সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাতালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছায় উদ্ধারসাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাসাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময়

বেনাপোল চেকপোস্ট থেকে বিদেশী মদসহ আটক ১

মো: রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোস্ট কাস্টমস্ ইমিগ্রেশনের ডিউটি ফ্রি শফ থেকে ৫টি বিদেশী মদের বোতল উত্তলোন করে বাইরে পাচারের সময় আন্তর্জাতিক প্যাসেন্জার টার্মিনালের সামনে থেকে মো:জাহিদ হাসান পলাশ(২৭) নামে একজন ভুঁয়া লেবারকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক জাহিদ হাসান বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের মো: ইসমাইল হোসেনেরর ছেলে।
বৃহস্পতিবার (২১জুন) দুপুর সাড়ে ৩ টার সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার হারাধন ।
বিজিবি সূত্রে জানা যায়, আটক জাহিদ হাসানের কাছ থেকে ডিউটি ফ্রি শপের বিদেশি মদ ভ্যাট সিক্সটি নাইন ৩ পিচ,ব্যাক এ্যান্ড হোয়াইট ১পিচ এবং অ্যাপছোলেট রাজবেরি (ভোটকা) ১ পিচ মোট ৫ টি মদের বোতল সহ তাকে আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্য বাংলা টাকা ৭৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি সদস্যরা।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার হারাধন জানান, আটক মাদক পাচার কারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৫৮

আসাদুজ্জামান: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৬ নেতা কর্মীসহ ৫৮ জনকে আটক করা হয়েছে।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পযর্ন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদক দ্রব্য। এসময় বিভিন্ন অভিযোগে ৬টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৮ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানা ৪ জন, কালিগঞ্জ থানা ১০ জন,শ্যামনগর থানা ১৬ জন, আশাশুনি থানা ৭ জন, দেবহাটা থানা ৪ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ঝাউডাঙ্গায় ঝটিকা মিছিল

আসাদুজ্জামান: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সাতক্ষীরার ঝাউডাঙ্গায় বিএনপির ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় ঝাউডাঙ্গা বাজার থেকে একটি ঝটিকা মিছিলটি বের হয়। , গ্রেফতার এড়াতে বিক্ষোভ মিছিলটি দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে এ সময় নেতৃত্ব দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক।
বিক্ষোভ মিছিল থেকে এ সময় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জোর দাবি জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অাবারও শ্রমিকদের সাথে বেড়িবাঁধ মেরামতে এমপি জগলুল

ন‌িজস্ব প্রতিবেদক: বৃহঃস্পতিবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালি গ্রামে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভাঙনের সংবাদ শুনে বৈরী অাবহাওয়ার মাঝেও সেখানে যান সাতক্ষীরা – ৪ অাসনের সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার। সেখানে পৌঁছে তিনি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং নতুন বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে সেখানে দাঁড়িয়ে মোবাইলে কথা বলেন। বাঁধ মেরামতের লক্ষ্যে সেখানে স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণকারী শ্রমিকদের কাজে উৎসাহিত করতে লুঙ্গি পরে, কোমরে গামছা বেঁধে নিজেও তাদের সাথে কাজ করতে লেগে যান জগলুল হায়দার। শ্রমিকদের সাথে কোদাল দিয়ে মাটি কেটে ঝুঁড়িতে করে বহন করেন এমপি জগলুল।

নতুন বাঁধ নির্মাণের লক্ষ্যে ঢাকায় গিয়ে পানি সম্পদ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে কথা বলবেন বলে উপস্থিত সকলকে জানান এমপি।

এসময় তার সাথে ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ভবতোষ মণ্ডল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমনসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুপ্রিম কোর্টের ৫৮টি বেঞ্চ পুনর্গঠন

দেশের খবর: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৫৮টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মো. সাইফুর রহমান।

তিনি বলেন, অবকাশকালীন ছুটি শেষে আগামী রবিবার (২৪ জুন) সুপ্রিম কোর্ট খুলছে। সেদিন থেকে পুনর্গঠিত এসব বেঞ্চের বিচারপতিরা তাদের বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।

এর আগে গত ২০ জুন হাইকোর্ট বিভাগের ৫৮টি বেঞ্চের তালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ওই তালিকায় আগামী ২৪ জুন সকাল সাড়ে ১০টা থেকে পুনর্গঠিত বেঞ্চগুলোর বিচারকাজ শুরু করার সময় নির্ধারণ করা হয়।

প্রসঙ্গত, গত ৩ জুন থেকে ২১ জুন পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকারের ঘোষিত ছুটি এবং সুপ্রিম কোর্টের অবকাশ ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গরমে ঠাণ্ডা থাকতে গিয়ে মানুষ বাড়িয়ে দিচ্ছে বিশ্বের তাপমাত্রা

আন্তর্জাতিক খবর: জলবায়ু গবেষকরা বলছেন, ২০০১ সাল থেকে পরবর্তী সতের বছরের মধ্যে ২০১৬ ছিল সবচেয়ে উষ্ণতম সময় আর এতে প্রমাণ হয় যে পৃথিবী ক্রমশই আরো উষ্ণ উঠছে।

এয়ার কন্ডিশনিং সিস্টেম বেশিরভাগক্ষেত্রেই দালানের ছাদে থাকে এতে কোনও আশ্চর্যের বিষয় নেই।

তবে এতে বিদ্যুতের যে চাহিদা রয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বা আইইএ বলছে যা ২০৫০ সাল নাগাদ তিনগুণে পৌঁছুবে।

মানে এই সময়ে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানে মিলিতভাবে যে পরিমাণ বিদ্যুতের ব্যবহার হয় ২০৫০ সালে গিয়ে কেবল এয়ার কন্ডিশনিং-এর কাজেই সেই পরিমাণ বিদ্যুতের দরকার হবে।

সংগত কারণেই বিজ্ঞানীরা শীতাতপ নিয়ন্ত্রণের জন্যে আরো কার্যকর পন্থা খুঁজে বের করতে কাজ করে যাচ্ছেন।

এই যেমন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা ‘ন্যানো-ফোটোনিকস’ নামের একটি উপাদান দিয়ে নতুন এক ধরনের পদ্ধতি উদ্ভাবন করেছেন।

এই উপাদানটি খুব পাতলা এবং তীব্র প্রতিফলনশীল। যা কিনা সরাসরি সূর্যের আলোতেও তাপ বিকিরণ করতে পারে।

পরীক্ষা করে দেখা গেছে যে, এই উপাদানের তৈরি প্যানেলের নিচ দিয়ে কোনও পাইপের মাধ্যমে যদি ঠাণ্ডা পানি প্রবাহিত করা যায়, তবে সেই পানির তাপমাত্রা বাইরের প্রকৃতির তুলনায় অন্তত কয়েক ডিগ্রী পর্যন্ত শীতল থাকে।

আর এটি কোনও ধরনের বিদ্যুতের ব্যবহার ছাড়াই সম্ভব।

এখন এই ‘স্কাইকুল সিস্টেম’টিকে বাণিজ্যিকভাবে প্রসারের কথা ভাবছেন গবেষকরা।

ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার সৌর শক্তি কেন্দ্রের ড্যানি পার্কার এই পদ্ধতি সম্পর্কে বলেন যে, “ভবিষ্যতের শীতাতপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি বর্তমানের তুলনায় অন্তত দ্বিগুণ সুবিধা দেবে।”

মি. পার্কার এবং তার সহযোগীরা মিলে এয়ার কন্ডিশনিং এবং হিটিং সিস্টেম নিয়ে গবেষণা করছেন বেশ কিছুদিন।

২০১৬ সালের দিকে তারা তাদের গবেষণায় দেখতে পান যে, পানির বাষ্পীভবনের ফলে তাপমাত্রা নিয়ন্ত্রণের বিষয়টি যদি প্রচলিত এয়ার কন্ডিশনিং সিস্টেমের সাথে যুক্ত করা যায় তবে বাতাসকে আরো বেশী শীতল রাখতে সাহায্য করে।

এর মানে হল প্রচলিত শীতাতপ পদ্ধতি বাইরে থেকে আসা বাতাসকে ঠাণ্ডা করার ক্ষেত্রে খুব বেশী কার্যকর হয়না।

তারা হিসেব করে দেখেছে যে, নতুন পদ্ধতি ব্যবহার করলে ইউরোপের আবহাওয়ায় শীতাতপ পদ্ধতি অনেকক্ষেত্রে ৩০ থেকে ৫০ শতাংশ বেশী কার্যকর হবে।

প্রযুক্তি বিশ্বের অন্যতম বড় প্রতিষ্ঠান স্যামসাং উদ্ভাবন করেছে ‘বায়ু-মুক্ত’ পদ্ধতি। যা কিনা খুব ধীরে ধীরে ঠাণ্ডা বাতাস একটি কক্ষে ঢুকিয়ে দেবে যতক্ষণ না কাঙ্ক্ষিত তাপমাত্রায় পৌছায়।

এতে করে ভীষণ বেগে চলা পাখার সাহায্য ছাড়াই কাজ হয়। আর এটি প্রচলিত এয়ার কন্ডিশনিং সিস্টেমের চাইতে অন্তত ৩২ শতাংশ বেশি কার্যকর বলেই প্রতিষ্ঠানটির দাবি।

এ মুহূর্তে বাজারে উন্নত প্রযুক্তির অনেক কার্যকর শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রই রয়েছে যেগুলো ইনভার্টারস নামে একধরনের সহজ একটি যন্ত্র দ্বারা পরিচালিত হয়ে থাকে।
যা বাতাসের স্বাভাবিক তাপমাত্রা অনুধাবন করতে পারে সেন্সরের মাধ্যমে এবং সে অনুযায়ী তা নিয়ন্ত্রিত হয়। এটি ক্রমাগত কিন্তু খুব অল্প বিদ্যুৎ খরচে চলতে থাকে।

তবে বেশিরভাগ মানুষই এই ইনভার্টারস ডিভাইস সমৃদ্ধ এয়ার কন্ডিশনিং সিস্টেম কিনতে আগ্রহী নন, এমনটাই মনে করেন ড্যানি পার্কার।

যেমন এই ধরনের প্রযুক্তি চীনে খুব বেশী বিক্রি হবে না, বলছেন লন্ডনের ইম্পেরিয়াল কলেজের এনার্জি বিশেষজ্ঞ লেইন স্টাফল।

কেননা মি. স্টাফলের মতে চীনে বিদ্যুতের দাম কম। সুতরাং বেশী দাম দিয়ে সেখানে বিদ্যুৎ সাশ্রয়ী শীতলীকরণ যন্ত্র তেমন বাজার পাবে না।

‘স্মার্ট এসি কন্ট্রোল’ নামে অ্যাপ ভিত্তিক একটি প্রযুক্তি এনেছে টাডো নামের একটি কোম্পানি।

যেটি ঘরে কোনও মানুষ না থাকলে স্বয়ংক্রিয়ভাবে শীতাতপ যন্ত্রকে বন্ধ করে দেয়। যা শতকরা ৪০ ভাগ বিদ্যুৎ সাশ্রয়ে সহায়ক বলে প্রতিষ্ঠানটির দাবি।

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বা আইইএ-এর ব্রেইন মাদারওয়ে বলছেন যে, এয়ার কন্ডিশনিং সিস্টেমের চাহিদা বাড়ছে কেবল গরম বাড়ছে বলে নয়।

মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার কারণেও এটি বৃদ্ধি পাচ্ছে। ভারত, চীন এবং ইন্দোনেশিয়া তার প্রমাণ।

ভারতের একটি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান জানিয়েছে যে, অতিরিক্ত এয়ার কন্ডিশনারের ব্যবহারের ফলে দেশটির উত্তর-পূর্ব অঞ্চলে বিদ্যুতের চাহিদাও বাড়িয়ে দিয়েছে।
নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন আর সেই সাথে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যবহার হ্রাস করেই উষ্ণায়নের হার কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্ক ভাঙনের মুখে!

বিনোদন ডেস্ক: বলিউডের মতো টলিউডেও বিভিন্ন তারকার সম্পর্ক ঘিরে চড়াই উতরাইয়ের নানা খবর আসতে থাকে। কোনও একটি ঘটনা থেকে স্ফুলিঙ্গের মতো ছড়াতে থাকে নানা খবর। বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রিরর আনাচ কানাচে কান পাতলে শোনা যাচ্ছে নতুন একটি খবর। অভিনেতা অঙ্কুশের সঙ্গে তাঁর প্রেমিকা অভিনেত্রী ঐন্দ্রিলার সম্পর্ক নাকি তলানিতে ঠেকেছে।

টলিউডের বিভিন্ন মহলে নাকি এই মুহূর্তে চরম আলোচনা চলছে অঙ্কুশ ও তাঁর বান্ধবী ঐন্দ্রিলাকে নিয়ে। টেলিভিশন অভিনেত্রী ঐন্দ্রিলার সঙ্গে বেশ কয়েকবছর ধরে সম্পর্ক ঐন্দ্রিলার। একবার এক টেলিভিশনের অনুষ্ঠানে এসে ঐন্দ্রিলা সেই সম্পর্কের কথা স্বীকারও করে নেন। তাছাড়া একাধিক জায়গায় এই দুই তারকাকে একসঙ্গে দেখাও গিয়েছে। তবে এবার খবর, এই সম্পর্কে চিড় ধরতে শুরু করেছে কোনও তৃতীয় ব্যক্তিত্বের জন্য। শোনা যাচ্ছে, অঙ্কুশ ও ঐন্দ্রিলাকে বিভিন্ন ছোটোখাটো বিষয়ে ঝগড়া করতে দেখা যাচ্ছে।

এদিকে, এরকম এক পরিস্থিতিতে অঙ্কুশ গিয়েছিলেন ‘ফিদা’ ছবির সেট-এ। সেখানে ফিদা-র অভিনেত্রী সঞ্জনার সঙ্গে কেবল ‘হাই -হ্যালো’ করেই চলে যান অঙ্কুশ। এই সমস্ত ঘটনা , অঙ্কুশ- ঐন্দ্রিলার সম্পর্কের সঙ্গে জুড়ে দেওয়াও হচ্ছে। যদিও আপাতত তাঁদের সম্পর্ক নিয়ে একাধিক খবর উড়ে বেড়াচ্ছে টলিউডের আশপাশে। জিনিউজ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

তালা ডেস্ক: সাতক্ষীরার তালায় হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে রিয়াদ হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার গঙ্গারামপুর পাকা ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত রিয়াদ গঙ্গারামপুর গ্রামের হাসান গাজীর ছেলে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, হাতিটা পাকা ব্রিজের কাছে বাঁধা ছিল। অনেক লোকের সাথে রিয়াদও হাতি দেখতে সেখানে দাঁড়িয়ে ছিল। হাতিটা হঠাৎ পাশে দাঁড়িয়ে দেখতে থাকা রিয়াদকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ের তলায় পিষ্ট করে মেরে ফেলে।
ঘটনার আকস্মিকতায় সবাই হতবিহ্বল হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে আটক করে। তবে হাতির মাহুত পালিয়ে গেছে বলে জানান ওসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest