সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ৪জনকে জখমের অভিযোগসাতক্ষীরায় ট্রাকের চাপায় যুবতির মৃত্যুকলারোয়ায় ২ সহস্রাধিক মানুষের মাঝে বিএনপি নেতা হাবিবের ঈদ উপহার প্রদানসাতক্ষীরায় শহীদ পরিবারে তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণটানা ৯দিন ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধসাবেক এমপি কাজী শামসুর রহমান স্মরনে দোয়া ও ইফতারআলিপুর (বুড়ির পুকুরকান্দা) আহলে হাদিস জামে মসজিদ এর কমিটি গঠনসাতক্ষীরায় সংঘবদ্ধ মোটরসাইকেল চোরের হোতাসহ ৫ চোর গ্রেফতার: ০৯ টি মোটরসাইকেল উদ্ধারবুধহাটায় বাস-ইঞ্জিন ভ্যান সংঘর্ষে ভ্যান চালক নিহতডা. পলাশের ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগী পেলেন চিকিৎসা সেবা

আগরদাঁড়ীর পরানদহায় সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে এমপি রবির উঠান বৈঠক

নিজস্ব প্রতিনিধি : জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২সেপ্টেম্বর) বিকালে সদরের আগরদাঁড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পরানদহা গ্রামে সালামের চাতালে আগরদাঁড়ী ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“আমার সদর নির্বাচনী এলাকায় জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এখনও কিছু অসমাপ্ত কাজ রয়ে গেছে।

আমি সব সময় আমার সদর নির্বাচনী এলাকার উন্নয়নে নিরলস পরিশ্রম করেছি। ইনশাল্লাহ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে জননেত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন দেবেন এবং আমি আবারও নির্বাচিত হয়ে আমার অসমাপ্ত কাজ শেষ করতে চায়। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারও দেশের প্রধানমন্ত্রী করতে হবে।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছিনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাষ্টার মো. মফিজুর রহমান প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ’লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে সদর উপজেলা চেয়ারম্যান বাবুর মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি : টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামীলীগ সরকারের সাফল্য ও অর্জন এবং ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তৃণমূল জনগণের কাছে পৌঁছে দিতে গণসংযোগ ও মতবিনিময় করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা পৌরসভার ঘুট্টেরডাঙ্গী এলাকায় এ গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি। এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগণকে বর্তমান জনকল্যাণমুখী সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা পৌছে দেন তিনি।

এসময় সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলীসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অনূর্ধ্ব ১৫ বালকদের ফুটবল খেলায় চালতেতলা ফুটবল একাডেমী চ্যাম্পীয়ন

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনূর্ধ্ব ১৫ বালকদের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৫০ মিনিটের খেলায় রসুলপুর ফুটবল একাডেমী বনাম চালতেতলা ফুটবল একাডেমী অংশ গ্রহন করে। খেলায় কোন পক্ষ গোল করতে না পারায় টাইব্রেকারে খেলাটি নিষ্পত্তি হয়।

টাইব্রেকারে ৪-২ গোলে রসুলপুর ফুটবল একাডেমীকে হারিয়ে চালতেতলা ফুটবল একাডেমী চ্যাম্পীয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ

সম্পাদক মো. সাঈদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, বিশিষ্ট খেলোয়াড় ইমদাদুল হক খান, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, জেলা রেফারি এ্যাসোসিয়েশনের সদস্য নজমুচ্ছায়াদাত পলাশ, আবু ওহিদ বাবলু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নিবাহী কমিটির সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ধর্ষন মামলার স্বাক্ষীকে জখমের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় ধর্ষন মামলার স্বাক্ষীকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। শুক্রবার বাদ জুম্মা কলারোয়া উপজেলার রায়টা দক্ষিণপাড়া গ্রামে এঘটনা ঘটে। আহত আমানুর রহমান রায়টা দক্ষিণপাড়া গ্রামের মৃত ছদন সরদারের পুত্র। বর্তমানে তিনি কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী আমানুর রহমান জানান, গতকাল রাইটা গ্রামে ৬ শ্রেণির একটি শিশু কন্যা ধর্ষণের শিকার হয়। এঘটনায় ভুক্তভোগীর মাতা বাদী হয়ে একই এলাকার আব্দুল খালেকের পুত্র রাকিব হোসেন কে ১নং আসামী এবং জিয়ারুল ইসলামের পুত্র জাহিদ হোসেন কে ২নং আসামী করে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় স্বাক্ষী হন আমানুর রহমান। এদিকে পুলিশ ইতোমধ্যে ২নং আসামী জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে। এতে ক্ষিপ্ত হয়ে জাহিদের পরিবারের সদস্যদের আমানুর কে খুন জখমসহ বিভিন্ন হুমকি প্রদর্শন করতে থাকে। একপর্যায়ে শুক্রবার জুম্মার নামাজ পড়ে মসজিদের বাইরে আসলে জিয়ারুল ইসলাম ও তার ভাই আনারুল ইসলাম আমানুরের উপর অতর্কিত হামলা করে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। অভিযুক্ত জিয়ারুল ইসলামের মোবাইল নাম্বার বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা উপজেলা ‘সাহিত্য পরিষদের আহবায়ক কমিটির সভা

কে এম রেজাউল করিম দেবহাটা : জেলা সাহিত্য পরিষদের সুপারিশক্রমে দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের আহবায়ক কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২২ সেপ্টেম্বর সাহিত্য পরিষদের পারুলিয়াস্থ অস্থায়ী কার্য্যালয়ে কবি, সাংবাদিক, শিল্পী,আর্টিস্ট, শিক্ষক, ছাত্র, বীর মুক্তিযোদ্ধা ও সাহিত্যিকদের নিয়ে উপজেলার ৫টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করার জন্য অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সাহিত্য পরিষদের আহ্বায়ক গ্রাম্য ডাঃ আমিরুল ইসলাম। এসময় যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কবি হাবিবুর বাসার, সচিব আবু সালেক রেজা, সাদেকুল ইসলাম, রফিকুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ ও সদস্য মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় সভাপতি বলেন, সাহিত্যের গােড়াপত্তন, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, উপন্যাস, নাটক, ছােটগল্প, প্রবন্ধ, মহাকাব্য, কবিতা, প্রভৃতি ধারা, উপাধি ও ছদ্মনাম, পঙতি, বাংলা সাহিত্যে প্রথম মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য, গুরুত্বপূর্ণ চরিত্র প্রভৃতির অত্যন্ত তথ্যবহুল আলোচনা করেন।

পরে দেবহাটা উপজেলার বিভিন্ন কবি, সাহিত্যিক ও লেখকদের নিয়ে ৫টি ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করা হবে বলে জানানো হয়। সভায় সকলের সম্মতিক্রমে কুলিয়া ইউনিয়ন পরিষদে আগামী সোমবার বিকাল ৪ টায় ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হবে। আর পারুলিয়া ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হবে বুধবার বিকাল ৫ টায় পারুলিয়া মুক্তিযোদ্ধা অফিসে হবে সিদ্ধান্ত গ্রহন করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোর কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে বজ্রপাতে এক শ্রমিক নিহত

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়ায় বজ্রপাতে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তেঁতুলিয়া বিলে মিঠু সাহার মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে। কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম রসূল বিপ্লব এর ভগ্নিপতি ও তেঁতুলিয়া গ্রামের মৃত মনতাজ আলী মোড়লের ছেলে পলাশ মোড়ল (৪২) ঘটনার সময় তেঁতুলিয়া বিলের মধ্যে মিঠু সাহার ঘেরে একাই শ্রমিক হিসেবে মাটির কাজ করছিলেন।

কাজ করা অবস্থায় সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বজ্রাঘাতে ঘটনা ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় পাশের ঘেরে কাজ করা অবস্থায় অপর শ্রমিক প্রকাশ সরকার বুঝতে পেরে তাকে উদ্ধার করে বাড়িতে খবর দেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে অতিমাত্রায় কার্বন নিঃসরণ কমানোর দাবিতে যুবদের পথসভা

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে অতিমাত্রায় কার্বন নিঃসরণ কমানোর দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় শ্যামনগর বাসস্ট্যান্ড সংলগ্ন জেসি কমপ্লেক্স চত্বরে সিডিও ইয়ুথ টিম, এস.এস.এসটি ও কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক এর আয়োজনে ও বেসরকারি এনজিও বারসিক এর সহযোগিতায় ও পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন- বারসিক এর কর্মকতা বরসা গাইন, সিডিও ইয়ুথ টিমের আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, সদস্য আনিছুর রহমান মিলন, এস.এস.এসটির সাইদুল ইসলাম ও কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক এর সভাপতি রাইসুল ইসলাম সহ সাদি, জামাল, বাদশাহ, আসাদুল্লাহ প্রমুখ।

সভায় বক্তরা বলেন উন্নত বিশ্ব প্রতিনিয়ত কার্বন নিঃসরণ করছে। ধনী ও শিল্পোন্নত দেশগুলোর বিলাসী জীবনযাপনের খেসারত দরিদ্র ও অনুুন্নত দেশগুলোকে দিতে হচ্ছে। কার্বন নিঃসরণের জন্য দায়ী দেশগুলোকে ক্ষতিগ্রস্ত দেশের মানুষকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ওয়াস এসডিজি  প্রকল্পের ফলাফল হস্তান্তর বিষয়ক সভা

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় ওয়াস এসডিজি প্রকল্পের ফলাফল হস্তান্তর বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, কলারোয়া পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল।

তিনি এ সময় এ প্রকল্পের মাধ্যমে কলারোয়া পৌরসভায় প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী বিশুদ্ধ পানি, উন্নত টয়লেট এবং পরিচ্ছন্ন জীবন যাপনে উদ্বুদ্ধ হয়েছে বলে দাবী করেন। এছাড়া তার পৌরসভায় পানি বাহিত রোগে আক্রান্তের সংখ্যাও কমেছে বলে তিনি দাবী করেন।

হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি), প্র্যাকটিক্যাল এ্যাকশন ও উত্তরণ নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে ওয়াস এসডিজি- ডবিøউএওয়াই সাব প্রোগ্রাম বাংলাদেশ ইমপ্লিমেন্টেশন ফেইজ-২’ বিষয়ক প্রকল্পটি জুলাই ২০১৮ হতে শুরু হয় এবং আগামী মার্চ ২০২৪ সালে শেষ হবে। প্রকল্পের মাধ্যমে পানি, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক উদ্যোক্তা উন্নয়নসহ কমিউনিটির চাহিদাবৃদ্ধি ও সহায়ক পরিবেশ তৈরি করা হয়েছে। এই ফলাফল বহমান রাখার জন্য স্থানীয় সরকার, সমবায় অফিস, স্বাস্থ্য বিভাগ, ব্যবসায়ী সমিতিসহ সকলসংশ্লিষ্ট দপ্তরের অগ্রণীভূমিকা পালন করতে হবে বলে জানান বক্তারা।

হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর পক্ষে উপস্থিত থেকে বিস্তরিত ফলাফল উপস্থাপন করেন, সংস্থাটির নির্বাহী পরিচালক মোঃ মাহিউল কাদির। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলারোয়া পৌরসভার প্যানেল মেয়র শফিউল আলম, কাউন্সিলর ফারহানা হোসেন, সন্ধ্যা রানী বমন, আলফাজ, তুহিন হোসেন, রফিকুল ইসলাম, মেজবা উদ্দিন, শেখ জামিল হোসেন, জাহাঙ্গীর হোসেন, উপজেলার পরিখ্যান কমকতা তাহের মাহমুদ সোহাগ, সমবায় অফিসার অনিমেস কুমার দাশ, ওয়াস এসডিজি প্রকল্প ব্যবস্থাপক ওয়াহিদুর রহমান, মৃনাল কুমার সরকার, নন্দিতা রানী দত্ত, রোকসানা পারভীন প্রমুখ। সভায় প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ ও উত্তরণ প্রতিনিধি উপস্থিত থেকে নিজ নিজ সংস্থার ফলাফল উপস্থাপন করেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest