন কর্মসূচীতে বক্তারা, অটো রিক্সা মালিক সমিতির সদস্যদের মারপিট, হয়রানী, নির্যাতন, হত্যার হুমকি ও চাঁদাবাজির তীব্র প্রতিবাদ জানান এবং এর সাথে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান। একইসাথে তারা পাটকেলঘাটা অটোরিক্সা, অটোটেম্পু মালিক সমিতির রেজিষ্ট্রেশন খুলনা-২১৯৯ বাতিলেরও দাবী জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ছোটকলাগাছিয়া পশুরখাল এলাকায় র‌্যাব-৮ এর অভিযানে  ৫টি অস্ত্র ও গুলিসহ বনদস্যু জোনাব বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে এ সময় উদ্ধার করা হয়েছে, তিনটি একনলা বন্দুক, দুইটি সার্টার গান ও ১৬ রাউন্ড গুলি। সোমবার ভোরে র‌্যাব-৮ এর সদস্যরা তাদের আটকের পর বেলা ১২ টার দিকে শ্যামনগর থানায় হস্তান্তর করে। আটককৃত বনদস্যুরা হল, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের আলহাজ্ব শামছুর মোড়লের ছেলে আব্দুর রহিম মোড়ল (৩৩) ও খুলনা জেলার পাইকগাছা উপজেলার রামনগর গ্রামের মমিন মোড়লের ছেলে অজিহার মোড়ল (২৪)। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় র‌্যাব-৮ এর ডি,এ,ডি লিয়াকত হোসেন বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি আরো জানান, আটককৃত বনদস্যুদের আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সখিপুর প্রতিনিধি: দেবাহাটায় খামার যান্ত্রিক করণের লক্ষে চক-মাহম্মুদআলীপুরে আধুনিকযন্ত্রের সাহায্যে ভুট্টার বীজ বপনে মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সখিপুরের চক-মাহম্মুদআলীপুরে গ্রামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় বীরমুক্তিযোদ্ধা এটিএম জামাত আলির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকতা সাহজাহান আলী, উপ-সহকারি কৃষিকর্মকর্তা ইব্রাহিম খলিল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপ-সহকারি কৃষিকর্মকর্তা মোহাম্মাদালী। এসময় আধুনিক উন্নত প্রযুক্তি ব্যবহারে চাষের ফলন বাড়ানোর পাশাপাশি কৃষকদের উদ্বদ্ধ করার কথা বলা হয়। তাছাড়া কৃষকদের আগ্রহ অনুযায়ী এই উন্নত প্রযুক্তি সরকারি ভাবে কম খরচে প্রদান করার হবে জানান কর্মকর্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest