সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

সাতক্ষীরায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে আটক ৪১

আসাদুজ্জামান: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০ মাদক ব্যবসায়ী ও জামায়াত-শিবিরের দুই কর্মীসহ ৪১ জনকে আটক করা হয়েছে।
সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ইয়াবাসহ বেশ কিছু মাদক দ্রব্য। এসময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৭ জন, কলারোয়া থানা থেকে ৬ জন, তালা থানা ৪ জন, কালিগঞ্জ থানা ৬ জন, শ্যামনগর থানা ৫ জন, আশাশুনি থানা ৬ জন,দেবহাটা থানা ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৫ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় ছাত্রসমাজের পৌর ৯নং ওয়ার্ড শাখার আহবায়ক কমিটি অনুমোদন

জাতীয় ছাত্রসমাজ সাতক্ষীরা পৌর ৯নং ওয়ার্ড শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ১০জুলাই পৌর ছাত্রসমাজের আহবায়ক মাসুদ রানা ও সদস্য সচিব মনোয়ার হোসেন রুমি স্বাক্ষরিক একপত্রে উক্ত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়। সাথে সাথে ৫সদস্য বিশিষ্ট ৯নং ওয়ার্ড শাখা কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহবায়ক নাহিদ হাসান আশিক, যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ, সাকিব ইসলাম, মোঃ আল আমিন ও সদস্য সচিব ইমরান হোসেন সজিব। উক্ত আগামী ২ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুখ্যাত হরিণ শিকারী সাত্তার মোড়লের গ্রেফতার দাবিতে সাতক্ষীরা মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক:
“হরিণ শিকার বন্ধ কর, বণ্যপ্রাণী রক্ষা কর, সুন্দরবন বাঁচাও’ শ্লোগানে” সুন্দরবনের কুখ্যাত হরিণ শিকারী, সুন্দরবন ও জীববৈচিত্র ধ্বংসকারী সাত্তার মোড়লের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সচেতন নাগরিক সমাজের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার। মানববন্ধনে বক্তর‌্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু, জেএসডির জেলা সাধারণ সম্পাদক সুধাংশু শেখর সরকার, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু, ডেইলি সাতক্ষীরা’র সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান টিটু, আ’লীগ নেতা সবুর খান প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন, গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আলীনুর খান বাবুল।
মানববন্ধনে বক্তারা বলেন, সাত্তার মোড়ল তালিকাভুক্ত চিহ্নিত হরিণ শিকারি। বাংলাদেশে যে পরিমান হরিণ শিকার করেছে তার অর্ধেক হরিণ শিকার করেছে সাত্তার মোড়ল নিজে। অথচ অজানা কারণে এতদিন পর্যন্ত তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নি।
ুসাত্তার মোড়ল সুন্দরবন থেকে শুধু হরিণ শিকার নয়। বাঘ পাচারের সাথেও জড়িত। সুন্দরবনের গাছপালা কেটে উজাড় করে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন। আর তার এ অবৈধ অর্থ ও সুন্দরবনের হরিণের মাংস বিভিন্ন দপ্তরে পাঠিয়ে সে বহাল তবিয়ত রয়েছেন।
বক্তারা আরো বলেন, গত ৯ জুলাই সুন্দরবনের দোবেকী নামকস্থান পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৩টি জবাই করা হরিণ, ৩টি একনালা বন্দুক ও একটি নৌকাসহ দুই চোরাশিকারী মঞ্জু ও মহিবুল্লাহকে আটক করা হয়। সে সময় সাত্তার মোড়ল ঘটনা স্থলে ছিলেন বলে গোপন সূত্রে আমরা জানতে পেরেছি। কিন্তু তাকে গ্রেফতার করা হয়নি। তবে এঘটনায় ওইদিন সন্ধ্যায় সাত্তার মোড়লকে আসামী করে ৩ জনের নামে মামলা রেকর্ড করা হয়।
দীর্ঘদিন পরে জীব বৈচিত্র ধ্বংসকারী কুখ্যাত হরিণ শিকারি সাত্তার মোড়লের বিরুদ্ধে মামলা রেকর্ড করায় বর্তমান সাতক্ষীরা পুলিশ সুপারসহ জেলা পুলিশকে ধন্যবাদ জানান এবং অবিলম্বে সাত্তার মোড়ল কে আগামী ১ সপ্তারের মধ্যে গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান বক্তারা। অন্যথায় বৃহত্তর কর্মসূচির গ্রহণের ঘোষণা দেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া হোমিওপ্যাথিক কলেজের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯জুলাই) বিকেলে ওই কাজের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন।
এসময় আরো উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইউনুস আলী, কলেজের অধ্যক্ষ ডা. এমএ বারিক, প্রভাষক ডা. হাবিবুর রহমানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় গ্রাম পুলিশদের মাঝে পোশাক বিতরণ

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় গ্রাম পুলিশদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে উপজেলার ১২টি ইউনিয়নের ৯২জন গ্রাম পুলিশ (চৌকিদার ও দফাদার)দের মাঝে নতুন পোশাক সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রির মধ্যে রয়েছে জামা, প্যান্ট, সোয়েটার, জুতা, মোজা, বেল্ট ও টুপি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন তাঁর কার্যালয়ে এ পোশাক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা গ্রাম পুলিশের কার্যকরী সভাপতি শেখ আলী হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, কলারোয়া উপজেলা গ্রাম পুলিশ কল্যাণ সমিতির সভাপতি ইজাহার আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, কলারোয়া পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, উপজেলা নির্বাহী অফিসারের বেঞ্চসহকারী আব্দুল মান্নান, ঠিকাদার দিপুসহ বিভিন্ন ইউনিয়নের গ্রাম মহাল্লাদার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবির জরিমানা

আরাফাত আলী : কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে বাবু নামে এব যুবককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। সে উপজেলার রতনপুর ইউনিয়নের গড়–ইমহল গ্রামের ওহিদুল ইসলামের ছেলে।
থানা সূত্রে জানা যায়, সোমবার বেলা ২ টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক মোজাফ্ফার হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মাদকসেবন অবস্থায় বাবুকে আটক করে। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার ভূমি নুর আহমেদ মাছুম ভ্রাম্যমাণ পরিচালনা করে তাকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিয়ের আগেই মা হচ্ছেন প্রিয়াঙ্কা!

বিনোদন সংবাদ: কিছুদিন আগে কথিত বয়ফ্রেন্ড বিখ্যাত পপ গায়ক নিক জোনাসকে সঙ্গে নিয়ে ভারতে ঘুরে গেলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও নিককে পরিচয় করিয়ে দিয়েছেন নায়িকা৷ এমনকী মুকেশ আম্বানির ছেলের প্রি-এনগেজমেন্ট পার্টিতেও প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছে নিকের হাতে হাত রাখা অবস্থাতেই৷

বেশ কয়েকদিন ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি তাঁকে৷ আর এবার শোনা যাচ্ছে তিনি নাকি মা হতে চলেছেন ৷

বাঙালি পরিচালক সোনালি বসু ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’নামে একটি ‘ছবি বানাতে চলেছে যাতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া৷ জানা গিয়েছে, ছবিটি আইশা চৌধুরী নামে একজন তরুণ মোটিভেশনাল স্পিকারের জীবনের ওপর নির্মিত। যে একটি বিরল ব্যাধি নিয়ে বেড়ে উঠেছে।

যে চরিত্রটিতে অভিনয় করবেন জায়রা ওয়াসিম। আর প্রিয়াঙ্কা করবেন জায়রার মায়ের চরিত্র। এছাড়া এই ছবিটিতে অভিনয় করবেন ফারহান আখতারও।

সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে প্রিয়াঙ্কা একটি পোস্টও করেছেন ৷ গতকাল এই বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয়াঙ্কা। তিনি স্ক্রিপ্টের একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লেখেন, শুরু হলো প্রস্তুতি, হিন্দি সিনেমার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের জাতীয় ফুটবলে ১০ বছরে ২০ কোচ!

খেলার খবর: অব্যাহত পতনের ধারাবাহিকতায় বাংলাদেশের জাতীয় ফুটবল দল যেন হাস্যকর দলে পরিণত হয়েছে। বাফুফে সভাপতির অব্যাহত কথার ফুলঝুড়ির মাঝে পাড়ার ক্লাবের সঙ্গেও ইদানিং হারতে শুরু করেছে জাতীয় দল। বিশ শতকের শেষ আর একুশ শতকের শুরু থেকেই দেশের ফুটবলের পতনের শুরু হয়। সেই সঙ্গে শুরু হয় একের পর এক কোচ বদল। বাংলাদেশের ফুটবলে কোচের টিকে থাকা আর রাশিয়া বিশ্বকাপে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া একই বিষয়।

উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, ২০০৮ থেকে চলতি ২০১৮ সাল পর্যন্ত ২০জন কোচ এসেছেন এবং গিয়েছেন! এর আগে ১৯৭৫ সাল পর্যন্ত কোচের তথ্য পাওয়া যায়। ১৯৭৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৩২ বছরে কোচ ছিলেন মাত্র ১২ জন। আর সর্বশেষ ১০ বছরের হিসেবে দেখা যায়, বছরপ্রতি ২জন করে কোচ এনেছে এবং বিদায় করেছে বাফুফে!

২০০৮ সালের মে মাস পর্যন্ত দায়িত্ব পালন করেন দেশিয় কোচ সৈয়দ হাসান কানন। তারপর ২ মাসের জন্য আবু ইউসুফকে কোচ করা হয়। সাবেক তারকা শফিকুল ইসলাম মানিক ওই বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের জানুয়ারিতে জাতীয় দলের দায়িত্ব নেন ব্রাজিলের কোচ ডিডো। তিনি একটু বেশি সময় নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালনে সক্ষম হন। ওই বছরের ডিসেম্বর পর্যন্ত ২ মাস দায়িত্ব পালন করেন দেশিয় কোচ রিজওয়ান আলী জাহেদ।

২০১০ সালের জানুয়ারিতে আনা হয় সার্বিয়ান কোচ জোরান জর্জেভিচকে। উনি ফ্রেব্রুয়ারিতেই বিদায় হন। সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন সাইফুল বারী টিটু। সেপ্টেম্বর থেকে ২০১১ সালের জুন পর্যন্ত বেশ কয়েকমাস কাটিয়ে দেন ক্রোয়েশিয়ান কোচ রবার্ট রুবচিচ। ওই বছর জুনে এসেই বিদায় হন মেসিডোনিয়ান কোচ জর্জ ইভানোভস্কি। ওই মাসেই নতুন কোচ হিসেবে আসেন নিকোলা ইলিয়ভস্কি। টিকে যান ডিসেম্বর পর্যন্ত।

২০১২ সালের শুরু থেকে কোচহীন জাতীয় ফুটবল দল। সেপ্টেম্বরে পুনরায় দায়িত্ব পান সাইফুল বারী টিটু। কাটিয়ে দেন ডিসেম্বর পর্যন্ত। জানুয়ারি ২০১৩ সালে আসেন নেদাল্যান্ডের কোচ লডউইক ডি ক্রুইপ। গত ১০ বছরে তিনিই সম্ভবত বেশি সময় টিকে থাকা কোচ। টিকে যান  ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত। ওই মাসেই নতুন কোচ হিসেবে আসেন ইতালিয়ান ফাবিও লোপেজ। নভেম্বরেই বিদায় নেন তিনি।

২০১৫ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন দেশিয় কোচ মারুফুল হক। ফেব্রুয়ারিতে আসেন গঞ্জালো সানচেজ মরেনো। মে মাস পর্যন্ত টিকেছিলেন এই স্প্যনিশ কোচ। মে মাসে দায়িত্ব নিয়ে জুন মাসেই বিদায় হন নেদারল্যান্ডসের কোচ লুডউইক ডি ক্রুইফ। ২০১৬ সালের জুনে আসেন টম সেইন্টফিট। এই বেলজিয়ান কোচ টিকে যান অক্টোবর পর্যন্ত। তারপর আবারও কোচহীন বাংলাদেশ।

২০১৭ সালের মে মাসে নতুন কোচ হিসেবে আসেন ইংলিশ-অস্ট্রেলিয়ান অ্যান্ডু ওর্ড। চলতি বছরের এপ্রিলে তিনি যোগ দেন থাইল্যান্ডে ক্লাব এয়ারফোর্স সেন্ট্রাল এফসিতে। একটি জাতীয় দলের দায়িত্ব ছেড়ে অচেনা ক্লাবের দায়িত্ব নেওয়া মানে আমাদের ফুটবলের মান কতটা নীচে বুঝতে পারছেন? চলতি বছরের মে মাসে নতুন কোচ হিসেবে এসেছেন ইংল্যান্ডের জেমি ডে। কতদিন টিকতে পারেন দেখা যাক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest