কালিগঞ্জ ব্যুরো: সত্য-সুন্দর-সম্প্রীতির উৎসব কালিগঞ্জ সাহিত্য একাডেমি সম্মেলন ২০১৬ শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও কালিগঞ্জ সাহিত্য একাডেমির আয়োজনে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার পুরস্কারপ্রাপ্ত কবি আবদুস সামাদ ফারুক। জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহম্মদ, কবি হোসেন উদ্দীন হোসেন, মাকিদ হায়দার, ভারতীয় কবি নৃপেন চক্রবর্তী ও নলিনী বেরা প্রমুখ। এ্যাডভোকেট জাফরুল্যাহ কুতুবুদ্দিন ইব্রাহিম ও সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিগঞ্জ সাহিত্য একাডেমির সমন্বয়ক অধ্যাপক গাজী আজিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ লস্কার জায়াদুল হক, সুশীলনের পরিচালক মোস্তফা নুরুজ্জামান, জেলা সাহিত্য একাডেমির সম্পাদক পল্টু বাসার প্রমুখ। সম্মেলনের আহবায়ক ও বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শিমুল কুমার সাহা। অনুষ্ঠান শুরুর পূর্বে বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ ফারুক অফিসার্স ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ১২ ইউনিয়নের ২২ জন ভিক্ষুককে প্রথম পর্যায়ে কর্মসংস্থানের জন্য প্রত্যেককে ভ্যান ও সেলাই মেশিন প্রদান করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোশারাফ হোসেন, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, দক্ষিণশ্রীপুর ইউপি চেয়ারম্যার প্রশান্ত কুমার সরকার প্রমুখ। সম্মেলনের বিভিন্ন এলাকা থেকে আগত কবি সাহিত্যিকদের স্বরচিত কবিতা পাঠ ও মনোজ্ঞ সাংকৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

ক দৃষ্টি রয়েছে সবার। আসলে কী হয়েছে ওই ওভারে, তদন্ত হলেই তা বেরিয়ে আসবে।
রেছেন। সেই ধারাবাহিকতায় এবার শাহজাদের সাথে দ্বিতীয় উইকেটে ম্যাচ জেতানো অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটি গড়েছেন। মিথুন ৩৯ বলে ৩টি ছক্কা ও ১টি চারে ৪৫ রানে অপরাজিত ছিলেন। সৌম্য সরকার বড় রান পেলেন না লো স্কোরিং ও চাপ মুক্ত এই ম্যাচেও। ১৫ বলে ২২ রান করে মাশরাফির শিকার হয়েছেন।
নারায়ণগঞ্জে গত সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দুই নেতা সেলিনা হায়াৎ আইভী ও এ কে এম শামীম ওসমান প্রার্থী হয়েছিলেন। ২০১১ সালে নির্দলীয় ওই নির্বাচনে শামীম ওসমানকে এক লাখের বেশি ভোটে হারিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হন সাবেক চেয়ারম্যান আইভী।
বছর ভোগ দখলীয় থাকা সরকারি খাস জমি জোর দখলে নিতে বেপরোয়া হয়ে উঠেছে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যুরা। ভূমিদস্যুদের একের পর হামলা ও হুমকিতে আতংকিত হয়ে পড়েছে হতদরিদ্র ভূমিহীন কৃষকরা। যদিও হুমকি ও জোর দখল চেষ্টা বন্ধ করতে স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন ভূমিদস্যুদের নিষেধ করলেও তা মানছেন না ভূমিদস্যুরা। ভূমিহীন একাধিক কৃষক ভয়ের কারনে নাম প্রকাশ না করার শর্তে জানান, উপজেলার বাউখোলা মৌজার বাউখোলা গ্রামের কপোতাক্ষ নদ সংলগ্ন সরকারের ১নং খাস খতিয়ান ভুক্ত ৫৮০/৬১৪ দাগের প্রায় ২৫ বিঘা জমি স্থানীয় ২০/২২ জন ভূমিহীন হতদরিদ্র কৃষকরা ১০/১২ বছর ধরে শান্তিপূর্ন ভোগ দখলিকার অবস্থায় চাষাবাদ করে আসছে। ভূমিহীনরা উক্ত জমি বিগত ২০০৫ সালে সরকারের কাছ থেকে বিধি মোতাবেক ১ সনা ইজারা গ্রহন পূর্বক জমিতে চাষাবাদ শুরু করে। কিন্ত পরবর্তিতে কপোতাক্ষ নদ ভরাটী উক্ত খাস জমি ইজারা প্রদান বন্ধ হলে ভূমিহীনরা ইজারা গ্রহণ করতে পারেনি। তারপরও সেখানে ভূমিহীন কৃষকরা চাষাবাদ করে নিজেদের পরিবারের জীবিকা নির্বাহ করে আসছে। ভূমিহীনরা অভিযোগ করে বলেন, দীর্ঘ ১০/১২ বছর ধরে সরকারি উক্ত খাস জমিতে বিভিন্ন ফসল চাষাবাদ করে আসলেও সম্প্রতি এলাকার প্রভাবশালী ভূমিদস্যু মৃত. মোহাম্মাদ হোসেন এর পুত্র আলাউদ্দীন শেখ, মৃত. জামির শেখের পুত্র হায়দার শেখ, দিরাজ তুল্য কাগজীর পুত্র ইদ্রিস আলী এবং আয়ুব আলী, লুৎফর রহমানের পুত্র মফিজুল রহমান, বজলু শেখের পুত্র শফিকুল রহমান শেখ, জিল্লুর রহমানের পুত্র জিয়াউল রহমান বকুল ও জাফের শেখ এর পুত্র আকবর শেখ গং সংঘবদ্ধ ভাবে সরকার ওই জমি জোর দখল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভূমি দস্যুরা ইতোমধ্যে সকল জমি থেকে ভূমিহীনদের উচ্ছেদ করতে একের পর হামলা ও হুমকি দিয়ে যাচ্ছে। বুধবার সকালে ভূমিদস্যুদের হামলায় হতদরিদ্র ভূমিহীন বাবলু শেখের স্ত্রী তাহেরা বেগম (৪৫) গুরুতর আহত হলে তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’এ ভর্তি করা হয়। ভূমি দস্যুদের একের পর এক হামলা ও হুমকির ঘটনায় স্থানীয় ইসলামকাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, স্থানীয় ওয়ার্ড ইউপি সদস্য মো. আল আমীন ঘটনাস্থল পরিদর্শন করে উক্ত জমি চাষাবাদের স্বার্থে ভূমিহীন কৃষকদের দখলীয় জমিতে চাষাবাদ কার্যক্রম অব্যাহত রাখতে বলেছেন। এছাড়া একই সময় উক্ত জমি জোর দখল না করার জন্য তিনি দখল চেষ্টাকারীদের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করে ভূমি দস্যুরা বিভিন্ন কৌশল অবলম্বন করে খাস জমি জোর দখল নিতে অপচেষ্টা অব্যাহত রেখেছে বলে ভূমিহীন কৃষকরা জানিয়েছেন। এতে করে এলাকায় ভূমিহীন কৃষক এবং প্রভাবশালী ভূমিদস্যুদের মধ্যে যে কোনও সময় রক্তক্ষয়ি সংঘর্ষ ঘটার আশংকা সৃষ্টি হয়েছে। যে কারনে ঘটনার বিষয়ে অতি দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন শান্তিপ্রিয় এলাকাবাসী।
লোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম,কামরুজ্জামান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাানর্জি। আলোচনা সভা শেষে কেককাটা হয়। প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার সাধারণ সম্পাদক উম্মে তামান্নার সঞ্চলনায় দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরণের খেলাধুলা।