সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধনতারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণদেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভামহেশ্বরকাটি বাজারে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

নায়িকা আসে, নায়িকা যায়…

বিনোদন ডেস্ক: বেশ কয়েক বছর ধরে এই ধারাই চলছে। না আছে কারো এক্সপ্রেশন, না আছে কারো অভিনেত্রী হবার চেষ্টা। শুধুই, “আয়িং যাইং করেনগা, ভুটান ফুটান নাইংগা”…। হালে এক পেইজে হবু এক নায়িকার গুণকীর্তন চোখে পড়ায় খুব আগ্রহ নিয়ে তাকে দেখে ওই পেইজই আনফলো করে দিছি।

এতোসব হতাশার মধ্যে “পূজা” আশাজাগানিয়া। আমার কেন জানি মনে হয় সে এলো-গেলোর মধ্যে থাকবে না, টিকে থাকবে…। তবে এক “পূজা”কে দিয়ে তো ইন্ডাস্ট্রি চলবে না। আরো অন্তত এক/দুই’জন লাগবে। এই বছরেই অন্তত আরো এক যোগ্যতাসম্পন্ন নায়িকা দরকার আমাদের। এগিয়ে যেতে আমাদের যোগ্য শিল্পী, কলাকুশলী অন্বেষণ করতে হবে এখনই।

(বি. দ্র. এই পোস্টে আমি শুধুমাত্রই নতুনদের নিয়ে বলেছি। অযথা প্রতিষ্ঠিত নায়িকাদের এর মাঝে টেনে আনবেন না।)

(ফেসবুক থেকে সংগৃহীত)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইফতার টেবিলে গান বাজিয়ে তোপের মুখে শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক: ইফতার টেবিলে গান বাজিয়ে ভক্তদের তোপের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। এমনকি সমালোচনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

জানা যায়, এক বন্ধুর ইফতার পার্টিতে ধারণকৃত একটি ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিওতে আফলাতুন নামের একটি মিষ্টি খাবারের সঙ্গে পরিচয় করে দেন ৪২ বছর বয়সী এই তারকা। খাবারটির স্বাদ নেয়ার পর অক্ষয় কুমার অভিনীত ‘আফলাতুন’ (১৯৯৭) ছবির গান বাজান তিনি। এসময় তিনি ও তার বন্ধুরা ওই গানে কণ্ঠও মেলান। এদিকে এই ভিডিও প্রকাশের পর থেকেই সমালোচনা শুরু হয়েছে।

তবে একপক্ষ সমালোচনা করলেও ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে ভিডিওটি না দেখার আহ্বান জানিয়েছে আরেকপক্ষ। সমর্থকদের ধন্যবাদ দিতে ভোলেননি শিল্পা। তার মন্তব্য, ‘সবকিছুকে নেতিবাচক দেখার পরিবর্তে কেন এই ভিডিওকে বন্ধুসুলভ মনোভাব নিয়ে দেখছি না। বিশ্বজুড়ে মুসলমানদের রমজান পালনের সঙ্গে একাত্মতাই তো প্রকাশ হলো এতে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় কিডনি হারানো আল আমিন বাঁচতে চায়

নিজস্ব প্রতিনিধি : দু’টি কিডনি নষ্ট হয়ে যাওয়া কলারোয়ার মোহাম্মদ আল আমিন বাঁচতে চায়। মাত্র ২৩ বছরের একমাত্র পুত্র সন্তানের জীবন বাঁচাতে মমতাময়ী মা কলারোয়ার ঝিকরা গ্রামের বিলকিস খাতুন আকুল আবেদন জানিয়ে বলেছেন- ‘আমার বুকের মানিককে বাঁচাতে পারবো তো?
আল আমিনের দরিদ্র পিতা আব্দুল ওহাব জানান- ‘গত ৯ মাস ধরে তার প্রাণাধিক প্রিয় সন্তানের চিকিৎসায় তিনি তার সহায় সম্পদ প্রায় সব শেষ করে সন্তানকে সুস্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন তিনি আর্থিক ভাবে প্রায় নি:স্ব। চিকিৎসা বাবদ এখনো প্রায় ১২ লক্ষাধিক টাকার প্রয়োজন। খোকার মা তার ছেলের জন্য একটি কিডনি দিতে প্রস্তুত। কিন্তু সেটি প্রতিস্থাপন করতে গেলে যে অর্থের দরকার তার সামান্যটুকুও তাদের হাতে নেই।’
মায়ের আবেদন- যদি সবাই এগিয়ে আসে তাহলে তার সন্তানকে তিনি বাঁচাতে পারবেন। ১৬ কোটি মানুষের এই দেশে ১২ লক্ষ টাকা জোগার করতে হিমশিম খাচ্ছেন তারা। সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন অসহায় পিতামাতা।

সাহায্য পাঠানোর ঠিকানা :
মোহাম্মদ আল আমিন
ইসলামী ব্যাংক-সঞ্চয়ী হিসাব নং -৪১৫২৫।
কলারোয়া, সাতক্ষীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় জমে উঠেছে ঈদের কেনাকাটা

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া বাজারে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ব্যস্ততার ভেতর সময় কাটাচ্ছো কলারোয়া বাজারের ব্যবসায়ীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়- ‘কলারোয়া বাজারের কাপড় পট্টি, জুতা পট্টি ও সিট কাপড় পট্টিতে কাস্টমারের উপচে পড়া ভীড়।
কাপড় ব্যবসায়ী মাতৃ বস্ত্রালয়ের মালিক মধু ঘোষ বলেন- ‘অন্যবারের তুলনায় এবার অনেক বেচাকেনা ভালো।’
রংধনু বস্ত্রালয়ের মালিক আনারুল ইসলাম জানান- ‘অন্যবারের তুলনায় নিত্য নতুন ডিজাইনের সম্ভার হয়েছে, ফলে বেচাকেনাও ভালো।’
জুতা পট্টির ওমর সুজ ও সিরাজুল সুজের মালিক জানান- ‘নিত্যনতুন মডেলের জুতার চাহিদা অনুযায়ী তারা কাস্টমার মন জয় করার মতো হরেক রকম ডিজাইনের জুতা নিয়ে এনেছে। কেনাবেচা অনেক ভালো।’
কাস্টমাররা জানান- ‘প্রচুর গরম ও রোজা রেখে কষ্ট হলেও কিনতে হচ্ছে। পছন্দের কাপড়, জুতা, কসমেটিকসসহ ইত্যাদি প্রিয়জনের মুখে হাসি ফুটে তুলতে কেনাকাটা করছেন এ দোকান থেকে অন্য দোকানে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ঝাড়ফুক দিয়ে উটের অর্থ আয় !

নিজস্ব প্রতিনিধি: সচারচার হাতির পিঠে চড়ে হাতি দিয়ে অর্থ উপার্জনের দৃশ্য চোখে পড়লেও মরুভুমির জাহাজখ্যাত উট দিয়ে অর্থ উপার্জন তেমনটা চোখে পড়ে না। তাও আবার সেই উট ঝাড়ফুক দিয়ে অর্থ আয় করছে।

এমনই দৃশ্য দেখা গেলো সাতক্ষীরার কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারে।
মানুষের বাড়ি বাড়ি, হাট বাজারের দোকানে দোকনে, পথচারীদের উট প্রদর্শনী করে অর্থ উপার্জন করলো উটের মালিক, যেনো অনেকটা হাতি প্রদর্শনের মতো। শুধু মানুষের মাঝে গিয়ে উট দেখিয়ে অর্থ উপার্জনেই ক্ষান্ত নয়, নানান রোগের উপশমের জন্য ঝাড়ফুক দিয়ে অর্থ আয় করছে সেই উটও।- উটমালিকের বরাত দিয়ে এমনই কথা জানালেন প্রত্যক্ষদর্শীরা।

উপজেলার দেয়াড়া, যুগিখালী, কুশোডাঙ্গাসহ বিভিন্ন ইউনিয়ন ও পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান ভাবে উট দেখিয়ে চাল, ধান, টাকা সংগ্রহ করছেন তারা।
সম্প্রতি উপজেলাধীন খোরদো দলুইপুর এলাকায় উটমালিক যশোরের অভয়নগর নোয়াপাড়া এলাকার বাসিন্দা আকবর আলী ও তার সহযোগীরা ভ্রাম্যমান উট প্রদর্শনী করে সাধারণ মানুষের চিত্তবিনোদন দিয়ে আয়ের পথ খুঁজছেন।

উটের মালিক আকবর আলী জানান- ‘প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের ওই উট বিভিন্ন মেলায় তাবু ঘিরে দশ টাকা হারে নিয়ে প্রদর্শনী করে থাকেন। এখন মেলা না হওয়ায় ও গ্রামাঞ্চলের মানুষের সুবিধার্থে ভ্রাম্যমাণ ভাবে মানুষের বাড়ি বাড়ি, বাজারের দোকান ও রাস্তায় রাস্তায় প্রদর্শনী করে কিছু রোজগার করে চলেছেন।’
তিনি আরো জানান- ‘বিভিন্ন এলাকায় ঘুরে ধান, চাউল, নগদ টাকাসহ ২/৩ হাজার টাকার মতো আয় হয়।’

প্রত্যক্ষদর্শীরা জানান- ‘শুধু উট দেখে টাকা বা অন্যান্য জিনিস দেয়া হচ্ছে না। তৈল নিয়ে উটের নাক, মুখের সংস্পর্শে ঘোরালেই ব্যথানাশক বা নানান ব্যাধি ভাল হওয়ার নিমিত্তে উটমালিকের ইশারায় ঝাড়ফুক দিচ্ছে উট।’ আসলে এর সত্যতা প্রশ্নবিদ্ধ হলেও গ্রামাঞ্চলের সহজ সরল মানুষ কেউ কেউ সেটা করছেন। অনেকই দ্বিধাদ্বন্দে আবার কেউ আরবের মরুভুমি প্রান্তরে থাকা উট এমনটাই বিশ্বাসের মন্তব্য করতে দেখা যায়।
প্রশ্নবিদ্ধ ও আশ্চর্যজনক ঝাড়ফুকের বিষয় জানতে চাইলে আকবর আলী জানান- ‘আরবের মরু প্রান্তরের সংস্পর্শে থাকা আল্লাহর সৃষ্ট প্রানী উট অছিলা মাত্র, সুস্থ করার মালিক আল্লাহতালা।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫ মহিলার কারাদণ্ড, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের সাড়াশি অভিযানে ৫মহিলা চোরকে কারাদন্ড ও ৩ ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৫জুন) দুপুরে কলারোয়া বাজারে ও চন্দনপুর ইউনিয়নের গয়ড়ায় পৃথক অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন।
উপজেলা নির্বাহী অফিসের বেঞ্চ সহকারী আব্দুল মান্নান জানান- ‘বিভিন্ন দোকান থেকে কাপড় চুরির দায়ে জনতা কর্তৃক আটক সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের হাসেম আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৪৮), একই গ্রামের কামাল হোসেনের স্ত্রী পলি বেগম (৪৮), রসুলপুর গ্রামের মৃত মোস্তাকের স্ত্রী কোহিনুর বেগম (৪৫), আবু হাসানের স্ত্রী শেলি বেগম (৪৫), শহিদুল ইসলামের স্ত্রী রেখা খাতুন (৩৫)কে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।’
তিনি আরো জানান- ‘উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের আছিয়া মেমোরিয়াল ক্লিনিকে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশের দায়ে ওই ক্লিনিকের মালিক প্রাক্তন ইউপি চেয়ারম্যান ডা.রমজান আলীকে ৩হাজার টাকা, চন্দনপুর কলেজ মোড়স্থ মারিয়া আইসক্রিম ফ্যাক্টারিতে পচা ও খারাপ পানি ব্যবহারের দায়ে ওই প্রতিষ্ঠানের মালিক মৃত জব্বার গাজীর ছেলে প্রাক্তন ইউপি সদস্য আবু সিদ্দিককে ১০হাজার টাকা এবং গয়ড়ায় অবস্থিত সাগর ব্রিকসে অনিয়মতান্ত্রিক ভাবে টায়ার ও কাট পোড়ানোর দায়ে ভাটা মালিক মৃত আ.আজিজের পুত্র আইয়ুব হোসেন আনছারীকে ৫হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।’
পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার ফাউন্ডেশনের জেলা পরিদর্শক শেখ মনিরুজ্জামান, কলারোয়া থানার এসআই বিপ্লব রায়, এএসআই তারিক মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসের বেঞ্চ সহকারী আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের ইফতার মাহফিল

ভ্রাম্যমাণ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট। ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহমেদ মাছুম, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকছেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহরিয়ার মাহমুদ রনজু, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, নির্বাচন কর্মকর্তা হায়দার আলী, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আকরাম হোসাইন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইফতার মাহফিলের নামে চাঁদাবাজি; সাবধান হতে তরুণ লীগ নেতার আহ্বান

প্রেস বিজ্ঞপ্তি : আমি মোঃ মাসুম বিল্লাহ যুগ্ম আহবায়ক, জেলা তরুণ লীগ, সাতক্ষীরা সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, আমার নামে কে বা কাহারা ২৯ রমজান, শুক্রবার একটি ইফতার মাহফিলের দাওয়াত পত্র তৈরি করেছে। যেখানে জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ এবং সদর থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দের নাম দিয়ে অতিথি করা হয়েছে। যাহা করা হয়েছে তাহা সম্পর্কে আমি কিছুই জানি না। এ ব্যাপারে আমার কোন দায় নেই বা আমি দায়ী নই। আমি মনে করি শুধুমাত্র চাঁদাবাজী করার জন্য এই ভূয়া ইফতারী দাওয়াতপত্র তৈরি করা হয়েছে।
এহেন মিথ্যা এবং বানোয়াট দাওয়াতপত্র তৈরি করে আমার ভাবমুর্তি ক্ষুণ্œ করা হয়েছে এবং আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দায়ী ব্যক্তিদের তদন্ত সাপেক্ষে দলীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা, পৌর এবং সদর থানা আওয়ামীলীগ নেতৃবৃন্দ এবং প্রশাসনের নিকট জোর দইব জানাচ্ছি।

কার্ডটি সংযুক্ত করা হলো।

বার্তা প্রেরক,

মোঃ মাছুম বিল্লাহ
যুগ্ম আহবায়ক
জেলা তরুণলীগ, সাতক্ষীরা।
মোবা: ০১৭১৪-৪৯৩৪২৬

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest