সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাতালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছায় উদ্ধারসাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাসাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময়

সাতক্ষীরায় ইউপি সদস্যকে হত্যা চেষ্টার আসামীদের গ্রেফতারের দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার চেষ্টাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৫টায় সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঁশতলা বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিবপুর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদ এর আয়োজেন অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য যতীন্দ্রনাথ বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ। অন্যদের মধ্যে বক্তব্য দেন মন্দিরন সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা শাখার সম্পাদক স্বপন কুমার শীল, জেলা পুজা উদযাপন পরিষদের সদস্য ও জাসদ নেতা সুধাংশু শেখর সরকার, জেলা মন্দির সমিতির সহসম্পাদক বিকাশ দাশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অধ্যক্ষ শিবপদ গাইন, সদস্য বাসুদেব সিংহ, অসীম দাস সোনা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, পুজা উদযাপন পরিষদের সদর শাখার সহসভাপতি প্রসাদ মজুমদার, সহ-সভাপতি গোপাল ঘোষাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তাপস আচার্য, শিবপুর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত ব্যানার্জী, অবসরপ্রাপ্ত শিক্ষক হিরন্ময় মণ্ডল, ইউপি সদস্য শফিকুল ইসলাম, সুদাম বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, শিবপুর ইউপি সদস্য মাদক ব্যবসায়ি খলিলুর রহমানের চিংড়ি ঘেরের পাশে ইউপি সদস্য মহাদেব সরকারের চিংড়ি ঘের রয়েছে। খলিলুর রহমান তার ঘেরের তিন পাশ বেড়িবাঁধ দিলেও এক পাশ খোলা রাখায় মহাদেব সরকারের সঙ্গে তার বিরোধ বাঁধে। এ বিরোধকে কেন্দ্র করে গত বৃহষ্পতিবার সকাল ৯টার দিকে নিজের চিংড়ি ঘেরে কাজ করার সময় খলিলুর রহমান ও তার দলবল মহাদেব সরকারকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে তাকে মৃত ভেবে তার চলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মহাদেব সরকার বাদি হয়ে খলিল মেম্বরসহ সাত জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেও পুলিশ মামলা নিতে গড়ি মসি করে। একপর্যায়ে খলিল মেম্বরের নাম এজাহার থেকে বাদ না দিলে মামলা রেকর্ড করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়। একপর্যায়ে হিন্দু সংগঠনের নেতৃবৃন্দের শক্ত অবস্থানের কারণে পুলিশ শুক্রবার রাতে মামলা নিয়ে খালেদা আক্তার ও বাপ্পি নামের দু’ আসামীকে গ্রেফতার করে। তবে মুল আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে বক্তারা অভিযোগ করেন। বক্তারা খলিলুর রহমানের মত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। অবিলম্বে খলিল মেম্বরসহ অন্য আসামীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রীউলায় একাধিক উন্নয়ন প্রকল্পের কার্যক্রম উদ্বোধন


তোষিকে কাইফু: রবিবার সকালে হাজরাখালী টু মাড়িয়ালা গ্রামের সংযোগ সড়ক(মুক্তিযোদ্ধা সড়ক) ও মাড়িয়ালা মুক্তিযোদ্ধা চত্বরে অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক পাঠাগার এবং মুক্তিযোদ্ধা সাংসদ কার্যালয়ের কাজের শুভ উদ্বোধন করেন আশাশুনি উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল।এসময় স্থানীয় মুক্তিযোদ্ধারা,ইউপি মহিলা সদস্য তহমিনা জোয়ার্দার, ইউপি সদস্য ইয়াসিন আলী,শ্রীউলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সঞ্চয় মিশ্র ও সাধারণ সম্পাদক আবু হাসান,প্রবীণ গায়ক মোহাম্মদ শফি সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ প্রেসক্লাবে জামায়েত হোসেনের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সাতক্ষীরা ৩ আসনের আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী লেঃ কর্ণেল (অবঃ) জি এম জামায়েত হোসেন। রবিবার (১৭ জুন) বেলা সাড়ে ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে তিনি এ মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংকের সাবেক কর্মকর্তা সামছুজ্জোহা নান্নু, বড়দল ইউপির ৮নং ইউপি সদস্য আব্দুর রশিদ প্রমুখ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য বিষয়ক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সদস্য শেখ আব্দুল করিম, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু , সাংবাদিক আতিকুর রহমান, ফরিদুল ইসলাম প্রমুখ।
এসময় লেঃ কর্ণেল জামায়েত হোসেন বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী একজন সক্রীয় কর্মী হয়ে জীবনকে বাজি রেখে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন করেছিলাম। মানুষের সেবাই বড় ধর্ম”এই মূলমন্ত্রে বিশ্বাসী হয়ে সাতক্ষীরা ৩ আসনের জনগনের কল্যানে আমি কাজ করে মানুষের সেবক হতে চাই। তিনি ১৯৬৯ সালে আশাশুনী হাইস্কুল থেকে মাধ্যমিক, সাতক্ষীরা কলেজ থেকে এইচ এস সি ও ১৯৭৪ সালে খুলনার দৌলতপুর কলেজ থেকে স্নাতক পড়াকালীন সময়ে চাকুরীতে যোগদান করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন। সুদীর্ঘ ৩০ বছর চাকুরী করার পরে ২০০৫ সালের ২৫ শে জুন অবসর গ্রহন করেন। লেঃ কর্ণেল চাকুরীজীবনে কৃতিত্বের স্বীকৃতি হিসাবে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দুইবার কাজ করার সুযোগ পান। ১৯৯৬-৯৭ সালে ইউনিকম (ইরাক-কুয়েত) এবং ২০০৩- ২০০৪ সালে আফ্রিকার সিয়েরে-লিয়নে বাংলাদেশ কন্টিজেন্টের চীপ লজিস্টিক অফিসার এর গুরুত্বের সাথে দ্বায়িত্ব পালন করেন। অবসরের পর থেকে তিনি মানুষের সেবায় নিয়োজিত আছেন। জীবনের বাকী সময়টুকুও জনকল্যানে বিলিয়ে দিতে চান। পরে তিনি কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানসহ দলীয় নেতাকর্মীদের সাথে এক সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শত শত কোটি ডলারের মালিক থাই রাজা

ভিন্ন স্বাদের খবর: থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্ণকে কিছু রাজকীয় সম্পদের মালিকানা দেয়া হয়েছে-যার আনুমানিক মূল্য প্রায় ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলার।

দেশটির ক্রাউন প্রপার্টি ব্যুরো’র সূত্র দিয়ে বিবিসি জানিয়েছে, গত বছর একটি আইনের পরিবর্তনের কারণে তারা এ সম্পদের মালিকানা হস্তান্তর করেছে।

রাজতন্ত্রের হয়ে এই ব্যুরো রাজ পরিবারের এ সম্পদ ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ করে। নতুন ব্যবস্থায় প্রথম বারের মতো করের আওতায় আসবে রাজ পরিবারের সম্পদও।

এক বিবৃতিতে ক্রাউন প্রপার্টি ব্যুরো বলছে, তাদের দায়িত্বে থাকা সম্পদ ফিরিয়ে দেয়া প্রয়োজন হয়ে পড়েছে রাজার কাছে – যাতে তিনি এগুলো ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। এ সম্পদের মধ্যে বিভিন্ন কোম্পানির শেয়ারও আছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, রাজা অন্য নাগরিকদের মতে কর দেয়ারও সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া এসব সম্পদের ব্যবস্থাপনা হবে স্বচ্ছ ও পর্যবেক্ষণের জন্য উন্মুক্ত। তবে ঠিক কত সম্পদ ব্যুরোর হাতে ছিল তা প্রকাশ করা হয়নি। যদিও ২০১২ সালে ফোর্বস ম্যাগাজিন বলেছিল এসব সম্পদ ও বিনিয়োগের পরিমাণ ৩০ বিলিয়ন ডলার হতে পারে।

২০১৬ সালে অক্টোবরে তার বাবা রাজা ভূমিবলের মৃত্যুর পর মাহা ভাজিরালংকর্ণ রাজা হয়েছিলেন।-বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বন্দুকযুদ্ধে’ মাদক সম্রাজ্ঞী রেহেনার মৃত্যুতে আনন্দ মিছিল, মিষ্টিমুখ

দেশের খবর: ময়মনসিংহ শহরের মাদক ব্যবসায়ী বলে পরিচিত রেহেনা বেগমের (৪৫) মৃত্যুতে এলাকায় স্বস্তি নেমে এসেছে।

আজ রোববার দুপুর ১টার দিকে মিষ্টির প্যাকেট নিয়ে আনন্দ মিছিল করেছে সানকিপাড়া এলাকার লোকজন। মিছিল শেষে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে মিষ্টি বিতরণ করেন মিছিলকারীরা। মিছিলে ছিলেন সোহেল পাঠান, শামিম আকন্দ, টুটুল, রাজন, মোড়ল, শরিফুল, রিপন, চান মিয়া শফিকুল, শরীফ প্রমুখ।

এদিকে দুপুরে সানকিপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, সাড়ে তিন শতক জমির ওপর রেহেনার একটি তিনতলা পাকা বাড়ি রয়েছে। পাশেই একটি অটোগ্যারেজ। একাধিক অটোর মালিক রেহেনা।

রেহেনার মেয়ে আজিজা ও প্রতিবেশী সমলা জানান, পুনর্বাসনের জন্য দুই বছর আগে জেলা পুলিশের উদ্যোগে রেহেনাকে একটি সেলাই মেশিন ও রিকশা দেওয়া হয়। রেহেনা গতকাল বিকেলে ঢাকা থেকে ময়মনসিংহ আসেন। বিকেল ৪টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা রেহেনাকে ধরে নিয়ে যায়। সকালে রেহেনার মৃত্যুর সংবাদ পান তাঁরা।

এলাকাবাসীর অভিযোগ, রেহেনার মাদকের ছোবলে অসংখ্য শিক্ষার্থী ও উঠতি বয়সের ছেলেমেয়ে মাদকাসক্ত হয়ে পড়ে। তাঁর মেয়ে আজিজা ও সমলাসহ অনেকেই রেহেনার মাদক বিক্রি চক্রের সদস্য। তাঁদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী।

আজিজা ও সমলার দাবি অস্বীকার করে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেছেন, রেহেনাকে ডিবি পুলিশের কেউ আটক করেনি। রেহেনার নামে কমপক্ষে ১০টি মাদকের মামলা রয়েছে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায়। তাঁর সহযোগীদেরও গ্রেপ্তার করা হবে।

এর আগে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (কমিউনিটি পুলিশিং ও ইনটেলিজেন্স) মুশফিকুর রহমান দাবি করেন, স্থানীয় লোকজন আজ সকাল সাড়ে ৬টায় শহরতলীর গন্ধপা এলাকায় রেহেনার গুলিবিদ্ধ লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

‘মাদকবিরোধী অভিযান শুরুর পর রেহেনাকে গ্রেপ্তার করতে সানকিপাড়ার বাসায় কয়েক দফা অভিযান চালায় পুলিশ। কিন্তু প্রতিবারই তিনি পালিয়ে যেতে সক্ষম হন’, যোগ করেন মুশফিকুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পেনাল্টি মিসের পর মেসি-রোনালদো বিতর্ক তুঙ্গে

খেলার খবর: আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করার পর আর্জেন্টিনার তারকা লিওনেল মেসির সঙ্গে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর তুলনা যেন আরও জোরেসোরে শুরু করেছেন ভক্তরা।

মেসি যখন পেনাল্টিটি নেন তখন খেলায় ১-১ গোলে সমতা চলছিল। এতে গোল পেলে আর্জেন্টিনা এগিয়ে যেতো, কিন্তু আইসল্যান্ডের গোলরক্ষক হানেস হালডর্সন সহজেই মেসির শটটি ঠেকিয়ে দেন। পুরো খেলায় মেসি মোট ১১টি শট নেন গোল লক্ষ্য করে, কিন্তু বল জালে ঢোকেনি।

রোনালদোর সাথে এ তুলনা আরও জোর পেয়েছে, কারণ তার আগের দিনই স্পেন-পর্তুগাল খেলায় দেখা গেছে, স্পেন তুলনামূলকভাবে ভালো দল হলোও রোনালদো তিনটি গোল করে প্রায় একাই নিজের দেশকে এগিয়ে নেন।

রোনালদো ইতিমধ্যে তার দেশ পর্তুগালকে ইউরো ২০১৬-র শিরোপা জিতিয়েছেন। কিন্তু মেসির আর্জেন্টিনা এখনো বিশ্বকাপ বা লাতিন আমেরিকান কাপও জেতেনি।

পৃথিবীর বহু ফুটবল বিশ্লেষক মেসিকে ‘এ যুগের শ্রেষ্ঠ’ বা ‘সর্বকালের সেরা’ ফুটবলার ইত্যাদি নানা অভিধায় ভূষিত করেছেন। কিন্তু ক্লাব স্তরে বার্সেলোনাকে বহু সাফল্য এনে দিলেও, আন্তর্জাতিক ফুটবলে মেসির আর্জেন্টিনা শুধু অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক এবং অনুর্ধ-১৯ বিশ্বকাপ জিতেছে।

গত ২০১৪-র বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে উঠেছিল, কিন্তু তারা জার্মানির কাছে ১-০ গোলে হেরে রানার্স-আপ হয়।

রিপ্লেতে দেখা গেল, রোনালদোর শট গোলকিপারের হাত থেকে ফসকে গিয়ে গোল হয়ে যাচ্ছে, আর মেসির শট উড়ে যাচ্ছে গোলপোস্টের বাইরে দিয়ে।

রোনালদো বিশ্বকাপের আগে গত ৪৪টি টুর্নামেন্ট ফ্রি-কিক থেকে গোল করতে পারেননি, কিন্তু বিশ্বকাপে ঠিকই জ্বলে উঠেছেন। লিওনেল মেসি তার ক্লাব এবং দেশের হয়ে নেওয়া গত ৬টি পেনাল্টি কিকের মধ্যে তিনটি মিস করেছেন।

ইংলিশ ফুটবল বিশ্লেষক এবং সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রিও ফার্দিনান্দ বলেছেন, সবাই অপেক্ষা করছিল মেসি কি করে দেখার জন্য। কিন্তু বলুন তো, এবার নিয়ে কতবার আমাদের বলতে হলো যে মেসির যা করার কথা তা তিনি করতে পারেন নি?

তবে তিনি বলেন, বিশ্বকাপে আগামী ম্যাচগুলোতে নিশ্চয়ই তাকে ভালো খেলতে দেখা যাবে।

মেসি অবশ্য বলেছেন, পেনাল্টি মিস করাটা তাকে মর্মাহত করেছে। গোলটা হলে সবকিছু বদলে যেতো, আমরা এ্যাডভান্টেজ পেতাম। আমি কষ্ট পাচ্ছি, কারণ আমরা তিনটি পয়েন্ট পেলাম না। তবে আমরা দ্রুত এ আঘাত কাটিয়ে ওঠার চেষ্ট করবো। এখন আমাদের ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচটির দিকে মন দিতে হবে।

মেসি বলেন, আইসল্যান্ড যেভাবে খেলেছে তাতে কাজটা কঠিন হয়ে পড়েছিল। তারা ভালোভাবেই আমাদের ঠেকাতে পেরেছে।

অন্যদিকে, রোনালদো স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করার পর এখন তার প্রশংসায় উচ্ছ্বসিত ফুটবল বিশ্লেষকরা।

রিও ফার্দিনান্দ বলেছেন, শুক্রবার রাতটা ছিল রোনালদোর। তিনি একজন মহান খেলোয়াড় হয়ে ওঠার পথে অপ্রতিহত গতিতে এগিয়ে চলেছেন। বিশ্ব স্তরে তিনি যা করছেন তা অবিশ্বাস্য।

বাস্তবেই রোনালদো অনেক ম্যাচেই এটা দেখিয়েছেন যে তিনি যা করবেন সেটাই হবে শেষ কথা।

রিও ফার্দিনান্দ বলছেন, গ্রেট হয়ে ওঠার পথে রোনালদো যেভাবে এগিয়ে যাচ্ছেন তা মেসির ওপর চাপ বাড়িয়ে দিয়েছে।

রোনালদোর এখন আন্তর্জাতিক গোলের সংখ্যা ৮৪টি – যা পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম স্থানে আছেন ইরানের দায়েই (১০৯টি), দ্বিতীয় স্থানে যৌথভাবে রোনালদো আর হাঙ্গেরির পুসকাস।

অনেকে এমনটাও বলছেন, রোনালদোর বয়স ৩৩ হলেও তিনি ফিটনেস এবং ট্রেনিংয়ের ব্যাপারে এতটাই যত্নবান যে হয়তো আগামী বিশ্বকাপেও তিনি খেলতে পারবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসি-রোনালদোর পর নেইমারের দিকে তাকিয়ে বিশ্ব

খেলার খবর: লিওনেল মেসি যা পারেননি তার তিনগুণ বেশি করে দেখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার পালা নেইমারের। বিশ্বমঞ্চে ব্রাজিলের জার্সি গায়ে রবিবার তার সূচনাটা ঠিক কেমন হয়, সে দিকেই তাকিয়ে গোটা দুনিয়া। কিন্তু সমস্যা একটাই। নেইমারের চোট। মেসি-রোনালদোর ক্ষেত্রে যা ছিল না। আর তাই ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেও ব্রাজিলের প্রথম একাদশে নেইমারের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা রয়েছে।

গত বিশ্বকাপে দেশের মাটিতে জার্মানির কাছে হেরে সেমিফাইনালেই শেষ হয়েছিল ব্রাজিলের বিশ্বকাপের সফর। এবারের বিশ্বকাপে যাদের প্রথম প্রতিপক্ষ সুইজারল্যান্ড। নেইমারহীন সেলেকাওদের আত্মবিশ্বাস এক ঝটকায় কতটা তলানিতে চলে যায় তা গত বিশ্বকাপেই দেখা গেছে। তাই প্রাক্তন বার্সা স্ট্রাইকারকে রেখেই দল সাজাতে চাইছেন কোচ তিতে।

শোনা যাচ্ছে, উইলিয়ান, জেসুস ও নেইমারকে সামনে রেখে ছক সাজাবেন তিনি। তিতে জানিয়ে দিয়েছেন, ফ্রেড ও অ্যালভিস ছাড়া গোটা দলই ফিট। ম্যাচ শুরুর আগে যদিও তিনি মেনে নিয়েছেন, নেইমার একশো শতাংশ ফিট নন। তবে পরক্ষণেই এও বলে দেন, সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য যথেষ্ট ফিট ব্রাজিলীয় পোস্টার বয়।

তার কথায়, নেইমার একশো শতাংশ ফিট না হলেও ও এমনিতেই খুব শক্তিশালী। মানসিকভাবেও তৈরি। তবে মেডিকেল স্টাফরা এ বিষয়ে আরও ভালো বলতে পারবে। আমি মনে করি ও খেলার জন্য যথেষ্ট ফিট।

অনেকেই মনে করছেন প্রথম ম্যাচে বড়সড় ঝুঁকি নেবেন না তিতে। তাই পুরো ম্যাচে তাকে নাও খেলাতে পারেন। তবে এদিন নেইমার নন, তিতের রোটেশন নীতি মেনে অধিনায়কের ভূমিকায় দেখা যাবে মার্সেলোকে।

ডান পায়ে চোট নিয়ে গত ফেব্রুয়ারিতে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল নেইমারকে। যদিও ফিরে এসেই বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচে স্বমহিমায় ধরা দিয়েছেন। শুধু তিনি নন, দুর্দান্ত ফর্মে রয়েছে গোটা দল। ২০টি ম্যাচ অপরাজিত থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে পৌঁছেছিল বিশ্ব চ্যাম্পিয়নরা।

সাফল্যের এই গ্রাফও নিঃসন্দেহে আত্মবিশ্বাস জোগাবে দলকে। কোয়ালিফায়ারের মতো পারফরম্যান্সই এই মঞ্চেও দেখা যাবে বলে আত্মবিশ্বাসী কোচ। সুইজারল্যান্ডকে একেবারেই হালকাভাবে নিচ্ছেন না তিতে। কারণ তিনি ভালই জানেন সুইসরা কঠিন প্রতিপক্ষ।

ভ্লাদিমির পেটকোভিচের দলের মাঝমাঠও শক্তপক্ত। রোস্তভ এরিনায় নজর থাকবে জারদান শাকিরির দিকে। বলা যেতে পারে সুইস মাঝমাঠ ও সেলেকাও ফরোয়ার্ডের লড়াই দেখতেই আজ রাত জাগবেন ফুটবলপ্রেমীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাইফ-কারিনার নতুন দৃষ্টান্ত

বিনোদন সংবাদ: বাবা-মা হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন সাইফ-কারিনা। তারকা মানেই যে শুধু সারাক্ষণ সেজেগুজে থাকা, অভিনয় নয়। তাদেরও পরিবার রয়েছে, দায়িত্ব রয়েছে। সাইফ-কারিনা দম্পতি হিসেবে একটি বড় সিদ্ধান্ত নিলেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ভিরে দি ওয়েডিং’। কারিনার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সবাই। এরই মধ্যে শোনা যাচ্ছে যে দু’টি বড় ব্যানারের ছবির অফার পেয়েছেন কারিনা। রাকেশ শর্মার বায়োপিক ‘স্যালুট’-এ আমির খান-এর পরিবর্তে মুখ্য ভূমিকায় থাকবেন শাহরুখ এবং শাহরুখের বিপরীতে থাকবেন কারিনা— এমনটাই শোনা যাচ্ছে। আবার ধর্মা প্রোডাকশন্সের পরবর্তী ছবিতে অক্ষয়কুমারের বিপরীতে যে কারিনা থাকছেন সেই খবরটি পাকা।

কিন্তু এত সব কিছুর মধ্যেও কারিনা কিন্তু একটি ব্যাপারে অনড়— যে সময়ে সাইফ কোনও ছবির শ্যুটিংয়ে ব্যস্ত থাকবেন, সেই একই সময়ে কারিনা অন্য কোনও ছবি করবেন না। সম্প্রতি মুম্বাইয়ের একটি জনপ্রিয় সংবাদপত্রকে কারিনা জানিয়েছেন, যে তিনি এবং সাইফ এখন পালা করে তৈমুরের দেখাশোনা করেন। তাই যতদিন তিনি ‘ভিরে দি ওয়েডিং’-এর শ্যুটিং করছিলেন, তখন সাইফ পুরোপুরি দায়িত্ব নিয়েছিলেন তৈমুরের।

এখন আবার সাইফ নভদীপ সিংয়ের ছবির শ্যুটিংয়ে ব্যস্ত, তাই কারিনার সিদ্ধান্ত, আগামী নভেম্বর মাস পর্যন্ত তিনি শ্যুটিং ফ্লোরে যাবেন না। তৈমুরের যাবতীয় দায়িত্ব একাই সামলাবেন। নভেম্বরের পরে, সাইফের যখন কাজ শেষ হবে, তার পরে আবার কারিনা শ্যুটিং শুরু করবেন। মুম্বাইয়ের একটি গসিপ ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আপাতত আগামী বছরের গোড়া পর্যন্ত ছুটিতেই থাকবেন কারিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest