সর্বশেষ সংবাদ-
জেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠনচোরের উপদ্রবে অতিষ্ঠ কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার বাসিন্দারা : মিথ্যা মামলার অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে শােকসাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়

সাকিবের সানরাইজার্সকে হারিয়ে প্লে অফে উঠল কলকাতা

স্পোর্টস ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জিতলে প্লে অফ নিশ্চিত। হারলে ভাগ্য সঁপে দিতে হবে অন্য দলের কাছে। এই সমীকরণ নিয়ে কলকাতা নাইট রাইডার্স পরের ওপর নির্ভর করে থাকেনি। হায়দরাবাদে আজ সাকিব আল হাসানদের ৫ উইকেটে হারিয়ে আইপিএলের প্লে অফ নিশ্চিত করেছে দিনেশ কার্তিকের দল।

আগে ব্যাটিংয়ে নেমে বেশ ভালো সংগ্রহই পেয়েছিল সানরাইজার্স। শিখর ধাওয়ানের ৩৯ বলে ৫০ রানের সুবাদে ৯ উইকেটে ১৭২ রান তুলেছিল কেন উইলিয়ামসনের দল। তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেন কলকাতার দুই ওপেনার সুনীল নারাইন ও ক্রিস লিন। প্রথম দুই ওভারেই ৩০ রান তুলে ফেলেন দুজন। এর মধ্যে সন্দীপ শর্মার করা দ্বিতীয় ওভার থেকেই ২০ রান তুলেছেন তাঁরা। চতুর্থ ওভারে সাকিবের শিকার হওয়ার আগে ১০ বলে ২৯ রান করেন নারাইন। তাঁদের ওপেনিং জুটিতে এসেছে ২২ বলে ৫২ রান।

দ্বিতীয় উইকেটে লিনের সঙ্গে রবীন উথাপ্পার ৬৭ রানের জুটি জয়ের সুবাস পাইয়ে দেয় কলকাতাকে। ১৪তম ওভারে লিনকে তুলে নেন সিদ্ধার্থ কাউল। ৪৩ বলে ৫৫ রান করেন লিন। জয়ের জন্য শেষ ৬ ওভারে ৫২ রান দরকার ছিল কলকাতার। উথাপ্পা ও দিনেশ কার্তিকের জুটি ১৭তম ওভার পর্যন্ত স্থায়ী হয়েছে। ১৬.৩ ওভারে উথাপ্পাকে তুলে নেন কার্লোস ব্রাফেট। ফেরার আগে ৩৪ বলে ৪৫ রান করেন উথাপ্পা।

কলকাতা অধিনায়ক কার্তিক দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। ১৮তম ওভারে আন্দ্রে রাসেল (৪) ফিরে গেলেও কার্তিক খেলেছেন তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে। বলের চেয়ে রানের সংখ্যা বাড়তে দেননি। শেষ ১৮ বলে ১৮ রান দরকার ছিল কলকাতার। এখান থেকে শেষ ১২ বলে লক্ষ্যটা নেমে এসেছে ১০ রানে এবং শেষ ওভারে তা ৫ রানে নেমে এসেছে। ২ বল হাতে রেখেই দলকে ৫ উইকেটের জয় এনে দেন কার্তিক। ২২ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন তিনি। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে কলকাতা।

এর আগে ব্যাটিংয়ে নামা সানরাইজার্সের হয়ে দুর্দান্ত শুরু করেছিলেন ধাওয়ান ও শ্রীভাত গোস্বামী। ৮.৪ ওভারে গোস্বামী (৩৪) আউট হওয়ার আগে ওপেনিং জুটিতে এসেছে ৭৯ রান। ৩৬ রান করেন অধিনায়ক উইলিয়ামসন। সাকিব শেষ দিকে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি। ২ বাউন্ডারিতে ৭ বলে ১০ রান করে ফিরেছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিমের বিকল্প হতে পারে যে ৫ খাবার

স্বাস্থ্য ডেস্ক: প্রোটিন সুপারফুড বলতেই আমরা বুঝি ডিম। ডিমের পুষ্টিগুণ সম্পর্কে নতুন করে কিছু বলার না থাকলেও নিউট্রিশনিস্টরা জানাচ্ছেন আরও এমন অনেক খাবার রয়েছে যাতে প্রোটিনের পরিমাণ ডিমের থেকেও বেশি । জেনে নিন এমনই ৫ খাবারের কথা-

১। মাত্র আধ কাপ রান্না করা চিকেনে প্রোটিনের পরিমাণ ২২ গ্রাম। যা ডিমের তুলনায় অনেকটাই বেশি।

২। সবচেয়ে সস্তা প্রাণীজ প্রোটিনের উৎস পনির। মাত্র ৪ গ্রাম পনিরেই প্রোটিনের পরিমাণ ১০ গ্রাম ।

৩। মাত্র এক আউন্স মোজারেলা বা শেডার চিজে রয়েছে ৬.৫ গ্রাম প্রোটিন।

৪। প্রচুর পরিমাণ ভিটামিন কে, সি, ফাইবারের পাশাপাশি এক কাপ ব্রকোলিতে প্রোটিন রয়েছে ৩ গ্রাম।

৫। উদ্ভিজ্জ প্রোটিনের সবচেয়ে ভাল উত্স বিনস। আধ কাপ সিদ্ধ বিনসে রয়েছে ৭.৩ গ্রাম প্রোটিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সায়েম ফেরদৌস মিতুল ৫ কবিতা

সায়েম ফেরদৌস মিতুল ৫ কবিতা

নন্দনব্রত

কানা-গলির মেয়েরা কানা কি না দেখা হয়নি তো, মা
ধুলোখেলার ছলে যা দিয়েছ তা তো অনুৎসবের পাঁতাবাাঁশি
ধরলেও না ধরালেও না, বাজাতেও শেখালে না
রুপনন্দনে জমলে আর্শিবাদ কে করবে তোমার কচ্ছ মুক্ত

শুনেছি বেলারুসে সূর্যোদয় দেখলে পর চোখ শাস্ত্রের উন্নতি হয় আর
বেহিসেবিরা কুমিরসঙ্গবাসে করে পথের শিলান্যাশ
তালো মা রুপ দক্ষ তালুতেই তোলো বন-তুলসি, বেঘোরে না ঘুমিয়ে করক্ষেপে
মুক্তো ফলাও, তোমার দ্বারে পা বুনে আমিও শিখি উরুস্বর্ণ-ঠোঁটের মধু
কলালক্ষীর নাভী খাজে দিতে শিখি বর্ণ-প্রলেপ মা’গো

তবুও যদি দেবেই
শরীর দিলে দাও ভূষণশিল্প জল দিলে দাও জলকন্যা, ওঠাতে দাও সিংহ ভূমে
কোলজে ভরে বিলাস ফসল, নইলে কিন্তু যষ্ণবরাত নিকুচি করে আমি মা মরু গড়বো
রোদে রোদে, বালিতে বালিতে, রোদবালিতে রোদবালিতে…।

 

আবেদন

মাননীয়া উত্তরা…
দক্ষিণা দিতে এসে ফিরতে হবে, দেবী
পা-এতে ফেনা উঠে গেল অথচ এমন করে দিতেন আর্শিবাদ
এমন করে চুলের ভিতর বিলিকাটা মাথায় রাখা হাত
এমন করে মন্ত্র করে দিতেন জপে আর অমনি হতেম কবি থেকে পুরুষ
ভালোবাসার রামধনু আর খুলে ছিলেন ধনুক থেকে তীরের যত ফলা
শিখিয়ে ছিলেন যজ্ঞ শেষে উতলে ওঠে বর্ণমালা তাদের ছলাকলা
লাগিয়ে দিলেন সমস্ত গায় দূর্বা রঙের সবুজ
তাইতে আমি শিশুর চেয়ে সরল, লোকালয়ে আমিই বোকা, আমি কেবল অবুঝ

কেন তবে ফিরতে হবে, দেবী
লগ্ন শুরুর ভূমিই তো শেকড়ে গেছে পুতে
ঘুরছে কেবল বিষ বিহীন চ্যালা, আমার সকল জঙ্ঘা ফুঁড়ে কেবলই কাঞ্চন
সাতমনিহার, দুধ মাখা চাঁদ, সর খাওয়ার বেলা
এমন পাতের বাড়া থালা ঠেঁলে দিবেন বলেন
আয় দেবী আয় টিটি টিটি, স্বর্গ গড়ি চলেন…..।

 

ভূত

এসেই চলে গেল
কয়েক লক্ষ পদ্ম ফুটিয়ে সর্ষের ভেতর দিয়ে চলে গেল ভূত, বললো যাই
আর অমনি ভিন্ন ছায়াপথ থেকে খসে পড়লো ছত্রিশখানা তারা, তা থেকে একটির বীজ সংগ্রহ করে বাঁকল ছাড়ানো দেহে রুয়ে দিতেই চোখ ভরে দেখলাম দুরে কেউকারাডঙের চুড়োয় বহুদিনের ফেলে আসা বৃক্ষীটি হয়েছে স্তনবতী
অমরাবতী..
বিশ^াস করো আমি তার দুধ পান করিনি একটুও, আমি তার দীর্ঘিকারের মতো অতলে চুবিয়ে ধরিনি কোন শুড়, শুধু বাঁকল ছাড়ানো দেহটির লেবুঠোঁট চক্ষুআষ্টে আর তন্তুচুল জমিয়েছি, ভেবেছি অঞ্জলী দেবো তাই
অমনি সারা গায়ে নৈশ মেখে স্বপ্নের ঝোলের ভেতর নাভি রেখে চলেগেল
বললো যাই…।

 

বুলড্রেজার প্রীতি

ভাঙারও একটা শিল্প আছে
যাপিত জীবনে ঠেস দিয়ে বুঝেছি কেবল নির্মান নয়, কেবল আঙুলের উত্তাপে
বীজ জড়ো করলেই বা´বন্দি হয় না অমৃতের দৈত্য
অমরাবতী…
বুলড্রেজার প্রীতিই জম্ম রসায়ন, ভাঙতে ভাঙতে অলক্ষে গড়ে তুললে প্রতœজীব তার প্রতিবিম্বে বৃক্ষলগ্ন হয় গুল্মেরা, সেই সব বৃক্ষের সবুজাভ ছায়া নিয়ে পাখিরা গড়ে সমবায়ী জীবন, শে^তকুষ্ঠহীন ধোয়ামুখ গুলো ত্বক ভরে পান করে ঋতুরন্ধ্রের বাতাস, ঠিক ঐ সময়ই কবিদের পিঠের খোলায় জমা হয় হলুদ ঘিলু তা কি চেঁখে দেখেছে স্তন্যপায়ী মানুষেরা
অথচ ধ্বংস বলছো কেন ধ্বংসতো হয় না কিছুই
পৃথিবীর মুদিতপদ্মচোখে সবিতো নিষ্ঠার চুম্বন, অবশেষে মিলে যায় সকল গানিতিক ফল অবিরল, কেবল ভাঙলেই প্রসারিত হয় শিল্পের দরজা..।

ষোলোই ই জুলাই বিড়ম্বনা

মাত্র এই একটিই, এই এত এত তীর এত তীরন্দাজ এত পাহাড় এত পাহারাবাজ
এত যে সকল শরীর বর্মখানি খুলে দাড়িয়ে অর্চনা শেষে মহাশূন্যে ভেসে বেড়ানো আত্মারেণুর মতো কেবল বৃষ্টিগাছ ও জম্মপত্র হাতে অসংখ্য মহামানব
কেবল পৃথিবীর বার্ষিক গতিতে ষোলোই জুলাই-ই যেন নেই

জগৎভূমে মাংসকণাহীন যত দিন ষোলোই জুলাই যেন তথাধীন
দুর ছাই কেবল ভুলে যাই আর সব মনে পড়ে আর সব মনে থাকে
পুরাতত্ত্ব- প্রতœজীব- প্লটো বিষয়ক পরিকল্পিত পোদ পাকামি- তারকা ও তারকেশ^র-
শুখ আগুন শুভ ছাই- ধোঁয়াদ্বীপে হঠাৎ নবীন অপ্সরা- করতল ভর্তি শঙ্খসরীসৃপ- রাতভোর বীজানু বপন, সব মনে পড়ে সব মনে থাকে
পিতা ও পিতামহের মৃত্যু- পুরোনো চিঠির খামে শুয়োপোকা- প্রেমিকার হাড়- সম্পর্কের সুতো- মানুষের মাধ্যাকর্ষন- আড্ডার টেবিল- সাতই মার্চ- নুর হোসেন- জায়েদাবাদ-কানসাট-আগুন খেয়ে বড় হওয়ার দিন- তা তা ধীন, সব মনে পড়ে সব মনে থাকে

কেবল জখমের মুখ ফেটে অদ্ভুত কষ, প্লেটোর সুদর্শন রাষ্ট্রে আর এক ঝনঝাট
কর্কট আক্রান্ত ষোলোই জুলাই আমার জম্মদিন
মনে থাকেনা, মনে থাকে না, মনে থাকে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গাদের সীমান্ত থেকে তাড়াতে মিয়ানমারের মাইকিং

মিয়ানমার তার সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত রোহিঙ্গাদের তাড়াতে নতুন করে তৎপরতা শুরু করেছে। ওই দেশটির তথ্য কমিটি গত বুধবার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে শূন্যরেখায় অবস্থানরত রোহিঙ্গাদের বসতি স্থাপনে সহযোগিতার অভিযোগ এনেছে।

অন্যদিকে রোহিঙ্গাদের সরে যেতে গতকাল শনিবার সীমান্তে নতুন করে মাইকিং শুরু করেছে। সেখানে রোহিঙ্গাদের হুমকি দেওয়ার পাশাপাশি গালাগাল করা হচ্ছে।

মিয়ানমারের তথ্য কমিটি ফেসবুকে এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের মিয়ানমার অংশে রোহিঙ্গাদের অবৈধ বসতি স্থাপনে সহযোগিতা করছে। এটি মিয়ানমারের অখণ্ডতা ও সার্বভৌমত্বের ওপর চরম আঘাত। এটি অনতিবিলম্বে বন্ধ হতে হবে।

বিবৃতিতে আরো বলা হয়, রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উত্থাপনে আগ্রহীদের সুরক্ষা দেওয়া হবে।

রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নিরাপত্তা বাহিনীর নির্যাতন-নিপীড়নের অভিযোগ এড়িয়ে মিয়ানমারের তথ্য কমিটি বলেছে, রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরসা রাখাইনে বেসামরিক ব্যক্তিদের ওপর নৃশংসতা চালিয়েছে। এ জন্য তাদের বিচারের আওতায় আনা হবে।

বাংলাদেশ আরসা জঙ্গিদের আশ্রয় দিচ্ছে দাবি করে মিয়ানমারের তথ্য কমিটি উদ্বেগ প্রকাশ করে।

ওই কমিটি আরো দাবি করেছে, আরসা ইতিমধ্যে বাংলাদেশে আশ্রয়শিবিরে জায়গা করে নিয়েছে। তারা এ দেশে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ ছড়াবে।

মিয়ানমারের তথ্য কমিটি আরো বলেছে, আশ্রিত রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে চাইলে তাদের অবশ্যই নাগরিকত্ব যাচাইয়ের প্রথম পদক্ষেপ হিসেবে ‘ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড’ নিতে হবে।

এদিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু অংশের শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) অবস্থানকারী রোহিঙ্গাদের সরে যেতে গতকাল শনিবার থেকে নতুন করে মাইকিং শুরু করেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। বিজিপি সদস্যরা মাইকে রোহিঙ্গাদের উদ্দেশ্য করে গালাগালও করছে বলে অভিযোগ উঠেছে। এসব কারণে সীমান্তের শূন্যরেখাসংলগ্ন এলাকায় আবারও আতঙ্ক দেখা দিয়েছে।

সেখানে অবস্থানরত রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দারা জানায়, গতকাল শনিবার সকাল থেকে সীমান্তে আবারও মিয়ানমারের সেনা এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সদস্যদের আনাগোনা বেড়েছে। মিয়ানমার সীমান্তের সড়কে সেনাবোঝাই যানবাহনের টহলও বাড়ানো হয়েছে। সীমান্ত সড়কের পাশের উঁচু পাহাড়গুলোতেও মিয়ানমারের সশস্ত্র সেনা এবং বিজিপি সদস্যদের আনাগোনা দেখেছে তারা।

শূন্যরেখা থেকে রোহিঙ্গা নেতা নুরুল আমিন গতকাল বিকেলে বলেন, ‘গত মার্চের প্রথম সপ্তাহের পর এত দিন ধরে শূন্যরেখায় আমরা বেশ নিরাপদে ছিলাম। কিন্তু আজ (গতকাল) শনিবার সকাল থেকে আকস্মিক মিয়নামার বাহিনী আবারও সীমান্তের দিকে আসা শুরু করেছে। ’

তুমব্রু সীমান্তের স্থানীয় বাসিন্দা আবু বকর জানান, তুমব্রু সীমান্তের পাহাড়ি ঢল থেকে রক্ষায় শূন্যরেখার রোহিঙ্গাদের নতুন করে ঘরবাড়ি তৈরি করে দিচ্ছে এনজিওরা। বিজিপি সদস্যরা এতে বাধা দিচ্ছে।

স্থানীয় বাসিন্দা বকর বলেন, মাইকিং করে শূন্যরেখা থেকে রোহিঙ্গাদের সরে যেতে বলছে বারবার। এতে রোহিঙ্গারা বাংলাদেশ সীমান্তের দিকে চলে আসতে বাধ্য হচ্ছেন। সেই সঙ্গে সীমান্ত এলাকায় নতুন করে আতঙ্ক বিরাজ করছে।

কক্সবাজারের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান খান জানান, সীমান্তে বিজিপি মাইকিং করলেও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সতর্কাবস্থায় রয়েছেন।

প্রসঙ্গত, গত ২৫ আগস্টের পর মিয়ানমার বাহিনীর নির্মমতার মুখে রাখাইনের মংডুর বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার রোহিঙ্গারা তুমব্রু সীমান্তের শূন্যরেখায় আশ্রয় নেয়। সেখানে প্রায় পাঁচ হাজার রোহিঙ্গা অবস্থান করছে। এসব রোহিঙ্গাদের শূন্যরেখা থেকে সরিয়ে দিতে গত মার্চের প্রথম সপ্তাহে মিয়ানমারের সেনা ও বিজিপি সদস্যরা সীমান্তে অবস্থান নিয়েছিল। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের ভাইরাল প্রিয়া (ভিডিওসহ)

বিনোদন ডেস্ক: চোখের ইশারায় আর ভ্রু নাচিয়ে রাতারাতি তারকা বনে যাওয়া দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার ফের আলোচনায় এসেছেন। বৃহস্পতিবার ‘উরু আদার লাভ’ ছবির নতুন মিউজিক্যাল টিজার ‘মুন্নালে পুন্নালে’ প্রকাশের পরেই ফের ভাইরাল আসেন তিনি।

গত ১৩ ফেব্রুয়ারি ইউটিউবে কিশোর প্রেম নিয়ে ওমর লুলুর মালায়লম চলচ্চিত্র ‘উরু আদার লাভ’-এর ‘মানিকিয়া মালারইয়া’র ভিডিও প্রকাশের পর সামজিক মাধ্যমে ঝড় উঠেছিল। শুধু বিতর্ক, সমালোচনায় সীমাবদ্ধ না থেকে বিষয়টি মামলা পর্যন্তও গড়ায়। এতে রাতারাতি গোটা বিশ্বে রেকর্ড ছোঁয়া জনপ্রিয়তা পেয়ে যান দক্ষিণী অষ্টাদশী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র।

বৃহস্পতিবার প্রকাশিত হল ছবিটির নতুন একটি মিউজিক্যাল টিজার। ‘মুন্নালে পুন্নালে’ শিরোনামের নতুন এই টিজার প্রকাশের পর ফের আলোচনায় এসেছে প্রিয়া এবং তার সহশিল্পী রোশন আবদুল রউফ।

১ মিনিটের এই মিউজিক্যাল টিজার ‘মুন্নালে পুন্নালে’তে ফের মন মজিয়েছে প্রিয়া ও রোশনের রসায়ন।

‘মুন্নালে পুন্নালে’ গানটির কথা লিখেছেন পারলে মানে এবং সুর দিয়েছেন শান রেহমান। এই টিজারেই ঘোষণা করা হয়েছে ছবিটি মুক্তি পাচ্ছে এই সেপ্টেম্বরেই।

মালায়লম ছাড়াও তামিল এবং হিন্দি ভাষাতেও মুক্তি পাবে ‘উরু আদার লাভ’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রিন্স হ্যারি ও মেগানের বিয়ে সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক: ঐতিহাসিক উইন্ডসর ক্যাসেলের অর্ন্তভুক্ত সেন্ট জর্জেস চ্যাপেল গির্জায় ব্রিটিশ রাজপরিবারের রাজপুত্র হ্যারি এবং মার্কিন অভিনেত্রী মেগান মার্কলের বিয়ে সম্পন্ন হয়েছে।

রাণী এলিজাবেথ, প্রিন্স চার্লস, প্রিন্স উইলিয়াম, কেড মিডলটনসহ রাজ পরিবারের সদসবৃন্দ, ৬০০ আমন্ত্রিত অতিথি ও আড়াই হাজারেরও বেশি সাধারণ মানুষ এ বিয়েতে উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খলিষখালীতে কালবৈশাখীর তাণ্ডবে আহত শিশু বেঁচে আছে

সমীর দাশ, পাটকেলঘাটা: কালবৈশাখীর ছোবলে লণ্ডভণ্ড হয়ে গেল গৌরাঙ্গ সরকারের সংসার, মাথাগোজার ঠাঁই নাই, নিজে এবং শিশু পুত্রসহ দুই কন্যা আহত। রক্ষা পেয়েছে চার প্রাণ।
গতকাল শুক্রবার দুপুর ১ঃ৩০ টা নাগাদ পাটকেলঘাটা এলাকায় আঘাত আনে কালবৈশাখী ঝড়। এলাকার বিদ্যুৎ লাইন, গাছপালা ঘর বাড়ির ক্ষতি সাধন করে যায়। এমনি এক ঘটনায় খলিষখালী ইউনিয়নের দুধলী গ্রামের গৌরাঙ্গ সরকারের ঘরের পাশে থাকা প্রতিবেশীর শিশুগাছ উপড়ে তার বসত ঘরের উপর পড়ে ঘরের প্রায় অংশটি সম্পূর্ণ মাটির সঙ্গে মিশে যায়। ঘটনায় আশ্চর্যজনকভাবে বেঁচে গেলেও আহত হয় গৌরাঙ্গসহ তার চার বছরের পুত্র অয়ন, মেয়ে তমা ও রিমা।
৩ বছরের পুত্র অয়নকে ইটের স্তুপের ভেতর থেকে উদ্ধার করা হয়। অসচ্ছল পরিবারের আহত সকলকে স্হানীয় চিকিৎসকের অধীনে চিকিৎসা দেয়া হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাগর জলে ভেসে কুয়াকাটায় মৃত তিমি

ন্যাশনাল ডেস্ক: ৪৫ ফুট লম্বা একটি মৃত তিমি সাগরের জলে ভেসে এসে পড়েছে কুয়াকাটা সৈকতের ঝাউবন এলাকায়।

তিমিটি শনিবার ভোর রাতের দিকে কুয়াকাটা সৈকতেভেসে আসলে প্রথমে পর্যটকদের নজরে আসে। এরপর খবরটি ছড়িয়ে পড়লে অন্য পর্যটক ও স্থানীয় লোকজন মাছটিকে একনজর দেখতে সেখানে ভিড় করেন। ধারণা করা হচ্ছে অন্তত ১৫দিন আগে গভীর সমুদ্রে তিমিটি মারা গিয়েছিল। বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা একটি মৃত তিমি উদ্ধারের খবর পেয়েছি এবং এটিকে পর্যটকদের জন্য কোনভাবে সংরক্ষণ করা যায় কি-না সেটি দেখছি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, এটি এখন আর আমাদের দায়-দায়িত্বের মধ্যে নেই। কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটি প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন। সামুদ্রীক জীববৈচিত্র সংরক্ষণকারী গবেষণা প্রতিষ্ঠান ওয়াইল্ডলাইফ কনজার্ভেশন সোসাইটির মেরিন এডুকেশন এন্ড ট্রেনিং কোর্ডিনেটর ফারহানা আখতার কুয়াকাটা সৈকতে ভেসে আসা তিমিটি প্রসঙ্গে বলেন, এটি ব্রিডিস তিমি বা বেলিন তিমি। এদের দাঁত থাকেনা, এর বদলে ছাঁকনির মত অংশ থাকে। যার মাধ্যমে এরা পানি থেকে ছোট ছোট মাছ ও চিংড়িজাতীয় প্রাণি খেয়ে বাঁচে।

এরা সাধারণত ৪০ থেকে ৫০ ফুটের মত লম্বা হয়ে থাকে। ধূসর বর্ণের এই তিমির মাথা খাটো ও চওড়া এবং মাথায় তিনটি সমান্তরাল খাঁজ থাকে, যা দিয়ে সহজেই এদের আলাদা করা যায়। এরা সাধারণত ১২ বছর বয়স থেকে বাচ্চা জন্ম দিতে পারে। বাংলাদেশের জল সীমানায় সোয়াচ-অব-নো গ্রাউন্ড এলাকায় এদেরকে সচরাচর দেখা যায়। এখনও এদের বিষয়ে অনেক গবেষণা চলছে বলেও জানান ফারহানা আখতার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest