নিজস্ব প্রতিবেদক : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ছোটকলাগাছিয়া পশুরখাল এলাকায় র্যাব-৮ এর অভিযানে ৫টি অস্ত্র ও গুলিসহ বনদস্যু জোনাব বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে এ সময় উদ্ধার করা হয়েছে, তিনটি একনলা বন্দুক, দুইটি সার্টার গান ও ১৬ রাউন্ড গুলি। সোমবার ভোরে র্যাব-৮ এর সদস্যরা তাদের আটকের পর বেলা ১২ টার দিকে শ্যামনগর থানায় হস্তান্তর করে। আটককৃত বনদস্যুরা হল, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের আলহাজ্ব শামছুর মোড়লের ছেলে আব্দুর রহিম মোড়ল (৩৩) ও খুলনা জেলার পাইকগাছা উপজেলার রামনগর গ্রামের মমিন মোড়লের ছেলে অজিহার মোড়ল (২৪)। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় র্যাব-৮ এর ডি,এ,ডি লিয়াকত হোসেন বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি আরো জানান, আটককৃত বনদস্যুদের আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় একটি চিকিৎসালয়ে ভর্তি করানো হয়। সেখান থেকে অবস্থার অবন্নতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। চিকিৎসক জানান,হার্ডএ্যার্টাক করার কারণে তার মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে দুপুর দুইটার দিকে মরহুমের কর্মস্থল সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এক হৃদয় বিদারক পরিবেশের মধ্য দিয়ে প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন,প্রতিষ্ঠানটির হেড ,মুফতি আখতারুজ্জামান। এর আগে জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন,মরহুমের একমাত্র ছেলে,ছাব্বির আহম্মদ, অধ্যক্ষ মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান, প্রতিষ্ঠানটির গর্ভঃসদস্য জেলা ওলামা লীগের সভাপতি নাজমুল হাসান বকুল,মুহাদ্দিস সিরাজুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মরহুমের দ্বিতীয় নামাজের জানাযা অনুষ্ঠিত হয় বিকাল ৪টায় তার গ্রামের বাড়িতে। পরে বাবা মায়ের পাশে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্মন্ন করা হয়। বাংলাদেশ মসজিদ মিশনের সাতক্ষীরা জেলা কমিটির সেক্রেটারী মাওলানা মুস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠানটির কর্মরত শিক্ষকবৃন্দ মরহুমের মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃত্তি দিয়েছে। এক শোক বর্তায় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান জানান,তার মৃত্যুতে জাতি একজন আলেম কে হারাল। প্রতিষ্ঠানটি একজন বিজ্ঞশিক্ষক হারালো। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। একই সাথে শোক সন্তাপ্ত পরিবারের প্রতি জানায় গভীর সমবেদনা।
অনলাইন ডেস্ক: একটি পা দিয়েই চলছে রাসেল মৃধার জীবন সংগ্রাম। শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি। তাই অভাব অনটনের সংসারে শারীরিক প্রতিবন্ধী ছেলেকে পড়ালেখা করাতে হাল ছাড়েনি রাসেলের বাবা-মা। লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ আর মনের জোরে এবার বাম পায়ে কলম ধরেই ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে শারীরিক প্রতিবন্ধী রাসেল মৃধা। সে সিংড়া পৌর এলাকার শোলাকুড়া মহল্লার কৃষক আবদুুর রহিম মৃধার ছেলে।