কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার তল্ইুগাছা সীমান্তের বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী,পলিথিন,জুুতা ও চা-পাতা উদ্ধার করে। শনিবার সকালে উপজেলার উত্তর কাকডাঙ্গা মাঠের মধ্যে থেকে এই মালামাল উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিজিবি ক্যাম্পের হাবিলদার বাসারাতের নেতৃত্বে ওই মাঠের মধ্যে টহলরত অবস্থায় চোরাচালানীদের তাড়া করে ভারতীয় ২ বস্তা শাড়ী, ৩ বস্তা পলিথিন,২ বস্তা জুতা ও ৩ বস্তা চা-পাতা উদ্ধার করে। তবে উদ্ধারের সময় বিজিবি কোন চোরাচালানীকে আটক করতে পারেনি। জব্দকৃত মালামাল সাতক্ষীরা বিজিবির হেড কোয়াটারে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।





ন্যাশনাল ডেস্ক: নিবন্ধিত সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে সব দলের ঐক্যের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের খুঁজে বের করতে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠনেরও কথা বলেছেন তিনি।
ডেস্ক: ফেনী কলেজ ছাত্র সংসদের (১৯৬৭-৬৮ সালের) ভিপি, তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন নেতা সৈয়দ মাওলানা ওয়াজ উদ্দিনকে হত্যায় জামায়াতের নতুন আমির মকবুল আহমাদের জড়িত থাকার প্রমাণ্য দলিল পাওয়া গেছে। ১৯৭১ সালের ১০ আগস্ট ছাত্রনেতা ওয়াজ উদ্দিনকে হত্যার জন্য তৎকালীন চট্টগ্রাম রেডিওতে কর্মরত ফজলুল হক নামে এক ব্যক্তির কাছে দলীয় প্যাডে ইংরেজিতে হাতের লেখা একটি চিঠি পাঠান মকবুল। এই চিঠি শহীদ মুক্তিযোদ্ধা ওয়াজ উদ্দিন হত্যার দালিলিক প্রমাণ হিসেবে এখনও রয়ে গেছে।
একই চিঠিতে ওয়াজ উদ্দিনকে ‘চীনপন্থী মেনন গ্রুপের নেতা’ ও ‘চট্টগ্রাম সেক্টরের মুক্তি বাহিনীর প্রধান সহকারী’ উল্লেখ করে তার সন্ধান বের করতে ফজলুল হককে অনুরোধ করেন। তিনি এ বিষয়ে পাকিস্তানি বাহিনী এবং তাদের স্পেশাল ক্যাডেট শাহ জালাল ও নশেরের সহযোগিতায় যথার্থ ব্যবস্থা গ্রহণ করতে ফেনী শহর কমান্ডার হানিফ ও উপদেষ্টা মাওলানা মোস্তফাকে ওই রাতে চট্টগ্রামে পাঠানোর কথাও চিঠিতে উল্লেখ করেন।