সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাতালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছায় উদ্ধারসাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাসাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময়

মিমিকে নিয়ে ফিরছেন অঙ্কুশ

বিনোদন সংবাদ: বেশ কয়েক মাস হলো বড় পর্দায় উপস্থিতি নেই টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশের। শুধু সোশ্যাল মিডিয়ায় ট্রেনিংয়ের বিভিন্ন ছবি বা ভিডিও শেয়ার করাতেই সীমাবদ্ধ ছিলেন তিনি। তবে এবার ভক্তদের মাঝে আবার ফিরে আসছেন অঙ্কুশ। টালিগঞ্জের নায়িকা মিমি চক্রবর্তীকে নিয়ে বড় পর্দায় ফিরছেন তিনি। খবর: আনন্দবাজারের।

হঠাৎ করে সিনেমা থেকে নিজেকে আড়ালে রাখার বিষয়ে অঙ্কুশের দাবি, লুক চেঞ্জ করার জন্যই স্বেচ্ছা বিরতি নিয়েছিলেন তিনি।

বাবা যাদবের পরিচালনায় আগামী ১৫ জুলাই থেকে শুরু হতে চলেছে ‘ভিলেন’ ছবির শুটিং। সেই ছবি দিয়েই আবার ফিরছেন অঙ্কুশ। অঙ্কুশের ভাষ্য, এটা আমার ইমেজ চেঞ্জিং ফিল্ম বলতে পারেন। রমকম ছবি বা নেক্সট ডোর বয় ইমেজে শেষ কয়েকটা সিনেমায় আমাকে দেখেছেন দর্শক। কিন্তু এ ধরনের কাজ আমি অনেক দিন করিনি। অনেক শেড রয়েছে। এটা একটা ক্রাইম থ্রিলার। টলিউডের ফাইনেস্ট ক্রাইম থ্রিলার বলতে পারেন।

রমন জানওয়াল এই ছবির চিত্রনাট্য লিখেছেন। কনসেপ্টও তার। মুম্বাইতে আব্বাস মাস্তানের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে রমনের। তবে বাংলায় এই প্রথম কাজ করছেন তিনি।

অন্যদিকে কোরিওগ্রাফার হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর এখন পরিচালক হিসেবেও টালিপাড়ার নিজস্ব জায়গা তৈরি করে ফেলেছেন অঙ্কুশের বাবা যাদব। তার ভাষ্য, এটুকু বলতে পারি, ছবিটা কমন নয়। আলাদা ফ্লেভার পাবেন দর্শক। অনেক টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে। অঙ্কুশ এবং মিমি কাজ করছেন। তবে আরও একজন নায়িকা রয়েছেন। সেই কাস্টের খোঁজ চলছে এখনও।

শোনা যাচ্ছে, এই ছবিতে নাকি হিরো এবং ভিলেন- এই দুই চরিত্রেই দেখা যাবে অঙ্কুশকে। তবে ক্রাইম থ্রিলার বলে এখনই ছবির গল্প নিয়ে বেশি কিছু বলতে নারাজ ‘ভিলেন’ সংশ্লিষ্টরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জানা গেল দীপিকা-রণবীরের বিয়ের দিন!

বিনোদন সংবাদ: জানা গেল দীপিকা-রণবীরের বিয়ের দিনক্ষন। এই বিয়ে ঘিরে নানা সময়ে বহু কথা শোনা গেলেও এখন পর্যন্ত মুখ খোলেননি দুই তারকা। তবে এ বছরের শেষের দিকে দীপিকাকে যে বিয়ে করতে চলেছেন রণবীর, সেখবর সকলেরই জানা। এবার প্রকাশ্যে এল বিয়ের দিনক্ষণ।

জানা গেছে, আগামী ১০ নভেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দীপিকা-রণবীর। এমনই দাবি এক ইংরেজি ফিল্ম ম্যাগাজিনের। তাই ১০ নভেম্বরের আগে যাবতীয় শ্যুটিং শিডিউল সেরে ফেলছেন দুই তারকা।

ভারতীয় ফিল্ম ম্যাগাজিনের তথ্য অনুযায়ী নভেম্বরের আগে শ্যুটিং ডেট রাখছেন দীপিকা-রণবীর। যদিও এ বিষয়ে দীপিকা বা রণবীরের তরফে কোনও ভাবেই মুখ খোলা হয়নি।

তবে জানা গেছে, বিয়ের আগের কিছু বিশেষ প্রথা ইতিমধ্যেই সেরে ফেলেছে দুটি পরিবার।

এছাড়াও বহু মাস আগে দীপিকার জন্মদিনে মালদ্বীপে দুই পরিবার একত্রিত হয়। ফলে এখন শুধু সময়ের অপেক্ষা বিয়ে ঘিরে আনুষ্ঠানিক ঘোষণার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালার এইচএমএস মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

প্রভাষক এস আর আওয়াল: উৎসবমুখর পরিবেশে তালার এইচ, এম, এস মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অবিভাবক পর্যায়ের নির্বাচনে রাজু ও তাজ সমর্থিত সোহরাব-হান্নান-আলি হোসেন-কবির প্যানেল বিজয়ী হয়। সকাল ১০-বিকাল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহন চলে। মোট ৬৭৭ জন অবিভাবক ভোটারের ভিতর ৬১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিজয়ী দলের সোহরাব হোসেন হাঁস প্রতিকে ৩৮২ ভোট পেয়ে প্রথম হন। আঃ হান্নান শেখ মোরগ প্রতিকে ৩৬৪ ভোট পেয়ে ২য় হন। আলি হোসেন সরদার মাছ প্রতিকে ৩৬২ ভোট পেয়ে ৩য় হন। কবির হোসেন আম প্রতিকে ৩৪৯ ভোট পেয়ে ৪র্থ হন। প্রিজাইডিং অফিসার হিসাবে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান।
নির্বাচন বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন জেলা আঃলীগের উপদেষ্টা সরদার সুজাত আলি, খেশরা ইউনিয়নের চেয়ারম্যান রাজিব হোসেন রাজু, খেশরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন তাজ, তালা উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের আহবায়ক ও উপঃ তরুণলীগের সভাপতি প্রভাষক এস. আর. আওয়াল, খেশরা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও ৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ মনিরুজ্জামান, যুবলীগ নেতা সৈয়দ বদরুজ্জামান, আহসান হাবিব, বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ আবু ওয়াহেদ, বি এল কলেজ ছাত্রলীগ নেতা ইশতিয়াক শুভ ও ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ রবিউল গাজী

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হেমা মালিনীর সঙ্গে আফজাল

বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রের বেভারলি কানেকশনসের টার্গেট সুপারশপে গিয়েছিলেন আফজাল হোসেন ও তাজিন হালিম (মনা) দম্পতি। সেখানেই হঠাৎ দেখা বলিউডের সাড়া জাগানো অভিনেত্রী হেমা মালিনীর সঙ্গে।

আফজাল নিজের ফেসবুকে জানান সেই মুহূর্তের গল্প। বলেন, ‘শুরুতে মনা ও হেমা মালিনীর ছবিটি আমি তুললাম। কিন্তু তিনজনের ছবিটা তোলার জন্য দূরে দাঁড়িয়ে থাকা লম্বা মেয়েটাকে নাম ধরে ডাকলেন হেমা নিজেই। ছবি তুলে দিলে ধন্যবাদ জানিয়ে মনা বলে—অহনা, আমরা তোমাকেও চিনি। তুমি বিখ্যাত এই মায়েরই মেয়ে। নায়িকা মনে হলো না হেমাকে। কন্যাটিও তেমনই। একেবারে সাধারণ।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিজেপি জঙ্গি সংগঠন অভিযোগ মমতার

বিদেশের খবর: ভারতের কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপিকে জঙ্গি সংগঠন বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জি।
বৃহস্পতিবার দলের বর্ধিত কোর কমিটির বৈঠক থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে একে একটি জঙ্গি সংগঠনের সাথে তুলনা করেন। এই গেরুয়া দলটি হিন্দুদের মধ্যেও বিভেদ সৃষ্টি করছে বলেও তাঁর দাবি।
কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই বৈঠক থেকে মমতা বলেন ‘আমরা বিজেপির মতো মিলিট্যান্ট অর্গানাইজেশন (জঙ্গি সংগঠন) নই। তাদের মধ্যে উগ্রতা বোধ আছে, একটা ধর্মীয় বিদ্বেষ আছে। কাউকেই পছন্দ করে না-সে মুসলিম, খ্রীষ্টান বা শিখ হোক। আমি বুঝি না কাকে পছন্দ করে। হিন্দুদের মধ্যেও দলাদলি লাগিয়ে দিচ্ছে। পিটিয়ে খুন করছে’।
গত মঙ্গলবার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা শাসক দফতরের সামনে এক বিক্ষোভ কর্মসূচী থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেস নেতাদের ‘এনকাউন্টার’ করার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। দিলীপ বলেন ‘তৃণমূলের অনেক নেতা দাদাগিরি করে চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আগামীদিনে তাদের কারাগারে পাঠানো হবে, নয়তো সোজা এনকাউন্টার করা হবে। গুনে গুনে গুলি চলবে আর, গুনে গুনে লাশ তোলা হবে। কেষ্ট-বিষ্টু কেউ বাঁচবে না’। দিলীপের ওই বিতর্কিত মন্তব্যের পর পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে।
দিলীপের ওই মন্তব্যের প্রেক্ষিতেই মমতা এদিন বলেন ‘ওদের এক প্রেসিডেন্ট আছে, যা ইচ্ছে তাই করে যাচ্ছে, যা ইচ্ছে বলে যাচ্ছে। কেউ বলছেন এনকাউন্টার করে দেবো, কেউ বলছেন গুলি চালাবো, কেউ বলছে বোমা মারবো, কেউ বলছে শেষ করে দেবো। আমি বলছি আয় না, কত ক্ষমতা দেখা না…’।
এদিনের বৈঠকে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্যরা ছাড়াও বিধায়ক, সাংসদ সহ দলের সব স্তরের নেতা ও নেত্রীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘দেশের ৯০ ভাগ গ্রামে বিদ্যুৎ পৌঁছানো হয়েছে’

দেশের খবর: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন দেশের ৯০ শতাংশ গ্রামে বিদ্যুৎ পৌঁছানো হয়েছে।

তিনি বলেন, বাকি ১০ শতাংশ গ্রামে বিদ্যুতায়ন কার্যক্রম চলমান রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের শতভাগ গ্রামে বিদ্যুতায়ন সম্পন্ন হবে বলে আশা করা যায়।

তিনি আজ সংসদে সরকারি দলের মুহিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

সরকারি দলের আ. ফ. ম বাহাউদ্দিন (নাছিম)’র অপর এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর বিদ্যুৎ খাতের উন্নয়নের লক্ষ্যে তাৎক্ষণিক, স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করে।

তিনি বলেন, এ পরিকল্পনার আওতায় উৎপাদন ক্ষমতা ২০২১ সালের মধ্যে ২৪ হাজার এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত করার কার্যক্রম চলছে। ২০০৯ সালের তুলনায় বর্তমানে বিদ্যুতের স্থাপিত উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়ে ১৮ হাজার ৩৫৩ মেগাওয়াটে (ক্যাপটিভসহ) উন্নীত হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বিদ্যুতের বিতরণ লাইনের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার কিলোমিটার, সঞ্চালন লাইনের পরিমাণ ১১ হাজার ৬০ সার্কিট কিলোমিটার এবং গ্রিড উপকেন্দ্রের ক্ষমতা ৩৫ হাজার ৪০ এমভিএ।

তিনি বলেন, দেশের মানুষের বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে দেশের শতকরা ৯০ শতাংশ মানুষকে বিদ্যুৎ সুবিধা প্রদান করা হয়েছে (নবায়নযোগ্য জ্বালানিসহ) এবং প্রতি মাসে প্রায় ৩ লাখ গ্রাহক সংযুক্ত করার মাধ্যমে আগামী অর্থ-বছরে শতভাগ বিদ্যুতায়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন ব্যবস্থার দক্ষতা ও সুরক্ষা বাড়াতে সরকার এক দশকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়ন করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পেরুকে হারিয়ে শেষ ষোলতে ফ্রান্স

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপে পেরুর বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ফ্রান্স। পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পের গোলে ম্যাচের ৩৪ মিনিটে এগিয়ে যায় ফরাসিরা। এটি বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পের প্রথম গোল। অার এ গোলের সুবাদেই শেষ ষোল নিশ্চিত করেছে ফ্রান্স। দুই ম্যাচ শেষে ফ্রান্সের পয়েন্ট ৬।

এর আগে ইয়েকাতেরিনবার্গে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটি শুরু হয় রাত ৯টায়। প্রথমার্ধের ৩০ মিনিট পর্যন্ত ফ্রান্সের সঙ্গে সমানে সমান লড়ে গেছে পেরু। বল দখলে দুই দলই ৫০-৫০ ছিল। এর মধ্যে ফ্রান্স ৪ বার আক্রমণ করে আর পেরু ২ বার। তবে ফ্রান্সের মাতুইদি হলুদ কার্ড দেখেছেন। কিন্তু বিরতির আগে এমবাপ্পের গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে ফরাসিরা।

দ্বিতীয়ার্ধে এসে আক্রমণের ধার বাড়ায় পেরু। গোলের জন্য মরিয়া হয়ে উঠে লাতিন দেশটি। ৭বার ফ্রান্সের গোল মুখে আক্রমণ করে পেরু। আর ফ্রান্স ৫ বার। তবে ফ্রান্সের রক্ষণভাগে ছিঁড় ধরাতে পারেনি তারা। ফলে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে পেরু। আর এ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সি গ্রুপে শীর্ষ স্থানে রয়েছে ফ্রান্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ ফিংড়ীর সভাপতি আক্তার সম্পাদক মুজিবর

প্রেস বিজ্ঞপ্তি: শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ফিংড়ী ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাশি ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান যৌথ স্বাক্ষরিত এক পত্রে আক্তারজ জামানকে সভাপতি ও মুজিবর রহমান কে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য ফিংড়ী ইউনিয়ন কমিটির অনুমোদন দেওয়া হয়। এবং আগামী ১ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest