সর্বশেষ সংবাদ-
জেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠনচোরের উপদ্রবে অতিষ্ঠ কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার বাসিন্দারা : মিথ্যা মামলার অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে শােকসাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়

মেয়ের ঠোঁটে চুমু দিয়ে সমালোচিত ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক: মেয়ে আরাধ্য বচ্চনের সঙ্গে চুম্বনরত একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সমালোচনার শিকার হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

কান উৎসবে যোগ দেয়ার পরের দিন ছিল আন্তর্জাতিক মা দিবস। সেই দিবস উপলক্ষে মেয়ের সঙ্গে আদুরে ছবিটি পোস্ট করেন ঐশ্বরিয়া। ছবিতে ছোট্ট আরাধ্যকে আদর করতে দেখা যায় ঐশ্বরিয়াকে।

ওই ছবি প্রকাশ পেতেই অনলাইনে কেউ কেউ জোর সমালোচনা শুরু করে। ছবি দেখে কেউ অভিনেত্রীকে মানসিকভাবে বিকারগ্রস্ত বলে অভিহিত করেন।

আবার কেউ মন্তব্য করে বসেন, ঐশ্বরিয়া এসব নাকি জনপ্রিয়তার লোভে পড়ে করছেন। অতি উৎসাহীরা ঐশ্বরিয়ার বিরুদ্ধে শিশুকে যৌন নিগ্রহের অভিযোগও করেছেন। এমনকি তাকে সমকামী বলেও উল্লেখ করতে দ্বিধা করেননি কেউ কেউ।

শুধু তাই নয়, মেয়ের সঙ্গে এ ধরনের আচরণ করে ঐশ্বরিয়া নাকি আরাধ্যর ছেলেবেলা নষ্ট করে দিচ্ছেন। ছোট শিশুদের এইভাবে আদর করা সঠিক নয় বলেও মন্তব্য করেন কেউ কেউ।

অন্যদিকে ঐশ্বরিয়ার ছবিকে সমর্থন জানিয়ে অনেকে বলেছেন, বিকৃত ও অসুস্থ মানসিকতার লোকজনই একজন মায়ের আদরকে এভাবে দেখে।

তাদের মানসিক চিকিৎসা দরকার। এত কিছুর পরও মুখ খোলেননি ঐশ্বরিয়া। এই মুহূর্তে মেয়ে আরাধ্যকে নিয়েই ব্যস্ত তিনি।

কান চলচ্চিত্র উৎসবে যোগ দেয়ার আগে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এরপরই ফ্রান্সে উড়াল দেন সাবেক বিশ্বসুন্দরী।

লরিয়াল প্যারিসের মুখপাত্র হিসেবে ১৭ বছর ধরে কানের লাল গালিচায় হাঁটছেন তিনি। এবার তার সফরসঙ্গী ছিলেন একমাত্র মেয়ে আরাধ্য বচ্চন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেরুজালেমে আল-আকসায় লক্ষাধিক ফিলিস্তিনির জুমার নামাজ আদায়

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল অধিকৃত জেরুজালেমে মুসলামানদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসায় শুক্রবার জুমার নামাজ আদায় করলেন লক্ষাধিক ফিলিস্তিনি।

পশ্চিম তীর থেকে ইসরাইলি চেকপেস্টে কঠোর তল্লাশি পেরিয়ে হাজার হাজার ফিলিস্তিনি রমজানের প্রথম দিনে জেরুজালেমে প্রবেশ করেন। খবর আলজাজিরা।

তবে, দখলদার ইসরাইলি সেনারা ফিলিস্তিন তরুনদের জেরুজালেমে ঢুকতে দেয়নি। কেবল মাত্র চল্লিশোর্ধ পুরুষ এবং সব বয়সী নারীরা আল-আকসায় প্রবেশের অনুমতি পায়।

গত সোমবার জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলার দিন ইসরায়েল-গাজা সীমান্তে ক্ষোভে ফেটে পড়া ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি সেনাদের সংঘর্ষে অন্তত ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েলি পক্ষে মাত্র একজন সেনা ফিলিস্তিনিদের ছোড়া পাথরে সামান্য আহত হয়েছে মাত্র।

নিজ ভূমিতে ফেরত যাওয়ার অধিকারের দাবিতে গত ৩০ মার্চ থেকে ফিলিস্তিনিরা গাজা সীমান্তে বিক্ষোভ শুরু করে। সে বিক্ষোভে এ পর্যন্ত ১০৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক বিশ্ব উদ্বেগ প্রকাশ করলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকেই সমর্থন দিয়ে যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দিল্লিতে পা কাটল চেন্নাইয়ের

স্পোর্টস ডেস্ক: এবারের আইপিএলটা মোটেও ভালো যাচ্ছে না দিল্লি ডেয়ারডেভিলসের। হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে দলটি। একের পর ম্যাচ হেরেছে চলেছে তারা। স্বাভাবিকভাবে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে দিল্লি। সেই ‘পচা শামুকেই’ পা কাটল দুর্দান্ত ছন্দে থাকা চেন্নাই সুপাই কিংসের। শ্রেয়াস আয়ারের দলের কাছে ৩৪ রানে হেরে গেছে রাজারা।

দিল্লির জন্য ম্যাচটি ছিল শুধু আনুষ্ঠানিকতার। জয় কিংবা পরাজয় তাদের ভাগ্য বদলে কোনো প্রভাব ফেলত না। জিতলেও থাকতে হতো পয়েন্ট টেবিলের তলানিতে। সেই ম্যাচেই জ্বলে উঠল তারা। হারিয়ে দিল চেন্নাইকে। এই হারে পয়েন্ট টেবিলের সিংহাসনে ওঠা হাতছাড়া হলো ধোনি বাহিনীর।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে দিল্লী ডেয়ারডেভিলস। তবে তাদের শুরুটা ভালো ছিল না। সূচনালগ্নেই ফিরে যান পৃথ্বী শ। এরপর আয়ারকে নিয়ে হাল ধরেন রিশভ পান্ট। ভালো জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন তারা। দলীয় ৭৮ রানে লুঙ্গি এনগিডির শিকার হন আয়ার। এতে ভাঙে ৫৪ রানের জুটি।

সঙ্গী হারিয়ে টিকতে পারেননি পান্টও। ২ বল পরই সেই এনগিডির থাবা খান তিনি। ফেরার আগে করেন ৩ চার ও ২ ছক্কার ২৬ বলে ৩৮ রান। দুই থিতু ব্যাটসম্যান ফিরে গেলে চাপে পড়ে দিল্লী। দলকে উদ্ধারের আগেই ফিরে যান গ্লেন ম্যাক্সওয়েল। কিছুক্ষণ পরই প্যাভিলিয়নের পথ ধরেন অভিষেক শর্মা। ৯৭ রানে পাঁচ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় দলটি।

শেষদিকে হাল ধরেন বিজয় শঙ্কর ও হার্শাল প্যাটেল। ষষ্ঠ উইকেটে ৩২ বলে ৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দুজন। তাদের জুটিতে ভর করে ১৬২ রানের লড়াকু পুঁজি পায় দিল্লী। ২ চার ও ২ ছক্কা হাঁকানো বিজয় শঙ্কর ২৮ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। অপর প্রান্তে থাকা হার্শাল প্যাটেল ১৬ বলে করেন ৩৬ রান। তার এই বিস্ফোরক ইনিংসে ছিল ৪ ছক্কার বিপরীতে ১ চার।

চেন্নাইয়ের হয়ে লুঙ্গি এনগিডি নেন ২ উইকেট। ১টি করে নেন চাহার, জাদেজা ও ঠাকুর।

জবাবে চেন্নাইয়ের শুরুটা হয় আশা জাগানিয়া। উদ্বোধনী জুটিতে ৪৬ রান তোলেন শেন ওয়াটসন ও আম্বাতি রাইডু। এক প্রান্তে আম্বাতি রানের চাকা সচল রাখলেও ওয়াটসন ছিলেন কিছুটা মন্থর। ধীরলয়ে ব্যাটিং করা অজি ব্যাটসম্যানকে ফিরিয়ে জুটি ভাঙেন অমিত মিশ্র।

এরপর ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি রাইডু। ঝড়ো অর্ধশতক হাঁকানোর পরই হার্শাল প্যাটেলের শিকার হয়ে ফেরেন তিনি। ২৯ বলে ৪টি করে চার ও ৪ ছক্কায় ৫০ করে ফিরলে চাপে পড়ে চেন্নাই। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ফিরে যান সুরেশ রায়না। তার বিদায়ের পর পরই ফিরে যান বিলিংস। এতে মহাচাপে পড়ে দলটি।

এরপর রবীন্দ্র জাদেজাকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন মহেন্দ্র সিং ধোনি। তবে রানের গতি নিয়ন্ত্রণে রাখে দিল্লীর বোলাররা। ধীরে ধীরে বাড়তে থাকে আস্কিং রান রেট। পরে হাত খুলতে গিয়ে ট্রেন্ট বোল্টের শিকার হন ধোনি। ম্যাচ থেকেও ছিটকে যায় চেন্নাইয়ের রাজারা।

শেষ ২ ওভারে জয়ের জন্য তাদের দরকার ছিল ৫০ রান। তবে ১৫ রানের বেশি নিতে তুলতে পারেননি তারা। ৬ উইকেটে ১২৮ রানে আটকে যায় টেবিলের সেকেন্ড বয়রা। ১৮ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন জাদেজা।

দিল্লির হয়ে ট্রেন্ট বোল্ট ও অমিত মিশ্রর শিকার ২টি করে উইকেট। ১টি করে ঝুলিতে ভরেন হিমালয় কন্যা নেপালের বিস্ময় সন্দ্বীপ লামিচানে ও ভারতীয় হার্শাল প্যাটেল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যশোরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ যুবক নিহত

যশোর প্রতিবেদক: যশোরের অভয়নগরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন যুবক নিহত হয়েছেন।

র‌্যাবের দাবি, নিহত যুবকরা মাদক চোরকারবারী। এ ঘটনায় দুই র‌্যাব সদস্যও আহত হয়েছেন।

শনিবার ভোরে অভয়নগরের পায়রা-নওয়াপাড়া সড়কে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা একটি বস্তায় ৪শ’ বোতল ফেনসিডিল, দুটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল ও একটি গুলিভর্তি ম্যাগজিন উদ্ধার করেছে।

নিহতরা হলেন- যশোরের অভয়নগর উপজেলার চার নম্বর মডেল ওয়ার্ড এলাকার আব্দুল বারেক শেখের ছেলে হাবিবুর রহমান ওরফে হাবি শেখ (৩৮), নাদের আলী মোড়লের ছেলে আবুল কালাম (৪৭) ও সাত্তার কাশারির ছেলে মিলন কাশারি (৪০)।

র‌্যাব- ৬ খুলনা কোম্পানি কমান্ডার জাহিদ জানান, শুক্রবার গভীর রাতে র‌্যাব সদস্যরা নিয়মিত টহলের অংশ হিসেবে যশোরের অভয়নগর উপজেলার পায়রা-নওয়াপাড়া সড়কে তল্লাশি চেকপোস্ট বসায়।

শনিবার ভোররাতে ওই চেকপোস্টে এসে তিন মোটরসাইকেল আরোহী গুলিবর্ষণ করে। এতে র‌্যাবের দুই সদস্য এএসআই জুয়েল ও এএসআই সায়েম আহত হন।

এরপর র‌্যাব সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করে। এতে ওই তিনজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

পরে স্থানীয় লোকজন তাদের পরিচয় সনাক্ত করেন বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানে স্টেডিয়ামে বোমা হামলায় নিহত ৮, আহত অর্ধশত

আফগানিস্তানের পূর্ব নাঙ্গারহার প্রদেশের জালালাবাদ শহরে ক্রিকেট ম্যাচ চলাকালে একটি স্টেডিয়ামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত ও প্রায় ৪৩ জন আহত হয়েছেন। শুক্রবার দিনগত রাতে এ হামলার ঘটনা ঘটে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে টুর্নামেন্টের আয়োজক হেদায়েতুল্লাহ জহির এবং লাঘমান প্রদেশের মেহতারলাম শহরের উপ-মেয়র ড. নিকালও রয়েছেন। জানা যায়, রমজান মাস উপলক্ষে স্থানীয় কয়েকটি টিম নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

এ ব্যাপারে প্রদেশ সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগাইনি জানান, শহরের একটি স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচটির আয়োজন করা হয়, যেখানে অনেক দর্শক উপস্থিত হয়েছিল। খেলা চলাকালে ওই হামলা চালানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার কাজল আসছেন ‘এলা’ নিয়ে

বলিউডে কাজলকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৫ সালে রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবিতে। যদিও নামের প্রতি সুবিচার করতে পারেনি ছবিটি। ২০১৭ সালে রজনীকান্ত ও ধানুশের সঙ্গে তামিল ছবি ‘ভিআইপি ২’-তে অভিনয় করলেও সাড়া পাননি তেমন। তবে সব ব্যর্থতা দূরে ঠেলে চলতি বছর আবারও পর্দায় আসছেন কাজল। ছবির প্রযোজক কাজলের স্বামী অজয় দেবগন জানিয়েছিলেন, চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে কাজল অভিনীত চলচ্চিত্র ‘এলা’।

তবে কত তারিখে মুক্তি পাবে, এ নিয়ে কিছুই জানানো হয়নি। অবশেষে চূড়ান্ত হয়েছে কাজলের ‘এলা’র মুক্তির তারিখ। ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, চলতি বছরের ১৪ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘এলা’। এই প্রথমবারের মতো ছবিতে মায়ের ভূমিকায় থাকবেন কাজল। ছবিতে সিঙ্গেল মাদারের চরিত্রে অভিনয় করবেন তিনি। ছেলের ভূমিকায় থাকছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা ঋদ্ধি সেন। ছবিতে একজন নাট্য নির্দেশকের ভূমিকায় অভিনয় করবেন নেহা ধুপিয়া।

আনন্দ গান্ধীর লেখা গুজরাটি নাটক ‘বেটা কাগদো’র অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। ছবিতে মা ও ছেলের সম্পর্ক তুলে ধরা হবে। অজয় দেবগনের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন পেন ইন্ডিয়া লিমিটেডের কর্ণধার জয়ন্তিলাল গাদা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলকে এড়ানোর জন্য ফ্রান্স চাতুরী করেছিল!

স্পোর্টস ডেস্ক: কী দুর্দান্ত ফুটবল খেলেই না ১৯৯৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক ফ্রান্স। শিরোপা মঞ্চে ব্রাজিলের বিপক্ষে জিনেদিন জিদানের সেই দুর্দান্ত শৈলী এখনো ফুটবলপ্রেমীদের হৃদয়ে গাঁথা। তার আগে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে লিলিয়াম থুরামের জোড়া গোল। মাঠের খেলার এই গল্পগুলো সবারই জানা। কিন্তু মাঠের বাইরে দুর্দান্ত খেলাটা খেলেছিলেন ফ্রান্সের সাবেক ফুটবলার মিশেল প্লাতিনি। ফাইনালের আগে ব্রাজিলকে এড়ানোর জন্য বিশ্বকাপ গ্রুপিংয়ে চাতুরীর আশ্রয় নিয়েছিলেন সাবেক উয়েফা প্রেসিডেন্ট।

১৯৯৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিল ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপের আগেও রীতিমতো উড়ছিল। সেলেসাওদের সামনে তখন টানা বিশ্বকাপ জয়ের হাতছানি। রোনালদো, রিভালদোদের মাঠের পারফরম্যান্সের ওপর ভর করা ব্রাজিলের পক্ষেই সবার বাজি। এই ব্রাজিলকে ঠেকাবে কে? এ নিয়েই প্রতিপক্ষদের গবেষণা।

আয়োজক কমিটিতে থেকে এ ঝুঁকি নিতে চাননি প্লাতিনি। বর্তমানে নিষেধাজ্ঞায় থাকা এ সংগঠক গ্রুপিংয়ে এমন কৌশলই নিয়েছিলেন যে, কোনো রকম পা না হড়কালে ব্রাজিলের বিপক্ষে ফাইনালের আগে খেলতে হবে না ফ্রান্সকে। বিষয়টি এত দিন পরে এসে স্বীকার করেছেন সাবেক উয়েফা সভাপতি, ‘আমরা ছোট একটা কৌশল খাটিয়েছিলাম। এমনভাবে গ্রুপিং করেছিলাম যে গ্রুপ পর্বে ব্রাজিল ও ফ্রান্স চ্যাম্পিয়ন হতে পারলে ফাইনালের আগে আর মুখোমুখি হবে না। আমরা স্বাগতিক দল, তাই সুবিধাটা কাজে লাগিয়েছিলাম।’
কেন এ কাজ করেছিলেন প্লাতিনি? চার বছরের জন্য ফুটবলে নিষিদ্ধ প্লাতিনির খুব সহজ উত্তর, ‘ছয় বছর ধরে বিশ্বকাপ আয়োজনে কাজ করার পর যদি এতটুকু চাতুরীও না করতে পারি, তাহলে আর কী করলাম! বিশ্বকাপের অন্য আয়োজকেরা এটা করে না বলে ভাবছেন?’

তবে ফ্রান্স ও ব্রাজিলকে যে ফাইনালে তুলেছিল প্লাতিনির চাতুরী, তা বলার কোনো সুযোগই নেই। কেননা নকআউট পর্বের ম্যাচগুলোতে প্রতিপক্ষকে হারিয়েই তাদের জায়গা করে নিতে হয়েছে ফাইনালে। এর আগে নরওয়ে, স্কটল্যান্ড ও মরক্কোকে টপকে গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। আর গ্রুপ ‘সি’-তে ফ্রান্সকে চ্যাম্পিয়ন হতে টপকাতে হয়েছে ডেনমার্ক, দক্ষিণ আফ্রিকা ও সৌদি আরবকে। সূত্র: প্রথমআলো

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১০৪ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

কিউবার রাজধানী হাভানায় যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। শুক্রবার দেশটির হোসে মারতি আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের পর পর উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি। কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনসহ বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, কিউবার জাতীয় এয়ারলাইন সংস্থা কিউবানা ডি অ্যাভিয়েশনের যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত উড়োজাহাজটি বোয়িং ৭৩৭ মডেলের। সংবাদ সংস্থা প্রেনজা লাতিনার খবরে বলা হয়েছে, উড্ডয়নের কিছুক্ষণ পরই উড়োজাহাজটি নিচে নেমে আসে এবং বিধ্বস্ত হয়।
এএফপির প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটিতে ১০৪জন আরোহী ছিলেন।
রেডিও হাভানা কিউবা জানিয়েছে, উড়োজাহাজটি যাত্রী নিয়ে হাভানা থেকে হলগুইন শহরে যাচ্ছিল। এটি ছিল অভ্যন্তরীণ ফ্লাইট। দুর্ঘটনার পর পরই অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেছে।

সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। উড়োজাহাজ বিধ্বস্তের কারণ সম্পর্কেও কিছু জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest