বিনোদন ডেস্ক: পিছিয়ে গেল চলচ্চিত্র ‘মুখোশ মানুষ’-এর মুক্তির তারিখ। আগামী ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে ৩০ ডিসেম্বর করা হয়েছে। জেলা পর্যায়ে সাইবার ক্রাইম নিয়ে কর্মসূচির জন্যই মূলত ছবিটি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছবির পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল। ছবিতে হিল্লোল ও নওশীন জুটি বেধে অভিনয় করেছেন।
সাইবার ক্রাইমের বিরুদ্ধে নতুন কর্মসূচি নিয়েছেন ‘মুখোশ মানুষ’ চলচ্চিত্রের নির্মাতা থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রী, গল্পকার, এমনকি সঙ্গীত পরিচালকও। খুব শিগগিরই সাইবার ক্রাইম বন্ধের জন্য বিভিন্ন জেলা শহরে যাবে ‘মুখোশ মানুষ’ চলচ্চিত্রের টিম। সাধারণ জনগণকে সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন করার জন্যই মূলত এই কর্মসূচি।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘মুখোশ মানুষ’ চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে সমাজের অন্ধকার একটি দিক। ছবিটিতে হিল্লোল, নওশীনসহ আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কল্যাণ। এ ছাড়া আছেন বড়দা মিঠু, মিমো, প্রসূন আজাদ ও রাইজা রশিদ প্রমুখ।
‘মুখোশ মানুষ’ ছবির নির্মাতা ইয়াসির আরাফাত জুয়েল বলেন, ‘আমরা একটি টেলিফিল্ম করেছিলাম এবং সেটির ট্রেইলার অনলাইনে মুক্তি দেওয়ার পর ব্যাপক সাড়া পাই। সত্য ঘটনা অবলম্বনে এই গল্পটি লেখা হয়েছে। তাই কাহিনীর প্রয়োজনে যেসব দৃশ্য থাকা দরকার, তা-ই থাকছে।’
বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচিত ও সমালোচিত হয় ‘দ্য ফেক’ শিরোনামের ওই টেলিছবির ট্রেইলার। চরিত্রের প্রয়োজনে সে সময় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন আদনান ফারুক হিল্লোল ও নওশীন।
এরই মধ্যে নতুনভাবে প্রকাশ করা হয়েছে ‘মুখোশ মানুষ’ চলচ্চিত্রের একটি মোশন পোস্টার ও একটি ট্রেইলার। ‘মুখোশ মানুষ’ চলচ্চিত্রের আবহ সঙ্গীত করেছেন প্রত্যয় খান। ছবির বিভিন্ন গানের সঙ্গীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ এবং আহমেদ হুমায়ূন। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সুকন্যা মজুমদার, আঁচল, সৌরিন ও আরিফ।

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ফ্লিন। সবকিছু ঠিকঠাক থাকলে আর কিছুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের নিরাপত্তার গুরুদায়িত্ব পাচ্ছেন তিনি। অথচ সেই ফ্লিনই কিছুদিন আগে ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন।
অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করতে আসা প্রধান অতিথি নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মারগারিটা কুলেনেরার চুরি যাওয়া হাতব্যাগটি উদ্ধার করা হয়েছে।
অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হতে হবে এবং তা হলে শেখ হাসিনাই পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।
অনলাইন ডেস্ক: সিলেট জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের সদর দফতর ১১ ব্রিগেডসহ ৯টি ইউনিটের পতাকা উত্তোলন শেষে সেনাবাহিনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা রাখেন। এসময় সেনাবাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, পবিত্র সংবিধান এবং দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে আভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যেকোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হব।
অনলাইন ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বের অন্যতম আলোচনার বিষয় হলো মায়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদের উপর চালানো অমানুষিক নির্যাতন। সেখানে তাদের উপর চালানো হচ্ছে বর্বরতম নির্যাতন এবং হত্যা করা হচ্ছে অসংখ্য রোহিঙ্গাদের।
অনলাইন ডেস্ক: আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৮টি হলের সম্মেলন। এ নিয়ে পদপ্রার্থীদের মাঝে তুমুল দৌড়ঝাপ শুরু হয়েছে। ক্যাম্পাসে আড্ডায়, মধুর ক্যান্টিন, টিএসসি, হাকিম চত্বর এমনকি হলে হলে এই আলোচনার কমতি নেই। লবিং, তদবির, নেতাদের বাসায় ধর্ণা দেয়া কিংবা আঞ্চলিকতার দোহাই দিয়েও চলছে হরহামেশা যোগাযোগ। নিজ কর্মীদের নিয়ে শোডাউন দিয়ে ক্যাম্পাসের যেখানে সেখানে ভিড় জমাচ্ছেন পদপ্রত্যাশীরা।