সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধনতারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণদেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভামহেশ্বরকাটি বাজারে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

চাঁদ দেখা যায়নি, শুক্রবার থেকে রোজা

বাংলাদেশের কোথাও আজ বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বৃহস্পতিবার শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং পরের দিন শুক্রবার থেকে ১৪৩৯ হিজরি সনের পবিত্র রমজান মাস গণনা করা হবে।

তাই আগামীকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সেহরি খেয়ে রোজা শুরু করবেন মুসল্লিরা।
আজ বুধবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান।

ধর্মমন্ত্রী জানান, বুধবার বাংলাদেশের কোথাও চাঁদ দেখার খবর আসেনি। তাই বৃহস্প‌তিবার ১৪৩৯ হিজরি সনের শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। রমজান মাস গণনা শুরু হবে শুক্রবার থেকে।

সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ বিজ্ঞান শাখায় মাত্র ১৩ % পাশ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সরকারি কলেজের একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষায় বিজ্ঞান শাখায় চরম ফল বিপর্যয়ের ঘটনা ঘটেছে।
কলেজ সূত্রে জানাগেছে, ২০১৮ সালে সাতক্ষীরা সরকারি কলেজের বিজ্ঞান শাখায় মোট শিক্ষার্থী ৪৬১জন। এদের মধ্যে মাত্র ৬০ জন পাশ করেছে !পাশ করেছে মাত্র ১৩ % শিক্ষার্থী!
সাতক্ষীরা সরকারি কলেজ জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে মেধাবীরা ভর্তি হয়। শিক্ষার্থীদের অধিকাংশই এ প্লাস বা এ গ্রেডে এসএসি পাশ। অথচ তাদের এতবড় ফল বিপর্যয়ে অভিভাবকসহ সচেতন মহলকে ভাব‌িয়ে তুলেছে।
এবিষয়ে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ সুদেব কুমার বিশ্বাস বলেন, এটা ফল বিপর্যয় বলা যাবে না। এটাতো ১ম বর্ষ থেকে ২য় বর্ষে উঠবে। পরবর্তীতে আবারো পরীক্ষা নিয়ে ঠিক করা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনার নব নির্বাচিত নগর পিতাকে নজরুল ইসলামের শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি : খুলনা সিটি কর্পোরেশন নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক কে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় বুধবার সন্ধ্যায় খুলনা ও মহানগর আওয়ামীলীগ দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এশুভেচ্ছা প্রদান করেন। এসময় সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুশখালীতে জনপ্রতিনিধিদের সাথে শিশুদের ত্রৈমাসিক ডায়লগ সভা

জি.এম. আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে শিশু ফোরাম সদস্যদের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে ত্রৈমাসিক ডায়লগ সেশন বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। কুশখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে ব্রেকিং দ্য সাইলেন্স ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়। ইউপি সদস্যা মোছা. মনজুরা খানম ইতির সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শ্যামল, ইউনিয়ন পরিষদের সচিব মো. মতিউর রহমান, ইউপি সদস্য আজিজার রহমান, মনিরুল ইসলাম, লিয়াকত আলী বাবু, আলমগীর হোসেন, রুহুল আমিন, ফারুক হোসেন (রিপন) দৈনিক আজকের সাতক্ষীরা’র নিজস্ব প্রতিবেদক জি.এম আবুল হোসাইন প্রমুখ।

শিশু বান্ধব স্থানীয় সুশাসন ব্যবস্থার অংশ হিসেবে জনপ্রতিনিধিরা ৯টি ওয়ার্ডের উপস্থিত শিশু সদস্যরা বিভিন্ন চাহিদা ও দাবী উপস্থাপনার আহবান জানান। অনুষ্ঠানে ৯টি ওয়ার্ডের শিশু প্রতিনিধিরা তাদের নিজ এলাকার রাস্তাঘাট, কালভার্ট, শিশু নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি প্রভৃতি উন্নয়ন মূলক কর্মকান্ডের উপর উন্মুক্ত আলোচনা ও প্রস্তাবনা তুলে ধরেন। জনগণের মুখোমুখি হয়ে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল সহ স্থানীয় জনপ্রতিনিধিরা সকলের প্রস্তাবনা ও আলোচনার ভিত্তিতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

শিশু ও প্রতিবন্ধীদের উন্নয়নে বাজেট বরাদ্দ রেখে পরিকল্পনা অনুযায়ী ব্যয় ও জবাবদিহিতা নিশ্চিত করতে, বাল্যবিবাহ ও যৌন নির্যাতন প্রতিরোধে ইউনিয়ন পরিষদের অগ্রনী ভূমিকা রাখতে সভায় জনপ্রতিনিধিদের সাথে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থাপন করা হয়। শিশুসহ এলাকাবাসী রাস্তাঘাট, স্যানিটেশন, স্কুল, কমিউনিটি ক্লিনিক এর অব্যবস্থাপনা সহ অারো নানা ধরনের সমস্যা তুলে ধরেন।

সমগ্র সভাটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রতিনিধি মো. মাসুম বিল্লাহ সোহাগ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের বর্ষা সেরা শিল্পীদের সম্মাননা ২০১৮ প্রদান

বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের বর্ষা সেরা শিল্পীদের সম্মাননা ২০১৮ প্রদান হয়েছে। বন্ধুন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের প্রযোজনায় ও বিশিষ্ট টিভি নাট্য পরিচালক মুছা করিমের পরিচালনায় নির্মিত নাটক গুলোর মধ্যে বিগত ২০১৭-১৮ বছরের সেরা শিল্পীদের পদক প্রদান করা হয়। ১১ মে অনুষ্ঠিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, নড়াইল ও যশোর জেলার তথ্য অফিসার জাহারুল ইসলাম, চলচ্চিত্র প্রযোজক মনিরুল ইসলাম(সুজন), বেতার ও টিভি নাট্য পরিচালন শ্যামল অধিকারী, চলচ্চিত্র শিল্পী জাহাতাপ প্রমুখ।
বর্ষসেরা নায়ক অসীম, নাটক ব্যর্থ। বর্ষসেরা নায়িকা সোহানা আক্তার পাখি নাটক কাল রাতের কালী। বর্ষসেরা পার্শ্ব অভিনেতা মোঃ মনির হোসেন, নাটক ব্যর্থ। বর্ষসেরা পার্শ্ব অভিনেত্রী ছন্দা রানী মন্ডল নাটক ফিরে এসো। বর্ষসেরা খলনায়ক খালেদুর রহমান (বাচ্চু) নাটক ফিরে এসো। বর্ষসেরা শিশু শিল্পী ফরহাদ, নাটক জাগো জনতা জাগো, বর্ষসেরা কমিয়িান তরুন কান্তি সরকার, নাটক ক্ষত হৃদয়, সেরা কাহিনীকার মোঃ মুছা করিম নাটক ব্যর্থ। এছাড়া নাটকে গুরুত্বপূর্ণ অভিনয় ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য বিশেষ পুরস্কার দেওয়া হয়। তারা হচ্ছে আরিফুজ্জামান আপন, নাটক ফিরে এসো, রাম প্রসাদ রাকেশ, নাটক করুন পরিণতি, জলি নাটক ক্ষত হৃদয়, রাকেশ দেবনাথ, নাটক ফিরে এসো, এস.এম জীবন নাটক ভিন্ন দৃষ্টি, রাইসুল হক নাটক ব্যর্থ। এছাড়া বর্ষসেরা গুনিশিল্পীর পদক পান নজরুল ইসলাম ভাস্কর নাটক ফিরে এসো। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিংড়িতে রেকর্ডীয় সম্পত্তিতে রাস্তা নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : আইন আদালতের তোয়াক্কা না করে ইউপি চেয়ারম্যান ও মেম্বরের নেতৃত্বে খালের পার্শ্ববতী সংখ্যালঘু এক সদস্যের রেকর্ডীয় সম্পত্তির উপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের শিমুল বাড়িয়ায় এঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী জমির মালিক বিভিন্ন দপ্তরে ধর্না দিয়েও তেমন কোন সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন।
ওই সম্পত্তির মালিক শহরের পলাশপোল এলাকার মৃত পরিমল ঘোষের ছেলে প্রদীপ কুমার বলেন, ওয়ারেশ সূত্রে তিনি শিমুল বাড়িয়া মৌজায় জে এল নং-৩০, এস এ খতিয়ান- ২১৬,২১৭ দাগ, ৪৮৪, ৮০৮ দুটি মোট ১ একর ৯ শতক সম্পত্তি প্রাপ্ত হন। এরপর থেকে তিনি দীর্ঘদিন ভোগদখলে থেকে মৎস্য ঘের পরিচালনা করে আসছিলেন। এদিকে এলাকার কতিপয় কুচক্রী ব্যক্তি ওই রেকর্ডীয় সম্পত্তির উপর দিয়ে খাল খননের পায়তারা শুরু করে। এঘটনায় প্রতিকার চেয়ে সাতক্ষীরা যুগ্ম জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেন প্রদীপ কুমার ঘোষ। যার মামলা নং টি এস ৫৮/১৬। কিন্তু মামলা চলমান থাকা অবস্থায় আদালতের তোয়াক্কা না করে ওই মহলটি অবৈধভাবে খাল খননের পায়তারা শুরু করে। এঘটনায় প্রতিকার চেয়ে গত ২২ এপ্রিল’১৮ তারিখে সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন তিনি। কিন্তু উপজেলা নির্বাহী অফিসার এঘটনা কোন পদক্ষেপ গ্রহণ করেন নি।
এরপর ফিংড়ী ইউপি চেয়ারম্যান শামসুর রহমান ও সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বর মিজানুর রহমান ঢালীর নেতৃত্বে ১৩ মে ইউনিয়নের কর্মসূচির কাজের আনুমানিক ৩৬০ জন শ্রমিক নিয়ে তড়িঘড়ি করে ওই রেকর্ডীয় সম্পত্তির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ শুরু করেন। প্রকল্পের শর্ত অনুযায়ী রাস্তা নির্মানের জন্য মাটি খালের মধ্যে থেকে নেওয়ার কথা থাকলেও মেম্বর মিজানের নেতৃত্বে ওই প্রদীপ ঘোষের রেকর্ডীয় চাষাবাদের জমির মাটি কেটে জমির আকৃতি নষ্ট করে।
তিনি আরো জানান, ওই সম্পত্তি নিয়ে জেলা ম্যজিস্ট্রেট আদালতে ৮মে’১৮ তারিখে মামলা দায়ের করি। যার নং- পি ৭৭১/১৮। আদালত মামলাটি আমলে নিয়ে ১৪৫ ধারা জারি করেন। উক্ত সম্পত্তিতে ১৪৫ ধারা জারি থাকার পরও আইন ও আদালতের তোয়াক্কা না করে চেয়ারম্যান ও মেম্বর জোরপূর্বক সম্পত্তিতে কাজ চালিয়ে যাচ্ছে।
প্রদীপের অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে ঘটনাস্থলে সরেজমিনে গেলে সাংবাদিকদের সাথে মেম্বর মিজানুর রহমান কোন কথা বলতে রাজি হননি।
এদিকে প্রদীপ ঘোষ জেলা ভূমিহীন ঐক্য পরিষদের একজন সদস্য। তার রেকর্ডীয় সম্পত্তি অবৈধভাবে দখলের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভূমিহীন এক্য পরিষদের নেতৃবৃন্দ। অবিলম্বে এঘটনার সুষ্ঠ সমাধান না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা ভূমিহীন ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ।
এবিষয়ে ফিংড়ী ইউপি চেয়ারম্যান শামসুর রহমান বলেন, ওই সম্পত্তি খাস। তারপরও তার রেডর্কীয় বলে প্রদীপ ঘোষ অভিযোগ দিয়েছিলেন ইউএনও অফিসে। এরপর নায়েব সেখানে গিয়ে মাপ জরিপ করে রাস্তা করার অনুমতি দিয়েছেন। আর রেকর্ডীয় সম্পত্তিতে যদি গিয়ে থাকে তাহলে মামলা করলে তো আমার জেল হবে। ওই সম্পত্তি খাস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে নৌকাডুবি: ৪০ জনের মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীতে একটি নৌকা ডুবে গিয়ে ৪০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলার বিকেলে নৌকায় করে প্রায় ৫০ জন যাত্রী কন্দমোদালু থেকে রাজামুন্দ্র্যতে ফিরছিলেন। দেবীপটন ব্লকের মন্টুর গ্রাম থেকে একটু দূরে প্রবল বাতাসে নৌকাটি উল্টে যায়।

স্থানীয় এক ব্যক্তি জানান, ১০ জন যাত্রী সাতরিয়ে নদীর তীরে চলে আসেন। ধারণা করা হচ্ছে, বাকি যাত্রীরা ডুবে মারা গেছে।

যাত্রীদের কয়েকজন জানান, নৌকাটিতে মোট ৫৫ জন যাত্রী ছিল। এদের বেশিরভাগই উপজাতি। প্রবল বাতাসে নৌকা চালাতে নিষেধ করলেও যাত্রীদের কথা শোনেনি চালক।

এদিকে, নৌকাডুবির ঘটনার পর এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, অন্ধ্রপ্রদেশে নদীতে নৌকো উলটে যাওয়ার ঘটনা দুঃখজনক। দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের সদস্যদের জন্য সমবেদনা রইল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জীবনের নিরাপত্তা চেয়ে কোটা আন্দোলনকারীদের সংবাদ সম্মেলন

ন্যাশনাল ডেস্ক: শাহবাগ থানায় সাধারণ ডায়েরি গ্রহণ না করায় সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরাপত্তা দেওয়ার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা।
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। জীবনের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় আন্দোলনকারীরা জিডি করতে গেলে ‘সময় লাগবে’ বলে জানায় পুলিশ। এর পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, মঙ্গলবার দিনগত রাতে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ১১৯ নম্বর কক্ষে কোটা আন্দোলেনের যুগ্ম-আহ্বায়ক নূরুল হক নূর ও রাশেদ খানকে ছাত্রলীগের সদ্যবিদায়ী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইমতিয়াজ বুলবুল বাপ্পী, মুহসীন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী, চারুকলা অনুষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম লিমনসহ ১৫-২০ জন এসে হত্যার হুমকি দেন।
সংবাদ সম্মেলনে নূর বলেন, জীবনের নিরাপত্তা চেয়ে আমাদের সাধারণ ডায়েরি (জিডি) না নেয়াটা পুলিশ বাহিনীর জন্য লজ্জার। আমরা পুলিশের কাছে এটি আশা করি না। জিডি না নিয়ে পুলিশ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। আমরা এর নিন্দা জানাই। আমাদের নিরাপত্তা জিডি না নিয়ে সন্ত্রাসীদের হামলা করার সুযোগ করে দেওয়া হয়েছে। পুলিশের এ ধরনের আচরণ ছাত্রসমাজ ভালোভাবে নেবে না।
নিজেদের কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, আমাদের আন্দোলনের শুরু থেকে বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হয়েছে। আমাদের কর্মসূচি চলমান রয়েছে। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে। হামলা-মামলা উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাবো।
আহ্বায়ক হাসান আল মামুন বলেন, আমাদের যারা হত্যার হুমকি দিয়েছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।
কোটা আন্দোলনকারীদের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest