সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাতালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছায় উদ্ধারসাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাসাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময়

১০০ দিনেই বিলুপ্ত সাতক্ষীরা শহর ছাত্রলীগের কমিটি!

নিজস্ব প্রতিবেদক: কোন প্রকার সম্মেলন ছাড়াই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে গঠিত হওয়ার মাত্র ১০০ দিনের মধ্যেই আবার সেই প্যাডের পাতায় ঘোষণা দিয়ে বিলুপ্ত করা হলো সাতক্ষীরা শহর ছাত্রলীগের কমিটি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার সাতক্ষীরা জেলা ছাত্রলীগের প্যাডে সংগঠনের জেলা সভাপতি রেজাউল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক স্বাক্ষরিত এক পত্রে শহর কমিটি বিলুপ্তির ঘোষণা দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শেখ মোস্তাফিজুর রহমান (শোভন) ও আরিফুল রহমান (শিমুল)-কে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য সাতক্ষীরা শহর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ছাত্রলীগ নেতা বলেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বর্তমান কমিটি গঠনের পর থেকে এ পর্যন্ত জেলার বিভিন্ন ইউনিটের যতগুলো কমিটি দেয়া হয়েছে তার সবই প্যাডের পাতায় প্রেস রিলিজের মাধ্যমে কোন সম্মেলন ছাড়াই গঠিত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাফ প্যান্ট পরে মাঠে খেলা দেখছে কট্টর ইরানের নারীরা

খেলার খবর: ইরানের বাসিন্দা কিয়ানা এবং পারিয়ার বয়স ২২ বছর। এর আগে কখনো মাঠে বসে খেলা দেখেননি তারা। রাশিয়া বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে গিয়ে খেলা দেখার অভিজ্ঞতা হলো তাদের।

মাঠে গিয়ে খেলা দেখাটা তাদের কাছে অনেকটাই ইতিহাস গড়ার মতো। তারা জানান, নিজেদের দেশে মাঠে বসে খেলা দেখতে পারেন না বলেই রাশিয়ায় পাড়ি জমিয়েছেন।

পারিয়া বলেন, খেলা দেখার আগ্রহ আমার ছোটবেলা থেকেই। তবে নিজেদের দেশে সেই ইচ্ছে তো আর পূরণ হবার নয়। তার পরেও ছেলে বন্ধুদের সঙ্গে ঝুঁকি নিয়ে খেলা দেখতে মাঠে যাই। খেলা দেখতে গিয়ে আটক হয়ে কারাভোগও করেছি।

তিনি আরো বলেন, গত মার্চের ঘটনা। অনেকের কাছেই শুনলাম, নারীরা নাকি রাখঢাক করে মাঠে গিয়ে খেলা দেখতে পারছে। আমিও খেলা দেখার জন্য ছেলেবন্ধুর কাছে বায়না ধরি। একপর্যায়ে ছেলেদের মতো মেকাপ নিয়ে মাঠে গিয়ে ধরা পড়ি।

পারিয়া আরো বলেন, সেই ঘটনার কারণে তো আর খেলা দেখার ইচ্ছে মাটিচাপা পড়তে পারে না। ওই সময় আমরা ২৯ জন নারী আটক হয়েছিলাম। পরে সিদ্ধান্ত নিয়ে রাখি, দেশের বাইরে গিয়ে হলেও মাঠে বসে খেলা দেখার ব্যাপারে।

তিনি আরো বলেন, ছোটবেলা থেকে বাড়িতে বসে টেলিভিশনে খেলা দেখেছি। এবার মাঠে বসে খেলা দেখলাম। ইরানের খেলাও মাঠে বসে দেখেছি। ১১ হাজার মাইল পাড়ি দেওয়াটা কোনো ব্যাপারই না। এখানে নারী-পুরুষ মিলে ইরানের ৩০ হাজার ফ্যান রয়েছে। তার মধ্যে ১০ হাজার নারী।

ইরানের জার্সি এবং হাফ প্যান্ট পরার ব্যাপারে পারিয়া বলেন, এখানে আমরা যে পোশাকে এসেছি, দেশে সে পোশাকে বাইরে বের হতে পারি না। তবে আমরা কিন্তু ঘরের মধ্যে এ ধরনের পোশাক পরে খেলা দেখি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌদিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উরুগুয়ে

খেলার খবর: উরুগুয়ের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিঁটকে গেল সৌদি আরব। বাঁচা-মরার লড়াইয়ে উরুগুয়ের মুখোমুখি হয়ে প্রথমার্ধেই এক গোল খেয়ে বসে সৌদি।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক রাশিয়ার কাছে পাঁচ গোলের বিশাল ব্যবধানে হেরে যায় দেশটি।

সৌদিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে উরুগুয়ে। এর আগে মিসরের বিপক্ষের ম্যাচে বার্সা তারকা লুইস সুয়ারেজ জ্বলে উঠতে পারেননি।

তবে জাতীয় দলে নিজের শততম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে জ্বলে উঠে গোলও করেন তিনি। তার গোলেই জিতে গেছে উরুগুয়ে।

ম্যাচের ২৩ মিনিটেই গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন সুয়ারেজ। কার্লোস সানচেজের ক্রস থেকে ভেসে আসা বলটিতে মাথা ছোঁয়ানোর জন্য কয়েকজন লাফিয়ে উঠলেও সুয়ারেজের পায়ে চলে যায় বল।

আলতো শটে সুয়ারেজ মুহূর্তেই বল জড়িয়ে দেন সৌদির জালে। পরে আর কোনো গোল হয়নি।

ফলে জয় নিয়েই মাঠ ছাড়েন সুয়ারেজরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগামী বছর আসছে প্রিয়াঙ্কার আত্মজীবনী

বিনোদন ডেস্ক: ভারতীয় অভিনয়শিল্পী প্রিয়াঙ্কা চোপড়ার আত্মজীবনী আগামী বছর একযোগে ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও তার নিজের দেশে প্রকাশিত হবে। বইয়ের নাম ‘আনফিনিশড’। ১৭ বছর বয়সে মিস ইন্ডিয়া নির্বাচিত হয়ে একই বছর মিস ওয়ার্ল্ড খেতাব জিতেন প্রিয়াঙ্কা। বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করছেন সাবেক এ বিশ্বসুন্দরী।

আত্মজীবনী প্রকাশের বিষয়ে তিনি বলেন, ‘বইয়ের বিষয়বস্তু হবে আমার মতো সৎ, মজার, আধ্যাত্মিক এবং আমার মতোই বিপ্লবী।আমি সবকিছু ব্যক্তিগত রাখতেই পছন্দ করি। আমি কখনই আমার এ যাত্রা নিয়ে নিজের অনুভূতির কথা বলিনি। তবে এবার আমি প্রস্তুত। মতামত প্রকাশের ক্ষেত্রে আমি ভয়হীনভাবেই বড় হয়েছি। আমি মানুষকে বিশেষ করে নারীদের অনুপ্রাণিত করতে নিজের গল্পগুলো বলতে চাই। নারীরা সবসময় বলে তারা সবকিছু করতে পারে না। কিন্তু আমি সব কিছু চাই এবং আমি বিশ্বাস করি যে কেউ চাইলেই এটা পারে। আমিই তার প্রমাণ।’ সূত্র: হিন্দুস্থান টাইমস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুমিরের পিঠে চড়ে ঘুরে বেড়ায় শিশুরা!

ভিন্ন স্বাদের খবর: এ নশ্বর পৃথিবীতে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে আজিব ঘটনা। ঘটে যাওয়া বিচিত্র ঘটনা সবগুলোই আবার মানুষের আয়ত্বে আসে না। বিস্ময় কর এমনই এক ঘটনার জন্ম পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসোয়। রাজধানী শহর ওইগাডোগো থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরত্বে রয়েছে বাজুলা নামে একটি ছোট্ট গ্রাম। এ গ্রামে রয়েছে একটি হ্রদ, যেখানে বাস করে ১০০রও বেশি কুমির।

ছোট বেলায় শিশুদের ভয় দেখানো হয় কুমির ভয়ঙ্কর জলজ প্রাণি। সামনে পেলে আর রক্ষা নেই। তবে এসব ভয়কে দূরে সরিয়ে এক নজির সৃষ্টি করেছে ছোট্র হ্রদের শত কুমির আর সেখানে বসবাসরত মানুষজন। ছোট্র গ্রামটির সকল শ্রেণি মানুষদের সঙ্গে অবিশ্বাস্য এক গল্প রয়েছে এসব কুমিরের। ওই গ্রামের শিশুরা নাকি কুমিরের পিঠে চড়ে খেলা করে, ঘুরে বেড়ায়। তাদের পাশে পাশেই সাঁতার কাটে গ্রামের বড়রা। কুমিরের সঙ্গে চরম বন্ধুত্ব! এযেন চরম শত্রুর সঙ্গে বসবাস। গ্রামবাসীদের মতে, এই বন্ধুত্ব চলে আসছে ১৫ শতক থেকে।

জানা যায়, কোনও এক সময়ে নাকি বাজুলায় প্রবল খরা দেখা দেয়। মানুষ যখন পানির কষ্টে ভুগছিলেন, তখন গ্রামের মহিলাদের একটি গুপ্ত জলাশয়ের কাছে নিয়ে যায় এইসব কুমির। তার পর থেকে কুমিরের প্রতি ওই গ্রামের মানুষদের ভালবাসার প্রতিদান দিতে শুরু করে। প্রতি বছর স্থানীয় বিনোদন অনুষ্ঠান ‘কুম লাকরে’ নামে এক অনুষ্ঠানের আয়োজন করে গ্রামবাসীরা। হ্রদের কুমিরদের খাওয়ানো হয় অনেক কিছু, যাতে তারা গ্রামবাসীকে আশীর্বাদ করে সুখ-সমৃদ্ধির জন্য।

বাজুলা গ্রামের মানুষজন মনে করেন, এই কুমিরের মধ্যেই রয়েছে তাঁদের পূর্বপুরুষের আত্মা। যে কারণে, কোনও কুমিরের মৃত্যু হলে, মানুষের মতোই তার শেষকৃত্য সম্পন্ন করে গ্রামবাসীরা।

বুরকিনা ফাসোর কুমির-মানুষের এই অসম বন্ধুত্ব দেখতে ভিড় জমাতে শুরু করেছেন বিভিন্ন দেশের পর্যটকরা। বছরে প্রায় পাঁচ হাজার পর্যটক যান পশ্চিম আফ্রিকার এই গ্রামে। প্রকৃত পক্ষে সংখ্যাটা আরো বেশি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাঠে খেললো মরক্কো, ম্যাচে জিতলো পর্তুগাল

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। তবে হারলেও ম্যাচে আধিপত্য রেখেই খেলেছে আফ্রিকার দেশটি। ম্যাচের অধিকাংশ সময় বলের নিয়ন্ত্রণ রেখেও জিততে না পারার হতাশা হয়তো ভোগাবে তাদের। কারণ এদিন, মরক্কোর আক্রমণের সামনে নতজানু হয়ে থাকতে দেখা গেছে পর্তুগিজদের। তবে বেশ কয়েকবার গোলের ভালো সুযোগ তৈরি করেও জালে বল জড়াতে পারেনি একবারও। আর সেটা হলে ৪ মিনিটের মাথায় রোনালদোর জয়সূচক গোলের বিপরীতে ৪ গোল লেখা থাকতো মরক্কোর নামের পাশে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কপিল দেবের স্ত্রীর ভূমিকায় ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক: বডিউড অভিনেতা রণবীর সিংহ কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেবের ভূমিকায় অভিনয় করবেন। ছবিতে কপিল দেবের স্ত্রী রোমি দেবের ভূমিকায় দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে।

ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন বিখ্যাত পরিচালক কবির খান। এর আগে কবির খান পরিচালিত ‘নিউ ইয়র্ক’, ‘এক থা টাইগার’ এবং ‘ফ্যান্টম’ সিনেমায় ক্যাটরিনাকে দেখা যায়।

জানাগেছে, এখনও কবির খান এই সিনেমার জন্য শীর্ষ অভিনেত্রীর নাম ঠিক করেননি। তবে বাকি দু’জনের নাম প্রায় চূড়ান্ত। এক জন নিউকামার এবং অন্য একজনের নাম সাজেস্ট করেছেন স্বয়ং রণবীর।

কপিল দেব ইতিপূর্বে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এটা মোটেই আমার জীবনীমূলক সিনেমা নয়। এটা ১৯৮৩ সালের বিশ্বকাপ জয় সংক্রান্ত। সিনেমায় আমার পাশাপাশি সুনীল গাভাস্কার, মোহিন্দর অমরনাথসহ বাকি ক্রিকেটারদেরও গুরুত্ব দেওয়া হবে।

অভিনেতা রণবীর জানান, আমাদের প্রজন্মে ক্রিকেট ছিল সব সময়েই সব থেকে গ্ল্যামারাস খেলা। যখন কবির স্যার আমাকে ছবির ন্যারেশন দিচ্ছিলেন, তখন আমি বেশ অবাক হয়েছিলাম। গল্পটা যতটা ক্রিকেটের, ততটা মানবিকও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পর্নস্টার জমজ বোনের ৬ মাসের জেল

ভিন্ন স্বাদের খবর: দুবাইয়ে এলিনা ও সাশা পার্কার নামের সাবেক দুই পর্নস্টারকে ৬ মাসের জেল দিয়েছে দেশটির একটি আদালত। তাদের বিরুদ্ধে অভিযোগ মদ্যপ অবস্থায় পুলিশের এম্বুলেন্সে হামলে পড়েন সম্পর্কে জমজ এই দুই বোন। এ সময় তারা নিজেদের নির্দোষ দাবি করলেও তাদের বিরুদ্ধে দৃঢ় ও নিরেট প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন বিচারক।

অবশ্য অভিযুক্ত ওই দু’বোনই শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন। এজন্য তাদের সিদ্ধান্ত নিতে এক মাস সময় দেওয়া হয়েছে। এখন জামিনে রয়েছেন তারা।

বিচারক তার নির্দেশে বলেন, জেল ভোগের পর মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে সংযুক্ত আরব আমিরাত থেকে বের করে দিতে হবে। মঙ্গলবারের ওই বিচারে আদালতে উপস্থিত ছিলেন না ওই এলিনা ও সাশা। তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম শুরু হয়। সেখানে বিচারক বিস্তারিত জানতে চান। তাতে বলা হয়, ওই দুই বোন দুবাইয়ে আল সাফার অ্যান্ড পার্টনারস নামের আইনী প্রতিষ্ঠানে কাজ করেন।

এলিনা ও সাশার জন্ম বেলারুমে। আট বছর আগে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া এই বোন সফট পর্ন ছবিতে অভিনয় করেছেন লন্ডনে থাকার সময়েই। পরবর্তীতে সেই পেশা ছেড়ে আইনী পেশায় যুক্ত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest