
প্রেসবিজ্ঞপ্তি: সব্যসাচী আবৃত্তি সংসদের প্রতিষ্ঠাতা, আবৃত্তি শিল্পী, বিশিষ্ট ছোট গল্পকার ও সাংস্কৃতিক সংগঠক মনিরুজ্জামান ছট্রু হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত রোগ মুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন কবি শ্রভ্র আহমেদ, স.ম তুহিন, মন্ময় মনির, তুপ্তি মোহন মল্লিক, ছড়াকার নাজমুল হাসান, সরদার গিয়াস উদ্দিন, আমিনুর রশীদ, এম এ জলিল, হাফিজুর রহমান মাসুম, আব্দুর রহমান, দিলরোবা রোজ, মাহমুদ ইসলাম ও মর্নিং সান প্রি- ক্যডেট স্কুলের অধ্যক্ষ এবং সব্যসাচী আবৃত্তি সংসদের দপ্তর সম্পাদক শেখ আমিনুর রহমান কাজলসহ সহ বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।



স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাই ও আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্যস্ত সময় পার করছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইতালি এবং স্পেন। প্রীতি ম্যাচে বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় জার্মানি-ইতালি’র, ২টায় ইংল্যান্ড স্পেনের এবং রাশিয়া রুমানিয়ার মুখোমুখি হবে। ওদিকে, বিশ্বকাপে লাতিন অঞ্চলের বাছাই পর্বে বুধবার ভোর সাড়ে ৫টায় আর্জেন্টিনা-কলম্বিয়া এবং সকাল সোয়া ৮টায় শুরু হবে ব্রাজিল ও পেরু’র ম্যাচ।
বিনোদন ডেস্ক: সালমন খানের সঙ্গে ‘বিগ বস ১০’ এবার লঞ্চ করতে চান দীপিকা পাড়ুকোন৷ দীপিকা জানিয়েছেন ‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অফ জ্যান্ডার কেজ’ ছবির সমস্ত অভিনেতাদের নিয়ে বিগ বস-এর বাড়িতে তিনি ঢুকতে চান৷ সঙ্গে অবশ্যই যেন ভিন ডিজেল থাকেন৷