সর্বশেষ সংবাদ-
নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভদৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা  দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসা

মেসির পর রোনালদোর বিদায়, কোয়ার্টারে উরুগুয়ে

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিানার পর এবার ছিটকে গেল পর্তুগাল। উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হলো পর্তুগালকে। ম্যাচের শুরুতে মাত্র ৭ মিনিটের মাথায় সতীর্থ লুইস সুয়ারেসের অসাধারণ ক্রস থেকে বল পেয়ে বুলেট গতির হেডে পর্তুগালের জালে বল জড়িয়ে দিলেন এদিনসন কাভানি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে পেপের গোলে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না পর্তুগালের। ৬২ মিনিটে এদিনসন কাভানির দ্বিতীয় গোলে ২-১ ব্যবধানে এগিয়ে গেল উরুগুয়ে। এবারের গোল অবশ্য হেড থেকে নয়, করলেন ডান পায়ের অসাধারণ শট থেকে।

শনিবার (৩০ জুন) সোচির ফিশৎ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ১২টায়।

আগামী ৬ জুলাই রাত ৮টায় কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে উরুগুয়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাঠে নামছে সুয়ারেজের উরুগুয়ে ও রোনলেদোর পর্তুগাল

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় শনিবার উত্তেজনাপূর্ণ ম্যাচে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়েছে ফ্রান্স। রাশিয়ার কাজান অ্যারেনা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হয় ম্যাচটি। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলায় শনিবার সোচির ফিশৎ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে পর্তুগাল-উরুগুয়ে। এই ম্যাচে বড় আকর্ষণ রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো ও বার্সেলোনা ফরোয়ার্ড লুইস সুয়ারেস। আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো মুখোমুখি হবেন সময়ের অন্যতম সেরা এই দুই ফুটবলার।

পরিসংখ্যানে দেখে নেওয়া যাক কোন দল খেলার আগেই এগিয়ে থাকবে :

১. উরুগুয়ে-পর্তুগাল এর আগে দুইবার মুখোমুখি হয়েছে। এক জয় ও এক ড্র নিয়ে এগিয়ে পর্তুগাল। অবশ্য দুই দলের শেষ দেখা হয়েছিল ১৯৭২ সালে।

২. উরুগুয়ে ১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বচ্যাম্পিয়ন। এরপর ২০১০ সালে চতুর্থ স্থান অর্জন করে দলটি। অন্যদিকে, পর্তুগাল কখনোই বিশ্বকাপ জিতেনি। ফুটবলের সবচেয়ে বড় আসরে সেরা অর্জন- ১৯৬৬ সালে তৃতীয় ও ২০০৬ সালে চতুর্থ হওয়া।

৩. চলতি বিশ্বকাপের একমাত্র দল হিসেবে এখনও কোনো গোল হজম করেনি উরুগুয়ে।

৪. ২০১৪ সালের সেপ্টেম্বরে ফের্নান্দো সান্তোস কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২৭টি প্রতিযোগিতামূলক ম্যাচের মাত্র একটিতে হেরেছে পর্তুগাল। শেষ ১২ বছর ধরে উরুগুয়ের কোচের দায়িত্ব পালন করছেন অস্কার তাবারেজ। এই সময়কালে এটি তার তৃতীয় বিশ্বকাপ। আগে আরও এক মেয়াদে উরুগুয়ে জাতীয় দলের কোচ ছিলেন তাবারেজ। সে সময় তার অধীনে ১৯৯০ সালের বিশ্বকাপে অংশ নেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএসএমএমইউ’র সিন্ডিকেট সদস্য হলেন ডা. রহুল হক এমপি

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ডা: আ ফ ম রুহুল হক এমপিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য, ডা. আ ফ ম রুহুল হক বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ও বিভিন্ন গুরুত্পূর্ণ সংস্কারের জন্য বিশ্বব্যাপী প্রশংসিত। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শৈল্য চিকিৎসক। তাকে বাংলাদেশের আধুনিক অর্থোপেডিক সার্জারি চিকিৎসার অগ্রপথিক হিসেবে গণ্য করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীকে এসএমএস করে ৪দিনেই স্কুল পেলেন গ্রামবাসী

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি এসএমএস করে মাত্র ৪ কর্মদিবসে স্কুল ভবন পেলেন ফেনী সদর থানার রতনপুর গ্রামের বাসিন্দারা। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের এক ফেসবুক স্ট্যাটাস থেকে বিষয়টি জানা গেছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, এক সৌদি প্রবাসীর সরাসরি এসএমএসে (মোবাইল ফোনের মেসেজ) ফেনী সদর থানার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ইতোমধ্যে পাঁচ শ্রেণিকক্ষের একটি বহুতল ভবন নির্মাণের প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, গত ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইলে একটি এসএমএস পাঠান সৌদি আরব প্রবাসী জনৈক আনোয়ার হোসেন খোকন।

‘তিনি (আনোয়ার হোসেন) প্রধানমন্ত্রীকে স্কুলটির কোড নম্বর পাঠিয়ে লেখেন, এই স্কুলটি স্থানীয় মুক্তিযোদ্ধা আফজালুর রহমানের জায়গার উপর প্রতিষ্ঠিত। কিন্তু প্রয়োজনীয় শ্রেণিকক্ষের অভাবে ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করতে পারছে না। একটি স্কুল ভবন করে দেওয়ার দাবি জানান ওই প্রবাসী।’

মেসেজ পাওয়ার পর ওইদিন ভোর সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একান্ত সচিব (১) তোফাজ্জল হোসেন মিয়াকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন।

স্কুলটির কোড নম্বর মিলিয়ে একান্ত সচিব জানতে পারেন স্কুলটি ফেনী সদর উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পরে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রধানমন্ত্রীর নির্দেশনা পৌঁছে দেন তোফাজ্জল হোসেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শনিবার (৩০ জুন) বিকেলে ওই স্কুলের একটি ভবন নির্মাণে চূড়ান্ত অনুমোদন পায় রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, পর্যায়ক্রমে ওই ভবনটি বহুতল করা যাবে। আর শিগগিরই ভবনটি নির্মাণ কাজ শুরু হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আর্জেন্টিনাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

খেলার খবর: এবারও হলো না আর্জেন্টিনার। রাশিয়া বিশ্বকাপেরর শেষ ষোলোর প্রথম ম্যাচে হোর্হে সাম্পাওলির দলের বিদায়ঘণ্টা বাজিয়ে দিল দিদিয়ের দেশ্যমের ফ্রান্স। কাজানে টান টান উত্তেজনাকর ম্যচে মেসিদের ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল এমবাপে-গ্রিজমানদের দল।

ম্যাচের ১১তম মিনিটে ডি বক্সের ভেতরে কিলিয়ান এমবাপেকে মারাত্মক ফাউল করেন আর্জেন্টিনার শেষ ষোলোতে ওঠার নায়ক মার্কোস রোহো। ভিএআরে দেখা হয় ওটা ফাউল ছিল। সুতরাং পেনাল্টি পেয়ে যায় ফরাসিরা। আর হলুদ কার্ড দেখেন রোহো। এক মিনিট বাদেই নিখুঁত শটে আর্জেন্টিনার জালে বল পাঠিয়ে দেন আঁতোয়া গ্রিজমান।

এরপর ১৯তম মিনিটে আবারও ডি বক্সে ফাউলের শিকার হন এমবাপে। তবে এ যাত্রায় ফ্রি কিকের সাজাতেই পার পায় আর্জেন্টিনা। ফ্রি কিকে বল জালে জড়াতে ব্যর্থ হন পল পগবা। ম্যাচের ৪১তম মিনিটে আর্জেন্টাইনদের বুকের ধুঁকপুকানি কমিয়ে দেন অ্যাঞ্জেল ডি মারিয়া। মেসির কর্নার থেকে দারুণ দক্ষতায় ফ্রান্সের জালে বল পাঠিয়ে দেন তিনি।

প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ডি-বক্স থেকে শট নিয়েছিলেন লিওনেল মেসি। গাব্রিয়েল মের্কাদোর পায়ে লেগে বল চলে যায় ফ্রান্সের জালে। এরপর ৫৭তম মিনিটে ডিফেন্ডার লুকা এরনদেজের কাছ থেকে বল পেয়ে বেঞ্জামিন পাভার্ড স্কোরলাইন আবারও ২-২ করেন। ৬৪তম মিনিটে কিলিয়ান এমবাপের গোলে স্কোরলাইন হয়ে যায় ৩-২।

৪ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনার জালে একহালি গোল পূর্ণ করেন এমবাপে। অলিভিয়ে জিরুদের পাস থেকে দারুণ দক্ষতায় ডি-বক্স থেকে বাঁ পায়ের কোনাকুনি শটে বল জালে পাঠান পিএসজির এই স্ট্রাইকার। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন সার্জিও আগুয়েরো। শেষ মুহূর্তে আর্জেন্টিনা আরেকটি শট নিলেও ম্যাচ শেষ হয় ৪-৩ ব্যবধানে।

আর্জেন্টিনা একাদশ: ফ্রাঙ্কো আরমানি, মার্কোস রোহো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, গাব্রিয়েল মের্কাদো, হাভিয়ের মাসচেরানো, এভার বানেগা, এনসো পেরেস, লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, ক্রিস্তিয়ান পাভোন।

ফ্রান্স একাদশ: উগো লরিস, লুকা এরনঁদেজ, রাফায়েল ভারানে, সামুয়েল উমতিতি, বাঁজামাঁ পাভার্দ, পল পগবা, এনগোলা কঁতে, ব্লেইস মাতুইদি, অলিভিয়ে জিরুদ, অঁতোয়ান গ্রিজমান, কিলিয়ান এমবাপে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার দায়িত্ব হস্তান্তর

প্রেস বিজ্ঞপ্তি : রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরা’র নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় রকসী সিনেমা হল সংলগ্ন আল বারাকা হোটেল কনফারেন্স রুমে বতর্মান সভাপতি ফারুক উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু। অনুষ্ঠানে বর্তমান সভাপতির বছর শেষ হওয়ায় আগামী ১ বছরের জন্য সভাপতি হিসাবে রোটাঃ আব্দুল লতিফ সরদারের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সভাপতি নমিনি আবু মুছা, রোটাঃ কামরুজ্জামান বুুলু, রোটাঃ সুকদেব বিশ্বাস,রোটাঃ আঃ জব্বার, রোটাঃ শরিফুর রহমান, পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক আলাউদ্দীন ফারুকী প্রিন্স, খাজা নাজিম উদ্দীন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাবেক সভাপতি আসাদুজ্জামান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আর্জেন্টিনার জালে ফ্রান্সের ৪ গোল

খেলার খবর: বিশ্বকাপে এবারই প্রথমবার নক আউট পর্বে মাঠে নেমে ৪-২ গোলে এগিয়ে রয়েছে ফ্রান্স।

কাজান এরিনায় বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়েছে। ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টিতে গোল পেয়ে এগিয়ে গেছে ফ্রান্স। ফ্রান্সের পক্ষে পেনাল্টি থেকে গোলটি করেন গ্রিজম্যান। এরপর ম্যাচের মিনিটে পেনাল্টি পায় ফ্রান্স। এরপর আর্জেন্টিনাকে সমতায় ফেরান । ম্যাচের মিনিটে গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। কিন্তু গোল পেয়ে যায় আর্জেন্টিনা। ফ্রান্সের আর্জেন্টিনা পক্ষে গোলটি করে দলকে এগিয়ে দেন মার্কাডো। ম্যাচের ৪৮ মিনিটে বিপক্ষ দলের জালে বল জড়ান তিনি। এরপর ফ্রান্সকে রান্স। এমবাপে ম্যাচের ৬৩ ও ৬৮ মিনিটে আর্জেন্টিনার জালে তৃতীয় ও ৪র্থ গোল করে ফ্রান্সকে এগিয়ে নেন।

এই ম্যাচে আর্জেন্টিনার একাদশে নেই নাইজেরিয়ার বিপক্ষে একাদশে থাকা হিগুয়েন। তবে তার পরিবর্তে প্রথমবারের দলে ফিরেছেন পাভন। অন্যদিকে, আর্জেন্টিনার বিপক্ষে শক্তিশালী দল নিয়েই একাদশ সাজিয়েছে ফ্রান্স। পল পগবার সঙ্গে মিডফিল্ড কাঁপাবেন কান্তে।

আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যকার ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করছেন ইরানের রেফারি আলিরেজা ফাঘানি। আলিরেজার সঙ্গে সহকারী হিসেবে আছেন তার স্বদেশি রেজা সোকহানদান ও মোহাম্মদ মনসুরি। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করছেন চিলির হুলিও বাসকুনান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংবাদ প্রকাশের ভয়ে স্ত্রীর স্বীকৃতি পেল মুসলিমা

পলাশ দেবনাথ নুরনগর :
কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের দুলাবালা গ্রামে সংবাদ প্রকাশের ভয়ে স্ত্রীর স্বীকৃতি পেল মুসলিমা। দুলাবালা গ্রামের সাত্তার শেখের মেয়ে মুসলিমা খাতুন (২৮)স্বামী পরিত্যক্তা হয়ে বাবার বাড়ীতে অবস্থান করছিল। অনেক দিন যাবৎ বাবার বাড়ী থাকার সুবাদে একই গ্রামের আলী গাজীর ছেলে ২ সন্তানের জনক ইছা গাজী (৪৫) সাথে অবৈধ্য সম্পর্কে জড়িয়ে পড়ে মুসলিমা। একপর্যায় মুসলিমার গর্ভে সন্তান আসলে বিবাহের জন্য চাপ দিতে থাকে ইছা গাজীকে। প্রথম দিকে ইছা গাজী বিবাহ করতে অস্বীকার করলে, বিষয়টি এলাকায় জানা জানি হয় এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ কয়েক বার চেষ্টা করেও কোন সমাধান করতে না পারায় সর্ব শেষে সাংবাদিকরা বিষয়টি জানতে ঘটনা স্থলে যায়। মুসলিমা সহ তার পরিবারের সদস্যদের কাছে জানতে চাইলে মুসলিমার গর্ভের সন্তানের পিতা ইছা গাজী বলে জানায় তারা। বিষয়টি নিয়ে ইছা গাজীর সাথে কথা বলার জন্য তার বাড়ীতে গেলে তাকে পাওয়া যায়নি। সাংবাদিকরা ঘটনা স্থল থেকে চলে আসার পর, সংবাদ প্রকাশে ভয়ে স্থানীয় গন্যমান্যদের পরামর্শে মুসলিমাকে বিবাহ করেছে ইছা গাজী বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত হতে অত্র এলাকার বিবাহ রেজিষ্টার মহব্বত হুজুরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন গতকাল রাতে তাদের বিবাহ হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest