সর্বশেষ সংবাদ-
জেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠনচোরের উপদ্রবে অতিষ্ঠ কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার বাসিন্দারা : মিথ্যা মামলার অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে শােকসাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়

প্রিন্স হ্যারি পত্নী মেগান’র সাবেক স্বামী নিরুদ্দেশ!

আন্তর্জাতিক ডেস্ক: হবু ব্রিটিশ রাজবধু মেগান মার্কলের সাবেক স্বামী ট্রেভর এঙ্গেলসন নিরুদ্দেশ হলেন। সবার মনোযোগ যখন যুবরাজ হ্যারি ও মেগান মার্কলের ওপর তখন চোখ এড়াতেই তিনি নিরুদ্দেশ হলেন।

মেগানের সাবেক স্বামী পেশায় একজন চলচ্চিত্র প্রযোজক থাকেন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে।

শনিবার যখন লন্ডনে হ্যারি ও মেগানের বিয়ের সব ঠিকঠাক, তখন যুক্তরাষ্ট্রে গণমাধ্যম খুঁজেও পাচ্ছে না ট্রেভরকে।

দেশে নেই, কোথায় তিনি- খোঁজ নিয়ে ইউএস উইকলি জানতে পেরেছে, ছুটি নিয়ে অন্য কোনো দেশে পাড়ি জমিয়েছেন ট্রেভর, সম্ভবত দক্ষিণ আমেরিকার কোনো দেশে।

সাবেক স্ত্রীর বিয়ের ক্ষণে গণমাধ্যমের চোখ এড়াতেই এঙ্গেলসনের এই নিরুদ্দেশ যাত্রা বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন।

বর্তমানে ৪১ বছর বয়সী ট্রেভরের সঙ্গে অভিনেত্রী মেগানের ঘনিষ্ঠতার শুরু ২০০৪ সালে; সাত বছর প্রেমের পর ২০১১ সালে তারা ঘর বাঁধেন। কিন্তু বিয়ের দুই বছরের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে।
এর তিন বছর বাদে নিজের থেকে তিন বছরের ছোট ব্রিটিশ যুবরাজ হ্যারির সঙ্গে সম্পর্কে জড়ান ৩৬ বছর বয়সী মেগান; যার পরিণতিতে তারা বিয়ের পিঁড়িতে বসতে চলছেন, যে বিয়ে নিয়ে ব্যাপক আয়োজন চলছে রাজ পরিবারে।

হ্যারি-মেগান জুটি বাঁধার পর একটি টিভি শো তৈরিতে হাত দেন এঙ্গেলসন। তাতে এক ব্যক্তিকে হাজির করেন এঙ্গেলসন, যিনি সন্তানের কর্তৃত্ব পেতে চাইছেন তার ডিভোর্সি স্ত্রীর কাছ থেকে। তার স্ত্রী আমেরিকা থেকে ব্রিটেন যাচ্ছেন এক যুবরাজকে বিয়ে করতে।

মেগান-এঙ্গেলসনের কোনো সন্তান না থাকলেও এটি এঙ্গেলসনের নিজের জীবনের গল্প বলে সবাই মনে করছেন। তবে এঙ্গেলসন তা অস্বীকার করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চুরির অপবাদে নানীর মারপিট; অপমানে ৬ষ্ঠ শেণির ছাত্রী মিনারার আত্মহত্যা

এম বেলাল হোসাইন: নানীর দেয়া চুরির অপবাদ ও বেদম মারপিট সইতে না পেরে অকালে প্রাণ দিলো ১৩ বছরের স্কুল ছাত্রী মিনারা। শনিবার দুপুরে সাতক্ষীরা শহরতলির আলিয়া মাদ্রাসা পাড়ায় এঘটনা ঘটে।
সে সাতক্ষীরা এ করিম বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। তার মাতা নাছরিন স্বামী পরিত্যাক্ত হয়ে বিদেশে অবস্থান করেন।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, মিনারার শৈশবে পিতা-মাতার ছাড়াছাড়ি হয়ে যায়। পরবর্তীতে মাতা নাছরিন মিনারাকে নানী আয়েশা খাতুন’র কাছে রেখে বিদেশ চলে যান। শনিবার সকালে নানীর সাড়ে ৩ হাজার হারিয়ে যায়। ওই টাকা খুঁজে না পেয়ে মিনারা টাকা চুরি করেছে বলে অপবাদ দিয়ে দফায় দফায় মারপিট করে নানী আয়েশা খাতুন। মিনারার শিশু হৃদয় এ অপবাদ সহ্য করতে না পেরে শনিবার দুপুরে লোকচক্ষুর অন্তরালে ঘরের মধ্যে আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
এবিষয়ে পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সেলিম বলেন, নানীর দেওয়া অপবাদ সইতে না পেরে মিনারা আত্মহত্যা করেছে।
এঘটনায় পুরাতন সাতক্ষীরা ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খাবারের ফরমালিন দূর করবেন যেভাবে

স্বাস্থ্য ডেস্ক: এখন বাংলাদেশে ফরমালিন ছাড়া খাবারজাতীয় কোনো কিছু পাওয়া এককথায় অসম্ভব। ফলে ফরমালিনযুক্ত খাবার খেয়ে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। তবে একেবারে সহজ কিছু উপায় অবলম্বন করে খাদ্য থেকে ফরমালিন দূর করা যায়।

অনেকেরই ধারণা, ১৫ থেকে ২০ মিনিট বিশুদ্ধ পানিতে ডুবিয়ে রাখলে খাদ্যদ্রব্য থেকে ফরমালিন দূর হয় বা কমে যায়। অাসলে কমলেও তা অতটা কার্যকর নয়। তার চেয়ে বরং কাঁচা অবস্থায় খাবার থেকে ফরমালিন অপসারণ করতে চাইলে পানির কল ছেড়ে তার নিচে ১০ থেকে ১৫ মিনিট রাখতে হবে। কারণ কাঁচাসবজি ও ফলের ত্বকে অসংখ্য ছোট ছোট ছিদ্র রয়েছে। অার পানিতে ডুবিয়ে রাখলে ফরমালিন আরো ভালোভাবে খাবারে মিশে যেতে পারে। তাই পানির কল ছেড়ে তার নিচে নির্দিষ্ট খাবার দ্রব্য বা ফলটি রেখে দিন।

অথবা পানিতে ভিনেগার বা লেবুর রসে ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রেখেও ফরমালিন দূর করা যায়। আগুনের তাপে ফরমালিন অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই রান্নার আগে ফরমালিন কমানোর পদ্ধতি ব্যবহার করে রান্না করলে খাবার পুরোপুরি ফরমালিন মুক্ত করা সম্ভব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় এক বৃদ্ধার আত্মহত্যা

দেবহাটা ব্যুরো: দেবহাটায় মানষিক ভারসাম্যহীন এক বৃদ্ধা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। নিহত বৃদ্ধার নাম শাহানারা খাতুন (৫০)। তিনি দেবহাটা উপজেলার মাঝ পারুলিয়া গ্রামের মৃত আবুল হোসাইনের স্ত্রী। সকালে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছে। নিহত বৃদ্ধার ৩ ছেলে রয়েছে। পুলিশ জানায়, শনিবার সকালে স্থানীয়দের দেয়া তথ্য মতে দেবহাটা থানার এসআই হাবিবুর রহমান নিহত বৃদ্ধার বাড়ি গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এসময় তার ঘর থেকে অনেক ঔষধ উদ্ধার করা হয়। নিহতের ছেলেরা ও স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধা শাহানারা খাতুন দীর্ঘদিন মানষিক ভারসাম্যহীন ছিলেন। যার কারনে তিনি বিভিন্ন সময়ে নানারকম পাগলামী করতেন। এ ব্যাপারে দেবহাটা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১১, তাং- ১৯-০৫-১৮ ইং।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার কারণ পাউরুটি

স্বাস্থ্য ডেস্ক: ব্রেকফাস্টে বেশিরভাগ মানুষেরই পছন্দের তালিকায় রয়েছে পাউরুটি। খুব পছন্দ না হলেও চটজলদি ব্রেকফাস্টের জন্য পাউরুটির উপরেই ভরসা করেন অনেকে। কিন্তু জানেন কি, এই খাবারটি অতিরিক্ত পরিমাণে খেলে শরীরে বেশ কিছু মারণ রোগ শরীরে বাসা বাঁধতে শুরু করে। এবার জেনে নেওয়া যাক অতিরিক্ত পরিমাণে পাউরুটি খেলে কী কী সমস্যা হতে পারে-

১। শরীরে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়-

গবেষণায় দেখা গেছে, নিয়মিত পাউরুটি বা ময়দা দিয়ে তৈরি কোনও খাবার খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা অনেকটাই বৃদ্ধি পায়। আর কোলেস্টরল বাড়লে ঝুঁকি বাড়বে হার্টের নানা সমস্যার। হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাবে অনেকটাই।

২। ওজন বৃদ্ধি পায়-

গবেষণায় দেখা গেছে, পাউরুটি খাওয়ার পর শরীরে একদিকে যেমন শর্করার মাত্রা বৃদ্ধি পায়, তেমনি কার্বোহাইড্রেটের পরিমাণও বাড়তে শুরু করে। ফলে ওজন বাড়তে শুরু করে। বেড়ে যায় উচ্চ রক্তচাপের সমস্যাও।

৩। ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে-

পাউরুটি হজম হতে অনেকটাই সময় নেয়। আর হজম হওয়া মানেই রক্তে শর্করার মাত্রা বাড়তে শুরু করে। ফলে ইনসুলিনের ক্ষরণও বেড়ে যায়। এমনটা দিনের পর দিন হতে থাকলে টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা মারাত্মক বৃদ্ধি পায়।

৪। মানসিক অবসাদে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়-

পাউরুটি খাওয়া মাত্র শরীরে এমন কিছু পরিবর্তন হয় যার প্রভাবে বিশেষ কিছু হরমোনের ক্ষরণ বেড়ে যায় যা মানসিক অবসাদ এবং ডিপ্রেশনের মতো সমস্যাকে বাড়িয়ে দেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ৪০ পিচ ইয়াবাসহ এক মহিলা আটক

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটায় পুলিশের অভিযানে ৪০ পিচ ইয়াবা সহ মহিলা আটক হয়েছে। আটককৃতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছে। আটককৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেনের নির্দেশনা মোতাবেক এসআই ইয়ামিন, এসআই উজ্জ্বল কুমার দত্ত ও এসআই রাজিব কুমার রায়ের নেতৃত্বে এএসআই আব্দুল গনি, এএসআই স্বরজিৎ কুমার ও এএসআই শামীম হোসেন সহ একদল পুলিশ ফোর্স উপজেলার মাঝ পারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে খুলনা জেলার দৌলতপুর থানার বাবলা দত্ত বাড়ি এলাকার মৃত রবিউল ইসলামের স্ত্রী রানু বেগম (৫০) কে ৪০ পিচ ইয়াবা সহ আটক করেন। এ ব্যাপারে এসআই রাজিব কুমার রায় বাদী হয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ০৯। আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ সাতক্ষীরা থেকে প্রথম দফায় ৪ মেট্রিক টন আম বিদেশে রপ্তানী হচ্ছে

আসাদুজ্জামান: সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে গাছ থেকে পাকা আম পাড়া। নানা জাতের বাহারি আমে ছেয়ে গেছে সাতক্ষীরার বাগান।
চাষীরা এবারও বিষমুক্ত ও বালাইমুক্ত আম উৎপাদন করেছেন। দেশের চাহিদা মিটিয়েও বিদেশে সাতক্ষীরার মিষ্টি আমের চাহিদা রয়েছে। প্রথম পর্যায়ে বাজারে উঠছে সাতক্ষীরার হিমসাগর জাতের আম। এরপরই আসছে ল্যাংড়া ও আ¤্রপালি জাতের আম।
শনিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সরবরাহযোগ্য বালাইমুক্ত নিরাপদ আম উৎপাদন ও বিপণন শীর্ষক এক কর্মশালায় এই তথ্য প্রকাশ করেন আয়োজকরা। তারা বলেন, এবার সাতক্ষীরার ৪১ শ’ হেক্টর জমিতে আমচাষ হয়েছে। এর থেকে উৎপাদন পাওয়া যাবে ৪০ হাজার মেট্রিক টন। আর ইউরোপীয় ইউনিয়নের বাজারে সাতক্ষীরা থেকে মোট ২০০ মেট্রিক টন বিষ ও বালাইমুক্ত নিরাপদ আম রফতানি হবে। প্রথম দফায় আজ এ জেলা থেকে ৪ মেট্রিক টন আম বিদেশে রপ্তানী করা হচ্ছে।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ মহসীন। এতে আরও বক্তব্য রাখেন, উদ্ভিদ সঙ্গনিরোধ পরিচালক মো. আজহার আলি, অতিরিক্ত পরিচালক নিত্যরঞ্জন বিশ্বাস, সাতক্ষীরার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, কৃষিবিদ মো. আনোয়ার হোসেন, সাতক্ষীরা কৃষিসম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কাজী আবদুল মান্নান প্রমূখ।
পরে সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের বড়খামারে আন্তর্জাতিক বাজারে সরবরাহযোগ্য বালাইমুক্ত নিরাপদ আম রপ্তানির লক্ষে গাছ থেকে হিমসাগর জাতের পাকা আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ মহসীন। এ সময় তিনি বলেন, সাতক্ষীরার আম স্বাদে ও গন্ধে অতুলনীয়। বিশ্বের বাজারে এর চাহিদা রয়েছে। তিনি বলেন চাষীদের প্রশিক্ষণ দিয়ে রফতানিযোগ্য আম উৎপাদনে কৃষি বিভিাগ ও বিভিন্ন বেসরকারি সংস্থা সহায়তা করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বালাইমুক্ত নিরাপদ আম উৎপাদন ও বিপণন বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সরবরাহযোগ্য বালাইমুক্ত নিরাপদ আম উৎপাদন ও বিপণন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলা মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহাসীন। এসময় তিনি বলেন, ‘বাংলাদেশের আমের রাজ্য সাতক্ষীরা। দেশে ও বিদেশে চিংড়ির পাশা পাশি আমে যে সুনাম অর্জন করেছে এটা ধরে রাখতে হবে। সাতক্ষীরার আম দেশ ও দেশের বাহিরে আমের চাইতে বেশি সুস্বাদু ও মিষ্টি এবং বিভিন্ন প্রজাতির হওয়ায় আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার আমের চাহিদা অনেক বেশি। সঠিক সময়ে এবং বালাই কীটনাশকমুক্ত আম উৎপাদন করতে হবে আম চাষীদের।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা উদ্ভিদ সংগনিরোধ উইং, পরিচালক কৃষিবিদ ড. মো. আজহার আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক নিত্যরঞ্জন বিশ^াস, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা কৃষিবিদ আনোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সলিডারিডাড এর কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান, উত্তণের পরিচালক শহিদুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, উপসহকারি কৃষি অফিসার রঘুজিৎ গুহ, আম রপ্তানীকারক মো. আবুল হোসেন, আম চাষী শিখা রাণী, শাহীন বিশ^াস প্রমুখ। কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সরবরাহযোগ্য বালাইমুক্ত নিরাপদ আম উৎপাদন ও বিপণন বিষয় উপাস্থাপন করেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কালিগজ্ঞ উপজেলা কৃষি অফিসার ফজলুল হক মনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest