সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে শােকসাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়তিতাস বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভাঝিনাইদহের জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

কালিগঞ্জে বিদ্যুৎ সংযোগের নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গনেশপুর, মিনহাজকাটী, রঘুরামপুর, তেঘরিয়া, উচ্ছেপাড়াসহ কয়েকটি গ্রামে বিদ্যুতের খুঁটি, তার ও মিটার বসানোর নাম করে এলাকার নিরীহ গরীব অসহায় মানুষদের কাছ থেকে হতে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আর এই চাঁদা আদায়ের সঙ্গে এলাকার জনপ্রতিনিধি ও ক্ষমাতসীন দলের কতিপয় দূর্ণীতিবাজ নেতা কর্মী ছাড়া বিদ্যুৎ অফিসের কতিপয় দূর্ণীতিবাজ কর্মকর্তা জড়িত রয়েছে বলে অভিযোগ।
গত পহেলা এপ্রিল এলাকাবাসীর পক্ষে সফিকুল ইসলামের সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির পাটকেলঘাটা জেনারেল ম্যানেজার বরাবর অভিযোগ থেকে জানা যায়, দেশ স্বাধীনের পর হইতে কালিগঞ্জ উপজেলার অবহেলিত ধলবাড়িয়া ইউনিয়নের গনেশপুর, মিনাজকাটী, তেঘরিয়া, রঘুরামপুর উচ্ছেপাড়াসহ কয়েকটি গ্রামে আজও পর্যন্ত বিদ্যুৎ পৌছাইনি। ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান জি,এম,শওকত হোসেনের নির্দেশে ইউপি সদস্য আব্দুর রব, খায়রুল ইসলাম, যুবলীগ নেতা লতিফুর রহমান লাভলু, মেহেদী হাসান, শাহাদাৎ হোসেন, শাহা নেওয়াজ মাষ্টারের নেতৃত্বে এলাকার অত্র ৫-৬ গ্রামের পাঁচ শতাধিক পরিবারের কাছ থেকে বিদ্যুৎ দেওয়ার নাম করে খুঁটি, তার ও মিটারের নাম করে পরিবার প্রতি দুই বছর আগে থেকে মিটার প্রতি দুই থেকে পাঁচ হাজার টাকা নিয়ে কমপক্ষে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
গনেশপুর গ্রামের আনছার গাজীর কাছ থেকে রবিউল ইসলাম, সালাউদ্দিন, গনি সরদার, আলী শেখ ও শাজাহান আলী তিন হাজার, নেছার মোড়ল চার হাজার, রফু মোড়ল চার হাজার, গণি সরদার তিন হাজার, রহিমা খাতুন, মুনজুর গাজী, সিদ্দিক গাজী, নুর মোহাম্মাদ, দাউদ আলী, বসু গাজী, খোকন গাজী, জহুরা খাতুন দু’ হাজার টাকা , জোবাহার আলী মোড়ল ও অজেদ সরদার পাঁচ হাজার টাকা দিয়েছেন।
দুই বছর আগে টাকা নিলেও এই পর্যন্ত চেয়ারম্যান বা মেম্বররা বিদ্যুৎ এর জন্য কিছুই করেননি। বরং ঘরে ঘরে বিদ্যুতের ঘোষনার পর হইতে এলাকায় ইতি মধ্যে বিদ্যুতের খুঁটি, তার ও মিটার বসানো সম্পন্ন হয়েছে।
এ ব্যাপারে ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেনের নিকট জিজ্ঞাসা করলে তিনি অসুস্থ অবস্থায় ঢাকা হাসপাতালে ভর্তি আছেন বলে জানান। তবে মেম্বর খায়রুল ইসলাম টাকা উঠানোর বিষয়টি স্বীকার করে বলেন ৫০ হাজার টাকা আমার কাছে দেওয়ায় আমি সেটা সাথে সাথে চেয়ারম্যানের নিকট দিয়ে দিয়েছি। মেম্বর আব্দুর রব টাকা উঠানোর কথা স্বীকার করে বলেন চেয়ারম্যানের নির্দেশে ১ লাখ ২০ হাজার টাকার মত বিদ্যুৎ অফিসে দেওয়া হয়েছে। তবে যুবলীগ নেতা মেহেদী হাসান জানান চেয়ারম্যান এবং মেম্বরের নির্দেশে বিদ্যুতের খুঁটি, মিটার এবং তারের জন্য খরচ বাবদ টাকা উঠাতে বললে আমি ৫০ হাজার টাকা উঠাইয়ে মেম্বর খায়রুলের নিকট জমা দিয়েছেন।
সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতি কালিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আবু আশরাফ মোঃ সালেহ বলেন, নতুন যোগদান করায় এ সম্পর্কে তার কোন ধারণা নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরাস্থল বন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে কারচুপির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : ভোমরা স্থল বন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ১১৫৯) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ উঠেছে। এঘটনায় ২২ মে ২০১৮ তারিখ দুপুরে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আনারুল ইসলাম মৃধা সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, গত ১২ মে ভোমরা স্থল বন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ১১৫৯) নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আনারুল ইসলাম মৃধা। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জাকির হোসেন নিজের ইচ্ছামত ৪টি বুথ তৈরি করেন। একটি বুথে পুলিং এজেন্ট নেন। বাকী বুথে পুলিং এজেন্ট নেননি এবং আনারুল ইসলাম মৃধাকে কেন্দ্র থেকে বের করে দেন। ভোট গননার সময় আনারুল ইসলাম মৃধা উপস্থিত ছিলেন না এবং কত ভোট কাস্ট হয়েছে ও কে কত ভোট পেয়েছে তার কোন রেজাল্টশীটও তিনি দেননি। পরিচালনা কমিটির সভাপতি তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করার জন্য এধরনের কাজ করেছেন বলে ওই অভিযোগে উল্লেখ করেছেন আনারুল ইসলাম মৃধা। তিনি নতুন কমিটি শপথ গ্রহন বন্ধ রেখে ভোট কারচুপির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জেলা প্রশাসকের কাছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্লুগোল্ড কর্মসূচির আওতায় প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের মাঠ দিবস

নিজস্ব প্রতিবেদক : ব্লুগোল্ড কর্মসূচির আওতায় কৃষি উৎপাদনের জন্য প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে চেলারডাঙ্গা মোড়ে দরবাস্তিয়া ও মেল্লেকপাড়া ডিএই ব্লুগোল্ড কৃষক মাঠ স্কুলে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আমজাদ হোসেনের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। ট্রান্সফার অব টেকনোলজি ফর এগ্রিকালচারাল প্রোডাকশন আন্ডার ব্লুগোল্ড প্রোগ্রাম (ডিএই-কম্পোনেন্ট) ও সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, ত্রাণ সম্পাদক জালাল উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি অফিসার রঘুজিৎ গুহ, বিশ্বজিৎ দাস, সুমন সাহা, নীল কণ্ঠ সরকার প্রমুখ। মাঠ দিবসে ব্লুগোল্ড স্কুলে ভালো ফলাফলের জন্য পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ব্লুগোল্ড স্কুলে কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে সঠিক পদ্ধতিতে ফলের চারা রোপন, বিষমুক্ত ধান উৎপাদন, বিষমুক্ত সবজি উৎপাদন বিষয় প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এক সময় কৃষকদের সারের জন্য দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতো হতো। অনেকে সারাদিন দাড়িয়ে থেকে সার না পেয়ে বাড়ি ফিরে গেছেন। সারের জন্য জীবনও দিতে হয়েছে অনেকের। কিন্তু জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আর কোন কৃষককে সারের জন্য হয়রানি হতে হয় না। ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। কৃষক নির্বিঘেœ পানি উত্তোলন করে ফসল ফলাতে পারছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে শুধু রাস্তা,ঘাট,স্কুল কলেজের উন্নয়ন হয় না কৃষকদের ও উন্নয়ন হয়। কৃষকরা শান্তিতে থাকে। সুতরাং এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভরসা রাখার আহ্বান জানান।

২৩.৫.২০১৮

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অকালে চলে গেলেন অভিনেত্রী তাজিন আহমেদ

বিনোদন ডেস্ক: অবশেষে হার্ট অ্যাটাক করে না ফেরার দেশে পাড়ি জমালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে হার্ট অ্যাটাক করলে দ্রুত তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ৪টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাজিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। তিনি বলেন, ‌‘আমরা ৩টার দিকে খবরটি পেয়েছি তাজিন আহমেদ হার্ট অ্যাটাক করেছেন। যখন তার হার্ট অ্যাটাক হয় তখন বাসায় কেবলমাত্র একজন মেকাপ আর্টিস্ট ছিলেন। উনি তাজিনের সঙ্গেই থাকতেন। তিনিই তাজিনকে উত্তরার রিজেন্ট হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা খুবই মুমূর্ষু ছিল।’

নাসিম আরও জানান, ‘তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন তাজিন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

তিনি আরও জানান, সন্ধ্যা পর্যন্ত তাজিন আহমেদের মরদেহ উত্তরার রিজেন্ট হাসপাতালেই রাখা হবে। ইফতারের পর সিদ্ধান্ত নেয়া হবে তার মরদেহ কখন, কোথায় জানাজা ও দাফনের ব্যবস্থা করা হবে।

এরই মধ্যে তাজিনের আত্মীয়দের খবর দেয়া হয়েছে। আর প্রিয় সহকর্মীর মৃত্যুর খবর পেয়েই শিল্পীরা ছুটে আসছেন তাজিনকে দেখতে। এই মুহূর্তে হাসপাতলে নাসিম ছাড়াও তাজিনের পাশে রয়েছেন রওনক হাসান, জাকিয়া বারী মম, হুমায়রা হিমু ও আরও অনেকে।

নাসিম বলেন, ‘তাজিন অনেকদিন ধরেই একা বসবাস করে আসছেন। তার সঙ্গে একজন মেকাপ আর্টিস্ট থাকেন। তিনি তাজিনের দেখাশোনা করতেন। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন এমনটা আগে শুনিনি। হার্ট অ্যাটাকে তার মৃত্যুু একেবারে হতবাক করে দিয়েছে আমাদের। দেশবাসীর কাছে তাজিনের বিদেহি আত্মার জন্য দোয়া চাই।’

প্রসঙ্গত, বিটিভির সোনালি দিনগুলোতে তাজিন আহমেদের উত্থান। জাহিদ হাসান, আজিজুল হাকিম, আজাদ আবুল কালাম, তৌকীর আহমেদ, টনি ডায়েসদের সঙ্গে জুটি বেঁধে নিয়মিতই তিনি হাজির হতেন টিভি দর্শকদের সামনে। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সুনাম কামিয়েছেন তিনি। খুব ভালো তাজিন আহমেদের লেখার হাতও। অনেকদিন যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাজ শুরুর আগেই ব্যয় বাড়ল পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের

ন্যাশনাল ডেস্ক: পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের ব্যয় বাড়ল ৪ হাজার ২৫৮ কোটি টাকা। যদিও প্রকল্পর মূল কাজ এখনও শুরুই হয়নি। ব্যয় বৃদ্ধির এই টাকা বেশি বরাদ্দ দেয়া হয়েছে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে। অন্যদিকে চীনের ঋণ সহায়তা কমেছে। এতে প্রকল্পের মোট ব্যয় দাঁড়াল ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা। এই প্রকল্পের মূল বরাদ্দ ছিল ৩৪ হাজার ৯৮৮ কোটা টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই অনুমোদন দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সভায় প্রকল্প বাস্তবায়নের মেয়াদকাল বাড়নো হয়েছে আরও দুই বছর।

প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে আসবে ১৮ হাজার ২২১ কোটি ৪৪ লাখ টাকা। যা আগে ছিল ১০ হাজার ২৩৯ কোটি টাকা। এ হিসাবে জিওবি থেকে বরাদ্দ বাড়ল ৭ হাজার ৪৭০ কোটি টাকা।

অন্যদিকে মোট ব্যয়ের মধ্যে ২১ হাজার ৩৬ কোটি টাকা চায়না সরকারের জি টু জি পদ্ধিতে অাসবে। মূল প্রকল্প বরাদ্দ ছিল ২৪ হাজার ৭৪৯ কোটি টাকা। এ হিসাবে এ প্রকল্পে বৈদেশিক সহায়তা কমলো ৩ হাজার ৭১৩ কোটি টাকা। এ বিষয়ে ইতোমধ্যেই চীনের সঙ্গে চুক্তি সই হয়েছে।

বৈদেশিক সহায়তা কমার বিষয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের ব্যয় বাড়ার অন্যতম কারণ হলো ভূমি অধিগ্রহণ। মূল দামের চেয়ে তিনগুণ বেশি দামে এই ভূমি অধিগ্রহণ করতে হচ্ছে- যাতে চীন রাজি হয়নি। তাই দেশীয় অর্থেই এই ব্যয় মেটানো হচ্ছে।

জানা গেছে, মূল এখনও কাজ শুরু হয়নি। শুধু ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন কাজ চলছে। এর ফলেই বাড়ছে সময় ও ব্যয়। রাজধানী থেকে পদ্মা সেতু হয়ে ১৬৯ কিলোমিটার নতুন রেলপথটি যশোরে মিলিত হবে। এর নির্মাণে ৪ হাজার ২৬৯ কোটি ২৭ লাখ টাকা বৃদ্ধি করা হয়েছে।

২০১৬ সালের ৩ মে পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণ-পশ্চিম অংশে নতুন রেলওয়ে স্থাপনের লক্ষ্যে ৩৪ হাজার ৯৮৮ কোটি ৮৬ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়েছিল একনেক সভায়।

জানুয়ারি ২০১৬ থেকে জুন ২০২২ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের কথা থাকলে সময় বাড়ছে জুন ২০২৪ সাল পর্যন্ত। ফলে সময়ও বাড়ছে দুই বছর।

প্রকল্পের জন্য ৮৬ একর অতিরিক্ত ভূমি অধিগ্রহণ খাতে ৩ হাজার ৩৭১ কোটি ৬৬ লাখ ব্যয় বাড়ছে। এছাড়া বেতন ও ভাতা খাতে ১২ কোটি ৯৮ লাখ, প্রকল্প বাস্তবায়ন ইউনিটের অন্যান্য ইনপুটের ব্যয় ১৩১ কোটি ৬৫ লাখ টাকা এবং একই সঙ্গে রেলপথ নির্মাণ খাতে ৯৫৯ কোটি ৫ লাখ টাকা ব্যয় বাড়ছে। এই কাজগুলো বাড়তি বাস্তবায়ন করতে হবে বলেই ৪ হাজার ২৬৯ কোটি ২৭ লাখ টাকা অতিরিক্ত লাগবে। একই সঙ্গে আরও দুই বছর বাড়তি সময় লাগবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে সংকেত পাঠাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট

ন্যাশনাল ডেস্ক: বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের ১০ দিন পর এটি নিজস্ব অবস্থানে (অরবিট স্লট) পৌঁছেছে। সেখান থেকে উপগ্রহটি আংশিক (পার্শিয়াল) সংকেত পাঠাচ্ছে। গাজীপুরের গ্রাউন্ড স্টেশন থেকে ওই সংকেতটি পাওয়া যাচ্ছে। বঙ্গবন্ধু গ্রাউন্ড স্টেশন গাজীপুরের ম্যানেজার নাসিরুজ্জামান বনি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করছেন।

তিনি জানান, আমাদের স্যাটেলাইট ঠিকমতোই তার অবস্থানে যাচ্ছে এবং মঙ্গলবার দুপুর ২টায় নিজস্ব অবস্থানে পৌঁছেছে। এখন পার্শ্বিয়াল সংকেত পাওয়া যাচ্ছে এবং এর পর পূর্ণাঙ্গ সংকেত পাওয়া যাবে।

গত ১১ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বিএস-১ সফলভাবে উৎক্ষেপণ করা হয়। স্পেসএক্স-এর সর্বাধুনিক রকেট ফ্যালকন-৯ এর মাধ্যমে স্যাটেলাইটটি ১১৯.১ দ্রাঘিমাংশে পৌঁছার জন্য উৎক্ষেপণ করা হয়। বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) কর্তৃপক্ষ এখন বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করার আগে আরও বেশকিছু পরীক্ষা চালাবেন। তিন মাসের মধ্যে বাণিজ্যিক অপারেশনে যেতে পারবে বলে বিসিএসসিএল কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে।

বিএস-১ প্রতি ২৪ ঘণ্টায় একবার ৩৬ হাজার কিলোমিটার উচ্চতায় একবার পৃথিবী পরিক্রমণ করবে। ফ্যালকন-৯ এর ব্লক-৫ থেকে উৎক্ষেপণের অব্যবহিত পরই বিএস-১ ৩৫ হাজার ৭শ’ কিলোমিটার পথ পাড়ি দেয়। এরপর ১০ দিনে আরো ৩শ’ কিলোমিটার অতিক্রম করে বর্তমান অবস্থানে যায়।

গাজীপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ার গ্রাউন্ড স্টেশন থেকে বিএস-১-এর পূর্ণ নিয়ন্ত্রণ পেতে প্রায় দুই মাস সময় লাগবে বলে জানিয়েছেন গাজীপুর গ্রাউন্ড স্টেশনের কর্মকর্তারা।

৫ একর জমির উপর বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর গ্রাউন্ড স্টেশন গাজীপুরের তেলিপাড়ায় নির্মিত হয়েছে। এ গ্রাউন্ড স্টেশনটি শিগগিরই উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদার দুই মামলার জামিন শুনানি মুলতবি

ন্যাশনাল ডেস্ক: দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাশকতা ও মানহানির তিন মামলায় জামিন আবেদনের ওপর প্রথম দিনের শুনানির শেষ হয়েছে। এ বিষয়ে আরও শুনানির জন্য বুধবার (২৩ মে) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২২ মে) বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তাকে সহায়তা করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, কায়সার কামাল, আতিকুর রহমান, এহসানুর রহমান ও ফাইয়াজ জিবরান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে রোববার কুমিল্লার দুটি ও নড়াইলের একটি মামলায় জামিন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। মামলা তিনটি সংশ্লিষ্ট বেঞ্চের সোমবারের কার্য তালিকায় ছিল। সোমবার শুনানি করতে চাইলে অ্যাটর্নি জেনারেল প্রস্তুতির জন্য সময় চান। এরপর আদালত শুনানির জন্য মঙ্গলবার দুপুর আড়াইটা সময় নির্ধারণ করেন। নির্ধারিত দিনে শুনানি শেষ না হওয়ায় আবারও বুধবার দিন ঠিক করেন আদালত।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির অভিযোগে করা মামলায় সাবেক এ প্রধানমন্ত্রীকে গত ৮ ফেব্রুয়ারি ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। সেই থেকে তিনি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরান কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। ওই মামলায় আপিলের পর খালেদা জিয়াকে চার মাসের জামিন দিয়েছিলেন হাইকোর্ট। যেটি গত বৃহস্পতিবার (১৭ মে) বহাল রেখেছেন আপিল বিভাগ।

কিন্তু তার আইনজীবীরা বলছেন, খালেদার বিরুদ্ধে অন্তত আরও ছয়টি মামলা রয়েছে যেগুলোতে জামিন পেলেই কেবল তিনি মুক্তি পেতে পারেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদের গানে আসিফ-কর্নিয়া

বিনোদন ডেস্ক: আসিফ আকবর-কর্নিয়া জুটির প্রথম গান ‘কি করে তোকে বোঝাই’ প্রকাশিত হয় গত বছর আগস্টের শেষের দিকে। প্রকাশের পর পরই গানটি শ্রোতা মহলে সাড়া ফেলে। আসিফের সঙ্গে জুটি বেঁধে কর্ণিয়া বেশ সফলতা পান। এবার ঈদে তারই ধারাবাহিকতায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন এই জুটি। গানের শিরোনাম ‘একবার ছুঁয়ে যা হৃদয়’।

‘একবার ছুঁয়ে যা হৃদয়’ গানটি লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর করেছেন নাজির মাহমুদ আর সঙ্গীতায়োজ করেছেন মুশফিক লিটু। গানটির ভিডিও নির্মান করেছেন সৈকত নাসির।

আসিফ আকবর বলেন, ‘‘আমাদের ‘কি করে তোকে বোঝায়’ গানটি অনেক পছন্দ করেছেন শ্রোতা-দর্শক। গানটির সফলতার পর কর্নিয়ার সঙ্গে আরো দুটি গান করেছি। এর মধ্যে একটি হলো ‘একবার ছুঁয়ে যা হৃদয়’। কর্নিয়ার অনেক ভালো গায়। এ গানটিও সবাই পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ঈদ উৎসবে, আগামী ৩১ মে, বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবে ‘একবার ছুঁয়ে যা হৃদয়’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest