সর্বশেষ সংবাদ-
জেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠনচোরের উপদ্রবে অতিষ্ঠ কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার বাসিন্দারা : মিথ্যা মামলার অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে শােকসাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়

আরও ১০ দিনের রিমান্ডে কোটা আন্দোলনের নেতা রাশেদ

অনলাইন ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের বিরুদ্ধে পৃথক দুই মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিত আজ রোববার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মুহাম্মাদ আসাদুজ্জামান নূর এ আদেশ দেন।

এর আগে আজই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে রাশেদকে আদালতে হাজির করে পুলিশ।

আদালত সূত্র জানায়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় রাশেদকে পুনরায় ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। রিমান্ড আবেদনে বলা হয়, রাশেদের ফেসবুক মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ বিশ্লেষণ করে দেখা গেছে, বিকাশ, রকেটের মাধ্যমে টাকার লেনদেন হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক রফিকুল ইসলাম আদালতকে জানান, রাশেদের হিসাবে সাত লাখ টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। তখন রাশেদের আইনজীবী জায়েদুর রহমান আদালতকে বলেন, এ টাকা কোনো ব্যবসায়ী দেননি। ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী ছাত্রছাত্রীরা এ টাকা দিয়েছেন। কেউ দিয়েছেন ১০০ টাকা, কেউবা ৫০০ টাকা। ব্যানার, ফেস্টুন, মাইকের ভাড়া বাবদ খরচ চালানোর জন্য এ টাকা দিয়েছেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। তখন রাশেদের আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, ‘এ কেমন আন্দোলন যে আন্দোলন করতে সাত লাখ টাকা লাগে!’ রাশেদের আইনজীবী তখন আদালতকে বলেন, এ টাকা ছাত্রদের টাকা।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের হামলার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় রাশেদকে ১০ দিন রিমান্ড নেওয়ার আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় রাশেদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে রিমান্ড আবেদনে বলা হয়।

আদালত শুনানি শেষে দুই মামলায় রাশেদের ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাশেদকে ১ জুলাই রোববার রাজধানীর ভাষানটেক থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাঁকে আদালতে হাজির করে পুলিশ ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত রাশেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে রাশেদের মা–বাবা
রাশেদের বাবা নবাই বিশ্বাস পেশায় রাজমিস্ত্রি। মা সালেহা বেগম গৃহিণী। দুপুরের পর তাঁরা আদালতে আসেন। সরেজমিনে দেখা যায়, রাশেদের মা-বাবা ছাড়াও তাঁর স্ত্রী রাবেয়া আলো আদালতে হাজির ছিলেন। রাশেদকে আদালতে তোলার পর তাঁর মা-বাবাকে কাঁদতে দেখা যায়। রাশেদের মা বলেন, রাশেদ গ্রেপ্তার হওয়ার পর থেকে ঝিনাইদহ গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসেছেন। তিনি অসুস্থ। রাশেদের বাবা বলেন, তিন বছর আগে বাসার ভিটেবাড়ি ব্যাংকের কাছে বন্ধক রেখে ছেলের লেখাপড়ার খরচ জুগিয়েছি। চেয়েছিলাম, ছেলে লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরি ধরবে। অথচ ছেলে তাঁর জেলে।

রাশেদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি করেন ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক আল নাহিয়ান খান। এজাহারে বলা হয়, গত ২৭ জুন রাত ৮টা ৮ মিনিটে রাশেদ খান ফেসবুক লাইভে মিথ্যা, মানহানিকর ও নাশকতা ছড়ানোর উদ্দেশ্যে বক্তব্য দেন। কিছু বক্তব্য সুস্পষ্টভাবে প্রধানমন্ত্রীর মানহানিকর ছিল।
সূত্র: প্রথমআলো অনলাইন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উদ্ধার ৪; মায়ের কোলে ফিরছে আটকে পড়া ১২ কিশোর ফুটবলার!

বিদেশের খবর: আজকের রবিবার (৮ জুলাই) দিনটিকেই মোক্ষম সময় হিসেবে বিবেচনায় নিয়ে থাইল্যান্ডের গভীর গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে চূড়ান্ত অভিযান শুরু করা হয়েছিলো। অভিযান শুরুর পর চার কিশোরকে উদ্ধারের খবর দিয়েছে দেশটির গণমাধ্যম।

আজ রবিবার (৮ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টায় ১৩ বিদেশি ডুবুরি ও থাইল্যান্ডের নৌবাহিনীর অভিজাত শাখা থাই নেভি সিলের পাঁচ সদস্য এই উদ্ধার অভিযান শুরু করেন।

জানা গেছে, ১৩ জন উচ্চ প্রশিক্ষিত বিদেশি ও পাঁচজন থাই নেভি উদ্ধারকারী ডাইভার এ অভিযানে অংশ নিয়েছেন। ধারণা করা হচ্ছে, গুহার ভেতর গভীর পানিতে ডুবুরিদের সহায়তায় এবং অল্প পানিতে হেঁটে তাদের এক এক করে বের করে আনা হচ্ছে। একে একে সব কিশোরকে বের করে আনতে তিন-চার দিন সময় লাগতে পারে বলেও ধারণা করা হচ্ছে। উদ্ধারকারীরা এ অভিযানকে ‘হয় এখনই, নয়তো কখনোই নয়’ হিসেবে বর্ণনা করেছেন।

এর আগে গুহা থেকে বের হওয়ার প্রক্রিয়ার ওপর একটি ইলাস্ট্রেশন প্রকাশ করেছিলো থাই নিউজ এজেন্সি। সেই ছবিতে দেখা গেছে, এক ডুবুরির সঙ্গে একটি ছেলেদের বেঁধে রাখা হয়েছে। আর ডুবুরির অক্সিজেন সিলিন্ডার থেকে তাকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। ডুবুরিদের যাতে পথ ভুল না হয়ে যায় সেজন্য দড়ি বেঁধে রাখা হয়েছে। ওই দড়ি ধরে ধরে তারা সামনে এগোবেন।

গত ২৩ জুন থাইল্যান্ডের স্থানীয় সময় বিকালে ১১ থেকে ১৬ বছর বয়সী ১২ ফুটবলার ও তাদের ২৫ বছর বয়সী কোচ থাইল্যান্ডের উত্তর অংশের প্রদেশ চিয়াং রাইয়ের ‘থাম লুয়াং নায় নন’ গুহায় প্রবেশ করেন। তাদের উদ্ধারে থাইল্যান্ডের স্থানীয় ডুবুরিরা ছাড়াও কাজ করছেন গুহার ভেতরে সাঁতারে বিশেষভাবে পারদর্শী বিদেশি সাঁতারুরা।

এর আগে ভাবা হয়েছিল যে আটকে পড়া দলটি নিজেরা সাঁতরিয়ে সেখান থেকে বের হয়ে আসবে। কিন্তু সেই প্রস্তাব বাতিল করে দেয়া হয় কেননা ওই দলের সবাই সাঁতার কাটতে পারে না।

আরেকটি অপশন এমন ছিল যে, গুহার পানি কমিয়ে ফেলা গেলে দলটি হেঁটেই বের হতে পারবে। এদিকে ডুবুরিদের একটি দল কয়েকজন কিশোরকে নিয়ে ইতোমধ্যেই গুহা থেকে রওনা দিয়েছে বলে জানা গেছে।

তবে সরু ডুবন্ত প্যাসেজ দিয়ে ওই দলটিকে বের করে আনতে হবে যা বেশ চ্যালেঞ্জিং। আর ডাইভিং যন্ত্রপাতি ব্যবহার করে দীর্ঘ সময় পানির নিচ দিয়ে চলাচল করাও আরেকটি চ্যালেঞ্জ। এছাড়া ওই কিশোররা কখনও এ ধরনের যন্ত্রপাতিও ব্যবহার করেনি।

এদিকে রওনা হওয়া দলটি ডুবুরিদের জন্য তৈরি বেসে কিছুক্ষণ বিশ্রাম নেবে। এভাবে ডুবুরিরা শেষ বেস পর্যন্ত ওই দলটিকে নিয়ে আসবেন, সেখান থেকে তারা হেঁটে বেরিয়ে আসার পর তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

এর পরেই শুরু হয় উদ্ধার অভিযান একে একে বের করে আনা হয় আটকে পরা কিশোর ফুটবলারদের। মায়ের কোলে ফিরে আসে দীর্ঘ ১৩ দিন অন্ধকার গুহায় আটকে থাকার পরে। উদ্ধারের সাথে সাথেই কিশোর ফুটবলারদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোবাইলে অভিন্ন কলরেট হচ্ছে; কথা বলা যাবে ৪০ পয়সায়

দেশের খবর: এক মোবাইল অপারেটর থেকে অন্য মোবাইল অপারেটরে ফোন করতে এতদিন তিন থেকে চারগুণ চার্জ গুনতে হতো। এখন সবগুলো অপারেটরে অভিন্ন কলরেট চালু করতে যাচ্ছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। নতুন প্রস্তাবনা অনুযায়ী যে কোনো অপারেটরে কথা বলা যাবে ৪০ পয়সা মিনিটে। এই অভিন্ন কলরেটের তীব্র বিরোধিতা করে আসছিল শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। অফনেটে (গ্রামীণফোন থেকে অন্য অপারেটরে) এতদিন গ্রামীণফোনের চার্জই সবচেয়ে বেশি ছিল। গ্রামীণফোনের এই আপত্তি আমলেই নেয়নি মন্ত্রণালয়।

টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘সবাইকে খুশি করে কিছু করা যাবে না। আমাদের কাছে গ্রাহকের সন্তুষ্টিই বড় কথা। সেখানে গ্রামীণফোন কি বলল তাতে কিছু আসে যায় না। আমরা অভিন্ন কলরেটের যে প্রস্তাব দিয়েছি সেটা শিগগিরই পাশ হয়ে যাবে বলে আশা করছি। বর্তমানে ওই প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে আছে। সেখান থেকে অনুমোদন হলেই এটির বাস্তবায়নের কাজ শুরু হয়ে যাবে।’

ঘোষণা অনুযায়ী নম্বর না বদলিয়ে অপারেটর পরিবর্তন সেবা বা এমএনপি চালু হওয়ার কথা আগস্টেই। তার আগেই এই অভিন্ন কলরেট চালু হচ্ছে। অন্যদিকে এমএনপির টেস্টিং শুরু করেছে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক।

দেশে দুই ধরনের কলরেট চালু আছে, অননেট ও অফনেট। অননেট (একই মোবাইল নেটওয়ার্ক) ও অফনেট (এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে) তুলে দিয়ে সরকার মোবাইল ফোন অপারেটরগুলোর জন্য ‘একটিই কলরেট’ চালু করতে যাচ্ছে। এমএনপি (মোবাইল নম্বর পোর্টেবিলিটি) সেবা চালুর আগেই এক কলরেট চালু হলে সুফল পাবেন মোবাইলফোন ব্যবহারকারীরা।

গ্রামীণফোন অননেটে কম পয়সায় কথা বলার সুযোগ দিলেও অফনেটে তারা তিন থেকে চারগুণ বেশি বিল নেয়। কখনো কখনো দুই টাকা পর্যন্তও আদায় করে অফনেটে। এই কারণে অভিন্ন কলরেটের তীব্র বিরোধিতা করে প্রস্তাবও দিয়েছিল তারা। কিন্তু তাদের সে প্রস্তাব আমলে নেয়নি বিটিআরসি। গ্রামীণফোনের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স মাহমুদ হোসেন কয়েকদিন আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, অভিন্ন কলরেট হলে সাধারণ গ্রাহকের খরচ বেড়ে যেতে পারে। কারণ সাধারণ গ্রাহক তাদের সুবিধামতো অননেট প্যাকেজ ব্যবহার করে। সেক্ষেত্রে তারা ৩০ থেকে ৩৫ পয়সায়ও কথা বলার সুযোগ পান। এখন সেটা বেড়ে গেলে গ্রাহকের খরচও বাড়বে।

বর্তমানে বিটিআরসির নির্ধারণ করে দেওয়া সর্বনিম্ন অননেট চার্জ প্রতি মিনিট ২৫ পয়সা, অফনেট ৬০ পয়সা। সর্বোচ্চ চার্জ প্রতি মিনিট দুই টাকা। মোবাইল ফোন অপারেটররা এই সীমার মধ্যে থেকে নিজেদের অপারেটরের চার্জ নির্ধারণ করেছে। ফলে একেক অপারেটরের চার্জ একেকরকম। মোবাইল ফোন ব্যবহারকারীরা বিভিন্ন অপারেটরে অননেটে ৩০ থেকে ৩৯ পয়সা এবং অফনেটে ৯১ পয়সা থেকে এক টাকা ৪০ পয়সায় কল করার সুযোগ পাচ্ছেন বর্তমানে। এক রেট চালু হলে এই পার্থক্য এবং বৈষম্য থাকবে না।
প্রসঙ্গত, গত ৩১ মের মধ্যে এমএনপি সেবা চালুর কথা ছিল। কিছু কারিগরি সমস্যার কারণে আগামী আগস্টের যে কোনো সময় গ্রাহকরা এই সেবা পাবেন বলে জানা গেছে। তবে সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে যেভাবেই হোক এমএনপি সেবা চালু করতে হবে। এমএনপি সেবার অনুমোদন পেয়েছে বাংলাদেশ ও স্লোভেনিয়ার যৌথ কনসোর্টিয়াম ইনফোজিলিয়ান বিডি টেলিটেক।সূত্রঃ ইত্তেফাক

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রেমের সম্পর্ক গোপন রাখতে পছন্দ করেন লুকাকু!

খেলার খবর: রোমেলো লুকাকু। বেলজিয়ামের ফরোয়ার্ড। রাশিয়া বিশ্বকাপের আগে হয়তো খুব একটা শোনা যায়নি ম্যানচেস্টার ইউনাইডের এ তারকার নাম। তবে পানামা ও তিউনিশিয়ার বিপক্ষে পর পর দুই ম্যাচে জোড়া গোল করার পর ফুটবল বিশ্বের নজড় কাড়েন লুকাকু। ব্রাজিল বধের ম্যাচেও ক্যারিশমা দেখিয়েছেন লুকাকু। তার গতির কাছে পরাস্ত হয়েছে নেইমাররা। এদিন গোল না পেলেও অবদান রেখেছেন সতীর্থদের গোলে।

তবে ফুটবল ক্যারিয়ারে মতো লুকাকুর ব্যক্তিগত জীবনও বেশ রঙিন। জানা গেছে, হল্যান্ডের টেলিভিশন উপস্থাপিকা সারাহ মেনসের সঙ্গে লুকাকুর সম্পর্ক রয়েছে। দুজনকে একসঙ্গে বিভিন্ন জায়গায় বেশ কয়েকবার দেখা গেছে। তবে প্রকাশ্যে এখন পর্যন্ত নিজের সম্পর্কের কথা স্বীকার করেননি লুকাকু। ব্যক্তিগত সম্পর্ক গোপন রাখতেই পছন্দ করেন এই তারকা ফুটবলার।

দ্য সানের খবর, সারাহ মেনসের আগেও একটি বিয়ে হয়েছিল। তিনটি সন্তান রয়েছে তার। যদিও অন্য একটি সংবাদমাধ্যম দাবি করছে, বছরের শুরুর দিকে লুকাকুর সঙ্গে সারাহ মেনসের বিচ্ছেদ হয়ে গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাশিয়ার পরাজয়ের পর যা বললেন পুতিন

খেলার খবর: বিশ্বকাপ ফুটবলের ২১তম আসরে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর গ্যালারিতে অনেক রুশ দর্শককে কাঁদতে দেখা গেছে।

রুশ দর্শকরা কষ্ট পেয়েছেন এটাই স্বাভাবিক। কিন্তু তাদের এ পরাজয়েও রয়েছে গর্ব করার মতো অনেক কিছু।

শনিবার রাতে ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচে মোট ১২০ মিনিট ২-২ গোলে সমানতালে খেলেছে রুশ স্কোয়াড। এরপর তারা টাইব্রেকারে হেরে যায়।

এবার বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর মধ্যে ফিফা র‍্যাঙ্কিংয়ে রাশিয়ার অবস্থান ছিল তলানিতে। এ অবস্থা থেকে রাশিয়া কোয়ার্টার ফাইনালে উঠবে তা অনেকে ভাবতেই পারে নি। এ কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের ফুটবল দলকে নিয়ে গর্ব করছেন।

তিনি রুশ ফুটবল টিমকে নায়কের দল হিসেবে অভিহিত করেছেন। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তিনি (পুতিন) খেলা দেখেছেন এবং দলকে সমর্থন দিয়ে গেছেন। দারুণ খেলেই আমরা বিদায় নিয়েছি। ওরা এখনো আমাদের নায়ক। জীবন দিয়ে খেলেছে, আমরা তাদের নিয়ে গর্বিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোটার বিষয়ে দেশ-বিদেশের তথ্য সংগ্রহের সিদ্ধান্ত

দেশের খবর: সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পর্যালোচনার জন্য গঠিত সচিব কমিটির প্রথম বৈঠকে কোটার বিষয়ে দেশি-বিদেশি তথ্য সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে।

রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে তার দফতরে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে কমিটির সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, সরকারি কর্মকমিশন (পিএসসি), অর্থ বিভাগ এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কমিটিতে সাচিবিক দায়িত্ব পালনকারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিধি) আবুল কাশেম মো. মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, প্রথম সভায় দেশে–বিদেশে কোটাসংক্রান্ত যেসব তথ্য আছে এবং এ বিষয়ে বিভিন্ন কমিটির প্রতিবেদন সংগ্রহ করার সিদ্ধান্ত হয়েছে। এ রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সময়ে পদক্ষেপ নেয়া হবে।

সাত দিনের মধ্যে সেসব প্রতিবেদন সংগ্রহের চেষ্টা করা হবে জানিয়ে তিনি বলেন, সেসব রিপোর্ট, প্রতিবেদন বা তথ্য পাওয়ার পর দ্বিতীয় বৈঠকে বসবে কমিটি।

আবুল কাশেম আরও বলেন, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন, পিএসসির প্রতিবেদন, বিভিন্ন সময় সাবেক মন্ত্রিপরিষদ সচিবদের কমিশন বা তাদের ব্যক্তিগত রিপোর্টও রয়েছে। যত দ্রুত পারি সেগুলো সংগ্রহ করব। আমরা এটি নিয়ে সার্বক্ষণিক কাজ করতে চাচ্ছি। এটি আসলে দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করছি সংগ্রহ করার। এগুলো সংগ্রহের ওপর পরবর্তী সভা নির্ভর করবে।

কত দিনের মধ্যে প্রতিবেদন দেয়া হবে, জানতে চাইলে তিনি বলেন, চেষ্টা করছি যত দ্রুত পারি, কর্মপরিধি অনুযায়ী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার মধ্যেই রয়েছি। … যদি না পারি পরে বলত পারব।

কোটাব্যবস্থা পর্যালোচনায় ‘এক্সপার্ট বোর্ড’ করা হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, প্রতিবেদনগুলো সংগ্রহের পর সভা করে সেই সিদ্ধান্ত নেয়া হবে।

কোট সংস্কার নিয়ে কমিটি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবেন কিনা জানতে চাইলে কাশেম বলেন, আন্দোলনকারী যারা, তারা তো বিভিন্ন সময় বিভিন্ন দাবি-দাওয়া করছে। আসলে তারা অনেকেই তথ্য না জেনেও আন্দোলন করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যেহেতু চাচ্ছেন এ বিষয়ে ভালো-সুচিন্তিত সিদ্ধান্ত দেয়ার জন্য, সে জন্য শক্তিশালী কমিটি বাস্তবধর্মী এবং তথ্যগত যে বিষয় রয়েছে, সেগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবে।

গত সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিতে বিদ্যমান কোটাপদ্ধতি পর্যালোচনা, সংস্কার বা বাতিলের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটিতে ছয়জন সচিবকে সদস্য হিসেবে রাখা হয়।

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।

গত ৮ এপ্রিল শাহবাগে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিপেটা করলে এবং কাঁদানে গ্যাসের শেল ছুড়ে মারলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পর দিন এ আন্দোলন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে ১১ এপ্রিল সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের ঘোষণা দেন।

এর পর গত মে মাসে কোটার বিষয়ে একটি কমিটি গঠনের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

সর্বশেষ কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনে নামা শিক্ষার্থীদের ওপর হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূরসহ অনেকেই আহত হন।হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলাম তারেকের ডান পা ও মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে।

এছাড়া কোটা আন্দোলনের অনেককেই গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে আইসিটি আইনের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে আন্দোলনকারীদের অন্যতম নেতা রাশেদ খানকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলে ফায়ার সার্ভিসের মহড়া

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাপ্তাহিক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে মর্র্নিং সান প্রি ক্যাডেট স্কুলে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে ভূমিকম্পে আহত শিক্ষার্থীদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও গুরুতর আহতদের হাসপাতালে পৌছে দিতে ফায়ার সার্ভিসের কার্যক্রম উপস্থাপন করেন। মহড়ায় নেতৃত্ব দেন সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাতক্ষীরার স্টেশন অফিসার আজিজুর রহমান। এসময় মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শেখ আমিনুর রহমানের পরিচালনায় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিষয়ে স্টেশন অফিসার আজিজুর রহমান বলেন, বর্তমান সরকার ফায়ার সার্ভিসের কার্যক্রম প্রচারের নির্দেশনা দিয়েছেন। যার প্রেক্ষিতে আমরা শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মহলসহ মানুষের সমাগম রয়েছে এমন প্রতিষ্ঠানে দূর্ঘটনার পর মহড়ার মাধ্যমে আমাদের কার্যক্রম সকলকে অবহিত করছি। এরই অংশ হিসাবে সাতক্ষীরা মর্নিং সান প্রি-ক্যাডেট এ মহড়ার আয়োজন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া প্রাইমারি স্কুলের প্রয়াত শিক্ষার্থীর নামে সংযোগ সড়ক উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তামান্না আক্তার সংযোগ সড়কের উদ্বোধন ও নাম ফলক উন্মোচন করা হয়েছে।
রবিবার (৮জুলাই) সকালে স্কুল চত্বরে এ উপলক্ষ্যে দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০১৭ সালের ৮জুলাই হাসপাতাল রোডের একটি বেসরকারি ক্লিনিকের ২য় তলার ছাদের উপরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামনে সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৎকালীন ২য় শ্রেণির শিক্ষার্থী তামান্না আক্তার। প্রয়াত শিক্ষার্থীর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে সংযোগ সড়কটির নামকরণ করা হয়েছে ‘তামান্না আক্তার সংযোগ সড়ক’।
ওই সড়কের নামফলক উন্মোচন করেন প্রয়াত শিক্ষার্থীর পিতা উপজেলা নির্বাহী অফিসের সহায়ক আমানত হোসেন।

আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রয়াত শিক্ষার্থীর সহপাঠি ৩য় শ্রেণির শিক্ষার্থী তানহা রহমান প্রত্যয়, ৫ম শ্রেণির শিক্ষার্থী ফারজানা তৌফিকা রীতি, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সহকারী শিক্ষক সৈয়দা রিক্তা খানম ও প্রয়াত তামান্নার পিতা আমানত হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক অনুপ কুমার ঘোষ।
দোয়া পরিচালনা করেন কলারোয়া থানা মসজিদের খতিব মাওলানা আসাদুজ্জামান ফারুকী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, এমএ সাজেদ, আসাদুজ্জামান আসাদ, শিক্ষকবৃন্দ- সাহিদা খাতুন, আনোয়ারা খাতুন, মোসলেমা খাতুন, আয়নুরনাহার, রাবেয়া বছরি, নাসরিন সুলতানা, শিরিন সুলতানা, শিক্ষার্থী, অভিভাবক ও সুধিজনেরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest