সর্বশেষ সংবাদ-
দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন

জীবিত বাঘের সঙ্গে মিমের ১০ মিনিট!

বিনোদন সংবাদ: ব্যাংককে বেড়াতে গিয়ে সত্যিকারের বাঘের খাঁচায় ঢুকে পড়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ভয় লাগলেও মুখে হাসি রেখে ছবি তুলেছেন। ঈদের আগের দিন মা-বাবাকে সঙ্গে নিয়ে ব্যাংককে বেড়াতে যান।
ব্যাংককের নামুয়াং সাফারি পার্কে ঘুরতে গিয়েই মিম বাঘের খাঁচায় ঢুকে পড়েন। সেই ছবি ও ভিডিও পরে পোস্ট করেছেন ফেসবুকে। প্রায় ১০ মিনিট বাঘের খাঁচায় কাটিয়েছেন মিম।
ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করে মিম লিখেছেন, মৃত্যুভয়ে এতটুকু হয়ে গিয়েছিলাম কিন্তু ছবি তোলার জন্য হাসতে হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রাম্পের নীতির বিরুদ্ধে সোচ্চার মেলানিয়া

আন্তর্জাতিক সংবাদ: মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া ‘জিরো টলারেন্স’ নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মেক্সিকোর অবৈধ অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের পরিচালিত কঠোর অভিযানে বিপুল পরিমাণ পূর্ণ বয়স্ক নারী-পুরুষ আটক হওয়ায় ১৯৯৫ জন শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রবিবার (১৭ জুন) ফার্স্ট লেডির মুখপাত্র স্টেফানি গ্রিশাম মার্কিন সংবাদমাদ্যম সিএনএন-কে জানিয়েছেন, অভিবাসী শিশুদের তাদের মা-বাবা থেকে বিচ্ছিন্ন করাকে ঘৃণার চোখে দেখছেন মেলানিয়া। বারাক ওবামার ডেমোক্র্যাট প্রশাসনের অধীনে এ সংক্রান্ত আইন প্রণীত হলেও মেলানিয়া মনে করছেন, কখনও কখনও হৃদয় দিয়েও শাসনকার্য পরিচালনা করতে হয়। অভিবাসন নীতিতে সংস্কার আনতে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের ঐক্যবদ্ধ পদক্ষেপ প্রত্যাশা করেছেন তিনি। মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের রুখতে সম্প্রতি ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। এ নিয়ে সমালোচনার জবাবে শুরু থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প বলে আসছেন, তিনি নতুন কোনও অভিবাসন নীতি গ্রহণ করেননি। বিগত ডেমোক্র্যাট প্রশাসনের নেওয়া নীতি মেনেই মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন তিনি। অবশ্য অবৈধ অভিবাসীদের পরিবার থেকে বিচ্ছিন্নকরণের ঘটনা পূর্ববর্তী মার্কিন প্রশাসনগুলোতেও দেখা গেছে। তবে মানবাধিকারকর্মীরা বলছেন, সে সংখ্যাটা অনেক কম ছিল। অতীতে দেখা গেছে, যেসব লোক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতো এবং অপরাধের কোনও রেকর্ড ছিল না তাদেরকে আইনের আওতায় অপরাধী সাব্যস্ত না করে শুধুই অস্থায়ীভাবে আটক করা হতো কিংবা বিতাড়িত করার সুপারিশ করা হতো। মা ও শিশুরা সাধারণত একসঙ্গেই থাকতো। তবে ট্রাম্প প্রশাসন সব ধরনের অবৈধ অভিবাসন প্রত্যাশীর বিরুদ্ধে আইনগত ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করার প্রথম ৬ সপ্তাহেই প্রায় ২ হাজার শিশু পরিবার-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অতীতে এমন নজির দেখা যায়নি।

মার্কিন স্বরাষ্ট্র দফতর-হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলরেছ, ১৯ এপ্রিল থেকে ৩১ মে সময়ের মধ্যে আটক হওয়া ১৯৪০ পূর্ণ বয়স্ক ব্যক্তির সঙ্গে থাকা ১৯৯৫ জন শিশু পরিবার-বিচ্ছিন্ন হয়েছে। এদের মধ্যে কার বয়স কতো, মার্কিন প্রশাসনের পক্ষ থেকে তা জানানো হয়নি। ওই শিশুরা হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। মামলা নিষ্পত্তির প্রক্রিয়া চলমান অবস্থায় সরকারের ডিটেনশন ফ্যাসালিটিজ ও ফস্টার কেয়ারে রাখা হয়েছে তাদের। এভাবে শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখার নীতির বিরোধিতা করেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মেলানিয়ার মুখপাত্র সিএনএন-কে জানান, ‘পরিবারের কাছ থেকে শিশুদের বিচ্ছিন্ন করার দৃশ্যকে মেলানিয়া ঘৃণার চোখে দেখেন। তিনি আশা করেন, কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই পক্ষ শেষ পর্যন্ত অভিবাসন আইন সংস্কারের প্রশ্নে একমত হতে পারবে।’

ডোনাল্ড ট্রাম্প শিশুদের এই বিচ্ছিন্নকরণ প্রক্রিয়ার জন্য দায়ী করছেন ‘ডেমোক্র্যাটদের প্রণীত’ আইনকে। তবে অতীতের অভিবাসন নীতির সঙ্গে সাম্প্রতিক পদক্ষেপের পার্থক্য টানতে গিয়ে সমালোচকরা উল্লেখ করেছেন সে দেশের জাস্টিস ডিপার্টমেন্টের নেওয়া সিদ্ধান্তকে। ডিপার্টমেন্টের পক্ষে অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স-এর গত মাসে সিদ্ধান্ত ঘোষণা করেছেন, অপরাধী-নিরপরাধ নির্বিশেষে প্রথমবারের মতো কেউ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করলেও তাকে অপরাধী সাব্যস্ত করে আইনের আওতায় নেওয়া হবে। শিশুদের যেহেতু অপরাধী বিবেচনা করার সুযোগ নাই, সে কারণে তারা পূর্ণ বয়স্ক অভিভাবকদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন।

জেফ সেশন্স এ মাসে বাইবেলকে উদ্ধৃত করে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের ব্যাপারে জিরো টলারেন্স নীতির পক্ষে যুক্তি হাজির করেন। বাইবেল থেকে সেইন্ট পলকে উদ্ধৃত করে সেশন্স বলেন,তিনি জনসাধারণকে সরকারের নির্দেশনা মেনে চলতে বলেছিলেন,কেননা স্রষ্টা তার নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব সরকারকে দিয়েছেন। অভিবাসন প্রশ্নকে এরসঙ্গে যুক্ত করে তিনি বলেন,‘আমাদের নীতি সাময়িকভাবে শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন করতে পারে তবে এই সিদ্ধান্ত অপ্রয়োজনীয় ও অন্যায্য নয়’। তবে মেলানিয়ার অবস্থান ভিন্ন। তিনি মনে করেন যাবতীয় আইন অনুসরণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের এমন একটি দেশ হওয়া উচিত, যার শাসনকার্য পরিচালিত হবে হৃদয়গত বোধ দিয়ে।

উল্লেখ্য, ফার্স্ট লেডি হিসেবে হোয়াইট হাউসে আসার পর থেকেই শিশুদের সুরক্ষার প্রশ্নটিকে মনযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন। সাইবার অপরাধ ও আফিমের মহামারী থেকে শিশুদের সুরক্ষাসহ বিভিন্ন ইস্যু নিয়ে সোচ্চার হতে দেখা গেছে তাকে। গত মে মাসে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে মেলানিয়া বলেন, ভবিষ্যতেও তিনি শিশুদের নিয়ে কাজ করবেন। শিশুদের নির্দিষ্ট একটি সমস্যার সমাধানে আটকে না থেকে শিশুদের সুরক্ষামূলক বিভিন্ন ইস্যুতে কাজ করার প্রত্যয় জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছদ্মনামে ‘এসকর্ট’ ব্যবসাও করতেন অভিনেত্রী সাদিয়া!

বিনোদন সংবাদ: সিনেমা বানানোর কথা বলে আড়াই কো‌টি টাকা আত্মসা‌ৎ মামলায় গ্রেফতার ও রিমান্ডে যাওয়া অভিনেত্রী সাদিয়া আফরিনের বিরুদ্ধে নতুন করে আরেকটি অভিযোগ পাওয়া গেছে। একটি বাংলাদেশি এসকর্ট সার্ভিস প্রোভাইডার সাইটে তার ছবি দেখা যাওয়ায় নতুন করে আলোচনায় উঠে এসেছেন তিনি। যদিও সেই ছবিতে ছদ্মনাম ‘নিনা’ (বয়স ২৪) ব্যবহার করা হয়েছে।

এর আগে, টাকা আত্মসা‌ৎ মামলায় মঙ্গলবার কিশোরগঞ্জের বাজিতপুর এলাকা থেকে স্বামীসহ অভিনেত্রী সা‌দিয়া আফ‌রিনকে গ্রেফতার ক‌রে‌ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বুধবার বিকেলে পুলিশ আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের লক্ষ্যে ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করে। আদালত সাদিয়াকে একদিনের রিমান্ড ও তার স্বামীর রিমান্ড নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
এমন সময় নতুন বিতর্কে জড়িয়েছেন সাদিয়া। তবে তিনি পুলিশ হেফাজতে থাকায় ছদ্মনামে এসকর্ট ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়ে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।কিন্তু এ বিষয়ে বিস্তারিত জানতে সেই সাইটে প্রবেশ করলে বিষয়টির সত্যতা পাওয়া যায়।

চলচ্চিত্র সংশ্লিষ্ট একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘চলচ্চিত্রের নাম ব্যবহার করে অনেকেই এখন নিজেদের দাম বাড়িয়েছেন। তাদের মাঝে সাদিয়াও একজন। তিনি অনৈতিক কাজ করে কিনা তা আমার জানা নেই। তবে বিভিন্ন আড্ডায় তার এসকল কাজে সম্পৃক্ত থাকবার কথা বহুবার শুনেছি।

২০১৫ সালে দুই প্রযোজক আকাশ, রনি ও পরিচালক এম কে জামানের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সাদিয়া আফরিনকে সিনেমা থেকে বাদ দেয়া হয়েছে বলে জানা গিয়েছে। ‘বিষাক্ত ইয়াবা’ নামে সিনেমার দুই প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে এমন অভিযোগ করেছিলেন সাদিয়া নিজেই।

অভিনেত্রী সাদিয়া আফরিন বিনোদন বিচিত্রা সেরা ফটোসুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে ২০১১ সালে মিডিয়ায় পা রাখেন। মডেলিংয়ের পাশাপাশি বেশ কিছু সিনেমায় আইটেম গানে কাজ করেন। এছাড়া বেশকিছু নাটক ও টেলিফিল্মেও কাজ করেছেন সাদিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বকাপের আজকে যেসব দলের খেলা আছে

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপের পঞ্চম দিনে আজ সোমবার তিন ম্যাচে লড়বে ছয় দল। ‘এফ’ গ্রুপের একটি এবং ‘জি’ গ্রুপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সুইডেন-দক্ষিণ কোরিয়া (‘এফ’ গ্রুপ)

ভেন্যু : নিজনি নভগোরোদ

সময় : সন্ধ্যা ৬টা

চ্যানেল : সনি টেন ১, ২, ৩ , বাংলাদেশ টেলিভিশন, মাছরাঙা টেলিভিশন ও নাগরিক টেলিভিশন।

বেলজিয়াম-পানামা (‘জি’ গ্রুপ)

ভেন্যু : সোচি

সময় : রাত ৯টা

চ্যানেল : সনি টেন ১, ২, ৩, বাংলাদেশ টেলিভিশন, মাছরাঙা টেলিভিশন ও নাগরিক টেলিভিশন।

তিউনিশিয়া-ইংল্যান্ড (‘জি’ গ্রুপ)

ভেন্যু : ভলগোগ্রাদ

সময় : রাত ১২টা

চ্যানেল : সনি টেন ১, ২, ৩, বাংলাদেশ টেলিভিশন, মাছরাঙা টেলিভিশন ও নাগরিক টেলিভিশন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ড্রয়ের পর যা বললেন ব্রাজিল অধিনায়ক

খেলার খবর: রাশিয়ার রুস্তভে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। ওই ম্যাচে ব্রাজিলের অধিনায়ক হিসেবে মাঠে নামেন রিয়াল তারকা মার্সেলো।

ম্যাচ শেষে মার্সেলো ড্রয়ের জন্য রেফারি ও ভিএআর (ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি) প্রযুক্তিকে কোনও দোষ দিতে চাননি। যদিও কোচ তিতে সুইজারল্যান্ডের স্টিভেন জুবেরের গোল নিয়ে প্রশ্ন তুলেন।

ব্রাজিল অধিনায়ক এ বিষয়ে বলেন, মিরান্ডাকে জুবেরের ফেলে দেওয়ার ঘটনায় রেফারিকে নিয়ে আমি কোনও কথা বলতে চাই না। তবে তারা চাইলে ভিএআর প্রযুক্তির সহায়তা নিতে পারতেন। কিন্তু তারা সেটা করেননি। তবে ড্রয়ের জন্য এটা কোনও অজুহাত হতে পারে না।

মার্সেলো আরও বলেন, ‘এ ড্রয়ে আমরা বিচলিত নই, অনেক বড় বড় দলও তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করে হার দিয়ে। আমাদের চিন্তা-ভাবনা ম্যাচ টু ম্যাচ খেলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দলকে সাফল্য এনে দেওয়ার জন্য প্রস্তুত হ্যারি কেন

খেলার খবর: নেতৃত্বের চাপ অনেক সময় খেলার ওপর প্রভাব ফেলে। এমন অনেক ফুটবলার রয়েছেন, যারা নেতৃত্বের চাপ নিতে পারেন না। দলের আর্মব্যান্ড তার ওপর বোঝা হয়ে দাঁড়াবে না, এমনই জানিয়েছেন ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেন।

এমনকি ব্যক্তিগত সাফল্য নিয়েও তিনি ভাবতে নারাজ। তার কাছে প্রাধান্য পাচ্ছে দলের সাফল্য। টিউনিশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযানে নামার আগে ইংল্যান্ড দলের অধিনায়ক বলেছেন, ‘লোকে যাই বলুক না কেন, দলকে সাফল্য এনে দেওয়ার জন্যই ঝাঁপিয়ে পড়ব। আমার কাছে দলের সাফল্যই আগে। আমি দলকে নেতৃত্ব দেই আর না দেই, আমার খেলার মানসিকরতার কোনও পরিবর্তন হবে না। দলের জন্যই সেরা সিদ্ধান্ত নেব। আর আশা করছি, সেটা সঠিক সিদ্ধান্তই হবে।’‌

তিনি আরও বলেন, ‘‌অধিনায়ক হওয়ার আগেও যে মানসিকতা নিয়ে মাঠে নামতাম, এখনও সেই মানসিকতা নিয়েই মাঠে নামি। নেতৃত্বের আর্মব্যান্ড পড়ে বাড়তি চাপ অনুভব করছি না। আমার খেলারও কোনও বদল হয়নি, ব্যক্তিগতভাবেও কোনও পরিবর্তন হবে না। আমার সতীর্থরা হয়তো আমাকে নিয়ে কথা বলতে পারে, কিন্তু আমি একই রকম রয়েছি। দলের অধিনায়ক হওয়ার জন্য আমাকে অন্যরকম হতে হবে, সেটা কখনও মনে করি না। আমি যখন ইংল্যান্ড দলের স্ট্রাইকার, তখন গোল করার দায়িত্ব আমাকে নিতেই হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৪০ বছর পর যেটা পারল না ব্রাজিল!

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই দুর্দান্ত খেলা শুরু করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ফলস্বরুপ ম্যাচ শুরুর ১৯ মিনিটের মাথায় প্রথম সুইজারল্যান্ডের জালে বল পাঠান ব্রাজিল তারকা কৌতিনহো। তবে বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত উভয়পক্ষের কেউ আর গোল করেত পারেনি। দ্বিতীয়ার্ধে খেলার ৪৯ মিনিটে কর্ণারের শর্টে হেড করে ব্রাজিলের জালে বল পাঠান সুইজারল্যান্ডের স্তেভেন জুবার। এ গোলের মাধ্যমে খেলার সমতায় ফিরে সুইজারল্যান্ড। এরপরই ব্রাজিল একাধিববার গোল করার সুযোগ পেলেও গোল করতে পারেনি কেউ। না, ব্রাজিল হারেনি। জিতেনি সুইজারল্যান্ডও। ফলাফল ১-১ গোলে ড্র দুই দলের ম্যাচ।

দেশ-বিদেশে ব্রাজিল আর্জেন্টিনা দলের সবচেয়ে বেশি সাপোর্টার রয়েছে। বিশ্বকাপ খেলায় এবারই প্রথম চান্স পাওয়া দুর্বল আইসল্যান্ডে সাথে ড্র করে মাঠ ছাড়ায় আর্জেন্টিনা ভক্তরা হতাশ হয়েছে। আর্জেন্টিনা তাদের ভক্তদের যেমন হতাশ করেছে। ব্রাজিলের খেলোয়াররাও হতাশ করেছে ভক্তদের। সুইজারল্যান্ডের সাথে ড্র করেই মাঠ ছেড়েছে ব্রাজিলও।

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলকে হট ফেভারিট মানছিল সবাই। তাদের ওপর প্রত্যাশা ছিল আকাশচুম্বি। কিন্তু প্রথম ম্যাচেই হোচট খেল নেইমার, মার্সেলো, কুতিনহোরা। সুইজারল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত জয় না পাওয়ায় বড় আক্ষেপ তাদের।

ম্যাচের শুরু থেকেই দাপট ধরে রেখেছিল ব্রাজিল। ১১ মিনিটে পাওলিনিয়োর শট ফিরিয়ে দেন সুইস গোল রক্ষক। এরপর নেইমার, জেসুসদের সাজানো আক্রমণগুলো বারবার ফিরে আসছিল সুইজারল্যান্ডের রক্ষণ দূর্গ থেকে। ছোট পাসে কাজ না হওয়ায় ফিলিপ কুতিনহো বড় শটের পরিকল্পনা নেন। প্রথম শটেই সাফল্য। ১৯ মিনিটে ডি বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে বল জালে পাঠান কুতিনহো। ২৬ বছর বয়সী বার্সেলোনার এ মিডফিল্ডারের শট ঝাপিয়েও বাঁচাতে পারেননি গোল রক্ষক।

বক্সের বাইরে থেকে ব্রাজিলের গোলের রেকর্ড বেশ ঈর্ষণীয়। ১৯৬৬ বিশ্বকাপের পর বক্সের বাইরে থেকে ব্রাজিল মোট ৩৭ গোল করেছে। অন্যান্য দলগুলোর থেকে ১১ গোল বেশি সেলেকাওদের।

কুতিনহোর গোলে লিড নিয়ে বিরতিতে যায় ব্রাজিল। বিরতিতে একটি পরিসংখ্যান ব্রাজিলকে বেশ আত্মবিশ্বাসী করে তুলেছিল। প্রথমার্ধে লিড নেয়া শেষ ৩৫ ম্যাচের ৩৪টিই জিতেছিল ব্রাজিল। রবিবার (১৭ জুন) ব্যর্থতার তালিকায় যোগ হলো আরেকটি সংখ্যা।

ম্যাচের ৫০ মিনিটে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান স্টিভেন জুভের। জেরদার শাকিরির নেওয়া কর্ণার কিক থেকে হেড দিয়ে বল লক্ষ্যভেদ করেন ২৬ বছর বয়সী জুভের। জুভের জাতীয় দলের হয়ে শেষ ৬ ম্যাচের ৬টি গোলেই সরাসরিভাবে অবদান রেখেছেন। ৬ ম্যাচে ৪টি গোল নিজে করেছেন। অ্যাসিস্ট করেছেন ২টি।

এরপর বহু আক্রমণে সুইস রক্ষণ দূর্গ ব্যস্ত রাখলেও গোল পায়নি ব্রাজিল। কোনোভাবেই সুইস জাল খুঁজে পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ ড্র হলেও রেফারির একটি সিদ্ধান্তে হতাশ করেছে ব্রাজিলিয়ানদের। ৭৩ মিনিটে নেইমারের বাড়ানো পাসে বল নিয়ে ডি বক্সে ঢুকেন জেসুস। তাকে আটকে রাখেন আকিনঝি। এক পর্যায়ে পড়েও যান জেসুস। নিশ্চিত ফাউল চোখ এড়িয়ে যায় মেক্সিকান রেফারি চেসার রামোসের। ব্রাজিলের খেলোয়াড়রা ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভার) প্রযুক্তির আবেদন করলেও তা নাকোচ করে দেন প্রথমবারের মতো বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে নামা চেসার রামোস।

রেফারির সিদ্ধান্ত মেনে নেয়া ছাড়া ওই সময়টায় কিছু করার ছিল না ব্রাজিলের। শেষ পর্যন্ত ওই আক্ষেপই হয়তো করছে তিতের শিষ্যরা।

১৯৭৮ সালের পর এই প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচে জিতেনি ব্রাজিল। সেবারও সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল সেলেকাওরা। এরপর নয়টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় ছিল ব্রাজিলের। কিন্তু এবার পারল না নেইমাররা। হেক্সা মিশনে রাশিয়ায় আসা ব্রাজিল ঘুরে দাঁড়াতে পারবে তো?

অপরদিকে, ব্রাজিলের বিপক্ষে ড্র করে ইতিহাস গড়েছে সুইজারল্যান্ড। ব্রাজিল ম্যাচসহ সবশেষ ১০ ম্যাচের মধ্যে তারা একটিতেও হারেনি।

রবিবারের (১৭ জুন) ম্যাচের আগে ৯টি ম্যাচের ৯টিতে জিতেছে ইউরোপের এ দেশ। এর আগে তারা পর্তুগালকে ২-০ গোলে, হাঙ্গেরিকে ৩-২ গোলে, অ্যান্ডোরাকে ২-১ গোলে, আইসল্যান্ডকে ২-০ গোলে, লাটভিয়াকে ১-০ গোলে, দ্বিতীয় বারের সাক্ষাতে আবারও আইসল্যান্ডকে ২-০ গোলে, অ্যান্ডোরাকে ৩-০ গোলে, লাটভিয়াকে ৩-০ গোলে দ্বিতীয়বার এবং হাঙ্গেরিকে ৫-২ গোলে দ্বিতীয়বার হারিয়েছিল।

আর রাশিয়া বিশ্বকাপে রবিবারের (১৭ জুন) রাতে নিজেদের প্রথম ম্যাচে নেইমার-জেসুসদের রুখে দিয়ে অপরাজিত থাকল দলটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইয়েমেনে আটকে গেছে সৌদি বাহিনী, নিহত ৫০

আন্তর্জাতিক সংবাদ: ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা সৌদি সেনাদের হাতে হুদায়দা বিমানবন্দর পতনের খবর নাকচ করেছে। তারা বলেছে, আগ্রাসীরা বরং হুদায়দা শহরের আশপাশে আটকে গেছে এবং তারা সব ফ্রন্ট থেকে পালিয়েছে।

হুথি আন্দোলনের মুখপাত্র মুহাম্মাদ আবদুস সালাম লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে এসব কথা বলেছেন। তিনি বলেন, সৌদি জোটের জন্য শক্তিক্ষয়ের যুদ্ধ অপেক্ষা করছে এবং তারা তা রুখতে পারবে না। তিনি বলেন, হুদায়দা যুদ্ধে সৌদি জোট জিততে পারবে না। এ খবর দিয়েছে পার্সটুডে।

হুদায়দা বন্দর হুথি যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এ বন্দর দিয়েই আন্তর্জাতিক ত্রাণ সহায়তা ইয়েমেনে যায়। কিন্তু সৌদি জোট দাবি করছে হুদায়দা বন্দর দিয়ে অস্ত্রের চালান আনে হুথি যোদ্ধারা। এ অজুহাত তুলে বন্দরটির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে সৌদি ও সংযুক্ত আরব আমিরাতের সেনারা। সেখানে ইয়েমেন যুদ্ধের সবচেয়ে বড় সংঘর্ষ হতে যাচ্ছে বলে আশংকা করা হচ্ছে। সৌদি জোটের সেনা ও ভাড়াটে সন্ত্রাসীদের সহায়তার জন্য সৌদি আরব হুদায় বন্দর এলাকায় রোববার অন্তত পাঁচ দফা বিমান হামলা চালিয়েছে।

এদিকে, ইয়েমেনের সামরিক সূত্র জানিয়েছে, সৌদি সমর্থিত অন্তত ৫০ জন সেনা এ পর্যন্ত নিহত হয়েছে এবং তাদের ১৩টি যুদ্ধযান ধ্বংস হয়েছে। এছাড়া, হুদায়দা উপকূলে ফ্রান্স অথবা আমেরিকার একটি জাহাজ আটক করেছে হুথি যোদ্ধারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest