সর্বশেষ সংবাদ-
চতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভা

প্রশ্নফাঁসের অভিযোগে ৪ শিক্ষকসহ গ্রেফতার ৫

রাজধানীর উত্তরখান ও গাজীপুর এলাকা থেকে এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জন শিক্ষক ও ফেসবুকের একটি গ্রুপের এক অ্যাডমিনকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার সকালে র‌্যাব-৩ এর একটি দল তাদের গ্রেফতার করে।

এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে র‌্যাব। তবে আটককৃতদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

আজ বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারতি জানাবে র‌্যাব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে: প্রধানমন্ত্রী

আসন্ন নির্বাচনে জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে আনসার সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি। আনসার একাডেমিতে আগমন ও ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। মানুষের নিরাপত্তা রক্ষায় সচেষ্ট থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদান অপরিসীম। তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে এ দুটি বাহিনী অবদান রাখছে।

সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজে আনসার ও ভিডিপি সদস্যদের অভিবাদন গ্রহণ করেন।জাতীয় সমাবেশের প্রস্তুতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিকে সাজানো হয়েছে বর্নিল সাজে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। এ ছাড়া আনসার-ভিডিপি সদস্যদের কুটিরশিল্প পরিদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

রিয়াল বেটিসের ঘরের মাঠে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসরা জিতেছেন ৫-৩ গোলে। আর সেই সাথে স্প্যানিশ লা লিগায় প্রথম দল হিসেবে তারা করেছে ৬ হাজার গোল।

রবিবার রাতের ঐ ম্যাচে প্রথম গোল অবশ্য পেয়েছিল রিয়াল মাদ্রিদই। ম্যাচের ১১ মিনিটে রোনালদোর নেয়া শট আটকান বেটিসের স্প্যানিশ গোলরক্ষক আন্তোনিও আদান। দ্রুত প্রতিক্রিয়ায় ফিরতি বল জালে জড়ান লস ব্লাঙ্কোসদের তরুণ স্প্যানিশ মিডফিল্ডার মার্কো অ্যাসেনসিও।

এরপর ৩৩ মিনিটে হোয়াকিনের ক্রসে দারুণ হেড করে দলকে সমতায় ফেরান আলজেরিয়ান ডিফেন্ডার আইসা মেন্দি। এর চার মিনিটের মাথায় আবার এগিয়ে যায় দলটি। হোয়াকিনের বানিয়ে দেয়া বল থেকে ডিফেন্ডার ফিরপোর শট ঠেকিয়ে দেন নাভাস। তবে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার নাচো ফার্নান্দেজের গায়ে লেগে বলটি জালে জড়িয়ে যায়। আত্মঘাতী গোল করে নাচো এগিয়ে দেন বেটিসকে।

৫০ মিনিটে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। লুকাস ভাসকেজের নেয়া কর্নার থেকে হেডে গোল করেন সার্জিও রামোস।

এরপর ৫৯ মিনিটে দারুণ আক্রমণে গোল পেয়ে যায় মাদ্রিদ। স্প্যানিশ রাইট ব্যাক দানি কার্ভাহালের ক্রস থেকে অ্যাসেনসিওর বাঁ পায়ের শট জড়ায় জালে। এটিই ছিল লিগে ক্লাবটির ৬ হাজারতম গোল।

ম্যাচের ৬৫ মিনিটে সতীর্থ ব্রাজিলিয়ান ক্যাসামিরোর ক্রস নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন রোনালদো। পরে ম্যাচের ৮৫ মিনিটে ফিরপোর অসাধারণ ক্রসে বদলি নামা স্প্যানিশ ফরোয়ার্ড সার্জিও লিওনের গোলে ব্যবধান কমিয়ে আনে বেটিস।

তবে সব সম্ভাবনা শেষ করে অতিরিক্ত সময়ে রোনালদোর বদলি নামা ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা রিয়াল মাদ্রিদের পঞ্চম গোলটি করেন।

এই জয়ের পর লস ব্লাঙ্কোসদের সংগ্রহ ২৩ ম্যাচে তাদের ৪৫ পয়েন্ট। শীর্ষে থাকা বার্সেলোনার সাথে ব্যবধান ১৭ পয়েন্টের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের সঙ্গে শেষ টি-২০ ম্যাচ জিতলেও ফাইনাল অধরা রইল ইংলিশদের জন্য৷ বিধ্বংসী কলিন মুনরোর দৌলতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-নিউজিল্যান্ড ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে পৌঁছে গেছে নিউজিল্যান্ড৷

প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং ব্যাটিংয়ে ধ্বস নামে ইংলিশদের৷ চার নম্বর ওভারে মাত্র ২৪ রানেই দু উইকেট পড়ে যায় ইংলিশদের৷ শুরতেই মনে হচ্ছিল এই ম্যাচটিও হারতে চলেছে তারা৷ কিন্তু সেখান থেকেই সমস্ত হিসেব পাল্টে যায় ইংলিশ অধিনায়ক ইয়ান মর্গান এবং মালান জুটিতে৷ ছয়টি ৬ এবং ৪ টি চারের সাহায্যে ৪৬ বলে ৮০ রানে অপরাজিত থাকেন মর্গান৷ ৩৬ বলে ৫৩ রান করে আউট হন মালান৷ ২০ ওভারে ইংল্যান্ড ১৯৪ রান তোলে৷

১৯৫ রানের লক্ষ্য নিয়ে রানের জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক মরগানের ৪৬ বলে অপরাজিত ৮০ রানে ভর করে শেষ টি-২০ ম্যাচটি জেতে ইংলিশরা৷ হ্যামিলটনে প্রথম ব্যাট করতে নেমে দুই কিউই ওপেনার কলিন মুনরো এবং মার্টিন গাপ্তিল ৫৭ ও ৬২ রানের দুটি ঝোড় ইনিংস খেলেন৷ মুনরোর ইনিংসটি ৩ টি বাউন্ডারি ও ৭ টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ছিল৷ নীচের দিকে ব্যাট করতে নেমে ৩০ বলে ৩৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মার্ক চাপম্যান৷

কিউইদের সঙ্গে ২ রানে ম্যাচ জিতলেও ত্রিদেশীয় সিরিজের ফাইনাল থেকে ছিটকে গেছে ইংল্যান্ড৷ ২১ ফেব্রুয়ারি এডেন পার্কে ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১২ দিন ধরে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। রায়ের সার্টিফায়েড কপি না মেলায় জামিন আবেদন করতে পারেননি তিনি। অবশেষে হাইকোর্টে জামিন আবেদনের পথ সুগম হচ্ছে আজ সোমবার। চলছে পূর্ণাঙ্গ রায় প্রকাশের শেষ মুহূর্তের কাজ।

রায় মোট ৬৩২ পৃষ্ঠার। এটি অনুলিপির (সার্টিফায়েড কপি) পর দলিলের (কার্টিজ পেপার) কাগজে প্রিন্ট হয়ে পৃষ্ঠার সংখ্যা হয়েছে ১১৬৮। প্রতিটা পৃষ্ঠায় বিচারকের সীল ও স্বাক্ষরের কাজ চলছে। এ প্রক্রিয়া শেষ হবে আজ দুপুরের পর। আদালত সূত্রে জানা গেছে, বিচারকের তত্ত্বাবধানে ৩-৪ জন কর্মকর্তা-কর্মচারী পুরোদমে কাজ করছেন।

ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর পেশকার মোকাররম হোসেন সোমবার বেলা ১২টার দিকে  বলেন, আজ বিকেলের মধ্যে জিয়া অরফানেজ মামলার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি আইনজীবীদের হাতে তুলে দেয়া হবে।

আদালত সূত্রে জানা যায়, খালেদার ৬৩২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় কার্টিজ পেপারে প্রিন্ট দেওয়ার পর দাঁড়িয়েছে ১১৬৮ পৃষ্ঠায়। প্রতি পৃষ্ঠায় বিচারকের সীল ও স্বাক্ষর থাকবে এবং চলছে তার কাজ। আজ দুপুরের পর আইনজীবীদের হাতে তা দেয়া হবে।

এর আগে রোববার বিচারক খালেদা জিয়ার আইনজীবীদের বলেন, সোমবার আপনাদের রায়ের সার্টিফায়েড কপি দেয়া হবে।

গত ১২ ফেব্রুয়ারি ৬৩২ পৃষ্ঠা রায়ের সার্টিফায়েড কপির জন্য তিন হাজার পৃষ্ঠার কার্টিজ পেপার আদালতে জমা দেন খালেদা জিয়ার আরেক আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। এই মামলায় অন্য আসামি খালেদার বড় ছেলে তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।

আদালত বলেছেন, বয়স ও সামাজিক অবস্থা বিবেচনায় কম সাজা দেয়া হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীকে। রায়ের পরই নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে নেয়া হয় বেগম জিয়াকে। দণ্ডবিধি ১০৯ ও ৪০৯ ধারায় খালেদা জিয়াসহ বাকিদের সাজা দেয়া হয়। কারাদণ্ডের পাশাপাশি সব আসামিকে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সারা দেশের বিভিন্ন কারাগারে ৭ বছরের বেশি সময় ধরে বিনা বিচারে আটক থাকা ১৩৯ বন্দীর বিচার কার্যক্রম আগামী ৩১ আগস্টের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন আদালত।

নির্দেশিত সময়ের মধ্যে বিচার কার্যক্রম শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হার্টের সমস্যা কমায় দই!

সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, নিয়মিত দই খেলে হার্টের কোনও ক্ষতি হয় না, বরং নানারকম হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়।বস্টন ইউনিভার্সিটির গবেষকদের মতে দইয়ের মধ্যে উপস্থিত উপকারি ব্যাকটেরিয়া এবং আরও সব উপকারি উপাদান শরীরে প্রবেশ করার পর ধীরে ধীরে হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটতে শুরু করে।

নিয়মিত দই খেলে শুধুমাত্র হার্টের ক্ষমতাই বাড়েএমন নয়,এছাড়াও নানাবিধ শারীরিক উপকার পাওয়া যায়। যেমন-

১) রক্তে খারাপ কোলেস্টরল এর মাত্রা কমানোর পাশাপাশি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা নেয় দই। তাই নিয়মিত দুগ্ধজাত খাবারটি খেলে হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে না বললেই চলে। পরিবারে যদি কার্ডিওভাসকুলার ডিজিজের সমস্যা রয়েছে তারা নিয়মিত দই খেতে পারেন।

২) গবেষণায় দেখা গেছে দই খাওয়ার পর আমাদের মস্তিষ্কের ভেতর এমন কিছু পরিবর্তন হয় যে মানসিক চাপ এবং অ্যাংজাইটি কমতে শুরু করে। বর্তমান সময়ে যেসব মরন রোগগুলির কারণে সব থেকে বেশি সংখ্যক মানুষের প্রাণ যাচ্ছে,তার প্রায় সবকটির সঙ্গেই স্ট্রেসের যোগ রয়েছে। তাই তো নিয়মিত দই খাওয়ার প্রয়োজনয়ীতা বেড়েছে।

৩) ভুঁড়ি কমাতে দইয়ের কোনও বিকল্প হয় না বললেই চলে।ইউনিভার্সিটি অব টেনেসির গবেষকদের করা একটি পরীক্ষায় দেখা গেছে নিয়মিত দই খাওয়া শুরু করলে হজম ক্ষমতার উন্নতি ঘটে,সেই সঙ্গে কর্টিজল হরমোনের ক্ষরণও কমে যায়। ফলে ওজন হ্রাসের সম্ভাবনা প্রায় ২২ শতাংশ বেড়ে যায়।

৪) দইয়েও রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস এবং ক্যালসিয়াম। এই দুটি উপাদান দাঁত এবং হাড়ের স্বাস্থ্যের উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই বয়স শেষেও অস্টিওআর্থ্রাইটিসের মতো রোগ আক্রান্ত হওয়ার কোন সম্ভবনা থাকে না।

৫) দইয়ে এমন কিছু উপাদান রয়েছে যা পাকস্থলিতে হজমে সহায়ক ভাল ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা নেয়। সেই কারণেই তো বদ-হজম এবং গ্যাস-অম্বলের সমস্যা কমাতে দই খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। গবেষণায় দেখা গেছে পেপটিক আলসার হওয়ার পিছনে দায়ি এইচ পাইলোরি নামক ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে দই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

গুঞ্জন কিছুটা হলেও সত্যি হলো। আবারও বিয়ে করলেন পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক ই ইনসাফ-এর প্রধান ইমরান খান। রবিবার লাহোরের একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাঁরই ধর্মীয় পরামর্শ সেই বুশরা মানেকাকে বিয়ে করেছেন দেশটির সাবেক এই তারকা ক্রিকেটার। খবর এনডিটিভির।

পাকিস্তান তেহরিক ই ইনসাফ এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছে। দলটির জানিয়েছে, বুশরা মানেকার ভাইয়ের বাড়িতে এই বিয়ে সম্পন্ন হয়। পিটিআইয়েরই এক নেতা নিকাহ সম্পন্ন করিয়েছেন।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে মানেকাকে ইমরান খান বিয়ে করেছেন বলে গুজব ছড়ায়। তবে এ সময় পিটিআইয়ের পক্ষ থেকে এ কথা অস্বীকার করা হয়। এবার সত্যিই বিয়ের পিঁড়িয়ে বসেন ইমরান খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের বেশ কিছু ছবিও ভাইরাল হয়েছে।

প্রসঙ্গত, ইমরান খান ১৯৯৫ সালে ব্রিটিশ কোটিপতির মেয়ে জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেন। এই পক্ষে ইমরান খানের দুটি ছেলে রয়েছে। এরপর ২০০৪ সালের তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর ২০১৫ সালে টেলিভিশন সঞ্চালক রেহাম খানকে বিয়ে করেন। সেই বিয়েও বেশি দিন টিকেনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest