সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

ডিজিটাল নিরাপত্তা আইনে ১১টি সংশোধনী

দেশের খবর: জাতীয় সংসদে উত্থাপিত ‘‘ডিজিটাল নিরাপত্তা বিল, ২০১৮’’ বিলে সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিদের সুনির্দিষ্ট আপত্তিগুলো নিষ্পত্তি করে খসড়া বিলে ১১টি সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কোন কোন পয়েন্টে বিলে এসব সংশোধনী আনা হয়েছে, তার একটি তালিকা বুধবার সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। আইনে ডিজিটাল গুপ্তচরবৃত্তির সংজ্ঞায় অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট অনুসরণ করার কথা বলা হয়। এতে সাংবাদিক নেতৃবৃন্দ আপত্তি জনানোয়। তারা এসব সংশোধনী পর্যালোচনার জন্য সময় চাইলে বিলটি আরো যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নেয় সংসদীয় কমিটি। এজন্য চলতি মাসের ১৬ তারিখ পর্যন্ত বৈঠক মুলতবি করা হয়।

সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠকের ২য় মূলতবি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ইমরান আহমদ। বিশেষ আমন্ত্রণে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, আইনমন্ত্রী আনিসুল হক কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া কমিটির আমন্ত্রণে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও দি ডেইলি ষ্টারের সম্পাদক মাহফুজ আনাম, এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স এর ভাইস প্রেসিডেন্ট ও ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বৈঠকে যোগদান করেন।

বৈঠক শেষে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম সাংবাদিকদের বলেন, প্রথম দফা আলোচনার প্রেক্ষিতে কিছু সংশোধনী প্রস্তাব করা হয়েছে। তাঁরা সেগুলো পড়ে দেখার সুযোগ পাননি। সে কারণে তাৎক্ষণিক মতামত দিতে প্রস্তুত ছিলেন না। এসব সংশোধনীর বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে হবে।

সম্পাদক পরিষদ যেসব আপত্তি ও দাবি জানিয়েছিল সেগুলো পূরণ হচ্ছে কি না জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে হয়েছে। তবে আমাদের প্রত্যাশা আরও বেশি। আলোচনা চলছে। আশা করি আরও ব্যাপক আকারে আলোচনা হবে।’

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, যে যে পরিবর্তনগুলো করা প্রয়োজন ছিল সে পরিবর্তনগুলো করা হয়েছে। ওনারা (সাংবাদিক পক্ষ) বলেছেন, এই পরিবর্তনগুলো নিয়ে তারা তাদের নিজস্ব ফোরামে আলোচনা করবেন। ১৬ জুলই আবার বৈঠক হবে।

সূত্র জানায়, প্রস্তাবিত সংশোধনীতে আইনে ডিজিটাল গুপ্তচরবৃত্তির সংজ্ঞায় অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট অনুসরণ করার কথা বলা হয়। এতে সাংবাদিকেদের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। এ বিষয়টি আরও পর্যালোচনা করা হবে।

এ বিষয়ে বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল সাংবাদিকদের বলেন, অফিসয়াল সিক্রেটস অ্যাক্ট তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক।

কমিটি সূত্র জানায়, প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়ায় ১১টি সংশোধনী আনার প্রস্তাব করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিদের ৮টি ধারা নিয়ে উত্থাপিত আপত্তিগুলো নিস্পত্তি করতে এসব সংশোধনীর প্রস্তাব করা হয়। এর আগে গত ২২ মে সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত হয়ে নিজেদের আপত্তির কথা তুলে ধরেছিল সম্পাদক পরিষদ। ওই বৈঠকে অ্যাটকো, বিএফইউজের নিজেদের আপত্তির কথা তুলে ধরেছিলেন।

বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি ইমরান আহমদ সাংবাদিকদের বলেন, কিছু বিষয়ে সাংবাদিকদের আপত্তি ছিল। সংসদীয় কমিটি কমিটি ১১টি ক্ষেত্রে পরিবর্তন প্রস্তাব করেছে। সাংবাদিকেরা নিজেদের সঙ্গে আলচনা করে নিজেদের অবস্থান জানাবেন। এজন্য আগামী ১৬ জুলাই আবার বৈঠক হবে।

কমিটির সভাপতি বলেন, প্রস্তাাবিত আইনের ২১ ধারায় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হয়েছে। এর সংজ্ঞা হবে সংবিধানের প্রস্তাবনায় যে ব্যাখ্যা দেওয়া আছে তা এখানে প্রযোজ্য হবে। ২৫ নম্বর ধারার ‘খ’ উপধারা (এমন কনো তথ্য সম্প্রচার বা প্রকাশ করা যা কোনো ব্যক্তিকে নীতিভ্রষ্ট বা অসৎ করতে পারে) বাতিল এবং সব মিলে দুটি উপধারা করা, ২১ ধারায় সাজা যাবজ্জীবনের ক্ষেত্রে ১৪ বছর করার প্রস্তাব করা হয়েছে। আর সর্বোচ্চ সাজার কথা আইনে বলা হয়েছে। অপরাধ বিবেচনায় আদালত ঠিক করবে সর্বনিম্ন সাজা কতদিন হবে। এ ছাড়া কিছু ক্ষেত্রে সাজা ও জরিমানার পরিমাণ কমানো এবং কিছু শব্দগত পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৪৩ রানে অলআউট হয়ে বাংলাদেশের লজ্জার রেকর্ড

খেলার খবর: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ৪৩ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। আর এতে টেস্ট ক্রিকেটে ইনিংসে নিজেদের সর্বনিম্ন রান সংগ্রহের লজ্জার রেকর্ড গড়েছে সাকিব-তামিমরা। এর আগে টেস্টে এক ইনিংসে বাংলাদেশের সর্বনিম্ন রান সংগ্রহ ছিল ৮৬। প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।

এন্টিগুয়ায় এদিন টস জিতে শুরুতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। ব্যাটিংয়ে নেমে শুরুতেই তামিম-মুমিনুলের উইকেট হারায় বাংলাদেশ। তারপর এক ওভারেই বাংলাদেশের ৩ উইেকেট তুলে নেন ক্রেমার রোচ। ০ রানে সাজঘরে ফিরেন সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহ। এদিন লিটন দাসের ব্যাট থেকে সর্বোচ্চ ২৫ রান আসে। এছাড়া আর কেউই দুই অঙ্কের ঘর পেরুতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ রুবেলের ৬ রান।

আর ৪৩ রান সংগ্রহ করতে বাংলাদেশ খেলেছে মাত্র ১৮.৪ ওভার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রেমার রোচ ৫টি, হোল্ডার ৩টি ও কামিন্স ২টি উইকেট নিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় অনুদানের টাকার চেক বিতরণ করলেন এমপি লুৎফুল্লাহ

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদানের অর্থ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মসজিদ/মন্দিরের অনুদান ও উপজেলা পরিষদের রাজস্ব তহবিল হতে অপ্রত্যাশিত খাতের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানসহ ২৪ ব্যক্তির হাতে অনুদানের ৪ লক্ষ ৭৪হাজার টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না এবং কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ, ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, এসএম মনিরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, মাহবুবুর রহমান মফে, রবিউল হাসান, মোয়াজ্জেম হোসেন, আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, শেখ ইমরান হোসেন, আসলামুল আলম আসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মনিরুল ইসলাম মনি, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ আশিকুর রহমান মুন্না, পৌর কাউন্সিলর আলফাজ উদ্দীন, সাংবাদিক জুলফিকার আলি প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার নওশের আলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় গণভবনে বর্ধিত সভায় যোগদানের লক্ষ্যে আ.লীগের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে গণভবনে দলটির বিশেষ বর্ধিত সভায় যোগ দেয়ার জন্য কলারোয়ায় আ.লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে তাঁর অফিসে ওই সভার আয়োজন করা হয়।
সভায় কিছু সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
আগামি ৭জুলাই গণভবনে তৃণমূলের নেতাদের নিয়ে অনুষ্ঠিতব্য বিশেষ বর্ধিত সভায় সঠিক সময়ে উপস্থিত হয়ে কলারোয়া উপজেলা আ.লীগের কর্মকান্ড সম্পর্কে নেত্রীকে অবহিত করার বিষয়ে সভায় আলোকপাত করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান শামসুদ্দীন আল মাসুদ বাবু, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কালাম, আ.লীগ নেতা অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, মাস্টার আজিজুর রহমান, মাস্টার হাফিজুর রহমান, জিএম মিজানুর রহমান, আরিজুল ইসলাম, মফিজুল ইসলাম, কওছার আলি, আ.লতিফসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদকবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে যাওয়ার সময় কলারোয়া সীমান্তে নারী ও পুরুষ আটক

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও পুরুষকে আটক করেছে বিজিবি।
আটককৃতরা যশোর জেলার ঝিকরগাছার বাকুড়া গ্রামের শাহাজাহান আলীর স্ত্রী মোমেনা খাতুন(৩৫) ও কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের আ. গফ্ফার খানের ছেলে আব্দুল্লাহ খান (২৮)।
বুধবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা বিওপির নায়েক বাবুল হোসেন জানান- সীমান্তে টহল দেয়ার সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। তারা অবৈধভাবে কলারোয়া সীমান্তের কেড়াগাছির চারাবাড়ীর এলাকার ১৩/৩ এসএর ১আরবির জিরোপয়েন্ট দিয়ে ভারতে প্রবেশ করছিলো।
এ ঘটনায় কলারোয়া থানায় মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা মহিলা অধিদপ্তরের দর্জি বিজ্ঞান ও ব্লক বাটিক প্রশিক্ষনের সনদ ও ভাতা প্রদান

কে.এম রেজাউল করিম, দেবহাটা:
দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দর্জি বিজ্ঞান ও ব্লক বাটিক প্রশিক্ষনের সনদ ও ভাতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার দুঃস্থ ও অসহায় মহিলাদেরকে বাছাই করে তাদেরকে আত্মস্বাবলম্বী করার লক্ষ্যে দর্জি বিজ্ঞান ও ব্লক বাটিক ২টি বিভাগে মহিলাদের প্রায় ৩ মাস প্রশিক্ষন শেষে বুধবার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আলহাজ¦ আব্দুস সামাদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাঈল হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সাংবাদিক কে.এম রেজাউল করিম, প্রশিক্ষনার্থী হাসিনা খাতুন ও আয়েশা আক্তার প্রমুখ। পরে মোট ৩৯ জনকে সনদপত্র ও ভাতা প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা ছাত্রলীগের সাধারন সম্পাদকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজের উপর অতর্কিত হামলার প্রতিবাদে দেবহাটা ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে বিকালে ভাতশালা বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি ভাতশালা বাজার প্রদিক্ষন শেষে এব সমাবেশ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমিত হাসান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারন সম্পাদক বিজয় ঘোষ, আঃলীগের নেতা শরিফুল ইসলাম বিশ^াস, সাবেক শিক্ষক আব্দুল হাই, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় বক্তারা হাফিজের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতারের জন্য দাবী জানান। পরে ভাতশালা বাজারে ইউনিয়ন যুবলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের নতুন অফিস উদ্বোধন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রাতে মাঠে নামছে বাংলাদেশ

খেলার খবর: চার বছর পর চতুর্থবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে বাংলাদেশ দল। দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছেছেন বাংলাদেশ দল।

প্রথমেই শুরু হচ্ছে টেস্ট সিরিজ। অ্যান্টিগায় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বুধবার রাত ৮টায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজ টাইগারদের নতুন কোচ স্টিভ রোডসের প্রথম অ্যাসাইনমেন্ট।

প্রস্তুতি ম্যাচে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলা বাংলাদেশি দুই ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ রান পাওয়ায় অনেকটা স্বস্তিতে টিম ম্যানেজমেন্ট। ক্যারিবিয়ানদের বিপক্ষে ৮ ব্যাটসম্যান নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ দল। পেসবান্ধব উইকেটে আবু জায়েদ রাহিসহ খেলবে তিন পেসার। প্রথম টেস্টের আগে অনুপ্রেরণা যোগাচ্ছে ২০০৯ সালে ক্যারিবয়ানদের ঘরের মাঠে টাইগারদের ২টি টেস্ট জয়।

বাংলাদেশ টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান বলেন, আমরা গত ২-৩ মাসে কোনো টেস্ট খেলিনি। তবে দেশে ভালো প্রস্তুতি নিয়েছি। এখানে গত এক সপ্তাহের প্রস্তুতিতে নিজেদের মানিয়ে নিয়েছি। উইকেটে ঘাস আছে। তবে আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে প্রস্তুত।

বাংলাদেশের কোচ স্টিভ রোডস বলেন, এখানকার উইকেট খুব বাউন্সি। বাংলাদেশের খেলোয়াড়রা এতে অভ্যস্ত নয়। তবে শ্রীলঙ্কা সিরিজের অভিজ্ঞতা আমরা কাজে লাগাবো। দলে কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে। তারা জানে এ ধরনের উইকেটে কীভাবে খেলতে হয়।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও আবু জায়েদ রাহী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest