সর্বশেষ সংবাদ-
দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন

মেসি-রোনালদোর পর নেইমারের দিকে তাকিয়ে বিশ্ব

খেলার খবর: লিওনেল মেসি যা পারেননি তার তিনগুণ বেশি করে দেখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার পালা নেইমারের। বিশ্বমঞ্চে ব্রাজিলের জার্সি গায়ে রবিবার তার সূচনাটা ঠিক কেমন হয়, সে দিকেই তাকিয়ে গোটা দুনিয়া। কিন্তু সমস্যা একটাই। নেইমারের চোট। মেসি-রোনালদোর ক্ষেত্রে যা ছিল না। আর তাই ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেও ব্রাজিলের প্রথম একাদশে নেইমারের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা রয়েছে।

গত বিশ্বকাপে দেশের মাটিতে জার্মানির কাছে হেরে সেমিফাইনালেই শেষ হয়েছিল ব্রাজিলের বিশ্বকাপের সফর। এবারের বিশ্বকাপে যাদের প্রথম প্রতিপক্ষ সুইজারল্যান্ড। নেইমারহীন সেলেকাওদের আত্মবিশ্বাস এক ঝটকায় কতটা তলানিতে চলে যায় তা গত বিশ্বকাপেই দেখা গেছে। তাই প্রাক্তন বার্সা স্ট্রাইকারকে রেখেই দল সাজাতে চাইছেন কোচ তিতে।

শোনা যাচ্ছে, উইলিয়ান, জেসুস ও নেইমারকে সামনে রেখে ছক সাজাবেন তিনি। তিতে জানিয়ে দিয়েছেন, ফ্রেড ও অ্যালভিস ছাড়া গোটা দলই ফিট। ম্যাচ শুরুর আগে যদিও তিনি মেনে নিয়েছেন, নেইমার একশো শতাংশ ফিট নন। তবে পরক্ষণেই এও বলে দেন, সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য যথেষ্ট ফিট ব্রাজিলীয় পোস্টার বয়।

তার কথায়, নেইমার একশো শতাংশ ফিট না হলেও ও এমনিতেই খুব শক্তিশালী। মানসিকভাবেও তৈরি। তবে মেডিকেল স্টাফরা এ বিষয়ে আরও ভালো বলতে পারবে। আমি মনে করি ও খেলার জন্য যথেষ্ট ফিট।

অনেকেই মনে করছেন প্রথম ম্যাচে বড়সড় ঝুঁকি নেবেন না তিতে। তাই পুরো ম্যাচে তাকে নাও খেলাতে পারেন। তবে এদিন নেইমার নন, তিতের রোটেশন নীতি মেনে অধিনায়কের ভূমিকায় দেখা যাবে মার্সেলোকে।

ডান পায়ে চোট নিয়ে গত ফেব্রুয়ারিতে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল নেইমারকে। যদিও ফিরে এসেই বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচে স্বমহিমায় ধরা দিয়েছেন। শুধু তিনি নন, দুর্দান্ত ফর্মে রয়েছে গোটা দল। ২০টি ম্যাচ অপরাজিত থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে পৌঁছেছিল বিশ্ব চ্যাম্পিয়নরা।

সাফল্যের এই গ্রাফও নিঃসন্দেহে আত্মবিশ্বাস জোগাবে দলকে। কোয়ালিফায়ারের মতো পারফরম্যান্সই এই মঞ্চেও দেখা যাবে বলে আত্মবিশ্বাসী কোচ। সুইজারল্যান্ডকে একেবারেই হালকাভাবে নিচ্ছেন না তিতে। কারণ তিনি ভালই জানেন সুইসরা কঠিন প্রতিপক্ষ।

ভ্লাদিমির পেটকোভিচের দলের মাঝমাঠও শক্তপক্ত। রোস্তভ এরিনায় নজর থাকবে জারদান শাকিরির দিকে। বলা যেতে পারে সুইস মাঝমাঠ ও সেলেকাও ফরোয়ার্ডের লড়াই দেখতেই আজ রাত জাগবেন ফুটবলপ্রেমীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাইফ-কারিনার নতুন দৃষ্টান্ত

বিনোদন সংবাদ: বাবা-মা হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন সাইফ-কারিনা। তারকা মানেই যে শুধু সারাক্ষণ সেজেগুজে থাকা, অভিনয় নয়। তাদেরও পরিবার রয়েছে, দায়িত্ব রয়েছে। সাইফ-কারিনা দম্পতি হিসেবে একটি বড় সিদ্ধান্ত নিলেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ভিরে দি ওয়েডিং’। কারিনার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সবাই। এরই মধ্যে শোনা যাচ্ছে যে দু’টি বড় ব্যানারের ছবির অফার পেয়েছেন কারিনা। রাকেশ শর্মার বায়োপিক ‘স্যালুট’-এ আমির খান-এর পরিবর্তে মুখ্য ভূমিকায় থাকবেন শাহরুখ এবং শাহরুখের বিপরীতে থাকবেন কারিনা— এমনটাই শোনা যাচ্ছে। আবার ধর্মা প্রোডাকশন্সের পরবর্তী ছবিতে অক্ষয়কুমারের বিপরীতে যে কারিনা থাকছেন সেই খবরটি পাকা।

কিন্তু এত সব কিছুর মধ্যেও কারিনা কিন্তু একটি ব্যাপারে অনড়— যে সময়ে সাইফ কোনও ছবির শ্যুটিংয়ে ব্যস্ত থাকবেন, সেই একই সময়ে কারিনা অন্য কোনও ছবি করবেন না। সম্প্রতি মুম্বাইয়ের একটি জনপ্রিয় সংবাদপত্রকে কারিনা জানিয়েছেন, যে তিনি এবং সাইফ এখন পালা করে তৈমুরের দেখাশোনা করেন। তাই যতদিন তিনি ‘ভিরে দি ওয়েডিং’-এর শ্যুটিং করছিলেন, তখন সাইফ পুরোপুরি দায়িত্ব নিয়েছিলেন তৈমুরের।

এখন আবার সাইফ নভদীপ সিংয়ের ছবির শ্যুটিংয়ে ব্যস্ত, তাই কারিনার সিদ্ধান্ত, আগামী নভেম্বর মাস পর্যন্ত তিনি শ্যুটিং ফ্লোরে যাবেন না। তৈমুরের যাবতীয় দায়িত্ব একাই সামলাবেন। নভেম্বরের পরে, সাইফের যখন কাজ শেষ হবে, তার পরে আবার কারিনা শ্যুটিং শুরু করবেন। মুম্বাইয়ের একটি গসিপ ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আপাতত আগামী বছরের গোড়া পর্যন্ত ছুটিতেই থাকবেন কারিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘোড়ায় চড়ে অফিসে আইটি কর্মী!

ভিন্ন স্বাদের খবর: প্রতিদিন হাজার চেষ্টা করেও যানজটের কারণে সময় মতো অফিসে আসতে ব্যর্থ। ফলে রোষের মুখে পড়তে হচ্ছে বসের। এই পরিস্থিতিতে বিরক্ত হয়েই চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিলেন ব্যাঙ্গালুরুর আইটি সংস্থার প্রাক্তন কর্মী রূপেশ কুমার ভার্মা।

কিন্তু তার অবসরের দিনটা যে এভাবে ভাইরাল হয়ে উঠবে তা স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। নিজের কীর্তির জন্যই আজ তিনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

প্রত্যেকদিনই রূপেশ সময় মতো বাড়ি থেকে অফিসের বেরতেন। কিছু ক্ষেত্রে সময়ের আগেও বেরিয়েছেন। কিন্তু তারপরও কোনও পরিস্থিতিতেই সময়ে পৌঁছাতে পারছিলেন না। সৌজন্যে ব্যাঙ্গালুরুর যানজট।

অফিসে দেরিতে পৌঁছানোয় ফলে প্রতিদিনই বসের ভৎসনার শিকার হতে হচ্ছিল তাকে। অবশেষে ঠিক করেন, চাকরি ছেড়ে নিজেই ব্যবসা খুলে বসবেন। সিদ্ধান্ত অনুসারে চাকরিতে থেকে অবসরের কথাও ঘোষণা করেন। অফিসে শেষ দিন রূপেশ একটি ঘোড়ার পিঠে চেপে হাজির হন সংশ্লিষ্ট আইটি সংস্থার গেটে। উদ্দেশ্য প্রতিদিন এই যানজটের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। সেই সঙ্গে ঘোড়ার পিঠে একটি প্ল্যাকার্ডে লেখা সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তার শেষ কর্মদিবস।

ঘোড়ার পিঠে চড়ে অফিসে আসায় তাকে প্রথমে গেটে আটকে দেওয়া হয়। তবে, তার মধ্যেই অনেকে রূপেশের এই কীর্তির ছবি ও ভিডিও তুলে তা টুইটারে পোস্ট করে দেন। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় তার কীর্তি। অনেকেই টুইটারে তার ছবিতে কমেন্ট দেওয়া শুরু করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধর্ষণে অভিযুক্ত বাবার আশ্রম থেকে ৬শ’ তরুণী উধাও

আন্তর্জাতিক খবর: ধর্ষণে অভিযুক্ত বাবার আশ্রম থেকে নিখোঁজ হয়েছে ৬শ’ তরুণী। ভারতের রাজস্থানের আলাওয়াজে দাতী মহারাজের আশ্রম থেকে আশ্রিতারা উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে সেখানে মাত্র ১০০ জন রয়েছে বলে জানা গেছে।

কয়েকদিন আগেই ধর্ষণের অভিযোগ ওঠে দিল্লির স্বঘোষিত ধর্মগুরু দাতী মহারাজের বিরুদ্ধে৷ ফতেপুর বৈরি এলাকার জনপ্রিয় শনিধাম মন্দিরের দাতী মহারাজের বিরুদ্ধে এই অভিযোগ আনেন পঁচিশ বছর এক তরুণী৷ তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই ধর্মগুরুর বিরুদ্ধে আইপিসি ৩৫৪, ৩৭৬ এবং ৩৭৭ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ প্রায় ২ বছর আগে মন্দিরের মধ্যে তাকে ধর্ষণ করেছিল দাতী মহারাজ এমনই অভিযোগ তরুণীর৷

দাতী মহারাজ জানিয়েছিলেন যে তাঁর আশ্রমে ৭০০ জন রয়েছেন। বাকি মেয়েরা কোথায় গেল, তা জানতে তদন্ত করছে পুলিশ। তাদের কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছে, নাকি তারা ছুটিতে বাড়ি গিয়েছে, তা জানার চেষ্টা চলছে। এদিকে, দাতী মহারাজ নিজেও পলাতক রয়েছে। তার খোঁজে চলছে তল্লাশি।

অভিযোগকারী জানিয়েছেন, শনিধাম মন্দিরের মধ্যে ওই তরুণীকে প্রায় দুবছর আগে ধর্ষণ করেছিল দাতী মহারাজ৷ নির্যাতিতার বাবা জানায়, সে সময় ওই তরুণী দাতী মহারাজের আশ্রমেই থাকত৷ তার আগে নিয়মিতভাবে ওই ধর্মগুরুর উপদেশ শুনতে তার আশ্রমে যেত নির্যাতিতা৷ এরপর দাতী মহারাজের সঙ্গে তার সরাসরি আলাপ-পরিচয় হয়৷ তরুণীর বক্তব্য অনুযায়ী, আশ্রমের মধ্যে বহুবার তাকে যৌন হেনস্তা করেছে দাতী মহারাজ৷ শুধু তাই নয়, এই বিষয়ে কারও কাছে মুখ না খোলারও হুমকি দেওয়া হয়েছিল তাকে৷

এই ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকেই নিরুদ্দেশ ওই স্বঘোষিত ধর্মগুরু৷ পুলিশ জানিয়েছে, দাতী মহারাজ ছাড়াও আরও তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছেলেকে নিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন অপু বিশ্বাস

বিনোদন খবর: সামাজিক যোগাযোগ মধ্যম ফেসবুকে ছেলের দুটি ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস। ছবিতে ছোট্ট আব্রামকে ঈদের পাঞ্জাবী আর মাথায় টুপি পরা অবস্থায় দেখা যায়।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে এই পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ভক্তরা অপু এবং তার সন্তানকে শুভকামনা জানাতে থাকেন।

উল্লেখ্য, ২০০৮ সালে বাংলা সিনেমা দাপিয়ে বেড়ানো দুই অভিনয়শিল্পী শাকিব খান এবং অপু বিশ্বাস বিয়ে করেন। এরপর ৯ বছর তারা বিষয়টি গোপন রাখেন ‘ক্যারিয়ারের স্বার্থে’। এক পর্যায়ে শাকিব খান নবাগত নায়িকা বুবলির সঙ্গে বেশ কিছু সিনেমায় সাক্ষর করলে অপু নিজেকে বঞ্চিত মনে করেন। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালে একটি বেসরকারি টিভিতে সন্তানসহ উপস্থিত হন অপু। এরপর অনেক নাটকীয়তা শেষে অপুকে ডিভোর্স দেন শাকিব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ মাঠে নামছে পরাক্রমশালী ব্রাজিল ও জার্মানি

খেলার খবর: একদলের রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব। অন্য দলটি গতবারের বিশ্বকাপ নিজেদের দখলে রেখেছে। পাশাপাশি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ারও খেতাব রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। বিশ্ব ফুটবলের সর্বকালের এই সেরা দুটি দল ব্রাজিল ও জার্মানি আজ রবিবার রাশিয়া বিশ্বকাপে প্রথমবার মাঠে নামছে।

২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে জার্মানির কাছে সাত গোল হজম করেছিল ব্রাজিল। তাই এই দুই দলের লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে বিশ্ব। তবে ফুটবল প্রেমীদের সেই আশা কিন্তু এখনই পূর্ণ হচ্ছে না। বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামলেও সেই লড়াই ব্রাজিল বনাম জার্মানি নয়।

রস্তোভে বাংলাদেশ সময় রাত ১২টায় ব্রাজিলের মুখোমুখি হবে সুইজারল্যান্ড। ‘ই’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ কোস্টারিকা ও সার্বিয়া।
অন্যদিকে লুজিনিকি স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচে জার্মানির প্রতিপক্ষ মেক্সিকো।

বিশ্বের সবচেয়ে দামী ফরোয়ার্ড নেইমার ছাড়াও ফিলিপ কুটিনহো, গ্র্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনোর, থিয়াগো সিলভার মত অস্ত্র রয়েছে ব্রাজিলের স্কোয়াডে। বিশ্বকাপের আগে কোয়ালিফায়ারে ক্রোয়েশিয়া এবং অস্ট্রিয়ার বিরুদ্ধে আত্মবিশ্বাসের সঙ্গে জয় তুলে নেয় লাতিন আমেরিকার দলটি।

এদিকে, দলে বড় তারকা প্লেয়াররা না থাকলেও বিশ্ব ফুটবলে জার্মানির পারফরম্যান্স সবচেয়ে ধারাবাহিক। এক বছর আগে রাশিয়ার মাটিতে হওয়া কনফেডারেশন কাপও নিজেদের দখলে রেখেছে ফিফা ব়্যাংকিংয়ে এক নম্বরে থাকা দলটি। টনি ক্রুজ, থমাস মুলার, জেরম বোটেং, ইলকাই গুন্দোয়ান, মারিও গোমেজের মত ফুটবলার রয়েছেন জার্মানির বিশ্বকাপ স্কোয়াডে।

পর্তুগাল থেকে আর্জেন্টিনা হয়ে ব্রাজিল যেখানে কম বেশি ‘ওয়ান ম্যান আর্মি-ফুটবলে’ অভ্যস্ত হয়ে উঠেছে সেখানে জার্মানির প্রধান শক্তিই ‘টিম গেম’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন পরীমনি

বিনোদন সংবাদ: হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন চিত্রনায়িকা পরীমনি।

রোববার সকাল ৮টা ৪০ মিনিটে হাসপাতাল থেকে বাসায় যান তিনি।

ঈদের দিন শনিবার বাসায় অসুস্থতা বোধ করায় অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন এই নায়িকা।

সেখানে তিনি ডা. তামজিদ আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

অ্যাপোলো হাসপাতালের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, তেমন গুরুতর কিছু নয়। উদ্বেগ, উৎকণ্ঠা, বিষণ্নতা—এই আরকি। খাবার খাওয়া থেকেও হতে পারে কিংবা অন্য কিছু।

তিনি আরও বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না। বাসায় থাকতে পারতেন। তারপরও তিনি হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে চেয়েছেন। তাই তাকে ভর্তি করে নেয়া হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে ২৪ ঘণ্টা থেকেছেন। আজ সকালেই তিনি বাসায় ফিরে গেছেন।

এদিকে বাসায় ফিরে বেলা সাড়ে ১১টার দিকে ফেসবুকে পরীমনি একটি পোস্ট দিয়েছেন।

এতে তিনি লিখেছেন, ‘আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আর আমি জানি, আপনিও আমাকে অনেক ভালোবাসেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেনাপোল বড় আঁচড়ায় অন্তসত্তা গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: বন্দরনগরী বেনাপোলে সারমিন আক্তার সীমা(২৪) নামে অন্তসত্তা এক গৃহবধুকে স্বামী কর্তৃক শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা সকলে বাড়ি ছেড়ে পালাতক রয়েছে।
শনিবার(১৬জুন) সকালে পুলিশ ওই গৃহবধুর স্বামীর বাড়ি থেকে তার মরাদেহ উদ্ধার করেছে।
সারমিন বেনাপোল পৌরসভার বড়আঁচড়া টার্মিনাল পাড়ার নাজমুলের স্ত্রী।
নিহতের পিতা সিঅ্যান্ডএফ ব্যবসায়ী বেনাপোলের বড়আঁচড়া গ্রামের শফিকুল ইসলাম জানান, ঈদের দিন সকালে জামাইয়ের পরিবারের লোকজনদের সবাইকে বাড়ি থেকে বের হতে দেখে সন্দেহ হয় প্রতিবেশিদের। পরে তারা ঘরে গিয়ে তার মেয়ের মৃতদেহ বিছানায় পড়ে থাকতে দেখে তাদের খবর দেয়। তার শরীরে মারধোরের চিহ্ন রয়েছে।
এসময় তিনি আরো জানান, তার মেয়েকে জামাইসহ শশুর বাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছে। এর আগে প্রায়ই তার জামাই মেয়েকে মারধোর করতো। গত মাসে অন্য একটি মেয়েকে নিয়ে তার জামাই এক মাস ঢাকায় অবস্থান করে। এতে সংসারে অশান্তি চলছিল।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মনির হোসেন জানান, এ ঘটনায় নিহতের স্বামীসহ শশুর বাড়ির লোকজন সবাই পালাতক রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest