স্বাস্থ্য ডেস্ক: প্রকৃতিতে শীতের আমেজ। প্রকৃতির পরিবর্তন দেখেই আমরা বুঝে নিই শীত এসে গেছে। তবে এবার শীত আসার কিছু ‘উদ্ভট’ লক্ষণের কথা জানবেন এই লেখায়!১. আপনি একজন আড্ডাবাজ যুবক। রাত-বিরাতে বাইরে আড্ডা দিয়ে বেড়ানো আপনার প্রতিদিনকার আবশ্যকীয় কম্ম! সেই আপনি যখন রাত ১০টা পেরোনোর আগেই আড্ডা ছেড়ে বাসার পথে পা বাড়ান, তখন বুঝে নিতে হবে শীত এসে গেছে! শীতে কে-ই বা আড্ডায় সময় ‘নষ্ট’ করতে চায়!২. আপনি একজন তরুণের বাবা। বন্ধুদের সে ব্যাপক ভালোবাসে। তাই বন্ধুদের ছেড়ে বাসায় আসতে আসতে নিত্য আপনার ছেলের গভীর রাত হয়ে যায়। সেই ছেলেই যখন সন্ধ্যার কিছু সময় পর বাসায় ফিরতে শুরু করে, তখন বুঝে নিতে হবে শীত এসে গেছে!৩. গোসল করতে বাথরুমে প্রবেশের পর পানি ছোঁয়ার পরই যখন আপনি আঁতকে উঠে ভাবেন, ‘কালকেই তো গোসল করেছি, আজ আর গোসল করার কী দরকার’, তখন বুঝে নিতে হবে শীত এসে গেছে।৪. যখন সন্ধ্যা হতে না হতেই রাস্তার দ্বারে কিংবা ফুটপাতে ভাসমান পিঠা বিক্রেতাদের আনাগোনা বেড়ে যাবে, বুঝে নিতে হবে শীত মহাশয় এসে গেছেন। যাঁরা বোঝেননি, তাঁদের জন্য পিঠা বিক্রেতারা শীতের মৌসুমেই ভাঁপা পিঠা, চিতই পিঠা…নিয়ে বিক্রি করতে বের হন।৫. যখন বাইরে থেকে ঘরে ফিরেই ফ্যানের সুইচ না খুঁজে বাতাস আসা ঠেকাতে ঘরের দরজা-জানালা বন্ধ করে দেন, তখন বুঝে নিতে হবে শীত এসে গেছে।৬. যে মাসে বাসার বিদ্যুৎ বিল আচমকা কম আসবে, বুঝে নিতে হবে শীত এসেছে। শীতের কারণে বাসার এসি, ফ্যান চলে না; দ্রুত লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়েন সবাই। সো…!

স্পোর্টস ডেস্ক:যুগে যুগে অনেক সুদর্শন ক্রিকেটারই মাতিয়ে গেছেন ২২ গজের পিচ। তাদের থেকে বেছে নেয়া হয়েছে সর্বকালের সেরা একাদশ।
স্পোর্টস ডেস্ক: অলআউট হয়ে গিয়েছিল মাত্র ৪৪ রানে। দ্বিতীয়বারের মুখোমুখি লড়াইয়েও রংপুরের বিপক্ষে জয় পেল না খুলনা। এবারও সাত উইকেটের সহজ জয় পেয়েছে রংপুর। খুলনাকে হারিয়ে দখল করেছে পয়েন্ট তালিকার শীর্ষস্থান।
নিজস্ব প্রতিবেদক: ‘আমরা কচু শাক বাড়ির পাশ থেকে তুলে খেতাম, কলার মুচা খেয়ে বড় হয়েছি। কিন্তু আজ সেগুলো আর দেখা যায় না। এসব অচাষকৃত শাকসবজি পুষ্টিগুণে ভরপুর, খেলে স্বাস্থ্য ভাল থাকে।’