সর্বশেষ সংবাদ-
পুনরায় সচল বৈছাআ, অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের ঘোষণা দিলেন সাতক্ষীরার আহ্বায়কজাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাসাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভাসীমান্ত প্রেস কাবের সভাপতি ইমন – সম্পাদক লিংকন,সাতক্ষীরায় জেলা তাঁতীদলের সভাপতি রিপন – সম্পাদক সাহেব আলীআশাশুনিতে এক রাতে ৪ দোকানে দুঃসাহসীক চুরিসাতক্ষীরা সদরে বাঁশদহা সমাজকল্যাণ পরিষদের অফিস উদ্বোধনউত্তর-পশ্চিম কাটিয়া জামে মসজিদের জমি সংক্রান্ত বিষয়ে মামলা : প্রতিবাদে মানববন্ধনআশাশুনিতে কিশোরীকে অপহরনের অভিযোগ: ৮ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশশ্যামনগরে কিশোর কিশোরী-যুবদের নিয়ে ফুটবল ম্যাচ ও গ্রামীণ খেলাধুলা  

কলকাতার ছবিতে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্প নিয়ে ছবি হচ্ছে। ছবির নাম দেয়া হয়েছে ‘শর্টকাট’। এতে পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসুর পাশাপাশি অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

ছবিটি সঙ্গীত পরিচালনা করবেন নচিকেতা নিজেই। তিনি বলেন, এই গল্পের মধ্যে সিনেমার উপাদান আছে। এটা ছোট্ট একটা গল্প। কলকাতাকে আমরা যেভাবে দেখি, সেটাই তো শহরের আসল রূপ নয়। গভীরে গভীরে অনেক স্তর রয়েছে। বাংলা ছবিতেও সেগুলো উঠে আসেনি। এই ছবির মাধ্যমে সেগুলো দর্শক জানতে পারবেন।

ছবির কাহিনী নিয়ে পরিচালক সুবীর মণ্ডল বলেন, আমাদের সকলের মধ্যেই একটা শর্টকাট নেওয়ার প্রবণতা দেখা যায়। পরিণতিতে কেউ সফল, কেউ ব্যর্থ। এই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুটো আলাদা আর্থ-সামাজিক অবস্থার দুই যুবকের গল্প ‘শর্টকাট’। বিত্তবান পরিবারের একটি ছেলে আর ঠিক পাশের বস্তিতে থাকা আর একটি ছেলে। আপাতদৃষ্টিতে দু’জনের অবস্থান আলাদা হলেও তাদের দু’জনের জীবনেই ব্যর্থতার গ্লানি রয়েছে। কোথাও গিয়ে তারা মিলে যায়। এ বার তারা পরিস্থিতি থেকে বেরোতে পারে কি না সেটা নিয়েই গল্প। সূত্র: আনন্দবাজার

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুস্থ আছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল

বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীত পরিচালক, গীতিকার, সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের হৃদযন্ত্রে গত শনিবার দুটি রিং স্থাপন পরানো হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

গত ১৫ মে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের অসুস্থতার খবর জানান আহমেদ ইমতিয়াজ বুলবুল। এতে তিনি লেখেন, আমার হার্টে ৮টা ব্লক ধরা পড়েছে এবং বাইপাস সার্জারি ছাড়া চিকিৎসা সম্ভব না। এরই মাঝে কাউকে না জানিয়ে আমি ইব্রাহিম কার্ডিয়াকে-এ সিসিইউ তে চারদিন ভর্তি ছিলাম। আগামী ১০ দিনের মধ্যে আমি আমার হার্টের বাইপাস সার্জারি করাতে প্রস্তুত রয়েছি।

বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহমেদ ইমতিয়াজ বুলবুলের চিকিৎসার দায়িত্ব নেন। তাকে ভর্তি করা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা বাইপাস সার্জারি না করে শরীরে রিং পরানোর সিদ্ধান্ত নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পেটের সমস্যায় কিসমিসের পানি

স্বাস্থ্য ডেস্ক: পেটের সমস্যা? ওষুধে তেমন কাজ হচ্ছে না? নিয়মিত কিসমিস খান। রক্তাল্পতায় কিসমিস যে উপকারী, তা অনেকেই জানেন। কারণ কিসমিস শরীরে নতুন রক্ত তৈরি করে। সেইসঙ্গে নিয়মিত কিসমিসের পানি খেলে একদম পরিষ্কার থাকবে লিভারও।

গবেষণায় দেখা গেছে, কিসমিসের পানি খেলে লিভারে জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়। শরীরে রক্ত দ্রুত পরিশোধন হতে থাকে। টানা চার দিন কিসমিসের পানি খেলে পেট একদম পরিষ্কার হয়ে যায়। পেটের গণ্ডগোল উধাও হয়ে যায়। সঙ্গে পাওয়া যায় ভরপুর এনার্জি। সেইসঙ্গে কিসমিসে রয়েছে নানা রকম ভিটামিন ও মিনারেল। কিসমিস না খেয়ে কিসমিসের পানি খেলেও সেই ভিটামিন ও মিনারেল শরীরে ঢোকে। পানি ভেজানোর বাড়তি উপকারিতা হলো শর্করার মাত্রা কমে।

কীভাবে তৈরি করবেন কিসমিসের পানি?
দুই কাপ পানিতে ৪০০ গ্রাম কিসমিস রাতভর ভিজিয়ে রাখুন। সকালে কিসমিস ছেঁকে নিয়ে জল হালকা গরম করে খান। পানি পানের পর আধঘণ্টা অন্য কিছু খাবেন না। তবে একটা কথা মাথায় রাখা দরকার। ডায়াবেটিস রোগীদের কিন্তু কিসমিস খাওয়ার আগে ডাক্তারদের পরামর্শ নিতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করলার পুষ্টিগুণ ও উপকারিতা

স্বাস্থ্য ডেস্ক: করলা (করল্লা, উচ্ছা, উচ্ছে) এক প্রকার ফল জাতীয় সবজি। এলার্জি প্রতিরোধে এর রস দারুণ উপকারি। ডায়াবেটিস রোগীদের জন্যও এটি উত্তম। প্রতিদিন নিয়মিতভাবে করলার রস খেলে রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখা সম্ভব। করলায় যথেষ্ট পরিমাণে বিটা ক্যারোটিন ছাড়াও এতে রয়েছে বহু গুণ। এবার জেনে নিন, করলার আরো পুষ্টিগুণ ও উপকারিতা-

ব্রকলি থেকেও দ্বিগুণ পরিমানে বিটা ক্যারোটিন রয়েছে এতে। দৃষ্টি শক্তি ভালো রাখতে ও চোখের সমস্যা সমাধানে বিটা ক্যারোটিন উপকারী। করলায় প্রচুর পরিমানে আয়রণ রয়েছে। আয়রণ হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে। পালংশাকের দ্বিগুণ ক্যালসিয়াম ও কলার দ্বিগুণ পরিমান পটাশিয়াম করলায় রয়েছে। দাঁত ও হাড় ভাল রাখার জন্য ক্যালসিয়াম জরুরি। ব্লাড প্রেশার মেনটেন করার জন্য ও হার্ট ভাল রাখার জন্য পটাশিয়াম প্রয়োজন।
করলায় যথেষ্ট পরিমাণে ভিটামিন-সি রয়েছে। ভিটামিন সি ত্বক ও চুলের জন্য একান্ত জরুরি।

ভিটামিন সি আমাদের দেহে প্রোটিন ও আয়রন যোগায় এবং ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধক ক্ষমতা গড়ে তোলে। ফাইবার সমৃদ্ধ করলা কোষ্ঠকাঠিন্য সমস্যা কমায়। করলায় রয়েছে ভিটামিন-বি কমপ্লেক্স, ম্যাগনেসিয়াম, ফলিক এসিড, জিঙ্ক, ফসফরাস, ম্যাগনেসিয়াম।

অসুখ নিরাময়ে সাহায্য করে। ডায়বেটিসের পেশেন্টের ডায়েটে করলা রাখুন। করলায় রয়েছে পলিপেপটাইড পি, যা ব্লাড ও ইউরিন সুগার লেভেল নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করে। ডাক্তারের পরামর্শ নিয়ে করলার রস ও করলা সিদ্ধ খেতে পারেন। নানা রকমের ব্লাড ডিজঅর্ডার যেমন স্ক্যাবিজ, রিং ওয়র্ম এর সমস্যায় করলা উপকারি। ব্লাড পিউরিফিকেশনে সাহায্য করে। স্কিন ডিজিজ ও ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে।

করলা পাতার রসের উপকারিতা
করলা পাতার রস খুবই উপকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, নানা ধরনের ইনফেকশন থেকে সুরক্ষা প্রদান করে। এনার্জি ও স্টেমিনা বাড়িয়ে তুলতেও করলা পাতার রস সাহায্য করে। অতিরিক্ত এলকোহল খাওয়ার অভ্যাস থেকে লিভার ড্যামেজড হলে , সে সমস্যায় করলা পাতার রস দারুন কাজে দেয়। ব্লাড ডিজঅর্ডার সমস্যায় লেবুর রস ও করলা পাতার রস মিশিয়ে খেতে পারেন। করলা পাতার রসে মধু মিশিয়ে খেতে পারেন। অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ফেরেনজাইটিসের মতো সমস্যা কমাতে সাহায্য করে। এর মাধ্যমে সোরিয়াসিসের সমস্যা, ফাংগাল ইনফেকশন প্রতিরোধ করা সম্ভব হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিমির শরীরে আঘাতের দাগ নিয়ে প্রশ্ন

বিনোদন ডেস্ক: হাতে মোটা মোটা লাল দাগ। ভালোবাসার নয়! বেদনার। সম্প্রতি নিজের টুইটার ওয়ালে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। যেখানে তার শরীরের দেখা যাচ্ছে মারের দাগ! কিন্তু কে এমন হাল করল নায়িকার!

এ প্রশ্নের উত্তরটা নায়িকা নিজেই দিয়েছেন। বলেছেন, না কোনও রকম শারীরিক নির্যাতন করা হয়নি অভিনেত্রীর ওপর। তাহলে! হেভি ওয়ার্ক আউট। আসলে বেশ কিছুদিনের জন্য ছুটিতে গিয়েছিলেন মিমি। সম্প্রতি হলি-ডে কাটিয়ে ফিরেছেন আবারও রোজকার রুটিংয়ে।

শুরুতেই গিয়েছেন জিমে। আর সেখানে ১০ দিনের গ্যাপিং ফুলফিল করতে সুন্দরীকে দিয়ে হেভি ওয়েট তুলিয়েছে ট্রেইনার। আর তাতেই এমন দশা হয়েছে নায়িকার।

‘ক্রিসক্রস’ শ্যুটিং শেষ করে ঘুরতে বেড়িয়েছিলেন মিমি। গিয়েছিলেন মুম্বাই। বিরসা দাশগুপ্তের পরিচালনায় এই ছবিতে একজন ফটোগ্রাফারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বামী-স্ত্রী’র রক্তের গ্রুপ এক হলে যা হয়

স্বাস্থ্য ডেস্ক: স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কোনো সমস্যা হয় কি? অনেকের মধ্যে এমন অজানা একটি প্রশ্ন ভর করে। যা নিয়ে তারা অযথা দুশ্চিন্তাগ্রস্তও থাকেন। কিন্তু ডাক্তারদের মতে, “কোনো সমস্যাই হয় না।’

সারা দুনিয়ায় ৩৬ শতাংশ “ও” গ্রুপ, ২৮ ভাগ “এ” গ্রুপ, ২০ শতাংশ “বি” গ্রুপ। কিন্তু এশিয়াতে প্রায় ৪৬ ভাগ মানুষের রক্তের গ্রুপ “বি”। এশিয়ায় নেগেটিভ ব্লাড গ্রুপ ৫ শতাংশ, সেখানে ইউরোপ আমেরিকাতে প্রায় ১৫ শতাংশ।

যেখানে উপমহাদেশে সিংহভাগ মানুষের রক্তের গ্রুপ ‘বি’। সেখানে স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপের মিল হবে সেটাই স্বাভাবিক। এতে কোনো সমস্যা হয় না। কিন্তু যদি স্ত্রীর নেগেটিভ রক্তের গ্রুপ থাকে এবং স্বামীর পজিটিভ গ্রুপ থাকে তাহলে সমস্যা হয়ে থাকে। যাকে Rh Isoimmunization বলে। সেটারও সহজ চিকিৎসা বা টিকা আছে। অনেকের ভ্রান্ত ধারণা- বাবা মায়ের রক্তের গ্রুপ এক হলে বাচ্চার থ্যালাসেমিয়া হয়। এটাও সম্পূর্ণ ভুল ধারণা। কারণ, থ্যালাসেমিয়া রোগ ক্রোমোজোম এবনরমালিটি থেকে হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগরে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণ

পলাশ দেবনাথ, নুরনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নুরনগরের দুরমুজখালী গ্রামে সরকারী রাস্তা দখল করে ভবন নির্মানের কাজ চলছে। দুরমুজখালী গ্রামের সাবুরউদ্দিন গাজী ছেলে লুৎফর রহমান ও খলিলুর রহমান সরকারী রাস্তা দখল করে বসত ঘর নির্মান করছে। সরেজমিন ঘুরে দেখা যায় দুরমুজখালী টু ছোট শ্যামনগর ইটের সোলিং রাস্তার গা ঘেসে নির্মান করা হচ্ছে ভবনটি। ইট সোলিং রাস্তার পাশে মাত্র দুই ফুট জায়গা রেখে বাকিটা দখলে নিয়ে নিয়েছে তারা। স্থানীয় লোকজন নিষেধ করলেও কর্নপাত করছে না বলে জানিয়েছে একাধিক সূত্র। স্থানীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা সরকারী জায়গা দখল করার বিষয় জানতে চাইলে ভবন নির্মান কারী খলিলুর রহমান বলেন সরকারী জায়গা দখল করছি, সরকার দেখবে তোমরা কারা?। এমতাবস্থায় এলাকাবাসী বলছেন সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া ভবন নির্মানের কাজ বন্ধ হবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পর্তুগাল পারলো না বেলজিয়ামের সাথে

খেলার খবর: বিশ্বকাপের আগে সময়টা মোটেও ভালো যাচ্ছে না পর্তুগালের। ঘরের মাঠে তিউনিশিয়ার বিরুদ্ধে ড্র করার পর এবার অ্যাওয়ে ম্যাচে বেলজিয়ামের কাছে আটকে গেল ইউরোপ চ্যাম্পিয়নরা।

রাশিয়া যাবার হওয়ার আগে বাকি দলগুলির মতো পর্তুগালও আন্তর্জাতিক ম্যাচে নিজেদের যাচাই করে নিতে ব্যস্ত। পর পর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলিতে জয় অধরা থাকায় আত্মবিশ্বাসে ধাক্কা লাগা স্বাভাবিক রোনালদোদের। যদিও ক্রিশ্চিয়ানোকে বিশ্বকাপের আগে একটানা ক্লাব ফুটবল খেলার ক্লান্তি কাটিয়ে ওঠার পর্যাপ্ত সুযোগ দিচ্ছেন কোচ স্যান্টোস। তাই প্রীতি ম্যাচগুলি থেকে রিয়াল তারকাকে দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে পর্তুগাল।

তিউনিশিয়ার বিরুদ্ধ শেষ ম্যাচে ড্র করলেও পর্তুগালের ইতিবাচক দিক ছিল দুবার প্রতিপক্ষের গোলমুখ খুলে ফেলেছিল তারা। বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচ শেষ হয় গোলশূন্যভাবে। বরং বেলজিয়ামের কাছে দুঃস্বপ্নের হয়ে দেখা দিতে পারে ম্যাচটি। কারণ ম্যাচের নিরুত্তাপ নব্বই মিনিটে একমাত্র উল্লেখযোগ্য ঘটনা হল বেলজিয়াম তারকা ভিনসেন্ট কোম্পানির চোট পেয়ে মাঠ ছাড়া। চোটের গুরুত্ব এখনো বোঝা না গেলেও প্রিমিয়র লিগ জয়ী ম্যান সিটি অধিনায়কের বিশ্বকাপ খেলা অনিশ্চিত হয়ে পড়ল বলা চলে।

দ্বিতীয়ার্ধের খেলা ১০ মিনিট গড়ানোর পরেই মার্টিন্সের সঙ্গে ধাক্কায় চোট পান ভিনসেন্ট। তার পরিবর্তে বোয়াতাকে মাঠে নামান বেলজিয়াম কোচ মার্টিনেজ। কুঁচকিতে চোট পেয়েছেন বেলজিয়াম তারকা। ম্যাচের শেষেই ভিনসেন্টের চোটের জায়গায় স্ক্যান করানো হয়। রিপোর্ট হাতে না আসা পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয় তার বিশ্বকাপের আগে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কতটা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest