সর্বশেষ সংবাদ-
আশাশুনি উপজেলা যুব দলের যুগ্ম আহবায়কের পিতার দাফন দুই মেয়ের পর আবারো মেয়ের জন্ম :  ৫দিনের কন্যাশিশুকে খালের পানিতে ফেলে হত্যা- মা আটকবিএনপির কণ্ঠে স্বৈরাচারের সুর শুনতে পাচ্ছি– সাতক্ষীরায় গোলাম পরওয়ারজাতীয় নিরাপদ সড়ক দিবসে সাতক্ষীরায় বিআরটির রোড শোতালায় বালু বিক্রয় নিয়ে সংঘর্ষে আহত ৪ : ভুক্তভোগী পরিবারের অভিযোগলাবণ্যবতী খালের উপর কাঠের ব্রিজটি যেন মৃত্যুর ফাঁদসাতক্ষীরা-২ আসনে এবি পার্টির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জি এম শাকিলবর্ণিল সাজে সাতক্ষীরায় লেকভিউ রাগবি সেভেনস ট্রফি’র উদ্বোধনপিআর পদ্ধতির দাবিতে সাতক্ষীরায় সেমিনারশ্যামনগরে আজাবা শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালীনি ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামাতের সভাপতি নাশকতা মামলার আসামি আকরাম হোসেনকে গ্রেফতার করেছেন শ্যামনগর থানা পুলিশ। গত সোমবার রাত ১০টার দিকে নীলডুমুর বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বুড়িগোয়ালীনি ইউনিয়নের ভামিয়া গ্রামে ছফেদ আলী মোল্লার ছেলে। শ্যামনগর থানা সূত্র মতে, গোপনে জানতে পেরে পুলিশের উপ-পরিদর্শক বিশ্বজিৎ ঘটনাস্থল থেকে আকরামকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। শ্যামনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান এ বিষয় নিশ্চিত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জি.এম আবুল হোসাইন : সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শিবপুর ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে মেহেরপুর জেলার এনসিটিএফ, পিএসকেএস ও সেভ দ্য চিলড্রেন প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মজিদ বিশ্বাসের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৫নং শিবপুর ইউনিয়ন পরিষদ, ব্রেকিং দ্য সাইলেন্স ও সেভ দ্য চিলড্রেন এর  সহযোগিতায় সভায় উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন’র সিনিয়র প্রকল্প কর্মকর্তা নাসিদুল হক, চাইল্ড লেড অ্যাডভোকেসি পলিসি’র সিনিয়র অফিসার আবু জাফর মোহাম্মদ হোসেন, আফরোজা আক্তার বানু, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রোগ্রাম ম্যানেজার ড. তারেকুজ্জামান, শিশুদের জন্য প্রকল্পের প্রকল্প পরিচালক সুনীল কুমার রায়, পিএসকেএস এর টেকনিক্যাল অফিসার হোসনা বানু রানী, মেহেরপুর উপজেলা ভলান্টিয়ার মো. আব্দুল মান্নাফ, শিবপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান মো. মজনু গাজী সহ মেহেরপুর জেলার এনসিটিএফ নেতৃবৃন্দ। এসময় অতিথিবৃন্দ সদর উপজেলার শিশু বান্ধব স্থানীয় সুশাসন ব্যবস্থার অংশ হিসেবে শিবপুর ইউনিয়নে চলমান অভিযোগ গ্রহণ ও সাড়া প্রদান প্রক্রিয়া, শিশু ও প্রতিবন্ধীদের উন্নয়নে বাজেট বরাদ্দ রেখে পরিকল্পনা অনুযায়ী ব্যয় ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রক্রিয়া, শিশু বান্ধব ইউনিয়ন প্রতিষ্ঠায় তারা কী কী কাজ করে, প্রতিবন্ধকতা কী কী, এলাকার সমস্যাগুলো কিভাবে সমাধান করে, বাল্যবিবাহ ও যৌন নির্যাতন প্রতিরোধে ইউনিয়ন পরিষদের ভূমিকা, ওয়ার্ড সভা, ডায়ালগ সভায় শিশুদের অংশগ্রহণ প্রভৃতি বিষয়ে মতবিনিময় করেন। অতিথিবৃন্দ ইউনিয়নে চলমান শিশু বান্ধব সুশাসন প্রতিষ্ঠার এসব প্রক্রিয়া দেখে সন্তোষ প্রকাশ করে একাজ গুলি মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন’র সিনিয়র প্রকল্প কর্মকর্তা হাসান সিদ্দিকী মিলন, এনসিটিএফ প্রতিনিধি শহিদুল ইসলাম শান্ত, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম, প্রোজেক্ট অফিসার মনিরুজ্জামান টিটু, পারিবারিক বিরোধ নিরসন নারী ও শিশু বিষয়ক স্টান্ডিং কমিটির সভাপতি মোছা. রওশন আরা বানু, ইউপি সদস্য মো. আজহারুল ইসলাম, ইয়ূথ ভলান্টিয়ার খাদিজা সুলতানা সহ সকল ইউপি সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মোস্তফা কামাল শ্যামনগর : ‘হাত ধোয়ার অভ্যাস গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনেরেখে শ্যামনগরে বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০১৬ উদযাপিত হয়েছে। গত ১৮ই অক্টোবর সাতক্ষীরা শ্যামনগরের আটুলিয়া, মুন্সিগঞ্জ ও গাবুরা ইউনিয়নের ২(দুই)টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও একটি মাদ্রাসার ছাত্র-ছাত্রী,শিক্ষক-শিক্ষিকা ও স্কুল ম্যানেজমেন্ট কমিটি অংশ গ্রহণ করেন। দাতা সংস্থা চ্যারিটি ওয়াটারের অর্থায়নে ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় এবং সুশীলনের ওয়াশ প্রকল্পের বাস্তবায়নে শ্যামনগরের ৬৬নং বড়কুপট সরকারি প্রাথমিক বিদ্যালয়,৭০ নং হেতালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গাবুরা নিজামিয়া দাখিল মাদ্রাসায় পালিত হয়েছে বিশ্ব হাতধোঁয়া দিবস। স্কুল ও মাদ্রাসা গুলোতে র‌্যালি,আলোচনা ও হাত ধোঁয়ার উপর প্রদর্শনী করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক-শিক্ষিকাগণ, স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ,সুশীলনের কর্মকর্তাবৃন্দ। ৬৬নং বড়কুপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টায় র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ১০নং আটুলিয়া ইউনিয় পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের ওয়াশ প্রকল্পের প্রজেক্ট অফিসার নিরন্দ্রে নাথ রায়, রেজিলিয়েন্স প্রকল্পের টেকনিক্যাল অফিসার হাসিনা মিয়াজী, শ্যামনগর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান, ইন্টারন্যাশনাল সংস্থা এ সি এফ এর কান্ট্রী ডাইরেক্টর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ। আলোচনা সভায় বক্তাগন বলেন, মানুষের শতকরা ৯৫ভাগরোগ তৈরি হয় নিরাপদ পানি,নিরাপদ পায়খানা ও ব্যক্তিগত স্বাস্থ্য অভ্যাস চর্চার অভাবে। প্রতি বছর হাজার হজার শিশু এই অপরি¯কার-অপরিছন্নতার জন্য বিভিন্নরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এই জন্য প্রতিটি পরিবারে সকলে সাবান ও পরিস্কার পানি দিয়ে হাত ধুয়েযেকোন খাদ্য-খাবার গ্রহণ ও মলত্যাগের পর অবশ্যই সাবান-পানি দিয়ে দুই হাত কমপক্ষে ১৫থেকে ২০সেকেন্ড ঘষে ধুঁয়ে ফলতে হবে। আলোচনা শেষে স্কুল মাঠে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় প্রয়াত সাবেক খুলনা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ ওহিদুজ্জামান চঞ্চলের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে থানা বিএনপির দলীয় কার্যালয়ে ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু তালেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, থানা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির আহবায়ক এ্যাডঃ আব্দুস সাত্তার, সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু, আসলাম পারভেজ, এস,এম, ইমদাদুল হক, আব্দুল মজিদ গোলদার, প্রণব কান্তি মন্ডল, তুষার কান্তি মন্ডল, সাইফুল ইসলাম তারিক, মোঃ আবুল হোসেন, তোহিদুজ্জামান মুকুল, এস,এম, মোহর আলী, একরামুল হক, দিপংকর বাবু, ইয়াউর রহমান, শেখ বেলাল, সাইফুল ইসলাম, শাহিনুর রহমান, রাশেদুজ্জামান, ইস্রাফিল আহমেদ, ফয়সাল রাশেদ সনি, আয়ুব জোয়াদ্দার, দিপংকর শিকদার, শেখ রিপন হোসেন, মোঃ আসাদ, এরশাদ, রায়হান, লিপু, ফিরোজ, বাশার, ইব্রাহিম, মিনারুল, আকবর, সাদ্দাম, শাওন, ইসমাইল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাইকগাছা প্রতিনিধি :     পাইকগাছার সোলাদানা ইউনিয়নের দক্ষিণ কাইনমূখি আদর্শ বালিকা বিদ্যালয়ে আসা যাওয়ার সরকারি কেয়ারের রাস্তাটি ভেঙ্গে পানির সাথে মিশে গেছে। দেখার কেউ নেই। শিক্ষার্থীরা সহ এলাকাবাসী চরম বিপাকে। রাস্তার উপর ঝুকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে পার হয়ে স্কুলে যেতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার ভূক্তভোগীমহল। জানা যায়, পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা স্লুইচ গেটের খালের দু’পাশ দিয়ে দুটি সরকারি কেয়ারের রাস্তা রয়েছে। খালের দুপাশে রয়েছে একটি মাধ্যমিক বিদ্যালয় ও দক্ষিণ পাশে রয়েছে আদর্শ বালিকা বিদ্যালয়। এলাকার প্রায় এক দেড় শত ছাত্রী ঐ রাস্তা দিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করে। উক্ত রাস্তা দুটির পাশে রয়েছে অসংখ্যা মৎস্য লীজ ঘের। ঘের মালিকদের অবহেলায় রাস্তার বেহাল দশায় পরিণত হয়েছে। বালিকা বিদ্যালয় সংলগ্ন আব্দুল মজিদ সানার লীজ ঘেরের পানিতে ভেঙ্গে গেছে সরকারি কেয়ারের রাস্তা। শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা যাওয়া প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। শুধু শিক্ষার্থী নয় উক্ত এলাকার জনসাধারণের বাড়ি থেকে বাইরে আসতে হলে সাথে করে গামছা নিয়ে আসতে হয় বলে এলাকাবাসী জানান। প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ রায় জানান, ইউপি চেয়ারম্যান, ঘের মালিক মজিদ সানা, উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে ধন্যা দিয়ে কোন ফল পাওয়া যায়নি। পরিশেষে কোন পথ না পেয়ে শিক্ষার্থীদের কথা চিন্তা করে নিজেরাই বাঁশের সাঁকো তৈরি করেছি। বাঁশের সাকো পার হয়ে ঝুকিপূর্ণভাবে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হচ্ছে। প্রতিনিয়ত কোন না কোন শিক্ষার্থীকে বই খাতা সহ সাঁকো থেকে নিচে পড়ে যেতে দেখা যাচ্ছে। কাঁদা মাটি মেখে তাদের বিদ্যালয়ে আসতে হয়। এ দিকে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে ঘের মালিকদের রাস্তা সংস্কারের নির্দেশন দেওয়া হলেও কোন কাজ হয়নি। বালিকা বিদ্যালয় সংলগ্ন কেয়ারের রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার ভূক্তভোগী মহল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

18-10-16-1
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় পূর্ব শত্র“তার জের ধরে প্রতিপক্ষের মারপিটে এক প্রভাষক আহত হয়েছে। আহতকে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি সোমবার রাতে কালুয়া গ্রামের। এ ব্যাপারে প্রভাষকের স্ত্রী বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছে। থানায় অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার গজালিয়া গ্রামের মৃত মকিম সরদারের ছেলে কয়রার খানসাহেব কোমরউদ্দীন কলেজের সাচিবিক বিদ্যা ও অফিস ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মোঃ তৈয়েবুর রহমান সোমবার রাতে কালুয়া বাজার থেকে ঔষধ কিনে বাড়ি ফেরার সময় জনৈক রজব সরদারের বাড়ির সামনে পৌছালে পূর্ব শত্র“তার জের ধরে একই এলাকার রজব আলী সরদারের ছেলে শাহীন সরদার, ওয়াজেদ আলী সরদারের ছেলে ভুট্টো সরদার, সেলিম সরদার, বাবু সরদার, রবক্ষানী মোড়ল সহ আরো অনেকে পূর্ব পরিকল্পিতভাবে লাঠি ও রড নিয়ে তার গতিরোধ করে। তখন প্রভাষক তৈয়েবুর বিষয়টি জানতে চাইলে শাহীন ও ভুট্টোর নেতৃত্বে তাকে এলোপাতাড়ীভাবে রড ও লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় তারা তার কাছে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে আহতের স্ত্রী মোছাঃ পাপিয়া পারভীন বাদী হয়ে শাহীন সহ ৫ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেছে। উল্লেখ্য, প্রভাষকের স্ত্রী ২০১৪ সালে শাহীনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করে এবং ২০১৬ সালের জুন মাসে প্রভাষক নিজে বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করে। ওসি (তদন্ত) জাবীদ হাসান জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫২তম জন্ম বার্ষিকী উপলক্ষে শিশুদের অংশগ্রহনে প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সদর উপজেলা মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমী সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শিশুদের নিয়ে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে শেখ রাসেলের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মো. আসিফ ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি w00হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীরীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর রশিদ, জেলা শিল্পকলা একাডেমী’র সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন, জেলা শিশু একাডেমী’র লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম, নাসির উদ্দিন প্রমুখ। কোলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতা, সুুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া সোমবার ১৯ অক্টোবর সকাল ৯টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রচনা প্রতিযোগিতা ও নির্ধারিত বক্তৃতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিষয় থাকবেÑ “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমন এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল”। আজ দুপুর ১২টায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিশু একাডেমি’র লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান: সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের এক কর্মীসহ ২৯ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ০৫ জন, কলারোয়া থানা থেকে ০৬ জন, তালা থানা ০৩ জন, কালিগঞ্জ থানা ০৪ জন, শ্যামনগর থানা ০৪ জন, আশাশুনি থানা ০৪ জন, দেবহাটা থানা ০১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ০২ জনকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest