সর্বশেষ সংবাদ-
দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন

আফগানিস্তানে আত্মঘাতী বোমায় নিহত ২৫

আন্তর্জাতিক খবর: আফগানিস্তানের পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জন। ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লেভেন্ট (অাইএসআইএল, যা আইএসআইএস নামেও পরিচিত) এই হামলার দায় শিকার করেছে।

আইএসের বার্তা সংস্থা আমাক ওয়েবসাইটে বলা হয়েছে, শনিবার দেশটির নানগারহারে জড়ো হওয়া সৈন্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে ওয়েবসাইটে এর বেশি কিছু বলা হয়নি।

প্রাদেশিক সরকারের মুখপাত্র অাত্তাউল্লাহ খোগিয়ানি বলেন, জালালাবাদ থেকে ২৫ মিলোমিটার দূরে রোদাত জেলায় এই হামলা চালানো হয়। হতাহতদের মধ্যে রয়েছেন, বেসামরিক লোক, নিরাপত্তা বাহিনীর সদস্য ও তালেবানদের সদস্যরা। রমজাস মাস শেষে দেশটিতে পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে এক অনুষ্ঠান উদযাপনে তারা সেখানে জড়ো হয়েছিলেন।

উল্লেখ্য, আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির ঘোষণা অনুযায়ী দেশটিতে তালেবানের সঙ্গে সাময়িক অস্ত্রবিরতি চলছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি গত বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছিলেন। সেদিন আশরাফ ঘানি জানান, ২৭ রমজান (১৩ জুন) থেকে ঈদের পঞ্চম দিন (২০ জুন) পর্যন্ত এ অস্ত্রবিরতি কার্যকর থাকবে। তবে আইএসসহ অন্য জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

দেশের খবর: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার সকাল ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গতকাল শনিবার রাতে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির।

দলীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনসহ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলতে পারেন মির্জা ফখরুল।

এ ছাড়া ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে কারাফটক থেকে ফিরে আসার বিষয়েও কথা বলতে পারেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পেরুকে হারিয়ে দিল ডেনমার্ক

লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী দল বললে ভুল বলা হবে না তাদের। বলা হচ্ছে পেরুর কথা। ফিফা র্যাং কিংয়ে তাদের অবস্থান ১১তম। ইউরোপের দল ডেনমার্কের অবস্থান তাদের পরই। রাশিয়া বিশ্বকাপের তৃতীয় দিনে এই দুই সমশক্তির দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছে ডেনমার্ক। পেরুকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে তারা।

আজ শনিবার সারানস্কে অনুষ্ঠিত ম্যাচে ডেনমার্কের জয়ের নায়ক ইউসুফ পুলসেন। ম্যাচের ৫৯ মিনিটে লক্ষ্যভেদ করেন তিনি। শেষ পর্যন্ত এই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তাঁর দল।

ম্যাচে পিছিয়ে পড়ে পেরুর চেষ্টার কোনো কমতি ছিল না সমতায় নিয়ে আসার। বেশ কয়েকটি সুযোগও পেয়েছিল, কিন্তু স্ট্রাইকাররা পাননি অভীষ্ট লক্ষ্যের দেখা।

উপরোন্ত ম্যাচের শেষ দিকে আরেকটি গোল হজম করতে বসেছিল পেরু। ৮৫ মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের শট পেরু গোলরক্ষকের গায়ে লেগে ফিরে না আসলে ব্যবধান আরও বড় হতে পারতো।

অবশ্য ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দুই দল অনেকটা সমানতালে লড়েছিল। দ্বিতীয়ার্ধে গিয়ে আর পারেনি পেরু। তাই হেরেই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে পেরু মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্সের। একই দিন অস্ট্রেলিয়ার মোকাবিলা করবে ডেনমার্ক। সে ম্যাচটি পেরুর জন্য হবে খুবই গুরুত্বপূর্ণ।

অবশ্য আজ নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্স ২-১ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। যদিও এই ম্যাচটি জিততে তাদের বেশ ঘাম ঝরাতে হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রাজিলের হেক্সা মিশন শুরু রবিবার

খেলার খবর: ফুটবল বিশ্বকাপের ২১তম আসরের চতুর্থ দিনের তৃতীয় ম্যাচে রবিবার মাঠে নামছে ব্রাজিল এবং সুইজারল্যান্ড। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এটা ৬ষ্ঠ শিরোপা জয়ের মিশন। এবারের বিশ্বকাপে সবচেয়ে ব্যালেন্সড টিম বলা হচ্ছে তিতের দলকে। ‘ই’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।

বিশ্বকাপের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে বিশ্বকাপ ট্রফি ঘরে তুলে ব্রাজিল। ২০১৪ বিশ্বকাপের আসর বসেছিল ব্রাজিলের মাটিতেই। ঘরের মাঠে নেইমারদের লক্ষ্য ছিল শিরোপা খরা কাটানো। কিন্তু তাই ২০০২ সালের পর বিশ্বকাপের স্বাদ না পাওয়া ব্রাজিল সেমিফাইনালে দ্বিতীয় সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়। সেই হারের লজ্জা কাটিয়ে এখন দুর্দান্ত দল হয়ে উঠেছে হলুদ জার্সিধারীরা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে সবার আগে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তিতের দল। জার্মানির কাছে সেই হারের দুঃসহ স্মৃতিকে শক্তিতে পরিণত করে এবারের আসরে ভালো পারফরমেন্স করার ইঙ্গিত দিয়ে রাখছেন ব্রাজিলের কোচ তিতে। তিনি বলেছেন, ‘আগের চেয়ে আমরা এখন অনেক শক্তিশালী দল। আমরা চাই অতীত খেকে শিক্ষা নিয়ে এবারের আসরে ভালো ফল অর্জন করতে। প্রথম ম্যাচে জয় দিয়ে আমরা শুভ সূচনা করতে চাই।’

গত আসরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল স্ইুজারল্যান্ড। এবার ভালো কিছু করার লক্ষ্য নিয়ে রাশিয়ায় পা রেখেছে তারা। ব্রাজিলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে চমক দেখানোর অঙ্গীকার নিয়ে সুইস অধিনায়ক স্টেফান লিচেটস্টেইনার বলেন, এবারের আসরে ভালো কিছু করতে চাই। আমাদের প্রধান লক্ষ্য সেমিফাইনাল। এজন্য শুরুটা জয়ে দিয়ে হওয়া জরুরি। ব্রাজিলের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামব আমরা।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোনালদো সুপার হিট, মেসি সুপার ফ্লপ!

খেলার খবর: সোচিতে গত রাতে স্পেনের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্স দেখে অনেকেরই শঙ্কা, লিওনেল মেসি কি একটু চাপে পড়ে গেলেন! আশাবাদীরা অবশ্য বলেছিলেন, রোনালদোর অমন আগুনঝরা পারফরম্যান্সের পর মেসি নিশ্চয়ই আজ আইসল্যান্ডের বিপক্ষে তেতে থাকবেন। অঘোষিত হলেও যে মেসি আর রোনালদোর মধ্যে একটা প্রতিযোগিতা চলে! কিন্তু আজ মস্কোর স্পার্তাক মাঠে মেসি চূড়ান্ত ব্যর্থ।কালকের ম্যাচের সঙ্গে অনেক জায়গায় তুলনা করাই যায় দুজনের। দুজনই পেনাল্টি পেয়েছেন। পেয়েছেন ফ্রিকিক থেকে গোল করার সুযোগও। রোনালদো দুই সুযোগ ঠান্ডা মাথায় কাজে লাগিয়ে সুপার হিট হয়ে গেলেন। দুইখানেই মেসি আজ হয়ে গেলেন সুপার ফ্লপ! রোনালদো যখন একাই স্পেনের মতো বড় দলের বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে টেনে নিয়ে গেলেন, মেসি পারলেন না প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা আইসল্যান্ডের বিপক্ষে জাদুকরী কিছু করতে। দুই দলই ড্র করেছে। মিল এখানেও। তবে পর্তুগালের ড্রয়ে কী গৌরব! আর আর্জেন্টিনার ড্রয়ে শুধুই গ্লানি!বিশ্বকাপের শুরুতেই মেসি বিপুল ব্যবধানে পিছিয়ে পড়লেন রোনালদোর চেয়ে! রোনালদো ৩-০ মেসি। না, ব্যবধান হয়তো আরও বড়। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সিংহ-সাহস কি আর সংখ্যায় প্রকাশিত হয়!
বিশ্বকাপ সবে শুরু। দুজনেরই গ্রুপপর্বে আরও দুটি করে খেলা বাকি আছে। এখনো লড়াইটাও বাকি। ফেরারিতে ছুটে ঢের এগিয়ে যাওয়া রোনালদোকে ধরতে কি আর পারবেন মেসি? ব্যক্তিগত দ্বৈরথ দূরে সরিয়ে রাখলেনই হয়তো; কিন্তু দলের চাওয়ায়? ক্রোয়েশিয়া আর নাইজেরিয়ার বিপক্ষে মেসি জ্বলে উঠতে না পারলে বিশ্বকাপে গ্রুপপর্বেই বিদায় নিতে হবে হয়তো আর্জেন্টিনাকে!

২০১৬-তে পর্তুগাল ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল রোনালদোর নেতৃত্বে। কিন্তু মেসি আর্জেন্টিনাকে একটি বিশ্বকাপ আর দুটি কোপা আমেরিকা প্রতিযোগিতার ফাইনালে তুলেও ব্যর্থ হয়েছেন। মেসি সেখানে এখনো ‘ক্লাব লিজেন্ড’ হয়েই থাকবেন! ক্লাব? সেই লড়াইয়েও তো সর্বশেষ টানা তিন চ্যাম্পিয়নস লিগ জিতে রোনালদো চলে গেছেন সেই কোথায়! যদিও এই ট্রফি জয়ের সংখ্যার ব্যবধান হয়তো এক; কিন্তু গৌরবে এখানেও রোনালদো এগিয়ে।

এবারের বিশ্বকাপে মেসি ও রোনালদোর প্রথম দুটি ম্যাচ থেকে একটা তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরলে প্রচণ্ড মন খারাপ হতে পারে মেসি-ভক্তদের। স্পেনের বিপক্ষে গোটা ম্যাচে গোলে ৭টি শট নিয়ে হ্যাটট্রিক করেছেন রোনালদো, আর আইসল্যান্ডের বিপক্ষে ১১টি শট নিয়ে ব্যর্থ মেসি। বার্সেলোনার মেসি আর আর্জেন্টিনার মেসি—পার্থক্যটা বড় রহস্যময় ফুটবলপ্রেমীদের কাছে ।
তবে একটি পরিসংখ্যান কিছুটা হলেও স্বস্তি দিতে পারে। সেই পরিসংখ্যানটা আইসল্যান্ডকেন্দ্রিক। ২০১৬ ইউরোতে প্রথম ম্যাচে এই দলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল পর্তুগাল। সেই ম্যাচে গোলে ১০টি শট নিয়েও গোল পাননি রোনালদো। মিলটা থেকে যদি শুভ কিছু ইঙ্গিত খুঁজে নিতে চায় আর্জেন্টিনা, নিতেও পারে। তবে শেষ বিচারে নিজেকেই কিছু করে দেখাতে হবে। পরিসংখ্যান বা রেকর্ড কিন্তু জেতাবে না!
সূত্র: প্রথম আলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেড়াতে গিয়ে দুই ভাইবোনসহ চার শিশুর মৃত্যু

দেশের খবর: গাজীপুরে বেড়াতে এসে নৌকা ডুবে দুই ভাইবোনসহ চার শিশু মারা গেছে। এদের মধ্যে তিনজন মেয়ে ও একজন ছেলে। তাদের মধ্যে দুই ভাইবোন রয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় তুরাগ নদের একটি সংযোগ খালে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, ঈদুল ফিতর উপলক্ষে কোনাবাড়ীর হরিণারচালা এলাকায় হাবু মিয়ার বাড়ির ভাড়াটিয়া নয় শিশু ছেলেমেয়ে আজ বিকেল সাড়ে ৩টার দিকে বাইমাইল এলাকায় যায়। তারা ছোট একটি নৌকা ভাড়া করে তুরাগ নদীর সংযোগ খালে যায়। হঠাৎ নৌকাটি একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। নয় শিশুর মধ্যে পাঁচজন পিলার ধরে থাকে। অপর চার শিশু পানিতে ডুবে যায়। এলাকাবাসী দ্রুত নৌকা নিয়ে পাঁচজনকে জীবিত উদ্ধার করে। পরে পানিতে খোঁজাখুঁজি করে চার শিশুর মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলো পাবনার মজিবুর রহমানের ১০ বছর বয়সী মেয়ে মীম ও আট বছর বয়সী ছেলে সোহাগ, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাইফুলের মেয়ে সাদিয়া (১০) ও জামালপুর সরিষাবাড়ী উপজেলার খোকনের মেয়ে পারভীন (১২)।

স্থানীয় কাউন্সিলর আব্বাস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিশুরা কোনাবাড়ীর হরিণারচালা এলাকায় হাবু মিয়ার বাড়িতে ভাড়া থাকে। স্থানীয় প্রশাসন শিশুদের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে।
এদিকে চার শিশুর মৃত্যুর খবর পেয়ে তাদের বাবা-মা ও আত্মীয়স্বজন বাইমাইল এলাকায় ভিড় করে। তাদের আহাজারীতে সেখানকার পরিবেশ ভারি হয়ে ওঠে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসির পেনাল্টি মিসে নবাগত আইসল্যান্ডে হোঁচট খেলো আর্জেন্টিনা

খেলার খবর: ইউরোতে সবাইকে চমকে দেওয়া আইসল্যান্ড প্রথম বিশ্বকাপে আটকে দিলো গতবারের ফাইনালিস্ট আর্জেন্টিনাকে। লিওনেল মেসির পেনাল্টি মিসের দিন আর্জেন্টাইনরা ১-১ গোলে ড্র দিয়ে শুরু করল বিশ্বকাপের ২১তম আসর। ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে অভিষেকেই কোয়ার্টার ফাইনালে উঠেছিল আইসল্যান্ড। বিশ্বকাপেও তাদের দারুণ পথচলা শুরু হলো ‘ফেভারিট’ আর্জেন্টিনার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে।

সের্হিয়ো আগুয়েরোর দারুণ গোলে এগিয়ে গেলেও এলোমেলো রক্ষণের মাশুল দিয়েছে আর্জেন্টিনা। মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টাইনদের ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচে প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে আর কেউ গোলের দেখা পায়নি। অথচ মেসি পেয়েছিলেন দলকে জেতানোর সুযোগ।

আইসল্যান্ডের শক্ত রক্ষণের কারণে প্রথম কয়েক মিনিট মাঝমাঠেই বল নিয়ে ঘোরাফেরা করেছে আর্জেন্টিনা। ৫ মিনিটে বাঁ প্রান্ত থেকে মেসির ফ্রি কিকে প্রথমবার আইসল্যান্ডের বক্সে বল পায় আর্জেন্টিনা। কিন্তু কোনও অ্যাটাকার বা ডিফেন্ডারের গায়ে না লেগেই বল চলে যায় মাঠের বাইরে।

৩ মিনিট পর আবারও ফ্রি কিক থেকে খানিকটা ভড়কে দেন আইসল্যান্ডের ডিফেন্ডারদের। বেশ নিচু দিয়ে আসা বলটি হেড করতে চেয়েছিলেন তাগিয়াফিকো, কিন্তু তার ঘাড়ে লাগলে বল আর মাঠে থাকেনি।

আর্জেন্টিনার অগোছালো রক্ষণের সুযোগ নিয়ে ৯ মিনিটে হানা দেয় আইসল্যান্ড। গোলের সুবর্ণ সুযোগ পায় তারা। গোল কিক থেকে আইসল্যান্ড বল পায়ে পায়। ডান প্রান্ত থেকে বিয়ার্নসন একাই গোলরক্ষককে পেলেও তার মাটি কামড়ানো শট গোলপোস্টের বেশ পাশ দিয়ে চলে যায়।

ম্যাচে গোলমুখে প্রথমবার মেসি শট নেন ১৭ মিনিটে। হান্নেস থর হ্যালডোরসন দারুণ দক্ষতায় বল পাঞ্চ করে বিপদমুক্ত করেন। দুই মিনিট পরই উল্লাসে মাতে আর্জেন্টিনা। ১৯ মিনিটে রোহোর শট বক্সে পান সের্হিয়ো আগুয়েরো। ডান পা দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে ঘুরে দাঁড়িয়ে বাঁ পায়ে লক্ষ্যভেদ করেন ম্যানসিটি ফরোয়ার্ড। ২১ মিনিটে আবার মেসির শট লক্ষ্যের দিকে ছুটেছিল, এবারও বাধা দেন হ্যালডোরসন।

আর্জেন্টিনা বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি। তাদের এলোমেলো ডিফেন্সের মাশুল দেয় তারা ২৩ মিনিটে। সিগুর্দসন গোলমুখের সামনে বল দেন, আর্জেন্টাইন গোলরক্ষক উইলি কাবায়েরো কোনোভাবে বল ঠেকান। কিন্তু তার হাতে লেগে বল ফিরে আসে ফিনবোগাসনের পায়ে। জালে বল পাঠাতে খুব বেশি বেগ পেতে হয়নি এফসি অগসবুর্গের এ স্ট্রাইকারের।

৩৩ মিনিটে বিজিয়ার শট ক্রসবারের ওপর দিয়ে গেলে আর্জেন্টিনার সুযোগ নষ্ট হয়। ৪১ মিনিটে পেনাল্টির জোর আবেদন করলেও পায়নি তারা। আইসল্যান্ডের ডিবক্সে মেজার নিচু ড্রাইভ সিগুর্দসনের হাতে লেগেছিল, কিন্তু ইচ্ছাকৃত ছিল না বলে রেফারি সাড়া দেননি। শেষ মুহূর্তে একটি সুবর্ণ সুযোগ নষ্ট করে আইসল্যান্ড। ৪৫ মিনিটে সিগুর্দসনকে ঠেকিয়ে দেন কাবায়েরো।

দ্বিতীয়ার্ধ রক্ষণে ব্যস্ত থেকেছে আইসল্যান্ড। তাদের ডিবক্সের মধ্যে আর্জেন্টিনার খেলোয়াড়রা ফিনিশিং ঠিকঠাক করতে পারেনি। তেমন করেই তাদের আটকাতে গিয়েই বিপদে পড়তে বসেছিল আইসল্যান্ড। ডিবক্সের মধ্যে মেজাকে ফাউল করেন মাগনুসন। পেনাল্টি পায় আর্জেন্টিনা। ৬৪ মিনিটে ওই কিক নেন মেসি। কিন্তু তার দুর্বল শট ডানদিকে ঝাপিয়ে পড়ে সহজে ফিরিয়ে দেন হ্যালডোরসন। এনিয়ে বিশ্বকাপে টানা দুটি পেনাল্টি নষ্ট করল আর্জেন্টিনা। ২০০২ সালে সুইডেনের বিপক্ষে অ্যারিয়েল ওরতেগার পর এবার মেসি এই ব্যর্থতার শিকার। বার্সেলোনার ফরোয়ার্ড কিছুক্ষণ পর ফ্রি কিক থেকে বল গোলবারের ওপর দিয়ে পাঠান।

৭৭ মিনিটে আবারও পেনাল্টির আবেদন করে গতবারের ফাইনালিস্টরা। পাভনকে বক্সের মধ্যে ফাউল করেছিলেন সায়েভারসন, কিন্তু রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি। ৭৯ মিনিটে মেসি বক্সের মধ্যে পায়ে বল পেলেও আইসল্যান্ডের ডিফেন্ডার তাকে শট নেওয়ার আগেই দ্রুত গতিতে বল বাইরে পাঠান। ৮১ মিনিটে মেসির বাঁপায়ের বাঁকানো শট অল্পের জন্য গোলবারের পাশ দিয়ে চলে যায়।

শেষ ৬ মিনিট মেজার বদলি নেমে ম্যাচের ফল পাল্টাতে পারেননি হিগুয়েইন। ৮৮ মিনিটে মাসচেরানোকে সহজে রুখে দেন হ্যালডোরসন। শেষ বাঁশি বাজার আগে মেসির ফ্রি কিক আটকে দেয় আইসল্যান্ডের রক্ষণ দেয়াল। হতাশায় বল আকাশের দিকে পাঠিয়ে দেন মেসি। তবে তাদের হতাশায় এই সময় গ্যালারি থেকে সাহস দিয়েছেন ডিয়েগো ম্যারাডোনা।

আগামী ২১ জুন নোভগোরদে ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে আর্জেন্টিনা। পরের দিনে ভোলগোগ্রাদে আইসল্যান্ড মোকাবিলা করবে নাইজেরিয়াকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কষ্টের জয়ে শুরু ফ্রান্সের
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest