সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাতালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছায় উদ্ধারসাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাসাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময়

ট্রাম্প আমলে দরিদ্র হচ্ছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্র দরিদ্র হচ্ছে বলে এক রিপোর্টে জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক সংস্থাটি জানায়, দেশটিতে বৈষম্যও আগের চেয়ে বেড়েছে। জাতিসংঘের রিপোর্ট প্রত্যাখ্যান করেছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। খবর রয়টার্সের
‘যুক্তরাষ্ট্রে দারিদ্রতা এবং বৈষম্য’ শীর্ষক এক রিপোর্টের শেষাংশে জাতিসংঘ জানায়, বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র। কিন্তু সেখানে বৈষম্য দ্রুত বাড়ছে এবং চ্যাম্পিয়নের দিকে যাচ্ছে। বৃহস্পতিবার রিপোর্টটি জেনেভায় প্রকাশ করা হয়। এর দুইদিন আগে জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে নিজেদের প্রত্যাহার করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
জাতিসংঘের প্রতিবেদন তৈরিতে নেতৃত্ব দিয়েছেন নিউইয়র্ক ইউনিভার্সিটির আইন ও মানবাধিকার বিষয়ের অধ্যাপক ফিলিপ অ্যালস্টন। তার নেতৃত্বে একটি গ্রুপ যুক্তরাষ্ট্রের পুয়েত্রো রিকো, ওয়াশিংটন ডিসি, আলাবামা, ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, ওয়েস্ট ভার্জিনিয়াসহ বিভিন্ন রাজ্য পরিদর্শন করেছেন।
তারা মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার কর কর্তন করেছেন। এর ফলে ধনীরা আরো ধনী হয়েছে। ফলে বৈষম্যও বেড়েছে। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি রিপোর্ট প্রত্যাখ্যান করে বলেন, জাতিসংঘের আমেরিকার দারিদ্র্য নিরূপণ করার বিষয়টি একেবারেই হাস্যকর। স্থাটির উচিত তৃতীয় বিশ্বের দরিদ্রতার দিকে নজর দেওয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন আ’লীগের নিজস্ব ভবন

দেশের খবর: বাংলাদেশ আওয়ামী লীগের নিজস্ব ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল ১০টায় গুলিস্তান ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ৮ কাঠা জায়গার ওপর ১০ কোটি টাকা ব্যয়ে নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হয়েছে এ ভবন। পুরো কার্যালয়টি থাকবে ওয়াইফাই জোনের আওতায়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গণপূর্তমন্ত্রী ইঞ্জি. মোশাররফ হোসেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নতুন কার্যালয়ের চাবি তুলে দেন।

নতুন ভবনে দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের জন্য রাখা হয়েছে সুপরিসর কক্ষ। দলের সভাপতির কক্ষের সঙ্গে রয়েছে বিশ্রামাগার ও নামাজের জায়গা। এ ছাড়া ডিজিটাল লাইব্রেরি, ভিআইপি লাউঞ্জ, সাংবাদিক লাউঞ্জ, ডরমিটরি ও ক্যান্টিন থাকছে। দুপাশ কাচ দিয়ে ঘেরা।

এ ছাড়া দুটি স্বতন্ত্র কারপার্কিং, একাধিক লিফট, সিঁড়ি, অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা রয়েছে।

ভবনটির ছয় বা সাততলা পর্যন্ত ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস থাকবে।

আওয়ামী লীগের পুরনো অফিস ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের চারতলা ভবনটি লিজ গ্রহণ প্রক্রিয়া শেষ হয় ২০১১ সালে। এর পর দলটি নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়।

পরে ২০১৬ সালের ৬ এপ্রিল নতুন কার্যালয়ের নতুন ভবনের নকশা অনুমোদন দেন দলীয় সভাপতি শেখ হাসিনা। ১৭ জুলাই পুরনো স্থাপনা ভাঙা শুরু হয়। রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের ১০তলা আধুনিক কার্যালয়টির নির্মাণকাজের উদ্বোধন করা হয় গত বছরের ২৩ জুন।

ভবনটির প্রথম থেকে তৃতীয়তলা পর্যন্ত প্রতিটি ফ্লোর ৪ হাজার ১০০ বর্গফুট। চতুর্থতলা থেকে ওপরের সব কটি ৩ হাজার ১০০ বর্গফুটের।

কার্যালয়ের সামনে স্টিলের বড় অক্ষরে লেখা রয়েছে, ‘বাংলাদেশ আওয়ামী লীগ’। পাশেই দলীয় প্রতীক নৌকা। সবার ওপরে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। এর পর রয়েছে মুক্তিযুদ্ধ ও সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল। দুই পাশ কাচ দিয়ে ঘেরা।

ভবনটির সামনের দেয়ালজুড়ে দলের সাইনবোর্ডসহ দলীয় স্লোগান ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, চার মূলনীতি খোদাই করে লেখা। ভবনের সামনে-পেছনে ছেড়ে দেয়া জায়গায় আছে বাগান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এমপিপুত্রের গাড়িচাপায় পথচারীর মৃত্যু, ৩০ লাখ টাকায় আপসের প্রস্তাব

দেশের খবর: রাজধানীর মহাখালী ফ্লাইওভারে নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করীম চৌধুরীর ছেলে শাবাব চৌধুরীর গাড়িচাপায় পথচারী মৃত্যুর ঘটনায় টাকার বিনিময়ে আপসের প্রস্তাব করা হয়েছে।
নিহত সেলিম বেপারীর (৪৮) স্বজনদের সঙ্গে বৃহস্পতিবার রাতে বৈঠক করে এমপি পক্ষের লোকজন ৩০ লাখ টাকায় বিষয়টি আপসের প্রস্তাব দিয়েছেন। দুই-এক দিনের মধ্যে আপস হতে পারে বলেও জানা গেছে।
এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের পরই সুনির্দিষ্টভাবে জানা যাবে কে গাড়ি চালাচ্ছিলেন। তবে এটুকু বলতে পারি কেউ আইনের ঊর্ধ্বে নন, তিনি যদি এমপিপুত্রও হন।
গত মঙ্গলবার রাতে গাড়িচাপায় মৃত্যুর পর কাফরুল থানায় মামৃলা হয়। কিন্তু চার দিনেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। জব্দ করতে পারেনি গাড়িটিও। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হবে। এছাড়া গাড়ির নম্বর প্লেট দিয়ে বিআরটিএ থেকে কাগজ সংগ্রহ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার এসআই সুজন কর্মকার বলেন, আমরা তদন্ত করছি। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা গাড়িটি জব্দ করা সম্ভব হয়নি।
টাকার বিনিময়ে বিষয়টি আপসের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে এ বিষয়ে নিহতের স্বজনদের সঙ্গে এমপি একরামুল করীম চৌধুরীর পক্ষের লোকজনের বৈঠক হয়েছে।
নিহত সেলিম বেপারী নাওয়ার প্রপার্টিজ লিমিটেড নামে একটি কোম্পানির গাড়ি চালাতেন। ওই কোম্পানির ডিওএইচএসের (বাড়ি-৪৬৫, ফ্লোর-১, রোড-৮, বারিধারা) অফিসে এ বৈঠক হয়। এমপির পক্ষ থেকে সেখানে চারজন উপস্থিত ছিলেন।
এছাড়া ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইমরান হোসেন এবং নিহতের জামাতা আরিফুল ইসলাম ভুইয়াসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রায় দুই ঘণ্টার বৈঠকে এমপির পক্ষ থেকে বলা হয়, নিহতের পরিবারকে সমঝোতার মাধ্যমে টাকা দেয়া হবে। তবে দায়ের করা মামলাটি তুলে নিতে হবে। আর এ ঘটনায় এমপির পরিবারের কারও জড়িত থাকার কথা বলা যাবে না।
কাফরুল থানার ওসি শিকদার মোহাম্মদ শামীম হোসেন এ বিষয়ে বলেন, আমি জরুরি মিটিংয়ে আছি। পরে কথা বলি। পরে একাধিকবার চেষ্টা করেও তাকে আর ফোনে পাওয়া যায়নি।
গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মহাখালী ফ্লাইওভারের ওপর বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ঘ-১৩-৭৬৫৫) সেলিম ব্যাপারীকে চাপা দিয়ে দ্রুত বিজয় সরণির দিকে পালিয়ে যায়। বিআরটিএ’র তথ্যমতে, গাড়িটির মালিক কামরুন্নাহার শিউলি। তিনি নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করীম চৌধুরীর স্ত্রী ও নোয়াখালীর কবিরহাট উপজেলার চেয়ারম্যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাত্র ৬ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩৫ জনের

দেশের খবর: ঈদ পরবর্তী সময়ের ব্যস্ত সড়কে দেশের সাত জেলায় গতকাল দিবাগত গভীর রাত থেকে আজ সকাল পর্যন্ত মোটামুটি ছয়-সাত ঘণ্টার মধ্যে ৩৫ জনের প্রাণহানীর খবর এসেছে। এ সময় আহত হয়েছেন আরো অর্ধ শতাধিক মানুষ।

হতাহতদের মধ্যে অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। দূরপাল্লার বাস বেশি দুর্ঘটনার শিকার হয়েছে এই সময়ে।

এর মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটেছে গাইবান্ধার পলাশতলী উপজেলার মহেশপুরে। এখানে একসঙ্গে ১৬ জনের প্রাণহানী ঘটেছে। এরপর রংপুরের তারাগঞ্জ উপজেলার পাগলাপীরের সালেয়া শাহ বাজারে আরো একটি দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছেন।

এর বাইরে ঢাকা জেলার সাভারে চারজন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দুজন, গোপালগঞ্জের সদর উপজেলায় দুজন, নাটোর সদর উপজেলায় দুজন, ফরিদপুরের ভাঙ্গায় দুজন এবং চুয়াডাঙ্গার সদর উপজেলায় একজন নিহত হয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পিছিয়ে পড়েও সার্বিয়াকে হারালো সুইজারল্যান্ড

খেলার খবর: প্রথামার্ধে ১-০ গোলে এগিয়ে গিয়েছিল সার্বিয়া। এতে জয়ের স্বপ্ন দেখছিল দলটি! কিন্তু না, দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাকে সার্বিয়ানদের স্বপ্ন ভেঙে খানখান করে দিলেন সুইসরা। এ অর্ধে একচেটিয়া খেলে গেলেন তারা। মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষ শিবিরে ছড়ালেন ত্রাস। ফলও নিজেদের অনুকূলে নিয়ে ফিরলেন।

ফিরতি লড়াইয়ে সার্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, এর মাধ্যমে যেন তাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শক্তিশালী ব্রাজিলকে রুখে দেয়া দলটি।

এ জয়ে দ্বিতীয় রাউন্ডের পথে এগিয়ে গেল সুইজারল্যান্ড। আর ঝুলে গেল সার্বিয়ার ভাগ্য।

কালিনিনগ্রাদে মুখোমুখি হয় সার্বিয়া-সুইজারল্যান্ড। শুরুতেই সুইসদের ওপর ঝাঁপিয়ে পড়ে সার্বিয়া। এর ফলও হাতেনাতে পায় দলটি। ৫ মিনিটেই তাদের লিড এনে দেন অ্যালেকসান্দার মিত্রভিচ।

পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় সুইজারল্যান্ড। ফলে খেলাও গতি পায়। ঘন ঘন আক্রমণে সার্বিয়ানদের ঠেসে ধরেন সুইসরা। বেশ কটি ভালো সুযোগও পায় তারা।

সবচেয়ে বড় সুযোগ পায় ৩১ মিনিটে। তবে গোলরক্ষককে একা পেয়েও জালে বল জড়াতে পারেননি ফাবিয়ান স্কার। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে মাঠ ছাড়তে হয় তাদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গরুকে ধর্ষণ করে হত্যার অভিযোগ

ভিন্ন ধরনের খবর: বিকৃতকাম মানুষের যৌন লালসার কারণে অহরহ ধর্ষণের শিকার হচ্ছে শিশু, কিশোরী, তরুণী, কর্মজীবী নারী, গৃহবধূসহ বিভিন্ন শ্রেণির নারী। এবার রেহাই পেল না গরুও। বৃহস্পতিবার ভারতের শ্যামপুর থানার বাড়গ্রাম পূর্বপাড়ায় রাতের অন্ধকারে প্রতিবেশীর গরুকে ধর্ষণ করে হত্যা করেছে বলে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, ভারতের শ্যামপুর থানার বাড়গ্রাম পূর্বপাড়ায় এক যুবক রাতের অন্ধকারে প্রতিবেশীর গোয়াল থেকে গরু চুরি করে নিয়ে গিয়ে ধর্ষণ করে মেরে ফেলে। বৃহস্পতিবার বাড়গ্রামে নদীর ধারে একজন প্রাণী চিকিৎসক ও ছয়জন প্রাণী স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে গরুটির ময়নাতদন্ত করা হয়। এর প্রেক্ষিতে অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় এক গৃহবধূর ওই গরুটি বুধবার বাড়িতে খোঁজ করে না মাঠে মরে পড়ে থাকতে দেখা যায়। এসময় গরুটিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে সন্দেহ হলে যুবক সুজল মাইতি পুলিশে দেওয়া হয়। মাস ছয়েক আগে এক রাতে সুজল ওই গরুটিকে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় তার উপর এই সন্দেহ করে গ্রামবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অার্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার প্রথম শর্ত পূরণ

খেলার খবর: আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচে ড্র করেছিল আইসল্যান্ড। আর নিজদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে পরাজিত হয় আফ্রিকান সুপার ঈগল নাইজেরিয়া।

এদিকে শর্ত ছিল- আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতলে বিশ্বকাপ স্বপ্ন টিকে থাকবে নাইজেরিয়ার। আর হারলে বিদায় শঙ্কা। অপরদিকে আর্জেন্টিনার বিপক্ষে ড্র করা আইসল্যান্ডের সামনে ছিল এগিয়ে যাওয়ার সুযোগ। সেই সাথে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন ফিকে হয়ে যেত আর্জেন্টিনার। কিন্তু তেমন কিছু ঘটেনি। দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে নাইজেরিয়া। আর এতে স্বপ্ন আরও রঙিন হতে থাকে আর্জেন্টাইনদের।

আর্জেন্টিনার সামনে সমীকরণ
আইসল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের দুর্দান্ত জয় পেয়েছে আফ্রিকার সুপার ঈগলখ্যাত নাইজেরিয়া। এখন ক্রোয়েশিয়াকে শেষ ম্যাচে আইসল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে। এক্ষেত্রে গ্রুপের খেলা শেষে ক্রোয়েশিয়ার পয়েন্ট দাঁড়াবে ৯, একটি ড্র ও একটি ম্যাচ জিতলে (নাইজেরিয়া ম্যাচ জিতলে) মেসিদের পয়েন্ট দাঁড়াবে ৪। এছাড়া ক্রোয়েশিয়া এবং আইসল্যান্ডের মধ্যকার ম্যাচটি ড্র হলেও সমস্যা নেই মেসিদের।

অন্যদিকে আইসল্যান্ড তাদের শেষ দুম্যাচ হারলে পয়েন্ট ১ আর নাইজেরিয়া ৩ পয়েন্ট। সে ক্ষেত্রে অনায়াসেই পরের পর্বে যাবে ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনা। তবে নাইজেরিয়াকে শেষ ম্যাচে হারাতে না পারলে কোন সমীকরণই কাজে আসবে আর্জেন্টিনার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গোল করেও কাঁদলেন নেইমার

খেলার খবর: গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে ব্রাজিল। অতিরিক্ত সময়ে কোস্টারিকার জালে ২ বার বল জড়ান তিতের শীর্ষ্যরা। ব্রাজিলের পক্ষে প্রথম গোল করেন কৌতিনহো। আর ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।

খেলার একবারে শেষ মুহূর্তে এসে জয়ের দেখা পেল তারা। পুরো ম্যাচে একের পর এক আক্রমণ করে গেলেও গোলের দেখা পাচ্ছিল না ব্রাজিলিয়ানরা।

অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে এসে অবশেষে হতাশা কাটে ব্রাজিলের। ফার্নান্দোর ক্রস পেয়ে বক্সের মধ্যে ফিরমিনোর মাথা হয়ে হেসুসের পায়ে বল যায়। সেখান থেকে তিনি সেটা দেন দৌঁড়ে আসা কৌতিনহোকে। বার্সার মিডফিল্ডার দেরি না করে সেটা সোজা জালে ঢুকিয়ে দেন (১-০)।

চতুর্থ মিনিটে ফিরমিনো আর কৌতিনহোর ওয়ান টু ওয়ান পাসে আরেকটি গোলের সুযোগ পেয়েছিল ব্রাজিল। তবে সেটা কাজে লাগাতে পারেননি। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে এসে দুর্দান্ত আরেকটি গোল করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বক্সের ডানপাশ থেকে কস্তার পাস থেকে গোল করেন নেইমার (২-০)।

২-০ গোলে কোস্টারিকার বিপক্ষে জিতে গেল হেক্সা মিশনের যাত্রী ব্রাজিল। আর এতে আবেগাপ্লুত হয়ে মাঠেই কেঁদে ফেললেন ব্রাজিলের পোস্টারবয় নেইমার।

ব্রাজিল-কোস্টারিকার প্রথমার্ধ্ব-দ্বিতীয়ার্ধ্ব গেল গোল পায়নি কেউিই। কোস্টারিকার `ডিফেন্ডার পালোয়ানরা` আটকে রেখেছিলেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলিয়ান তারকাদের। কিন্তু অতিরিক্ত সময়ের সুযোগ মিস করলেন না মিডফিল্ডার কুতিনহো আর সেরা স্ট্রাইকার নেইমার। ২-০ গোলে এগিয়ে যায় নেইমারের দল।

এরপরেই মাঠে দেখা গেল আনন্দ-অশ্রুর খেলা। ম্যাচ শেষ, মাঠেই হাঁটু গেড়ে বসে পড়লেন পোস্টারবয় নেইমার। চোখের জল ফেললেন সবুজ ঘাসেই। আর এ জল তার কষ্টের নয়, মহা আনন্দের। আনন্দ-আপ্লুত এ জন্যই বলতে হবে, একেতো রাশিয়া বিশ্বকাপ মিশনে সেলাসাওদের এটি প্রথম জয়, আবার তার প্রথম গোল।

কান্না দেখে এটাই মনে হচ্ছিল, কোটি কোটি দর্শক-সমর্থকদের আনন্দ দিতে পেরে আপ্লুত নেইমার। তাদের হাসাতে পেরেই কাঁদছেন এই `আবেগময়` তারকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest